[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:৬৫
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
অজানা একটা জায়গা,
বিশাল পাঁচ পর্বত পিছনের দিকে, আর সেই পর্বতের মধ্যকার একটা জায়গার মধ্যে বিশাল একটা জায়গা রয়েছে। জায়গাটা অনেকটা আন্ডারগ্রাউন্ড প্যালেসের মতোই। প্যালেসের মতো জায়গার মধ্যে বিভিন্ন আকারের বানরের স্ট্যাচু রয়েছে। যারা এমন ভাবে তাকিয়ে আছে যে দেখলেই মনে হবে তারা জীবিত। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে নজর টানা বিষয় হচ্ছে প্যালেসের বিশাল ক্রাউন রুমটা। যার মধ্যে বিশাল একটা পাথর ছিলো। পাথরটার আকার যদিও তুলনামূলক এতো বড় নয়, তারপরও এটা এতো শক্তিশালী এবং ভারি যে পৃথিবীতে এটা এক মিটার উঁচু থেকে পরলেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পাথরটার নিচে মাঝের অংশে একজন ব্যক্তি বন্ধী থাকার কথা ছিলো। তাকে ব্যক্তি বললে ভুল হবে, কিং অফ মাংকি এ.কে.এ মাংকি কিং এখানে বন্ধি ছিলো। যাকে এই জায়গার মধ্যে হাজার বছরের বেশী সময় যাবৎ বন্ধী করে রাখা হয়েছিলো। সেই মাংকি কিং তার বন্ধী জায়গা থেকে বের হয়েছে। যে একসময়ে অসাধারণ একটা বানর হওয়া সত্ত্বেও সকল গডদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে সে হাজারো বছরের প্রিজন থেকে বের হয়েছে। কোথায় গিয়েছে সে? কোথাও যায় নি, তাকে আটকা করা বিশাল পাথরের গায়ে পিঠ ঠেকিয়ে বসে আছে। বানরের মতো তার শরীরে লোম রয়েছে, মানুষের মতো তার আকৃতি, পিছনে একটা লম্বা লেজ রয়েছে। লেজটা নারিয়ে সে নিজের শরীরকে হাওয়া দিচ্ছে। যদিও এই জায়গাটা অনেকটা ঠান্ডা, তারপরও বানরের রাজা তার লেজ নারিয়ে বাতাস খাচ্ছে। সে কোনো কথা বলছে না, কিছু বলার মতো তার আর নেই। সে জীবনে যা নিজের ভেবেছে সব কিছুই হারিয়ে গিয়েছে। তাই তার আর কোনো কিছুতেই আগ্রহ নেই। হঠাৎ সে চুপ থেকে বলতে শুরু করলো,
-->>আমি জানি তুমি এখানে আছো, তাই লুকিয়ে থেকে লাভ নেই।(মাংকি)
বানরের রাজার কথাটা বলার সাথে সাথে তার ডান পাশে একটা কালো ধোঁয়া তৈরী হতে লাগলো। যেটার মধ্য থেকে কালো পোষাক পরিহিত একটা ব্যক্তি বেরিয়ে আসলো। ব্যক্তিটার পোষাক কালো বললে ভুল হবে। তার শরীরে কোনো পোষাক নেই। বরং একটা কালো ছায়া তার পুরো শরীরটা ঢেকে রেখেছে। যদিও সে জামা পরলেও এই কালো ছায়ার সাহায্যে সেটা দেখা যাচ্ছে না। কালো পোষাকে ঢাকা ব্যক্তিটা মাংকি কিং এর পাশে এসে বসলো। লোকটাকে মাংকি কিং নিজেই চিনে, তাই সে কিছু করলো না। নিজের মতোই স্বাভাবিক রইলো।
-->>তো উইশ মেকার, না এ.কে.এ ডিম্যান কিং দ্বিতীয়বারের এই ভিজিট কি মনে করে?(মাংকি কিং)
মাংকি কিং উইশ মেকারের পরিচয় সম্পর্কে অনেক পূর্বে থেকেই জানতো, আর সেই সুবাধে তার আসল পরিচয়টা কি সেটাও জানতে পেরেছে। বানরের পাশে উইশ মেকার বসলো। দুজনে বেশ কিছুক্ষন চুপ ছিলো। তখনি বানরটা আবারো কথা বলতে লাগলো,
-->>তো ফর্মার ডিম্যান কিং হঠাৎ আবারো আমার কাছে আসলো কেনো? আমি তো মনে করেছিলাম তোমার মেসেজ পাঠানো হয়ে গিয়েছে সুপ্রিম গডের কাছে।(মাংকি)
-->>স্টেজ শেষ, গুটি তৈরী করাও শেষ। এখন সুপ্রিম গড দুজন তাদের দাবা খেলায় ব্যস্ত আছে। মাঝ খান দিয়ে আমরা তাদের অব্যবহার যোগ্য কিছু ভ্যাসেল পরে আছি মৃত্যুর জন্য।(উইশ মেকার)
-->>হাহাহাহাহাহাহা।
মাংকি কিং হাসতে শুরু করলো হঠাৎ। তার হাসাতে উইশ মেকার অবাক হলো না। বরং সে নিজের মন মতো কল্পনায় ব্যস্ত রইলো।
-->>বাই দ্যা ওয়ে কনগ্রাজুলেশন। এখন থেকে তো তুমি একজন অফিসিয়াল গড। তো কেমন লাগছে গড লেভেল ক্ষমতা অধিকার করায়?(উইশ মেকার)
-->>গড, এই একটা জিনিস যেটা আমার শুনতে একদম অপছন্দ।(মাংকি)
-->>আমি নিজেও তো একজন গড, কিন্তু সেই আমার কাছে উইশ চাইতে পিছু ফিরো নি।(উইশ মেকার)
-->>যে গড হাজারো গডদের নিমিষেই হত্যা করতে পারে তাকে আমি আমার চোখে গড দেখি না। সে একজন গড কিলার। আর সেই গড কিলার যার থেকে ইনস্পায়ার হয়ে আমি হ্যাভেনে যুদ্ধ ঘোষনা করলাম তাকে অপছন্দ করাটা তো প্রশ্নেই আসে না।(মাংকি)
-->>তো এখন কি করবে মাংকি? আবারো কি আরেকটা যুদ্ধ ঘোষনা করবে?(উইশ মেকার)
-->>সেটা সম্ভব নয় তুমি নিজেই জানো। আমরা দুজনে যায় করি, সবশেষে আমাদের হাত একই শিকল দিয়ে বাঁধা।(মাংকি)
-->>কিন্তু আমি যদি বলি, সেই শিকল ভাঙার সময় হয়ে এসেছে তাহলে?(উইশ মেকার)
উইশ মেকার, না ডিমন কিং এরকম একটা ব্যক্তি ছিলো যার প্রাইডের অভাব ছিলো না। কিন্তু তার এমন অবস্থা হয়েছে এখন যে তাকে তার আসল পরিচয় লুকিয়ে বেরাতে হচ্ছে। এটা থেকে মুক্ত পাওয়ার অনেক চেষ্টা সে করেছে। কিন্তু কোনো ভাবেই কোনো উত্তর পায় নি সে। কিন্তু এক হাজার বছর সে অন্যের ইচ্ছাগুলো পূরণের মাধ্যমে একটা উপায় পেয়েছে। একটা উপায় পেয়েছে সুপ্রিম গডের শিকল থেকে নিজেকে মুক্তি করার। আর সেই উপায়টায় সে মাংকি কিং এর সাথে শেয়ার করছে। দুজনে পুরো বিপরীত ব্যক্তিত্ব হলেও দুজন দুজনের সাহসের অনেক বড় ভক্ত ছিলো। মাংকি কিং নিজে ডিম্যান কিংকে সম্মান করে অনেক। দুজনের টাইটেল কিং বলে এমন নয় যে তাদের ক্ষমতাও এক হবে। মাংকি কিং যাকে হাজার মনস্টারের কিংদের মধ্যে থেকে একটা ধরা হয়। আর সেখানে ডিম্যান কিং গড লেভেল ডিম্যানদের উপরে রাজ করে। যদিও কোনো ডিম্যান বা ডেভিল গডের মর্যাদা পায় নি এখনো সেখানে ডিম্যান কিংই একমাত্র ব্যক্তি যে একজন উচ্চতর গডের জায়গা দখল করেছে। আর সেখানে মাংকি কিং মাত্র অফিসিয়াল গড টাইটেল অর্জন করেছে।
বিশ্লেষনটা প্যাচালো ছিলো তাই গল্পে ফেরা যাক।
বানরের রাজার চোখ ডিম্যান কিং এর দিকে গেলো। সে তাকিয়ে রইলো ফটফটা চোখে। এক সময়ে ডিম্যান কিং এর সাথে দেখা করার জন্য মাংকি কিং একব্লকের পঞ্চাশ ফ্লোর সম্পূর্ন একা ছয় মাসের মধ্যে ক্লিয়ার করে। ডিম্যান কিং পঞ্চাশ নং ফ্লোরে ছিলো এটা জানার পরই সে তার গন্তব্যে পৌছে যায়। কিন্তু ডিম্যান কিং সেখানে তার পৌঁছানোর সময় ছিলো না। অনেক হতাশ হয়েছিলো সেদিন। কিন্তু তার কষ্টের ফল সে পেয়েছিলো। টাওয়ারের সর্বপ্রথম ব্যক্তি যে ছয় মাসের মধ্যে পঞ্চাশটা ফ্লোর ক্লিয়ার করেছিলো। এটা জানতে পেরে ডিম্যান কিং নিজেই মাংকি কিং এর সাথে দেখা করে। আর তাদের সাক্ষাতেই ডিম্যান কিং একটা উইশ অফার করে মাংকি কিংকে। কিন্তু সেই ইচ্ছাটা ডিম্যান কিং পূর্ন করতে পারে নি।
-->>আমি কখনো কারো উইশকে অপূর্ণ রাখি নি। বিষয়টা শুধু আমার ছিলো না। যেহেতু তোমার উইশ পূর্ণ করা বাকি ছিলো, তাই আমি আমার শেষ সময়েও সবটা চেষ্টা করেছি।(ডিম্যান কিং)
ডিম্যান কিং এর শরীর থেকে এনার্জি লিক হচ্ছে। তার ডার্ক এনার্জি আস্তে আস্তে পুরো গুহার রুমের মধ্যে ভরে যাচ্ছে। এটা কোনো এট্যাক কিংবা ডিফেন্স ছিলো না। ডিম্যান কিং তার শেষ সময়ে পৌঁছে গিয়েছে। মানে তার কাছে আর সময় নেই। মাংকি কিং তার অবস্থা দেখেই বুঝতে পারলো। গড লেভেলে তার পাওয়ার পৌঁছে যাওয়ার পর সে এখন সব জিনিসের কারণ অকারণ স্পষ্ট দেখতে পারছে। আর ডিম্যান কিং যে তার লাইফ এনার্জি ত্যাগ করে সবার উইশ পূর্ণ করেছে মাংকি এটাও বুঝতে পেরেছে।
-->>এভাবে চলে যেতে চাচ্ছো খেলাটার শেষ না দেখেই।(মাংকি)
-->>আমাকে তো ভালো করেই চিনো। আমার কাছে সর্বদায় ব্যাকআপ প্লান রয়েছে। আর তাছাড়াও এটায় শিকল থেকে বের হওয়ার একমাত্র উপায়।(ডিম্যান কিং)
মাংকি কিং আর কিছু ভাবলো না। সে নিজে তার সব কিছু হারিয়েছে। ভালোবাসার মানুষ, নিজের বলা বাড়ি, নিজের বলা মানুষ সবাইকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। আর তার লক্ষেও সে পৌঁছাতে পারবে না। একটা অদৃশ্য শিকল তাকে বন্ধী করে রেখেছে। ঠিক ডিম্যান কিং এর মতো। শুধু যে ডিম্যান কিং এর মতো এমন নয়। এক্সব্লকের সবার মতোই একটা শিকল তাদরকে বন্ধী করে রেখেছে। আর এই শিকল না ভাঙা পর্যন্ত তারা দুজনই তাদের সব কিছু হারাতে থাকবে।
-->>আমি রাজি আছি। যেভাবেই হোক আমার শেষ ইচ্ছা পূর্ণ করো। আমি কারো অ্যাভেটার হয়ে থাকতে চাই না।(মাংকি কিং)
মাংকি কিং কোনো রকম চিন্তা ভাবনা ছাড়ায় ডিম্যান কিং কে উত্তর দিলো। মাংকি কিং এরকমই। সে কোনো কিছু করার পূর্বে সেটা সম্পর্কে ভাবে না। মনের মধ্যে যা আসে সেটায় করে সে। হোক সেটা গডদের বিরুদ্ধে যুদ্ধ, কিংবা কোনো ওয়ার্ল্ড ধ্বংস করা। আর তার এই স্বভাবই সুপ্রিম গড দুজনের জন্য স্টেজ সাজাতে সাহায্য করেছে। ডিম্যান কিং এর শেষ লাইফ এনার্জি দিয়ে সে একটা স্পেল ব্যবহার করলো। অনেক ভয়ানক এবং ক্ষতিকর একটা স্পেল, যেটা দুই সুপ্রিম গডদের কাছেও অজানা। ডিম্যান কিং এর স্পেলের ফলে চারিদিকে বিভিন্ন ধরনের কালো অক্ষরের লেখা ভাসমান হতে শুরু করলো। যেটার অর্থ মাংকি কিং কিছুই জানে না। তবে মাংকি কিং বুঝলো অনেক বড় একটা রিক্স নিতে চলেছে সে। তাই সে তার চোখ বন্ধ করে পরবর্তীতে কি হয় সেটা দেখার চেষ্টা করে যাচ্ছে।
-->>এখন আমি আমার ড্রাগন আর্মারকে অনেক মিস করছি।(মাংকি)
মাংকি কিং উঠলো, তার মাথাটা ডান দিকে নিচু করলো এবং বাম কানে হাত দিয়ে জোরে একটা ঠাপ্পর দিলো। একটা গোল্ডেন কালারের লাঠি তার ডান কান দিয়ে বের হলো। লাঠিটা নিয়ে সে দাঁড়ালো, এমন কনফিডেন্সে সে দাঁড়িয়ে রইলো যা দেখে মনে হবে সামনে কি হবে সেটা সে আগেই আন্দাজ করতে পেরেছে। ডিম্যান কিং এর স্পেল শেষ হওয়ার পরে, হাজারো কালো রঙের শব্দ বানরের শরীরের চারিদিকে ঘিরে গেলো। শব্দ গুলো হঠাৎ ডিম্যান কিং এবং মাংকি কিং এর চারপাশে থেমে গেলো। দুজনে শেষ বারের মতো একে অপরের দিকে তাকালো। মাংকি কিং একটা পলক ফেললো। সে আবার চোখ খোলার পূর্বেই তার শরীর পুরতে শুরু করলো। ঠিক একটা বস্তুকে যেমন সূর্যের উপরে ফেলে দিলে যেমন সেটা সাথে সাথেই পুরে ছাই হয়ে যায়। ঠিক তেমনি বানরের শরীর পুরে ছাই হয়ে গেলো। সেখানে কিছু সময়ের জন্য ডিম্যান কিং বসে রইলো।
-->>আজ থেকে আমরা শিকলকে ভেঙে ফেললাম। আমি এবং মাংকি দুজনেই যাচ্ছি হারিয়ে অজানার মধ্যে, কিন্তু তোমার অপেক্ষায় থাকবো ভবিষ্যৎ ডিম্যান কিং কারন তোমার মাধ্যমেই আমরা আবার রেইনকার্নেট হবো।(ডিম্যান কিং)
ডিম্যান কিং মেডিটেশনের স্টাইলে বসে ছিলো। সেই অবস্থায় সে ইটার্নাল স্লিপের মধ্যে প্রবেশ করলো। যেখানে শুধু ঘুমাচ্ছে সে। আর এই অবস্থায় তার আশে পাশের সকল কালো ছায়া দূর হতে শুরু করলো। ছায়ার মধ্য থেকে একটা সুন্দর হ্যান্ডসাম যুবক বেরিয়ে আসলো। যাকে দেখতে মানুষের মতো লাগলেও সে একজন ডিম্যান। হাজারো বছরের শরীরে এখনো বৃদ্ধের কোনো ছাপ দেখা যাচ্ছে না তার। রূপটা ঠিক চাদের উজ্জ্বল আলোর মতো জ্বলজ্বল করছে। সে বসেই রইলো সেখানে। কতটা সময়, কতটা বছর, কতটা যুগ পার হবে সে নিজেও জানে না। সে তারপরও সেখানে বসেই রইলো অপেক্ষায়।
* * * * *
(লাল ড্যানজন)
এলেক্স লাল ড্যানজন ক্লিয়ার করছে। করছে বললে ভুল হবে, প্রায় করেই ফেলেছে। একশত আনডেড আর্মি সামন করেছে সে। যারা ড্যানজনের মধ্যে আলাদা একটা র্যামপেজ শুরু করেছে। ড্যানজনের মনস্টারের দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখলে বলা যায় সেটা এক সাইডের তীব্র হত্যা কান্ড ছিলো। এলেক্স শুধু যে মনস্টার গুলো হান্ট করেছে তাই নয়। সে যাওয়ার পথে মনস্টার তো হান্ট করেছেই সেই সাথে ড্যানজনও ভেঙে যাচ্ছে। ড্যানজন তৈরী হয় শক্তিশালী ম্যাজিকের মাধ্যমে, কিন্তু সেই ম্যাজিকের মাঝেও কিছু দুর্বলতা রয়েছে। আর এলেক্স তার প্রোগ্রামার টাইটেলের মাধ্যমে সেই দুর্বলতা বের করতে পেরেছে।
প্রোগ্রামার টাইটেল যেটা এলেক্সের পূর্বের জীবনের জন্য সে পেয়েছে। এটা প্রথমে এলেক্স ঠিক বুঝতে পারে নি। কিন্তু এটার হঠাৎ একটা স্পেশাল ইফেক্ট চালুর হওয়ার পর থেকে এলেক্সের কাছে এটা অনেক ভালো একটা টাইটেল মনে হচ্ছে। টাইটেলের স্পেশাল ইফেক্ট অনেকটা সাইন্টিফিক আধুনিক চশমার মতো কাজ করে। ইফেক্ট চালু হলে এলেক্সের চোখে অনেক অজানা তথ্য চলে আসে যেগুলো খালি চোখে দেখা যায় না। কম্পিউটারে একটা কাজ করার জন্য যেমন কোডিং এর প্রয়োজন হয়, আর সেটা প্রোগ্রামাররাই করে থাকে। এলেক্সের পূর্বের দুনিয়ার কাজও সেটাই ছিলো। আর এখানেও তার ব্যতিক্রম হলো না। স্পেশাল ইফেট এর ফলে এলেক্স ম্যাজিকের কোডিং দেখতে পারছে। যেটা একটা অভিজ্ঞ প্রোগ্রামার হওয়ার ফলে তার বুঝতে সমস্যা হলো না। আর সেই কোডিং গুলোর মধ্য দিয়ে ম্যাজিকের দুর্বল জায়গাটা বের করা কোনো ব্যাপারই না।
-->>যে জায়গায় কোডিং দুর্বল, সেখানের ম্যাজিকও দুর্বল।(এলেক্স)
এলেক্স বলেই তার ন্যাকরো ব্লেড দিয়ে ড্যানজনের দেওয়ালে আঘাত করলো। ব্লেডের আঘাতেই ড্যানজনের দেওয়াল সহ ভেঙে গেলো, এলেক্স সামনে চলে আসলো এবং পিছনের সকল রাস্তা বন্ধ হয়ে গেলো। আপাতোতো সে যা হত্যা করেছে সব স্কেলেটনই ছিলো। তাই তাদের থেকে আসা জায়গাটাও সে ধ্বংস করে দিলো।
-->>তাহলে যাওয়া যাক বস রুমের মধ্যে।
এলেক্স বস রুমের মধ্যে প্রবেশ করলো। একটা লাল ড্যানজন হিসেবে এলেক্স হতাশ হয়েছে এই ড্যানজনের উপরে। যদিও অনেক মনস্টার ছিলো এখানে তারপরও তারা এলেক্সের ক্লিয়ার করা গবলিনের ড্যানজনের কাছেও আসবে না। তাই সে একটু বেশী আশা করেছিলো। যদিও এলেক্সের আনডেড আর্মির মধ্যে অনেক আনডেড রয়েছে যাদের লেভেল এই ড্যানজনের মনস্টারের সমান বা কম ছিলো, তারপরও তাদের কাছেও মনস্টার গুলো দুর্বল ছিলো। এলেক্স বুঝতে পারছে না এর কারন।
বস রুমের মধ্যে এলেক্স সহ তার সকল আনডেড প্রবেশ করলো। এলেক্সের সাথে ছিলো জেনারেল এবং তার পিছনে ফায়ার, ওয়াটার, আর্থ এবং এয়ার। আর তাদের ছয়জনের পিছনে বাকি আনডেডরা। কিছু আনডেড এখানে মারাও গিয়েছিলো, কিন্তু এলেক্সের কাছে যেহেতু মনস্টারের সউল কালেক্ট করার এবিলিটি রয়েছে তার টাইটেলের কারনে, তাই তাদেরকে সউলকে দিয়ে নতুন আনডেড বানানো তার জন্য কোনো ব্যাপারই না। প্রায় শত মনস্টার নিয়ে এলেক্স যখন বসের রুমে প্রবেশ করলো তখন সে মনস্টারকে খুজে পেলো না। কিন্তু হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলো এলেক্স আওয়াজটা খুব পরিচিত একটা ছিলোম এলেক্সের জন্য।
-->>ঘোড়ার আওয়াজ!(এলেক্স)
এলেক্স ভাবছে, কিন্তু একটা ঘোড়া কি মনস্টার হতে পারে। নাকি এটা কোনো মানবঘোড়া মনস্টার। হঠাৎ রুমের পিছনের দিকের ছোট একটা জায়গা থেকে যেখানে অন্ধকার থাকার কারনে কিছু দেখা যাচ্ছিলো না। সেখান থেকে একটা ঘোড়া প্রবেশ করছিলো। ঘোড়াটা পুরো হাড্ডির তৈরী ছিলো। যা উপরে একটা ব্যাটেল আর্মার পরিহিত ছিলো। সেই ঘোড়ার উপরে একটা নাইট বসা ছিলো, যে তার ডান হাতে বিশাল একটা সূচালো সোর্ড ধরে রেখেছে এবং বাম হাতে তার মাথাকে রেখেছে। হ্যাঁ তার মাথা তার মাথায় নেই। বরং তার মাথা তার হাতে রয়েছে। মনস্টারটা এগিয়ে এসেছে এলেক্সের দিকে। এলেক্স তার ইনফো স্কিলের মাধ্যমে দেখতে লাগলো।
××× ইনফো ×××
মনস্টারঃ দুলাহান
লেভেলঃ ১০০
এলেক্স মনস্টারের দিকে তাকিয়ে রইলো। এটা অনেক পরিচিত একটা মনস্টার, যা নাইটমেয়ার গেমের মধ্যে অনেক জনপ্রিয় ছিলো। আর এই মনস্টারের সকল ডিজাইন এলেক্স নিজেই ডিজাইন করেছিলো। তাই নিজের ডিজাইন কৃত মনস্টারকে জীবিত দেখতে পাবে সেটা এলেক্স আশা করে নি। যদিও গেমের প্রায় মনস্টারের সাথেই এলেক্সের বাস্তবে দেখা হয়ে গিয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে নিজের ক্রিয়েশনের। যদিও সাধারণ সময়ে দুলাহানের সাথে দেখা হলে ভয়ে পালাতো তার মাথা হাতে থাকার কারনে, কিন্তু এলেক্স সেরকম কোনো না। এলেক্স তাকিয়ে আছে দুলাহানের দিকে। এই তাকানো সেই তাকানো নয়। বরং এটা সেই তাকানো যেখানে এলেক্স দুলাহানকে হত্যা করে নিজের আনডেডে যুক্ত করতে চাওয়ার।
-->>আমার আর্মি, তোমরা সবাই দাঁড়াও তোমাদের কিং যাচ্ছে ফাইটের জন্য।(এলেক্স)
এলেক্স কিছু রাজকীয় ভাবে কথা বললো। দুলাহান এমন একটা মনস্টার যারা জীবিত থাকা অবস্থায় রাজাদের নাইট ছিলো, যারা তাদের লম্বা সুঁইয়ের মতো ব্লেড নিয়ে ঘোড়ায় করে শত্রুদের হত্যা করতো। আর একরম কারো সামনে রাজার অভিনয় না করলে কি হয়। এলেক্স এখানে কোনো সার্কাস খেলতে আসে নি, আর সে জানে তার সামনের ব্যক্তিটার লেভেল নিজের থেকে বেশী। তাই সে প্রথমেই সেটাকে শেষ করতে চাচ্ছিলো। এলেক্সের টাইটেলের স্পেশাল ইফেক্ট চালু হলো। কিন্তু সেটা দিয়ে কোনো কিছু দেখতে পারলো না সে। মনস্টারটা ম্যাজিকে তৈরী না হওয়ার ফলে তার মধ্যে আপাতোতো এলেক্স কোনো কোডই দেখতে পারছে না। এলেক্স আর সময় নষ্ট না করে তার হাতের মুন ড্যাগার নিয়ে সোজা দুলাহানের দিকে এগিয়ে গেলো। দুলাহান সেটা বুঝতে পেরে ঘোড়ার উপর থেকেই তার বাম হাতের মাথাকে এলেক্সের দিকে ছুড়ে মারলো। মাথাটা এলেক্সের বুক বরাবর লাগতে যাচ্ছিলো তখনি মন ড্যাগারের হাতল দিয়ে সেটাকে প্রতিহত করলো এলেক্স।
<<আজ পর্যন্ত মাত্র তিনজন আমার এই ড্যানজনে প্রবেশ করেছে। যাদের দুজনই আমার এই এট্যাকে মারা গিয়েছে। কিন্তু তুমি, তুমি তাদের থেকে সম্পূর্ণ আলাদা। মনে হচ্ছে আমি হাজার বছর পরে কারো সাথে মন মতো ফাইট করার সুযোগ পাবো।>>
দুলাহানটা কথা বললো। কথাটা স্বাভাবিক ছিলো। একদম স্পষ্ট এবং ক্লিয়ার, যার মধ্যে কোনো ভেজাল ছিলো না। এলেক্স অবাক না হয়ে পারলো না। কিন্তু সেটা তার মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিলো না। দুলাহানের মাথা এলেক্সের উপরে এট্যাক করার পর আবার উড়ে দুলাহানের কাছে চলে যায়। দুলাহান এবার মাথাটা তার হাতে না রেখে নিজের মাথায় পরলো। সাথে সাথে এলেক্সের ইনফো স্কিল কাজ করা শুরু করে দিলো,
××× ইনফো ×××
মনস্টারঃ দুলাহান(ফুল ফর্ম)
লেভেলঃ ????
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।