#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৪৮
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টেস্ট ড্যানজন)
পুরো আন্ডারগ্রাউন্ড সিটির মধ্যে একটা তথ্য দ্রুত ছড়িয়ে গিয়েছে। মাস্ক পার্টি এখন সবার মুখের বাণী হয়ে দাঁড়িয়েছে। সবারই একটা প্রশ্ন কারা এই মাস্ক পার্টির সদস্য? তথ্য বিক্রেতারা অনেক দামী মূল্যে তাদের তথ্য বিক্রি করতে শুরু করেছে। যেহেতু সবারই মাস্ক পার্টির সম্পর্কে জানার কৌতূহল রয়েছে তাই তথ্য বিক্রেতাদের ব্যবসাও অনেক ভালো যাচ্ছে। যদিও সব তথ্য সত্য না তারপরও সে তথ্যের মধ্যে কিছু তথ্য রয়েছে যেসব সত্য।
-->>আমি শুনেছি আপাতোতো মাস্ক পার্টির মধ্যে শুধু দুজন প্লেয়ারকেই দেখা দিয়েছে। আর তারা এতোটা শক্তিশালী যে দুজনেই প্রথম থেকে তৃতীয় ফ্লোর ক্লিয়ার করে ফেলেছে।
-->>আমি তো শুনেছি মাস্ক পার্টির লিডারের স্পেশাল স্কিল জিনিস পত্রের ভিতর দিয়ে চলে যাওয়া।
-->>তোমরা তো শুনেছো। আমি যখন আমাদের পার্টির সাথে ফাইট করছিলাম। তখন সেই ব্যক্তিটা ঠিক আমাদের পার্টির ট্যাংকদের শরীরের পিছন দিয়ে প্রবেশ করে সামনে দিয়ে বের হয়েছে।
-->>তাহলে কি আমাদের মাঝে আরো একটা শক্তিশালী পার্টির জন্ম হতে চলেছে?
-->>মনে হয় ব্লাক এবং হোয়াইট পার্টি ড্যানজন ক্লিয়ার করে চলে যাওয়ার পর মাস্ক পার্টিই এখানে রাজ করবে।
-->>আমি শুনেছি মাস্ক পার্টির মেম্বার গুলো এক একটা নাকি মনস্টার?
-->>আমি মাস্ক পার্টিতে প্রবেশ করতে চাই। কিভাবে প্রবেশ করবো কেউ কি আমাকে বলতে পারবে?
যে জায়গায় বিনোদনের জন্য কোনো টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট নেই এরকম জায়গার মধ্যে ছোট ছোট তথ্য গুলোই সবার জন্য বিনোদন তৈরী করে। তাই তো পুরো আন্ডারগ্রাউন্ড সিটি কোনো একটা হট টপিক পেলে সেটা নিয়েই গল্প শুরু করে দেই।
* * * * *
(ব্লাক পার্টি হেডকোয়ার্টার)
ব্লাক পার্টি, যা বর্তমানে টেস্ট ড্যানজনের দুই শক্তিশালী পার্টির মধ্যে একটা। ব্লাক পার্টির লিডার তার টেবিলের কাছে চেয়ার নিয়ে বসে আছে। যার সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে।
-->>রাজ খান এবং আফিফ চৌধুরী, কিছু একটা বলতে চেয়েছিলে আমাকে?(পার্টি লিডার)
পার্টির লিডারের উপস্থিতিতে রুমের মধ্যে আলাদা রকমের একটা প্রেসার তৈরী হয়েছে, যা থেকে রাজ এবং আফিফ দুজনেই ঘামতে শুরু করেছে। তারা এখানে এসে তাদের লিডারকে মাস্ক পার্টি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য।
-->>লিডার, এটা মাস্ক আর্মি সম্পর্কে।(রাজ)
-->>হ্যাঁ, বলো শুনতেছি আমি।(লিডার)
-->>এই পর্যন্ত মাস্ক পার্টির মাত্র দুজন সদস্যকেই দেখা গিয়েছে। যারা তাদের দেখেছে তাদের বিবরন অনুযায়ী তারা দুজন আমাদের মতোই নতুন প্লেয়ার।(রাজ)
-->>এটা আমাদের এনালাইসিস টিম অনেক পূর্বেই বের করেছে। আমার নতুন কিছু জানতে হবে।(লিডার)
-->>স্যার রাজ যেটা বলতে চাচ্ছিলো তা হলো, যেহেতু তারা দুজন আমাদের সাথেই আমাদের এরিয়ার মধ্যে ছিলো তাই আমরা দুজনের পরিচয় বের করতে পেরেছি।(আফিফ)
-->>তাই।(লিডার)
পার্টি লিডারের মনোযোগ এবার দুজনের সামনে চলে। যেহেতু বাকি সবার মতো সেও এই মাস্ক পার্টির জন্য কৌতূহল তাই এটা স্বাভাবিক।
-->>আমাদের এরিয়ার মধ্যে রিচুয়াল শুরুর এক-দুই দিন পূর্বে আমি লা লিগার মধ্যে একটা পার্টির আয়োজন করেছিলাম। যেখানে আমার একটা ফাইটারের সাথে এক ব্যক্তির ফাইটের আয়োজন করেছিলাম। যেখানে জ্যাক নামক এক ব্যক্তি এতো শক্তিশালী মার্শাল আর্ট জানতো যে সে আমার শক্তিশালী ফাইটারকেও হারিয়ে ফেলেছিলো। আর.....(রাজ)
-->>আর তুমি বলতে চাচ্ছো সেই ব্যক্তিই আপাতোতো আমাদের এই মাস্ক পার্টির ফক্স ফেইস? তাহলে অন্যজন কে?(লিডার)
-->>আমার কালেক্ট করা তথ্য অনুযায়ী দ্বিতীয় ব্যক্তিটা আমার ফাইটার হয়ে কাজ করতো। যাকে জ্যাক নামক সেই ব্যক্তির কাছে হারার পর আমি চাকরি থেকে বাদ করে দিয়েছি।(রাজ)
-->>তাহলে এরিয়া এক্স এর দুই ব্যক্তি যারা মাত্র দুজন মেম্বার নিয়েই এতো তারাতাড়ি উপরে উঠে গিয়েছে। আমার মনে হয় হোয়াইট পার্টিও এই বিষয়ে চুপ থাকবে না। যেহেতু তারাও নতুন তাই আমি আমাদের নতুন মেম্বারদেরও লিমিট দেখতে চাই।(লিডার)
-->>স্যার, তাহলে কি আমরা মাস্ক পার্টির খেল খতম করে দিবো?(আফিফ)
-->>না না মিস্টার আফিফ চৌধুরী। আমরা প্রথমেই সে করছি না। মাস্ক পার্টির মেম্বার দুজন, আমি চাই তারা আমার পার্টিতে যুক্ত হোক। আর সেটা করার দায়িত্ব তোমাদের। যদি আমাদের অফারে রাজি না তাহলে খেল খতম আরকি।(লিডার)
পার্টি লিডার তার হাত দিয়ে গলা কাঁটার ইশারা করে কথাটা আফিফ চৌধুরীকে বললো। দুজনেই বুঝতে পারলো এটা তাদের পরবর্তী মিশন হতে চলেছে। যেহেতু তারা ব্লাক পার্টিতে প্রবেশ করার পর থেকেই বাকিদের থেকে শক্তিশালী তাই তাদের চিন্তার কোনো কারন নেই। আর এমনিতেও দুজনেরই কিছু লেন দেন বাকি ছিলো এই মাস্ক পার্টির লিডারের সাথে।
* * * * *
(হোয়াইট পার্টি হেডকোয়ার্টার)
হোয়াইট পার্টির লিডার সব সময় নিজেকে পার্টির দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখে। পার্টির মধ্যে গুরুত্বপূর্ণ কোনো জিনিস হলেই সেটাকে সমাধান করার জন্যই সে হেডকোয়ার্টারের মধ্যে প্রবেশ করে। তাছাড়া সবটা সময় সে বাইরে থাকতেই পছন্দ করে। এই সময়ে পার্টির সমস্ত কাজ তার মেয়ে রোজা সামলিয়ে থাকে। আর এখনো সে সামলাচ্ছে। তৃতীয় ফ্লোরে সে গিয়েছিলো পারশোনাল একটা কাজের জন্য, তবে ফেরার পরই অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার কানে পৌঁছায়। তার অফিস রুমের মধ্যে সে বসে আছে, সাথে পার্টির গুরুত্বপূর্ণ সদস্য গুলোও।
-->>ম্যাম, আমার মনে হয় মাস্ক পার্টির সদস্য দুজনকে আমাদের রিক্রুট করাই ঠিক হবে। যেহেতু তারা অন্যান্য নিউবিদের থেকে সম্পূর্ণ ভিন্ন। আর তাছাড়াও এতোক্ষনে ব্লাক পার্টিও এই পদক্ষেপ নিতে শুরু করেছে।(পার্টির একজন সদস্য)
-->>হ্যাঁ ম্যাম আমিও সহমত জানাচ্ছি। এই সময়ে আমাদের সব পাওয়ারেরই প্রয়োজন রয়েছে। এমনিতেও ব্লাক পার্টি নবম ফ্লোরে আমাদের থেকে এগিয়ে আছে। যদি আমাদের সেই ফ্লোর ক্লিয়ার করতে হয় তাহলে আরে এক্সপিরিয়েন্স প্লেয়ারের প্রয়োজন হবে।
-->>তোমরা হয়তো ভুলে গিয়েছো। কিন্তু এটা সেই ব্যক্তি যে প্রথম ফ্লোরে আমাদের বসকে আমাদের টিমের কাছ থেকে নিয়ে পালিয়ে গিয়েছে। জানিনা কিভাবে করেছে তবে এই পার্টি আমাদের সাথে প্রথম থেকেই যুদ্ধ ঘোষনা করেছে। এমনও হতে পারে এটা ব্লাক পার্টি কোনো এক ষড়যন্ত্র যা আমরা এখনো জানি না।(রোজা)
ভাইস লিডারের কথা শুনে কেউ কোনো কথা বললো না। যদিও সে যা বলেছি তা সত্য হওয়ার কোনো সিওরিটি নেই আবার তা মিথ্যাও হতে পারে।
-->>তাই আমরা আমাদের প্লানে দায়বদ্ধ থাকবো। আমরা হান্ট করবো তাদেরকে এবং হেডকোয়ার্টারে তাদেরকে এনে বন্ধী করবো। এরপর তাদের থেকে সকল তথ্য বের করে নিবো ব্লাক পার্টির সম্পর্কে।(রোজা)
রোজা একটা ভয়ঙ্কর হাসি দিলো, যা প্রায় দেখার মতো বিষয় ছিলো। তার হাসিতে অফিস রুমের মধ্যে থাকা সকলেই ভয় পেতে শুরু করলো। শুধু যে তারা ভয় পাচ্ছে এমন নয় বরং তাদের গড গুলোও ভয় পাচ্ছিলো।
* * * * *
(তৃতীয় ফ্লোর)
ছোট একটা গুহার মধ্যে শুধু দুজন ব্যক্তি রয়েছে। এরিয়েল যে ঘুমাচ্ছিলো ছোট একটা চাদরের উপরে আর এমিলি বা এথিনা সে তার পাশে বসে ছিলো। এথিনার অনেক কিছু জানার ছিলো, বিশেষ করে এই মেয়েটার সম্পর্কে। এই ওয়ার্ল্ডে এমিলির সাথে কন্ট্রাক করার পরে যখন থেকেই সে পোসেইডন এর কাছে এসেছে তখন থেকেই লক্ষ করেছে এই মেয়েটা তাকে ফলো করছিলো। আর সেটার কারন কি তা জানার অনেক ইচ্ছা এথিনার।
-->>আমি কে সেটা তো এই মেয়েটার জানা কখনোই সম্ভব না। কারন এই মেয়ে কোনো অ্যাভেটারই নয়।(এথিনা)
এথিনার নিজের সাথেই সে কথা বলতে শুরু করেছে। একজন শক্তিশালী গড বা গডেস চাইলেই অ্যাভেটারদের গড সম্পর্কে জানতে পারে না। শুধু মাত্র কিছুসংখ্যক গড বা গডেসই রয়েছে যাদের কাছে এই ক্ষমতা রয়েছে। আর এথিনা সেই কিছু সংখ্যকের মধ্যে একজন।
-->>ওয়েট এ মিনিট, একটু পূর্বে পোসেইডন এই মেয়েকে কিস করেছিলো। তাহলে কি তার এই ইনকার্নেট এবং এই মেয়ে একে অপরকে ভালোবাসে? না সেটাও হতে পারে না। আমি পোসেইডনের ইনকার্নেটের উপরে নতুন একটা কার্স দেখেছিলাম যা হয়তো এই মেয়েরই কাজ হবে।।(এথিনা)
এথিনা যতক্ষনই এই মেয়ের পাশে বসে আছে ততক্ষনেই তার মনের মধ্যে একটা আনইজি ফিলিংস কাজ করছে। যা হিংসা নাকি অন্য কিছু সেটা বুঝতে পারছে না সে।
"আমি একজন গডেস, তারপরও এভাবে কারো বেবিসিটিং করবো এটা কখনো ভাবি নি"(এথিনা ভাবছে)
এথিনার কাছে কাজটা বিরক্তকর মনে হলেও তাকে যদি এই মেয়ের রহস্য সম্পর্কে জানতে হয় তাহলে এটা করতেই হবে। বেশ অনেকক্ষন সময় পার হওয়ার পর এরিয়েলের জ্ঞান ফিরলো। সে হঠাৎ লাফিয়ে উঠলো। আশে পাশে তাকালো এবং এথিনাকে দেখলো। এরপর কিছু না বলেই সে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বারালো। যা দেখে এথিনার অনেকটা রাগ তৈরী হলো।
-->>আজব তো। একটা মানুষ তোমাকে সাহায্য করলো আর তাকে একটা ধন্যবাদ না বলেই তুমি এভাবে চলে যাচ্ছো।(এথিনা)
এথিনার কথায় এরিয়েল চুপ ছিলো, হাঁটতে হাঁটতে গুহার বাইরে চলে যাবে তখনি তার হাতে একটা সাদা কাগজ দেখা গেলো, যা সে মাটিতে ফেলে দিয়েছে। এথিনা রাগের কারনে এই বিষয়টা লক্ষ করে নি। সে এরিয়েলের উত্তরের অপেক্ষায় ছিলো। এরিয়েল পিছনে ফিরলো এবং একটা মুচকি হাসি দিয়ে এথিনাকে জবাব দিলো,
-->>একজন মানুষ আমাকে বাঁচালে আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিতাম। কিন্তু ভাগ্য খারাপ আমাকে বাঁচিয়েছে একজন গডেস, তাই তাকে কিছু বলার নেই আমার।(এরিয়েল)
এরিয়েলের কথাটা এথিনার মাথায় ভালো করে গেলো না। সে ছোট খাটো একটা কনফিউশনের মধ্যে পরে গেলো। আর এই সময়েই এরিয়েলের পায়ের নিচে ব্লাক হোল তৈরী হয়েছে, যা দিয়ে সে প্রায় চলে যাচ্ছিলো, তার মাথাটা ঢুকতে বাকি থাকার সময় সে আবারো বললো,
-->>ভালো থাকবেন গডেস এথিনা। আর হ্যাঁ পোসেইডন আর আমার মাঝে আসার চেষ্টা করবেন না। যদিও তার ইনকার্নেট জানে না যে সে পোসেইডন, তারপরও সে শুধু আমার। ইনকার্নেটের কথায় বলি বা আসল গড অফ ওয়াটার, দুটোই শুধু আমার।(এরিয়েল)
এরিয়েল কথাটা বলার সাথে সাথেই ব্লাক হোলটা হারিয়ে গেলো। এথিনা শেষ সময়ে রাগে তার গডেস ফর্মে চলে এসেছিলো, কিন্তু এখানে তার কিছু করার নেই। সে তার লিমিটের বাইরে পাওয়ার ব্যবহার করলে তার অ্যাভেটার মারা যাবে, যা সে চাই না। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো সে।
-->>কে এই মেয়ে? ম্যাডুসা মারা গিয়েছে, বাকিরাও বন্ধী রয়েছে। তাহলে এই মেয়ে কে যে পোসেইডনের সাহায্য করছে। আমাকে এই রহস্যের একদম গভীরে যেতে হবে।(এরিয়েল)
* * * * *
(চতুর্থ ফ্লোর)
জ্যাক ফিল্ড বসকে হত্যা করেছে, যেহেতু আপাতোতো তার পার্টিতে সে একাই ছিলো, তাই বসকে হত্যার সকল এক্সপি পয়েন্ট সে একায় পেয়েছে।
-->>হঠাৎ জিতুর কি হয়েছে? আমার হৃদয় বাপ্পী ইনকার্নেটের স্মৃতিতে তো সে আমার পাশেই ছিলো। কিন্তু হঠাৎ ইটার্নাল কার্স ভাঙার স্পেলটা ব্যবহার করার পর তাকে আর দেখতে পাচ্ছি না।(জ্যাক)
জ্যাক জিতুকে খোঁজার চেষ্টা করেছিলো গুহার মধ্যে, কিন্তু সেখানে তাকে পায় নি। তাই সে গুহা থেকে একাই চলে এসেছে। মোবাইলে নিজ পার্টি মেম্বারদের লোকেশন দেখার কোনো অপশন নাই, থাকলে অনেকটা ভালো হতো। তাছাড়াও জিতু এখন জ্যাকের সাথে কোনো পার্টির মধ্যেও নেই। জ্যাক এখন জিতুকে নিয়ে বেশী চিন্তা করছে না। হয়তো করতো একদিন পূর্বে, কিন্তু এখন যে তার জ্যাকের জীবনটা নিয়েই শুধু ভাবতে হবে এমন নয়। তার চিন্তা ভাবনা বাকি ইনকার্নেটদের সাথে মার্জ হওয়ার ফলে সবার ইচ্ছাটায় পূর্ণ করতে হবে এখন তাকে।
-->>আমাকে প্রথমে এক্সব্লকে ফিরতে হবে। আর সেখানে ফিরতে হলে আমাকে ডিভাইন গেইটকে খুজে বের করতে হবে। আর সেটা কিভাবে বের করবো, তারও একটা ছোট ধারনা আমার কাছে রয়েছে আপাতোতো।(জ্যাক)
জ্যাক পোসেইডনের ইনকার্নেট ছিলো এক সময়ে, যদিও প্রথম বার মারা যাওয়ার সময় পোসেইডনের সেই সউলও মারা যায় এবং দ্বিতীয় বার জ্যাক পোসেইডনের ইনকার্নেট হয়ে জন্ম নেই নি। তবে জ্যাক যখন ডিভাইন গেইটের ব্যবহার করে এই ওয়ার্ল্ডে প্রবেশ করে তখন সে নিজের শরীর হারিয়ে পোসেইডনের অন্য একটা ইনকার্নেটের শরীরে রেইনকার্নেট হয়ে যায়। আকাশ চৌধুরী মারা গেলেও তার মাঝে শেষ সময়ে থাকা পোসেইডনের টুকরোটা জ্যাকের সাথে একত্র হয় যাতে জ্যাক আবারো পোসেইডনের ইনকার্নেট হয়ে যায়। আর এর ফলে জ্যাকের সাথে যা হয়েছে পরের জীবনে সেটা পোসেইডন জানে, আবার পোসেইডনের সাথে যা হয়েছে সেটাও জ্যাক জানে। জ্যাক তার ব্যাগের মধ্যে থাকা ফায়ার ড্রাগন সোর্ডটা বের করলো। যার দিকে সে তাকিয়ে ছিলো অনেকক্ষন।
-->>ইগড্রাসিল, এ.কে.এ রেড ড্রাগনের বংশধর। যদিও তোমরা তোমাদের ড্রাগন গডদের শক্তির কাছে একটা পিঁপড়া মাত্র, তারপরও তোমাদের কাছেও তাদের মতো ক্ষমতা রয়েছে। আর ডিভাইন গেইট খুলতে তোমাদের সাহায্যই আমার প্রয়োজন হবে।(জ্যাক)
জ্যাক তার ভ্যাম্পায়ার কুইন সিজন ২ এর অভিজ্ঞতার কথা মনে করে কথাটা বললো। তার কাছে যে ড্রাগন গুলো ছিলো তারা এক্সব্লকের ড্রাগন গডদের বংশধর ছিলো মাত্র। তারপরও তাদের কাছে পুরো একটা ওয়ার্ল্ড ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা ছিলো, যদিও তারা তাদের গডদের কাছে কিছুই না। তারপরও তাদের গডদের মতোই তাদের স্পেশাল পাওয়ার রয়েছে। আর সেটা হলো, তাদের মাধ্যমেই এক্সব্লকের দরজা খুলে, যেটাকে বলা হয় ডিভাইন গেইট। এই গেইটের মধ্য দিয়ে যে কেউ এক্সব্লকের মধ্যে প্রবেশ করতে পারবে। এখন ডিভাইন গেইট খোলার ক্ষমতা যে ড্রাগন গড এবং তাদের বংশধরদের কাছেই আছে এমন নয়, আরো অনেক ভাবে ডিভাইন গেইট খোলা যায়, তবে সেটা সম্পর্কে কেউই জানে না। আপাতোতো জ্যাকের কাছে ডিভাইন গেইট খোলার দুটো মাধ্যম রয়েছে। একটা হলো নিজের হারিয়ে যাওয়া সব ড্রাগনকে খুজে বের করা। নাহলে তার মাঝে সিল হয়ে থাকা গোল্ডেন ড্রাগনের সাহায্য করা।
-->>কিন্তু গোল্ডেন ড্রাগন, তুমি একজন ড্রাগন গড হওয়ার ফলে ডিভাইন গেইট খুলবে না। যার জন্য আমাকে আমার ড্রাগন গুলোকেই খুজতে হব।(জ্যাক)
জ্যাক ফিল্ড বসকে অনেক পূর্বেই হত্যা করেছে। এই ফ্লোরের মনস্টার গুলোকে হত্যা করে সে সময় নষ্ট না করে সোজা হিডেন বসের কাছে চলে এসেছিলো অনেকক্ষন পূর্বেই। সে হিডেন বসকে হত্যা করে ফেলেছে, যার ফলে হিডেন বস হত্যা হয়েছে মাস্ক পার্টির দ্বারা এরকম একটা মেসেজ সবার ফোনেই চলে গিয়েছে। মাস্ক পার্টির জনপ্রিয়তার সাথে তার শত্রু সংখ্যাও বেরে গিয়েছে এক দিনেই। যেহেতু ড্যানজনের মধ্যে সবচেয়ে ছোট পার্টি এটাই, তাই অনেক পার্টির নজরই এখন মাস্ক পার্টির দিকে। জ্যাক হিডেন বসকে হত্যা করে বেরই হচ্ছিলো তখন চারিদিক দিয়ে তাকে বিভিন্ন পার্টির প্লেয়াররা ঘিরে ধরলো।
-->>আমি নিশ্চিত অনেক গুলো রেয়ার আইটেম বা ইউনিক আইটেম রয়েছে ওর কাছে।
-->>হ্যাঁ, লেজেন্ডারিও থাকতে পারে। নাহলে একটা নিউবি কিভাবে একটা হিডেন বসকে হত্যা করতে পারে যেটা আমাদের টিম এখনো পারে নি।
-->>আমরা আজকে ওকে হত্যা করে ওর সব কয়েন এবং আইটেম নিজেদের মধ্যে ভাগ করে নিবো।
-->>শক্তিশালী আইটেম থাকলে তো ব্লাক পার্টি বা হোয়াইট পার্টিও আমাদের কাছে কিছুই ছিলো না।
জ্যাক কি বলবে বুঝতে পারছিলো না। এমনি সময়ে সে হয়তো ফাইটকে এরিয়ে চলার চেষ্টা করতো। কিন্তু তার মাঝে আপাতোতো সময়ে নিয়াকের রাগ এবং ড্রাগনের পাওয়ার রয়েছে। তাই সে মুচকি একটা হাসি দিলো মাস্কের মধ্যেই।
-->>আমি চিন্তা করি নি, আমি সম্পূর্ণ হওয়ার পরে কিছু মানুষকে হত্যা করতে পারবো। কিন্তু তোমরা তো শুধু মানুষ নও, তোমাদের মাঝে তো কিছু গডের অ্যাভেটারও রয়েছে।(জ্যাক)
জ্যাক সাথে সাথে তার ড্রাগন ব্লেড টা মাটিতে গেঁড়ে দিলো এবং একটা ফাইটের জন্য প্রস্তুত হয়ে গেলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।