#Demon_King#
পর্ব:৭৫
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
এলেক্স ফ্রস্ট ড্যানজন ক্লিয়ার করেছে। প্রতিটা ড্যানজন ক্লিয়ার করার পর তা থেকে বিভিন্ন রকমের লুট পাওয়া যায়। এটারও ব্যতিক্রম হলো না। একটা হান্টার বা একাধিক হান্টার যদি হান্টার হাউস থেকে কোনো ড্যানজন ক্লিয়ার করার মিশন নিয়ে থাকে তাহলে সে বা তারা যে ড্যানজন ক্লিয়ার করবে তার মধ্যে যত রকমের লুট পাবে তার কোনো কিছুর অংশ হান্টার হাউস চাইবে না। তবে সেসব আইটেম বা লুট যদি হান্টার রা বিক্রি করতে চাই তাহলে সেটা অবশ্যই হান্টার হাউসের মধ্যে করতে হবে। এখন কথা হলো এখানে হান্টার হাউসের লাভ কোথায়? অবশ্যই লাভ না থাকলে তারা এতো কষ্ট করে গুরুত্বপূর্ন মিশন গুলো হান্টারদের দিবে না যেখান থেকে তারা কোনো লুট বা আইটেম নিজেদের জন্য পাবে না। লাভ না থাকলে তো কেউই ব্যবসা করে না। হান্টার হাউস তাদের হান্টারদের যে মিশন গুলো দিয়ে থাকে তার মধ্যে বেশ কিছু নিয়ম রয়েছে। যার মধ্যে প্রথমত, ড্যানজন ক্লিয়ার হয়ে যাওয়ার পরে সকল হান্টারদের লুট সংগ্রহ করে বের হয়ে যেতে হবে। এই সময়ে হান্টার হাউসের ক্লিন আপ সদস্যরা এখানে প্রবেশ করবে এবং মনস্টারদের মৃত শরীর গুলো কালেক্ট করে নিয়ে যাবে। তাছাড়াও কোনো হান্টার যদি অপ্রয়োজনীয় কোনো লুট রেখে যায় সেটাও তারা কালেক্ট করে যাবে।
-->>নিয়ম অনুযায়ী আমি এখানে আমার আনডেড তৈরী করতে পারছি না। তবে আমি সউল গুলোকে কালেক্ট করে রাখি।(এলেক্স)
এলেক্স কোনো মনস্টারকে যদি হত্যা করে তাহলে তখনি তাদেরকে আনডেড বানানোর সবচেয়ে ভালো সুযোগ থাকে। পরেও সে তাদের আনডেড বানানোর চেষ্টা করতে পারবে, তবে তার জন্য সেই মনস্টারদের শরীরের প্রয়োজন হবে। এলেক্স যদিও তাদের সউলকে কালেক্ট করে রাখবে, কিন্তু কোনো না কোনো একটা জায়গার মধ্যে তাদের মৃত শরীর থাকতে হবে তাহলেই এলেক্স তাদেরকে আনডেড আর্মিতে যুক্ত করতে পারবে। এখন যদি এলেক্স এদের সউলকে কালেক্ট করে রাখে এবং পরে তাদেরকে আনডেড করার চেষ্টা করে তাহলে কখনোই সেটা পারবে না। কারন হান্টার হাউস এই মৃত মনস্টারের শরীর গুলোকে এরকম ভাবে সাজিয়ে রাখবে না। এলেক্স ছোট বিষয়ে আর মনোযোগ দিলো না। যেহেতু তার এমনিতেও এসব মনস্টারদের নিজের আর্মিতে যুক্ত করার কোনো ইচ্ছা নাই।
-->>যদিও এই ফ্রস্ট মনস্টারের লাইফ, ডিফেন্স এবং স্ট্রেন্থ অনেক বেশী তারপরও এটার স্পিড খুব স্লো। আর এরকম কোনো আনডেড আমার আর্মিতে থাকলে শুধু শুধু আমার এনার্জি শেষ হবে।(এলেক্স)
এলেক্সের আনডেড আর্মি স্কিলটা অনেক পরিমাণ এনার্জি খরচ করে। যা এলেক্সের রিং এর মোট এনার্জির থেকেও অনেকটা কম। এলেক্স চাইলেই তার কোর তৈরী করে সেই এনার্জির মান বারাতে পারতো, তবে সে এটার চেষ্টা করবে না। তার বেশ কিছু কারন রয়েছে। প্রথমে এলেক্সের কোর বানানোর জন্য যে আইটেম গুলো প্রয়োজন তা পাওয়া অনেক কষ্টকর। এমনো কিছু ইনগ্রেডিয়েন আছে যেগুলো এলেক্সকে নিতে হলে অন্য ওয়ার্ল্ডে ভ্রমন করতে হবে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় যার জন্য এলেক্স তার কোর বানানোর চেষ্টা করছে না কারন এক্সব্লকে প্রবেশ করার পরে তৈরী কৃত কোরটা ভেঙে যাবে।
এলেক্স তার মনোযোগ তার লুটের উপরে দিলো। তাকে কষ্ট করে কোনো লুট সংগ্রহ করার প্রয়োজন হচ্ছে না। যেহেতু তার জীবনটা তার ডিজাইনকৃত গেমের মতো হয়েছে তাই সব ফাংশন গুলোও গেমের মতো কাজ করছে। একশত লেভেলের নিচে থাকলে মনস্টার হান্ট করলে সেগুলো থেকে পাওয়া আইটেম গুলো মাটিতে পরে থাকতো গেমের মধ্যে। তবে একশত লেভেলে পা দেওয়ার পর থেকে সেগুলো অটোমেটিক প্লেয়ারের ইনভেন্টরিতে প্রবেশ করে। এটা গেমের একটা ইন্টারেস্টিং সিস্টেম ছিলো। যা এলেক্সের উপরেও কাজ করছে। এলেক্সকে কোনো কিছু খুঁজে খুঁজে তার ইনভেন্টরির মধ্যে রাখতে হচ্ছে না। যা অটোমেটিক তার ইনভেন্টরির মধ্যে ঢুকে যাচ্ছে। এলেক্স তার ইনভেন্টরি খেয়াল করলো। পূর্বেই তার কাছে বেশ কিছু স্পেশাল আইটেম ছিলো, তবে এলেক্স সেগুলোর উপরে বেশী খেয়াল রাখে না। তার মূলত দুটো আইটেমের উপরে বেশী নজর ছিলো যার বিবরন বা ইনফো সে পূর্বে দেখতে পারে নি।
-->>লুট গুলো খারাপ না।(এলেক্স)
টাওয়ারে আসার পর থেকে এলেক্সকে আর অর্থ কিংবা আইটেমের অভাবে পরতে হয়নি। এই পর্যন্ত ক্লিয়ার করা সকল ড্যানজনের মধ্যেই সে অনেক ভালো ভালো লুট পেয়েছে। যদিও সেগুলো তার এখনো কোনো প্রয়োজনে পরে নি। এলেক্স এক এক করে সব গুলো আইটেমের বিবরণ দেখতে লাগলো। যেসব আইটেম পেয়েছে সেসব বেশীরভাগই C থেকে F র্যাংকের। যা এলেক্সের তেমন মনোযোগ কারে নি। তাই এগুলোকে সে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আরো বেশ কিছু আইটেম রয়েছে যেগুলো দেখার মতো। যেহেতু বাইরের মনস্টার গুলোকে এলেক্স হত্যা করেছে এমিয়াস চরিত্রপ, তাই তখন তাদের উপরে এমিয়াসের লাক্ স্ট্যাট সেই ভাবে কাজ করেছে। যার ফলস্বরূপ এই ড্যানজনের মনস্টার গুলোর লুটে সবচেয়ে ভালো যে আইটেম দেওয়ার কথা সেগুলোই বের হয়েছে। তবে বসের ক্ষেত্রে এলেক্স তেমন সন্তুষ্ট হতে পারলো না।
-->>আমি আশা করি নি বস মনস্টার মাত্র একটা আইটেম ড্রপ করবে।(এলেক্স)
এলেক্স বস মনস্টার হত্যার ফলে একটা আইটেম পেয়েছে। যা যদিও বাকি মনস্টারদের সাথে তুলনা করলে অনেক কম। কিন্তু যে আইটেম সে পেয়েছে তার র্যাংক তার পাওয়া এই ড্যানজনে বাকি আইটেমের থেকে অনেক বেশী।
××× আইটেম ইনফো ×××
নেইমঃ ফ্রস্ট ড্যাগার
র্যাংকঃ A+
ইনফোঃ এটি একটা ড্যাগার যা বরফে থাকা ফ্রস্ট মনস্টারের কোর থেকে তৈরী হয়েছিলো। ড্যাগারটা শুধু ফ্রস্ট মনস্টারদের লিডার হত্যা করলেই পাওয়া সম্ভব।
ইফেক্টঃ
১)প্রতি আঘাতে আইস এট্রিবিউট তৈরী হয়, যা অউরা ব্লেড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
২)আইস মনস্টার গুলোকে দ্বিগুন ড্যামেজ দিতে পারে।
৩)বরফের আবহাওয়ার মধ্যে এজিলিটি ২০% বৃদ্ধি করে।
××× ×××
এলেক্স আইটেমটার দিকে তাকিয়ে রইলো বেশ কিছুক্ষন। সে চাচ্ছিলো এটাকে নিজের কাছে রেখে দিতে। কিন্তু তা সম্ভব নয়।
-->>এতো ভালো একটা ড্যাগার আমি ছেড়ে দিতে পারছি না।(এলেক্স)
এলেক্স চাচ্ছে না, কিন্তু তাকে মিশন শেষ করার জন্য এই আইটেমকে হান্টার হাউসের মধ্যে জমা দিতে হবে। আর মিশন কমপ্লিট করে আইটেম জমা না দিলে এলেক্সের উপরে জরিমানা হবে যা পরিশোধ না করা পর্যন্ত সে অন্য কোনো মিশনে যেতে পারবে না। যদিও এলেক্স এমিয়াসের চার্ম দিয়ে সব কিছুকে নিজের ইচ্ছা মতোই বানিয়ে নিতে পারবে, তারপরও সে ধান্দাবাজ ব্যক্তি নয়। তাই সৎ ভাবেই সবটা করতে চাই।
-->>ড্যাগারটা বাদে আমার আর কোনো আইটেমই ভালো লাগছে না।(এলেক্স)
ড্যানজনের লুটের মধ্যে আরো ভালো ভালো কিছু আইটেম রয়েছে, যার মধ্যে A থেকে C র্যাংকের বেশ কয়েকটা আর্মার, বো, স্পেয়ার এবং লং সোর্ড ছিলো। যদিও এসবের র্যাংক ভালো ছিলো তবে সেগুলো এলেক্সের পছন্দ মতো নয়। কারন এলেক্স ড্যাগার বাদে অন্য কোনো অস্ত্রকে পছন্দ করে না। সেগুলো এলেক্সের মুভমেন্টকে অনেক স্লো করে দেই। সেই সাথে তার পাওয়া আর্মার গুলোও এলেক্সের শরীরকে ভারী করে তুলে। যা তার মুভমেন্টকে আরো স্লো করে তুলে। এলেক্স তার লুটের আইটেম গুলোকে দেখা শেষ করলো। এবং নিজের স্ট্যাটাসের দিকে নজর দিলো। সে বস মনস্টারকে হত্যার মাধ্যমে নিশ্চয় অনেক গুলো লেভেল বৃদ্ধি করতে পেরেছে, যা দেখার জন্য আগ্রহী ছিলো সে।
"স্ট্যাটাস"
এলেক্স মনে মনে স্ট্যাটাস দেখার কমান্ড দিলো। যার সাথে সাথেই তার সামনে তার স্ট্যাটাস খুলে গেলো।
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ১০৯
স্ট্রেন্থ : ২৭২
ভাইটালিটি : ১৬৩
এজিলিটি : ১৯১
স্ট্যােমানা : ১৬০
ইন্টেলিজেন্স : ১৮৫
লাক্ : ২৫
স্ট্যাট পয়েন্ট: ১৬০
××× ×××
এলেক্স মনোযোগ দিয়ে তার লেভেল এবং স্ট্যাট গুলো দেখতে লাগলো। শুধু মাত্র লাক্ বাদে সবটায় এক দুই করে বৃদ্ধি পেয়েছে। এটা অনেক ভালো জিনিস তার জন্য।
-->>আমি ভাবিও নি এই মনস্টার হত্যার ফলে একসাথে নয় লেভেল আপ করতে পারবো। যদিও বেশী আশা ছিলো।(এলেক্স)
যত বেশী উপরে উঠতে থাকছে এলেক্স তার তত বেশী মনস্টার হত্যা করতে হচ্ছে। প্রতি লেভেলের পরের লেভেলে উঠতে পূর্বের থেকে তিনগুন পরিমান এক্সপির প্রয়োজন হচ্ছে। যার ফলে এলেক্সকেও তিনগুন বেশী মনস্টার হত্যা করতে হচ্ছে। আর এটার জন্য তার লেভেল এখন দ্রুত বৃদ্ধি হচ্ছে না। তারপরও আজকের ফাইটটা তার জন্য ভালোই ছিলো। এতো কম সময়ে সে ভাবেও নি দশটা লেভেল বারাতে পারবে।
-->>তাহলে যাওয়া যাক।(এলেক্স)
এলেক্স আস্তে আস্তে পা বারালো ড্যানজনের মধ্যে থেকে। তার পাওয়া লুটের আইটেম গুলো সে দেখে নিয়েছে। সবচেয়ে বেশী ভালো লেগেছে যে সেখানে অনেক পরিমাণ গোল্ড কয়েন ছিলো এটা দেখতে পেয়ে। যদিও প্রথম ফ্লোরের ড্যানজন গুলো ক্লিয়ার করলে তেমন গোল্ড কয়েন পাওয়া যায় না তবে এমিয়াসের লাক পুরো ঝড়ের মতো এলেক্সকে বড়লোক বানিয়ে দিয়েছে। আপাতোতো গোল্ড কয়েনের কোনো প্রয়োজন নেই তার, তাই এই বিষয় নিয়ে সে এক্সাইটেড হলো না বেশী। তবে সে একটা কথা ভাবছে,
-->>এমিয়াস হয়ে থাকলে হয়তো এই টাওয়ারের কিং হতে আমার বেশী সময় লাগবে না।(এলেক্স)
এলেক্স ড্যানজন থেকে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছে। এই সময়ে সে তার একশত লেভেলে উঠার জন্য পাওয়া পুরস্কার গুলো দেখতে লাগলো। যেহেতু এমিয়াসের মতো লাক্ তার এই ক্যারেক্টারে নেই তাই তার ভাগ্যের উপরে ভরসা করলে তাকে চলবে না। আপাতোতো এলেক্সের কাছে সব কিছুই আছে যেটা তার প্রয়োজন, তাই বেশী কিছুর আশা সে করছে না। শুধু মাত্র একটা জিনিসের আশা এলেক্সের রয়েছে।
-->>হ্যাঁ আমি জানতাম আমার এই চরিত্রের ভাগ্যও খারাপ নয়।(এলেক্স)
এলেক্স একশত লেভেলে উঠার জন্য দুটো মিষ্ট্রি বক্স পেয়েছে। যা সব সময়ই অনেক ভালো কিছু দিয়েছে এলেক্সকে। এলেক্স এবার কোনো গডলি আইটেম বা অস্ত্র চাচ্ছিলো না। তার প্রয়োজন ছিলো,
××× আইটেম ইনফো ×××
নেইমঃ কীয় অফ আনডেড
র্যাংকঃ S+
ইনফোঃ এটি একটা চাবি। যা এক্সব্লকের একটা টেস্ট ড্যানজনের। এই চাবির মাধ্যমে এর ব্যবহার কারী টাওয়ারের বাইরে থেকেও ড্যানজনটার মধ্যে প্রবেশ করতে পারবে। একবারই ব্যবহার করা যাবে।
শর্তঃ অবশ্যই ব্যবহারকারীকে ১৫০+ লেভেলে থাকতে হবে।
××× ×××
××× আইটেম ইনফো ×××
নেইমঃ জব চেঞ্জ স্ক্রোল
র্যাংকঃ S
ইনফোঃ এটি একটা স্ক্রোল যার মাধ্যমে হোস্ট নির্দিষ্ট লেভেলে উঠার পর তার জব চেঞ্জ করার সুযোগ পাবে। একবারই ব্যবহার করা যাবে এটা।
শর্তঃ অবশ্যই ব্যবহারকারীকে ১৫০+ লেভেলে হতে হবে এবং কীয় অফ আনডেড আইটেম ব্যবহার করতে হবে।
××× ×××
এলেক্স দুটো মিষ্ট্রি বক্স পেয়েছিলো, যা খোলার পর দুটো আইটেম পেয়েছে। যা পাবে সে কল্পনাও করে নি। যদিও তার এখন অনেক আনন্দ লাগার কথা ছিলো। তারপরও,
-->>আমার মনে হচ্ছে এই সব কিছু কোনো এক ব্যক্তির সাজানো কিছু।(এলেক্স)
এলেক্সের ভাবনা খুব দ্রুত কাজ করলো। যদিও সে সিওর না, তারপরও আজ পর্যন্ত সে যা কিছু পেয়েছে তার সিস্টেম থেকে সব কিছুই তার প্রয়োজন অনুযায়ী ছিলো। এলেক্সের এখন একটা ড্যানজনের চাবির প্রয়োজন ছিলো যা দিয়ে এলেক্স অনেক দ্রুত লেভেল আপ করতে পারবে। কিন্তু হঠাৎ যে এক্সব্লকের একটা ড্যানজনের চাবি পেয়ে যাবে এটা সে কল্পনা করে নি। তারপরও তার অনেক দিনের ইচ্ছা ছিলো এক্সব্লকের ড্যানজন কেমন সেটা দেখার এবং নিজের শক্তিকে পরীক্ষা করার। আর তার মনে হচ্ছে তার ইচ্ছা অনুযায়ীই সিস্টেম কাজ করছে। এটা তার ভাগ্যের কারনে হচ্ছে বললে ভুল হবে। কারন তার এই চরিত্রে তার লাক্ স্ট্যাট তেমন বেশী নয়। তাই বলা যায় এইসবের পিছনে কেউ না কেউ আছে।
-->>কেউ না কেউ আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে হয়তো।(এলেক্স)
এলেক্স হঠাৎ অনেকটা সিরিয়াস হয়ে গেলো। যদিও সে সব বিষয়ে অনেক সিরিয়াস থাকে, তবে এই বিষয়ে সে একটু বেশীই সিরিয়াস। তবে তার সিরিয়াস ভাব বেশীক্ষন সে রাখতে পারলো না। ড্যানজনের গেইটের কাছাকাছি জায়গার সামনে চলে আসার সময় সে কিছু ব্যক্তির শব্দ শুনতে পাচ্ছিলো। যেহেতু সে তার মেইন চরিত্রে আছে এবং হান্টার হাউসের একটা ড্যানজনের মধ্যে রয়েছে তাই এই অবস্থায় সে কোনো হান্টারের সামনে যেতে পারবে না।
"ক্যারেক্টার চেঞ্জ"
* * * * *
একজন S র্যাংক হান্টার এবং তিনজন A র্যাংক হান্টারের সাথে হান্টার হাউসের ভাইস প্রেসিডেন্ট ফ্রস্ট ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে। যেহেতু এই ড্যানজনটা A বা A+ র্যাংকের হান্টারও ক্লিয়ার করতে পারে নি সেখানে একজন B র্যাংক হান্টার সেটা কখনো ক্লিয়ার করতে পারবে না। তবে একটা ভুলের কারনে হান্টার হাউসের ভাইস প্রেসিডেন্ট একজন B র্যাংক হান্টারকে একটা A+ মিশনে পাঠিয়ে দিয়েছে যা তার জীবনের সবচেয়ে ভুল ছিলো। আর সেই ভুলটা সমাধানের জন্যই ভাইস প্রেসিডেন্ট একজন চারজন হান্টারকে সাথে নিয়ে এখানে এসেছে। ড্যানজনের গেইট দিয়ে তারা প্রবেশ করেছে,
-->>আমার মনে হয় না একটা B র্যাংকের কোনো হান্টার এখানে একা প্রবেশ করার পর তার বেঁচে থাকা কোনো ভাবে সম্ভব হবে।(A র্যাংকের হান্টার)
-->>নাম কি ছিলো সেই প্রেটি বয় এর?(A র্যাংকের আরেকজন হান্টার)
-->>চুলওয়ালা এমি। পুরোই আমার টাইপের।(A র্যাংকের আরেকটা হান্টার)
-->>তোমরা সবাই চুপ হও।(S র্যাংকের হান্টার ধমক দিয়ে কথাটা বললো)
সবাই নিশ্চুপ হয়ে গেলো। ভাইস প্রেসিডেন্ট কোনো কথা বলছে না। সে অনেক চিন্তায় আছে আদৌও এমিয়াস ঠিক আছে কিনা। এই ড্যানজনে অনেক পূর্বে সে নিজেও প্রবেশ করেছিলো, যেটা শেষ পর্যন্ত ক্লিয়ার না করতে পেরে পালিয়ে গিয়েছিলো। তাইতো সে খারাপ কিছুর আশা করছে না এখানে। পাঁচজন ব্যক্তি একটু পরই খুব অবাক হয়ে গেলো। কারন তাদের সামনে পাঁচটা লাশ পরে ছিলো। লাশগুলো ফ্রস্ট মনস্টারের ছিলো, যাদের উপরে ফায়ার স্পেল ব্যবহার করা হয়েছে বোঝায় যাচ্ছে।
-->>একজন B র্যাংকের হান্টার এতো শক্তিশালী ফায়ার স্পেল ব্যবহার করতে পারে!(S র্যাংক হান্টার)
S র্যাংক হান্টারটা অনেক অবাক হলো। কারন সে নিজেও একজন ফায়ার এট্রিবিউটর, আর সেই সুবাদে সে ফায়ার স্পেল সম্পর্কে খুব ভালো করেই জানে। একটা স্পেল কতটা ড্যামেজ দিতে পারে সেটা সম্পর্কেও সে ভালো করে জানে। যদিও ফ্রস্ট গুলোর উপরে ব্যবহার করা স্পেল তার নিজের স্পেলের কাছে যেতে পারবে না। কিন্তু এটা একজন B র্যাংকের হতে পারে না কখনো।
-->>আমি আমার চেষ্টার সময়ে একটা ফ্রস্ট মনস্টারকে হত্যা করতে পারি নি, কিন্তু এই এমি তো দেখছি পাঁচটাকেই হত্যা করে ফেলেছে।(B র্যাংক হান্টার)
পাঁচজনই অবাক ছিলো বিষয়টা লক্ষ করে। আর তখনি তাদের সামনে চলে আসে এমিয়াস যার মুখে সুন্দর একটা হাসি ফুটে ছিলো। যদিও তার থেকে কোনো উজ্জ্বল আলো বের হচ্ছিলো না তারপরও পাঁচজন ব্যক্তির চোখেই তাকে অনেক উজ্জ্বল মনে হচ্ছিলো। তারা দেখছিলো এমিয়াসের শরীর থেকে উজ্জ্বল একটা আলো আসছে। পাঁচজনই এমিয়াসের চার্মের ইফেক্টে পরে গেলো। যদিও চারজনই ছেলে তাদের পাঁচজনের মধ্যে তারপরও পাচজনের মনের মধ্যেই লাড্ডু ফুটতে লাগলো এমিয়াসকে দেখতে পেয়ে। S র্যাংক হান্টার তো তাকে দেখে একটা মেয়েই মনে করলো তার লম্বা চুলের কারনে।
"এই অবস্থার কারনে আমার এই চরিত্র আমার ভালো লাগে না।" (এলেক্স ভাবছে)
* * * * *
এলেক্স হান্টার হাউসে তার সমস্ত কাজ সম্পূর্ন করলো এমিয়াস হয়েই। মূলত সবাই অবাক ছিলো, কারন আজ পর্যন্ত কেউই সেই ড্যানজন ক্লিয়ার করতে পারে নি। সেটা না পারার মূল কারনও এলেক্স জানতে পেরেছে। ড্যানজনটার মধ্যে কোনো হান্টারই দ্বিতীয়বার প্রবেশ করতে পারবে না। আর হান্টার হাউস চাই ও না শক্তিশালী কাউকে এই ড্যানজনের মধ্যে পাঠাতে। যার কারনে এখনো এটা ক্লিয়ার হয় নি। কিন্তু সেই রেকর্ড এমিয়াস ভেঙে ফেলেছে। আর সেটার জন্য পুরো হান্টার হাউসই অনেক বিজি রয়েছে। এলেক্স তার হান্টার হাউসের সকল কাজ কর্ম শেষ করে একাডেমির দিকে রওনা দিলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।