#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৪৯
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(অলিম্পাস)
অনেক অনেক বছর পূর্বে,
পোসেইডন তার আর্মি নিয়ে অলিম্পাসের উপরে হামলা করেছিলো। একটা ভয়ানক যুদ্ধ হওয়ার কথা ছিলো, কিন্তু যুদ্ধটা বেশীক্ষন টিকলো না। যে পোসেইডন টাইফুনের সেনাদের সাথে বীরত্বের সাথে লড়াই করে সব সময় জয়ী হয়েছে সে অলিম্পাসের গডেস এথিনার সাথে ফাইটে খুব সহজেই হেরে যাওয়ার কারনে অলিম্পাসের সবচেয়ে সম্মানিত এবং শক্তিশালী গডেস হিসেবে পরিচিত হয়েছে। এথিনা একমাত্র সন্তান জিউসের যার শরীরে জিউসের মতই টাইটান ব্লাড বয়ে যাচ্ছে। আর পোসেইডনকে হারানোর পর থেকে অলিম্পাসের সবাই তাকে তার যোগ্য সম্মান করতে শুরু করে।
পোসেইডন হেরে যাওয়ার পর তাকে ইটার্নাল কার্স দেওয়া হয়। যার কারনে সে তার সারাজীবন শাস্তি ভোক করতে থাকবে। প্রতিবার রেইনকার্নেট হবে পোসেইডন এবং সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হবে তার। কিন্তু তারপর সে এটা জানবে না যে, কেনো এবং কোন কারনে বা কোন ভুলের জন্য সে এসব শাস্তি পাচ্ছে। পোসেইডনকে ইটার্নাল কার্সে শাস্তি দেওয়ার পর পোসেইডনের আর্মিও শাস্তি থেকে বাঁচতে পারে নি। যদিও জিউস সবাইকে হত্যা করতে চেয়েছিলো, তবে এথিনার রিকুয়েষ্টে জিউস সবাইকে প্রাণে না হত্যা করে তাদেরকে ড্যানজনের মধ্যে আটক করে রাখার অনুমতি দিয়ে দেই। এবং এরপরে পোসেইডন এর ওয়াটার ওয়ার্ল্ডের সকল প্রজাদের ড্যানজনের মধ্যে আটক করে রাখা হয়। তবে তাদের মধ্য থেকে কিছু সংখ্যক পালিয়ে যায়, যাদেরকে এথিনা নিজেই হত্যা করার একটা নোটিশ বের করে।
পোসেইডনের আর্মি থেকে অনেকেই পালিয়ে যায়, বিশেষ করে পোসেইডনের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত ব্যক্তি গুলো, যাদের মধ্যে ম্যাডুসাও ছিলো। তবে এথিনা এক এক করে সবাইকে হান্ট করেছে এবং হত্যা করেছে। যদিও সব গুলো সে একা করে নি, যেমন ম্যাডুসাকে হত্যা করেছে তার ভাই পারসিয়াস। এরকম অনেক সাহায্য সে পেয়েছে। যারা পালিয়ে গিয়েছিলো তারা ভয়ের কারনে পালায় নি। বরং তাদের কিং এর বিরুদ্ধে অন্যায় বিচার করা হয়েছে এজন্য তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলো। তবে সেটা সম্ভব হয় নি। কারন আজ পর্যন্ত অলিম্পাস তাদের ভিতরের কোনো শত্রুকেই জীবিত রাখে নি বা রাখে না।
* * * * *
(পোসেইডনের শাস্তি থেকে আরো কিছু বছর পরের কাহিনী)
ম্যাডুসা যে তার দুই বোনের মতই গরগন ছিলো। তার কাছে গরগন মনস্টারের মতোই পাওয়ার ছিলো। তবে সেটা লুকায়িত অবস্থায় ছিলো। ম্যাডুসা একজন প্রিস্টেস ছিলো এথিনার টেম্পেলের মধ্যে। যদিও ম্যাডুসার দুই বোন ইম্মর্টাল ছিলো, কিন্তু ম্যাডুসা একজন মর্টালই ছিলো। তার মধ্যে কোনো দোষ কিংবা ত্রুটি ছিলো না তার বোনদের মতো। তাই তো তার জায়গা হয়ে যায় এথিনার টেম্পেলের মধ্যে যেখানে শুধু মেয়েদেরই স্থান হয়। অলিম্পাসের সেরা সুন্দরীদের মধ্যে প্রথম থেকেই ম্যাডুসার সৌন্দর্য শীর্ষে ছিলো। এজন্যই অনেক গড তার উপরে পাগল ছিলো। কিন্তু এথিনার টেম্পেলের মধ্যে থাকার ফলে কেউ তার উপরে হাত দেওয়ার সাহসই পায় নি। তবে সেই সাহসটা একদিন পোসেইডন করে ফেলেছিলো। এথিনার টেম্পেলের মধ্যেই ম্যাডুসার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করেছিলো পোসেইডন। যা এথিনাকে তার জীবনের সবচেয়ে রাগের পর্যায়ে নিয়ে গিয়েছিলো। এথিনা ম্যাডুসার উপরে কার্স প্রয়োগ করেছিলো যার মাধ্যমে কোনো ব্যক্তিই আর কখনো তার সৌন্দর্যের উপরে মুগ্ধ হতে পারবে না। বরং তার গরগন প্রতিরূপের ফলে তার দিকে যে পুরুষই তাকাবে সেই পাথর হয়ে যাবে। তাছাড়া তাকে এথিনার টেম্পেল থেকেও এথিনা বের করে দেই। যার জন্য তার একমাত্র জায়গা হয়েছিলো পোসেইডনের কাছে।
পোসেইডন হেরে যাওয়ার পরে যখন সবাইকে ড্যানজনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলো তখন ম্যাডুসা তাদের মধ্য থেকে পালিয়ে যায়। পালিয়ে পালিয়ে এক্সব্লকের বাইরে চলে আসে। তবে বাইরে আসার পরও সে তার ভাগ্য থেকে বাঁচতে পারে নি। একজন গরগরনের ক্ষমতা থাকার ফলে সে ভবিষ্যৎ দেখতে পারতো। যে ভবিষ্যতে সে নিজেকেই হত্যা হতে দেখেছিলো। ভবিষ্যৎ চেঞ্জ করা তার জন্য অসম্ভব তাই তাকে তার ভাগ্যকে আপন করে নিতে হয়েছিলো। শেষ পর্যন্ত সে পারসিয়াসের হাতেই মৃত্যু বরন করে। কাহিনী শুনে অনেকটা জাস্টিফাই মনে হবে অন্যদের কাছে, কিন্তু সত্য শুনলে সবারই গডদের উপরে বিশ্বাস হারিয়ে যাবে। তাই কেউই ম্যাডুসার ব্যাপারের সত্য কাহিনী আজও জানে না।
* * * * *
(টাওয়ারের মধ্যে)
এরিয়েল টেস্ট ড্যানজন থেকে সোজা টাওয়ার অফ গ্রিডের মধ্যে উপস্থিত হলো। তার মাথা অনেকটা যন্ত্রনা করছিলো। এটার জন্য না যে সে তার গল্পের নায়কের উপরে অনেক বড় স্পেল ব্যবহার করেছে। অবশ্য তাতে তার মাথা ব্যথা করা উচিত ছিলো, তবে সেটার জন্য তার মাথা ব্যথা হচ্ছে না।
-->>আমি আবারো এই স্বপ্ন দেখতে শুরু করেছি। এখন আমি বুঝতে পারছি না আবারো কি হচ্ছে।(এরিয়েল)
টাওয়ার অফ গ্রিডের মধ্যে একটা ছোট বাসার মধ্যে এরিয়েল থাকে, যার আশে পাশে কোনো বাসাবাড়ি নেই। সে তার ব্লাক হোলের ব্যবহার করে সোজা এই জায়গায় চলে এসেছে যেখানে তাকে দেখার মতো কেউ নেই। এরিয়েলের ব্যাপারে অনেক তথ্য আছে যা সে নিজেই জানে না। প্রথমত তার লেখা গল্পের সবটা সে ভেবে চিন্তে লেখে নি। বই লেখার পূর্বে সে প্রতি রাতে স্বপ্ন দেখতো। স্বপ্ন গুলো অনেক আজব ছিলো, যা সব কিছু তার ধারনার বাইরে ছিলো। স্বপ্ন গুলোতে এরিয়েল যা দেখতো তাই তার বইয়ের পাতায় সে তুলে ধরতো। এরিয়েল এই ব্যাপারটা পূর্বে স্বাভাবিক মনে করতো। এখনো সে এটাকে স্বাভাবিক মনে করতো, তবে সেই স্বাভাবিক মনোভাবটা তার মাঝে এখন আর নাই। এরিয়েল তিনটা ইচ্ছা পেয়েছিলো আজব এক ব্যক্তির কাছ থেকে। যার থেকে তার ইচ্ছা গুলো পূর্ণ হওয়ার পরে এরিয়েল আর সেই আজব স্বপ্ন গুলো দেখে নি। আর এজন্যই তার কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হতো। তবে তার আজব স্বপ্ন সে আবার দেখেছে আজ, তাইতো সে ভাবছে,
-->>আমি মোটেও স্বাভাবিক না।(এরিয়েল)
এরিয়েল মনে করতো এই ওয়ার্ল্ডের সাথে যা কিছু হচ্ছে তা তার লেখা গল্প এবং নিজের চাওয়া ইচ্ছার জন্য। কিন্তু সে এখন বুঝতে পারছে।
-->>আই ক্যান সি দ্যা ফিউচার।(এরিয়েল)
* * * * *
জ্যাক চতুর্থ ফ্লোরের হিডেন বস হত্যা করে পঞ্চম ফ্লোরের উদ্দেশ্যে যাচ্ছিলো। বেশ কয়েকটা পার্টি মিলে একত্র হয়েছে জ্যাককে হত্যা করার জন্য। যেহেতু তার পার্টির নাম মাস্ক পার্টি, আর খুব তারাতাড়ি জনপ্রিয় হয়েছে সে তাই তাকে হত্যা করলে অনেকে সম্মান পাবে, অনেকে গোল্ড কয়েন পাবে আবার অনেকে আইটেম পাবে। এই আশায় একত্র হয়েছে সবাই মাস্ক পার্টির লিডারকে হত্যা করার জন্য। জ্যাককে তারা চারদিক দিয়ে ঘিরে ধরেছে, যার ফলে কোনো জায়গা দিয়েই জ্যাক পালিয়ে যেতে পারবে না।
-->>অবশ্য পালিয়ে যাওয়ার কোনো চিন্তা আমার মাঝে আপাতোতো নেই।(জ্যাক)
জ্যাক এগিয়ে যাচ্ছিলো তখনি সে একটা শব্দ শুনতে পেলো তার মাথার মধ্যে,
"মাস্টার আপনাকে কিছুই করতে হবে না। আমি এটা দেখে নিচ্ছি।"
জ্যাক শব্দ শুনতে পেলো স্ক্যালার যে কিনা তার গড থাকা কালীন সময়ে তৈরী কৃত ঘোড়া। স্ক্যালা এখনো তার অংশ হতে পারে নি। যেহেতু তার অর্ধ গডলি পাওয়ার এখনো স্ক্যালার মধ্যে রয়েছে তাই যেকোনো সময়ে সেটা একটা ওয়ার্ল্ড ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে তবে,
"এরকম কিছু তোমাকে করতে হবে না। যেহেতু তুমি ড্যানজন থেকে মুক্ত হয়ে চলে এসেছো, তাই আমি সিওর যে তোমাকে খোঁজার চেষ্টা করবে অলিম্পাসের বলদ গুলো। তাই আপাতোতো তোমাকে তোমার পাওয়ার ব্যবহার করতে হবে না।" (জ্যাক মনে মনে বললো)
জ্যাকের কথা মতো স্ক্যালা কিছুই করলো না। জ্যাক তার পিঠের দিকে হাত দিলো এবং ব্যাগ থেকে ফায়ার ড্রাগন সোর্ডটা বের করলো। সোর্ডটা হাতে নিলো এবং ভারী কন্ঠে বিপক্ষ পার্টিদের উদ্দেশ্যে বলতে লাগলো,
-->>এখানে আমি কোনো মনস্টার দেখতে পারছি না। আমার মনে হচ্ছে তোমরা সবাই ভুল জায়গায় চলে এসেছো।(জ্যাক)
জ্যাকের কথা শেষ হওয়ার পরই বিপক্ষ পার্টিগুলো থেকে একজন কথা বলতে শুরু করলো।
-->>ও আমরা এখনে কোনো মনস্টার হান্ট করতে আসি নি। বরং একটা প্লেয়ারকে হান্ট করতে এসেছি।
লোকগুলো পূর্বের গ্যাং পার্টির মতো বেশী কথা না বলে কাজে মনোযোগ দিলো। তারা জ্যাককে সোর্ড বের করতে দেখেছে, যা কমপক্ষে হলেও ইউনিক র্যাংকের হবে। এসব আইটেমের সামনে প্রথমে কিছু না করলে পরে মারাত্মক কিছু একটা হতে পারে বা হয়ে থাকে। তাই তো অনেকে ভয়ে এবং অনেকে আইটেমটার লোভে সাথে সাথে আক্রমন করলো জ্যাকের উপরে। জ্যাকের মাস্ক তার পরিচয়কে গোপন রাখে। এটা কোনো মুভি বা কার্টুনের মাস্ক নয় যে কেউ দেখলেই তাকে চিনতে পারবে। মাস্কটা তার মুখের কোনো গঠনই প্রকাশ করে না। জ্যাক তার সোর্ডকে শক্ত করে ধরলো।
"ইগনাইট"
জ্যাক ফায়ার ড্রাগন সোর্ডকে ইগনাইট করে দিলো যার ফলে সোর্ডের ব্লেডে আগুন ধরে গেলো। যদিও সেটা দেখার মতো ছিলো, তবে জ্যাক থামলো না তাতেই। সে সাথে সাথে কিছু বলতে লাগলো,
-->>ইগড্রাসিল, আমি জ্যাকসন ব্রিট তোমাকে অর্ডার করছি, তুমি তোমার মাস্টারের ডাকে সারা.........।(জ্যাক)
জ্যাকের কথা পুরো হবে তার পূর্বেই দূর থেকে বেশ কিছু লং ড্যামেজ মেকার বা ম্যাজ তার উপরে তাদের ম্যাজিক স্পেল দিয়ে হামলা করলো। যার ফলে জ্যাকের হাত থেকে তার ফায়ার ড্রাগন সোর্ড পরে গেলো। এবং সেটা বিপক্ষ পার্টি মেম্বারদের কাছে গিয়ে পরলো।
-->>ওয়াও আমি আশা করি নি এভাবে একটা ইউনিক র্যাংকের আইটেম পেয়ে যাবো।
-->>আমার তো এটাকে লেজেন্ডারী আইটেম মনে হচ্ছে। যেভাবে এটা থেকে আগুন বের হচ্ছিলো।
-->>চুপ থেকে এটা আগে তুল তোরা।
পাঁচজন ব্যক্তি এক সাথে ছিলো, যাদের কাছেই সোর্ডটা গিয়ে পৌঁছালো। তার কথা কম বলে সোর্ডটা হাতে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু কারো হাতেই সোর্ডটা উঠতে পারলো না। পাঁচ ব্যক্তির চারজনই চেষ্টা করলো সোর্ডটা তোলার কিন্তু কেউই পারলো না। পাঁচ নম্বর ব্যক্তি একটা গডের অ্যাভেটার, তাই সে বলতে লাগলো,
-->>তোরা এমন ভাব নিচ্ছিস যে মনে হচ্ছে থরের মিওনির উঠানোর চেষ্টা করছিস। দেখ এটা কিভাবে তুলতে হয়।
সে চারজনকে সাইড করে দিয়ে সোর্ডের হাতল ধরে টান দেওয়ার চেষ্টা করলো। কিন্তু কোনো ভাবেই সে সেটা তুলতে পারলো না। প্লেয়ারটার সাথে কন্ট্রাককৃত গড তাকে বলতে লাগলো,
<<এটা একটা ড্রাগন সোর্ড, যা সেই ব্যবহার করতে পারবে যাকে এটা তার মাস্টার বলে বিবেচনা করবে। আর এটার মাস্টার হতে হলে অবশ্যই তার পূর্ববর্তী মাস্টারকে হত্যা করতে হবে।>>
প্লেয়ারটা তার গডের কথা শুনতে পেয়েই জ্যাকের দিকে তাকালো। চোখে লালসা যুক্ত নজরে সে জ্যাকের দিকে দৌড়ে যেতে লাগলো। শুধু সেই নয়, বিপক্ষ পার্টির অনেকেই এতোক্ষনে জ্যাকের উপরে হামলা করার জন্য এগিয়ে গিয়েছে। প্রথমে ট্যাংক গুলো এগিয়ে আসছে তার গায়ে হ্যাভি আর্মার এবং বিশাল শিল্ড নিয়ে। তাদের পিছনে রয়েছে ক্লোজ রেঞ্জের ড্যামেজ ডিলার। যারা তাদের সোর্ড এবং স্পেয়ার নিয়ে রেডি ছিলো আক্রমন করার জন্য। সবাই ফরমেশন নিয়ে জ্যাককে আক্রমন করছে। যেখানে বড় একটা পার্টিও এই অবস্থায় হুমকির মুখে পরতো। তবে জ্যাকের ক্ষেত্রে তেমন হচ্ছে না।
"গোস্ট মুড"
জ্যাক তার সুপার ন্যাচারাল পাওয়ার ব্যবহার করলো। গোস্ট মুডে জ্যাক যেকোনো কঠিন বস্তুর এপাশ ওপাশ দিয়ে বের হতে পারে। এরা একটা ওপি পাওয়ার হলেও অনেক সময় ভয়ের কারনও হতে পারে। কারন একটা অবজেক্টের ভিতর দিয়ে অর্ধ প্রবেশের পরে যদি এই এবিলিটি ব্যবহার না করতে পারে তাহলে কি হবে? তারপরও আপাতোতো জ্যাক তার এবিলিটির উপরে বিশ্বাস করে তাই সে কোনো চিন্তা ছাড়ায় সেটা ব্যবহার করছে। সব গুলো প্লেয়ার জ্যাকের উপরে হামলা করলো। ট্যাংক গুলো শিল্ড নিয়ে ঝাঁপিয়ে পরেছে এবং ড্যামেজ ডিলার গুলো তাদের অস্ত্র নিয়ে। এই সময়ে জ্যাক তার গোস্ট মুডে থাকার কারনে তাদের একটা এট্যাকও জ্যাকের শরীরে কানেক্ট হলো না। জ্যাক তার গোস্ট মুডের সাহায্যে সব গুলো এট্যাক এবং প্লেয়ারের শরীর দিয়ে বের হয়ে গেলো। চারটা প্লেয়ার তার সোর্ডকে উঠানোর চেষ্টা করছিলো। জ্যাক তার গোস্ট মুড ক্যানসেল করে দিয়ে তার আরেকটা সুপার ন্যাচারাল পাওয়ার ব্যবহার করলো।
"সুপার স্পিড"
জ্যাক তার সুপার স্পিড ব্যবহার করলো। যার মাধ্যমে প্রায় এক সেকেন্ডের মধ্যে সে তার সোর্ডের কাছে চলে গেলো। তার স্পিডের কারনে সে যখন তার সোর্ডের কাছে দাঁড়ালো, তখন তার স্পিডের ফোর্সে সোর্ডের কাছে দাঁড়ানো চারজনই দূরে ছিটকে পরলো। জ্যাক সোর্ডের কাছে গেলো এবং তার হাতল ধরে উঁচু করলো। সোর্ডটা নিমিষেই উপরে উঠে গেলো।
-->>ইগড্রাসিল, আমি জ্যাকসন ব্রিট তোমাকে অর্ডার করছি, তুমি তোমার মাস্টারের ডাকে সারা দাও।(জ্যাক)
জ্যাকের কথার সাথে সাথে তার হাতের ফায়ার ড্রাগন সোর্ড কাঁপতে শুরু করলো। সেই কাপুনি জ্যাক ফিল করে লাগলো আর সাথে সাথেই সে আবারো সোর্ডের পাওয়ার একটিভ করলো।
"ইগনাইট"
এবার শুধু জ্যাকের হাতের ফায়ার ড্রাগন সোর্ডের ব্লেডে আগুন ধরলো না। জ্যাকের সোর্ডের ব্লেডের সাথে তার ডান হাতে থাকা ড্রাগন ট্যাটু থেকেও আগুন বের হতে লাগলো। যা জ্যাকের ফুল হাতা জামাকে পুরিয়ে ড্রাগনের মতো নকশা করে দিয়েছে। জ্যাক লক্ষ করলো তার পিঠ থেকে একটা ডানা বের হয়েছে।
-->>ওয়েল এটা তো নতুন।(জ্যাক)
জ্যাকের পিঠের ডান সাইডে একটা ডানা বের হয়েছে, যা আগুনের তৈরী। ডানাটা প্রায় দশ হাত সমান দূরত্ব নিয়ে তৈরী হয়েছে। সেই সাথে সোর্ডের আগুনেও অনেক পুরুত্ব দেখা দিয়েছে। জ্যাককে এবার তার সুপার স্পিড ব্যবহার করতে হলো না। পিছনে ড্রাগনের আগুনের ডানা থাকার ফলে জ্যাকের স্পিড অনেকটা বৃদ্ধি পেয়েছে। জ্যাক কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো মাঠকে কয়েকবার ঘুরে আসলো। যার ফলে সেখানে স্টারের মতো আগুনের শিখা তৈরী হলো। জ্যাক ফায়ার ড্রাগন সোর্ডের হাতলটা শক্ত করে ধরলো এবং সেই সাথে সে তার সুপার ন্যাচারাল এবিলিটি ব্যবহার করলো,
"সুপার হিউম্যান স্ট্রেন্থ"
জ্যাকের শরীরে এখন একটা মনস্টারের মতো শক্তি চলে আসলো। সেই সাথে তার শরীরের মধ্যেও আগুন টগবগ করছিলো। মাস্ক যেটা তার পরিচয়কে গোপন করে সেটার ডান চোখ পুরে গেলো, জ্যাকের ডান চোখ থেকে আগুনের শিখা বের হতে লাগলো, যা সব কিছুকেই পুরিয়ে ফেলতে চাচ্ছে।
-->>কি হচ্ছে?
-->>একদম ভূতের মতো আমাদের মধ্য দিয়ে চলে গেলো।
-->>চোখের পলকে এই জায়গা থেকে ঔ জায়গায় চলে গেলো।
-->>সেই সাথে.......
প্লেয়ারটার কথা শেষ হলো না। তার পূর্বেই তার গলা থেকে মাথা নেমে গেলো। জ্যাক স্টারের মতো চারিদিক এমনি এমনি ছুটে চলে নি। সে তার সোর্ডের গ্রিপ শক্ত করে ধরে প্রতিটা প্লেয়ারের গলা খুব সুন্দর এবং ক্লিন করে কেটে দিয়েছে। সেটা তার এতোক্ষন বুঝে নি, যেহেতু গলা কাঁটার পরও ব্রেইন কিছুক্ষন ফাংশন করে তাই তারা কিছুটা কথা বলতে পেরেছে। তবে সেটাই তাদের শেষ কথা ছিলো। জ্যাক তার দৌড় থেকে থামলো, এবং সেই সময়ে আশে পাশের বিপক্ষ পার্টি গুলোর সমস্ত প্লেয়ারের শরীর গুলো মাটিতে পরে গেলো। তাদের শরীরে থেকে মাথা দু টুকরো হয়ে রয়েছে।
-->>এতোটা ওভার কিল আশা করি নি। এই সোর্ড আর নিয়াকের পাওয়ার সত্যিই ভয়ানক একটা কম্বিনেশন।(জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।