#Demon_King#
পর্ব:৭৬
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(একাডেমি)
একাডেমিতে প্রতিদিন দুই ধরনের ক্লাস হয়ে থাকে। একটা এনার্জির লেকচার ক্লাস অন্যটা প্রাকটিক্যাল ক্লাস। প্রাকটিক্যাল ক্লাসটা বাধ্যতামূলক না হলেও সবাই প্রতিদিন তাদের এট্রিবিউটের যোকোনো এক ক্লাসে উপস্থিত থাকতে হবে। একটা ক্লাস সবার জন্য বাধ্যতামূলক। কোনো কারন ছাড়া একাডেমির ক্লাস মিস দেওয়া যাবে না। একাডেমির ক্লাস মিস দেওয়ার জন্য অবশ্যই উচ্চ শিক্ষকদের অনুমতি লাগবে, ছুটির আবেদন করতে হবে, নাহলে কোনো মিশনে থাকতে হবে যেটায় একের অধিক সময়ের প্রয়োজন হয়।
এলেক্স পূর্বের সারাদিন হেঁটে হেঁটে ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে এবং সারারাতই প্রায় ড্যানজনের মধ্যে ছিলো। সকালের সময়ে সে ড্যানজন বসের সাথে ফাইট করেছে, যাকে হারাতে হারাতে এবং হান্টার হাউসের মধ্যে প্রবেশ করে আইটেম জমা দিতে এবং মিশনের রিওয়ার্ড নিতে নিতে প্রায় বিকাল হয়ে গিয়েছিলো। যদিও এলেক্সের কাছে আরো একটা দিন সময় ছিলো, তারপরও এলেক্স সেটা ব্যবহার করতে চাচ্ছিলো না। একাডেমি থেকে সে দুদিনের ছুটি নিয়েছিলো, যা আজকের দিন পর্যন্তই কাজ করবে। এলেক্সের যেহেতু প্রথম মিশন সম্পূর্ণ হয়েছে হান্টার এমিয়াস হিসেবে, তাই সে সময় নষ্ট না করে একাডেমির দিকে রওনা দিয়েছে অনেক পূর্বেই। তার একাডেমিতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখনো কিছুটা সময় ছিলো একাডেমির গেইট বন্ধ হওয়ার। আরেকটু দেরী হলে হয়তো এলেক্সকে বাইরেই কাটাতে হতো তার দিন। এলেক্স গেইট দিয়ে ভিতরে প্রবেশ করতে যাবে তখনি গেইটের গার্ড এলেক্সের সামনে এসে দাঁড়ালো। যদিও গার্ডদের সাথে এলেক্সের ভালো একটা সম্পর্কে হয়ে গিয়েছিলো যার কারনে তাকে তার ব্যাচ বা পরিচয় পত্র দেখানোর প্রয়োজন হয় না এখন। তবে আজকের ব্যবহারটা অন্যরকম ছিলো। দুজন গার্ডের একজন বলতে লাগলো,
-->>এক্সি বয়, তুমি এক সাইডে দাঁড়াও।(গার্ড)
গার্ডের সাথে ভালো সম্পর্ক থাকায়, এলেক্সকে ভালো করেই কথাটা বললো। আর এলেক্সও বুঝতে পারলো কি হয়েছে এখানে। একটু পূর্বেই সে খেয়াল করেছে একটা রথ তার পিছন পিছন আসছিলো। পিছন পিছন আসছে বললে ভুল হবে। এলেক্স যখন গেইটের কাছাকাছি এসেছি তখনি খেয়াল করেছে দূর থেকে একটা রথ আসছিলো। যার পাশে বেশ কিছু নাইট ঘোড়ায় বসে আসছে। প্রথমে দেখে কোনো নোবেলের সন্তান মনে হলেও এলেক্স এবার বুঝতে পারছো গার্ডরা তাকে কেনো এক সাইডে থাকতে বলেছে।
"ব্লু কিংডম এর প্রিন্স এবং প্রিন্সেস আসছে তাহলো" (এলেক্স ভাবছে)
যদিও একাডেমির মধ্যে নোবেলদের তেমন কোনো অধিকার নেই, তারপরও যেসব নোবেলদের ক্ষমতা রয়েছে একাডেমি পর্যন্ত তাদেরকে সম্মান জানায়। আর এখানে তো কিংডম এর প্রিন্স এবং প্রিন্সেস এর কথা হচ্ছে। এলেক্স বিষয়টা বুঝতে পারলো এবং এক সাইডে দাঁড়িয়ে গেলো। সে বিষয়টাকে ইগনোর করার চেষ্টা করতে চাচ্ছে। কারন একটু পর একটা আনএক্সপেক্টেড একটা বিষয় হতে চলেছে।
রয়েল ফ্যামিলির রথের মধ্যে তিনজন ব্যক্তি বসে আছে। ব্লু কিংডমের ক্রাউন প্রিন্স এবং দুই টুইন প্রিন্সেস। প্রিন্সেস দুজন সব সময় তাদের মর্যাদা বজায় রেখে চলে। কিন্তু তাদের ভাই ক্রাউন প্রিন্সের ব্যবহার আবার সবার জন্যই সমান। সে নোবেল এবং কমনারদের মধ্যে ভাগ দেখে না। বরং সব সময় কমনারদের সাথেই থাকতে পছন্দ করে। এজন্য অনেক সময় তার দুই বোনের সাথে তার মনমালিন্য হয়ে থাকে। তিনজনেই রথের তিন জানালা দিয়ে প্রকৃতি দেখতে ছিলো। এমন সময় ক্রাউন প্রিন্স হ্যারির নজরে এক ব্যক্তি আসলো। সে সাথে সাথে রথের চালককে রথ থামাতে বললো।
-->>ড্রাইভার আঙ্কেল, রথ থামান প্লিজ।(হ্যারি)
প্রিন্সের আদেশের সাথে সাথে চালক রথ থামিয়ে দিলো। কেনো জিজ্ঞাসা করার তার সাহস হলো না। তবে ভিতরে থাকা তার বোন দুটো ঠিকই বিরক্ত হলো এবং বলতে শুরু করলো।
-->>কি হয়েছে আমাদের প্রিন্সের হঠাৎ?
-->>এভাবে পথে পথে থামতে থাকলে তো আজ আর আমাদের একাডেমিতে প্রবেশ করতে হবে না।
-->>তোমরা থামবে একটু?(হ্যারি)
প্রিন্স হ্যারি তার দুই বোনকে চুপ করে দিলো। প্রিন্সেস হারিকা এবং প্রিন্সেস হানিকা দুজনেই চুপ হয়ে গেলো তার ভাইয়ের কথা শুনে। রাগী মুখে কখনো তার ভাই কথা বলে না। কিন্তু আজ কথা বললো। কারনটা দেখার জন্য তাদের মন উতলা হয়ে পরলো। প্রিন্স হ্যারি তার রথের দরজা খুললো। যেখানে তাদের এসকর্ট রয়েল প্যালেসের সেনাপতি ঘোড়ার উপরে বসে ছিলো। সে বলতে লাগলো,
-->>ইউর হাইনেস, কিছু প্রয়োজন আপনার?(সেনাপতি)
প্রিন্স হ্যারি তার কথায় মনোযোগ না দিয়ে গেইটের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে তার দৃষ্টি ফেললো। সে ডাক দিলো জোর গলায়,
-->>এলেক্স, আমাকে মনে আছে? আমি হ্যারি।(হ্যারি)
প্রিন্স হ্যারি এলেক্সকে ডাক দিলো। তার ডাকটা অনেকটা লজ্জাজনক ছিলো। একটা প্রিন্স এভাবে একজনকে ডাক দিতে পারে সেটা তার বোনরা বা এসকর্টরা আশা করে নি। তাই তো লজ্জায় তারা কিছু বলতে পারছে না।
-->>ও প্রিন্স হ্যারি। আমি দুঃখিত, কিন্তু আপনার অফারকে আমাকে আবারো মানা করতে হবে।(এলেক্স)
-->>কিন্তু আমি তো এখনো তোমাকে বল্লামই না কিছু, তাহলে বুঝতে পারলে কিভাবে যে আমি তোমাকে রথে উঠবার জন্য ইনভাইট করতে যাচ্ছিলাম?(হ্যারি)
-->>এটা বোঝাটা অনেক সহজ। কারন ইউর হাইনেস আপনি একজন ভালো মনের প্রিন্স।(এলেক্স)
এলেক্স প্রিন্সের মুখের উপরে কথা বলছিলো এটা দেখতে পেয়ে তার উপরে সেনাপতির অনেক রাগ হচ্ছিলো, কিন্তু প্রিন্স যেহেতু এতো ভালো করে কথা বলছে ছেলেটার সাথে তাই নিশ্চয় প্রিন্সের বন্ধু হবে এটা ভেবে কিছু বললো না সে। প্রিন্স হ্যারি অনেকটা হতাশ হলো। এবার নিয়ে বেশ কয়েকবার এলেক্স তার ইনভাইটেশন ফিরিয়ে দিলো। কিন্তু সে হার মানবে না। যদি একটা কমনারের মন সে জিততে না পারে তাহলে তো একজন কিং হওয়ার যোগ্যতা সে রাখে না। প্রিন্স হ্যারি হতাশ হয়ে রথের চালককে আবারো রথটা চালাতে বললো। সে ভিতরে মন খারাপ করে তার সিটে বসে বসলো এবং রথটা একাডেমির গেইটের মধ্যে দিয়ে প্রবেশ করলো।
-->>হাহাহাহা, আমাদের ক্রাউন প্রিন্সকে একজন কমনার মুখের উপরে মানা করে দিলো। এটা ভাবা যায়?(হারিকা)
প্রিন্সেস হারিকা প্রিন্স হ্যারিকে আরো রাগানোর চেষ্টা করলো। তারা কখনোই প্রিন্সকে রাগতে দেখে নি। কিন্তু আজ যে তাদের উপরে রাগ করলো এটা বিস্ময়কর একটা বিষয় ছিলো তাদের দুই বোনের জন্য। তাই তো তারা এই টুকু বুঝতে পেরেছে কমনারটার মধ্যে তাদের ভাই কিছু না কিছু তো দেখতে পেরেছে।
-->>আমি জানতাম আবারো সে আমাকে রিজেক্ট করবে।(হ্যারি)
-->>ওয়াও, এরকম কথা শুনলে তো সবাই ভাববে এখানে আনসোসাইল লাভের কথা উল্লেখ হচ্ছে।(প্রিন্সেস হানিকা হেঁসে কথাটা বললো)
হ্যারি তার দুই বোনের দিকে একটু সিরিয়াস মুখ নিয়ে তাকালো, যার ফলে দুজনের হাসি মুখই উধাও হয়ে গেলো। দুজনেও মজা থেকে সিরিয়াস বিষয়ে চলে আসলো,
-->>হ্যারি, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এই কিংডমের ক্রাউন প্রিন্স সেই সাথে তোমার দুই প্রিন্সেস বোন ও তোমার সাথে একই রথের মধ্যে যাত্রা করছে আর তুমি একজন কমনারকে এখানে আনতে চাচ্ছিলে? কোনো নোবেল হলেও তো আমরা সেই বিষয়ে রাজি হতাম না।(হারিকা)
-->>হ্যাঁ হারিকা ঠিক বলেছে। দিন দিন তুমি বড় হচ্ছো না, বরং একদম ছোট হয়ে যাচ্ছো। একবার ভেবেছো এই ব্যাপারটা ছড়িয়ে গেলে কি হবে?(হানিকা)
-->>আমি আমার কাজ কর্মের ফলে কি হবে সেটা খুব ভালো করেই জানি। তাই আমাকে লেকচার দিতে হবে না। আর এখানে আমি কোনো ক্রাউন প্রিন্স নই। বরং আমি হ্যারি, যে কিনা টাওয়ারের ফ্লোর গুলো ক্লিয়ার করার চেষ্টায় আছি। আর সেটা করতে আমার বিশ্বস্ত কিছু বন্ধুর প্রয়োজন।(হ্যারি)
হ্যারির কথায় কিছুক্ষন তার দুই বোন চুপ রইলো। তবে একটু পর প্রিন্সেস হানিকা তার মুখ খুললো।
-->>তবে আমার মনে হচ্ছে আমি এর পূর্বেও ছেলেটাকে দেখেছি কোথাও।(হানিকা)
-->>আমি কমনারটাকে ফায়ার এট্রিবিউট ক্লাসে আসতে দেখেছি কয়েকবার। তাহলে নিশ্চয় তোমার দেখার কথা।(হারিকা)
-->>আরে এখন না। আমি পূর্বেও হয়তো এই ছেলেটাকে দেখেছি কোথাও, তবে সঠিক মনে করতে পারছি না।(হানিকা)
-->>তুমিও পরে আছো একটা কমনারকে নিয়ে। আমি যে কি করবো আমার দুই ভাইবোনকে নিয়ে এখন।(হারিকা)
-->>তোমাদের কি মনে আছে আমার প্রথম ড্যানজনের কথা?(হ্যারি)
হঠাৎ দুই বোনের কথার মাঝে হ্যারি তার মুখ খুললো। হ্যারি তার ঘঠনা বলতে লাগলো। একাডেমির সবার মতোই সে একটা মিশন পেয়েছিলো। মিশনটা ছিলো একটা ড্যানজন ক্লিয়ারের। অবশ্য সে মিশনে একা ছিলো না। একাডেমির শত শত স্টুডেন্ট একই মিশনে যাওয়ার জন্য প্রস্তুত ছিলো। তবে প্রিন্সের একাই সবার পূর্বে ড্যানজনটা ক্লিয়ার করার চিন্তা ভাবনা মাথায় আসে। লোক কাহিনী হিসেবে সে একাই পুরো ড্যানজন ক্লিয়ার করে। যার ফলে একাডেমির মধ্যে তার মান মর্যাদা আরো বেরে গিয়েছে।
-->>হ্যাঁ, তোমার প্রথম ড্যানজন যেটা তুমি ক্লিয়ার করেছিলে একাই।(প্রিন্সের দুই বোন একসাথে)
-->>তোমরা কি তোমাদের প্রথম ড্যানজন মিশন একা ক্লিয়ার করতে পেরেছো? বা কোনো নতুন স্টুডেন্টকে কি পূর্বে কখনো একা একটা ড্যানজন ক্লিয়ার করতে দেখেছো?(হ্যারি)
হ্যারির কথা তার দুই বোনের মাথায় ঢুকছে না। মানে কি বোঝাতে চাচ্ছিলো তা সরাসরি না বলাতে।
-->>তুমি শক্তিশালী এবং তোমাদের কাছে শক্তিশালী আইটেমও রয়েছে এজন্য।(হানিকা)
-->>একদমই না। যদিও আমি আমার অউরা এনার্জির ব্যবহার সবার পূর্বেই মাস্টার করতে পেরেছি তারপরও এক্সপিরিয়েন্স বলতে একটা বিষয় ছিলো। পূর্বে এতো মনস্টারের সাথে ফাইট করি নি বলে আমি ভয়ে ছিলাম। আর ড্যানজনের মধ্যে সেই ভয়টা আমাকে প্যারালাইস করে দিয়েছিলো।(হ্যারি)
-->>তুমি মিথ্যা বলছো? তাহলে ড্যানজন ক্লিয়ার হলো কিভাবে?(হারিকা)
প্রিন্স এবার একটু এগিয়ে গেলো তার দুই বোনের কাছে। তার দুই বোন বুঝতে পারলো প্রিন্স আস্তে আস্তে কথা বলবে, তাই তারা তাদের কান এগিয়ে দিলো।
-->>আমি মাত্র যে ছেলেটার সাথে কথা বললাম, ওর নাম এলেক্স। রেকর্ড অনুযায়ী একজন কমনার সে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো সেই পুরো ড্যানজনটা সে একাই ক্লিয়ার করেছে।(হ্যারি)
দুই প্রিন্সেস এর চোখ কপালে উঠে গেলো। তারা এরকম কোনো কথা শুনতে পারবে এটা কখনো আশা করে নি। আজ পর্যন্ত কোনো নতুন স্টুডেন্ট একটা ড্যানজন একা ক্লিয়ার করতে পারে নি। এটা অসম্ভব একটা বিষয় ছিলো। যখন তাদের ভাই সেটাকে ক্লিয়ার করেছে বলে তারা শুনেছে তখন তাদের মতো খুশি ব্যক্তি আর কেউ ছিলো না। আর এজন্যই তো হ্যারি তার কিংডমের ক্রাউন প্রিন্স হিসেবেও ঘোষিত হয়েছে। কিন্তু সেই হ্যারির মুখে যখন তার বোনেরা শুনতে পেলো যে ড্যানজনটা একটা কমনার একাই ক্লিয়ার করেছে সেটা অবশ্যই বিশ্বাস করার কোনো বিষয় হতে পারে না। আর দুই প্রিন্সেস জানে তাদের ছোট ভাই কখনো মিথ্যা বলে না। তাই তো এখানে বানানো কিছু হতে পারে না।
-->>তুমি সত্য বলছো?(দুই বোন একসাথে)
-->>হ্যাঁ, সেদিন হয়তো আমি মারা যেতাম যদি না এলেক্স আমাকে সাহায্য না করতো। আমি যদিও এখন ক্রাউন প্রিন্স হয়েছি তারপরও আমার এই জীবনটা শুধু মাত্র ওর জন্য বেঁচেছে। আর আমার মৃত্যু পর্যন্ত আমি সেই সাহায্যের দান দিতে প্রস্তুত। ওর যখন যেখানে আমার প্রয়োজন হবে আমি সেখানেই থাকবো।(হ্যারি)
যদিও দুই প্রিন্সেস কমনারদের তেমন পছন্দ করে না। তারপরও তার ভাইয়ের মুখে একটা কমনারের শক্তির সম্পর্কে এবং সেই কমনার যে তাদের ভাইয়ের জীবন রক্ষা করেছে এটা শোনার পর কিছুটা হলেও ভালো লাগা কাজ করছে।
-->>কমনার বিষয়টা বাদ দিলে কিন্তু ছেলেটা মারাত্মক কিউট। ভবিষ্যতে সেই হ্যান্ডসাম একটা ব্যক্ততে পরিণত হবে।(হারিকা)
-->>আমি তো ভেবে রেখেছি ওকে আমার পারশোনাল বাটলার বানাবো।(হানিকা)
* * * * *
রয়েল প্যালেসের রথ ভিতরে প্রবেশ করার পর এলেক্সও তার যাত্রা শুরু করলো। গার্ড দুজন তাকে বলতে লাগলো,
-->>এক্সি বয়, আমি বলবো প্রিন্সের সাথে আরেকটু ফরমাল হয়ে কথা বলতে। যদিও সে কিছু মনে করে না। তারপরও তার আসে পাশের মানুষ গুলো তেমন ভালো না। আমরা কমনার তাই সব দিক দিয়েই আমাদের সতর্ক থাকতে হবে।(গার্ড)
-->>আঙ্কেল, ধন্যবাদ এটা জানানোর জন্য। আমি নিশ্চয় চেষ্টা করবো আরেকটু ফরমাল হওয়ার।(এলেক্স)
এলেক্স এটা বলেই গার্ডদের থেকে বিদায় নিলো। সে একাডেমির ভিতরে প্রবেশ করলো। সে একাডেমির মিশন গুলো সাবমিট করার সিদ্ধান্ত নিলো এখনি। যেহেতু কাল শেষ করে আর একাডেমিতে ফিরতে পারে নি, তাই এটাই ভালো সময় ছিলো তার জন্য। এলেক্স সেদিকেই পা দিলো।
এলেক্স তার মিশনটা সাবমিট করে দিলো। এটা দিয়ে এলেক্সের পাঁচটা ড্যানজন ক্লিয়ার হলো। তবে তার ক্রেডিট শুধু চারটারই থাকবে। এলেক্স একাডেমির মিশনের প্রথম ড্যানজনটা ক্লিয়ার করার পর সেটার সব ক্রেডিট প্রিন্সকে দিয়ে দেই। আর এটার ফলেই প্রিন্স এখন একাডেমির মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। যদিও এলেক্সের ক্রেডিটে চারটা ড্যানজন ক্লিয়ারের রেকর্ড রয়েছে, তারপরও এলেক্স ফেমাস না।
-->>কারন আমি পাবলিসিটি পছন্দ করি না।(এলেক্স)
এলেক্স মিশন কাউন্টারে থাকা ব্যক্তির কাছে তার মিশন সাবমিট করলো। যা কালই ভেরিফাই হয়েছে। তাই এলেক্সকে শুধু প্রমাণ দেখাতে হলো। ইনভেন্টরি থেকে সে বস মনস্টারের মাথাটা বের করলো এবং কাউন্টারের টেবিলের উপরে রাখলো। কাউন্টারে বসা ব্যক্তিটা অবাক হলো না। এটা নিয়ে অনেক বার সে দেখে ফেলেছে তাই অবাক ভাবটা তার কেটে গিয়েছে।
-->>তো মিস্টার এলেক্স, এটা কি পাবলিক রেকর্ড করবো নাকি বরাবরের মতোই সিকরেট রেকর্ড?(কাউন্টারে থাকা ব্যক্তিটা)
-->>বরাবরে মতোই।(এলেক্স)
এলেক্স এই পর্যন্ত বেশ অনেক মিশন শেষ করেছে। প্রায় সত্তরটা হবে। যা এক মাসের মধ্যে শেষ করা অসম্ভব একটা ব্যাপারই। কারন একদিনে মিশন কাউন্টার থেকে একটার বেশী মিশন নেওয়া যায় না। তবে এলেক্সের ক্ষেত্রে সেটা কাজ করে না। সে যখন টাওয়ারের মধ্যে প্রবেশ করে এবং একাডেমিতে আসে তখন রেজিস্ট্রেশন রুমের মধ্যে তার সাথে এক বৃদ্ধ লোকের দেখা হয়৷ এলেক্স টেস্ট ফ্লোরে যা করেছে তা কোনো ভাবেই লোকটা বিশ্বাস করতে পারে নি। লাল একটা কার্ড দিয়েছিলো এলেক্সকে। লাল কার্ডটা সবচেয়ে মূল্যবান একটা বস্তু ছিলো এই একাডেমির মধ্যে। তবে এলেক্স সেটাকে গ্রহন না করে দুটো জিনিস রিকুয়েষ্ট করে।
"আমার সুযোগ সুবিধা গুলো খারাপ না। আমি একের অধিক মিশন সিলেক্ট করতে পারি। সেই সাথে আমি যেকোনো ক্লাসের মধ্যে প্রবেশ করতে পারবো।" (এলেক্স ভাবছে)
বৃদ্ধ লোকটা মনস্টারের মাথাটা পর্যবেক্ষন করলো। সেটা এলেক্সের শেষ করা ড্যানজনের বসের মাথা হওয়ার ফলে লোকটা এলেক্সের রেকর্ডের মধ্যে আরো একটা সফল মিশনের নাম লিখে ফেললো। একটা ব্যাগের মধ্যে গোল্ড কয়েন এবং একটা সবুজ রঙের কার্ড এলেক্সের হাতে ধরিয়ে দিলো লোকটা। এলেক্স সেই কার্ড এবং গোল্ড কয়েনের ব্যাগটা নিয়ে বের হয়ে গেলো সেখান থেকে। ব্যাগের মধ্যে বেশ ভালোই গোল্ড কয়েন রয়েছে। এক হাজার গোল্ড কয়েন হবে যা অবশ্য একজনের হওয়ার কথা ছিলো না। এলেক্স যে ড্যানজন ক্লিয়ার করেছে সেটায় কমপক্ষে বিশজন নতুন স্টুডেন্ট প্রবেশ করতো। আর তারা ক্লিয়ার করলে এই এক হাজার গোল্ডও বিশ ভাগে ভাগ হয়ে যেতো। এভাবে বেশী রিওয়ার্ড থাকে না শেষ পর্যন্ত। তবে এলেক্সের সেই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। কারন তার কাছে এখন গোল্ড কয়েনের কোনো অভাব নেই।
"হান্টার হাউসের A+ মিশন শেষ করার পর এখন আমি বড়লোক বলা চলে।" (এলেক্স)
টাকার প্রতি এলেক্সের কোনো ইন্টারেস্ট নেই। অবশ্য এখন নেই সেটা বলা যায়। পূর্বের ওয়ার্ল্ডে সে সহ সব মানুষই টাকার পিছনে ছুটেছে। কিন্তু এখানে সে সেই ভুল করবে না। এখানে টাকা না নিয়ে এলেক্সের পাওয়ার লাগবে। আর পাওয়ার হলে টাকার বন্যা এমনিতেই হতে থাকবে।
এলেক্স বের হয়ে ছেলেদের থাকার ডোর্মের দিকে যাচ্ছিলো তখনি তার দেখা কিছু পরিচিত মানুষের সাথে হয়ে গেলো। এলেক্স প্রস্তুত ছিলো না তাদের দেখার জন্য। তাই সে এক জায়গায় দাঁড়িয়ে গেলো। মাইরা, স্নেরা, এবা, ডুফেস, জেয়াব, এলিন এগিয়ে আসলো এলেক্সের দিকে। তারাও তাদের মিশন থেকে মাত্র এসেছে। কাউন্টারে সেটা জমা দিবে তখনি এলেক্সের সাথে দেখা।
-->>এখান থেকে এক পা নরছো তো তুমি শেষ।(মাইরা)
-->>ইউ আর ডেড ম্যান।(ডুফেস)
-->>আমরা মিশনটা জমা দিয়ে আসি, তুমি দাড়িয়ে থাকো এখানে এলেক্স।(এবা)
-->>হাই এলেক্স।(স্নেরা কাঁপা কন্ঠে বললো)
আর কেউ কথা বললো না। তার ভিতরে চলে গেলো। আর এলেক্স বাইরে হাবার মতো সেখানেই দাঁড়িয়ে রইলো। সে কি করবে বা বলবে বুঝতে পারছিলো না। তখনি হঠাৎ এলেক্সের ডান চোখে হঠাৎ ব্যথা অনুভব হতে লাগলো। সে তার ডান চোখকে শক্ত করে চেপে ধরলো। কোনো কিছুতেই তার ব্যথা কম হচ্ছিলো না। বাম চোখ দিয়ে শুধু দেখতে পেলো তার সামনে সিস্টেমের একটা মেসেজ,
-""কনগ্রাচুলেশন মাস্টার, সিস্টেম আপডেটের ফলে আপনি নতুন স্কিল "আই অফ অ্যানাইলেশন" আনলক করেছেন।""-
এলেক্স এটা দেখতে পারলো শুধু, এরপর কি হলো তার আর কিছু মনে নেই। সে তার হাতকে নামিয়ে সেন্স লেস হয়ে গেলো। সেন্স হারানোর পূর্বে তার ডান চোখকে দেখা গেলো। যেটার মনির চারপাশের অংশ সাদা থেকে একদম কালো হয়ে গিয়েছে, মনিটা নীল কালার থেকে পুরো লাল রঙের পরিনত হয়েছে, মনির মাঝখানে একটা ডট ছিলো যেটা একদম সাদা রঙের ছিলো। কেউ দেখলে হয়তো বলবে এটা কোনো রোগ বা সেরকম কিছুই ছিলো। কিন্তহ চোখটার দিকে যে তাকাবে সেই শুধু ধ্বংস আর ধ্বংস দেখতে পারবে।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।