#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৫০
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(আন্ডার ওয়ার্ল্ড)
আন্ডাওয়ার্ল্ড এমন একটা জায়গা যেখানে বিভিন্ন গডরা মিলে রাজ করে। এই বিভিন্ন গডদের মাঝে একজনে নাম আসে যে হলো হেডিস। বর্তমানের অলিম্পাসের ১২ সংসদীয় গডের মধ্যে হেডিস একজন। তাছাড়াও জিউস এবং পোসেইডনের বড় ভাই সে। তবে তাকে এসব টাইটেলে সবাই না চিনলেও এক নামে সবাই তাকে চিনে। কিং অফ আন্ডারওয়ার্ল্ড হেডিস। যদিও আন্ডারওয়ার্ল্ডে আরো কিং রয়েছে তাদের টেরিটোরি নিয়ে। তারপরও তাদের মধ্য থেকে হেডিসের নামটা সবচেয়ে জনপ্রিয়। হেডিস তার জীবনে দুটো জিনিসই ভালোবাসে। প্রথমত তার সারাজীবন আন্ডারওয়ার্ল্ডে মৃত সউলদের উপরে রাজ করা। এবং দ্বিতীয়ত তার একমাত্র স্ত্রী। অলিম্পাসের সকল গডই মেয়ে বাজ শুধুমাত্র হেডিস বাদে। যদিও হেডিসকে আন্ডারওয়ার্ল্ডের গড বলা হয় তারপরও তার অরিজিন অলিম্পাসের হওয়ার ফলে এবং অলিম্পাসের ১২ সংসদীয় গড হওয়ার ফলে তাকে অলিম্পাসের গডও বলা হয়ে থাকে।
হেডিস তার একমাত্র স্ত্রী পার্সেফোনের সাথে গল্প করছিলো। তাদের গল্পের বিষয় তাদের ভালোবাসাটা নিয়েই হচ্ছিলো। দুজনের ভালোবাসাটা বলতে গেলে অনেক জটিল ছিলো। হেডিস কখনো কোনো মেয়ের প্রতি দুর্বল হয় নি। তবে সে যে কেনো এবং কিভাবে তার ছোট ভাই জিউসের অনেক সন্তানের মধ্য থেকে একজনের প্রেমে পাগল হয়েছে এটা বুঝতে পারছে না এখনো। পার্সেফোনে যে জিউসের কন্যা সন্তান। হেডিস তাকে কিডন্যাপ করে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে গিয়েছিলো। যার জন্য সে জিউসের সাথে যুদ্ধ করতেও রাজি ছিলো। তবে জিউস তার একটা সন্তানের জন্য আন্ডারওয়ার্ল্ডের সাথে যুদ্ধে লিপ্ত হতে চাই নি, তাই সে তার কন্যাকে হেডিসের কাছেই তুলে দিয়েছে। প্রথম দিকে জিউস কন্যা হেডিসকে মেনে না নিতে পারলেও আস্তে আস্তে তার মধ্যেও হেডিসের জন্য ভালোবাসা তৈরী হয়েছে। আর এখন তো সে হেডিসের জন্য নিজের জীবনও দিয়ে দিতে প্রস্তুত।
হেডিস তার স্ত্রীর সাথে গল্পে লিপ্ত ছিলো। তার মুখে কোনো হাসি নেই, এটাই হেডিসের সংকেত। তাকে কখনো হাসি মুখে দেখা যায় না। একজন গড অফ ডেড না হয়েও মৃত সউল নিয়ে খেলা করার ফলে তার নিজের সউলও মৃত মৃতদের মতো স্বভাবের হয়ে গিয়েছে। সেই সউলের মধ্যে শুধু অন্ধকারই রয়েছে। তবে অন্ধকারে মধ্যে একটুক্ষানি আলো নিয়ে তার জীবনে তার স্ত্রী পার্সেফোনে এসেছে, যে তাকে কিছুটা হলেও আলোকিত করে রাখে। হেডিসের গল্পটা বেশীক্ষন টিকলো না। সে বিছানার উপরে শুয়ে ছিলো। তার স্ত্রী তার বুকের উপরে শুয়ে ছিলো। বিছানার পাশে রাখা গোল একটা বল হঠাৎ উজ্জ্বল আলো দিচ্ছিলো। যা দেখতে পেয়ে হেডিস তার স্ত্রীকে রেখে সেই বলটা নিয়ে বেরিয়ে গেলো। তার বেডরুমটা বিশাল। পুরো রুমটায় অন্ধকার যেখানে লাল রঙের মোমবাতিতে কিছুটা আলোকিত করেছে। হেডিস রওনা দিলো বারান্দার দিকে। সে বারান্দায় গিয়ে আন্ডারওয়ার্ল্ডের রূপটা দেখতে লাগলো এবং স্টোনের উপরে হাত দিলো। বিশাল বড় একটা প্যালেস হেডিসের। যা উঁচু একটা পর্বতের উপরে তৈরী হওয়ার ফলে এখান থেকে আন্ডারওয়ার্ল্ডের রূপটা ভালো করেই দেখা যায়। তার টেরিটোরি সে ভালো করে দেখে নিচ্ছে এক বারের জন্য। জায়গাটার মধ্যে কোনো সূর্যের আলো নেই। চারিদিক শুধু অন্ধকারই বলা চলে। বিভিন্ন জায়গা থেকে লাভা বের হচ্ছে যা থেকেই পুরো আন্ডারওয়ার্ল্ড আলোকিত হয়েছে। আকাশ দিয়ে বিভিন্ন ডিম্যান এবং ডেভিল দেখা যাচ্ছে। নিচের দিকে মৃত সউলদের দেখা যাচ্ছে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সব কিছু দেখতে দেখতে হেডিসের হাতের বলটা আরো উজ্জ্বল হয়ে গেলো। এবং সেখান থেকে এক অপরিচিত ব্যক্তির প্রতিরূপ ভেসে উঠলো।
গোল বলটা একটা ম্যাজিক বল, যার মাধ্যমে যে কোনো ব্যক্তির সাথে কথা বলা যায়। আর হেডিসের সাথে এখন কথা বলছে টাওয়ার অফ গ্রিডের মাস্টার ডিম্যান প্রিন্স অফ গ্রিড, এ.কে.এ ম্যামন। নতুন একটা শরীরে ছিলো ম্যামন, তারপরও হেডিসের চিন্তে কোনো সমস্যা হলো না।
-->> নতুন একটা শরীর পেয়ে গেছো তাহলে তুমি। (হেডিস)
-->> আমি এজন্য আপনার সাথে কথা বলতে আসি নি। (গ্রিড)
-->> তাহলে? (হেডিস)
-->> লুসিফার এক্সব্লকে প্রবেশ করেছে। সাটান বিলজবাবের উপরে তার পরবর্তী চাল চালার চেষ্টা করছে। (গ্রিড)
-->> সাটান যে এতোদিন অপেক্ষা করেছে সেটা আমাকে বিস্ময় করেছে। তারপরও আমারও মনে হয় এটা তার জন্য ভালো সময় বিলজবাবকে হত্যা করার। আর লুসিফার যে এখানে এখনি চলে আসবে সেটা আমি আশা করি নি। তারপরও সে কোনো বিষয় না আমাদের প্লানের জন্য। (হেডিস)
-->> আরেকটা সমস্যা হয়েছে। (গ্রিড)
-->> আবার কি সমস্যা? (হেডিস)
-->> এসমোডিয়াস সহ তার টাওয়ার অফ লাস্ট গায়েব হয়ে গিয়েছে। কোথাও পাওয়া যাচ্ছে না তাকে? (গ্রিড)
-->> এটা তো অনেক বড় একটা সমস্যা। এসমোডিয়াস এভাবে হারিয়ে গেলে তো আমাদের প্লানে অনেক বড় একটা প্রভাব পরবে। (হেডিস)
-->> আমার এই শরীরে এডজাস্ট হতে এখনো অনেকটা সময় লাগবে, তাছাড়া আমার তৈরীকৃত প্রজেক্টটা এখনো রেডি হয় নি। তাই আমি এই ব্যাপার নিয়ে তদন্ত করতে পারছি না। তাই আপনাকে জানাচ্ছি। (গ্রিড)
-->> আচ্ছা সমস্যা নেই। আমি আমার অ্যাভেটারকে পাঠিয়ে দিচ্ছি এসমোডিয়াসকে খোজার জন্য। (হেডিস)
গ্রিড এবং হেডিসের কথা শেষ হলো। হেডিস তার হাতের ম্যাজিক বলটাকে ফ্লোরের উপরেই ফেলে দিলো। যা পিছন থেকে তার স্ত্রী এসে উঠাতো এবং ভিতরে নিয়ে গেলো।
-->> এসমোডিয়াস যেখানেই যাও না কেনো, তোমার সউল তো এই আন্ডারওয়ার্ল্ডেই আসবে শেষ মেষ। (হেডিস)
* * * * *
(টাওয়ার অফ গ্রিড)
টেস্ট ড্যানজনের মধ্যে মাস্ক পার্টির নাম আরো দ্রুত ছড়িয়ে যেতে শুরু করেছে। প্রতিটা প্লেয়ারের মুখেই এখন মাস্ক পার্টির নাম শোনা যায়। পাঁচ ছয়টা পার্টি একসাথে মাস্ক পার্টির উপরে হামলা করেছিলো। কিন্তু পার্টির লিডার শুধু একাই তাদের সবাইকে হারিয়ে ফেলেছে। এই খবর শোনার পর থেকে অনেকেই মাস্ক পার্টিতে ঢোকার চেষ্টা করতে শুরু করেছে। কিন্তু কোনো ভাবেই সেটা সম্ভব হচ্ছে না। কারন তারা কেউই মাস্ক পার্টির লিডারের সাথে কন্টাক্ট করতে পারছে না।
একটা মাস পার হয়েছে ড্যানজনের মধ্যে। এই সময়ে জ্যাক জিতু কিংবা এরিয়েল কারো থেকে কোনো সংবাদ পায় নি। যদিও তাকে এথিনা অনেক খোঁজার চেষ্টা করছে এখনো, তবে নিজের গডলি মেমোরি ফেরত আসার ফলে জ্যাকের এখন নিজের উপস্থিতি লুকিয়ে রাখতে কোনো সমস্যা হচ্ছে না। এক মাসের মধ্যে জ্যাক আরো দুটো ফ্লোর ক্লিয়ার করেছে। পঞ্চম এবং ষষ্ঠ নম্বর ফ্লোরের ফিল্ড বস এবং হিডেন বস দুটোই ক্লিয়ার করে জ্যাক সপ্তম ফ্লোরে চলে এসেছে। সপ্তম ফ্লোরটা প্রতিকূল পরিবেশে থাকার ফলে এখানে তার একটু সময় বেশী লাগছে। সপ্তম ফ্লোরটা পুরো বরফের তৈরী। জায়গাটা অনেকটা উত্তর এবং দক্ষিন মেরুর মতো। সব সময় তুষার পাত হতেই থাকে। যার কারনে যাতায়াত করতে অনেকটা কষ্ট হয়। বরফের বৃষ্টির কারনে দুই ফুটের সামনে কিছুই স্পষ্ট দেখা যায় না। আর এই সময়ে কোথা থেকে মনস্টার চলে এসে এট্যাক করে সেটা দেখা অনেকটা কষ্টকর। স্টোর থেকে ঠান্ডার জামা কাপড় কেনার পরও জ্যাকের কাছে ঠান্ডা লাগছিলো এই আবহাওয়ার মধ্যে। তাই সে তার পাওয়ার ব্যবহার করছিলো। নিয়াকের সুপার ন্যাচারাল এবিলিটি "হিট ওয়েব" যার মাধ্যমে জ্যাক তার শরীর দিয়ে হিট তৈরী করতে পারছিলো। এই হিট ডিফেন্সে এবং এট্যাকে দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। হিট ওয়েবের সাহায্য জ্যাকের শরীর গরম থাকলেও জ্যাক তার দুই ফিটের সামনে কিছু দেখতে পারছিলো না। তাই কখন কোন সময়ে মনস্টার তার উপরে হামলা করবে সেটা বোঝাটা অনেক কষ্টের ছিলো। এজন্য জ্যাকের এই ফ্লোরে অনেক কষ্ট হচ্ছিলো। যদিও ঠান্ডাকে সে মানিয়ে নিতে পেরেছে কিন্তু এখানে দিক ঠিক রাখাটা একটু কষ্ট কর হয়ে গিয়েছে।
-->> আমার মনে হচ্ছে আমাকে এখন আন্ডারগ্রাউন্ড সিটিতে যেতেই হবে। জিতু থাকলে হয়তো আমাকে এতোটা কষ্ট করতে হতো না। আমি বুঝতেই পারছি না কোথায় চলে গেলো ও। (জ্যাক)
জ্যাকের সাথে জিতু থাকলে জ্যাককে মনস্টার নিয়ে এতো চিন্তা করতে হতো না। কারন তখন জ্যাক কিংবা জিতু দুজনের একজন আঘাতপ্রাপ্ত হলে এক জন অন্যজনের সেবা করতে পারতো। তবে এখন জ্যাক সম্পূর্ণ একা। আর জ্যাকের মাথায় একটা প্লানও এসেছে।
-->> আমি যেহেতু সপ্তম ফ্লোরে চলে এসেছি এখন আর আমার তেমন লেভেলের প্রয়োজন হবে না। আর তাছাড়াও প্রতিটা ফ্লোরেই আমার সাথে বেশ কিছু শত্রু পার্টির সাথে দেখা হয়। তাই এখন আমাকে আমার নিজস্ব একটা পার্টি তৈরী করা উচিত। (জ্যাক)
জ্যাক জিতুর সাথে একটা পার্টি তৈরী করেছিলো, তবে সেটাকে এখন নাই বললেই চলে। পার্টির মধ্য শুধু জ্যাক একাই বসে আছে। একটা ফ্লোর ক্লিয়ার করার জন্য শুধু মারাত্মক শক্তি এবং বুদ্ধি থাকলেই হয় না। বরং একটা ফ্লোর ক্লিয়ার করার জন্য বিভিন্ন রকমের সাপোর্টেরও প্রয়োজন হয়। জ্যাক পঞ্চম ফ্লোরের দুটো বসই অনেক সহজে হত্যা করেছিলো, তবে তেমনটা ষষ্ঠ ফ্লোর বসের সাথে হয় নি। একটা বস মনস্টার হত্যা করার জন্য ভালো একটা পার্টির প্রয়োজন হয়। সাধারণত একটা পার্টির মধ্যে কমপক্ষে একজন ট্যাংক, দুটো ড্যামেজ ডিলার, একজন সাপোর্টার এবং দুটো ম্যাজের প্রয়োজন হয়। প্রতি ফ্লোর বৃদ্ধির সাথে সাথে এই পার্টি মেম্বারদের সংখ্যাও বারাতে হয়। জ্যাক যদিও তার এবিলিটির মাধ্যমে চতুর্থ থেকে সপ্তম ফ্লোরে খুব সহজে চলে এসেছে তবে এখন থেকে তার জন্য সব কিছু এতোটা সহজ হবে না। তাই তো সে আন্ডারগ্রাউন্ড সিটিতে যাবে এবং একটা পার্টি তৈরী করবে।
-->> আমি জানি না জিতুর সাথে কি হয়েছে, তবে আমাদের পার্টির ট্যাংক বা ড্যামেজ ডিলার হতে পারতো সে। (জ্যাক)
জ্যাক কথাটা বললো এবং পিছনে ফিরলো। বেশীদূর সে আসে নি, তাই পথ হারানোর কোনো ভয় তার এখানে নেই। প্রতিটা সিড়ির পাশে একটা করে পোর্টাল থাকে যার মাধ্যমে ড্যানজনের নিজের ক্লিয়ার করা যে কোনো ফ্লোরের মধ্যেই প্রবেশ করা সম্ভব। জ্যাক সেদিকেই রওনা দিলো।
* * * * *
(সাতদিন পর)
ড্যানজনের প্রথম ফ্লোরের মধ্যে শত শত প্লেয়ার জমা হয়েছে। প্রায় এক হাজারের মতো তাদের সংখ্যা হবে, তবে সম্পূর্ণ এক হাজার সেখানে নেই। সবাই প্রথম ফ্লোরে একটা উদ্দেশ্যেই এসেছে। ড্যানজনের নতুন পাওয়ারহাউস মাস্ক পার্টির লিডার ফক্সি টেইল জ্যাক এবং হোয়াইট পার্টির ভাইস লিডার রোজার মধ্যে বিশাল একটা ফাইট হবে আজকে। যার জন্য প্রায় হাজারে মতো প্লেয়ার প্রথম ফ্লোরে উপস্থিত হয়েছে। তাদের সবারই একটা জিনিস দেখার ছিলো, দুজনের মধ্যে কে জিতে। প্রথম ফ্লোরে এতোক্ষনে প্লেয়ারে ভরে গিয়েছে আরো প্লেয়ার আসার জন্য প্রস্তুত আছে আবার অনেকে পথের মধ্যেই আছে। সব মিলিয়ে জাঁকজমক একটা পরিবেশ। গোল করে একটা ব্যারিয়ার তৈরী করেছে হোয়াইট পার্টি যার মধ্যে ফাইটটা সংঘঠিত হবে। ব্যারিয়ারের ভিতরে হোয়াইট পার্টির ভাইস লিডার দাঁড়িয়ে আছে। এখনো মাস্ক পার্টির লিডার ফক্সি টেইল জ্যাক উপস্থিত হয় নি এখানে। তাই রোজা অপেক্ষা করে যাচ্ছে।
"আজকে আমি এই মাস্ক পার্টির ফক্সি টেইলকে একটা উচিত শিক্ষা শেখাতে পারবো। আমাদের হাত থেকে আমাদের বসকে চুরি করার মজাটা বুঝাবো তাকে।" (রোজা ভাবছে)
আজকের পরিস্থিতিটা অনেকটা অস্বাভাবিক ভাবেই তৈরী হয়েছে। জ্যাক সাতদিন পূর্বে যখন সপ্তম ফ্লোর থেকে আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রবেশ করে তখনি তার সাথে ধাক্কা লাগে রোজা নামক এই মেয়েটার সাথে। মেয়েটার চেহারা থেকে প্রথম দেখাতেই সে ক্রাশ খেয়ে গিয়েছিলো। তাই হৃদয় টিটানের মতো পান্স লাইন মারতে শুরু করেছিলো। তবে সেটা তার উপরেই ব্যাক ফায়ার করেছে। ফক্স মনস্টারের মাস্ক একমাত্র সেই পরে থাকে, যার সংকেত মাস্ক পার্টির লিডার জ্যাকের। রোজা বিষয়টা ধরতে পারার সাথে সাথেই জ্যাকের গলার মধ্যে একটা চাকু ধরে। জ্যাক কোনো রকমে সেখান থেকে বাঁচতে পেরেছে তার মেয়েদের বশ করার মন্ত্রের জন্য। কিন্তু সে তার মাথায় আরো একটা বিপদ ডেকে এনেছে। রোজা যে বর্তমানে এই ড্যানজনের মধ্যে টপ প্লেয়ারের একজন, সে জ্যাককে একটা ফাইটের অফার দিয়েছে। ফাইটে যদি জ্যাক জিততে পারে তাহলে তাহলে রোজা জ্যাককে হত্যা করবে না এবং যদি হেরে যায় তাহলে তাকে হত্যা করে ফেলবে। এই একমুখী ফাইটের অফারে জ্যাকের কোনো লাভ ছিলো না বলে সে আরেকটা শর্ত দিয়েছে,
"যদি আমি তাকে হারাতে পারি, তাহলে সে আমার পার্টিতে যোগ দিবে।" (জ্যাক ভাবছে)
জ্যাক ব্যারিয়ারের বাইরে ছিলো। হঠাৎ সে ভীরের মধ্য থেকে কিভাবে চলে আসলো সেটা কেউই জানে না। তবে সবাই যখন তাকে দেখতে পেলো তখন এক এক করে বলতে শুরু করলো।
-->> ওয়াও এটাই কি তাহলে সেই গোস্ট মুড!
-->> আমারো তাই মনে হয়। আমরা দেখতেই পারি নি, এতো জনের মধ্য থেকে কিভাবে চলে আসলো।
-->> আমার মনে হয় ব্লাক এবং হোয়াইট পার্টিকে টক্কর দেওয়ার মতো কেউ চলে আসছে শেষ মেষ।
-->> আমি তো ফক্সি টেইলের প্রেমে পরে গেছি। (একটা মেয়ে)
-->> মেরি মি ফক্সি টেইল। ইউ আর সো কুল। (আরেকটা মেয়ে)
জ্যাকের এতো কম সময়ে একটা ফ্যান বেজ হয়ে গিয়েছে। যাদের মধ্যে মেয়েদের সংখ্যায় বেশী। মূলত মেয়েরা সবসময় শক্তিশালী এবং মিষ্ট্রিয়াস ছেলেদের বেশী পছন্দ করে। যেহেতু জ্যাক সব সময় তার মাস্ক পরে থাকে এবং এখানের কেউ এখনো তার চেহারা দেখে নি তাই অনেক মেয়েরাই তার উপরে এখন দেওয়ানা। জ্যাক এই সবে বেশী মনোযোগ দিলো না। কারন তার টার্গেট তার সামনে। আর এটাকে তার শিকার করতেই হবে।
"আমার পূর্ব স্মৃতি গুলো আমার মাঝে আসার পরে এরিয়েল নাম মেয়েটাকে ছাড়া কাউকে কিস করতে পারি নি। এই নিরামিষ জীবন আর আমার ভালো লাগছে না। এই রোজা মেয়েটা আবার একদম আমার টাইপের।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার ভাবনা চিন্তা শেষ করলো এবং ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করলো। তার প্রবেশের পরে ব্যারিয়ার ভিতর এবং বাইরে থেকে বন্ধ হয়ে গেলো। এখন কেউ তার মধ্যে ঢুকতে পারবে না এবং কেউ ভিতর থেকে বের হতে পারবে না।
-->> আমি ভেবেছিলাম তুমি আসবে না এখানে। (রোজা)
-->> একটা সুন্দরী আমাকে তার সুন্দর নরম হাত দিয়ে মারতে চাইলে, আমি কি সেটাই না করতে পারি? (জ্যাক)
-->> এরকম ট্রিকস আমার উপরে কাজ করবে না। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। সবার সামনে আমাদের পার্টির কাছে ক্ষমা চাও এবং আমাদের পার্টির একজন মেম্বার হয়ে যাও, তাহলে আর এই ফাইটের দরকার হবে না। (রোজা)
জ্যাক রোজার কথা শুনে কিছুটা হাসলো।
-->> হাহাহাহাহা। এই ওয়ার্ল্ডে দুটো জিনিস আমার পছন্দ নয়। এক হলো, কেউ আমার পছন্দের মেয়ের উপরে নজর দিলে এবং দুই হলো, কোনো গড বা গডেস এর অ্যাভেটার আমার সামনে আসলে। যদিও তুমি একটা অ্যাভেটার তারপরও আমার মনে তোমার জন্য জায়গা হয়ে গিয়েছে সুন্দরী, তাই জলদি আমার হয়ে যাও। (জ্যাক)
রোজা জানতো জ্যাক তাকে রাগানোর চেষ্টা করবে। তাই প্রথম থেকেই সে রাগবে না বলে চিন্তা করেছিলো। কিন্তু এই কথাটা শোনার পর তার রাগ আর কন্ট্রোল হলো না।
-->> আমি সুযোগ দিয়েছিলাম। এখন নিজের জীবন হারালে আমার উপরে মন ভার করে লাভ নেই। (রোজা)
-->> আমাকে নিয়ে চিন্তা করতে হবে না সুন্দরী। আমি তো তোমার জন্য আমার পার্টিতে স্পেশাল একটা জায়গা রেখে দিয়েছি। (জ্যাক)
রোজা এবং জ্যাক তাদের ফাইটের জন্য প্রস্তুত হয়ে গেলো। দুজনে ব্যারিয়ারের মাঝ বরাবর দুই পাশে দাঁড়িয়ে আছে। অনেক এক্সাইটেড একটা ইভেন্ট তৈরী হয়েছে এখানে। সেই সাথে গোল্ড কয়েনের বেটিং ও চালু হয়েছে ব্যারিয়ারের বাইরে।
-->> আমি আমার সব গোল্ড কয়েন রোজার উপরে লাগিয়েছি।
-->> আমার ক্রাশ রোজা এই ফক্সি মক্সিকে এক স্পেলেই হারিয়ে দিবে।
-->> গো রোজা।
-->>আমাদের গডেস জিতবেই। (রোজা সুন্দরী তাই তাকে গডেস বলছে এক ব্যক্তি)
সব ছেলেদের সাপোর্টই হোয়াইট পার্টি ভাইস লিডারের উপরের। আর মেয়েরা জ্যাককে সাপোর্ট করে যাচ্ছে। যদিও ভালো একটা পরিস্থিতি ছিলো তবে ভিতরের কোনো কিছু বাইরে এবং বাইরের কোনো কিছু ভিতরে শোনা যাচ্ছিলো না ব্যারিয়ারের কারনে। বাইরের ভীরের মধ্যে দুই ব্যক্তিকে দেখা গেলো। যাদের মধ্যে একজ আফিফ চৌধুরী এবং অন্যজন রাজ খান। তারা দুজনে আস্তে আস্তে একে অপরের সাথে কথা বলতে লাগলো,
-->> আমাদের প্লান কি কাজ করবে? (রাজ খান)
-->> অবশ্যই করবে। ব্যারিয়ারের মধ্যে মাটির নিচে TSAR Bomba এর মতো শক্তিশালী ম্যাজিকাল বোমা সেট করে রাখা হয়েছে। আমার একটা ক্লিকেই সেটা কাবুম। (আফিফ চৌধুরী)
-->> তাহলে আমরা একসাথে এই জ্যাক এবং হোয়াইট পার্টির রোজাকে হত্যা করে ফেলতে পারবো। (রাজ খান)
-->> হ্যাঁ এই জ্যাকে জন্য আমার লক্ষ লক্ষ গোল্ড কয়েন হারাতে হয়েছে। তাই এটার প্রতিশোধ তো আমি নিয়েই ছারবো। (আফিফ খান।
দুজনেই পৈশাচিক একটা হাসি দিলো। যেটা আশে পাশের সবারই গায়ের লোম দাড় করিয়ে দিলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।