[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:৬৭
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
একটা বিল্ডিং এর ছাদের নিচে দুজন ব্যক্তি বসে আছে। একটা ছেলে এবং একটা মেয়ে। দুজনেই বিবাহিত দম্পতি। মেয়েটা ছেলেটার কাঁধে মাথা নিয়ে বসে আছে এবং ছেলেটা মেয়েটার হাতকে নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে রেখেছে। আকাশে অনেক সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছিলো, জোৎসনা রাত হওয়ার ফলে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিলো। এই রাতের মধুমায় দুজন দম্পতি গল্প করছিলো সারারাত। মেয়েটা সাধারণত তেমন বেশী কথা বলে না। সব সময় চুপচাপ থাকতে পছন্দ করে। কিন্তু ছেলেটা বাঁচাল স্বভাবের হওয়ায় তারও চুপচাপ থাকা হয়ে উঠে না।
-->>আচ্ছা মেঘা, ধরো আলাদিনের জ্বীনের মতো একটা জ্বীন তোমার সামনে আসলো। তাহলে কি চাইবে তুমি?(ছেলেটা)
মেয়েটা আচমকা প্রশ্নে ছেলেটার কাঁধ থেকে নিজের মাথা উঠিয়ে নিলো। অনেকক্ষন চাঁদের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো,
-->>প্রথমত আমি পুরানো কিছু স্মৃতি ভুলে যেতে চাইতাম। দ্বিতীয়ত একটা বন্ধুকে হারিয়েছি যাকে এখনো খুজে পাওয়া যায় নি তাকে ফিরিয়ে আনতাম। এবং তৃতীয়ত আমরা দুজনে সারাজীবন সুখে এবং শান্তিতে থাকতাম।(মেয়েটা)
মেয়েটার উত্তরে ছেলেটা মেয়েটাকে জরিয়ে ধরতে চাইলো কিন্তু সেটা না করে সে একটা প্রশ্ন করলো,
-->>তোমার বন্ধু? এই ব্যাপারে তো আমাকে কিছু বলো নি।(ছেলেটা)
-->>ছেলেটার নাম হৃদয় বাপ্পী ছিলো। যে ফেসবুকে একজন ফ্যান্টাসি লেখক ছিলো। সেই সুবাধে তার সাথে আমার পরিচয়। কিন্তু বাস্তবে কখনো আমি তাকে দেখি নি বা চিনতাম না। ফেসবুকে আমাদের মাঝে অনেক গভীর বন্ধুত্ব ছিলো, বলতে গেলে দুজনে দুজনের বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও সে যে আমার স্কুলে আমার সাথেই পড়ালেখা করতো আমি এটায় জানতাম না।(মেয়েটা)
-->>ও অনেক কমপ্লেক্স ফ্রেন্ডশীপ।(ছেলেটা)
-->>ছেলেটাও অনেক কমপ্লেক্স ছিলো। সে আমার ক্লাসে পড়তো এটা জানতামই না। অবশ্য কোনোভাবে বোঝার উপায়ও ছিলো না। কারন কখনো সে নিজের ফটো দেই নি বা শেয়ার করে নি প্রোফাইলে। তার চেহারাটা দেখতে অনেকটা ভয়ানক ছিলো। ভয়ানক বলতে তার চোখ এবং ঠোঁট বড় বড় ছিলো, মুখ ছোট ছিলো, নাকের ফুটোটা একটু উপরের দিকে ছিলো। যার জন্য অধিকাংশই তার থেকে দূরে দূরে থাকতো। স্কুলে একটা বন্ধুও হয় নি তার। যদিও আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করতাম না স্কুলে, কিন্তু তার অবস্থা দেখে তার সাথে ফ্রেন্ডশীপ করতে চেয়েছিলাম। কিন্তু একদিন তার সাথে কথা বলার জন্য আমার সকল বান্ধুবীরা আমার সাথে কথা বলবে না বলে হুমকি দেওয়ার কারনে তার সাথে ফ্রেন্ডশীপ করা হয় নি।(মেয়েটা)
-->>তাহলে তোমার ফেসবুক বেস্টফ্রেন্ড ছিলো ছেলেটা এবং তোমার স্কুলে থাকার পরও তুমি তাকে চিনতে পারো নি।(ছেলেটা)
-->>ছেলেটা অনেক চুপ চাপ ছিলো। কখনো কারো সাথে কথা বলতো না। কিন্তু স্কুলের টপার ছিলো সে। স্কুলটা সাধারন ভাবে চলে যায়। কলেজেও আমরা একই সাথে ভর্তি হয়েছিলাম। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরে হঠাৎ একদিন কিছু ছেলেরা মিলে তাকে মারতে শুরু করেছিলো। যেটা আমি এবং আমার ব. না আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড মিলে দেখে ফেলি এবং ছেলেটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেই।(মেয়েটা)
-->>তারপর?(ছেলেটা)
-->>হাসপাতালে শেষবারই তার সাথে কথা হয়েছিলো। তারপর থেকে তার আর কোনো খোজ পাওয়া যায় নি।(মেয়েটা)
-->>তাহলে তুমি জানলে কিভাবে যে ছেলেটাই তোমার ফেসবুক বেস্ট ফ্রেন্ড ছিলো?(ছেলেটা)
-->>সে হারিয়ে যাওয়ার পূর্বে একটা গল্প লেখেছিলো। যেখানে সে নিজের লাইফ নিয়ে সব কিছু বলেছিলো। আর তার বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাধে তার লুকানো পরিচয় আমি জানতে পারি। কিন্তু সেটা জানতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো। কারন তার পরে কোনো ভাবে, কোনো জায়গায়, কোনো কিছুতেই তাকে খুজে পাওয়া যায় নি।(মেয়েটা)
-->>ভ্যানিস হয়ে গিয়েছে?(ছেলেটা)
-->>হ্যাঁ। হারিয়ে গিয়েছে সবার চোখ নজরের বাইরে থেকে। ঠিক যেমনটা তার পোস্টের শেষে লেখা ছিলো, "হারিয়ে যাবো কোনো এক জায়গায়, যেখান থেকে কেউ খুজে পাবে নাকো আমায়।"(মেয়েটা)
-->>হয়তো সব স্ট্রেস সে নিতে না পেরে সুইসাইড করেছে।(ছেলেটা)
ছেলেটার কথা শুনে মেয়েটা কাঁদতে শুরু করলো। মেয়েটা এতোটা শক্ত ছিলো যে বিয়ের রাতেও স্বজনদের ছেড়ে এসে কাঁদে নি। যাকে যতই কষ্ট দাও না কেনো সে কখনো কাঁদে নি। অবশ্য ছেলেটা তাকে কখনো কাঁদতে দেখে নি। কিন্তু আজ প্রথম মেয়েটা কাঁদছে তার স্বামীর সামনে। যেটা দেখেই ছেলেটা মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে নিলো।
-->>হয়তো আমি আমার বন্ধুত্বের হাত আরো আগে বারিয়ে দিলে সে এখন জীবিত থাকতো।(মেয়েটা)
-->>মেঘা এখানে তোমার কোনো ভুল নেই, হয়তো ছেলেটা বেঁচে আছে এবং অন্য একটা ওয়ার্ল্ডে ঘুরপাক খাচ্ছে নতুন পরিচয়ে।(ছেলেটা)
ছেলেটার কথায় মেয়েটা নিজের চোখের পানি মুছে নিলো। সে নিজেকে স্বাভাবিক করে নিলো এবং টপিক চেঞ্জ করে বলতে লাগলো,
-->>তো আমার কথা বাদ দাও মিস্টার প্রোগ্রামার, তুমি কি চাইবে?(মেয়েটা)
ছেলেটা মেয়েটার কথা শুনে তাকে শক্ত করে জরিয়ে ধরলো এবং বলতে লাগলো,
-->>আমি তো আমার চাওয়া সব কিছুই পেয়ে গিয়েছি।(ছেলেটা)
* * * * *
এলেক্স হঠাৎ উঠলো তার ঘুম থেকে। সে এতোটাই ক্লান্ত ছিলো যে নাড়াচাড়া করার শক্তিটুকুও পাচ্ছিলো না।
-->>আমি ভাবি নি অতীত গুলো আমার চোখে চলে আসবে আবারো।(এলেক্স)
এলেক্স ঘুমের মধ্যে তার নিজের অতীত দেখেছিলো, যেটা সে দেখতে চাই না কখনো। সে দাঁড়ালো এবং রুমের মধ্যকার সব কিছু একবার পর্যবেক্ষন করতে লাগলো আবারো।
-->>আমি কল্পনাও করি নি আমার সব আনডেডকে হারাতে হবে একটা আনডেড এর জন্য।(এলেক্স)
একশত ড্যানজনের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর ড্যানজন "আন্ডারওয়াটার রেড ড্যানজন"। এটায় এ পর্যন্ত দুটো টিম প্রবেশ করেছিলো যাদের মধ্য থেকে শুধু দুজন ব্যক্তিই বসের সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছিলো। কিন্তু বসের সাধারণ ফর্মের একটা এট্যাকেই সেই দুজন মারা যায়। তাই এ পর্যন্ত কেউ এই ড্যানজন ক্লিয়ার করতে পারে নি। সেখানে এই ড্যানজন ক্লিয়ার করার পুরো কনফিডেন্স এলেক্সের ছিলো। সে ভেবেছিলো এটা অনেক সহজ হবে তার জন্য, যেহেতু সে এর পূর্বে এর চেয়েও কঠিন গবলিন ড্যানজন ক্লিয়ার করেছে।
-->>যদিও এই বসটা ওগ্রেটার মতো শক্তিশালী ছিলো না। তারপরও আমি ভাবি নি এতোটা কষ্ট আমাকে করতে হবে।(এলেক্স)
একাডেমি কিছু স্পইলার দিয়েছিলো ড্যানজন সম্পর্কে। যেটা অনুযায়ী রেড ড্যানজনের বস সাধারণত একশত লেভেলের নিচে থাকার কথা ছিলো। যদিও একাডেমি লেভেল সম্পর্কে জানে না তারপরও এলেক্স ধারনা করেছিলো সেটা একশত লেভেলের নিচে হবে। অবশ্য প্রথমে একশত লেভেলেই ছিলো বসটা।
-->>কিন্তু কে জানতো হঠাৎ তার লেভেল বৃদ্ধি পাবে।(এলেক্স)
এলেক্স তার পুরো দমে ফাইট করেছে এখানে, সে দাঁড়ানো অবস্থা থেকে বসলো এবং ফ্লাশব্যাকে চলে গেলো।
ফ্লাশব্যাক শুরু,
রেড ড্যানজনের বস আনডেড দুলাহান। যে তার আনডেড ঘোড়ার উপরে বসে আছে। নিজের মাথাকে হাতে না রেখে তার নিজ জায়গায় লাগানোর পর তার লেভেলে এলেক্সের পরিমাপের বাইরে চলে গেলো। দুলাহানের শরীর থেকে মারাত্মক লেভেলের ডার্ক এনার্জি বের হচ্ছিলো যেটা পুরো রুমের মধ্যে শ্বাস নেওয়াকে কষ্টকর করে দিচ্ছিলো।
-->>আমাকে এটা তারাতাড়ি শেষ করতে হবে।(এলেক্স)
এলেক্স তারাতাড়ি শেষ করতে চাইলেও এটা যে তারাতাড়ি শেষ হবে বলে মনে হচ্ছে না। এলেক্সের শ্বাস ভারী হচ্ছিলো। তাই সে ফাইটটা তারাতাড়ি শেষ করার জন্য,
"গ্লাটোনি"
এলেক্স তার গ্লাটোনি স্কিল ব্যবহার করলো। এটা এতোটা মারাত্মক স্কিল যেটার সামনে ওগ্রে মনস্টারও টিকতে পারে নাই। এলেক্স ফাইটটা বড় করার চেষ্টা করতে চাইছিলো, কিন্তু ওগ্রেটার সাথে ফাইটের মাধ্যমে সে বুঝতে পেরেছিলো এখানে সে তার অন্যান্য স্কিল দিয়ে হারাতে পারবে না দুলাহানকে। এলেক্সের পায়ের নিজ থেকে কালো পানি ছড়িয়ে যেতে লাগলো। যেটা পুরো রুমের মধ্যে ভাসমান হয়ে গেলো। এলেক্সের পিছনে তার আনডেড গুলো দাঁড়িয়ে ছিলো। যাদের নিচ দিয়েও কালো পানি ছড়িয়ে গেলো। কিন্তু তারা আনডেড হওয়ার কারনে তাদের কিছুই হলো না। এলেক্সের স্কিল গ্লাটোনি বর্তমানে তার রেঞ্জের মধ্যে সকল জীবিত বস্তুকে এবজোর্ব করে। কোনো মৃত বস্তুকে সেটা এবজোর্ব করতে পারে না। আর আনডেড গুলো মৃত বস্তুর আওতায় পরার কারনে গ্লাটোনিতে তাদের কিছুই হয় না। কালো পানি দুলাহানের পায়ের নিচেও চলো গেলো। দুলাহান খুব সাধারণ ভাবে সেটার উপরে দাঁড়িয়ে ছিলো,
>>ওহো, গ্লাটোনিকে এতো বছর পরে দেখতে পাবো সেটা আশা করি নি। আবার সেটা যে একটা সাধারণ মানুষ ব্যবহার করছে সেটাও আমি আশা করি নি।>>(দুলাহান)
দুলাহানের কথায় এলেক্স অবাক হলো। তার জ্ঞান মাত্র ফিরে আসলো,
-->>আমি ভুলেই গিয়েছি, এটাও একটা আনডেড।(এলেক্স)
<<তোমার গ্লাটোনি এখনো সেই লেভেলে যায় নি যেখানে তুমি আনডেড দের এবজোর্ব করতে পারবে। তাই শুধু শুধু এনার্জি নষ্ট করা থেকে বিরত থাকো।>>(দুলাহান)
দুলাহানের কথার একটু আগেই বুঝতে পেরেছিলো এলেক্স যে তার স্কিল কাজ করছে না। কিন্তু দুলাহান যে গ্লাটোনি সম্পর্কে কিছু বলতে পারলো এটা শুনে এলেক্স অবাক না হয়ে পারলো না। একটা মনস্টার যার নিজস্ব জ্ঞান রয়েছে সেটা পাওয়া অনেক কষ্টকর একটা বিষয়। কারন ড্যানজনের নিয়ম অনুযায়ী সেটা ক্লিয়ার হওয়ার কিছুদিন পর রিস্টার্ট হয় আবার যার কারনে তার মধ্যে থাকা মনস্টার গুলোও আবার নতুন করে জন্ম নেই। এর ফলে তাদের মৃত্যু হওয়ার পূর্বের স্মৃতি গুলো থাকে না। কিন্তু এই দুলাহান অনেক স্পেশাল একটা মনস্টার। যার এখনো অতীতের অনেক কিছু মনে আছে। তার মানে এই যে,
-->>নিশ্চয় তুমি ডিম্যান প্রিন্স বিলজবাব এর সাথে ফাইট করেছো।(এলেক্স)
এলেক্সের কথা শুনে দুলাহান তার আনডেড ঘোড়া থেকে নামলো। তার চোখ দুটো লাল হয়ে আছে, যেটার মধ্যে শুধু ঘৃণা দেখা যাচ্ছিলো।
>>অবশ্যই, যে আমার মাস্টারকে হত্যা করেছে এবং আমার মতো একজন স্যাডো নাইটকে একটা সাধারণ আনডেডে পরিণত করেছে তাকে আমি কিভাবে ভুলতে পারি?>>(দুলাহান)
দুলাহান বলতে লাগলো তার রাগী কন্ঠে। তার কথার ফলে ড্যানজনের বস রুমটা কাঁপতে শুরু করলো। এলেক্স দুলাহানের কথাটা বুঝতে পারলো। তাই সে অহেতুক প্রশ্ন জিজ্ঞাসা করলো না। এই বসটা এমন একটা ব্যক্তি যে এক সময়ে রুলার অফ ডেডের স্যাডো আর্মির অন্তর্ভুক্ত ছিলো। আর বিলজবাব রুলার অফ ডেডকে হত্যা করার পর এটাকে বন্ধী করেছে। বিলজবাব কিভাবে এটা করেছে সেটা এলেক্স জানে না কিন্তু একটা জিনিস সে ভালো করেই জানে,
-->>আমাকে এটাকে আমার আর্মিতে যুক্ত করতেই হবে।(এলেক্স)
এলেক্স তার সব স্পেল গুলো ব্যবহার করতে লাগলো। গ্লাটানোটির ফলে তার অধিকাংশ এনার্জি শেষ হয়ে গিয়েছিলো কিন্তু সেটা আনডেড দুলাহানের থেকে কিছুটা এনার্জি এলেক্সকে এবজোর্ব করিয়ে দিয়েছিলো। আর এলেক্সের আম্মার তৈরী এনার্জি পিলের কারনে আরো তারাতাড়ি এলেক্স তার এনার্জিকে অর্ধেকে নিয়ে আসতে পেরেছে। কিন্তু এই টুকুই তার জন্য যথেষ্ট ছিলো না। এলেক্স দাঁড়িয়ে আছে যেখানে তার সকল স্পেল কাজ করছে না। এলেক্সের শক্তিশালী স্কিল গুলো ব্যবহারের জন্য অতিরিক্ত পরিমাণ এনার্জির প্রয়োজন যেগুলো এখন ব্যবহার করলে এলেক্স বেশীক্ষন ফাইট করতে পারবে না।
-->>আমার একটা জিনিস মাথায় আসছে না। সেদিন টাওয়ার অফ স্লোথের মধ্যে গ্লাটোনি সেই আনডেড স্কেলেটন গুলোকে এবজোর্ব করলো কিভাবে? নাকি সেটা ওয়ান টাইম ইউজ ছিলো?(এলেক্স)
দুলাহানের কথা মতে এলেক্সের গ্লাটোনি এমন ক্ষমতা রাখে যেটা এক সময়ে আনডেডদের ও এবজোর্ব করতে পারবে। কিন্তু সেটা এখন নয়। এলেক্সের স্কিল সেই লেভেলে এখনো পৌছাই নি এখনো। কিন্তু এলেক্সের ধারনা মতে কোনো এক ভাবে সে গ্লাটোনিকে আনডেড এবজোর্বের জন্য ব্যবহার করতে পারবে। কিন্তু সেটা বের করার মতো সময় এখন না। তাই সে তার সামনে ফোকাস করলো।
>>যতই চেষ্টা করো না কেনো তুমি আমাকে হারাতে পারবে না। তাই নিজের জীবনটা তারাতাড়ি আমার হাতে তুলে দাও।>>(দুলাহান)
দুলাহান তার বিশাল সোর্ড দিয়ে একটা স্লাস মারলো এলেক্সের দিকে। যেটা থেকে কালো এনার্জি বের হতে লাগলো, এলেক্স প্রথমে এটাকে ডার্ক এনার্জি ভাবলেও এনার্জিটা সম্পূর্ন বিপরীত ছিলো।
"এটা ঠিক সেই সময়ের মতো যখন আমি রুলার অফ ডেডের সামনে ছিলাম।" (এলেক্স ভাবছে)
এর পূর্বে এলেক্সের মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলো রুলার অফ ডেডের আংশিক একটু সউল। যেটার মাধ্যমে এলেক্স ডেড এনার্জির সাথে সম্পর্কিত হয়েছে। কিন্তু ডেড এনার্জি সম্পর্কে তেমন কিছুর ধারনা এলেক্সের নেই। রুলার অফ ডেডের আংশিক স্মৃতির মধ্যেও এই এনার্জি সম্পর্কে কিছু উল্লেখ না থাকায় এলেক্স এটাকে ডার্ক এনার্জিই মনে করছিলো। ডেড এনার্জি এবং ডার্ক এনার্জি দুটোর অরিজিন এবং দুটোর কালার এক হওয়ার জন্য যেকেউ দুটোকে একে অপরের সাথে তুলনা করতে পারে। কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
এলেক্স দুলাহানের সোর্ড এট্যাককে দূর থেকেই এরিয়ে গেলো। তার এজিলিটি এখানে তেমন কাজে দিলো না। সে দূর থেকে সোর্ড এট্যাককে এরিয়ে যাওয়ার পরও একটুর জন্য সেটা তার গলা কাটা থেকে বেঁচে গেলো। সোর্ডের স্লাসের সাথের যে এনার্জি সেটা এলেক্সের পিছনে থাকা বেশ কয়েকটা আনডেডকে এক এট্যাকেই হত্যা করে ফেললো। এলেক্স এট্যাকটা এরিয়ে যাওয়ার পরও সেটার এনার্জি থেকে তৈরী হওয়া শকওয়েব এলেক্সকে ছিটকে ফেলে দিলো। এলেক্স সোজা দেওয়ালের উপরে ছিটকে পরলো। তার মনে হলো তার পিছনের হাড় ভেঙে গিয়েছে এতো জোরালো একটা ধাক্কার কারনে। এলেক্স উঠে দাঁড়ালো, কিন্তু সে ঠিকভাবে দাঁড়াতে পারছিলো না। তার শরীরে স্ট্রেন্থ থাকলেও এলেক্সের ভাইটালিটি অনেক কম তাই সে সাধারণ একটা এট্যাকেই অনেক বাজে ভাবে আঘাত পেয়েছে।
-->>স্ট্যাট পয়েন্ট গুলো জমা রাখার ফল হয়তো এটা।(এলেক্স)
এলেক্স তার মুখ থেকে থুতু ফেললো যার সাথে ব্লাড বের হলো। সে তার স্ট্যাটাস দেখতে লাগলো,
"স্ট্যাটাস"
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৮৮
স্ট্রেন্থ : ১৫০
ভাইটালিটি : ৮০
এজিলিটি : ১২৪
স্ট্যােমানা : ৯০
ইন্টেলিজেন্স : ১৭৩
লাক্ : ২২
স্ট্যাট পয়েন্ট: ১৭০
এলেক্স তার স্ট্যাটকে দ্রুত ভাবে এক নজরে দেখে নিলো। এবং সাথে সাথে তার স্ট্যাটের মধ্যে কি চেঞ্জ করতে হবে সেটা বুঝে গেলো। সে তার স্ট্যাটকে চেঞ্জ করে আবারো এক নজরে সেটাকে দেখে নিলো,
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৮৮
স্ট্রেন্থ : ১৫০
ভাইটালিটি : ১৫০
এজিলিটি : ১৭৪
স্ট্যােমানা : ১৪০
ইন্টেলিজেন্স : ১৭৩
লাক্ : ২২
স্ট্যাট পয়েন্ট: ০০
এলেক্স খুব দ্রুত তার স্ট্যাট পয়েন্ট গুলোকে ব্যবহার করে নিলো। যা সব গুলোই তার লেভেল অনুযায়ী দ্বিগুনের বেশী ছিলো। স্ট্যাট পয়েন্ট গুলো ব্যবহারের সাথে সাথে এলেক্সের শরীরের হাড় গুলো শিরশির করতে লাগলো। হালকা একটা কাঁপুনি উঠলো তার শরীরে, যেটা তার স্ট্যাট পরিবর্তনের সংকেত দিচ্ছিলো। এলেক্স তার নতুন স্ট্যাট নিয়ে দাঁড়ালো। তার শরীর অনেকটা রিফ্রেস মনে হচ্ছি। তার ভাইটালিটি এবং স্ট্যােমানা দুটো বৃদ্ধির ফলেই তার লাইফ এবং ডিফেন্স বৃদ্ধি পেয়েছে, যেটা এলেক্স অনুভব করতে পারছিলো৷ অবশ্য এতো কিছু এলেক্স শক্তিশালী হওয়ার জন্য নয় বরং দুলাহানের এট্যাক গুলো এড়ানোর জন্যই করেছে।
>>আমাকে হারানো তোমার একার জন্য কখনো সম্ভব নয়।>>(দুলাহান)
দুলাহানের মুখে একটা ভয়ঙ্কর হাসি ছিলো। সে সাধারণত যেকাউকে এক এট্যাকে হত্যা করে ফেলে যারা এইখানে এসেছিলো, কিন্তু সে এলেক্সের সাথে মজা করছিলো। সে এলেক্সকে হত্যা করবে ঠিকই কিন্তু অসহনীয় ভয় এবং যন্ত্রনা দিয়ে। কারন এলেক্স যে স্কিল ব্যবহার করছে সেটা তারই(দুলাহান) মাস্টারের হত্যাকারীর। দুলাহান তার বিশাল সোর্ডটা তিন চার বারের মতো নারালো, যার প্রতিটা থেকে ভয়ঙ্কর কালো এনার্জি বেরিয়ে আসলো। আর সেই এনার্জি একটা ওয়েবের মতো এলেক্সের দিলে আসতে লাগলো। এলেক্স তার এজিলিটি বৃদ্ধি করা সত্ত্বে সব গুলো সোর্ডের ওয়েবকে এড়িয়ে যেতে পারলো না। তিনটা সোর্ডের স্লাসকে এলেক্স এড়িয়ে গেলেও পরবর্তী একটা ঠিক এলেক্সের হাতের চামড়া ছুয়ে গিয়েছে। যাতে ডান হাতের হাতের ডানায় একটা কাট হয়েছে। পূর্বের মতো আবারো শক্তিশালী একটা শক ওয়েব এলেক্স কে দেওয়ালের সাথে নিয়ে ধাক্কা দিলো। এলেক্স আবারো উঠলো, যদিও ব্যথা পেয়েছে কিন্তু পূর্বের মতো নতুন করে হাড় ভাঙলো না এবার। কিন্তু পূর্বের ভাঙা হাড়ের যন্ত্রনা সহ্য করাটা তার জন্য কষ্টকর হয়ে গেলো।
-->>আমি ভেবেছিলাম তারাতাড়ি শেষ করবো এটা। কিন্তু কোনো স্কিল বা স্পেলই কাজ করছে না এটার উপরে। আমার এমন মনে হচ্ছে আমি সত্যি একটা ভুল ড্যানজনে চলে আসছি।(এলেক্স)
এলেক্স কথাটা মুখে একটা হাসি এনে বলতে লাগলো। সে এর পূর্বেও এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলো। যার ফলে সে এই ওয়ার্ল্ডে নতুন একটা জীবন পেয়েছে। তাই এখন মৃত্যুকে সে ভয় করে না। সামনে তার মৃত্যু হতে পারে এটা জানতে পেরেও এলেক্স তার লাষ্ট স্কিল ব্যবহার করতে চাচ্ছে।
-->>ওয়েল এটার পরে আমার আর কোনো এনার্জি থাকবে না। দেখা যাক কি হয়।(এলেক্স)
"ডেড জোন"
এলেক্স তার ডেড জোন স্কিলটা ব্যবহার করলো, যেটা সে সাধারণত ব্যবহার করে নি। সে একবার পিছনের দিকে তাকালো। তার দুটো আনডেড ছাড়া দুলাহানের এট্যাকে সমস্ত আনডেড মারা গিয়েছে। এলেক্স একটা মিষ্টি হাসি আনলো তার মুখে এবং বলতে লাগলো,
-->>ইন্টারেস্টিং।(এলেক্স)
চারিদিক কালো হতে শুরু করলো, যার মধ্য থেকে শত শত আনডেড উঠে দাঁড়াতে লাগলো। এলেক্স তার লিমিটে পোঁছে গেলো কারন স্কিলটা মারাত্মক রকম এনার্জি ড্রেইন করে। আর তার এনার্জি প্রায় শেষের দিকেই। দুলাহানের চারপাশ আনডেড ভরে গেলো। যদিও দুলাহান একটা আনডেড ছিলো কিন্তু তার মাইন্ড শক্তিশালী হওয়ার কারনে এলেক্স ডেড জোনের মাধ্যমে তাকে কন্ট্রোল করতে পারলো না। শত শত আনডেড দুলাহানের উপরে ঝাঁপিয়ে পরলো যেখানে সবাই শক্ত করে তাকে ধরে রাখলো। এলেক্স এই সুযোগে তার মুন এবং ন্যাকরো ব্লেড দিয়ে ফাইটটা শেষ করতে চাচ্ছিলো তখনি দুলাহান তার শরীর থেকে মারাত্মক লেভেলের এনার্জি বের করে। যেটা সমস্ত আনডেডদের সাথে সাথে পুরিয়ে ফেলে। এলেক্স কিছু করতে যাবে তার পূর্বেই দুলাহান তার বিশাল সোর্ড দিয়ে এলেক্সের দিকে এট্যাক করে, এলেক্সের রিফ্লেক্স দিয়েও সে প্রস্তুত ছিলো না এই এট্যাকের জন্য। কিন্তু শেষ সময়ে তার আনডেড গবলিন এয়ার তার ম্যাজিক স্পেল ব্যবহার করে। একটা বাতাস তৈরী হয় যেটা এলেক্সকে দূরে ফেলে দেই আর এয়ার এলেক্সের জায়গায় গিয়ে দাঁড়ায়। দুলাহানের বিশাল সুইয়ের মতো সোর্ডের সূচালো অংশ এয়ারের পেটের ভিতর চলে যায়। এবং সাথে সাথে কালো এনার্জির জন্য সেটা পুরতে শুরু করে। এলেক্স মৃত্যুকে কয়েকবার সামনে থেকে দেখেছিলো, তাই সে মৃত্যকে আর ভয় করে না। এমন অবস্থায় যে কেউ ভয়ে ভেঙে যেতে পারে, কিন্তু কোনো এনার্জি ছাড়াও এলেক্স উঠে দাঁড়ালো। তার অবস্থা তেমন ভালো না তারপরও সে ফাইটের জন্য প্রস্তুত ছিলো। দুলাহান এক পা দু পা করে তার দিকে এগিয়ে আসছিলো এটা দেখতে পেয়ে জেনারেল পিছন থেকে এলেক্সের সামনে এগিয়ে আসে। যে আক্রমনের জন্য প্রস্তুত ছিলো, কিন্তু এলেক্স হঠাৎ জেনারেলের মাথায় হাত দিলো। সে দুলাহানের দিকে একবার তাকালো, দুলাহান রাগে আগুন হয়ে গিয়েছে এতোক্ষনে। এলেক্সের বুঝতে বাকি ছিলো না কেনো সেটা। দুলাহান নিশ্চয় রুলার অফ ডেডের স্যাডো আর্মির সদস্য ছিলো। আর এলেক্স বর্তমানে যে স্কিল ডেড জোন ব্যবহার করেছে সেটা রুলার অফ ডেডেরই একটা স্কিল। তাই দুলাহানের রাগ হওয়াটা স্বাভাবিক।
-->>জেনারেল আমি আমার অনেক আনডেডকে হারিয়েছি, তাই বলে সবাইকেই হারাতে চাই না।(এলেক্স)
এলেক্স জেনারেলের মাথায় হাত বোলাতে লাগলো। তার বাম হাতে ছিলো মুন ড্যাগার যেটা নিয়ে দুলাহানের সামনে যাওয়ারই সুযোগ এলেক্সের হয় নি। ওগ্রেটা তো একটা সাধারন মনস্টার ছিলো যার উপরে গ্লাটোনি কাজ করেছিলো। কিন্তু এটা সম্পূর্ণ বিপরীত। একটা মনস্টার যে একটা মানুষের থেকেও বুদ্ধিমান, যে এক সময়ে একজন মানুষই ছিলো তাকে হারানো এতোটা সহজ হবে বলে এলেক্স মনে করছে না। তারপরও এলেক্সের চেষ্টা করতে হবে।
"আমি জানি না এটা কাজে দিবে কিনা, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে।" (এলেক্স ভাবছে)
এলেক্সের চুল গুলো হঠাৎ হলুদ রঙ থেকে হালকা লাল রঙে পরিণত হয়ে গেলো। তার চোখ দুটো নীল রং থেকে লাল রঙে পরিণত হয়ে গেলো যেটা দেখতেও ভয়ঙ্কর লাগছিলো। এলেক্সের শরীরের উচ্চতা বৃদ্ধি পেতে লাগলো, সে এগারো বছর বয়সী ছেলে থেকে হঠাৎ পনেরো থেকে আঠারো বছর বয়সী ছেলের মতো দেহ পেয়ে গেলো। তার শরীরের প্রতিটা মাংসপেশী ফুলতে লাগলো এবং সেগুলো সুদর একটূ বডিতে রূপ দিলো তাকে। এলেক্স তার ফর্ম চেন্জ করেছে। "ব্লাডলাস্ট" এই ফর্মের নাম যেটা তার সিস্টেমই দিয়েছে।
-""মাস্টার ব্লাডলাস্ট ফর্মে প্রবেশ করেছে। এই ফর্মে থাকা কালীন সময়ে মাস্টার নিজের একজন সাইকো প্যাথিক কিলার হয়ে যাবে, যে তার সামনে যে কাউকে হত্যা করতে দ্বিধা বোধ করবে না।""-
এলেক্সের এদিকে কোনো নজর নেই। সে দুলাহানের দিকে তাকিয়ে রইলো। এলেক্সের শরীরে এতোক্ষন কোনো প্রকার এনার্জি ছিলো না। কিন্তু হঠাৎ তার শরীরে এনার্জি তৈরী হতে শুরু করলো। যে এনার্জি এলেক্স আগে কখনো দেখে নি বা ব্যবহার করে নি। এলেক্স আপাতোতো তার সঠিক মাইন্ডে নেই, কারন সে নিজেকে আপাতোতো কন্ট্রোল করতে পারছে না।
>>ওহো আমার মনে হচ্ছে এখন এটা ইন্টারেস্টিং হবে।>>(দুলাহান)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।