[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:৬৮
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
এলেক্স দাঁড়িয়ে আছে তার ব্লাডলাস্ট ফর্মে, যেখানে তার চুল হলুদ থেকে লাল এবং চোখ নীল থেকে লালে পরিণত হয়েছে। এটা একটা ফর্ম যেখানে এলেক্সের শক্তি তার বর্তমানের থেকে ডাবল হয়েছে৷ যদিও এটা এলেক্সের শক্তিকে ডাবল করে কিন্তু এর কিছু সাইড ইফেক্টও রয়েছে। যার একটা হলো এলেক্স বর্তমানে সব কিছু স্বাভাবিক ভাবে ভাবতে পারছে না। তার ফর্মের কারনে তার চিন্তাভাবনা সব কিছুর মধ্যেই ব্লাডলাস্ট প্রবেশ করেছে। যা এলেক্সকে একটা সিরিয়াল কিলারের মতো বানিয়ে দিচ্ছে। এলেক্স আপাতোতো কোনো কিছু ভাবলো না। সে দুলাহানের দিকে তাকালো। দুলাহানও এলেক্সের দিকে তাকিয়ে আছে। দুজনে একে অপরকে এট্যাক করার জন্য প্রস্তুত ছিলো, কিন্তু দুলাহানকে পিছনে ফেলে দিয়ে এলেক্সই প্রথম এট্যাকটা করে ফেললো। দুলাহান সেটার জন্য প্রস্তুত ছিলো, তাই সে তার বিশাল সূচালো সোর্ড দিয়েও এলেক্সের দিকে আক্রমন করলো। তবে এলেক্সের শরীরে সোর্ডটা স্পর্শ করার পূর্বেই এলেক্স দ্রুত সরে গেলো সেই জায়গা থেকে এবং তার হাতের মুন ড্যাগার দিয়ে এক পলকের মধ্যেই দুলাহানের বাম সাইডে পৌঁছে গিয়ে দুটো স্লাশ দিলো। মুন ড্যাগার যেটা আনডেডদের উপরে তার পুরো পাওয়ারে ব্যবহার হতে পারে সেটা এবং এলেক্সের বৃদ্ধি পাওয়া দ্বিগুন স্ট্রেন্থ সব এক করলে ভয়ানক দুটো এট্যাক ছিলো এলেক্সের তরফ থেকে। একটা স্লাশে দুলাহানের বাম হাতটা কেটে নিচে পরে গেলো। অন্যটা দুলাহানের শরীরে লাগার পূর্বেই সে তার এবং এলেক্সের মাঝে একটা গ্যাপ তৈরী করলো। অনেকটা পিছনে সরে গেলো সে
>>এটুকুতেই খুশি হওয়ার কোনো মানে হয় না। তোমার ভাগ্য ভালো ছিলো এটা আমার আনডেড ফর্ম। আমি আমার স্যাডো ফর্মে থাকলে তোমাকে হত্যা করতে এক মিলিসেকেন্ডও আমার প্রয়োজন হতো না।>>(দুলাহান)
দুলাহান তার সোর্ডটা ফেলে দিলো এক পাশে। বিশাল একটা সোর্ড যেটার ওজনও অনেক হবে বলে আশা করা যাচ্ছিলো। দুলাহানের শরীরে নাইটের আর্মার রয়েছে যেটাও দুলাহান খুলে এক পাশে রাখলো। কাটা হাতটা একা একাই আঙ্গুলের ভরে হাঁটতে হাঁটতে দুলাহানের কাছে চলে গেলো। দুলাহান তার কাটা হাতকে সেটার জায়গা মতো লাগালো, যেটা সাথে সাথে হিল হয়ে গেলো।
<<অনেকদিন পর আমি এরকম হালকা বোধ করছি। তাহলে আসো সিরিয়াস ভাবে শুরু করা যাক ফাইটটা।>>(দুলাহান)
দুলাহান দৌড়ে এলেক্সের দিকে যেতে লাগলো, একটু পূর্বে যার স্পিড এতো ছিলো না হঠাৎ তার স্পিড এলেক্সের ডাবল হয়ে যাওয়া স্পিডের সাথে মিলে যাচ্ছে। দুলাহানের হাতেও দুটো সর্ট সোর্ড ছিলো যেটা কোথা থেকে আসলো সেদিকে এলেক্স খেয়াল করলো না। দুজনেই তাদের সর্বোচ্চ স্পিডে একে অপরের সাথে সোর্ড এক্সচেঞ্জ করতে লাগলো। তাদের মুভমেন্ট এতোটা ফাস্ট ছিলো যে সাধারণ কেউ খালি চোখে তাদের ফাইটের কিছুই বুঝতে পারবে না। দুলাহান তার আর্মার এবং বিশাল সোর্ড রেখে দেওয়ার কারনে অনেক ফাস্ট এবং এজাইল হয়েছে। সেই সাথে এলেক্সও তার ব্লাডলাস্ট ফর্মের কারনে এখন সাধারণ স্ট্যাটের থেকে দ্বিগুন হয়েছে তার স্ট্যাট। দুজনই মনস্টার ছাড়া আর কিছুই না এখন। দুলাহান তার বর্তমান স্পিড এবং পূর্বের স্ট্রেন্থ দিয়ে এলেক্সের উপরে তার সর্ট সোর্ট দুটো দিয়ে শত শত স্লাশ দিতে লাগলো। যদিও এলেক্স প্রথমে দুলাহানের দুটো সোর্ডের এট্যাক একসাথে থামাতে পারছিলো না কিন্তু সময়ের সাথে সাথে ব্লাড লাস্ট ফর্মের সাথে এলেক্সের বন্ড খুব ভালো করেই হচ্ছিলো। যার ফল অনুযায়ী এলেক্স প্রতিটা স্টেপের মাধ্যমে পূর্বের থেকে শক্তিশালী হচ্ছিলো। প্রায় হাজারো বার একে অপরের সাথে সোর্ড এক্সচেঞ্জ করার মধ্যে এলেক্সের শরীরের অনেক জায়গায় ভয়ানক ক্ষত হয়েছিলো। কিন্তু ব্লাডলাস্ট ফর্মে থাকার কারনে সেগুলোও খুব দ্রুত ঠিক হয়ে যায়। এই ফর্মে শুধু যে এলেক্সের এজিলিটি, স্ট্রেন্থ, স্ট্যােমানা, ভাইটালিটিই বৃদ্ধি পেয়েছে এমন নয়। সেই সাথে বৃদ্ধি পেয়েছে এলেক্সের রিজেনারেশন ক্ষমতা। যেটা প্রায় বলতে গেলে দুলাহানের কাছাকাছিই ছিলো।
<<ইন্টারেস্টিং, আমার সাথে এরকম ফাইট বিলজবাবের তিন ফলোয়ারও করতে পারে নি। কিন্তু সেখানে তুমি যে কিনা একজন মানুষ সে এতোক্ষন টিকে আছে। আমি জানি না তুমি এসব ক্ষমতা কিভাবে পেয়েছো, কিন্তু সব কিছু এখানেই শেষ হবে তোমার জন্য।>>(দুলাহান)
দুলাহান এতোক্ষন এলেক্সের পুরো এবিলিটি চেক করছিলো। যদিও এলেক্স শক্তিশালী হচ্ছিলো প্রতিটা সোর্ড এক্সচেঞ্জের মাধ্যমে তারপরও তার মধ্যে একটা লিমিট ছিলো, যেটা দুলাহানকে এক স্টেপ উপরে রাখে। দুলাহান তার স্কিল ব্যবহার করলো। কয়েকশত স্কেলেটনে পুরো রুম ভরে গেলো। রুমের মধ্যে একটুও জায়গা রইলো না স্কেলেটন গুলোর জন্য। যেটা এলেক্সের নাড়াচাড়াকে সিমীত করে রাখছে।
-->>তুমি কি ভেবেছো এই সামান্য জিনিস আমাকে দমিয়ে রাখতে পারবে?(এলেক্স)
স্কেলেটনদের সাথে এলেক্সের অনেক পুরাতন হিসাব ছিলো। দুলাহান একটা আনডেড ছিলো তাই এলেক্সের তেমন রাগ হচ্ছিলো না। একে তো এলেক্স তার ব্লাডলাস্ট ফর্মে ছিলো আবার তার অতিরিক্ত রাগ তাকে নতুন একটা ফর্ম পেতে বাধ্য করেছে। এলেক্সের চুল গুলো হালকা হলুদ এবং হালকা সিলভারে পরিণত হলো। দূর থেকে হলুদে সাদা মনে হচ্ছে তার চুলগুলো দেখতে। এলেক্স নিজেও জানে না তার সাথে কি হচ্ছিলো। তার চুলের রং চেঞ্জ হয়েছে এটা সম্পর্কে তার কোনো ধারনায় ছিলো না। এমনকি তার শরীরে কি হচ্ছিলো সে সম্পর্কেও তার কোনো ধারনা ছিলো না। তার শরীর যেনো তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিলো।
এলেক্স তার মুন ড্যাগারকে শক্ত করে ধরলো। দুলাহান শুধু তার চোখটা পলক ফেললো। আবার যখন সে তাকালো তখনি তার সামনের সকল স্কেলেটন গুলো ফ্লোরে পরে রইলো। সব গুলো স্কেলেটন গুলোর মাথা এলেক্স এক সাথে এবং প্রচন্ড স্পিডে দু টুকরো করে দিয়েছে। দুলাহান শুধু সাদা রঙের একটা ফ্লাশ দেখতে পেয়েছিলো, আর সেটাতেই তার শত শত স্কেলেটন গুলো হত্যা হয়ে গেলো।
<<আমি জানতাম একটা মানুষের জন্য এতোটা শক্তিশালী হওয়া কখনো সম্ভব নয়। তুমি একজন......>>
দুলাহান পুরোটা শেষ করতে যাবে তখনি এলেক্স এক পলকের মধ্যে দুলাহানের সামনে চলে গেলো। তার স্পিড এতো ছিলো যে মনে হলো সে টেলিপোর্ট হয়ে গিয়েছে। দুলাহানের কথাটা শেষ হওয়ার পূর্বেই এলেক্স দুলাহানের গলা ধরে ফেললো। এলেক্সের শরীর এমনিতেই ব্লাডলাস্ট ফর্মের জন্য বড় হয়েছিলো সেটা এখনো বড়ই আছে। তাই দুলাহানের গলা ধরে তাকে উঁচু করতে এলেক্সের কোনো অসুবিধা হলো না। দুলাহানের গলা ধরাতে সে কিছু বলতে পারছে না। তার মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। হঠাৎ করে দুলাহানের শরীরটা ধোঁয়ায় পরিণত হতে লাগলো। যা এনার্জি ছিলো। সবটা এনার্জি এলেক্স এবজোর্ব করতে লাগলো।
ফ্লাশব্যাক শেষ।
এলেক্স ড্যানজনের মধ্যেই বসে রয়েছে। এখনো সে বের হওয়ার নাম নিচ্ছে না। ক্লান্ত শরীর নিয়ে সে ভাবছে তার সাথে কি হয়েছে। কিন্তু কিছুই বের করতে পারছে না।
-->>কি হয়েছিলো আমার সাথে? সেই ফিলিংস, সেটা আমি পূর্বে কখনো অনুভব করি নি।(এলেক্স)
এলেক্স বুঝে নি তার সাথে কি হয়েছিলো। তার শুধু এটুকু মনে আছে যে সে তার শরীরকে কন্ট্রোল করতে পারে নি। আর এটাই তাকে ভাবাচ্ছে অনেক।
-->>যা আমি বের করতে পারছি না, তা ভেবেও কোনো লাভ নেই।(এলেক্স)
এলেক্স তার জেনারেলকে সামন করে নিলো। যাকে ফাইটের পূর্বেই সে ঘুমে পাঠিয়ে দিয়েছিলো। এলেক্স চাই নি বাকি আনডেডদের মতো জেনারেলও মারা যাক। তাই তো সে তাকে ঘুমের মধ্যে রেখে দিয়েছিলো।
-->>আমি ভাবিও নি এরকম ভাবে ফাইটটা শেষ হবে। ম্যান আমি অনেক ক্লান্ত।(এলেক্স)
এলেক্স তার ড্যাগারের দিকে তাকালো। যেটাকে ফ্লোরের একপাশে ফেলে রেখে দিয়েছে। এটা না থাকলে হয়তো এলেক্স এখন জীবিত থাকতো না। কিন্তু এলেক্স সেটাকে ধন্যবাদ জানাতে চাচ্ছে না। মনের ভিতরে হালকা একটা হাসি দিয়ে এলেক্স নিজের স্ট্যাটাস দেখতে লাগলো।
"স্ট্যাটাস"
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৯৫
স্ট্রেন্থ : ১৫৫
ভাইটালিটি : ১৫৪
এজিলিটি : ১৭৯
স্ট্যােমানা : ১৪৪
ইন্টেলিজেন্স : ১৭৫
লাক্ : ২৪
স্ট্যাট পয়েন্ট: ৩৫
××××××
-->>এখনো একশত হলো না!(এলেক্স)
এলেক্স আশা করেছিলো তার লেভেল এখানে একশত হয়ে যাবে। কিন্তু এরকম কিছুই হলো না দেখে এলেক্স অনেকটা হতাশ হলো। কিন্তু একটা জিনিসের জন্য সে অনেক আগ্রহী ছিলো। এলেক্স সউল কালেক্ট করেছে দুলাহানের। যার সউল এতোটা শক্তিশালী যে এলেক্সকে বাকিদের সউলকে রিলিজ করে দিতে হয়েছে। হোস্টের থেকে তার কালেক্ট করা সউল বেশী শক্তিশালী হলে শরীর থেকে বিশালাকার এনার্জি ব্যবহার হতে শুরু করে। আর শরীরে এনার্জি না থাকলে মারাত্মক লেভেলের অবস্থা তৈরী হতে পারে। এলেক্স মাত্র দুলাহানের সউলকে কালেক্ট করেছে। আর এতোক্ষনেই তার অবস্থা করুণের দিকে।
"রাইজ মাই আনডেড।"(এলেক্স)
সময় নষ্ট না করে এলেক্স দুলাহানকে সামন করার চেষ্টা করলো। দুলাহানকে এবজোর্ব করার ফলে কিছু পরিমান এনার্জি জমা হয়েছিলো এলেক্সের কাছে, যার অধিকাংশই এতোক্ষন দুলাহানের সউলকে নিজের মধ্যে রাখার ফলে চলে গিয়েছে। আর এই সময়ে এলেক্স তাকে সামন করার চেষ্টা করলো যাতে আরো পরিমাণ এনার্জি শেষ হলো এলেক্সের শরীর থেকে।
-""মাস্টারের লেভেল কম হওয়ার ফলে আনডেড বানানো সম্ভব নয়।""-
এলেক্সের সামনে এই মেসেজটা চলে আসলো। সিস্টেমের মেসেজকে এলেক্স এরিয়ে চললো, এবং আবারো চেষ্টা করলো। এলেক্স তার হাতকে সামনের দিকে বারিয়ে দিলো,
" দুলাহান, আমি তোমাকে কমান্ড করছি। এরাইজ।"(এলেক্স)
এলেক্স আবারো দুলাহানকে সামন করার চেষ্টা করলো। পূর্বের বার ফেইল হলেও এবার এলেক্সের সামনে কালো পানি তৈরী হলো। যার মধ্য থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। এবং সেই ধোঁয়া আস্তে আস্তে দুলাহানের বডিকে শেইপ দিতে লাগলো। দুলাহানের পুরো বডি শেইপ হয়ে গেলো। সে তার এক হাঁটুতে ভর করে দাঁড়িয়ে ছিলো। যার মাথাটা এলেক্সের হাতের সামনে। এলেক্সের সামনে দুটো মেসেজ আসলো সিস্টেম থেকে,
-""কনগ্রাজুলেশন মাস্টার, আপনি অসম্ভবকে সম্ভব করেছেন।""-
-""একজন নাইটের দায়িত্ব তার মাস্টারকে সব সময় সুরক্ষিত রাখা। আর দুলাহান তার মাস্টারকে হারিয়ে শোকের মধ্যে ছিলো হাজার বছর যাবৎ।""-
-""কিন্তু শেষ মেষ আনডেড দুলাহান তার নতুন মাস্টার খুঁজে পেয়েছে, যাকে সে নিজের জীবন দিয়ে হলেও সুরক্ষিত রাখবে।""-
এলেক্স তাকিয়ে রইলো আনডেডটার দিকে। যে এতোক্ষনে আর্মার ছাড়া তার সাথে ফাইট করছিলো তার শরীরে লাল রঙের বিশাল ভারী একটা আর্মার। লাল একটা হেলমেটের মতো মাথার আর্মার দিয়ে দুলাহান তাকালো এলেক্সের দিকে।
>>মাস্টার, আমাকে একটা নাম দিয়ে এই চাকরকে চিরকালের জন্য আপনার নাইট বানিয়ে নিন।>>(দুলাহান)
এলেক্স দুলাহানের সাথে ফাইটের সময়েই তার জন্য একটা নাম সিলেক্ট করে রেখেছিলো। এলেক্স জানতো তার লেভেলে সে দুলাহানকে নিজের আনডেড করতে পারতো না। কিন্তু তার মনে কেমন একটা অনুভব ছিলো যেটা তাকে জানাচ্ছিলো আজ এই আনডেড ভবিষ্যতে এলেক্সের খুব কাছের কেউ হবে।
-->>ইগ্রিত। আজ থেকে তোমার নাম ইগ্রিত।(এলেক্স)
এলেক্স দুলাহানের নাম ইগ্রিত রেখে দিলো। ইগ্রিত সেটা মাথা নত করে গ্রহন করে নিলো। সেই সময়ে এলেক্সের সামনে আরো একটা মেসেজ আসলো সিস্টেম থেকে।
-""ইগ্রিতের লেভেল মাস্টারের থেকে বেশী হওয়ার ফলে ইগ্রিতের ক্ষমতা বাদে তার লেভেল এডজাস্ট হয়েছে।""-
মেসেজটা এলেক্স আশা করেছিলো। যেহেতু তার কোনো আনডেডই তার লেভেলের উপরে যেতে পারবে না তাই এটা একটা স্বাভাবিক বিষয় তার জন্য। এলেক্স আরো কিছু চেক করবে তখনি ড্যানজনের ফ্লোর কাঁপতে শুরু করলো। পুরো ড্যানজনটা ভাঙতে শুরু করলো। আর এলেক্স সেই ভাঙনের মধ্যে কি করবে সেটা ভেবে পাচ্ছে না। সে তার ইগ্রিত এবং জেনারেল দুজনকেই আনসামন করে ফেললো এবং ড্যানজন থেকে বের হওয়ার পথ খুজতে লাগলো। বস রুমে ঢোকার পরে বস রুম বন্ধ হয়ে গিয়েছে, তাই এলেক্স এখন এখান থেকে বের হবে কিভাবে সেটা বুঝতে পারলো না। এলেক্স ভেবে পাচ্ছিলো না সে কি করবে, আর তখনি সেখানে একটা পোর্টাল তৈরী হলো। ড্যানজনের ফ্লোর গুলোতে ফাটল ধরেছে, উপরের পাথর গুলো এক এক করে পরতে শুরু করেছে নিচে। এখানে বেশীক্ষন থাকলে এলেক্সের বের হওয়া হবে না বুঝতে পেরে সে পোর্টালের মধ্যে প্রবেশ করলো। চারিদিক আলোকিত হয়ে গেলো, এলেক্স পোর্টাল থেকে বের হলো। তার সামনে একটা মেসেজ চলে আসলো,
-""কনগ্রাজুলেশন মাস্টার। আপনি টাওয়ার অফ গ্লাটোনিতে প্রবেশ করেছেন।""-
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।