[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:৬৯
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(হলুদ ড্যানজন)
একটা হলুদ ড্যানজন ক্লিয়ার করতে কমপক্ষে হলেও পাঁচশত ব্যক্তিদের নিয়ে চেষ্টা করতে হয়। আর সেখানে মাত্র আটজন ছেলে মেয়ে প্রবেশ করেছে একটা হলুদ ড্যানজন ক্লিয়ার করার জন্য। এলিন, স্নেরা, মাইরা, ডুফেস, জেয়াব, এবা, জেবা এবং এনরি আটজন মিলে একটা অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। যেহেতু তারা কোনো নিউবি না তাই পরিস্থিতিকে তারা অনেক সহজেই কন্ট্রোল করে নিয়েছে। বস বাদে সকল মনস্টারকেই তারা হত্যা করে ফেলেছে। বস মনস্টার বাদেই ড্যানজনের বাকি মনস্টারদের হত্যা করতে তাদের এক মাস সময় লেগেছে। এমন নয় যে তারা প্রবেশ করলো আর এক এক করে সকল মনস্টার হত্যা করে ফেলেছে। ড্যানজনের মধ্যে হাজারো হাজারো মনস্টার থাকে যারা বসের তুলনায় বেশী শক্তিশালী না হলেও তাদের সংখ্যা তাদেরকে ভয়ানক বানিয়ে ফেলে। আর এদেরকে দ্রুত হত্যা করাটা অসম্ভব। কারন মনস্টার হত্যা করার সময় যদি শরীর ক্লান্ত বোধ করে তাহলেই তোমার খেল সেখানে শেষ। আর বাকি টিমদের মতোই মাইরাদের টিম সব কিছু স্লো নিচ্ছিলো।
-->>তাহলে শেষ মেষ আমরা বস রুমের সামনে চলে এসেছি।(জেয়াব)
-->>আমার অনেক খারাপ একটা ফিলিংস জাগছে। আমাদের মনে হচ্ছে ভিতরে যাওয়া ঠিক হবে না।(ডুফেস)
-->>এতোটা সময় আমরা নষ্ট করেছি তাই এখন আমাদের এটা করতেই হবে।(স্নেরা)
-->>সবাই নার্ভাস হচ্ছো আমি জানি, কিন্তু গাইজ আমাদেরকে ফোকাস করতে হবে। কারন সামনের মনস্টারটাকে হত্যা করলেই আমরা টাওয়ারে প্রবেশ করতে পারবো।(মাইরা)
-->>মাইরা ঠিক বলেছে। তাছাড়া আমরা পূর্বের মতো নেই। এই ড্যানজনের মনস্টার হত্যা করার পর আমরা সবাই পূর্বের থেকেও শক্তিশালী হয়েছি। তাই আমরা একসাথে চেষ্টা করলেই বসকে হারাতে পারবো।(এলিন)
এলিনের কথায় সবাই অনেকটা মোটিভেট হলো। যার ফল স্বরূপ তারা বস রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের দরজা খুলতেই তারা ভিতরে প্রবেশ করলো। আর সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেলো। তারা কি করবে ভাবছিলো কারন রুমের মধ্যে কোনো লাইট ছিলো না। অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছিলো না। এবা এবং জেবা দুজনেই তাদের লাইট স্পেল ব্যবহার করলো। দুটো লাইট বল তৈরী করলো যা সামনে এবং আশেপাশে আলো দিতে লাগলো। লাইট বলের আলোতেও তারা কেউ বস মনস্টারকে খুঁজে পেলো না।
-->>গাইজ আমার লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে শুধু।(ডুফেস)
-->>ডুফেস তুমি এতো ভয় পাচ্ছো কেনো? দেখো তো আমরা কেউ ভয় পাচ্ছি না।(এনরি)
-->>তাহলে সবাই কাঁপতেছো কেনো? এখানে তো ঠান্ডা নেই।(ডুফেস)
এলিন বাদে সবাই ভয় পাচ্ছে। যার ফলে সবার শরীরই কাঁপছিলো। একটা ভূতুড়ে রুমের মধ্যে তারা প্রবেশ করেছিলো যেটা ভাবতেই সবার লোম দাঁড়িয়ে যাচ্ছিলো। কিন্তু এখানে তাদের কিছু করার নেই। সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছে এখানে আসার। এখন পিছনে ফেরার কোনো সুযোগই নেই।
-->>ইনকামিং।(এলিন)
সবার নজর আলোর মধ্যে কিছু খোঁজার ছিলো। শুধুমাত্র এলিনই লক্ষ করেছে যে একটা ভয়ানক এট্যাক তাদের দিকে আসছিলো। হলুদ রঙের লাইটনিং ছিটকে আসছিলো পুরো টিমের দিকে। যা এলিন দেখামাত্রই একটা আইস ওয়াল তৈরী করে প্রতিহত করলো। আইস এট্রিবিউট স্পেল আইস ম্যানিপুলেশন যা দ্বারা শুধু আইস না বরং অন্যান্য এট্রিবিউট কেও বিভিন্ন রকম রূপ দেওয়া যায়। আর এলিন সেটা ব্যবহার করে একটা বরফের দেওয়াল তৈরী করেছে তাদের সামনে। যার ফলে উক্ত হলুদ লাইটনিং টা সেই আইস ওয়ালের সাথে বারি খেলো। শক্তিশালী এট্রিবিউট হলে যে তাদের কোনো দুর্বলতা নেই এমন নয়। ফায়ার এট্রিবিউট যেটা শক্তিশালী এট্রিবিউট হলেও পানির কাছে তা একদম দুর্বল, আবার আইস এট্রিবিউট ফায়ার এট্রিবিউটের কাছে দুর্বল। ঠিক এরকম সব এট্রিবিউটেরই দুর্বলতা রয়েছে অন্যান্য এট্রিবিউটের প্রতি। আর লাইটনিং এট্রিবিউটের দুর্বলতা আইস এট্রিবিউট। যদিও ফায়ার এবং লাইটনিং কে সবচেয়ে শক্তিশালী এট্রিবিউট বলা হয়। তারপরও তাদের বিপক্ষ এট্রিবিউটও রয়েছে যেগুলো তাদের জন্য দুর্বলতা তৈরী করে। ঠিক যেমন লাইটনিং এট্রিবিউট আইস এট্রিবিউটের উপরে কাজ করে না এরকম অন্যান্য এট্রিবিউটের দুর্বল দিক ও আছে। লাইটনিং এবং আইসের মধ্যে লাইটনিং এর কোনো ইফেক্টই কাজ করে না আইসের উপরে। যদি না আইসের থেকে লাইটনিং এর পাওয়ার ডাবল না হয় তাহলে লাইটনিং কখনোই আইসকে হারাতে পারবে না।
-->>ওয়াও, এটা কি ছিলো?(ডুফেস)
কেউ লক্ষ করে নি, কিন্তু অন্ধকারের মধ্য থেকে একটা স্নেক বের হয়ে আসলো। যেটা এনাকন্ডা মুভির বিশাল এনাকন্ডার সমান ছিলো। স্নেকটার বিশাল দেহের উপর দিয়ে হলুদ রঙের ডোরাকাটা ছিলো। যেগুলো দেখতে অনেকটা লাইটনিং এর সংকেত এর মতো। একটু পূর্বে সেটা একটা লাইটনিং এট্যাক করেছিলো বলে তার মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। যা এটাকে আরো ভয়ানক একটা লুক দিচ্ছে।
-->>সবাই তাদের ফর্মেশনেই থাকো। লাইটনিং স্নেক এটা। আমাদের খুব সতর্কতার সাথে এটাকে হারাতে হবে।(মাইরা)
মাইরা যেহেতু লিডার তাই টিমের সবার মনোযোগ সে ফাইটের মধ্যে রাখলো। তাদের একটা ম্যাজিকাল স্নেক মনস্টার দেখে অবাক হওয়া যাবে না যেটা কিনা তার মুখ দিয়ে লাইটনিং ছুরতে পারে। এই অবস্থায় তাদের মাথা ঠান্ডা রেখে তাদেরকে ফাইট করতে হবে। মাইরার কথা মতো ডুফেস এবং জেয়াব সবার সামনে চলে যেতে যাবে তখনি এলিন বলতে লাগলো,
-->>তোমাদের এখানে কিছু করতে হবে না।(এলিন)
এলিনের কথায় সবাই অবাক হলো। মোটকথা কেউ বুঝতে পারলো না কথা কথাটা, তাই হা করে তাকিয়ে ছিলো তার দিকে,
-->>তোমার কাছে কি ভালো কোনো প্লান রয়েছে?(মাইরা)
-->>একাডেমি থেকে আমাদের এই ড্যানজনের ব্যাপারে বলেছিলো হয়তো তোমাদের সেটা মনে আছে তাই না?(এলিন)
-->>বসটাকে দেখতে পেয়ে তো এখন বোঝায় যাচ্ছে এটা সেই ড্যানজন যেটায় আমাদের ভুলেও প্রবেশ করতে বারন করেছে।(এনরি)
-->>আর এজন্যই বলছি তোমাদের কিছু করতে হবে না। তোমরা সবাই দরজার ঔদিকে গিয়ে একটু দাঁড়াও আমি এই ফাইটটা শেষ করে ফেলবো দ্রুতই।(এলিন)
-->>কি বলছো এলিন, তুমি একা একটা বসের সাথে কিভাবে লড়বে। না আমরা কখনো তোমাকে একা লড়তে দিবো না।(মাইরা)
-->>হ্যাঁ মাইরা ঠিক বলেছে, আমরা এতোদিন যাবৎ কত মনস্টার হত্যা করেছি, একসাথে ফাইট করলে তো এই বস মনস্টার ও আমাদের জন্য কিছুই না।(জেয়াব)
-->>একাডেমি আমাদের অন্যান্য ড্যানজন সম্পর্কে না বলে শুধু এটা সম্পর্কেই বলেছে কেনো? তোমাদের কোনো ধারনা আছে?(এলিন)
-->>যাতে আমরা এটা থেকে দূরে থাকতে পারি।(ডুফেস)
-->>ড্যানজনের মধ্যে প্রবেশ না করলে বোঝা যায় না আমরা কোন কালারের ড্যানজনে খুজে পেয়েছি। বস রুমে প্রবেশ না করলে বোঝা যায় না সেটা কোন ড্যানজন, তাহলে শুধু শুধু একাডেমি থেকে আমাদের এই ড্যানজনের কথায় বলবে কেনো?(এলিন)
-->>আমি কিছুই বুঝতে পারছি না কি বলতে চাচ্ছো।(এবা)
সবাই ভাবতে লাগলো এলিনের প্রশ্নে। তার প্রশ্নটা অনেক জটিল ছিলো। তবে এলিন শুধু একাই সেটা নিয়ে ভাবছিলো না।
-->>একাডেমি আমাদের এটা সম্পর্কে বলেছে কারন তারা জানতো আমরা এখানেই প্রবেশ করবো। তাই তো ছোট একটা হিন্ট আমাদের দিয়েছিলো।(মাইরা)
টাওয়ারের টেস্টে আসার পূর্বে সকল স্টুডেন্টদের টাওয়ারের ড্যানজন গুলো সম্পর্কে কম বেশী জ্ঞানের বাণী খাইয়ে দিয়েছে। আর তার মধ্যে একটা ছিলো এই ড্যানজনের ব্যাপারে। বেশী কিছু না বললেও শুধু বলেছে "লাইটনিং স্নেক" ড্যানজন দেখলে কখনোই তার মধ্যে প্রবেশ না করতে। কারন এটাকে হলুদ ড্যানজন গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয়।
-->>আর এই মনস্টারের দুর্বলতা সম্পর্কে আমাদের পূর্বেই একাডেমি বলেছে তাই তোমরা জানো এখানে তোমাদের কোনো কাজ নেই।(এলিন)
লাইটনিং স্নেক হলুদ ড্যানজন গুলোর মধ্যে সবচেয়ে শক্তশালী বস মনস্টার। যাকে হারানো প্রায় অসম্ভব ব্যাপার। তার অন্যান্য এট্রিবিউটের এট্যাক এবজোর্ব এবং নিজের লাইটনিং এট্রিবিউট থাকার কারনে তাকে লাল ড্যানজনের বসদের মতোই ধরা হয়। কিন্তু অন্যান্য বসদের মধ্যে এর ও একটা দুর্বলতা রয়েছে। সেটা হলো আইস। যেকোনো স্পেলে তার শরীরে কোনো ইফেক্ট না করলেও আইস ম্যাজিক সাধারনের থেকে দ্বিগুণ হারে কাজ করে তার উপরে। আর এলিনের প্রধান এট্রিবিউটই তার আইস। এলিনের কথা মতো বাকিরা দূরে সরে গেলো। যদিও তারা এলিনকে একা ফাইট করতে দিতে চাচ্ছিলো না, কিন্তু এখানে তাদের কিছু করার নেই। লাইটনিং স্নেক, একটা মনস্টার যেটার বিরুদ্ধে যত সংখ্যক মনস্টার ফাইট করবো সেটা তত শক্তিশালী হতে শুরু করবে। তখন এলিন কেনো? সবাই একসাথে মিলেও সেটাকে হারানো সম্ভব হবে না। এই কথা গুলো চিন্তা করেই বাকি সাতজন দরজার কাছে চলে গেলো।
"আমাদের বন্ডের মাধ্যমে আমি অনুভব করতে পারছি এলেক্স অনেক পূর্বেই টাওয়ারের মধ্যে প্রবেশ করেছে। তাই আমাকে তারাতারি করতে হবে সব কিছু।" (এলিন ভাবছে)
এলিন সামনে গিয়ে দাঁড়ালো। বস মনস্টারটা আপাতোতো কোনো আক্রমন করছিলো না কারন তাদের সামনে একটা আইসের দেওয়া ছিলো। যেটার এপাশ ওপাশের মধ্যে কিছুই দেখা যাচ্ছিলো না। এলিন সামনে এগিয়ে যাওয়ার পূর্বে তার "ফ্রিজ" স্পেলের মাধ্যমে তার টিমের সাতজনকে ফ্রিজ করে দিলো। ডুফেস, জেয়াব, এবা, জেবা, স্নেরা, এনরি এবং মাইরা সাতজনই বরফে জমে গেলো। এটা এমন একটা স্পেল যা পাঁচ মিনিটের জন্য জীবিত বস্তুকে জমিয়ে রাখতে পারে। এই সময়টা তারা মারা যাবে না, বরং পাঁচ মিনিট তারা একটা ছোট ঘুমের মধ্যে থাকবে। এলিন এটা করলো শুধুমাত্র তার পুরো পাওয়ার এখানে ব্যবহার করার জন্য। সে এলেক্সের মতোই অন্যদের সামনে নিজের ক্ষমতা ব্যবহার করতে চাই না। অন্তত এখন ব্যবহার করতে চাই না।
-->>ঠিক আছে দর্শক যেহেতু ঘুমাচ্ছে তাই আমাদের তারাতাড়ি খেলাটা শেষ করা উচিত।(এলিন)
এলিন তার হাতের আঙ্গুল গুলো ফুটাতে লাগলো। তার সামনের দেওয়ালকে গলিয়ে পানি করে ফেললো যার সাথে সাথে স্নেকটা দ্রুত এলিনের দিকে আসতে শুরু করলো। এলিনে কয়েক ফিট দূরত্বে আসার পূর্বেই এলিন তার স্পেল ব্যবহার করলো।
"আইস স্পাইকস"
বরফের তৈরী সূঁচালো কাঁটা মাটি থেকে বের হলো যেটা স্নেক মনস্টারের শরীরের নিচ থেকে উপর দিয়ে বেরিয়ে গেলো। বসটার নরতে পারছি না কারন শত শত সূঁচালো বরফের কাঁটার মধ্যে সে আটকা ছিলো।
-->>ট্রিপটা অনেক ভালো ছিলো, সময় হাতে থাকলে অবশ্যই ওদেরকে নিয়ে তোমার সাথে খেলা খেলা করতাম। কিন্তু হাতে আমার সময় নেই। তাই গুড বাই স্নেকি।(এলিন)
"প্রজেস"
এলিন তার হেল ফায়ার ফিনিক্সের পাওয়ার ব্যবহার করলো। নতুন একটা এবিলিটি যেটাকে প্রজেস বলা হয়। এটা ব্যবহার করার সাথে সাথে এলিনের চুলের কালার চেন্জ হয়ে গেলো। গাঢ় কালো রং নিলো চুলগুলো। চোখের মনি দুটোও গাঢ় কালো রঙের হয়ে গেলো। তখনি এলিন স্নেক মনস্টারের মাথার একটু সমানে নিজের হাত রাখলো এবং,
''হেল ফায়ার"
এলিনের হাত থেকে কালো রঙের একটা ফায়ার বের হলো। যেটা কয়েক সেকেন্ডের মধ্যেই বস মনস্টারটাকে পুরিয়ে তার ছাই ও উধাও করে দিলো। বসটা হত্যা হওয়ার পর এলিন আবার তার নরমাল ফর্মে চলে আসলো। এবার সে বাকিদের আনফ্রিজ করার জন্য তাদের দিকে যেতে লাগলো।
* * * * *
(টাওয়ার অফ গ্লাটোনি)
প্রতিটা ডিম্যান টাওয়ারের মধ্যে মোট একশত ফ্লোর রয়েছে। যাদের মধ্যে সব গুলো ফ্লোরের মধ্যে মনস্টারের বসবাস রয়েছে। একশত ফ্লোরের মধ্যে সবথেকে সেফ এবং সুরক্ষিত জায়গা ফ্লোর হলো প্রথম ফ্লোর। ডিম্যান কিং এর সাথে গডদের যুদ্ধ প্রায় এক হাজার বছরের বেশী সময় হয়েছে শেষ হয়েছে। আর সেই যুদ্ধের কিছুদিন পরই টাওয়ার অফ গ্লাটোনি এই ওয়ার্ল্ডের মধ্যে উদয় হয়েছে। মানুষ সেই তখন থেকেই টাওয়ারের মধ্যে প্রবেশ করা শুরু করেছে এবং টাওয়ারের বিভিন্ন ফ্লোর ক্লিয়ার করেছে। আজ পর্যন্ত ষাট নাম্বার ফ্লোর ক্লিয়ার করেছে টাওয়ারের মানুষেরা একত্র হয়ে, যা থেকেই বোঝা যায় টাওয়ারের প্রতিটা ফ্লোর কতটা ভয়ানক। প্রতি ফ্লোরের মধ্যে বিভিন্ন রকমের বস রয়েছে। কিন্তু একটা ফ্লোরকে ক্লিয়ার করতে হলে সেই ফ্লোরের "ফ্লোর বস" কে হত্যা করতে হয়। আর ফ্লোর বস গুলো সাধারন কোনো মনস্টার নয়, যাদের হারানোটা অনেকটা কষ্টকর।
প্রথম ফ্লোর সবচেয়ে সুরক্ষিত জায়গা হওয়ার কারনে এই জায়গাতেই মানুষ বসবাস শুরু করেছিলো অতীতে। যার ফলে আজ টাওয়ারের প্রথম ফ্লোরে মোট তিনটা বিশাল কিংডম তৈরী হয়েছে। এই তিনটা কিংডমই টাওয়ারের মধ্যকার মানুষের মধ্যে সকল নিয়ম কানুন তৈরী করেছে। দুটো কিংডম একটিভ ভাবে কাজ করে টাওয়ারের মধ্যে এবং একটা যেটা সব সময় ছায়ার ভিতরেই থাকতে পছন্দ করে। টেস্ট শেষ হলে যারা টেস্টে পাস করে তারা সবাই পোর্টালের মাধ্যমে টাওয়ারের প্রথম ফ্লোরে প্রবেশ করে। "ব্লু কিংডম" যেখানে সকল নতুন মানুষ গুলো টাওয়ারের টেস্টের পরে প্রবেশ করে, আর এই কিংডমই নতুন প্রবেশকৃত সকলের সুরক্ষা এবং থাকার ব্যবস্থা করে তাদের কিংডমের মধ্যেই। মাইরা এবং তার টিম লাইটনিং স্নেক ড্যানজন ক্লিয়ার করার পরে পোর্টালের মধ্যে প্রবেশ করেছে। এবং সেই পোর্টাল তাদেরকে সরাসরি ব্লু কিংডমের মধ্যে নিয়ে এসেছে। একটা বিশাল জায়গা যার মাঝখানে চার পাশে চারটা বিশালাকার পিলার রয়েছে। পিলার চারটার মাঝ বরাবর কিরকম একটা সার্কেল রয়েছে। মাইরাদের এখানে আসার পর সেটা কিছুক্ষনে জন্য উজ্জ্বলিত ছিলো। সবাই চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। জায়গাটা তাদের ধারনার অনেক বাইরে ছিলো। টাওয়ারের মধ্যকার জায়গা যে এতো সুন্দর হবে সেটা কেউই আশা করে নি।
-->>ওয়াও, আমি আশায় করি নি টাওয়ার এতোটা সুন্দর হবে।(জেয়াব)
-->>তাহলে এখন আমরা কি করবো?(ডুফেস)
-->>যেহেতু আমরা একাডেমির স্টুডেন্ট, তাই একাডেমির লোক আমাদের নিতে আসবে এখানে নিশ্চয়।(মাইরা)
মাইরার কথা শেষ হলো না তখনি তাদের সামনে পরিচিত কিছু চেহারা ভেসে উঠলো।
-->>চেইন!(এবা)
চেইনের উপরে এবার এর ক্রাস তৈরী হয়েছিলো ডিমনিক ফরেস্টের ভিতরেই। আর তাকে আজকে সামনে দেখতে পেয়ে তার মুখটা লাল হয়ে গেলো। চেইনের সাথে রয়েছে লুবা। দুজনেই হাসি মুখে মাইরা এবং বাকিদের স্বাগতম জানালো।
-->>মনে হচ্ছে আমাদের সাক্ষাত ভাগ্যে লেখা ছিলো বলেই আজকে আমাদের ডিউটি এখানে দেওয়া হয়েছে।(চেইন)
-->>তোমরা সবাই কেমন আছো?(লুবা)
লুবা এবং চেইন দুজনেই হাসি মুখে কথাটা বললো। চেইন এবং লুবার সাথে সেখানে থাকা আটজনের মধ্যে ছয়জনই এক মাসের থেকে বেশী সময় এক সাথে ছিলো। তাই তাদের সাথে আলাদা একটা সম্পর্ক তৈরী হয়েছে। বলতে গেলে তারা একটা টিম ছিলো।
-->>হ্যা আমরা অনেক ভালো আছি। তোমাদের দুজনের খবর কি?(মাইরা)
-->>আমরাও বেশ আছি।(চেইন)
-->>তাহলে আমাদের টিম একত্র হয়ে গেলো, হাহাহাহাহা।(জেয়াব)
-->>টিমের কথা শুনে আমার একটা কথা মনে পরেছে। তোমরা সবাই তো এলেক্সের কথা ভুলে যাচ্ছো।(ডুফেস)
এলেক্সের সাথে টিমের সবারই একটা ভালো সম্পর্ক তৈরী হয়েছে। ডিমনিক ফরেস্টের মধ্যে থাকা সময়ে টিমের সবচেয়ে দুর্বল মেম্বার হিসেবে এলেক্সের প্রতি সবাই কেয়ার করতো। তাই তাদের চিন্তা হওয়াটায় স্বাভাবিক
-->>তোমাদের এলেক্সকে নিয়ে চিন্তা করতে হবে না। ও ঠিকঠাক ভাবেই এখানে আসতে পেরেছে।(চেইন)
-->>চলো একাডেমিতে যেতে যেতে কথা হবে। এই সময়ে তোমাদের সবাইকে আমি এখানের নিয়ম কানুন সম্পর্কেও বলে দিবো।(লুবা)
লুবা এবং চেইন সামনে যেতে লাগলো একাডেমির দিকে। আর তাদেরকে ফলো করে আটজন যেতে লাগলো মাথায় অনেক প্রশ্ন নিয়ে।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।