[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:৭১
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
"ক্যারেক্টার চেঞ্জ" এলেক্সের জন্য নতুন একটা স্কিল এবং অভিজ্ঞতা। যেটা এই টাওয়ারে প্রবেশের পর থেকে সে আজ দুই বার অনুভব করতে পেরেছে। একটা শরীরে দীর্ঘ সময় থাকার ফলে হঠাৎ অন্য কোনো আকারে চেঞ্জ হলে অনেক আজব মনে হয়। আর এলেক্স সেটা অনুভব করছে। এলেক্স পূর্বের ওয়ার্ল্ডে হৃদয় নামে পরিচিত ছিলো। সেখানে ছাব্বিশ বছরের যুবক হওয়ার কারনে তার সাইজ বর্তমানের শরীর থেকে বড় ছিলো। এক বছরের বেশী সময় হয়েছে এলেক্স এই এগনোলেনিয়াতে এসেছে। অবশ্য বেশীও হতে পারে, এমনো হতে পারে এলেক্স এগারো বছর যাবৎই এখানে অবস্থিত ছিলো শুধু তার পূর্বের স্মৃতি গুলো এক বছর পূর্বে মনে পরেছে। তবে যা হোক না কেনো প্রথম প্রথম শরীরের সাথে নিজের খাপ খাওয়াতে এলেক্সের কিছুটা সময় লেগেছিলো। কিন্তু এই স্কিলটার মাধ্যমে এলেক্স যে তার নিজ সাইজের ডাবল হয়েছে তারপরও সে তার শরীরকে ঠিক ভাবেই কন্ট্রোল করতে পারছে।
ক্যারেক্টার চেঞ্জ স্কিলটা অনেক রহস্যময় একটা স্কিল। যা এলেক্সের সিস্টেমের মধ্যে যুক্ত হয় নি। এ কারনে সে এটার বিবরন গুলো দেখতে পারছে না। তবে এটার জন্য এলেক্স হতাশ না। যদিও স্কিলটা অনেক মারাত্মক মনে হবে অন্যদের কাছে, কিন্তু এলেক্সের কাছে এটা তেমন ভালো লাগে না। ভালো না লাগার বেশ কিছু কারন রয়েছে।
প্রথমত, ক্যারেক্টার চেঞ্জের ফলে এলেক্স তার শরীরের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে না, বরং মনে হয় এলেক্স পুরো অন্য একজন ব্যক্তি হয়ে গিয়েছে। যদিও সে এলেক্সই থাকে কিন্তু তার পারসোনালিটি পুরো চেঞ্জ হয়ে যায়। যা সামনেই দেখা যাবে।
দ্বিতীয়ত, এলেক্স ক্যারেক্টার চেঞ্জ করলে কার শরীর ধারন করে সেটা জানে না। যদিও পরিচয় লুকানোর জন্য এটা পারফেক্ট একটা উপায়। কিন্তু রিস্ক রয়েছে এর মধ্যে।
তৃতীয়ত, এই স্কিল ব্যবহার করার পরে যতক্ষন এলেক্স তার নতুন ক্যারেক্টারের মধ্যে থাকবে ততক্ষন সে তার নিজ স্কিল গুলো ব্যবহার করতে পারবে না। কোনো স্কিল বাদে এলেক্স শুধু তার এট্রিবিউটের স্পেল ব্যবহার করতে পারবে যেটা ফাইটের সময় এলেক্সকে বিপদে ফেলে দিবে। এলেক্স আপাতোতো ছোট ডিটেইলস গুলো নিজের কাছে রাখলো এবং হান্টার অরগানাইজেশান এর দিকে রওনা দিলো। এটা তার প্রথম দিন না হান্টার অরগানাইজেশানে। তাই সেখানের লোকেশন এবং পরিবেশ সম্পর্কে এলেক্স ভালো করেই জানে। এলেক্স তার স্কিলের কথা চিন্তা করতে করতে হান্টার অরগানাইজেশানে পৌঁছে গেলো। সে এর পূর্বে দুইবার এসেছিলো এখানে। প্রথম বার একাডেমির একটা মিশনের জন্য এবং দ্বিতীয়বার তার নতুন স্কিল ক্যারেক্টার চেঞ্জ ব্যবহার করার পরে। এলেক্স হান্টার অরগানাইজেশান এর মধ্যে প্রবেশ করার সাথে সাথেই তার মধ্যে থাকা সকল ছেলে মেয়েরা তার দিকে তাকিয়ে রইলো। এমনিতেও তার উচ্চতা ছয় ফুট, সেই সাথে বলতে গেলে ওয়ার্ল্ডের সবচেয়ে হ্যান্ডসাম ব্যক্তির মধ্যে সে একজন। তাইতো সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে।
"ওয়েল, সমস্যা আমার সৌন্দর্য নিয়ে নয়, বরং আমার নতুন স্ট্যাটাসের মধ্যে।"
এলেক্স তার নতুন ক্যারেক্টার স্ট্যাটাস দেখতে লাগলো,
"স্ট্যাটাস"
এলেক্সের বলা কথাটার সাথে সাথে এলেক্সের সামনে তার সিস্টেমের একটা থ্রিডি প্রজেকশন চলো আসলো, যার মধ্যে এলেক্সের নতুন ক্যারেক্টারের সকল স্ট্যাট ছিলো।
××× স্ট্যাটাস ×××
নেইমঃ এমিয়াস(এলেক্স)
জবঃ???
লেভেলঃ ০১
স্ট্রেন্থ: ১০
ভাইটালিটি: ১০
এজিলিটি: ১০
স্ট্যােমানা: ১০
ইন্টেলিজেন্স : ২০০
লাক্: ১০০
চার্ম: ১০০০
স্ট্যাট পয়েন্টঃ ৫
××× ×××
এলেক্স তার স্ট্যাটের উপরে একবার চোখ বুলিয়ে নিলো। যে তার প্রথম দিনে সে বিশ্বাস করতে পারে নি। কারন সে প্রথম লেভেলে আছে আর সেই লেভেলে তার সাধারণ স্ট্যাট গুলোতে দশ করে পয়েন্ট থাকলেও তার ইন্টেলিজেন্স দুইশত। এলেক্স খেয়াল করেছে তার এই ক্যারেক্টারের মধ্যে তার রিং কাজ করে না, বরং সমস্ত এনার্জি এলেক্সের শরীরেই থাকে। যার অর্থ একটাই বোঝায়,
"এখন আমার মানা কোর রয়েছে!" (এলেক্স ভাবছে)
এলেক্স সব কিছু টেস্ট করার সময় পায় নি পূর্বে। যেহেতু একাডেমির মিশন নিয়ে সে ব্যস্ত ছিলো তাই এই নতুন স্কিলটা বেশীক্ষন সে ব্যবহার করতে পারে নি। ব্যবহার না করার দুটো কারন ছিলো, প্রথমত এলেক্স একাডেমির মিশনে ব্যস্ত ছিলো এবং দ্বিতীয়ত এই ক্যারেক্টাররের স্ট্যাট অনেক লোভনীয় হলেও সেটা এলেক্সের মন মতো না।
"আমার ইন্টেলিজেন্স প্রায় একশত লেভেলের উপরে থাকার মতো মাত্র এক লেভেলেই। যেটা আমাকে একটা উচ্চ লেভেলের ম্যাজিশিয়ান বানাচ্ছে। কিন্তু আমার ম্যাজিশিয়ান হওয়াটা মোটেও পছন্দ না।" (এলেক্স ভাবছে)
এলেক্সের চিন্তা যে শুধু তার উচ্চ ইন্টেলিজেন্স নিয়ে তেমন নয়। মূলত এলেক্স এই ক্যারেক্টারে আসার পর যেটা নিয়ে চিন্তা করে সেটা তার সামনেই হচ্ছে। তার চার্ম স্ট্যাট এক হাজার হওয়ার ফলে তার সামনের সকল মেয়েরা তো সেটার ইফেক্টে পরছেই সেই সাথে ছেলেরাও বাদ যাচ্ছে না। বেশ কিছু ছেলে যারা এলেক্সের নতুন লুকের একটু মনোযোগ দিয়ে তাকাচ্ছে তাদের সবার মনের বিরুদ্ধে মনের মধ্যে ভালোলাগা তৈরী হতে লাগলো। সবাই হা করে তাকিয়ে আছে এলেক্সের দিকে, হান্টার অরগানাইজেশানের মধ্যকার জায়গাটা একটা হোটেল বারের মতোই। যেখানে সকল হান্টার একত্রিত হয়ে খাওয়া দাওয়া এবং বিভিন্ন পানীয় পান করে থাকে। আর এই জায়গা থেকেই তারা তাদের মিশন নিয়ে থাকে। আর উক্ত জায়গায় এখন অনেক মেয়েরা এবং ছেলেরা বসে পানীয় পান করছে। এলেক্সকে দেখতে পেয়ে তাদের সবার মনের মধ্যে নতুন একটা অনুভূতি তৈরী হয়েছে যা তারা মোটেও লুকাতে পারছে না। ছেলেরা যদিও তাদের অনুভূতি একটু চেষ্টা করেও লুকিয়ে রাখতে পারছে কিন্তু মেয়েরা মোটেও পারছে না। তাদের কাছে এমন মনে হচ্ছে যে তাদের সামনের ব্যক্তিকে এক নজর না দেখলে তারা মরেই যাবে। কিছু কিছু মেয়ে তো ভালোবাসার এঞ্জেল দেখছিলো যে এঞ্জেল ছোট একটা বাচ্চা ছিলো এবং হাতে ধনুক এবং তীর নিয়ে তীর গুলো সেই মেয়েদের বুকে মারছিলো।
-->>এজন্যই আমার ভালো লাগে না এটা। আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারের জন্য একটা মাস্ক পরতে হবে।(এলেক্স)
এলেক্স একটা দীর্ঘ নিশ্বাস ফেললো এবং সামনের দিকে এগিয়ে গেলো। হান্টার অরগানাইজেশান অনেকটা একাডেমির মিশনের মতোই মিশন দিয়ে থাকে। কিন্তু এখানে একাডেমির মতো শর্ত প্রযোজ্য হয় না। একাডেমি যেমন তাদের স্টুডেন্টদের সুরক্ষার জন্য তাদের তেমন কঠিন মিশন দিতে চাই না। কিন্তু হান্টার অরগানাইজেশান তেমন না করে সব ধরনের মিশনই দিয়ে থাকে। তবে এখানে লিমিটেশন আছে। যেহেতু কঠিন মিশনের জন্য রিওয়ার্ডও বেশী তাই এখানেও র্যাংকিং সিস্টেম ব্যবহার হয়েছে একাডেমির মতোই। যেখানে একজন ব্যক্তি তার র্যাংকের উপরের মিশন সিলেক্ট করতে পারবে না। তাহলে কথা হলো একাডেমির সাথে এটার পার্থক্য কোথায়? একাডেমির স্টুডেন্টরা শুধু যে র্যাংকিং এ আছে সেই র্যাংকেরই মিশন সিলেক্ট করতে পারবে। অপরদিকে হান্টাররা তাদের নিজ র্যাংকের এক র্যাংক উপরের মিশন সিলেক্ট করার সুযোগ পেয়ে থাকে, যার কারনে অধিকাংশ ব্যক্তিই একজন হান্টার হওয়ার চেষ্টা করে। একাডেমি থেকে ভালো একটা র্যাংক নিয়ে বের হলে টাওয়ারের ভিতরে এবং বাইরের বিভিন্ন কিংডমের মধ্যে জব পাওয়া সহজ হয় বলেই সব নোবেলের ছেলেমেয়েরা সহ কিছু উচ্চ কমনারের ছেলে মেয়েরা একাডেমিতেই ভর্তি হয়। আর অধিকাংশ কমনারদের ছেলে মেয়েরা একজন হান্টার হওয়ারই চেষ্টা করে।
হান্টার অরগানাইজেশানে রেজিস্টার করা একদম সহজ কোনো ব্যাপার না। অনেক কঠিন টেস্টের মাধ্যমেই একজন হান্টার হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু এলেক্সের জন্য কিছুই প্রয়োজন হয় নি। ব্লু কিংডমের মধ্যকার হান্টার অরগানাইজেশান এর প্রেসিডেন্ট ছিলেন একজন বৃদ্ধ পুরুষ, যার বয়স বেশী হওয়ার ফলে লিডারশীপ চলে যায় তার ছেলের কাছে। কিন্তু তার ছেলে টাওয়ার ক্লিয়ার করা নিয়ে ব্যস্ত থাকার কারনে সেই দায়িত্ব পরেছে প্রেসিডেন্টের মেয়ের। যে আপাতোতো ভাইস প্রেসিডেন্ট হয়ে হান্টার অরগানাইজেশানকে নিয়ন্ত্রন করছে। আর এলেক্স এর পূর্বে যেদিন ক্যারেক্টার চেঞ্জ স্কিল ব্যবহার করে এখানে এসেছিলো হান্টার লাইসেন্স এর জন্য তখন তাকে কিছুই করতে হয় নি। একদম কিছুই করতে হয় নি। ভাইস প্রেসিডেন্ট এলেক্স.... না এমিয়াসের চার্মে পাগল হয়ে গিয়ে তাকে ফ্রিতে শুধু এনার্জি টেস্টের পরেই লাইসেন্স দিয়ে দেই। যেটা কখনো হতে দেখা যায় না। যদিও এটা শুধু তার চার্মের জন্য নয়। এলেক্সের নতুন চরিত্রে তার লাক্ স্ট্যাট সাধারণ নেই। আর এলেক্স তার লাক্ স্ট্যাট একশত হওয়ার সুবিধাও লক্ষ করেছে বেশ কয়েক বার।
হান্টার অরগানাইজেশানের যে ভবনটা তার ডান সাইডের দেওয়ালে বিশালাকার একটা বোর্ড রয়েছে। আর এই বোর্ডের মধ্যে বিভিন্ন কাগজ লাগানো রয়েছে। এসব কাগজের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের মিশন। বোর্ডকে মোট নয় ভাগে ভাগ করা হয়েছে। যার প্রত্যেক ভাগে নয় র্যাংকের মিশন রয়েছে। প্রত্যেক হান্টারের যে মিশন এখান থেকে পছন্দ হবে সেটার কাগজ ছিঁড়ে নিয়ে সে কাউন্টারে চলে যাবে। কাউন্টারে সব সময় ভাইস প্রেসিডেন্ট বা তার সরকারী বসে থাকে। কাউন্টারে যে থাকবে তার থেকে মিশনটা হালনাগাদ করার পরে একজন হান্টার সেই মিশনে চলে যেতে পারবে। এলেক্স নিজে বোর্ডে অনেকক্ষন তাকিয় রইলো, কোনো মিশনই তাকে তেমন আকৃষ্ট করছে না। যেহেতু এলেক্সের ইন্টেলিজেন্স দুইশত তাই এনার্জি টেস্টে তার এনার্জি সংখ্যা বেশী থাকার ফলে C র্যাংক পেয়ে যায়। কিন্তু ভাইস প্রেসিডেন্ট এমিয়াসের চার্মে পাগল হয়ে যাওয়ার ফলে এলেক্সকে B র্যাংকের একটা হান্টার লাইসেন্স বানিয়ে দেই। যদিও সে তাকে একটা A+ র্যাংকের হান্টার লাইসেন্সও বানিয়ে দিতো যদি এলেক্স একবার বলতো, কিন্তু এলেক্স সে ব্যাপারে তখন কিছু বুঝে নি বলে কিছু বলতে পারে না। তাই তো এখন সে অনেক হতাশ হয়েছে তার পূর্ব নাবুঝতার জন্য।
-->>এটা অনেকটা ভালো।(এলেক্স)
এলেক্সের একটা মিশন দেখে পছন্দ হলো। যেহেতু তার কাছে B র্যাংকের একটা হান্টার লাইসেন্স রয়েছে তাই সর্বোচ্চ হলেও A র্যাংকের একটা মিশন শুরু করতে পারবে সে। কিন্তু তার পছন্দ করা মিশনটা হলো A+ এর। এলেক্স এখনো হান্টারদের মিশম সম্পর্কে তেমন কিছু জানে না। কারন সে কোনো মিশন শেষ করে নি এখনো। কিন্তু তার জন্য এটা অনেক ভালো হবে, কারন সে এখনো একশত লেভেলে পৌঁছাতে পারে নি। আর সেখানে পৌঁছানোর জন্য ভয়ানক একটা জায়গায় যেতে হবে তাকে। এলেক্স বোর্ড থেকে কাগজটা খুললো এবং সেটা নিয়ে কাউন্টারের দিকে যেতে লাগলো। তার আশে পাশের সবার নজর যেহেতু তার দিকেই ছিলো তাই সবাই অবাক হলো। যদিও সবার মনে ধুকপুক করছিলো এলেক্সের সাথে কথা বলার জন্য। কিন্তু কেউ সাহস পাচ্ছিলো না। এলেক্সের নতুন ক্যারেক্টার এমিয়াস হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে অনেকটা কুল দেখতে। তাই সবাই চাইলেও সাহস পাচ্ছে না তার সাথে কথা বলার জন্য। এলেক্স মিশনের কাগজটা নিয়ে কাউন্টারে প্রবেশ করলো এবং সেটা ভাইস প্রেসিডেন্টের হাতে দিয়ে দিলো।
-->>ও হ্যালো হ্যান্ডসাম। আমি তো তোমার আশায় ছিলাম। এক সপ্তাহ পরে তাহলে আমার কথা মনে পরলো।(ভাইস প্রেসিডেন্ট)
এলেক্স এক সপ্তাহ পূর্বে এসেছিলো এখানে লাইসেন্সের জন্য। তারপরে একাডেমির মিশন গুলো শেষ করতে করতে সে তেমন সময় পায় নি। কিন্তু এখন তার কাছে ভালোই সুযোগ রয়েছে। কারন একাডেমি থেকে দুদিনের ছুটি নিয়েছে। দুদিন এলেক্স একাডেমির বাইরে থাকতে পারবে, যা এলেক্সকে হান্টারদের কিছু মিশন করতে সাহায্য করবে।
-->>এখনো চুপ, বেবি তুমি এভাবে চুপ থাকলে কিন্তু আমার বুকটা আরো বেশী ধকধক করে।(ভাইস প্রেসিডেন্ট)
এলেক্স কোনো কথা না বলেই, তার হাতের কাগজটা কাউন্টারের উপরে রেখে দিলো। যা দেখতে পেয়ে,
-->>ও তাহলে আমার হ্যান্ডসামটা মিশনে যাওয়ার জন্য প্রস্তুত?
ভাইস প্রেসিডেন্ট তাকিয়ে ছিলো এতোক্ষন এলেক্সের হ্যান্ডসাম চেহারার দিকে। যার কারনে সে মিশনের দিকে তাকাতেই ভুলে গিয়েছে। সে কাগজের উপরে সিল মেরে এলেক্সের হাতে দিয়ে দিলো। যা এলেক্স হাতে পাওয়ার সাথে সাথে হান্টার হাউস থেকে বের হয়ে গেলো। পিছন থেকে ভাইস প্রেসিডেন্ট হতাশ হয়ে মুখে হাত দিয়ে বসে রইলো। সে ভেবেছিলো আজকে সে কথা বলবে একটু। কিন্তু আজও সেই এডিটিউড দেখিয়ে এলেক্স চলে গেলো। এলেক্সের না সরি এমিয়াসের চার্ম মেয়েদের উপরে অনেক শক্তিশালী ভাবে কাজ করলেও এমিয়াস ছেলেদের সামনে থেকে চলে গেলে সকল ছেলেরা তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর এখন তারা তাদের স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। চার্মের ইফেক্ট মেয়েদের উপরে এখনো আছে এবং সেটা সর্বদা এলেক্সকে দেখলেই শক্তিশালী হবে। কিন্তু ছেলেদের থেকে চার্মের ইফেক্ট শেষ হওয়ার ফলো তারা সবাই একসাথে বমি করতে শুরু করলো।
-->>এই প্রেটি বয় আবার যদি আসে এখানে আমি তখন আর আসবো না।
-->>আমি এরকম আর কখনো ফিল করতে চাই না।
-->>এতো হ্যান্ডসাম কেনো ও। সকল মেয়ের মন কেড়ে নিয়েছে। আমি তো সামনে পাইলে ওকে হত্যা করে ফেলতাম।
-->>আমাদের সেটা আর করতে হবে না। তোরা সবাই তো দেখতে পারলি কোন মিশনে গিয়েছে।
-->>হ্যাঁ, হাহাহাহা। কাল থেকে আর এরকম ফিলিংস আমাদের অনুভব করতে হবে না।
-->>আমি মনে হয় রাতেও এটা নিয়ে স্বপ্ন দেখবো। এর থেকে ভয়ানক স্বপ্ন মনে হয় না আর কিছু হতে পারে।
একেক জন ছেলে একেক রকম কথা বলতে শুরু করেছে। অন্যদিকে মেয়ে হান্টার সকলে ভাইস প্রেসিডেন্টের কাছ গিয়েছে। তাদের কড়া নজর ভাইস প্রেসিডেন্টের উপরে ছিলো। এর জন্য না যে ভাইস প্রেসিডেন্ট একাই লুতুপুতু করেছে তাদের সবার ক্রাসের সাথে। বরং তারা রেগে আছে এটার জন্য যে ভাইস প্রেসিডেন্ট না দেখেই তাদের ক্রাসকে অসম্ভব একটা মিশনে পাঠিয়ে দিয়েছে।
-->>ভাইস প্রেসিডেন্ট, আপনি দেখবেন না। স্যার এমিয়াসকে আপনি একটা A+ মিশন ক্লিয়ার করতে পাঠিয়ে দিয়েছেন যেটা আমাদের A+ হান্টাররাও ক্লিয়ার করতে পারে নি।
-->>স্যার এমিয়াসের যদি কিছু হয়ে যায় না। তাহলে আমরা স্যার এমিয়াস ফ্যান ক্লাব কিন্তু এই হান্টার হাউসকে ভেঙে ফেলবো।
-->>হ্যাঁ আমরা এই হান্টার হাউস চাই না এখানে।
ভাইস প্রেসিডেন্ট মুখে হাত দিয়ে এমিয়াসকে নিয়ে স্বপ্ন দেখতে লাগলো। কিন্তু মেয়েদের কথায় সে বাস্তবে ফিরে আসলো। সে মাত্র বুঝতে পারলো সে কত বড় একটা ভুল করেছে।
-->>এটা আমি কি করে ফেললাম। আমাকে এখনি কিছু S র্যাংক হান্টারের সাথে যোগাযোগ করতে হবে একটা রেসকিউ মিশনের জন্য।(ভাইস প্রেসিডেন্ট)
* * * * *
এলেক্স তার ক্যারেক্টার চেঞ্জ করলো না। কারন সে আপাতোতো হান্টার হাউসের রাস্তায় ছিলো। আর এটা ক্যাপিটালের মধ্যে অনেক জনপ্রিয় একটা জায়গার মধ্যে অবস্থিত হওয়ার কারনে চারিদিকে লোকজনে অভাব নেই। তাই এলেক্স এখানে তার ক্যারেক্টার চেঞ্জ করতে পারে নি। যদিও সে হাজারো বার চাচ্ছে তার ক্যারেক্টার চেঞ্জ করতে কিন্তু সম্ভব হচ্ছে না এতো ভীরের মাঝে। এলেক্স অনেক কষ্ট করে এতোক্ষন স্বাভবিক থাকার চেষ্টা করেছে। নাহলে সেটা এতোটাও স্বাভাবিক থাকতে চাচ্ছিলো না এই ক্যারেক্টারে। এমিয়াস কে সেটা সম্পর্কে এলেক্স কিছুই জানে না। কিন্তু একটা জিনিস সে ধারনা করতে পারছে।
"যেই হোক না কেনো। এই এমিয়াস অনেক বড় একটা ম্যাজিশিয়ান ছিলো যার কারনে তার স্ট্যাটে এতো ইন্টেলিজেন্স রয়েছে। কিন্তু বলতেই হবে সে তার জীবনে অনেক বড় প্লেবয় ছিলো।" (এলেক্স ভাবছে)
ক্যারেক্টার চেঞ্জ করার মাঝে কোনো খারাপ লক্ষন না থাকলেও এলেক্স একটা বিষয় পূর্বের বার লক্ষ করেছিলো। আর সেটা হলো তার পারসোনালিটি চেঞ্জ। যে এলেক্স এই ওয়ার্ল্ডে আসার পর থেকে কোনো মেয়েদের সাথে কথা বলতে চাই না, সেই এলেক্স ক্যারেক্টার চেঞ্জের পরে যে সুন্দরী মেয়েকে দেখে তাকেই পটানোর চিন্তা তার মাথায় ঘুরে। যদিও হাজার চেষ্টা করে এসব চিন্তা ভাবনা সে দূরে রাখতে পেরেছে। কিন্তু সেটা একদমই কন্ট্রোল করা সম্ভব নয়।
আপাতোতো এলেক্স সেগুলো ভুলে গিয়ে তার বর্তমান অবজেক্টিভে নজর দিলো। তার হাতে একটা কাগজ রয়েছে যেটা তার বর্তমান মিশন। সে টাওয়ারে আসার পর হান্টারদের এবং তাদের মিশনের র্যাংক সম্পর্কে তেমন কিছু না জানলেও তার হাতে থাকা কাগজে উল্লেখিত মিশনের ব্যাপারে ভালো ভাবেই ধারনা করতে পারছে।
××× হান্টার মিশন ×××
নেইমঃ ক্লিয়ার দ্যা ফ্রস্ট ড্যানজন
ডিফিকাল্টিঃ A+
অবজেকটিভঃ ফ্রস্ট বসের আইটেম সংগ্রহ।
রিওয়ার্ডঃ???
বিশেষ নোটঃ এটি প্রথম ফ্লোরের কিছু ড্যানজনের মধ্যে একটি যেটা এখনো কেউ ক্লিয়ার করে নি। তাই এটায় প্রবেশ করার পূর্বে অবশ্যই একশত জনের একটা টিম বানিয়ে প্রবেশ করবেন।
××× ×××
এলেক্স মিশনটা পড়লো আরো একবার। সে জানে এটা তার বর্তমান ক্ষমতার থেকে বেশী হয়ে যাবে, কিন্তু এটাই একটা সুযোগ এলেক্সের লিমিটকে পরীক্ষা করার জন্য। তাইতো সে এই সুযোগকে হাতছাড়া করলো না।
-->>গেম জাস্ট স্টার্টেট(এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।