[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:৭২
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
একাডেমি ও হান্টার অরগানাইজেশান দুটোর অনেক দিক দিয়েই একে অপরের সাথে মিল রয়েছে। তবে এক দিক দিয়ে দুটোই ভিন্ন। একাডেমি একজন হান্টারকে সুযোগ দিলেও হান্টার অরগানাইজেশান কোনো একাডেমির স্টুডেন্টকে সুযোগ দেই না। মানে একজন হান্টার টেস্টের মাধ্যমে একাডেমিতে ভর্তি হতে পারবে। কিন্তু একাডেমিতে থাকা অবস্থায় কোনো স্টুডেন্ট হান্টার হতে পারবে না। আর এটাই কারন ছিলো এলেক্স নতুন পরিচয়ে হান্টার লাইসেন্সটা তৈরী করেছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গিয়েছে কিন্তু এখনো এলেক্সের কোনো খবর নেই। বিশেষ করে এলিন, মাইরা ওরা সকালে এসেছে টাওয়ারের মধ্যে আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। চেইনের মতে এলেক্সের দুপুরে পূর্বেই এখানে চলে আসার কথা ছিলো। তাই সবাই বসে চিন্তা করতে লাগলো। সকালেই লুবা মেয়েদেরকে তাদের নিজস্ব রুম গুলো দেখিয়ে দিয়েছে। প্রতিটা রুমে সাতজন করে থাকতে পারে বলে এলিন, মাইরা, এবা, জেবা, এনরি এবং স্নেরা লুবার সাথেই একটা রুম শেয়ার করছে। যেহেতু একাডেমিতে তারা সবাই আউটসাইডার তাই তাদের একাডেমিতে ব্যবস্থা করে দেওয়া জায়গার মধ্যেই থাকতে হবে। এখানে নোবেল কিংবা রয়েল টাইটেল কাজ করে না, তাই সবাইকে এডজাস্ট করেই থাকতে হয়।
-->>তোমরা সবাই এলেক্স এলেক্স করছো কেনো? আমি বুঝতে পারছি না, যে ছেলে ডিমনিক ফরেস্টে কোনো কিছুই করে নি দাঁড়িয়ে থাকা ছাড়া। তার নাম তোমাদের মুখ থেকে আজকে নাহয় হাজার বার শুনেছি।(জেবা)
এবা এর জমজ বোন জেবা কথাটা বললো একটু রেগে গিয়ে। যেহেতু সে পূর্বে এই টিমের সাথে ছিলো না তাই এলেক্সকে সেভাবে চিনে না। অপরদিকে বাকি যারা টিম চেইনের মধ্যে ছিলো তাদের কাছে এলেক্স দুর্বল হলেও একটা টিম মেম্বার ছিলো, যার সাথে প্রায় দুই মাসের মতো সময় বেঁচে থাকার চেষ্টা করেছে তাই। কারো কাছে ছোট ভাইয়ের মতো আবার কারো কাছে আরো বেশী কিছু মনে হচ্ছে এলেক্সকে।
-->>আমিও সহমত। আমাদের এই এলেক্স এলেক্স না করে টিমের উপরে ফোকাস দেওয়া দরকার।(এনরি)
প্রিন্সেস এনরি যে তার পরিচয় গোপন করে আছে একটা ম্যাজিকাল আইটেমের মাধ্যমে তার পরিচয় মাইরা এবং এলিন বাদে কেউই জানে না। যেহেতু সে একজন কমনারের পরিচয়ে আছে তাই সে তেমন কথা বলে না কারো সাথেই। যেহেতু নোবেলদের সাথে কমনারদের তেমন যায় না। কিন্তু এই টিমে থাকার ফলে সে একটা জিনিস বুঝতে পেরেছে, এলিন বাদে তাদের টিমের মধ্যে সবাই কমনারদের সাথে ভালো ব্যবহার করে। যেটা তার অনেক ভালোও লেগেছে একজন প্রিন্সেস হিসেবে। কিন্তু এখানে সে এসব কিছুতে সময় নষ্ট করতে আসে নি। যেহেতু তার কিংডম বর্তমানে তার দুই ভাইয়ের জন্যে প্রায় ধ্বংসের দিকে তাই তাকে শক্তির প্রয়োজন খুব দ্রুত। শুধু শক্তি হলে হবে না বরং শক্তিশালী কিছু বিশ্বস্ত বন্ধুও দরকার যারা তার দূর্গম পথের সাথী হবে। আর এজন্যই ডিউকের তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও এনরি টাওয়ারে প্রবেশ করেছে।
-->>এলেক্স পূর্বে কিছু না করতে পারলেও এখন সে পুরো চেঞ্জ হয়েছে। যেহেতু সে ফায়ার এট্রিবিউট আনলক করেছে তাই এখন বলা যায় অনেকটা শক্তিশালী সে।(স্নেরা)
স্নেরা এলেক্সকে নিয়ে একটু বারিয়ে বলার চেষ্টা করতে চাচ্ছিলো কিন্তু মাইরা সেটার সুযোগ না দিয়ে বলতে লাগলো,
-->>এলেক্সকে দিয়ে আমাদের টিমের মানা টিম সম্পূর্ণ হয়ে যাবে। যেহেতু এবা এবং জেবা আমাদের সাপোর্ট দিবে এবং আমি আর এলেক্সের ফায়ার ম্যাজিকের ফলে আমাদের টিমের এট্যাক পাওয়ার অনেক বৃদ্ধি পাবে।(মাইরা)
-->>তাছাড়াও আমাদের কাছে দুজন প্রান এনার্জি ইউজার থাকার কারনে ম্যাজিক এবং হিলিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না।(এলিন)
এলিন চুপ থাকতে পছন্দ করে, বিশেষ করে প্লান তৈরীর সময়। তবে এখন সে নিজেও কথা বলতে লাগলো। আর দুই ডিউক কন্যার কথা সবাই চুপ করে শুনতে লাগলো।
-->>এখন চেইন কিংবা লুবা আমাদের কোনো সাহায্য করতে পারবে না। কারন তাদের র্যাংক আমাদের থেকে বেশী। যেহেতু আমরা কাল থেকে মিশন নিতে পারবো তাই কিছু দিনের মধ্যেই আমাদের ভালো কিছু অউরা ইউজার খুজে বের করতে হবে।(মাইরা)
মাইরার কথা শুনে জেবা বলতে লাগলো,
-->>কেনো জেয়াব এবং ডুফেস তো যথেষ্ট আমাদের টিমের জন্য।(জেবা)
-->>আমি মাইরার সাথে সহমত। যদিও ওদের দুজনকে দিয়েই আমাদের আপাতোতো হয়ে যাবে, কিন্তু কঠিন কোনো মিশনের সময়ে ওদের নিয়ে লং ব্যাটল গুলো লড়তে সমস্যা হবে আমাদের।(এবা)
সবাই তাদের প্লান নিয়ে ব্যস্ত ছিলো তখনি লুবা প্রবেশ করলো তাদের রুমের মধ্যে। লুবা তাদেরকে টিম প্লান করতে দেখে অনেকটা হতাশ হলো। যেহেতু তাদের মধ্যে আজকে ছোট একটা পার্টি হওয়ার কথা ছিলো এখন তাই এখানে টিম প্লান করাটা মানায় না।
-->>আমি সবার জন্য খাবার নিয়ে এসেছি। চলো এবার সারারাত আড্ডা দেই আমরা।(লুবা)
লুবার এন্ট্রির পরে সবাই মিলে একসাথে তাদের পূর্ব টপিক বাদ দিলো এবং সবাই মিলে আড্ডা দিতে শুরু করলো।
অন্যদিকে চেইনের রুমের মধ্যে জেয়াব, ডুফেস এবং চেইন মিলে আড্ডা দিচ্ছিলো।
-->>তাহলে কি এলেক্স এবং আমরা তিনজনই এই রুমের মধ্যে থাকবো?(ডুফেস)
-->>হ্যা আপাতোতো আমরা চারজনই এখানে আছি।(চেইন)
-->>রাত হয়ে যাচ্ছে এলেক্স তো এখনো ফিরলো না?(জেয়াব)
-->>মনে হয় এলেক্স আজকে একাডেমিতে আসবে না।(চেইন)
-->>কেনো?(জেয়াব)
-->>সন্ধ্যা এর পরে একাডেমির কোনো স্টুডেন্টই বাইরে বের হতে পারবে না এবং বাইরে থেকে ভিতরে আসতে পারবে না।(চেইন)
-->>বাইরে থাকলে কি সমস্যা হয় না?(জেয়াব)
-->>হ্যাঁ সমস্যা তো হবেই। তবে মাঝে মাঝে একাডেমি থেকে ছুটি নেওয়া যায়। আর আমার মনে হয় এলেক্স ছুটিতেই আছে, যদিও আমাকে এই ব্যাপারে কিছু বলে নি বের হওয়ার পূর্বে।(চেইন)
-->>এলেক্স ছেলেটা আসলেই কেমন, তাকে বোঝা অনেক কষ্টকর।(জেয়াব)
-->>শুধু কি এলেক্সই আমাদের টিমে এমন? এলিন তো ছিলোই এখন আবার নতুন একটা মেম্বার ঔ এনরিও তো একই রকম।(ডুফেস)
-->>তবে যায় বলো না কেনো এলেক্স কিন্তু অন্য একটা লেভেলে উঠে গিয়েছে তোমাদের থেকে।(চেইন)
-->>ফায়ার এট্রিবিউট আনলক করে অনেকটা এগিয়ে গিয়েছে আমাদের থেকে। কিন্তু আমরা কোনো অংশে তার থেকে কম না।(ডুফেস)
-->>কালকেই বুঝতে পারবে হয়তো আমি কি বোঝাচ্ছি।(চেইন)
চেইনের কথা দুজনে কিছুই বুঝলো না। তবে তারা কালকের জন্য আর অপেক্ষা করতে পারছে না। যদিও এলেক্সের জন্য তাদের খারাপ লাগছে কারন এতো দিন পরও এলেক্সের সাথে দেখা করতে পারে নি, তবে সেই খারাপ লাগাটা সব কৌতূহলের মাঝে ঢুবে রইলো।
* * * * *
(প্রথম ফ্লোর)
টাওয়ারের প্রথম ফ্লোর অনেকটা বড় জায়গা যেখানে বিশাল বড় বড় তিনটা কিংডম রয়েছে। তিনটা কিংডমের মধ্যে দুটো কিংডম সবার মুখস্ত কারন সেটা সবার জন্য খোলা রয়েছে। তবে একটা কিংডম সবার জন্য বন্ধ রয়েছে। যেখানে যে কেউ চাইলেই প্রবেশ করতে পারবে না। তিন কিংডমের মধ্যেই হান্টার হাউস রয়েছে, যা সব একসাথে একটা অরগানাইজেশান তৈরী করে। প্রতিটা হান্টার হাউসের মধ্যে আলাদা আলাদা প্রেসিডেন্ট রয়েছে যারা সেই হান্টার হাউসকে কন্ট্রোল করে থাকে। হান্টার হাউসের প্রধান কাজ হলো হান্টার নিয়োগ দেওয়া এবং সেই হান্টারদের বিভিন্ন রকম মিশন দেওয়া। মিশন গুলো বিভিন্ন রকমের হয়। অনেক সময় মনস্টারের দেহ সংগ্রহ করার, অনেক সময় ড্যানজন ক্লিয়ার করার, অনেক সময় বস মনস্টারের কোনো এক অংশবিশেষ, অনেক সময় বিভিন্ন মেডিসিনের উপাধান সংগ্রহ, আবার অনেক সময় সাধারণ মানুষদের সাহায্য করা। এই সব মিশন গুলো শেষ করে সেগুলো গিল্ড হাউসের মধ্যে জমা দিতে হয়। আর গিল্ড হাউস সেই মিশনের সংগ্রহ করা বা শেষ করা মিশনের ফলে ছোট থেকে বড় রিওয়ার্ড দিয়ে থাকে।
হান্টার হাউসের মিশন গুলোর রিওয়ার্ড বেশী হওয়ার ফলে অনেকেই রিস্ক নিয়ে থাকে তাদের জীবনের। তবে হান্টার হাউস এসব হান্টারের জীবনের কোনো গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি দেই না। যার ফলে প্রতি মিশনে অনেক হান্টারই মারা যায়। আর এলেক্স যে মিশনে যাচ্ছে সেটা এ পর্যন্ত কেউ ক্লিয়ার করতে পারে নি। এমন নয় যে সেটা ক্লিয়ার করার মতো কেউ নেই। তবে সেটা ক্লিয়ার করি নি তারা যারা সেটাকে ক্লিয়ার করতে পারবে। যেহেতু টাওয়ারের ভিতরে ফ্লোর সংখ্যা অনেক এবং প্রতিটা ফ্লোর তাদের ওয়ার্ল্ডের মতোই জায়গা নিয়ে তৈরী। প্রথম ফ্লোরে অনেক কিছু এখনো আছে যেগুলো এখনো কেউ খুঁজে বের করে নি। আর যা বের করা হয়েছে তার অনেক কিছুই এখনো ক্লিয়ার করা হয় নি। অনেক ড্যানজন রয়েছে এখনো প্রথম ফ্লোরে যা একাডেমি, কিংডম এবং হান্টার হাউস কন্ট্রোল করে রেখেছে। এগুলো ক্লিয়ার করলে অনেক পূর্বেই করতে পারতো তারা। তবে এগুলো রেখে দিয়েছে নতুন স্টুডেন্ট, নতুন রয়েল সেনাদের এবং নতুন হান্টারদের ট্রেনিং দেওয়ার জন্য।
সব কথা বার্তা বাদ, আসল গল্পে আসা যাক। এলেক্স তার ড্যানজনের সামনে চলে আসলো। টাওয়ারের মধ্যকার জায়গা অনেকটা বড় এবং খোলা হওয়ার ফলে সেখানে যাতায়াত করতে সময়ও প্রয়োজন হয়। এলেক্স উড়তে বা টেলিপোর্ট হতে পারে না, নাহলে তো কোন সময়ে সে ড্যানজনের কাছে চলে যেতো পারতো। সন্ধ্যা হয়ে গেলো দুপুর থেকে এবং এলেক্স মাত্র ড্যানজনের সামনে এসেছে। যদিও আরো সময় লাগতো যদি না সে ঘোড়ার গাড়িতে না আসতো। এলেক্স আর বেশী সময় নষ্ট করলো না। যেহেতু এমনিতেই তার কাছে বেশী সময় নেই তাই এটাকে তারাতাড়ি শেষ করতে হবে।
-->>ঢোকা যাক ভিতরে।(এলেক্স)
এলেক্স কোনো কিছু চিন্তা না করেই ড্যানজনের মধ্যে প্রবেশ করলো। ড্যানজন গুলো রেসট্রিকটেড হওয়ার ফলে তার বাইরে কিছু গার্ড থাকে, যারা কোনো হান্টার বা সাধারণ ব্যক্তিদের অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে দেই না। এলেক্স তার কাছে থাকা মিশনের কাগজটা গার্ডের হাতে দিয়ে ড্যানজনে প্রবেশ করেছে। গার্ড গুলো এলেক্সের হাত থেকে কাগজ পাওয়ার পরে তাকে কোনো কথা না বলেই ভিতরে প্রবেশ করতে দেই। যেহেতু এলেক্স এখনো তার এমিয়াস চরিত্রে ছিলো তাই গার্ডরাও তার চার্মে আক্রান্ত হলো। ছেলে হওয়া সত্ত্বেও এলেক্স যখন তাদের কাছে চলে যায় তখন সবার হার্ট বিট বৃদ্ধি হতে শুরু করে। যেটা অনেক লজ্জাজনক একটা অনুভূতি ছিলো। তাদের মন তখন বলছিলো তারা জীবনেও এতো সুন্দর ব্যক্তি কখনো দেখে নি, এবং এই ব্যক্তিকে পাওয়ার জন্য তারা সব কিছুই করতে রাজি আছে। তবে এলেক্স ভিতরে প্রবেশ করার পর তার চার্ম ইফেক্ট কেটে যাওয়ার পর,
-->>আমি বুঝতে পারলাম না হঠাৎ এরকম অনুভব করলাম কেনো?
-->>এখন কথা সেটা না। আজকালকের হান্টাররা আসলেই অনেক গরম রক্তের হয়। তাইতো তারা একটু বেশী রিওয়ার্ডের জন্য খুব তারাতাড়ি তাদের জীবন দিয়ে দিতে রাজি হয়ে যায়।
-->>এই ড্যানজনটা যদি একা ক্লিয়ার করতে চাই কেউ তাহলে একজনকে অবশ্যই A+ অথবা S র্যাংক এর হতে হবে। আর সেখানে আমরা একটা B র্যাংকের হান্টারকে প্রবেশ করতে দিলাম।
-->>কথা সেটা না। কথা হলো একটা B র্যাংকের হান্টার কিভাবে একটা A+ র্যাংকের মিশন পেলো?
-->>হয়তো সেভাবেই যেভাবে আমরা তাকে প্রবেশ করতে দিয়েছি।
গার্ড গুলো একে অপরের সাথে কথা বলতে লাগলো। তাদের কথাগুলো এলেক্স শুনতে পারলো না, কারন সে ড্যানজনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে ফেলেছে।
* * * * *
(ফ্রস্ট ড্যানজন)
এলেক্স প্রবেশ করেছে তার মিশনের ড্যানজনের মধ্যে। যেহেতু সে তার এই চরিত্রে ফাইট করতে পারবে না মন মতো তাই এটা এখন তার কোনো কাজে দিবে না।
-->>এখন আর এটা কোনো কাজে লাগবে না।(এলেক্স)
"ক্যারেক্টার চেঞ্জ"
এলেক্স তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেললো এবং এমিয়াস থেকে এগারো বছরের এলেক্স হয়ে গেলো। যদিও বড় শরীরের একটা এডভান্টেজ ছিলো তার কাছে সেই ক্যারেক্টারে। কিন্তু সেটা তার স্টাইলে ফাইটের জন্য পারফেক্ট ছিলো না। অবশ্য বলা যায় এখন এই ড্যানজনের জন্য পারফেক্ট ছিলো না। যেহেতু সেটার লেভেল এক ছিলো এবং এটা একটা A+ র্যাংকের ড্যানজন ছিলো তাই বলা যাচ্ছে যে কিছু করার পূর্বেই প্রথম মনস্টারের হাতে সে মারা যেতো।
-->>মনে হচ্ছে আমার লাক, আমার সাথে রয়েছে। প্রথমেই আমি মনস্টার দেখতে পারছি।(এলেক্স)
"ইনফো"
এলেক্স ড্যানজনের একটু ভিতরে যেতেই মনস্টার দেখতে পায়। আর তা দেখর সাথে সাথে তার স্কিল একটিভ করে। ইনফো যেটা এলেক্সকে তার সামনের যেকোনো জীবিত বস্তুর ইনফরমেশন দেখায় সেটা কাজ করতে লাগলো। এলেক্স দেখতে লাগলে,।
××× ইনফো ×××
নেইমঃ ফ্রস্ট মনস্টার
লেভেলঃ ১১০
ডিটেইলসঃ এরা অনেক শক্তিশালী মনস্টার যাদের উচ্চ লাইফ, ডিফেন্স এবং এট্যাক পাওয়ার রয়েছে।
××× ×××
এলেক্স তার সামনের একটা মনস্টারের ইনফো দেখেই বুঝতে পারলো এটা কিরকম ড্যানজন হতে চলেছে।
-->>যেহেতু প্রথম মনস্টারই ১১০ লেভেলের তাই নিশ্চয় বস মনস্টার ২০০ লেভেলের মাঝে থাকতে পারে।(এলেক্স)
এলেক্স একটা অনুমান করলো। সে রেড ড্যানজন ক্লিয়ার করার পর টাওয়ারে প্রবেশের করে মাত্র চারটা ড্যানজন ক্লিয়ারের সুযোগ পেয়েছে। যেহেতু একাডেমিতে ড্যানজন ভিত্তিক মিশনে টিম ছাড়া অংশ নেওয়া যায় না তারপর চেষ্টা করে সে চারটা ক্লিয়ার করেছে। তবে চারটা এতো সহজ ছিলো যে এলেক্সের মনে হয়েছিলো সে ডিমনিক ফরেস্টের প্রথম জোনে চলে গিয়েছে আবার। তবে এটা,
-->>এটা অনেক আমার লিমিট দেখার জন্য যথেষ্ট হবে।(এলেক্স)
এলেক্স তার ছোট ক্যারেক্টারে ফিরে আসার পর তাকে আর তার চার্ম এবং পারসোনালিটি নিয়ে চিন্তা করতে হবে না। তাইতো সে দেরী না করে তার হাতে ডান হাতে তার ন্যাকরো ব্লেডটা এবং বাম হাতে তার মুন ড্যাগার নিলো। এলেক্সের দ্রুত স্পিডে সে কোনো শব্দ করা ছাড়ায় তার দেখা প্রথম ফ্রস্ট মনস্টারে পিছনে চলে আসলো এবং তার দুই ড্যাগার দিয়ে সাথে সাথে সেটার গলা নামিয়ে ফেলার চেষ্টা করলো। কিন্তু একটা ফ্রস্ট মনস্টারের লাইফের সাথে তাদের ডিফেন্সও অনেক বেশী হওয়ার ফলে এলেক্সের দুটো সোর্ডের এট্যাকেই তেমন ড্যামেজ দিলো না।
-->>আমি ভুলেই গিয়েছি বরফের উপরে শারিরীক ক্ষমতা কাজ করে না।(এলেক্স)
এলেক্সের স্ট্রেন্থ বেশী হলেও সে বর্তমানে এই মনস্টারের ডিফেন্সকে তার সোর্ড কিংবা শারিরীক ক্ষমতা দিয়ে ভাঙতে পারবে না। একটা ফ্রস্ট মনস্টার মূলত তাদের নাম অনুযায়ী বরফের তৈরী। তারা বরফের মধ্যে থাকতে পছন্দ করে, কিন্তু প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকে। এরা সাধারনত দেখতে কচ্ছপের মতো হলেও কচ্ছপ নয়। কচ্ছপের মতো বলার কারন হলো কচ্ছপের পিঠের খোলসের মতো এদেরও পিঠে বরফের তৈরী খোলস রয়েছে যেটা তাদের শারিরীক এট্যাক থেকে বাঁচাতে সাহায্যে করে। এমন নয় যে তাদের শরীর কোনো দিক দিয়ে দুর্বল নয়। শুধু শারিরীক এট্যাকে তাদের বেশী ক্ষত তৈরী করা যায় না। পিছনে সজারুদের মতো কয়েকটা বরফের কাটা থাকার ফলে এদের এট্যাক গুলো অনেকটা মারাত্মক হয়। এলেক্স এরকম পরিস্থিতির জন্য পূর্বে থেকেই প্রস্তুত ছিলো। তাই তো সে তার ড্যাগারকে হাত থেকে ফেলে দিলো এবং নিজের স্পেল এবং স্কিল দুটো একসাথে ব্যবহার করলো,
"ফ্লেম"
"ডার্ক ফ্লেম"
ফ্লেম এলেক্সের স্পেল এবং ডার্ক ফ্লেম এলেক্সের একটা স্কিল। যেটার দুটোই এলেক্স ব্যবহার করেছে ফ্রস্ট মনস্টারের মাথাকে শক্ত করে ধরে। যেহেতু তারা বরফের মনস্টার,
-->>তাই আজকে বারবিকিউ হবে।(এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।