#Demon_King#
পর্ব:৭৩
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(ফ্রস্ট ড্যানজন)
এলেক্স ভেবেছিলো ড্যানজনটা সহজ হয়ে যাবে তার জন্য কিন্তু সে যতদূর যাচ্ছে ড্যানজনের মনস্টারও ততটাই শক্তিশালী হচ্ছে। এই পর্যন্ত এলেক্স মাত্র পাঁচটা ফ্রস্টকে হত্যা করেছে যাদের সবার লেভেলই ১১০ ছিলো। এলেক্স প্রথমে তাদেরকে ড্যাগার বা অন্য কোনো স্কিলের মাধ্যমে তেমন ড্যামেজ দিতে পারে নি, তবে তার ফায়ার স্পেল এবং ফায়ার স্কিল এই ড্যানজনের ফ্রস্ট মনস্টারের জন্য অনেকটা ইফেক্টিভ। ড্যানজনটা সম্পর্কে এলেক্সের পূর্বে কোনো ধারনা ছিলো না, তাই সে ভাবে সে প্রস্তুত হতে পারে নি। তবে ফ্রস্টের দুর্বলতা জানার পর এলেক্স এখন নিজেকে অনেকটা প্রস্তুত করে নিলো।
-->>আপাতোতো যে অবস্থা এখন আমাকে আমার স্পেলের উপরেই ভরসা করতে হবে।(এলেক্স)
এলেক্স তার সিস্টেমের ইনভেন্টরি থেকে একটা নীল রঙের ছোট মার্বেলের মতো জিনিস ব্যবহার করলো, যা কোনো কিছু না ভেবেই সে মুখে দিয়ে দিলো। এটা একটা "মানা পিল" ছিলো যা টাওয়ারের অ্যালকেমিস্ট গুলো তৈরী করেছে। যেহেতু মাঝে মাঝেই এলেক্সের মানা শেষ হয়ে যায় তাই সে কিছুদিন পূর্বে অনেকগুলো মানা পিল কিনে রেখেছিলো। যা এখন কাজে দিবে এলেক্সের। এলেক্স পিলটা গিলে ফেললো যা তার পেটে যাওয়ার পর এনার্জিতে কনভার্ট হতে শুরু করলো। এলেক্স আরো সামনের দিকে হাঁটতে শুরু করলো। ড্যানজনটা অনেক বড়। প্রায় আধা ঘন্টার মতো সময় হয়েছে এলেক্স ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে। এই সময়ের মধ্যে মাত্র পাঁচটা মনস্টারের সাথেই তার সংঘর্ষ হয়েছে, যাদের কাউকেই এলেক্স তার আনডেড আর্মিতে যুক্ত করে নি। এমন নয় যে তাদের লেভেল বেশী বলে এলেক্স তাদের আনডেড করতে পারবে না। এলেক্স তাদেরকে আনডেড না করে বরং তাদের সউল কালেক্ট করে সেটা দিয়ে ইগ্রিত এবং জেনারেলকে শক্তিশালী করেছে।
-->>এই পুরো মাসে আমি যত মনস্টার হত্যা করেছি তার সব ইগ্রিত এবং জেনারেলকে আপগ্রেড করেই চলে গিয়েছে।(এলেক্স)
এলেক্স মোট চার/পাঁচটার মতো ড্যানজন ক্লিয়ার করেছে, যা যদিও সব একাডেমির F র্যাংক ড্যানজন ছিলো তারপরও নতুন কেউ একা ক্লিয়ার করতে পারে না। তবে এলেক্সকে সেই ড্যানজন গুলো ক্লিয়ার করার জন্য কিছুই করতে হয় নি। সে তার আনডেড দুটোকে র্যামপেজের জন্য ছেড়ে দিয়েছিলো আর তারা তাদের মাস্টারের আদেশে পূর্ব ড্যানজন গুলো ক্লিয়ার করেছিলো। কিন্তু সেই ড্যানজন আর এটার মধ্যে প্রায় রাত দিন পার্থক্য। এলেক্স দুর্বল ড্যানজন ক্লিয়ার করে বিরক্ত হওয়ার ফলেই তার দেখা সবচেয়ে শক্তিশালী ড্যানজন চয়েজ করে। যেহেতু হান্টার হাউজেও অনেক মিশন রয়েছে ড্যানজন ক্লিয়ার ছাড়া কিন্তু এলেক্সকে সেগুলোর জন্য প্রথম ফ্লোর থেকে বের হতে হবে। আর এলেক্স এমিয়াস চরিত্রে পরবর্তী ফ্লোরে তখনি যেতে পারবে যখন সে তার প্রথম মিশনটা শেষ করতে পারবে।
-->>আমি শুনেছি টাওয়ারের প্রতিটা ফ্লোর একটা থেকে আরেকটা কঠিন হয়ে উঠে ক্লিয়ার করার জন্য। তাই আমার মনে হয় এই র্যাংকিং বিষয়টা তারা হয়তো ভালো ভাবে করতে পারে নি।(এলেক্স)
এলেক্স হেঁটে যাচ্ছিলো এবং সেই সাথে সে তার ভাবনা গুলো নিজের সাথে শেয়ার করছিলো। সে এখনো টাওয়ারে প্রবেশ করে এর বিষয়ে বেশী তথ্য জানতে পারে নি। শুধু মিশন গুলো ক্লিয়ার করার দিকেই তার মূল ফোকাস ছিলো। তাই তো তার মনে একটা প্রশ্ন রয়েছে।
"যদি প্রথম ফ্লোরেই একটা A+ ড্যানজন থাকে তাহলে উপরের ফ্লোর গুলোতে কিরকম ড্যানজন থাকবে?"
এলেক্সের ভাবনা হঠাৎ চলে গেলো কারন সে সামনে বেশ কিছু ফ্রস্ট মনস্টার দেখতে পেলো। হাঁটতে হাঁটতে এলেক্স ড্যানজনের অনেক ভিতরে চলে এসেছে। এতোক্ষন যদিও সে অধিক মনস্টারের সম্মুখিন হয় নি, কিন্তু এবার তার সামনে মনস্টারের সংখ্যা কম নয়। যেহেতু এলেক্সের লেভেল এখনো কম তাদের থেকে তাই এখানে এলেক্সের সাহায্য দরকার। এলেক্স তার দুটো আনডেডকে ডেকে নিলো। আনডেড আর্মি স্কিলটার স্পেশাল ইফেক্ট রয়েছে যার মাধ্যমে এলেক্স স্কিলটা একটিভ না করেও সব সময় তার পাঁচটা আনডেডকে ডাকতে পারবে। তবে এটা ফ্রিতে নয়, আনডেড গুলো স্কিল একটিভ করার পরও যেরকম এনার্জি কনজিউম করতো ঠিক সেরকম এনার্জিই কনজিউম করে এলেক্সের কাছ থেকে। যার জন্য তাদের বেশীক্ষন সাথে রাখাটা এলেক্সের জন্য সম্ভব হয় না। তারপরও বর্তমানে এলেক্সের কাছে যে এনার্জি রয়েছে তাতে সে অর্ধদিন তার দুটো আনডেডকে রেখে দিতে পারবে বাইরে।
-->>যেহেতু তাদের লেভেলও এখন অনেক বৃদ্ধি পেয়েছ তাই তারা এখন অনেকটা এনার্জি কনজিউম করে।(এলেক্স)
এলেক্স ফাইটে যাওয়ার পূর্বে তার দুটো আনডেডকে সামন করে নিলো৷ যারা তাদের মাস্টারের ডাকের জন্যই প্রস্তুত ছিলো। দুজনেই এলেক্সের সামনে দাঁড়িয়ে রইলো। এখানে তারা প্রথমে এলেক্সকে সম্মান দিতে চেয়েছিলো কিন্তু দুজনেই তাদের পরিস্থিতি বুঝে নিয়ে এলেক্সের আদেশের অপেক্ষায় ছিলো। এলেক্স তাদেরকে কিছু বলার পূর্বে তাদের ইনফরমেশেন দেখে নিলো।
××× আনডেড ×××
নেইমঃ ইগ্রিত
টাইপঃ নাইট(দুলাহান)
লেভেলঃ ৯৫
মাস্টারঃ এলেক্স
স্পেশাল স্কিলঃ সাম্মনিং, অউরা এট্যাক, ???
××× আনডেড ×××
নেইমঃ জেনারেল
টাইপঃ ডিমনিক বিস্ট(ফক্স)
লেভেলঃ ৯৫
মাস্টারঃ এলেক্স
স্পেশাল স্কিলঃ সুইফ্ট রান, রিজেনারেশন,
××× ×××
দুটোকেই এলেক্স ৯৫ লেভেলে পৌঁছে দিয়েছে। যা এক কথায় অসাধারণ, আর যেহেতু এই ড্যানজনের মধ্যে আরো শক্তিশালী মনস্টার রয়েছে তাই এলেক্স চাইলে তাদের আনডেড আর্মিতে যুক্ত করতে পারবে বা তাদের সউল দিয়ে সে ইগ্রিত এবং জেনারেলকেও আপগ্রেড করতে পারবে। আপগ্রেডের ফলে ইগ্রিতের কোনো চেঞ্জ না হলেও জেনারেল অনেকটা চেঞ্জ হয়েছে। পূর্বে তার পিছনে দুটো লেজ থাকলেও এখন সেখানে তিনটা লেজ হয়েছে। যা দ্বারা বোঝা যাচ্ছে সে অনেকটা শক্তিশালী হয়েছে।
"আমার মনে হয় জেনারেলের সর্বোচ্চ নয়টা লেজ হবে।" (এলেক্স ভাবতে লাগলো)
এলেক্স তার গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা থেকে বিরতি নিয়ে মনস্টারের দিকে তার নিয়ে গেলো। প্রায় দশটার মতো ফ্রস্ট মনস্টার এলেক্স দেখতে পাচ্ছে তার স্কিলের মাধ্যমে যাদের সবার লোকেশন সে ভালো করে মুখস্ত রাখলো। যেহেতু এলেক্সের সাব-জব একটা এসাসিনের তাই তার অধিকাংশ পদক্ষেপই মনস্টাররা বুঝতে পারে না। এলেক্সের নাইটমেয়ার গেম অনুযায়ী এটা অনেক ইউনিক একটা জন ছিলো, যা একটা প্লেয়ারকে চুপিচুপি মনস্টার, বস এবং প্লেয়ারদের হত্যা করার সুযোগ দিতো। তবে এসাসিন জবের দুর্বলতাও রয়েছে। সাধারণত নাইটদের সামনে এরা দুর্বল হয়ে যায়, কারন নাইটদের হেভি আর্মারের ফলে এসাসিনদের হাই ড্যামেজও কম হয়ে যায়। আর এলেক্স একটা এসাসিন হওয়ার সুবাধে চুপিচুপি মনস্টারদের পিছনে গিয়ে তাদেরকে প্রথম এট্যাক করতে পারলেও তার সামনে এবার যে মনস্টার আছে তাদের ডিফেন্স নাইটদের ডিফেন্সের থেকেও ভয়ঙ্কর। আর এ জন্যই এলেক্সকে এসাসিন গেম না খেলে এখানে ম্যাজিশিয়ান হয়ে খেলতে হবে।
-->>ইগ্রিত তুমি চলে যাও সামনে আমাকে ট্যাংক দিতে, জেনারেল তুমি আমাকে সাপোর্ট করবে আমার পাছে থেকে। আর আমি পিছে থেকে ওদেরকে বারবিকিউ করবো।(এলেক্স)
<<ইয়েস মাই কিং।>>(ইগ্রিত)
ইগ্রিত তার ঘোড়া ছাড়াই এলেক্সের ডাকে চলে এসেছে, তাই এলেক্সকে ঘোড়া নিয়ে চিন্তা করতে হবে না। ইগ্রিত সামনে চলে গেলো তার বিশাল সূচালো সোর্ড নিয়ে এবং এলেক্স পিছনেই রইলো। এলেক্স জানে ইগ্রিত একা এতো গুলো মনস্টারের সাথে পারবে না। কিন্তু এলেক্স ইগ্রিতকে এজন্য পাঠায় নি যেনো সে সব গুলোকে হত্যা করে, বরং পাঠিয়েছে ট্যাংক করার জন্য। ইগ্রিত যদি মনস্টার গুলোর নজর তার দিকে রাখতে পারে তাহলে এলেক্স সেই সুযোগে সব মনস্টারকে হত্যা করতে পারবে।
"ডার্ক ফ্লেইম"
"ফায়ার বল"
"ফায়ার বুলেট"
এলেক্স একসাথে একটা স্কিল এবং দুটো স্পেল ব্যবহার করলো মনস্টারদের উপরে। মনস্টার গুলো ইগ্রিতকে দেখতে পেয়ে তার দিকে একসাথে ঝাঁপিয়ে আসার চেষ্টা করছিলো আর তখনি এলেক্স সবাইকে এক লাইনে পেয়ে তার স্পেল গুলো ব্যবহার করলো। যার মাধ্যমে কেউ মারা না গেলেও অনেক ড্যামেজ দিতে পেরেছে এলেক্স তাদেরকে একসাথে। ইগ্রিতের কাছাকাছি আসায় ইগ্রিত তার অউরা এট্যাক ব্যবহার করলো তাদের দিকে, যেটা ইগ্রিত এলেক্সের সাথে ফাইটের সময় করেছিলো। ইগ্রিত এলেক্সের থেকে এনার্জি সংগ্রহ করে সেই এনার্জি তার সোর্ডের মধ্যে প্রয়োগ করে তা দিয়ে অউরা এট্যাক তৈরী করলো। যা পূর্বেও অনেক ভয়ানক এট্যাক ছিলো এখনো অনেক ভয়ানক এট্যাক। দশটা মনস্টারের মধ্যে সাতটা মনস্টারই মারা গেলো এবং বাকি তিনটা কোনো রকম এক্সপি নিয়ে বসে ছিলো। এলেক্স ভালোই উত্তেজিত ছিলো তবে এমন অবস্থায় তার সামনে সিস্টেম থেকে থ্রিডি প্রজেকশন আকারে একটা মেসেজ আসলো।
-""সিস্টেম আপডেট হচ্ছে, এ কারনে মাস্টারের এই চরিত্রে কোনো রকম এক্সপি যোগ হবে না। আপডেট শেষ না হওয়া পর্যন্ত মাস্টার তার আসল ক্যারেক্টারে ফিরতে পারবে না।""-
-""মাস্টারকে জোরপূর্বক তার সাইড ক্যারেক্টারে প্রবেশ করানো হচ্ছে।""-
এলেক্স ভালো করে পড়তে যাবে মেসেজ গুলো তখনি একটা উজ্জ্বল আলো জ্বলে উঠলো এবং এলেক্স তার চরিত্র থেকে আবারো এমিয়াস হয়ে গেলো। তার ক্যারেক্টার চেঞ্জ স্কিলের ফলে এলেক্সের আনডেড জন্য তার পূর্ব চরিত্র চলে গেলো। যেটা এলেক্সকে একটু ভাবনার মধ্যে ফেলে দিলো।
-->>ওয়েল আমি ভাবিও নি এরকম কিছু একটা হবে এই সময়ে। পূর্বে জানলে সিস্টেমকে আপডেট করার কথা ভাবতামও না।(এলেক্স)
এলেক্স ড্যানজনে প্রবেশের পরে যে পাঁচটা মনস্টার হত্যা করেছিলো তা দিয়ে তার লেভেল ১০০ তে পৌঁছে গিয়েছিলো। ভিতরে কোনো কাজ ছাড়া হাঁটার সময় সে তার সিস্টেমের একটা নতুন বিষয় আবিষ্কার করেছিলো। তার সিস্টেম তার থেকে একটা আপডেট চাচ্ছিলো, এলেক্স ভেবেছিলো এটা হয়তো তার জন্য ভালো হবে এটা কল্পনা করে সে আপডেট দিয়ে দেই। আপডেট শুরু হওয়ার পরে এলেক্স ভেবেছিলো সেটা এই ড্যানজন ক্লিয়ার করতে করতে এমনিতেই সম্পূর্ন হয়ে যাবে, কিন্তু এটা কল্পনা করে নি যে সে কোনো এক্সপি পয়েন্ট পাবে না। এলেক্স তার লেভেল দ্রুত বৃদ্ধি করার জন্য এই ড্যানজনে প্রবেশ করেছে যেখানে শক্তিশালী মনস্টার রয়েছে। আর এখন যদি এলেক্স তার লেভেলই বৃদ্ধি না করতে পারে তাহলে কি রকম হয় বিষয়টা?
-->>তারপরও ভালো একটা সুযোগ পেয়েছি আমি। এই সময়ে আমি এই চরিত্রের লেভেলটাও দ্রুত বৃদ্ধি করতে পারবো।(এলেক্স)
এমিয়াসের লেভেল হওয়ার পরও মারাত্মক তার স্ট্যাট গুলো। আর যেহেতু এলেক্সের এখানে ম্যাজিশিয়ান হওয়ার প্রয়োজন ছিলো তাই তার এই চরিত্রই সবচেয়ে ভালো চয়েজ হবে।
-->>এটা সম্পর্কে পূর্বেও ভেবেছি। যদিও এই ক্যারেক্টারের ম্যাজিক পাওয়ার বেশী, কিন্তু এর বাকি স্ট্যাট গুলো পুরো এক লেভেলের মতোই রয়েছে।(এলেক্স)
এলেক্স তার ভাবনায় ব্যস্ত ছিলো যার ফলে তার দিকে যে তিনটা ফ্রস্ট মনস্টার এগিয়ে আসছিলো সেটা খেয়ালই করে নি। যেহেতু তার মূল ক্যারেক্টারের স্কিল বা স্ট্যাট কিছুই নেই এখন তাই এলেক্সের রিফ্লেক্সও কমে গিয়েছে। তিনটা মনস্টার একসাথে এলেক্সের উপরে ঝাঁপিয়ে পরতে যাবে তখনি এলেক্সের পা পিছলে যায় এবং তিন মনস্টারের সামনের টার পায়ের সাথে এলেক্সের পায়ের লাথি লাগে। তিনটা মনস্টার লাইন ধরে এলেক্সের উপরে আক্রমন করার জন্য এগিয়ে এসেছিলো। এলেক্সের পিছলে পরা লাথি খেয়ে সামনের মনস্টারটা চিৎ হয়ে পিছনের দিকে পরলো। যার ফলে তার পিঠের মধ্যে থাকা সূচালো সজারুর মতো কাটা পিছনের জনের বুকে ঢুকে গেলো। আবার দ্বিতীয় জনের পিঠের কাটা একদম পিছনে থাকা মনস্টারের পেটের মধ্যে ঢুকে গেলো। যেহেতু তাদের লাইফ অনেক কম ছিলো পূর্বের এট্যাক গুলোর ফলে তাই তারা এতেই মারা গেলো। এলেক্স ফ্লোরের উপরে পরে গিয়েছিলো, তাই সে উঠলো এবং শরীরের জামা কাপড়ের ময়লা ঝেড়ে ফেলতে লাগলো। তার ক্যারেক্টার চেঞ্জ স্কিলের ফলে শুধু যে সে অন্য একটা ব্যক্তি হয়েছে এমন নয়, তার জামা কাপড়ও চেঞ্জ হয়েছে যা ভালো একটা দিক। নাহলে এলেক্সের মূল চরিত্রের যে জামা তাতে তো ক্যারেক্টার চেঞ্জ করলেই সব ফেটে যেতো। আর সেই অবস্থায় কোনো মেয়ে এলেক্স- না এমিয়াসকে দেখলে কি হতো সেটা তো বলার কিছুই রাখে না।
-->>পরে যাওয়ার সময় ভেবেছিলাম আমার লাক্ খারাপ। কিন্তু এখন দেখতে পারছি আমার লাক্ বেশী হওয়ার ফলে আমাকে কিছুই করতে হলো না।(এলেক্স)
এলেক্স অনেকটা চিন্তার মধ্যেই ছিলো। যার কারন তার সব আইটেম ইনভেন্টরির মধ্যে যা সে এই ক্যারেক্টারে আসার পর থেকে দেখতে বা ব্যবহার করতে পারছে না। তার এই চরিত্রে তার মানা কোর থাকলেও সে যে কি স্কিল বা স্পেল ব্যবহার করতে পারবে এটা সে এখনো জানে না। তাই তো সে একটু সময় নিচ্ছিলো। ক্যারেক্টার চেঞ্জের ফলে পারসোনালিটিও চেঞ্জ হয়। এলেক্সের মেইন চরিত্রে সে যেকোনো সময়েই একটা না একটা প্লান বের করতে পারে, প্লান না থাকলেও একটা প্লান বানিয়ে ফেলে, কিন্তু পারসোনালিটি চেঞ্জের ফলে তার সেই চিন্তা ভাবনাও কম হয়ে গিয়েছে। তাই তো মনস্টার গুলো আক্রমন করার সময় এলেক্সকে তার নতুন চরিত্রের লাক্ স্ট্যাটের উপরে নির্ভর করতে হয়েছে।
-->>এই মুহুর্তটা আমাকে ভালো একটা জিনিস শিক্ষা দিলো।(এলেক্স)
এলেক্স এতো সময় ধরে শুধু তার মেইন ক্যারেক্টারকেই লেভেল আপ করানোর কথা ভেবে যাচ্ছিলো। তবে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এলেক্সকে এখন তার নতুন সাইড ক্যারেক্টারকেও ব্যবহার করতে হবে।
"স্ট্যাটাস"
এলেক্স এই এমিয়াস চরিত্রের স্ট্যাটাস বাদে অন্য কোনো কিছুই দেখতে পারে না। সে অনেক চেষ্টা করেছে বাকি কিছু দেখার মতো তার মেইন ক্যারেক্টারের মতো, কিন্তু সেটা সম্ভব হয় নি এখনো। তারপরও এলেক্স তাতে হতাশ নয়। কারন তার লেভেল অনেকটা বৃদ্ধি পেয়েছে তিনটা ১১০ লেভেলের মনস্টার হত্যার মাধ্যমে।
××× স্ট্যাটাস ×××
নেইমঃ এমিয়াস(এলেক্স)
জবঃ???
লেভেলঃ ২৫
স্ট্রেন্থ: ২০
ভাইটালিটি: ২০
এজিলিটি: ২০
স্ট্যােমানা: ২০
ইন্টেলিজেন্স : ২১০
লাক্: ১০০
চার্ম: ১০০০
স্ট্যাট পয়েন্টঃ ১২৫
××× ×××
এলেক্স কিছুটা অবাক হলো, প্রথম প্রথম সে তার মেইন ক্যারেক্টার দিয়েও এতো সহজে এতো লেভেল বৃদ্ধি করতে পারে নি।
-->>সবই ভাগ্যের লীলাখেলা।(এলেক্স)
এলেক্স আর বেশীক্ষন এখানে দাঁড়িয়ে থাকলো না। সে তার স্ট্যাট পয়েন্ট গুলো ব্যবহার করতে চেয়েছিলো কিন্তু সেটাকে পরের জন্য রেখে দিয়েছে। যেহেতু তার জব কি সেটা এখনো সে ভালো করে জানে না তাই মেইন ক্যারেক্টারের মতো জগাখিচুড়ি স্ট্যাট সে বানাতে চাচ্ছে না এখানে। এলেক্স এসব চিন্তা তার মাথা থেকে কিছুক্ষনের জন্য বাদ দিলো এবং ড্যানজনের ভিতরে হাঁটতে শুরু করলো। সে যদিও জানে না কোন কোন এট্রিবিউট সে ব্যবহার করতে পারে না তারপরও সেটা দেখার ছোট একটা মাধ্যম সে পেয়ে গিয়েছে। ড্যানজনের মনস্টার হত্যা করলে তাদের থেকে লুট পাওয়া যায়। তবে বস মনস্টার বাদে অন্যান্য মনস্টার হত্যা করলে লুট পাওয়ার সম্ভবনা মাত্র ০.১ পার্সেন্টেজই থাকে। এই শতাংশের মধ্যে যারা সবচেয়ে বেশী ভাগ্যবান ব্যক্তি হয় তারা ভালো ভালো লুট পেয়ে থাকে বস মনস্টার হত্যা করা ছাড়ায়। আর এলেক্সের ভাগ্য তো ছুঁয়ে ছুঁয়ে পরছে এমিয়াসের স্ট্যাটের কারনে। বেশ কয়েক লেভেলের এনার্জি স্টোন এবং বেশ কয়েকটা আইটেম মাত্র তিনটা মনস্টার হত্যার মাধ্যমেই এলেক্স পেয়ে গিয়েছে। যেহেতু তার ইনভেন্টরি খুলতে পারছে না এমিয়াসের চরিত্রে থাকার কারনে তাই এলেক্স সব কিছু সংগ্রহ করতে পারলো না। কারন তাকে এখনো অনেকটা পথ যেতে হবে, তাই প্রয়োজনীয় জিনিস গুলো নিয়ে এলেক্স সেখান থেক ড্যানজনের আরো গভীরে পা দিলো।
এলেক্স দুটো মানা স্টোন নিয়ে এসেছে সব গুলো স্টোনের মধ্য থেকে। যার মধ্যমে এলেক্স তার এট্রিবিউট গুলো দেখতে পারবে। যেহেতু সে এখনো এই চরিত্রে এট্রিবিউট টেস্ট করে নি তাই সে এখনো জানে না সে কোন এট্রিবিউট বহন করছে। পূর্বের এক দিন হান্টার হাউসের মধ্যে শুধু এনার্জি টেস্টই করা হয়েছিলো, আর তার চার্ম এবং লাক্ ইফেক্টের ফলে গিল্ডের ভাইস প্রেসিডেন্ট তাকে এমনিতেই লাইসেন্স দিয়ে দেয়। এখানে এলেক্সের বাকিদের মতো এট্রিবিউট টেস্টও করতে হয় নি। তাই এটা ভালো সুযোগ এলেক্সের এট্রিবিউট চেক করার। যেহেতু সে তার মেইন ক্যারেক্টারে বেশ কিছু স্পেল তৈরী করেছে তাই এট্রিবিউট আনলক করলে সেগুলো ব্যবহার করা কোনো ব্যাপারই না।
এলেক্স হাঁটছে এবং মানা স্টোনে নিজের এনার্জি প্রয়োগ করে যাচ্ছে। দুটো স্টোন দুই হাতের মধ্যে রেখে দিয়েছে এবং তাদের ভিতরে এনার্জি প্রয়োগ করেই যাচ্ছে। দেখতে দেখতে দুটো স্টোনই ভিন্ন ভিন্ন রূপে ট্রান্সফর্ম হলো। তবে এলেক্স সঠিক করে বুঝতে পারলো না। যেহেতু স্টোন গুলো এখনো রিফাইন করা হয় নি তাই এটা এখনি এট্রিবিউট টেস্টের জন্য রেডি নয়। তারপরও এলেক্স তার ডান হাতের স্টোন থেকে হালকা লাইটনিং এবং বাম হাতের স্টোন থেকে লাল শিখা দেখতে পেরেছে। যা দ্বারা এলেক্স বুঝতে পারলো তার লাইটনিং এবং ফায়ার এট্রিবিউট রয়েছে। যদিও এটা শুধু তার বোঝার বিষয় ছিলো যা পরীক্ষা না করলে সে সিওর হবে না। তাই সে পরীক্ষা করার জন্য প্রস্তুত হলো,
"ফায়ার বল"
এলেক্স স্পেল ব্যবহার করার সাথে সাথে তার হাত থেকে বিশাল আকারের একটা ফায়ার বল তৈরী হলো। যেটা তার মেইন ক্যারেক্টারে ব্যবহার করা ফায়ার বলের থেকে প্রায় পাঁচগুন বড় এবং শক্তিশালী হবে। এলেক্সের ফায়ার বলটা ড্যানজনের দেওয়ালের উপরে লাগলো এবং সে ড্যানজনের দেওয়ালটা ফুটো হয়ে গেলো। ড্যানজন অনেক শক্তিশালী পাথর দিয়ে তৈরী হয়, যার দেওয়াল ধ্বংস করা অনেকটা পাওয়ারের প্রয়োজন হয়। আর এলেক্স মাত্র তার স্পেল দিয়ে সেই দেওয়ালে ফুটো তৈরী করেছে, এটা দেখতে পেয়েই সে অবাক হয়ে যাচ্ছে।
"লাইটনিং"
এলেক্স এবার আরেকটা স্পেল ব্যবহার করার চেষ্টা করলে। যদিও ফায়ার বল ব্যাসিক একটা স্পেল, তবে লাইটনিং স্পেলটা মাঝারি র্যাংকের মধ্যে পরে। এলেক্স যদি এটা ব্যবহার করতে পারে তাহলে সে লাইটনিং এট্রিবিউটের ব্যাসিক গুলোও ব্যবহার করতে পারবে। এলেক্সের স্পেল চান্ট শেষ হওয়ার সাথে সাথেই তার হাতে লাইটনিং উৎপন্ন হতে লাগলো যাকে এলেক্স কোনো আকার না দিয়েই ক্যানসেল করে দিলো,
-->>আমার কৌতূহল হওয়ার সময় এখন নয়। যেহেতু লাইটনিং এই ড্যানজনে আমার কোনো কাজেই দিবে না। তাই এটা আপাতোতো সাইডে রাখি।(এলেক্স)
এলেক্স হাঁটতে হাঁটতে চলে আসলো ড্যানজনের আরো ভিতরে। যেখানে তার সামনে চলে আসলো আরো কিছু মনস্টার। এবার তাদের সংখ্যা দশ কিংবা বিশজন নয়, বরং পুরো হর্ডি তাদের। প্রায় ত্রিশটার উপরে মনস্টার এখানে সেখানে বসে ছিলো।
-->>এখানে আইটেম গুলো ভালো কাজে দিবে।(এলেক্স)
এলেক্স মনস্টার হত্যা মাধ্যমে যে আইটেম গুলো মাত্র পেয়েছে সেটা ভালো কাজে দিবে এই অবস্থায়। যেহেতু এমিয়াসের লাক্ বেশী তাই তার জন্যই কিছু আইটেম বের হয়েছে মনস্টার হত্যার মাধ্যমে। যার ইনফরমেশন এলেক্স সিস্টেম দিয়ে দেখতে না পারলেও বুঝতে পেরেছে সেগুলো কি। একটা স্টাফ, যা ম্যাজিশিয়ানরা ব্যবহার করে। এবং বেশ কিছু পোশন যার গায়ে লেখা "বাফ্ পোশন"। এই জিনিসগুলো এলেক্সকে অনেকটা সাহায্য করবে। এলেক্স তার হাতে স্টাফটা নিলো এবং পোশন গুলো ব্যাগের মধ্যেই রেডি রাখলো। এলেক্স আসার সময় ছোট একটা ব্যাগ নিয়ে এসেছিলো যা এখনো তার পিঠেই রয়েছে। এলেক্স প্রস্তুত ছিলো মনস্টার গুলোকে হত্যা করার জন্য, কিন্তু তখনি একটা আনএক্সপেক্টেড বিষয় হয়ে গেলো।
ত্রিশটার বেশী মনস্টার যারা দাঁড়িয়ে ছিলো এলেক্সের সামনে, এমনি সময়ে এলেক্সের মেইন ক্যারেক্টার থাকলে তারা এলেক্সকে লক্ষ করতো না, কারন সে চরিত্র একটা এসাসিন ছিলো। তবে এবার সব গুলো মনস্টারই এলেক্সকে দেখতে পেরেছে এবং তার দিকেই আসছিলো। মনস্টারদের মধ্যেও ছেলে মেয়ে রয়েছে। যদিও এমিয়াসের চার্ম ছেলে মনস্টারদের উপরে কাজ করছে না, কিন্তু মেয়ে মনস্টার গুলো চার্ম থেকে মুক্ত হতে পারলো না। ছেলে মনস্টাররা এলেক্সকে আক্রমন করার জন্য এগিয়ে আসছিলো। কিন্তু মেয়ে মনস্টাররা চুপ থাকলো না। তারা তাদের ক্রাসকে যে করেই হোক বাঁচাবে।
-->>ওয়েল এরকম কোনো পরিস্থিতি হবে সেটা আমি ভাবতেও পারি নি।(এলেক্স)
এলেক্স দাঁড়িয়ে না থেকে এগিয়ে যেতে লাগলো। তার লাক্ এবং চার্ম মিলে পুরো মারাত্মক একটা অবস্থা তৈরী করেছে। ছেলে মনস্টার এবং মেয়ে মনস্টারদের মধ্যে ভয়ানক একটা যুদ্ধ তৈরী হয়েছে। যা কোনো ভাবেই থামার নাম নিচ্ছে না। যেহেতু মেয়ে মনস্টাররা এতো কষ্ট করে তাদের জীবন বাজি রেখে এলেক্সের জীবন রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে তাই এলেক্স তার স্পেল আপাতোতো সময়ের জন্য ব্যবহার করলো না। মনস্টাররা যে জায়গা আটকা করে রেখেছিলো এলেক্স তার লাক্ স্ট্যাটের মাধ্যমে কোনো আঘাত প্রাপ্ত না হয়েই তাদের মধ্য থেকে সে আটকা জায়গা পার করে ফেললো। এতোক্ষন এলেক্স পিছনে ছিলো কিন্তু এখন মনস্টার গুলো পিছনে রয়েছে।
-->>সরি লেডিস, আমি চাচ্ছিলাম না তোমরা মারা যাও, কিন্তু আমার জন্য তোমাদের জীবন দিতেই হবে।(এলেক্স)
এলেক্স তার স্টাফকে মেয়েদের দিকে তাক করলো,তারপর এলেক্স একসাথে অনেকগুলো ফায়ার বল স্পেল ব্যবহার করলো। মনস্টারদের ফাইটের জায়গা পার করার সময় এলেক্স একটা বাফ্ পোশন ব্যবহার করেছে। যার মাধ্যমে তার ইন্টেলিজেন্স সাময়িক সময়ের জন্য আরো বৃদ্ধি পেয়েছে। আর স্ট্যাফ যেটা একটা ম্যাজিকাল আইটেম এবং সব সময় ইন্টেলিজেন্স এবং ম্যাজিক পাওয়ার বৃদ্ধি করে, এই দুই জিনিস দিয়ে এলেক্সের সবচেয়ে ব্যাসিক স্পেলও মারাত্মক হয়ে গিয়েছে। যা সব গুলো মনস্টারকে এক নিমিষেই হত্যা করে ফেললো। এমিয়াসের পারসোনালিটির জন্য এলেক্সের চোখ থেকে দু ফোটা পানি বের হলো,
-->>তোমাদের ত্যাগ আমার সারা জীবনই মনে থাকবে।(এলেক্স)
এলেক্স আরো কিছুটা সামনে যেতে লাগলো। সে ভেবেছিলো ড্যানজনের মধ্যে আরো কিছু মনস্টার থাকবে। কিন্তু এটা আশা করে নি যে এতো তারাতাড়ি সে বস রুমের দিকে চলে আসবে। একটা ড্যানজনে কতগুলো মনস্টার থাকবে এটাও ভাগ্যের উপরে ডিপেন্ড করে। যাদের ভাগ্য একদম ভালো থাকে তাদের জন্য একটা ড্যানজনে মনস্টারের সংখ্যা পঞ্চাশটা বা একটু বেশী হতে পারে, আবার যাদের ভাগ্য একদমই খারাপ তাদের জন্য সেই একই ড্যানজনে মনস্টারের সংখ্যা কয়েক হাজার হতে পারে। বস মনস্টারের রুমের সামনে এলেক্স দাঁড়িয়ে রইলো কিছুক্ষন।
-->>যদিও আমি এমনি সময়ে কোনো চিন্তা ছাড়ায় এখানে প্রবেশ করতাম, কিন্তু আমার একটা খারাপ ফিলিংস রয়েছে এই ড্যানজন সম্পর্কে।(এলেক্স)
যেহেতু এলেক্স তার মেইন ক্যারেক্টারের মধ্যে নেই তাই সেই ভাবে চিন্তা ভাবনা সে করছে না। এমিয়াস এবং এলেক্স দুজনের পারসোনালিটি ভিন্ন হওয়ার ফলে সব কিছু চিন্তা ভাবনা করার বিষয়টাও তাদের আলাদা। এলেক্স এমনি সময়ে নিজের জীবন নিয়ে ভয় পেতো না, সে কোনো কিছু না ভেবেই বস রুমের মধ্যে ঢুকে যেতো। তবে এমিয়াসের পারসোনালিটির জন্য সে ভিতরে ঢুকতে চাচ্ছে না।
-->>আমার সবচেয়ে ভালো হবে সিস্টেম আপডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা।(এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো অবশ্যই জানাবেন।