#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৫২
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
একটা মারাত্মক ফাইট শুরু হয়েছে টেস্ট ড্যানজনের নতুন রাইজিং স্টার ফক্সি টেইল জ্যাক এবং কোল্ড কিলার অফ হোয়াইট পার্টি রোজার মধ্যে। দুজনেই তাদের নিক নেইম তাদের স্বভাবে এবং পোষাকে পেয়েছে। জ্যাক সব সময় ফক্স মনস্টারের মাস্ক পরে থাকে বলে তার নিক নেইম হয়ে ফক্সি টেইল বা ফক্সি। আবার অন্যদিকে রোজা যে তার আইস ম্যাজিকের মাধ্যমে তার শত্রুদের শরীরকে ফ্রিজ করে দেই, এজন্য তার নিক নেইম দেওয়া হয়েছে কোল্ড কিলার। দুজনে দুজনের বিপক্ষে ফাইট করে যাচ্ছে ব্যারিয়ারের মধ্যে। ব্যারিয়ারের বাইরে মানুষ দুজনের জন্যই চিৎকার করে যাচ্ছে। ছেলেরা রোজার জন্য এবং মেয়েরা জ্যাকের জন্য। তবে ভিতর থেকে রোজা এবং জ্যাক তাদের কোনো কথায় শুনতে পাচ্ছিলো না। তারা শুধু তাদের মুখ নারানো টাই দেখতে পাচ্ছিলো।
সময় ঠিক এক ঘন্টা পিছনে চলে গিয়েছে। জ্যাককে আবারো ফাইটে অংশ নিতে হয়েছে। সে এবার আর পূর্বের ভুল গুলো করছে না। প্রথম থেকেই সে ক্লোজ রেঞ্জে ফাইট করতে শুরু করলো। রোজা তার আইস ম্যাজিক ব্যবহার করা শুরু করলো যা জ্যাকের মুভমেন্টকে অনেকটা কমিয়ে দিলো। "আইস ফিল্ড" একটা ম্যাজিক স্কিল যার মাধ্যমে যে কেউ খালি মাঠের মধ্যে বরফের তৈরী ফ্লোর তৈরী করতে পারবে। যেখানে নিজের মুভমেন্ট স্পিড বৃদ্ধি পেলেও প্রতিপক্ষের মুভমেন্ট কমে যায়। জ্যাক রোজার কাছে আসার চেষ্টা করছিলো তখনি রোজা তার স্পিল ব্যবহার করে। পিচ্ছিল বরফের উপর দিয়ে দৌড় দিতে গিয়ে জ্যাক আছাড় খেয়ে পরে গেলো এবং কোমরে ব্যথা পেলো। ব্যারিয়ারের বাইরে থেকে সবাই হাসতে শুরু করলো, তবে শব্দ না আসার জন্য সেটা শোনা যাচ্ছিলো না।
জ্যাক উঠলো এবং এবার কিছুটা সিরিয়াস হয়ে গেলো। সে তার এবিলিটি গুলো এবার সঠিক মাধ্যমে ব্যবহার করতে শুরু করলো। স্টোর থেকে কেনা কয়েকটা স্মোক বোম্ব সাথে রেখেছিলো এক ঘন্টা পিছনে আসার সাথে সাথেই। যা সে বের করলো এবং রোজার দিকে ছুঁড়ে মারলো। রোজা প্রথমে কোনো এট্যাক কল্পনা করে নিজের চারদিকে একটা ব্যারিয়ার তৈরী করলো তার একটা আইটেমের সাহায্যে। স্মোক বোম্ব তিনটা রোজার ব্যারিয়ারে বারি খেলো। যা সেখানেই পরলো এবং ধোঁয়ার সৃষ্টি করতে লাগলো।
-->> তুমি কি ভেবেছো এই সাধারণ স্মোক বোমা ব্যবহার করে আমার ভিশনকে আটকে রাখতে পারবে? তাহলে বলে রাখি ভুল ভাবতেছো। (রোজা)
রোজা কথাটা বললো এবং তার "এয়ার ফোর্স" স্কিলটা ব্যবহার করলো। স্কিলটা মাধ্যমে রোজার চারপাশে যত বায়ু ছিলো সব একত্র হয়ে এক ফোর্স তৈরী করলো। যা চারপাশের ধোঁয়াকে ক্লিয়ার করে দিলো মাত্র কয়েক সেকেন্ডেই। ব্যারিয়ারের ভিতর দিয়ে বায়ু চলাচল করতে পারে বলে সব ধোঁয়া বাইরে চলে গেলো। রোজা এবার জ্যাকের দিকে তাকানোর চেষ্টা করলো, তবে জ্যাককে কোথাও দেখা যাচ্ছে না।
"ইনভিসিবল মুড"
জ্যাক তার একাধিক সুপারন্যাচারাল এবিলিটির মধ্য থেকে আরো একটা ব্যবহার করেছে। ইনভিসিবল মুড যা জ্যাককে সম্পূর্ণ অদৃশ্য করে দিয়েছে। এটা এমন একটা মুড যেখানে জ্যাকের শরীর এতোটা কম্পিত হয় যে তার মধ্য দিয়ে আলো পর্যন্ত বের হয়ে যায়। আর আলো তার শরীরে প্রতিফলন না ঘঠানোর কারনেই সে অন্য সবার নজরে অদৃশ্য এখন। রোজা চারিদিক তাকালো তবে কোথাও জ্যাককে খুজে পেলো না।
"আমাদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী ফক্সি টেইলের গোস্ট স্কিল রয়েছে একটা। তবে এটা সম্পূর্ণ নতুন। একটা গোস্ট স্কিল সেই সাথে ইনভিসিবল স্কিল আছে কারো কাছে এরকম আমি দেখি নি বা শুনি না। এই প্রথম কারো কাছে আমি এমন স্কিল দেখতে পাচ্ছি।" (রোজা ভাবছে)
রোজা চিন্তিত হয়ে গেলো। সে জ্যাককে কোথাও দেখতে পাচ্ছে না। ইনভিসিবল স্কিলের কোনো ব্যক্তির সাথে এখনো তার ফাইটের অভিজ্ঞতা নেই তারপরও সে সাথে সাথে বুদ্ধি বের করে ফেললো। সে তার ওয়াটার স্কিল ব্যবহার করতে চাইলো, যাতে করে জ্যাকের উপরে পানি পরলে সে দেখতে পারবে অদৃশ্য হলেও। যেই ভাবা সেই কাজ করতে যাবে, তবে তখনি জ্যাক রোজার একদম সামনে চলে গেলো এবং নিজের ইনভিসিবল মুড অফ করে দিলো,
-->> ভুয়াহাহাহাহাহাহাহাহাহাহাহা। (জ্যাক)
জ্যাক চিল্লিয়ে উঠলো। মূলত তার ইচ্ছা ছিলো রোজাকে ভয় দেখানোর ভূতের মতো। আর সেটাই সে করেছে। রোজা কিছুটা চিন্তিত থাকার কারনে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলো না। তাই সে ভয় পেয়ে মাটিতে পরে গেলো। চিল্লিয়ে উঠতে চেয়েছিলো তবে সেটা তার মর্যাদায় হানি ফেলবে বলে কন্ট্রোল করেছে। জ্যাক তার হাতকে বারিয়ে দিলো রোজার দিকে,
-->> তুমি চাইলে আমাকে আঘাত করতে পারতে। কিন্তু করো নি কেনো? (রোজা)
-->> সুন্দরী, তুমি তো আমার। তোমার শরীর আঘাত আমি কি আমার সম্পদকে নষ্ট করছি না? (জ্যাকের)
জ্যাকের মাথায় হঠাৎ পোসেইডনের স্বভাবটা চলে আসলো। যা শুধুমাত্র তার হৃদয় টিটান ইনকার্নেটই পেয়েছিলো। যদিও বাকি ইনকার্নেট গুলোও হাল্কা লুচু ছিলো, তবে পোসেইডনের সম্পূর্ণ স্বভাবটা টিটানের কাছেই ছিলো। রোজা জ্যাকের বারিয়ে দেওয়া হাত ধরে উঠতে যাবে তখনি সে জ্যাককে টান দিয়ে মাটিতে ফেলে দিলো এবং একটা ম্যাজিকাল আইটেম ব্যবহার করলো।
-->> একটা মনস্টারের থেকেও ভয়ানক হয় একটা প্লেয়ার। তাই কখনো তাদেরকে দয়া দেখাতে হয় না। হোক সে সুন্দরী কোনো নারী কিংবা নিজের কাছের বন্ধু। (রোজা)
রোজা একটা কলার লাগিয়ে দিলো জ্যাকের গলায়। যার গায়ে প্রথমে সবুজ রঙের একটা লাইট জ্বলে থাকলেও এখন সেটা লাল রঙে পরিণত হয়েছে।
-->> এক বিন্দু নরাচরা করলে বা নিজের পাওয়ার ব্যবহার করলেই তুমি মারা যাবে। (রোজা)
ব্যারিয়ারে বাইরে সবাই অনেক বড় সর একটা ফাইটের অপেক্ষা করেছিলো, তাই তারা হতাশ হলো একটু। রাজ খান এবং আফিফ চৌধুরীও বসে ছিলো সেই হতাশ জনগনদের মধ্যে।
-->> আমি আশা করি নি এতো তারাতাড়ি এটা শেষ হবে। (রাজ খান)
-->> যদিও আমি জ্যাককে হত্যা করে আমার হারিয়ে যাওয়া গোল্ড কয়েন সংগ্রহ করতে পারতাম। তবে ঔ রোজার জন্য সেটা সম্ভব হবে না এখন। তাই দুজনকেই ঘুম পারিয়ে দিচ্ছি। (আফিফ চৌধুরী)
-->> আমি শুনেছি রোজা তোমার মেয়ের বোন। তুমি কি সিওর এটা করবে?(রাজ)
-->> অবশ্যই। হোক আমার মেয়ের বোন। আমার মেয়ে তো না। আমি আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য যদি আমার আপন ভাই এবং তার ছেলেকে হত্যা করতে পারি তাহলে এটা তো কিছুই না। (আফিফ)
আফিফ চৌধুরীর তার কাছে থাকা ট্রিগার চাপ দিলো। যা থেকে ব্যারিয়ারের মধ্যে বিশাল বড় একটা ধামাকা হলো। সবাই সেদিকে তাকিয়ে রইলো,
""বুম""
<<টুট টুট টুট টুট>>
<<ব্রিং মি ব্যাক স্কিল একটিভ হচ্ছে।>>
<<হোস্ট তার মৃত্যুর এক ঘন্টা পূর্বে পৌছে যাবে।>>
* * * * *
একটা মারাত্মক ফাইট শুরু হয়েছে টেস্ট ড্যানজনের নতুন রাইজিং স্টার ফক্সি টেইল জ্যাক এবং কোল্ড কিলার অফ হোয়াইট পার্টি রোজার মধ্যে। দুজনেই তাদের নিক নেইম তাদের স্বভাবে এবং পোষাকে পেয়েছে। জ্যাক সব সময় ফক্স মনস্টারের মাস্ক পরে থাকে বলে তার নিক নেইম হয়ে ফক্সি টেইল বা ফক্সি। আবার অন্যদিকে রোজা যে তার আইস ম্যাজিকের মাধ্যমে তার শত্রুদের শরীরকে ফ্রিজ করে দেই, এজন্য তার নিক নেইম দেওয়া হয়েছে কোল্ড কিলার। দুজনে দুজনের বিপক্ষে ফাইট করে যাচ্ছে ব্যারিয়ারের মধ্যে। ব্যারিয়ারের বাইরে মানুষ দুজনের জন্যই চিৎকার করে যাচ্ছে। ছেলেরা রোজার জন্য এবং মেয়েরা জ্যাকের জন্য। তবে ভিতর থেকে রোজা এবং জ্যাক তাদের কোনো কথায় শুনতে পাচ্ছিলো না। তারা শুধু তাদের মুখ নারানো টাই দেখতে পাচ্ছিলো।
সময় আবারো পিছনে গিয়েছে এবং আবারো ফাইট শুরু হয়েছে। জ্যাক বুঝতে পারলো সে যায় করে না কেনো এখানে তাকে মরতেই হবে। আর এতো বার বার সে মরতে পারবে না। কারন তাতে অনেক ভয়ানক একটা অবস্থা সবশেষে তৈরী হবে।
"লিচ্ দ্যা আনডেড এরকম পাওয়ার কেনো যে ব্যবহার করেছে? সে কতটা রিয়েলিটিকে ধ্বংস করেছে এটার মাধ্যমে তার হিসাব মেলানো কষ্টকর হয়ে যাচ্ছে। সেই সাথে আমিও কতটা রিয়েলিটি ধ্বংস করেছি এই পাওয়ারের মাধ্যমে সেটা আমি নিজেও হিসাব করতে পারছি না। তবে আর না। আমি প্রিমোর্ডিয়াল বিয়িং দের মতো ভুল করতে চাই না।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার সিদ্ধান্তকে অটুট রাখলো এবং নিজের জীবন না হারানোর সিদ্ধান্ত নিলো। সে রোজার সামনে দাঁড়ালো। যেহেতু কোনো পান্স লাইন মারছে না তাই রোজাও প্রথম থেকে কোনো কথা বলছে না। জ্যাকই প্রথমে শুরু করলো,
-->> আমাদের এই ফাইটের ফল দুটোই হবে। আমি তোমাকে হারালেও কিংবা তুমি আমাকে হারালেও কেউ জিততে পারবো না। (জ্যাক)
-->> হার মেনে নিচ্ছো, তাহলে এটাই ভালো হবে তোমার জন্য। (রোজা)
-->> আমি হার মানছি না। আমার কাছে একটা স্কিল রয়েছে, যাতে আমি ভবিষ্যৎ এর কিছু ইভেন্ট দেখতে পারি। আর সেই স্কিলটা আমি ব্যবহার করেছি। (জ্যাক)
-->> নিশ্চয় হেরে গিয়েছো। ( রোজা)
-->> দুজনেই হেরে যাবো এখানে। একটা বোমা রাখা হয়েছে এই ব্যারিয়ারের মধ্যে মাটির নিচে, যেটা আমাদেরকে টুকরো টুকরো করে দিবে। (জ্যাক)
জ্যাক মারা যাওয়ার পূর্বে রাজ খান এবং আফিফ চৌধুরীকে দেখতে পেয়েছে বাইরে। তারা এখানে আছে মানে কোনো গরমিল নিশ্চয় ছিলো। আর গরমিলটায় সত্য হয়েছে। মাটির নিচ থেকে একটা বিশাল বিস্ফোরণ তৈরী হয়েছে। জ্যাক সাধারন চোখে এটা ধরতে পারতো না। তবে তার মাইন্ড গডের হওয়ায় সে বুঝতে পারলো একটা বোমা বিস্ফোরণ হয়েছে। জ্যাক চাইলে তার পুরো পাওয়ার দিয়ে এখানেই রোজাকে হারাতে পারতো, তবে সে তার পাওয়ার লুকাচ্ছে। অবশ্য আগের বার বোমার কারনে না মরলে আর সেগুলো লুকাতো না। তবে এখনো তার সেগুলো লুকানো রাখার সুযোগ রয়েছে। তাই সে সেগুলো ব্যবহার না করে রোজাকে কনভিন্স করার চেষ্টা করতে লাগলো।
-->> এখানে, মাটির নিচে আমাদের চোখের আড়ালে কেউ বোমা রাখবে। আর ইউ কিডিং? (রোজা)
-->> বিশ্বাস হচ্ছে না? আচ্ছা তাহলে আমি বিশ্বাস দিচ্ছি। তোমার স্কিল গুলো, যেভাবে আমার সাথে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছো। প্রথমে আইস ম্যাজিক দিয়ে আমার ভিশন আটকানোর চেষ্টা করবে, এরপর আইস ম্যানিপুলেশন দিয়ে আইস স্পাইকস তৈরী করে আমাকে এট্যাক করবে। আমি যদি আমার গোস্ট স্কিল ব্যবহার করি তাহলে আমার উপরে লাইটনিং দিয়ে এট্যাক করবে আর যদি আমি স্পাইক গুলো এড়িয়ে যায় তাহলে আইস ফিল্ড দিয়ে আমার মুভমেন্ট আটকে ফেলবে। সেই সাথে একটা কলারও রেডি রেখেছো আমাকে আটক করার জন্য। (জ্যাক)
জ্যাকের কথাগুলে শুনতে পেয়ে রোজা অবাক হলো। সে একজন ট্রিকস্টার গডেসের অ্যাভেটার হওয়ার কারনে অনেক ট্রিকস সংগ্রহ করে রাখে শত্রুদের উপরে ব্যবহার করার জন্য। যদিও আরো অনেক ট্রিকস তার কাছে ছিলো তবে জ্যাক যে সত্য বলছিলো এটা বুঝতে এই টুকুই প্রয়োজন ছিলো রোজার।
-->> হ্যাঁ কেউ পারে আমাদের নিচে মোবা রাখতে, ব্লাক পার্টি। (রোজা)
রোজার কথায় বুঝতে পারলো রাজ এবং আফিফ চৌধুরী দুজনেই ব্লাক পার্টিতে যোগ দিয়েছে। আর তারা দুজন এখন জ্যাকের জীবন নেওয়ার জন্য উঠে পরে লেগেছে। আফিফ চৌধুরীর কারনটা না হয় বুঝতে পারছে জ্যাক। কারন সে চৌধুরীর একাউন্টে থাকা ব্যালেন্স সাবার করে দিয়েছে। তবে রাজ খানের ব্যাপারটা বুঝতে পারছে না। জ্যাক যে আকাশ এই ব্যাপারে কোনো প্রমাণ সে রাখে নি। আর রাজের সাথে জ্যাক হয়ে কোনো শত্রুরা নেই জ্যাকের।
"তাহলে কি জিতু ওদের কাছে ধরা পরেছে?" (জ্যাক ভাবছে)
-->> তুমি বললে তোমার স্কিলটা যা তোমাকে ভবিষ্যৎ দেখাতে সাহায্য করে, এটা কি সত্য? (রোজা)
রোজা তাদের পার্টির কাছে থাকা সবচেয়ে স্পেশাল একটা আইটেম ব্যবহার করলো। যার নাম "ট্রুথ"। এটা একটা চোখের মতো দেখতে নেকলেস, যা ব্যবহার করলে সামনের কেউ সত্য বলছে নাকি মিথ্যা সেটা ধরা যায়। সত্য বললে লোকটার শরীরের দিক দিয়ে সবুজ অউরা বের হয় আর মিথ্যা বললে লাল অউরা বের হয়।
-->> হ্যাঁ এটা সত্য। আমি এক ঘন্টা ভবিষ্যৎ দেখতে পারি। তবে এটা ব্যবহারে ভয়ানক একটা শর্ত রয়েছে। (জ্যাক)
-->> কি রকম শর্ত? (রোজা)
জ্যাক বুঝতে পারলো রোজা একটা আইটেম ব্যবহার করেছে। সাধারণ কোনো মানুষ বা অন্য কোনো স্পিসিজ এই বিষয়টা ধরতে না পারলেও একজন গডের চোখকে ফাকি দেওয়াটা এতো সহজ নয়। যদিও জ্যাক জানে না তার সামনের মেয়েটার পিছনে কোন গড বা গডেস রয়েছে তারপরও সে না চাওয়াতেও অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে।
রোজা হঠাৎ ব্যারিয়ারের মধ্য থেকে অন্য একটা জায়গায় চলে গেলো। অবশ্য বাকিদের চোখে সে এখনো ব্যারিয়ারে মধ্যেই দাঁড়িয়ে আছে। শুধু তার মাইন্ড অন্য একটা প্লেসের মধ্যে রয়েছে। সাদা একটা জায়গা যেখানে সে পূর্বেও এসেছে তাই ভয় কিংবা সেরকম টাইপের কোনো মনোভাব তার মাঝে নেই। তবে একটা জিনিস সে বুঝতে পারছে না। হঠাৎ তার গডেস কেনো তাকে এখানে ডাকবে কথা বলার জন্য। রোজার সামনে হঠাৎতার গডেস টেলিপোর্ট হয়ে চলে আসলো। একটা ক্লাউনের ড্রেসে সজ্জিতা জেস্টার যাকে ট্রিকস্টার গডেস বলা হয়ে থাকে সে রোজার সামনে চলে আসলো। নিজের গডেসকে যতবারই রোজা দেখে ততবারই সে অবাক হয়। একই রূপে তার গডেস ছোট থেকেই রয়েছে। একজন মেয়ে হওয়াতে সে বিরক্ত বোধ করে না একই ড্রেসে তা যে কেউ দেখলে অবাক হবে।
-->> একটা ফাইটের মধ্যে আমাকে এভাবে ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে নিয়ে আসা কি উচিত হয়েছে আপনার? (রোজা)
-->> তোমার ভালোর জন্যই আমি তোমাকে এখানে নিয়েছি। তোমার সামনের ছেলেটা কোন গডের অ্যাভেটার সেটা আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি। আর তার সাহায্যে অবশ্যই এই ড্যানজন ক্লিয়ার করতে পারবে। (জেস্টার)
জেস্টার কথাটা বললো তার মুখে তার ডান হাতের একটা আঙ্গুল দিয়ে। রোজা তার গডেসের দিকে আরো একবার তাকালো। চোখ দুটো কালো কাপড়ে আটকানো এবং মাথায় ক্লাউনের ক্রাউন রয়েছে। যার তিনটা অংশের মাথায় ছোট বেল লাগানো রয়েছে যা বাতাসে নরলেই আওয়াজ দিতে থাকে। রোজা তার গডেস এর কথা বুঝতে পারলো। কিছুদিন হলো সে জেস্টারের অ্যাভেটার হয়েছে। এই সময়ে সে তার গডেস এর সামান্য পাওয়ার ছাড়া কিছুই ব্যবহার করতে পারছে না। যার কারন স্বরূপ সে শক্তিশালী গডেস এর অ্যাভেটার হওয়ার পরও এখনো টেস্ট ড্যানজনের নবম ফ্লোরের মধ্যে বসে আছে। রোজা যেকোনো মূল্যেই এই ড্যানজন ক্লিয়ার করতে চাচ্ছে তবে তার সকল পদক্ষেপই মাটিতে পরে যাচ্ছে। তার শরীরও রেডি নই তার গডেসের ক্ষমতা ভালোভাবে ব্যবহারের জন্য। নাহলে সে অনেক পূর্বেই টাওয়ারে যেতে পারতো।
-->> তাহলে আপনি বলতে চাচ্ছেন এই মাস্ক পার্টির লিডারের গড আপনার থেকেও শক্তিশালী? ঠিক এমিলির গডেস এর মতো? (রোজা)
-->> আমি যাকে ধারনা করছি তার অ্যাভেটার যদি সত্যিই হয়ে থাকে এই ছেলে তাহলে এমিলির গডেসও কিছুই করতে পারবে না তার স্পেশাল স্কিলের বিপক্ষে। তাই আমার মনে হয় না তুমি এর থেকে বড় কোনো সুযোগ পাবে। (জেস্টার)
জেস্টারের কথা শেষ হলো। রোজা ব্ল্যাঙ্ক স্পেস থেকে বাস্তবে ফিরে আসলো। যেখানে ফাইট হওয়ার কথা ছিলো।
-->> ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। (রোজা)
জ্যাক তার সুপার ন্যাচারাল এবিলিটি ব্যবহার করলো। এটা অনেক বাজে একটা এবিলিটি তার কাছে মনে হয়। তাই কখনো ব্যবহার করার চেষ্টা সে করে না। তবে এই পরিস্থিতিতে তার জানার দরকার ছিলো রোজা কি ভাবছে। আপাতোতো জ্যাক এরকম একটা পরিস্থিতিতে রয়েছে যেখানে তার পায়ের নিচে একটা বোমা রয়েছে, যেটা তাকে মেরে ফেলবে একটু হলেই।
-->> আমার মনে হয় না এখন শর্ত নিয়ে কথা বলার জন্য ভালো একটা সময়। (জ্যাক)
জ্যাক অনেকক্ষন সময় নিয়েছে রোজার সাথে কথা বলতে। যেহেতু ব্যারিয়ারের জন্য ভিতরের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না বাইরে তাই সবাই অনেক কৌতূহল হলো সেখানে কি হচ্ছে এটা নিয়ে জানার জন্য।
-->> যেহেতু তুমি ভবিষ্যৎ জানে, তাই এই অবস্থা থেকে আমরা কিভাবে মুক্ত হবো? আমার মনে হয়না আমরা টেলিপোর্ট হওয়ার সময়ও পাবো এখানে। (রোজা)
-->> সেটার চিন্তা আমি করে ফেলেছি, তবে তার পূর্বে তোমাকে অভিনয় করতে হবে খুব সুন্দর করে। (জ্যাক)
জ্যাক কথাটা বলেই রোজার দিকে তিনটা স্মোক গ্রেনেট ছুঁড়ে মারলো। যা এবার আর শিল্ড দিয়ে আটকালো না। ধোঁয়ায় পুরো ব্যারিয়ার গেলো আঁটকে। রোজা জ্যাকের কথাটা বুঝতে পারলো না। অভিনয় বলতে জ্যাক কি বোঝাতে চেয়েছে এটা নিয়ে তার ব্রেইন কাজ করছে না। যদিও তার গডেস এর কথামতো জ্যাকের সাথে তাকে ড্যানজন ক্লিয়ার করতে হবে, এই বলে এই নয় যে এখানে সে হেরে যাবে।
"না আমি এখানে হারতে পারি না।" (রোজা ভাবছে)
সে কাউন্টার করার চেষ্টা করছিলো, তবে পায়ের নিচে বোমা এবং গডেস এর বলা কথা গুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিলো বলে সে ফোকাস হতে পারলো না। আর এই সুযোগে জ্যাক তার এট্যাকটা করেই ফেললো। রোজার বাম হাতকে ধরে হেচকা টান দিলো যাতে করে রোজা জ্যাকের বুকের সাথে ধাক্কা খেলো। কোমরটা শক্ত করে ধরলো জ্যাক এবং ঠোটে একটা লম্বা কিস দিয়ে দিলো। রোজা যে আজ পর্যন্ত কোনো ছেলের স্পর্শ পাই নি, সে কিছু বলতেও পারছে না করতেও পারছে না। এমন অবস্থায় ব্যারিয়ারের মধ্যকার ধোঁয়া কাটতে শুরু হলো। যার ফলস্বরূপ সবার সামনে জ্যাক এবং রোজার আবছা কিসের দৃশ্য ভেসে উঠলো। ধোঁয়ার মধ্যে জ্যাক তার মাস্ক খুলে নিয়েছিলো, যা দূর থেকে কেউ দেখতে পারে নি এমনকি রোজার চোখ বন্ধ হওয়ার ফলে সেও দেখে নি। ধোঁয়া সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার পূর্বে জ্যাক তার ঠোঁট সরিয়ে নিলো এবং ডান হাত দিয়ে নিজের মাস্কটা আবারো পরে নিলো।
জ্যাক এবং রোজার এই রোমান্টিক সিন দেখে বাইরের সবাই জ্বলতে শুরু করেছে। বিশেষ করে ছেলেরা যারা রোজার ভক্ত ছিলো এবং মেয়েরা যারা ফক্সি টেইল জ্যাকের। রাজ খান এবং আফিফ চৌধুরী তাদের সময় নষ্ট না করে বোমার উপরে ট্রিগার চাপে। যাতে করে একটা ব্লাস্ট হওয়ার কথা ছিলো তবে,
<<স্পেশাল স্কিল "হেল্প" একটিভ হয়েছে।>>
<<তৃতীয় বার হোস্টের জীবন বিপদে পরার কারনে স্পেশাল স্কিল হেল্প ব্যবহৃত হয়েছে। থ্রেট বিষয়ক বস্তু বা ব্যক্তি ভিন্ন একটা জায়গায় টেলিপোর্ট হবে।>>
(২৪৯৩ শব্দ)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।