#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৫১
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
একটা মারাত্মক ফাইট শুরু হয়েছে টেস্ট ড্যানজনের নতুন রাইজিং স্টার ফক্সি টেইল জ্যাক এবং কোল্ড কিলার অফ হোয়াইট পার্টি রোজার মধ্যে। দুজনেই তাদের নিক নেইম তাদের স্বভাবে এবং পোষাকে পেয়েছে। জ্যাক সব সময় ফক্স মনস্টারের মাস্ক পরে থাকে বলে তার নিক নেইম হয়ে ফক্সি টেইল বা ফক্সি। আবার অন্যদিকে রোজা যে তার আইস ম্যাজিকের মাধ্যমে তার শত্রুদের শরীরকে ফ্রিজ করে দেই, এজন্য তার নিক নেইম দেওয়া হয়েছে কোল্ড কিলার। দুজনে দুজনের বিপক্ষে ফাইট করে যাচ্ছে ব্যারিয়ারের মধ্যে। ব্যারিয়ারের বাইরে মানুষ দুজনের জন্যই চিৎকার করে যাচ্ছে। ছেলেরা রোজার জন্য এবং মেয়েরা জ্যাকের জন্য। তবে ভিতর থেকে রোজা এবং জ্যাক তাদের কোনো কথায় শুনতে পাচ্ছিলো না। তারা শুধু তাদের মুখ নারানো টাই দেখতে পাচ্ছিলো।
জ্যাক রোজাকে পটানোর জন্য পান্স লাইন মারলো যাতে রোজা প্রথমে না রাগলেও শেষ মেষ রেগে যায়। সে জ্যাককে প্রথমে এট্যাক করার সুযোগ দিতে চাইলেও সেটা আর করলো না। নিজেই এট্যাক করলো আইস ম্যাজিকের মাধ্যমে। টাওয়ার অফ গ্রিডের মালিক ডিম্যান প্রিন্স অফ গ্রিড ম্যামন তার টাওয়ারে ঠিক গেমের মতো সিস্টেম করেছে। যে গেমটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কারো কোনো নির্দিষ্ট এট্রিবিউট ম্যাজিক নেই। বরং সবাই সব ধরনের ম্যাজিক ব্যবহার করার যোগ্যতা রাখে। শুধু তাদেরকে গোল্ড কয়েন দিয়ে সেগুলো কিনে নিতে হবে। প্রতিটা স্কিল, আইটেম, পোশন, অস্ত্র, স্পেল এবং সেই সাথে স্কিলও স্টোরের মধ্যে বিক্রি হয়। যা যে কেউ ক্রয় করে ব্যবহার করতে পারবে। তাইতো এমন কিছু ব্যক্তিও দেখা যাবে যাদের কাছে সব এট্রিবিউটের ম্যাজিক রয়েছে। রোজার কাছেও অনেক রকমের এট্রিবিউট রয়েছে। যদিও জ্যাকের অন্যান্য ইনকার্নেট কখনো সেসব ব্যাপারে জানার চেষ্টা করতো না, তবে জ্যাক নিজের জ্যাক ইনকার্নেটের সাহায্যে পূর্বের মতোই ঘুরে ঘুরে কিছু তথ্য বের করেছে।
"শুধু এমন নয় যে আমিই তার তথ্য বের করেছি। আমার বিভিন্ন বিষয় সম্পর্কেও হয়তো সে জানে।" (জ্যাক ভাবছে)
ইনফরমেশন ব্রোকার গুলো আসলেই অনেক মারাত্মক হয়। যদি একটা প্লেয়ারও কাউকে কোনো কিছু করতে দেখে তাহলে সেটাও নিউজ আকারে বিক্রি হতে থাকবে। এজন্য জ্যাক তার বেশ কিছু পাওয়ার গোপনই রেখেছে। সে চাচ্ছে না তার সমস্ত কিছু সম্পর্কেই সবাই জানুক। জ্যাক তার ভাবনার মধ্যে ব্যস্ত ছিলো তখনি রোজা তার আইস ম্যাজিক ব্যবহার করলো। রোজার কাছে আইস ম্যাজিক এবং স্কিল দুটোই ছিলো যার কারনে প্রথমে সে বরফের তৈরী আইস ওয়েব ছুরে মারলো জ্যাকের দিকে এবং এর পরে তার স্কিল ব্যবহার করলো,
"আইস ম্যানিপুলেশন"
রোজা তার ডান পা কে সামনে দিকে রাখলো। সাথে সাথে তার পায়ের নিচ থেকে বরফের স্পাইক মাটি থেকে উঠতে শুরু করলো। যেহেতু জ্যাককে রোজা প্রথমে তার আইস ওয়েব দিয়ে এট্যাক করেছে তাই মাটিতে থাকা স্পাইক গুলো জ্যাকের নজরে আসে নি। জ্যাক তার হিট ওয়েব এবিলিটি ব্যবহার করলো, যা থেকে সে তার দিকে এগিয়ে আসা আইস ওয়েবকে কাউন্টার করে দিলো। তবে তখনি জ্যাক দেখতে পেলো তার পায়ের নিচ থেকে প্রায় দুটো মানুষের সমান আইস স্পাইক উঠে আসছিলো।
"গোস্ট মুড"
জ্যাক তার গোস্ট মুডে চলে গেলো সাথে সাথে। যেটা ব্যবহারের সাথে সাথে স্পাইক গুলো তার শরীরের মধ্য দিয়ে প্রবেশ করলো। জ্যাক স্পাইক গুলোর মধ্য দিয়ে বের হয়ে গেলো এবং নিজের গোস্ট মুড ক্যান্সেল করে দিলো। রোজা সাথে সাথে তার আইস ম্যানিপুলেশন স্কিল ব্যবহার করলো। জ্যাক আবারো তার গোস্ট মুডে চলে গেলো। আবারো স্পাইক গুলো জ্যাকের শরীরের মধ্য দিয়ে প্রবেশ করলো। জ্যাক এবার না সরেই বলতে শুরু করলো,
-->> এটা আবার আমার উপরে কাজ করবে না। (জ্যাক)
-->> সেটা দেখা যাবে। (রোজা)
রোজা তার আইস এট্যাক চেঞ্জ করে ফেললো। সে তার স্কিল ব্যবহার করতে শুরু করলো,
"লাইটনিং ম্যানিপুলেশন"
এটা ঠিক জ্যাকের মতোই স্কিল যেটা রোজা স্টোর থেকে কিনেছে অনেকটা গোল্ড কয়েন খরচ করার পরে। জ্যাকের থেকে অনেকদিন বেশী ব্যবহারের ফলে এটা ব্যবহারে রোজা অনেকটা বেশী অভিজ্ঞ। যেহেতু নিয়াক পূর্বে কখনো লাইটনিং এট্যাকের সামনে পরে নি তার গোস্ট মুডে তাই ছোট একটা বিষয় সে ক্যালকুলেশন করে নি। জ্যাক স্পাইকের মধ্য থেকে বের হলো আর তখনি রোজার লাইটনিং জ্যাকের শরীরে গিয়ে লাগলো। লাইটনিং ম্যানিপুলেশনের মাধ্যমে রোজা তার হাত থেকে লাইটনিং তৈরী করেছে এবং সেই লাইটনিং কে তার হাত দিয়ে চ্যানেল করে জ্যাকের দিকে নিক্ষেপ করেছে। জ্যাক তার গোস্ট মুডে থাকার ফলে সিওর ছিলো যে এটা তাকে কোনো ক্ষতি করতে পারবে না। জ্যাক তার গোস্ট মুডেই ছিলো সাধারনত সব ধরনের এট্যাক থেকে বাঁচতে পারতো জ্যাক এই মুডে তবে ভূতদের সবচেয়ে বড় দুর্বলতায় হলো লাইটনিং। ফায়ার, ওয়াটার, এয়ার, আর্থ তাছাড়া অন্য কোনো ম্যাজিকই ভূতের উপরে কাজ করে না। শারিরীক কোনো এট্যাকও একটা ভূতের উপরে কাজ করে না। তবে যদি কারো কাছে লাইটনিং এর কোনো আইটেম কিংবা কোনো স্পেল কিংবা কোনো স্কিল থাকে তাহলে ভূত জীবিত হয়ে যায়। আর জ্যাকের গোস্ট মুডের জন্যও সেটা হলো। একজন মানুষের শরীরে লাইটনিং স্ট্রাইক লাগলে যেমন মনে হয় জ্যাকও সেটা অনুভব করতে লাগলো। তার পুরো শরীরের মধ্যে একটা জোড়ালো ঝটকা লাগলো যা তাকে ছিটকে ফেলে দিলো। লাইটনিং ম্যানিপুলেশন অনেক শক্তিশালী একটা স্কিল যা একজন সাধারন ব্যক্তিকে পুরিয়ে ছাই বানিয়ে ফেলে। তবে জ্যাকের লেভেল বর্তমানে সাত লেভেল ছোঁয়া ছোঁয়া হওয়ার কারনে সে জোরালো একটা ঝটকায় খেয়েছে শুধু। জ্যাক মাটি থেকে উঠে দাঁড়ালো। তার পুরো শরীরে ব্যথা অনুভব হচ্ছিলো। যা এতোটা বেদনাদায়ক ছিলো যে তার শরীর পরে যেতে চাচ্ছিলো। ব্যথাকে সহ্য করে সে দাঁড়িয়ে পরলো ফাইটের জন্য আবারো।
-->> গোস্ট এবিলিটি অনেক বিরক্তকর। বিশেষ করে ৮ম ফ্লোরের বসকে যখন হত্যা করতে গিয়েছিলাম তখন বাজে একটা পরিস্থিতিতে পরেছিলাম। তবে সকল ভূতের দুর্বলতাই লাইটনিং। যাদের শরীরে কোনো এট্যাক কাজ করে তাদের শরীরে অবশ্যই লাইটনিং কাজ করবে। (রোজা)
রোজা কনফিডেন্সে কথাটা বললো। এই অবস্থায় জ্যাকের মন চাচ্ছিলো রোজাকে আরো কিছু পান্স লাইন মারা। তবে সে হৃদয় টিটানের মনোভাবটাকে এক সাইডে রেখে দিলো। পোসেইডনের যে ইনকার্নেটের কথায় বলা হোক না কেনো, তারা কেউই তাদের জীবনে হারতে পছন্দ করে না। নিয়াক, জ্যাক আকাশ, বাপ্পী এবং টিটান যার কথায় বলা হোক না কেনো তাদের সবার মাঝেই একটা বিষয় কমন ছিলো। তারা তাদের জীবনে হারতে পছন্দ করতো না। আর সেটাই কারন ইটার্নাল কার্সের শাস্তি ভোগ করার পরও কেউ হার মেনে নেই নি। বরং কার্সের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে তারা। আর এখন সেই পাঁচ ইনকার্নেট এক হওয়ার ফলে তাদের মনোভাব গুলোও একে অপরের সাথে মিশে আরো শক্তিশালী হয়েছে। তাই জ্যাক এই অবস্থায় হার মানতে রাজি নয়।
"আমার কাছে সব শক্তিশালী এবিলিটি থাকলেও দুটো জিনিস আমি মিস করে যাচ্ছি এখানে।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার মাথাকে কাজে লাগালো। রোজার দিকে একবার তাকিয়ে নিলো। যদিও রোজার হাতে কোনো ম্যাজিকাল আইটেম ছিলো না, তবে সে ম্যাজিকাল আইটেম ব্যবহার করছে। জ্যাক দেখতে পেলো রোজা দুই হাতেই বেশ কয়েকটা রিং রয়েছে যেগুলো হয়তো তার ম্যাজিক এবং স্কিলকে অনেক আকারে বুস্ট করে দিচ্ছে। সেই সাথে কোনো আর্মারও হয়তো পরে আছে সে। আর এই দিকে জ্যাক তার প্রথম পাওয়া একটা লো লেভেল আর্মার পরে ছিলো যা রোজার প্রথম লাইটনিং এট্যাকেই ভেঙে গিয়েছে। রোজা তার পরবর্তী এট্যাকে লাইটনিং ম্যানিপুলেশন ব্যবহার করলে হয়তো জ্যাক অনেক মারাত্মক আঘাত প্রাপ্ত হবে বা মারাও যেতে পারে। তাই সে এবার একটু সিরিয়াস হয়ে গেলো।
-->> এটাই হয়তো ম্যাজিকাল আইটেম এবং লেভেলের ডিফারেন্স। তাই না? (জ্যাক)
জ্যাকের লেভেল রোজার থেকে দুই লেভেল কম। যেখানে রোজা ৯ম ফ্লোর ক্লিয়ার করার চেষ্টা করছে সেখানে জ্যাক সপ্তম ফ্লোরে পৌছে গিয়েছে। এক দিক দিয়ে রোজা জ্যাকের উপরে হিংসে বোধ করছে, যার মূল কারনই জ্যাকের এতো দ্রুত সপ্তম ফ্লোরে প্রবেশ করা। রোজা বলতে শুরু করলো।
-->> এজন্য আমি সুযোগ দিয়েছিলাম তোমাকে। কিন্তু নিজের জীবনের মায়া হয়তো তুমি করো না। এজন্যই এতো দ্রুত এতো গুলো ফ্লোর ক্লিয়ার করতে পেরেছো। তবে আমার মনে হয় না এই ফ্লোর গুলোতে শুধু মনস্টার রক্তপাত করেছো। (রোজা)
জ্যাক কিছুটা অবাক না হয়ে পারলো। সে বুঝতে পারলো ইনফরমেশন ব্রোকার গুলো আসলেই অনেক ভয়ানক। জ্যাক যে অনেক গুলো প্লেয়ারকে হত্যা করেছে এটা ইতিমধ্যে পুরো ড্যানজনের মধ্যে ছড়িয়ে গিয়েছে।
-->> ধন্যবাদ, তবে আমার মনে হয় না ফাইটটা এক মুখী রাখা উচিত আর। (জ্যাক)
জ্যাক তার কথাটা শেষ করার সাথে সাথে তার টিটান ইনকার্নেটের পাওয়ার ব্যবহার করতে যাবে তখনি ব্যারিয়ারের বাইরে এথিনাকে দেখতে পারলো। এথিনাকে দেখার সাথে সাথ তার মত সে পাল্টে ফেললো।
"আমি চাই না মেয়েটা কোনো রকম ভাবে আমাকে সন্দেহ করুক আরো।" (জ্যাক ভাবছে)
এথিনা এমনিতেই জ্যাককে প্রথম থেকেই সন্দেহ করে যাচ্ছে। আর সেদিন পোসেইডনের সাথে কথা বলার পরে তো আরো বেশী সন্দেহ করে যাচ্ছে। যদিও এথিনা এখনো সিওর যে এটা মাত্র পোসেইডনের অ্যাভেটার তাই জ্যাক এখন পানির এবিলিটি ব্যবহার করে সেই ধারনাটাকে সত্য বানিয়ে দিতে চাচ্ছে না।
"একটা ওয়ার গডেস এর সাথে আবারো ফাইট করতে চাচ্ছি না আমি।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার সিদ্ধান্ত পাল্টিয়ে ফেললো। যদিও সে টিটানের ওয়াটার এবিলিটি ব্যবহার করতে চাচ্ছিলো তবে সেটা আর তার করা হলো না। তাই বলে এমন নয় যে সে টিটানের অন্য কোনো এবিলিটি ব্যবহার করতে পারবে না।
"এখানে রিয়েলিটি প্রিজম ব্যবহারের কোনো মানে দেখছি না। তাই সবচেয়ে বেশী ভালো হবে ফায়ার।" (জ্যাক ভাবছে)
জ্যাক সব গুলো ইনকার্নেটের সাথে মার্জ হয়ে যাওয়ার পর একটা জিনিস বুঝতে পারছে না। তার ইনকার্নেট হৃদয় টিটান পানির এবিলিটি পেয়েছে পূর্ব জীবনের জন্যই নাহয়, তবে ফায়ার, ডার্ক কিংবা টাইম রিয়েলিটির ক্ষমতা কিভাবে পেয়েছে? জ্যাক তার মাইন্ডকে একটা গডের মতো কাজে লাগাচ্ছে। যেহেতু সে তার গড সময়ের সকল স্মৃতি ফিরে পেয়েছে তাই তার চিন্তা ভাবনার স্পিড অনেক বেশী বৃদ্ধি পেয়েছে। ছোট একটু সময়ের মধ্যে সে অনেক কিছু ভাবতে পারে। জ্যাক এখন ভাবছ তার টিটান ইনকার্নেটের এবিলিটি নিয়ে। সে ডার্ক পাওয়ার এবিলিটিটা ব্যবহার করতে চাচ্ছিলো। প্রথমে এটার অরিজিন সম্পর্কে টিটান না জানলেও নিজের পূর্ন জ্ঞানের মাধ্যমে জ্যাক এখন কিছুটা ধারনা করতে পারছে। জ্যাক তার টিটান ইনকার্নেটের ফায়ার এবং ডার্ক দুটো এবিলিটিই একসাথে ব্যবহার করলো এবং তৈরী করে নিলো ডার্ক ফায়ার। সে হাতে তালুকে আকাশের দিকে মুখ করে রাখলো। যা থেকে কালো আগুন জ্বলছিলো। রোজা সেদিকে অবাক হয়ে তাকালো। সে তার পাওয়া তথ্যে এটা সম্পর্কে শুনে নি বা দেখে নি।
"আমি আজ পর্যন্ত ব্লাক ফ্লেইম দেখি নি। এটা কিভাবে করলো ও?" (রোজা ভাবছে)
সে অবাক হলেও এটা একটা ট্রিকও হতে পারে এটা ভেবে বেশী চিন্তিত হলো না। অন্যদিকে মাক্সের মধ্য থেকেই জ্যাক একটা হাসি দিলো যার কোনো শব্দ হলো না। সে ভাবতে লাগলো,
"প্রিমোর্ডিয়াল গড অফ নাইট এন্ড ডার্কনেস ইরেবাসের ডার্ক পাওয়ার এটা। কিন্তু এটা টিটানের কাছে কিভাবে আসবে? ওয়েল এটা নিয়ে আমার চিন্তা করেও কোনো লাভ নেই, নিজে থেকে কোনো সমাধান পাবো না। তবে আমি জানি কে আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে। আর সেটার জন্য অবশ্যই আমাকে টাওয়ারে ফিরতে হবে।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার মাথাকে শান্ত করলো এবং ফাইটে ফোকাস দিলো। এতোক্ষন সে চিন্তা করলো তবে সেটা মাত্র কিছু মুহুর্তে সময়ই পার করেছে। যার কারনে সে তার এট্যাক করার সুযোগ হারায় নি।
"সুপার স্পিড"
"সুপার হিউম্যান স্ট্রেন্থ"
"ক্লাইর্ভয়ান্স"
জ্যাক তার সুপার ন্যাচারাল এবিলিটি ব্যবহার করলো। তিন এবিলিটি একসাথে পূর্বে নিয়াক থাকা অবস্থায় কয়েকবার ব্যবহার করেছিলো, যা তার শরীরে অনেক প্রেসার ফেলেছিলো। তবে এখন আবারো সেটা চেষ্টা করে দেখতে চাচ্ছে সে। সুপার স্পিডের মাধ্যমে এক পলকের মধ্যে রোজা এবং তার মধ্যকার দূরত্ব দূর করলো সে। সুপার হিউম্যান স্ট্রেন্থের কারনে তার শক্তির সহ তার বডিও অনেক শক্তিশালী হয়েছে যা আর্মারের কাজ করবে এখন। আর ক্লাইর্ভয়ান্স স্কিলটার মাধ্যমে জ্যাক রোজার দুর্বলতা দেখার চেষ্টা করতে লাগলো। রোজা একজন ম্যাজ, তাই জ্যাক ভেবেছিলো তাদের দূরত্বকে দূর করলেই এই ফাইট তার নিজের হয়ে যাবে। যেহেতু ম্যাজ রা সব সময় দূর থেকেই এট্যাক করে থাকে। তাই ক্লাইর্ভয়ান্স ব্যবহার করে জ্যাক কাছ থেকে রোজার দুর্বলতা গুলো দেখতে লাগলো যাতে সে সেগুলো এরিয়ে রোজাকে এট্যাক করতে পারে। তবে ক্লাইর্ভয়ান্স ঠিক মতো কাজ করছিলো না।
"এটা তো পূর্বে হয় নি।" ( জ্যাক ভাবছে)
জ্যাক তার হাতের ডার্ক ফায়ার নিয়ে একটা পান্স দিতে চেয়েছিলো রোজাকে। তবে তার ক্লাইর্ভয়ান্স এবিলিটি এক সেকেন্ডের জন্য দেখাচ্ছিলো রোজার পুরো শরীরই তার দুর্বলতা আবার এক সেকেন্ডে দেখাচ্ছিলো কোথাও কোনো দুর্বলতা নেই। ক্লাইর্ভয়ান্স এবিলিট ব্যবহার করলে সব জিনিসের দুর্বলতা দেখা যায়। শুধু যে মানুষেরই তেমন নয়। দুর্বলতা গুলো লাল কালারে চিহ্নিত হয়ে চোখে ভাসতে থাকে। তবে সেই এবিলিটি কাজ করছিলো না। জ্যাক এট্যাক করতে চাচ্ছিলো না। তবে হঠাৎ সে রোজার জায়গায় একটা জোকার দেখতে পেলো। যা দেখার পর তার চিন্তা ভাবনা দূর হয়ে গেলো।
"সুপার সনিক সুপার ম্যান পান্স"
তিনটা এবিলিটিই কাজ করছিলো একসাথে ডার্ক ফায়ারের সাথে। জ্যাক উচু একটা লাফ দিলো এবং রোজার মুখ বরাবর একটা পান্স দিলো। রোজা কিছু না করে সেখানে দাঁড়িয়ে ছিলো হাসি মুখে। রোজাকে দেখলে মনে হবে সে জানতো এই পান্সটা টাকে কিছু করতে পারবে না। জ্যাকের এট্যাক এতো মারাত্মক ছিলো যে তা একটা মনস্টারকে টুকরো টুকরো করে দিতে পারতো এখন। তবে এট্যাকটার ফলে রোজার কিছুই হলো না। সে দাঁড়িয়ে ছিলো এমন একটা ভাব নিয়ে যে তার মুখে তুলো এসে পরেছে একটা। জ্যাক এতো ক্ষন কিছু ভাবতে পারে নি। তবে তার চিন্তা ভাবনা এখন তার কাছে ফিরে এসেছে।
-->> কি হয়েছিলো আমার সাথে? (জ্যাক)
-->> ছোট একটা ট্রিকস আমার ট্রিকস্টার গডেস এর থেকে। "ট্রিপল ফ্লাশ" তোমার এট্যাকে দেওয়া ড্যামেজ তোমার কাছে ফেরত যাবে তিনগুন তিন সেকেন্ডের মধ্যেই। ওয়ান, টু এবং গুড নাইট।(রোজা)
<<টুট টুট টুট টুট>>
<<ব্রিং মি ব্যাক স্কিল একটিভ হচ্ছে।>>
<<হোস্ট তার মৃত্যুর এক ঘন্টা পূর্বে পৌছে যাবে।>>
(২০০৮ শব্দ)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।