#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৬১
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টাওয়ার অফ গ্রিড)
জ্যাক এবং এমিলি টাওয়ার অফ গ্রিডের মধ্যে প্রবেশ করেছে। দুজনেরই প্রথম কোনো ডিম্যান টাওয়ার দেখা। কোনো গড বা গডেসই নিজস্ব কোনো টাওয়ার তৈরী করতে পারে না। ওয়েল সুপ্রিম গড ব্যতিত।
"তাহলে আমি বুঝতে পারছি না ডিম্যান কিং এই জায়গা কিভাবে বানিয়েছে?" (জ্যাক ভাবছে)
মাস্ক পার্টির বাকি সদস্যরা টাওয়ারের ভিতরের গেইটের সামনে দাঁড়িয়ে ছিলো। জ্যাক সিঁড়ির মাধ্যমে টাওয়ারের প্রথম ফ্লোরে প্রবেশ করার পর সবাই জ্যাকের আদেশের জন্য অপেক্ষা করছিলো। একটু পূর্বের মেসেজটা সবার ফোনেই এসেছে। যেটা দেখার পর তারা নিজ চোখকে বিশ্বাস করতে পারে নি। তাই তো এখন জ্যাককে কোনো কিছুই বলার সাহস তারা পাচ্ছে না।
-->> আপাতোতো আমাদের জয়েন্ট ক্যাম্পের দিকে যাওয়া উচিত, সেখানে আমরা এই জায়গা সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করতে পারবো। (রোজা)
সবাই চুপ থাকলেও রোজা ভালো একটা সাজেশন দিলো যা জ্যাকও চিন্তা করে রেখেছিলো।
-->> ঠিক আছে, আমরা সবাই জয়েন্ট ক্যাম্পের দিকে যাচ্ছি। (জ্যাক)
আন্ডারগ্রাউন্ড ড্যানজনে যেহেতু টাওয়ারের কেউ প্রবেশ করতে পারে না তাই ভিতরের নিউজ গুলো জানা অসম্ভব। তবে টাওয়ার থেকে অনেক বেশ কিছু প্লেয়ারই ছাব্বিশ এরিয়ার একটার মধ্যে প্রবপশ করেছে। তাই তাদের থেকে কম বেশী তথ্য আন্ডারগ্রাউন্ড ড্যানজনের মধ্যে আটকে থাকা প্লেয়ারদের কাছেও গিয়েছে। সেই অনুযায়ী রোজা জয়েন্ট ক্যাম্প সম্পর্কে জানে। টাওয়ারের প্রথম ফ্লোরের মধ্যে সব গুলো পার্টি তাদের ক্যাম্প তৈরী করেছে। শক্তিশালী এবং বড় পার্টি গুলো আলাদা ভাবে আলাদা জায়গায় নিজেদের ক্যাম্প তৈরী করেছে। আবার অন্যদিকে দুর্বল এবং ছোট ছোট পার্টিরা মিলে জয়েন্ট ক্যাম্প তৈরী করেছে। যেখানে সকল নতুন পার্টিই প্রবেশ করতে পারবে এবং থাকতে পারবে। গেইট দিয়ে প্রবেশের পরই রাস্তার মধ্যে বিভিন্ন সংকেতের মাধ্যমে জায়গা গুলোকে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে একটা জায়গার দিকে এরো দেখাচ্ছিলো।
-->> তাহলে আমাদের ডান দিকে যেতে হবে জয়েন্ট ক্যাম্পের দিকে যেতে হলে। (লুইস)
সবাই জয়েন্ট ক্যাম্পের দিকে পা বারালো। সবাই মাস্ক পরে ছিলো, যার কারনে তাদের আসল চেহারা ঢেকে ছিলো। তাদের উদ্দেশ্য নিজেদের চেহারাকে লুকানো ছিলো না, বরং নিজেদের পার্টির নামকে সার্থক করা।
* * * * *
(এক সপ্তাহ পরে)
জয়েন্ট ক্যাম্প, অনেক বড় একটা জায়গা। পুরো একটা ছোট শহরের মতো করে তৈরী করা হয়েছে। যদিও বাসা বাড়ি গুলো কাঠ এবং পাথর দিয়ে তৈরী করা হয়েছে তারপরও সেগুলো অনেক মজবুত অবস্থায় রয়েছে। জয়েন্ট ক্যাম্পের ভিতরে অনেক পার্টি একত্রে থাকে, যদিও এখানে তাদের মধ্যে ফাইট দেখা যায় তারপরও সেটা সেরকম মারাত্মক না। ক্যাম্পের চারিদিক দিয়ে কাঁটাযুক্ত বেরিগেড দেওয়া ছিলো যাতে করে মনস্টাররা সহজেই ক্যাম্পের মধ্যে প্রবেশ করতে না পারে। এই জয়েন্ট ক্যাম্পের মধ্যে তিন ধরনের প্লেয়ার আছে। এক যারা টাওয়ারকে ক্লিয়ার করে, দুই যারা দুর্বল হওয়ার কারনে কিছুই করতে পারে না ক্যাম্পে থাকা ছাড়া, আর তিন ক্যাম্প এবং ক্যাম্পে থাকা দুর্বল ব্যক্তিদের সুরক্ষিত রাখে মনস্টারদের থেকে।
-->> আমি শুনেছি এক সপ্তাহ পূর্বে নাকি একটা নতুন পার্টি এসেছে এখানে।
-->> ১৩ জন মেম্বার নিয়ে তাদের পার্টি আমি।
-->> আজব করার বিষয় তার সকলেই মাস্ক পরে।
-->> আরে তাদের পার্টির নামই মাস্ক পার্টি তাই মাস্ক তো পরবেই।
-->> কিন্তু এটা ভাবা যায় মাত্র ১৩ জনের একটা পার্টি ড্যানজন ক্লিয়ার করেছে।
-->> হয়তো আরো সদস্য ছিলো যারা আসার সময় বসের হাতে মারা গিয়েছে।
-->> হতে পারে, কারন আমরা আমাদের পার্টির অনেক সদস্য হারিয়েছিলাম এখানে আসার জন্য।
-->> আমি শুনেছি মাস্ক পার্টি এখনে আসার পর থেকেই একের পর এক মনস্টার জোন ক্লিয়ার করা শুরু করেছে।
-->> হ্যাঁ যেহেতু এই নিম্ন ফ্লোর গুলোতে আর কোনো ড্যানজন অবশিষ্ট নেই তাই মনস্টার জোনই তাদের জন্য ভালো একটা জায়গা লেভেল বৃদ্ধি করার জন্য।
* * * * *
(টাওয়ার অফ গ্রিড)
৫০তম ফ্লোরের মধ্যে একটা ব্যক্তি একাই দাঁড়িয়ে ছিলো। টাওয়ার অফ গ্রিডের মধ্যে ১০০ টা ফ্লোর রয়েছে। প্রতিটা ফ্লোরের মধ্যে একটা করে ফ্লোর বস থাকে। যাদের ক্লিয়ার করলে পরবর্তী ফ্লোরে প্রবেশ করা যায়। সাত ডিম্যান টাওয়ারের মধ্যে প্রতিটা টাওয়ারেই এক ব্যক্তি একটা ফ্লোর ক্লিয়ার করলে অন্যরাও পরবর্তী ফ্লোরে প্রবেশ করতে পারবে। টাওয়ার অফ গ্রিডেও এক ব্যক্তি ৫০ তম ফ্লোর পর্যন্ত চলে গিয়েছে মাত্র কয়েকটা বছরের মধ্যেই। আর যার ফলে টাওয়ারের সকল প্লেয়ারই এখন ৫০ তম ফ্লোর পর্যন্ত যেতে পারে। প্রতিটা ফ্লোরের মধ্যে আবার অনেক গুলো ড্যানজন থাকে, যেসবের মধ্যে অনেক মনস্টার থাকে। তাদের হত্যার মাধ্যমে বিভিন্ন ধরনের আইটেম এবং গোল্ড কয়েন পাওয়া যায়। প্রতিটা প্লেয়ারই জানে একটা ফ্লোরের ফ্লোর বস গুলো কতটা ভয়ানক হয়, তাই সকল ব্যক্তিই ফ্লোর বস ক্লিয়ারের বিষয়টা এক ব্যক্তির হাতে তুলে দিয়েছে। এবং অন্যান্য পার্টিরা মিলে ড্যানজন গুলো ক্লিয়ার করে। এ পর্যন্ত ফ্লোর ৩০ এর ড্যানজন প্লেয়াররা ক্লিয়ার করতে পেরেছে। এর উপরে শুধু এক ব্যক্তিই গিয়েছে যে কোনো ড্যানজনে হাত দেই না।
৩০ লেভেল পর্যন্ত একটা ড্যানজনও পাওয়া যাবে না আর। এই টাওয়ারে প্রতিটা ড্যানজন এক বার ক্লিয়ার করলে তা পরবর্তী বার ক্লিয়ারের কোনো সুযোগ থাকে না। তবে প্রতি ফ্লোরেই মনস্টার জোন থাকে। যাদের হত্যা করলে আবার এক সপ্তাহ পরে তারা আবারো জন্ম নিয়ে থাকে। এজন্য যেসব প্লেয়ার নতুন টাওয়ারে প্রবেশ করে বা যারা দুর্বল তারা এসব মনস্টার জোনের মনস্টার গুলো হত্যা করে নিজেদের লেভেল বৃদ্ধি করে।
-->> এসব বিষয় আসলেই আমার অনেক বিরক্তকর লাগছে এখন। এভাবে দুর্বল হওয়ার পরও আমার পাওয়ার কম হচ্ছে না।
৫০ ফ্লোরের ফ্লোর বসের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা কথাটা বললো। বস যেখানে দাঁড়িয়ে ছিলো সেটা খোলা একটা মাঠ ছিলো। চারপাশে দু চারটা বিশাল গাছ ছিলো। যাদের একটা থেকে লোকটা একটা ছোট চিকন ডাল ভেঙে নিলো। ডালটা হাতে নিয়ে সে তার মধ্যে সবুজ কালারের এক ধরনের এনার্জি প্রবেশ করলো। এনার্জিটা গাছের ডালে প্রবেশ করার সাথে সাথে সেটা উজ্জ্বল হয়ে উঠলো। লোকটার সামনে একটা মনস্টার দাঁড়িয়ে ছিলো যে একটা ওয়েভার্ন। এটি একটা মনস্টার যা দেখতে ড্রাগনের মতো হলেও এগুলো ড্রাগন ছিলো না। ড্রাগনের মোট চারটা পা থাকে যার চারটা দিয়েই তারা চলাচল করে এবং পিঠে তাদের বিশাল দুটো ডানা থাকে। তবে একটা ওয়েভার্নের পা থাকে দুটো এবং সামনে হাতের জায়গায় তাদের ডানা থাকে।
ওয়েভার্নটা লোকটাকে দেখার সাথে সাথেই তার দিকে নিজের ফায়ার ব্রিথ দিয়ে এট্যাক করলো। আগুন ওয়েভার্নের মুখ থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকা লোকটার চারপাশে ছড়িয়ে গেলো। তবে লোকটার কিছুই হলো না। সে আগুনের মধ্যে দাঁড়িয়ে ছিলো কোনো একটা ক্ষত ছাড়াই। ওয়েভার্নের আগুন এখনো লোকটার চারদিকে জ্বলছিলো যা তার দৃষ্টিকে ব্লক করে রাখছিলো। আগুনে তার কিছু না হলেও সে সামনে দেখতে পারছিলো না সেটার জন্য। তাই সে স্মুথ স্লাস দিয়ে তার হাতে থাকা গাছের ডালটা দিয়ে। আগুন তার সামনে দেওয়ালের মতো জ্বলছিলো। তবে তার স্লাসের কারনে আগুন দু টুকরো হয়ে গেলো এবং সাথে সাথে নিভে গেলো।
-->> তাহলে দেখা যাক এই ফ্লোরের মনস্টারটা কতটা শক্তিশালী।
লোকটা তার দৃষ্টি ওয়েভার্সের দিকে দিলো। তার ইচ্ছা ছিলো ভালো একটা ফাইট করার। কিন্তু সেটা সম্ভব হলো না। তার স্মুথ একটা স্লাসে শুধু আগুন কাটে নি, সেই সাথে ওয়েভার্ন টাও কেটে দু টুকরো হয়ে গিয়েছে। সাথে সাথে টাওয়ারের মধ্যে থাকা সকল প্লেয়ারের মোবাইলে মেসেজ চলে গেলো।
* * * * *
(দশম ফ্লোর)
দশম ফ্লোরের মধ্যে জ্যাক রয়েছে। তেরো জনের সদস্য নিয়ে জ্যাকের মাস্ক পার্টি। জ্যাক তার পার্টি মেম্বারদের নতুন একটা আদেশ দিয়েছে।
-->> তোমরা সকলে তিনজন করে টিম বানিয়ে এখন থেকে মনস্টার জোন গুলো ক্লিয়ার করার চেষ্টা করবে এবং যতদূর সম্ভব নিজেদের লেভেল বৃদ্ধি করবে। (জ্যাক)
এক সপ্তাহ পূর্বে এটাই ছিলো জ্যাকের আদেশ। এটা বলার পরই সে প্রথম ফ্লোর থেকে বের হয়ে যায় এবং দশম ফ্লোর পর্যন্ত বিভিন্ন ফ্লোরের মনস্টার জোন গুলোকে ক্লিয়ার করতে থাকে।
-->> আমি ভাবেও পারি নি, এই লেভেল বৃদ্ধির মাধ্যমে আমার স্ট্রেন্থও বৃদ্ধি পাবে। ওয়েল এটা স্বাভাবিক একটা ব্যাপারই হয়তো। প্রতিটা মনস্টার হত্যার পর আমি পরেরটা সহজেই হত্যা করতে পারছি এতে বোঝা যাচ্ছে আমি শরীর তাল মিলিয়ে নিচ্ছে পরিস্থিতির সাথে। (জ্যাক)
জ্যাক লেভেল আপ সিস্টেমটা কিভাবে কাজ করে তা কিছুটা বুঝতে পারলো। তবে একটা জিনিসই সে বুঝতে পারলো না,
-->> তবে এরকম মারাত্মক জিনিস কে বানিয়েছে? আমি নিশ্চিত এতে গ্রিডের কোনো হাত আছে, তবে এরকম জিনিস সে কারো সাহায্য ছাড়া বানাতেই পারবে না। (জ্যাক)
জ্যাক দশম ফ্লোরে অবস্থান করছিলো। সে একের পর এক মনস্টার জোন ক্লিয়ার করছিলো। মনস্টার জোন গুলো এমন একটা জায়গা যার যেটুকুর মধ্যে শুধু মনস্টাররা অবস্থান করে এবং সেখানেই তাদের জন্ম হয়। প্রতিটা মনস্টার জোনের মধ্যে যদিও ড্যানজনের মতো শক্তিশালী মনস্টার থাকে না তারপরও নতুন প্লেয়ার যাদের লেভেল কম তাদের লেভেল বৃদ্ধির জন্য পারফেক্ট একটা চয়েজ এই মনস্টার জোন গুলো।
-->> যেহেতু ৩০ তম ফ্লোরের আগ পর্যন্ত আর কোনো ড্যানজন নেই তাই আমাকে ত্রিশ তম ফ্লোর পর্যন্ত মনস্টার জোন গুলো ক্লিয়ার করে লেভেল বৃদ্ধি করতে হবে। (জ্যাক)
জ্যাক একটা জিনিস খেয়াল করেছে। তার লেভেল যত বৃদ্ধি পাচ্ছে তার এই হিউম্যান বডি তত বেশী শক্তিশালী হচ্ছে। আর একজন গড তার কাছে যেটুকু ক্ষমতা আছে তা একটা মানুষের দুর্বল শরীর দিয়ে কখনোই ব্যবহার করতে পারে না। কারন ততোটা পাওয়ার মানব শরীর সহ্য করতে পারে না এবং টুকরো টুকরো হয়ে যায়। জ্যাকও তার পুরো পাওয়ার ব্যবহার করতে পারে না। সে যখন গড ছিলো তখনকার তুলনায় এখন মাত্র তার পাঁচ শতাংশ পাওয়ারই সে ব্যবহার করতে পারছে। যা প্রয়োজনের থেকেও বেশী। তবে তার বডি যত শক্তিশালী হচ্ছে সেই সাথে তার পাওয়ারও বৃদ্ধি পাচ্ছে।
একটা মনস্টার জোনের মধ্যে জ্যাক প্রবেশ করেছে। সাধারণত মনস্টার জোন গুলো ঘন জায়গার মধ্যে হয়ে থাকে। বিশেষ করে জায়গা গুলো অন্ধকার হয়ে থাকে। অন্ধকার জায়গার মধ্যেই তাদের জন্ম হয় এক সপ্তাহ পর পর। জ্যাক এই এক সপ্তাহ ধরে অনেক মনস্টার জোনকে ক্লিয়ার করেছে। আস্তে আস্তে তার লেভেলও অনেকটা বৃদ্ধি পেয়েছে। জ্যাক তার মোবাইল হাতে নিলো। এখনো কোনো মনস্টার সে দেখতে না পেরে জ্যাক মোবাইলের সিস্টেমটা চেক করতে লাগলো। ড্যানজন থেকে টাওয়ারের আসার পর এই মোবাইলের সব অপশনই চেঞ্জ হয়েছে। মোবাইলের স্ক্রিনের মাঝখানে জ্যাকের ক্যারেক্টার দাঁড়িয়ে ছিলো, যা সে নিজেই ছিলো। একটা গেম চরিত্রে মতো ছিলো সেটা যার নিচে নাম লেখা ছিলো জ্যাকের। উপরে লেভেল এবং এক্সপির পরিমাণ ছিলো।
××× ×××
প্লেয়ারঃ জ্যাক
লেভেলঃ ২০
এক্সপিঃ ১০%
××× ×××
ক্যারেক্টারের দুইপাশ দিয়ে বিভিন্ন অপশন রয়েছে। মেসেজ যেটার মধ্যে মেসেজ চলে আসে জি. এম এবং অন্যান্য পার্টি মেম্বার থেকে। স্ট্যাট যা দিয়ে স্ট্রেন্থ, এজিলিটি, ভাইটালিটি এবং এনার্জি দেখা যায়। স্টোর যা দিয়ে বিভিন্ন ধরনের আইটেম কেনা যায়। স্কিল যা দিয়ে একটা প্লেয়ারের কয়টা স্কিল এবং সেগুলো কিভাবে কাজ করে সেটা দেখা যায়। এছাড়াও রয়েছে র্যাংকিং সিস্টেম, যা দিয়ে কে কয় নাম্বারে রয়েছে সেটা দেখা যায়। জ্যাক অনেকদিন হলো তার নিজ র্যাংকিং চেক করে না। তাই সে একটা ক্লিক করলো তাতে।
-->> এরকম আশা করি নি। বিশ লেভেল থাকার পরও আমার র্যাংকিং ৯৯৯৮। এটা ভাবা যায়? তাহলে আরো কত ব্যক্তি আছে টাওয়ারের মধ্যে? (জ্যাক)
হঠাৎ জ্যাকের মেসেজ অপশনে জি. এম থেকে একটা মেসেজ আসলো। সেটা দেখার জন্য সে ক্লিক করলো,
<<প্লেয়ার ডোয়ার্ক মল্ট ৫০ তম ফ্লোরের ফ্লোর বসকে হত্যা করে ৫০ তম ফ্লোর ক্লিয়ার করেছে। সকল প্লেয়ারের জন্য ৫১ তম ফ্লোর খুলে যাবে এখন থেকে।>>
জ্যাক নামটা দেখার পর কিছুটা অবাক হলো।
-->> ডোয়ার্ক মল্ট! সে না এক সপ্তাহ পূর্বেই ৪৯ তম ফ্লোর ক্লিয়ার করেছিলো? আমার ভাবতেই অবাক লাগছে সে সাতদিনে আরো একটা ফ্লোর ক্লিয়ার করে ফেলেছে। আমার তার সাথে দেখা করা উচিত একবার। (জ্যাক)
জ্যাক মোবাইলে মনোযোগী ছিলো, তখনি তার পাশে পিছন থেকে একটা মনস্টার তাকে এট্যাক করার চেষ্টা করলো। ঘন গাছপালায় ঘেরা অন্ধকার একটা জায়গা, তাই গাছের উপরে মনস্টার থাকলে তাদের দেখা একটু কষ্টকর হয়। জ্যাকের পিছনে গাছের ডালে একটা মনস্টার ছিলো, যেটা তাকে এট্যাক করছে। এমনি দেখলে মনে হবে জ্যাক প্রস্তুত ছিলো না। তবে শেষ সময়ে যখন মনস্টার জ্যাকের শরীরে আঘাত করবে ঠিক তখনি জ্যাক তার বাম হাত দিয়ে পিছনে এগিয়ে আসা মনস্টারের গলা ধরলো।
-->> তাহলে একটা স্নেক মনস্টার ছিলো। স্নেকদের উপরে আমার তেমন কোনো শত্রুতা নেই, তারপরও আমার উপরে আক্রমন করলে তো আমি ছেড়ে দিবো না। (জ্যাক)
"সুপার হিউম্যান স্ট্রেন্থ"
জ্যাক তার এবিলিটি ব্যবহার করে চাপ দিয়ে স্নেক মনস্টারের গলাকে পিষে ফেললো। স্নেকটার গলা জ্যাকের হাতের মধ্যেই দু টুকরো হয়ে গেলো।
-->> আমার পূর্ব ব্যাটেল সেন্সটা ভালোই কাজে দিচ্ছে। (জ্যাক)
জ্যাক এক সময়ে গড ছিলো। তাছাড়াও তার পাঁচ ইনকার্নেটের মধ্যে তিনটাই এক সময়ে তাদের ইউনিভার্সের বেস্ট ফাইটার্স ছিলো। সেই অনুযায়ী জ্যাকের ব্যাটেল সেন্স অনেক বেশী। অনেক ফাইট করতে করতে এক সময়ে ফাইটের একটা সেন্স তৈরী হয়ে যায়। যখন কোনো শত্রু কোন দিক দিয়ে আক্রমন করবে বা কোনো শত্রু লুকিয়ে থাকলে তাদের খুঁজে বের করা যায়। এটাকেই ব্যাটেল সেন্স বলে। জ্যাকের ব্যাটেল সেন্স অনেক বেশী হওয়ার কারনে পিছন থেকে এগিয়ে আসা মনস্টারকে সে অনুভব করতে পেরেছিলো।
-->> তাহলে এখন সব মনস্টার একই সাথে আসছো আমার কাছে। (জ্যাক)
পুরো মনস্টারের একটা হর্ডি জ্যাকের সামনে চলে এসেছে। যার মধ্যে বিভিন্ন ধরনের মনস্টার ছিলো। উল্ফ, গবলিন, স্নেক, স্পাইডার, জোম্বি ইত্যাদি মনস্টার একসাথে জ্যাককে চারপাশ থেকে ঘিরে ধরেছে।
-->> এক এক করে এদের হারানোর সময় আমার কাছে নেই এখন আর। আমাকে সব কিছু দ্রুত শেষ করতে হবে। (জ্যাক)
জ্যাক একটা প্লান তৈরী করলো। যা ফলো করে সে একপাশের মনস্টারের দিকে তার সুপার স্পিড এবিলিটি ব্যবহার করে যেতে লাগলো। এরপর সে তার ডান হাতে থাকা ব্রেসলেট এর মধ্য থেকে তার ফায়ার ড্রাগন সোর্ডটা বের করলো। ব্রেসলেটটা টাওয়ারে আসার প্রথম দিনেই সে স্টোর থেকে কিনেছিলো। একটা সাধারণ স্পেস রিং এর থেকে একটা স্পেস ব্রেসলেট এর মধ্যে বেশী আইটেম রাখা যায়। তাই সবাই কিছু গোল্ড কয়েন বেশী খরচ করে ব্রেসলেটই কেনার চেষ্টা করে। জ্যাক তার ফায়ার ড্রাগন সোর্ডটা দিয়ে খুব দ্রুত পাঁচ ছয়টা মনস্টারের মাথা কেটে ফেললো এবং তাদের মধ্যে থেকে বেরিয়ে গেলো। এতোক্ষনে জ্যাককে প্রায় দুইশত মনস্টারের মতো গোল করে ঘিরে ধরেছিলো। এগুলোর সংখ্যা বেশী হলেও এদের লেভেল এবং তাদের হত্যা করলে এক্সপি অনেক কম পাওয়া যায়। তারপরও ৩১ নং ফ্লোরে উঠার পূর্বে এগুলোই জ্যাককে লেভেল বৃদ্ধি করতে সাহায্য করবে। মনস্টারের তৈরী সার্কেল থেকে জ্যাক বেরিয়ে গেলে সকল মনস্টারই একসাথে জ্যাকের পিছে নিতে থাকে। তখন তারা গোল করে থাকলেও এখন সবাই একটা লাইনে জ্যাকের পিছনে আসছিলো। আর জ্যাক এটার জন্যই অপেক্ষা করছিলো।
"ইগনাইট"
জ্যাক তার ফায়ার ড্রাগন সোর্ডের এবিলিটি ব্যবহার করলো। সোর্ডকে ইগনাইট করার সাথে সাথে তার ব্লেড থেকে আগুন বের হতে শুরু করলো। সেই সাথে জ্যাকের পিঠের সাইড থেকে আগুনের একটা ডানা বের হয়ে গেলো। সোর্ডের ব্লেড তার খাপের মধ্যে থাকলেও বাইরে থেকে বোঝা যাচ্ছিলো সেটা আগুনে জ্বলছিলো। জ্যাক তার বাম পাকে পিছনের দিকে রাখলো এবং ডান পাকে সামনের দিকে এগিয়ে দিলো। এবার তার সমস্ত শরীরে ভর ডান পা এবং ডান হাতে রাখলো। বাম হাত দিয়ে সোর্ডের খাপকে শক্ত করে ধরলো এবং ডান হাত দিয়ে সোর্ডের হাতকে শক্ত করে ধরলো।
"ফ্লেম কুইক ড্র"
জ্যাক নতুন একটা সোর্ড স্কিল তৈরী করেছে। যেহেচু ব্লেডটা আগুনের ছিলো তাই সেটার নামও চেঞ্জ করা উচিত। এক সময়ে সে তার স্কিল গুলোকে "সোর্ড স্কিল ১" এরকম বলে ডাকতো, তবে ইনকার্নেট গুলোর সাথে এক হওয়ার পরে সেটা তার কাছে বোরিং লাগে। তাইতো অরিজানল নামেই তাদেরকে ডাকে এখন। যাইহোক, জ্যাক খুব দ্রুত তার খাপযুক্ত সোর্ডের হাত ধরে সেটা দিয়ে স্লাস দিলো সামনের দিকে। মনস্টাররা জ্যাকের থেকে অনেক দূরে অবস্থান করছিলো এবং এগিয়ে আসছিলো। জ্যাকের ব্লেড থেকে ফায়ার ওয়েব বের হলো যা সামনে থাকা সব গুলো মনস্টারকে দু টুকরো করে দিলো। সব মনস্টারের শরীরে সেখানে কাট লেগেছে সেখানের অংশ গুলো পুরে গিয়েছে। জ্যাক তার সোর্ডকে আবারো খাপের মধ্যে রেখে সেটাকে ব্রেসলেটের স্টোরেজে পাঠিয়ে দিলো। পাঠানোর জন্য শুধু তাকে ভাবতে হয় এবং আইটেমকে ব্রেসলেটের সাথে স্পর্শ করাতে হয় তাতেই সেটা ব্রেসলেটের মধ্য চলে যায়। জ্যাক তার পকেট থেকে মোবাইলটা বের করলো এবং নিজের স্ট্যাটাস দেখতে লাগলো।
××× ×××
প্লেয়ারঃ জ্যাক
লেভেলঃ ২০
এক্সপিঃ ৯৯%
××× ×××
জ্যাক তাকিয়ে দেখলো তার এক্সপি এবং লেভেলের দিকে।
-->> এতোগুলো মনস্টারের পরও আমি ২১ লেভেলে যেতে পারলাম না। (জ্যাক)
জ্যাক যত লেভেল বৃদ্ধি করছে তার লেভেল বৃদ্ধি করার জন্য ততই বেশী মনস্টারকে হত্যা করতে হচ্ছে। যদিও উপরের ফ্লোরের মনস্টার জোনের মনস্টার গুলো শক্তিশালী তারপরও তা থেকে তেমন এক্সপি পাওয়া যায় না যেমনটা ড্যানজনের বস থেকে পাওয়া যায়। জ্যাক তার মোবাইলটাকে পকেটে রাখলো এবং পরবর্তী লোকেশনে যেতে লাগলো।
-->> এতোক্ষনে তো বাকিদেরও অষ্টম কিংবা সপ্তম ফ্লোরে চলে আসার কথা। কি জানি কি করছে তারা। (জ্যাক)
অন্যদিকে মাস্ক পার্টির বাকি সদস্যরা চারটা টিম তৈরী করেছে। প্রতি টিমের মধ্যে তিনজন করে ব্যক্তি ছিলো। রোজা নিজে সাজিয়ে দিয়েছে টিমগুলো। প্রতিটা টিমেরই প্রধান ফোকাস ছিলো লেভেল বৃদ্ধি করা। যেহেতু মোবাইলের মেসেজ অপশন দিয়ে পার্টি মেম্বারদের সাথে যোগাযোগ করা যায় তাই সকল টিমই কোনো সমস্যার মুখে পরলে একে অপরের সাথে কথা বলে। টাওয়ারের মধ্যে ড্যানজনের মতো অবস্থা খুব কমই দেখা যায়। বিশেষ করে নিম্ন ফ্লোর গুলোর মধ্যে আইটেমের জন্য মারা মারি তেমন হয় না। একদমই হয়না সেটা বলা যাবে না। মাস্ক পার্টির চারটা টিমই খুব দ্রুত মনস্টার হত্যা করে তাদের লেভেল বৃদ্ধি করছিলো। যদিও জ্যাকের মতো উপরের ফ্লোরে তারা এখনো যায় নি, তবে নিচের ফ্লোর গুলোর মনস্টার জোনগুলোই তারা ক্লিয়ার করছে একের পর এক।
চার টিমের একটার মধ্যে রয়েছে এমিলি, আয়াব এবং ইভা। এমিলি এবং ইভা সাপোর্টার হলেও এমিলি হিলিং স্কিল ব্যবহার করতে পারে। সেই সাথে আয়াব ড্যামেজ ডিলার হলেও মাঝে মাঝে শিল্ড নিয়ে ট্যাংকের কাজ করে থাকে।
-->> আমাদের পার্টির আরো কিছু সদস্য থাকলে ভালো হতো, তাতে করে লিডারের সাথেও কেউ যেতে পারতো। এখন তো লিডার একা রয়েছে। (ইভা)
-->> আমাদের লিডার একা হলেও সে একাই একশত। আর তার সাথে আমরা কেউ গেলে আরো তাকে পিছিয়ে রাখতাম। দেখবে তার সাথে যখন আমাদের দেখা হবে সে আরো অনেক শক্তিশালী হয়ে উঠবে তখন। (আয়াব)
-->> মনস্টার গুলো হত্যা করে একদম খুব কম এক্সপি পাচ্ছি। কেনো জানি মনে হচ্ছে স্লাইম হত্যা করছি এখন। এভাবে চললে তো আমাদের লেভেল বৃদ্ধি করতে অনেক সময় লাগবল। (ইভা)
-->> কিছু করার নেই এখানে আমাদের। যেহেতু পার্টি লিডার আমাদের বলেছে দ্রুত নিজেদের লেভেল বৃদ্ধি করতে, তাই আমি ধারনা করতে পারছি নি দ্রুতই লিডার ড্যানজন ক্লিয়ার করার চেষ্টা করবে। (এমিলি)
-->> তাহলে তো আমরা খুব দ্রুতই লিডারের সাথে আবারো ফাইট করতে পারবো। ঠিক আছে চলো তারাতাড়ি মনস্টার গুলো হত্যা করে আমরা লেভেল বৃদ্ধি করি। (ইভা)
তিনজনেই চললো আরো একটা মনস্টার জোনের দিকে। হাঁটতে হাঁটতে এমিলি অনেক কিছু ভাবছিলো।
"জ্যাক আমাকে অনেক পূর্বে বলেছিলো, ওর শরীরটা নাকি অনেক রহস্যের। সেটা দিয়ে তখন কি বুঝিয়েছিলো আমি বুঝি নি। তবে এখন হয়তো আমি বুঝতে পারছি কিছুটা। ওর কাছে রুলার অফ ডেড লিচ্ দ্যা আনডেড এর রিং রয়েছে, সেই উপলক্ষে তার কিছুটা এনার্জি এবং স্কিল পেয়েছে। তাছাড়াও ওর শক্তির মূল উৎস ড্রাগন। আমি কেয়ারলেস ছিলাম। ভেবেছিলাম ড্রাগনদের বিষয়ে হাত দিবো না। কিন্তু মনে হচ্ছে অলিম্পাস এটা সম্পর্কে জানতে পারলে আর শান্ত থাকতে পারবে না। আমাকে খুব দ্রুতই ওর সব সিকরেট গুলো জানতে হবে।" (এথিনা ভাবছে)
* * * * *
(টাওয়ারের কোনো এক জায়গা)
গ্রিড অন্ধকার একটা রুমের মধ্যে বসে ছিলো তার নতুন হোস্টের মধ্যে। শরীরটা তার জন্য আপাতোতো সময়ের জন্য পারফেক্ট ছিলো। সে তার সামনে থাকা হাজারো স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলো। যেখানে ৫০ তম লেভেল ক্লিয়ার করেছে এক প্লেয়ার।
-->> ডোয়ার্ক মল্ট, আমি কোনো মানুষই দেখি নি যে এতো দ্রুত এতো গুলো ফ্লোর ক্লিয়ার করতে পারে। তবে তুমি খুব স্পেশাল। আরো শক্তিশালী হয়ে উঠো এবং শেষ সময়ে আমার পারফেক্ট এবং সবচেয়ে শক্তি হোস্ট হয়ে উঠবে তুমি। (গ্রিড)
গ্রিডের পাশে থাকা গোল সাদা রঙের একটা স্টোন ছিলো ফুটবলের আকারে। সেটা হঠাৎ জ্বলে উঠলো। যা থেকে একটা পরিচিত ব্যক্তির চেহারা ভেসে উঠলো।
-->> আরে লোকি যে, হঠাৎ কি মনে করে আমার সাথে সাক্ষাত করলো প্রিন্স অফ এজগার্ড? (গ্রিড)
স্টোনটা অনেক ভিডিও কলের মতো কাজ করে। এক্সব্লক এবং এক্সব্লকের বাইরে দুই ভাবে যোগাযোগ করা যায়। এক অ্যাভেটারে মাধ্যমে এবং দুই ম্যাজিক স্টোনের মাধ্যমে। এক্সব্লক থেকে লোকি স্টোনের মাধ্যমে ডিম্যান প্রিন্স অফ গ্রিডের সাথে যোগাযোগ করছে।
-->> কেনো আমি কি আমার মতো লোভী একটা ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি না। (লোকি)
-->> সোজা পয়েন্টে আসো লোকি। (গ্রিড)
-->> ঠিক আছে, আমি তোমার টাওয়ারের মধ্যে একটা অ্যাভেটার বানাতে চাই। আর তুমি আমাকে শক্তিশালী একটা ব্যক্তিকে খুঁজে বের করতে সাহায্য করবে। (লোকি)
-->> আমার টাওয়ারে তুমি? (গ্রিড)
-->> হ্যাঁ সেখানে একটা ব্যক্তি আছে যার সাথে আমার কিছু অসমাপ্ত ব্যবসা রয়েছে। তাই সেটা আমাকে শেষ করতে হবে। (লোকি)
-->> তাহলে এটার মধ্যে আমার কি থাকছে? (গ্রিড)
-->> আমার একটা পাওয়ার কপি করতে দিবো তোমাকে। হবে? (লোকি)
-->> তোমার পাওয়ার দিয়ে আমি চোর হতে চাই না লোকি। ডিলের মধ্যে ভালো কিছু না থাকলে ডিল কখনো হয় না। (গ্রিড)
-->> তাহলে গুঙনির এর কপি বানাতে দিলে কেমন হবে? (লোকি)
লোকির কথাটা শোনার সাথে সাথে গ্রিডের মুখে হাসি উঠলো।
-->> একটা উচ্চতর গডের অস্ত্র! তাহলে ডিলটা খারাপ হবে না। (গ্রিড)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।