#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৬৪
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
জ্যাকের পুরো পার্টি তার উপরে হামলা করছিলো। শুধু মাত্র এথিনা এবং এরিয়েলই জ্যাকের উপরে এট্যাক করছিলো না। তবে দুজনেই তাদের বিষয় নিয়ে বিজি ছিলো। লোকির কাছে যে মাউন্ড জেম ছিলো সেটা দিয়ে সে সবার মাইন্ডকে কন্ট্রোল করতে পারলেও এথিনা এবং এরিয়েলের মাইন্ড সেভাবে কন্ট্রোল করতে পারে নি। এথিনার অতিরিক্ত রাগের কারনে মাইন্ড জেমের কিছুটা ইফেক্ট কাজ করছিলো যার উপরে। তার কারনেই সে পুরো ব্লাডলাস্ট মুডে থাকার সময়ে একটা বিস্ট যেভাবে তার শিকারের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেভাবেই সে তাকিয়ে আছে এরিয়েলের দিকে। চোখ দুটো দেখেই এথিনা বুঝতে পেরেছে তার সামনে মেয়েটা ম্যাডুসা। সেদিন গুহার মধ্যে তাকে দেখতে পেরে এথিনা এটা সন্দেহ করেছিলো তবে আজকে সে একদম সিওর হয়ে গেলো।
অন্যদিকে জ্যাকের উপরে তার নিজ পার্টির সবাই হামলা করছিলো। সবাই এই কয়েকদিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তাই তাদের সাথে জ্যাক সহজে পেরে উঠতে পারছিলো না।
"এদেরকে হত্যা করলো এক কথা ছিলো, কিন্তু হত্যা না করে তাদের নক ডাউন করা অনেক কষ্টকর একটা বিষয়। বিশেষ করে রোজাকে।" (জ্যাক ভাবছে)
জ্যাকের পার্টির সকলেই গডদের সাথে কন্ট্রাক তৈরী করে নিজেদেরকে তাদের অ্যাভেটার বানিয়ে ফেলেছে। তাই সবাই একসাথে যদি জ্যাকের সাথে ফাইট করে আর জ্যাক যদি সিরিয়াস হয়ে ফাইট না করে তাহলে এখানে সে মারাও যেতে পারে।
"অবশ্য মৃত্যুকে আমি ভয় করি না। শুধু ভয় করি সেই এবিলিটিকে।" (জ্যাক ভাবছে)
জ্যাক প্রতিটা এট্যাককে এড়িয়ে চলছিলো। তার পার্টির ট্যাংক ব্রান্ডেন এবং ভুসেকা দুজনেই তাদের হাতের শিল্ড নিয়ে জ্যাকের দিকে এগিয়ে আসছিলো। অন্যদিকে তাদের পার্টির ড্যামেজ ডিলার লুইস, শাও এবং আয়াব ট্যাংক দুজনের পিছন থেকে এট্যাক করছিলো। জ্যাক তাদের এট্যাক গুলো কোনো ভাবে এড়াতে পারলেও সমস্যা করছিলো সাপোর্টার গুলো। পিছন থেকে ম্যাজ চারজন তাদের শক্তিশালী স্কিল গুলো দিয়ে এট্যাক করছিলো জ্যাককে। যা সহজেই এড়াতে পারছিলো না জ্যাক।
"সবার মধ্য থেকে সবচেয়ে বিরক্তকর হলো রোজা।" (জ্যাক ভাবছে)
রোজার আইস স্কিল গুলো মারাত্মল ছিলো। যা আশে পাশের বায়ুকেও জমিয়ে দিচ্ছিলো। সেই সাথে দুজন হিলারের বিভিন্ন রকম বাফ ইফেক্টের কারনে জ্যাকের অবস্থা প্রায় শোচনীয় ছিলো।
-->> হয়তো এজন্য ড্রাকুলা আমাকে একবার বলেছিলো, "কখনো নিজের ফলোয়ারদের বেশী শক্তিশালী করবে না।" ও ড্রাকুলার কথা মনে পরে আরো একটা কথা মনে পরলো। কি জানি সে কি করছে এক্সব্লকের মধ্যে। তার অ্যাভেটারের সাথে যেহেতু কথা হয়েছে, হয়তো তার সাথেও কথা হবে একদিন। (জ্যাক)
জ্যাক নিজের চিন্তায় ব্যস্ত ছিলো। সে তার পার্টি মেম্বারের এট্যাক গুলো এড়িয়ে চলছিলো এবং নিজের সাথেই কথা বলছিলো। আর এই সব কিছু একটু দূরে বসে থাকা লোকি দেখছিলো এবং মুচকি মুচকি হাসছিলো। জ্যাক হঠাৎ লোকির দিকে তাকালো এবং বলতে লাগলো,
-->> তুমি এখনো চেঞ্জ হও নি লোকি, নিজের দুর্বলতাকে লুকানোর জন্য অন্যদের ফাইট করানোর অভ্যাসটা হয়তো তোমার চেঞ্জ হবে না কোনোদিনও। (জ্যাক)
জ্যাকের কথা শোনার পর লোকির মুখে শয়তানি একটা হাসি চলে আসলো। সে জ্যাককে উদ্দেশ্য করে বলতে লাগলো,
-->> একজন কিং কখনো ফাইটে যোগ দেই না। ঠিক তেমনি আমারও এখানে ফাইট করার কোনো প্রয়োজন হবে না। (লোকি)
-->> সকল কিং তো আর তোমার মতো ভিতু না যে একটা ফাইটকে ভয় পাবে। ভয় তো পাবারই কথা, অন্য ওয়ার্ল্ডে তো তোমার সেই অ্যাভেটারকে বন্ধী করে রাখা হয়েছে। তারপরও সেটা আমার দ্বারা। (জ্যাক)
জ্যাক কথাটা বলা শেষ করার সাথে সাথেই জ্যাকের সকল পার্টি মেম্বার থেমে গেলো। তারা আর কোনো এট্যাক করছিলো না। বরং সেন্স হারিয়ে মাটিতে পরে গেলো। জ্যাক লোকির দিকে তাকালো, সে রাগে জ্বলছিলো। তার চারদিক দিয়ে লাল রঙ এর এনার্জি বের হচ্ছিলো। লোকি হেঁটে তার জায়গা থেকে জ্যাকের কিছুটা কাছে এসে দাঁড়ালো।
-->> আমি শুধু এজগার্ডের ধূর্ত উইজার্ড নই, সেটা হয়তো আজকের ফাইটের পর প্রমান হয়ে যাবে। (লোকি)
লোকির হাতে একটা রিং ছিলো, যা মূলত তার স্পেস রিং। লোকির শরীর এখানে না থাকার কারনে সে তার অ্যাভেটারের শরীর কন্ট্রোলে নেওয়ার পর তেমন কোনো আইটেম এক্সব্লক থেকে আনতে পারে নি। তবে দুটো আইটেম সে এখনে আনতে পেরেছে। তাদের মধ্যে লোকির সেপ্টার বা স্টাফ যার মধ্যে মাইন্ড জেম লাগানো ছিলো এবং অপরটা তার স্পেস রিং এর মধ্যে। যা লোকি বের করে নিলো। একটা সোর্ড যার পুরো ব্লেডেটার রং ছিলো লাল। ব্লেডটার চারিদিক দিয়ে এনার্জি ডি.এন.এ এর মতো ঘুরপাক খাচ্ছিলো।
-->> লেভেটিন! (জ্যাক)
জ্যাক অবাক হয়ে কথাটা বললো। তার অবাকই হওয়ার কথা লোকির হাতে যে সোর্ডটা রয়েছে সেটা লোকির নিজের হাতে বানানো। এজগার্ডের গ্রেট উইজার্ড এজগার্ডের শ্রেষ্ঠ ডোয়ার্ফদের সাহায্যে এই সোর্ডটা তৈরী করেছিলো। যার সামনে অন্যান্য গডদের অস্ত্র গুলোও ছোট হয়ে যায়।
"মাল্টিপ্লিকেশন"
লোকি তার ফেন্সি সোর্ডটাকে দেখানোর জন্য বের করে নি। সে সাথে সাথে তার সোর্ডের এবিলিটি ব্যবহার করলো। সাধারণত লোকি তার সোর্ডের এই এবিলিটি ব্যবহার করে তার সোর্ডকে কয়েকশত কপি ব্যবহার করে তাদেরকে নিয়ন্ত্রন করতে পারে। তবে এখন একটা অ্যাভেটারের শরীরের থাকার কারনে সে নয়টার বেশী কপি তৈরী করতে পারলো না। লোকির হাতের সোর্ড থেকে এক এক করে নয়টা সোর্ড বের হলো যা লাল রঙ এর একটা এনার্জির কারনে হাওয়ার মধ্যে ভাসতে লাগলো। লোকি তার নয়টা ভাসমান সোর্ডকেই নিয়ন্ত্রন করছিলো আর প্রধানটা নিজের হাতে ধরে রেখেছিলো। জ্যাক অনেকটা সার্কেস দেখার মতো অবাক হয়ে সেগুলো দেখতে লাগলো। সে কখনো লোকির এই সোর্ড ব্যবহার করতে দেখে নি, শুধু এটা সম্পর্কে মুখে মুখেই শুনেছে। তবে আজকে লোকির সোর্ডটা ব্যবহার করতে দেখে সে অনেক কৌতূহলী হলো।
জ্যাককে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে লোকি তার ভাসমান নয়টা সোর্ড থেকে একটা সোর্ড জ্যাকের দিকে ছুঁড়ে দিলো। দুটো অনেকটা স্পিডে উড়তে উড়তে জ্যাককে আঘাত করার জন্য যাচ্ছিলো।
"আমি কিছু সময়ের জন্য কেয়ারলেস হয়ে গিয়েছিলাম।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার হাতের স্পেস ব্রেসলেট থেকে দ্রুত তার দুটো সোর্ড বের করলো। ফায়ার ড্রাগন এবং ওয়াটার ড্রাগন সোর্ড দুটো ক্রোস আকারে তার সামনে ধরলো। লোকির লেভেটিন এর দুটো কপি জ্যাকের দুটো সোর্ডের ব্লেডে লেগে ছিটকে গেলো পিছনের দিকে। লোকি এতেই থামলো না, সে তার বাকি সাতটা সোর্ডকেও পাঠিয়ে দিলো। একসাথে নয়টা সোর্ড জ্যাকের চারিদিক দিয়ে উড়তে লাগলো।
-->> আমি তখন অবাক হয়েছিলাম। তবে মাংকি কিং এর সাহায্য ছাড়া কখনো আমাকে হারাতে পারতে না। তোমার জন্য আমার সেই অ্যাভেটার এখন বন্ধী রয়েছে, তাই বাধ্য হয়ে আমাকে তার সাথের কন্ট্রাক ভাঙতে হয়েছে। তবে এখন আমি সে সব কিছুর প্রতিশোধ নিতে এসেছি। (লোকি)
-->> যদি ভেবে থাকো যে আমাকে হারাতে পারবে তাহলে তুমি স্বপ্ন দেখছো, আমি... (জ্যাক)
জ্যাককে আটকে দিয়ে লোকিই বলতে লাগলো,
-->> হ্যাঁ হ্যাঁ, তুমি গড অফ ওয়াটার পোসেইডন। তবে অলিম্পাস তোমার পিছনে না থাকলে তুমি সেই স্বাভাবিক গড গুলোদের মতোই একজন। তাই নো হার্ড ফিলিংস। (লোকি)
লোকি হেসে কথাটা বললো এবং তার নয়টা ফ্লায়িং সোর্ড দিয়েই সে জ্যাকের উপরে আক্রমন করলো। সোর্ড নয়টা একের পর এক জ্যাকের উপরে এট্যাক করে যাচ্ছে, তবে জ্যাক সেগুলোকে তার দুটো ড্রাগন সোর্ড দিয়ে আটকে দিচ্ছিলো। সব গুলো সোর্ডের এট্যাককে তার দুটো সোর্ড দিয়ে আটকানো জন্য কষ্টকর হয়ে যাচ্ছিলো। একের পর এক সোর্ড এট্যাক করে যাচ্ছিলো কোনো রেস্ট ছাড়াই। প্রথম প্রথম জ্যাক ঠিক মতো কাউন্টার করতে পারলেও আস্তে আস্তে তার স্ট্যােমানা শেষ হতে শুরু করলো। সোর্ড গুলো জ্যাকের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত করতে শুরু লাগলো। দুটো সোর্ড উড়ে সামনে থেকে জ্যাককে এট্যাক করলো এবং সেই সময়ে দুটো পিছন থেকে। জ্যাক তার ফায়ার ড্রাগন এবং ওয়াটার ড্রাগন সোর্ডের এবিলিটি ব্যবহার করলো।
"ইগনাইট"
ফায়ার ড্রাগন সোর্ডের ব্লেড দিয়ে আগুন বের হতে শুরু করলো এবং একই সাথে ওয়াটার ড্রাগন সোর্ড দিয়ে পানির ওয়েব। দুটো সোর্ড কে দুই দিকে ঘুরিয়ে দুটো স্লাশ দিলো। দুটো স্লাশে লোকির চারটা ফ্লায়িং সোর্ড দূরে ছিটকে গেলো। ঠিক সেই সময়েই লোকির আরো দুটো ফ্লায়িং সোর্ড জ্যাকের পিছন থেকে পায়ের হাঁটুতে এট্যাক করলো। জ্যাকের দুই পায়ে লোকির দুটো ফ্লায়িং সোর্ড গেঁথে রইলো। জ্যাক ক্লান্ত শরীরে থাকার জন্য সেটা খেয়াল করলেও সঠিক সময়ে সরে যেতে বা সোর্ড দিয়ে কাউন্টার করতে পারে নি। এই পর্যন্ত সে লোকির ফ্লায়িং সোর্ড গুলোর সাথে হাজার বারের মতো কাউন্টার করার চেষ্টা করেছে। তাই তার শরীর অনেকটা ক্লান্ত ছিলো।
-->> এই খেলনা ড্রাগন সোর্ড গুলো তখনো আমার উপরে কাজ করে নি, আর এখনো সেটা কাজ করবে না। (লোকি)
লোকি এগিয়ে আসতে আসতে কথাটা বললো। জ্যাক তার পা থেকে টান দিয়ে দুটো সোর্ড বের করে ফেলে দিলো লোকির দিকে, তবে লোকির শরীরে স্পর্শ করার পূর্বেই সেগুলো আবারো হাওয়ার মধ্যে ভাসতে শুরু করলো।
"সুপার হিলিং"
জ্যাক তার এবিলিটি সুপার হিলিং ব্যবহার করলো। এটা নিয়াকের এবিলিটির মধ্যে একটা ছিলো, যা অনেক স্পিডে জ্যাককে হিল করে দিচ্ছিলো। তবে যেহেতু তার এবিলিটি ব্যবহারের জন্য তার স্ট্যােমানার প্রয়োজন হচ্ছিলো তাই জ্যাক আরো ক্লান্ত হচ্ছিলো।
"সুপার স্ট্রেন্থ"
জ্যাক শক্ত হয়ে দাঁড়ালো, ফাইটটাকে সে সেন্স হারানোর পূর্বেই শেষ করতে চাচ্ছিলো। তাই তো সে তার সুপার ন্যাচারাল এবিলিটি ব্যবহার করলো। শরীরে কিছু সময়ের জন্য প্রচুন্ড স্ট্রেন্থ চলে আসলো জ্যাকের। তবে সেটা বেশী সময়ের জন্য ছিলো না।
"এন্টি ম্যাটার জোন"
হঠাৎ তাদের ফাইটের পুরো এরিয়ার মধ্যে একটা ব্যারিয়ার তৈরী হলো, যার ভিতরে কোনো ম্যাজিক বা এবিলিটি কাজ করছিলো না। জ্যাক তার সুপার স্ট্রেন্থের সাথে তার সুপার হিলিং ব্যবহার করছিলো, কিন্তু হঠাৎ দুটোই ক্যান্সেল হয়ে গেলো। সে আর কোনো এবিলিটিই ব্যবহার করতে পারছিলো না।
-->> হাহাহাহা। আমি একজন গ্রেট উইজার্ড, যে ম্যাজিকের সর্বোচ্চ অধ্যায়ে চলে এসেছি। এখন এই জোনে আমি বাদে কেউ কোনো এবিলিটি কিংবা ম্যাজিক ব্যবহার করতে পারবে না। (লোকি)
লোকি কথাটা হাসতে হাসতে বললো। তার কথায় জ্যাক অনেকটা বিরক্ত হলো। সে এই ব্যাপার নিয়ে ভাবেও নি, যদিও সে এক সময়ে একজন গড ছিলো তারপরও লোকির এই স্পেলটা মারাত্মক ছিলো। তবে তখন জ্যাককে ভয় পেতে হতো না। কারন গড অবস্থায় তার কাছে গডলি বডি ছিলো যেটাকে সহজেই হত্যা করা সহজ ছিলো না। তবে এখন সে একটা সাধারণ মানুষ যার সাথে ফাইট হচ্ছে এক্সব্লকের সবচেয়ে ধূর্ত এবং শক্তিশালী ম্যাজিক জানা এক গডের সাথে।
-->> আমি পূর্বে তোমাকে এসব ব্যবহার করতে দেখি নি? (জ্যাক)
জ্যাকের মাথায় হঠাৎ একটা কথা চলে আসলো। সে জ্যাক ইনকার্নেটেই লোকির অ্যাভেটারের সাথে ফাইট করেছিলো। এমনকি এখনো একটা অ্যাভেটারের সাথে ফাইট করছে। দু জায়গাতেই লোকি তার অ্যাভেটারের শরীরকে কন্ট্রোল করে রেখেছিলো। তবে একটা বিষয় সে বুঝতে পারছে না, কেনো সে পূর্বের সময়তার ম্যাজিক গুলো ব্যবহার করে নি।
-->> এসব স্পেল ব্যবহার করলে তো পূর্বের মতো আলু ভর্তা হতে না। (জ্যাক)
জ্যাক এখানে হেল্পলেস ছিলো। তার শরীরে কোনো স্ট্যােমানা ছিলো না এতোক্ষনে, সে পুরো ক্লান্ত ছিলো, তাই আপাতোতো কথা বলে সময় পার করতে চাচ্ছিলো সে, যাতে একটু হলেও স্ট্যােমানা সে ফেরত পায়।
-->> আমাদের এজগার্ডের সম্পর্কে তো তোমরা কিছুই জানো না। আমরা তোমাদের অলিম্পাসের মতো মেয়ে ভোগী কিছু প্রাণী না যে নিজ অ্যাভেটারের শরীর নিয়ে সুন্দরীদের পিছনে ঘুরে বেরাবো। যদিও বাকিরা এজগার্ডের নিয়মকে মেনে চুপ ছিলো, কিন্তু আমি নয়। আমি যদি আসল এজগার্ডের রাজা নাই হতে পারি অন্তত চেয়েছিলাম আমার অ্যাভেটারের ওয়ার্ল্ডকে রাজ করতে। কিন্তু সেখানেই তোমার সাথে দেখা। ওডিনের স্পেলের কারনে আমি আমার ম্যাজিক ব্যবহার করতে পারি নি তখন, কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন। অলিম্পাসের সাথে যুদ্ধের জন্য ওডিন আমাকে আমার ম্যাজিক ব্যবহার করতে দিয়েছে। আর এটাই আমার সুযোগ তোমার সাথে প্রতিশোধ নেওয়ার। (লোকি)
লোকি কথাটা স্বাভাবিক ভাবেই হেসে হেসে বলছিলো। সে সিওর হয়ে গিয়েছিলো জয় তারই হবে। তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে যে জ্যাককে কষ্ট দিয়ে সে হত্যা করবে। তবে তার একটা ক্যালকুলেশন ভুল ছিলো এখানে। তাদের ফাইটের অপর দিকে জ্যাকের পার্টির সকল মেম্বারই সেন্স হারিয়ে পরে আছে। জ্যাক লোকিকে তাদের থেকে একটু দূরে নিয়ে এসেছে যাতে করে লোকি তাদের কোনো ভাবে হত্যা না করতে পারে। তবে সবার মধ্যে এরিয়েল এবং এথিনা দাঁড়িয়ে ছিলো, দাঁড়িয়ে ছিলো বললে ভুল হবে। বরং তারা দুজনে ফাইট করছিলো এতক্ষন। তাদের ফাইটটা পুরোই ইনটেন্স ছিলো। এরিয়েল তার স্কিল বুকপেইজ ব্যবহার করতে পারছে এখন। এটা এমন একটা এবিলিটি বা স্কিল যা এরিয়েলকে তার গল্পে লেখা সমস্ত চরিত্রের আইটেম, এবিলিটি, স্পেল, স্কিল ব্যবহার করতে দেই। এটা অনেকটা ওভার পাওয়ার স্কিল হলেও এটার রিক্সও রয়েছে। বুকপেইজ স্কিলটা ব্যবহার করলে এরিয়েলের হাতে একটা বই চলে আসে যার মধ্যে মাত্র বিশটা পেইজ থাকে। এরিয়েল এই বিশটা পেইজ কেনো এবিলিটি, আইটেম, স্কিল, স্পেল ভেবে ছিড়লে সেটা সে ব্যবহার করতে পারবে। তবে বিশটা স্কিল পেইজ ছিঁড়ে ফেললে তাকে বিশদিন অপেক্ষা করতে হবে আবারো তার স্কিল বুকপেইজ ব্যবহার করার জন্য। যেহেতু এরিয়েল এই একমাত্র স্কিল বাদে আর কোনো স্কিলই ব্যবহার করতে পারে না, তাই তার স্কিল কুলডাউনের সময় গুলো এতোদিন তার কাছে বেশ বিরক্ত কর। ছিলো। তবে এখন আর সে পূর্বের এরিয়েল নয়। তার পূর্ব জীবনের স্মৃতি গুলো ফিরে আসার ফলে সে এখন সমস্ত জ্ঞান বহন করছে।
-->> আমি আবারো বলছি ম্যাডুসা তুমি পোসেইডনের থেকে দূরে থাকো। পোসেইডন শুধু আমার। (এথিনা)
এথিনা একটা কথায় বার বার বলছে। যদিও সে এটা বলতে চাচ্ছিলো না তবে লোকির মাইন্ড জেমের ইফেক্টে পরে সে তার মনের কথা গুলো মনে রাখতে পারছে না। তাদের মধ্যে ভয়ানক একটা ফাইট শুরু হয়েছিলো। যদিও এথিনার তার গডলি ফর্মে আসে নি, তারপরও সে এমনিতেই অনেকটা শক্তিশালী। তবে এরিয়েলের সাথে সে এভাবে পেরে উঠতে পারছিলো না। এরিয়েল তার গল্পের চরিত্র গুলোকে অনেক ভালো করেই জানে। তাই এথিনা কিরকম এবং কতটা শক্তিশালী সেটাও ভালো করেই জানে। এথিনার পাওয়ারকে কিভাবে কাউন্টার করতে হবে সেটাও সে ভালো করেই জানে। এথিনা একের পর এক শক্তিশালী এবং ভয়ানক স্পেল গুলো ব্যবহার করছিলো এরিয়েলের উপরে। তবে এরিয়েল তার বুকপেইজ এবিলিটি ব্যবহার করে তার গল্পের সবচেয়ে শক্তিশালী স্কিল ব্যবহার করছে।
"গড শিল্ড"
এটা এমন একটা শিল্ড যা কোনো মর্টাল সারাজীবন চেষ্টা করেও ভাঙতে পারবে না। যদিও এথিনা একজন গডেস তারপরও সে এখন তার অ্যাভেটারের শরীরে আছে। তার শক্তি এখন যতই হোক না কেনো তার আসল শরীর না থাকলে সে কখনোই এই শিল্ডকে ভাঙতে পারবে না। অবশ্য এমন নয় যে এটা ভাঙা যাবে না। এটা ভাঙার বেশ কয়েকটা নিয়ম রয়েছে। তবে আপাতোতো সেটা এরিয়েল বাদে এখানের কেউই জানে না। লোকি এবং জ্যাকের ফাইটের সময় লোকির একটা ফ্লায়িং সোর্ড এদিকেই আসছিলো জ্যাকের সোর্ড ইগনাইট করার সময়। আর সেটা এরিয়েলের শিল্ডের সাথে বারি খেয়ে অনেকটা দূরে চলে যায়।
* * * * *
একটা লোক টাওয়ারের উপরের ফ্লোর থেকে একুশতম ফ্লোরে এসেছিলো তার পছন্দের খাবার খেতে। একুশতম ফ্লোরে অনেক ধরনের মনস্টার রয়েছে। যাদের মধ্যে জায়েন্ট র্যাবিট বা খরগোশ এক শ্রেনীর। এরা প্রায় মানুষের সমান দেখতে বডিবিল্ডার খরগোশ যাদের শরীরে একটা হাতির মতো শক্তি রয়েছে। যদিও এগুলো মনস্টার তারপরও এদের মাংস গুলো টাওয়ারের মধ্যে সবচেয়ে সুস্বাদু খাবারের মধ্যে একটা। লোকটা উপর টাওয়ার থেকে শুধুমাত্র এই বডিবিল্ডার খরগোশের মাংস খাওয়ার জন্যই আবারো একুশতম ফ্লোরে এসেছে। তার সুন্দর একটা লোকেশন বেছে নিয়ে ক্যাম্পফায়ার তৈরী করেছে। এবং আগুনে বডিবিল্ডার খরগোশের কাবাব বানাচ্ছিলো। এই মনস্টার গুলো অনেক রেয়ার হয়ে গিয়েছে। কারন প্রতি সপ্তাহে মাত্র একশত এর মতোই শুধুমাত্র এই একুশতম ফ্লোরে এরা স্পন হয়। তাই এক ঘন্টা পরই তাদের আর খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন প্লেয়ার এদেরকে হান্ট করার জন্য রেডি হয়ে থাকে। লোকটা খুব কষ্টে খোঁজার পর একটাকে জীবিত পেয়েছিলো, যাকে হত্যা করতে গিয়েই সে অধিকাংশ মাংস নষ্ট করে ফেলেছে। যেটুকু ছিলো এটুকুতে তার পেট না ভরলেও এটা তার তৃপ্তি মেটাতে পারতো এক সপ্তাহের জন্য। তাই তো অনেক যত্ন সহকারে বিভিন্ন মশলার সাহায্যে সে কাবাব বানাচ্ছিলো।
-->>ও আমি ভুলে গেছি, আমি সস আমার ব্যাগের মধ্যে রেখেছিলো।
লোকটা পিছনের দিকে তার ব্যাগ থেকে সস নিয়ে আসলো। সে তার কাবারের দিকে যখন তাকালো তখন সে বিশ্বাস করতে পারছিলো না। একটা বিশাল সোর্ড তার কাবারের গায়ে গেঁথে আছে এবং সেটাকে কয়লা আগুনে ফেলে দিয়েছে। যদিও সেটা পুরো নষ্ট হয়নি, তারপরও সেটার টেস্টিং এখন নষ্ট হয়ে গেছে। লোকটার চোখ দিয়ে আগুন বের হতে লাগলো। সে এগিয়ে যেতে লাগলো এবং কারা এই কাজে লিপ্ত ছিলো তাদের খুঁজতে লাগলো।
-->> একটা এন্টি ম্যাটার ব্যারিয়ার! তাতে আমার কি? শেষ মেষে এটাও একটা ম্যাজিক স্পেল।
লোকটা ব্যারিয়ারের মধ্যে ঢুকে গেলো। একটু আগে থেকেই সে পাশে প্রচন্ড শব্দে একটা ফাইট হচ্ছিলো বলে অনুভব করেছে। সেদিকে কোনো গুরুত্ব না দিয়ে সে তার কাবাবের দিকে ফোকাস দিয়েছিলো। তবে তার শেষ কাবারের অংশ টুকু যেহেতু নষ্ট করে ফেলেছে কেউ তাই কোনো ভাবেই সে এটাকে সাইডে রাখতে পারবে না এখন আর। লোকটা ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করলো এবং কার সোর্ড তাকে সে খুঁজতে লাগলো। সোর্ডটা হাতে নিয়ে সে দেখতে পেলো ঠিক সেই সোর্ডই অন্য একজনের হাতে দেখতে পেলো।
-->> ঔ এই সোর্ড কি তোমার নাকি?
লোকি এবং জ্যাক কথার মাঝে ছিলো ঠিক তখনি এক অচেনা লোকের আগমন হয়েছে। লোকি কোনো ভাবে লোকটাকে চিনতো পারলো না সেই সাথে জ্যাকও পারলো না। লোকি কোনো কথা না বলে লোকটার হাত থেকে তার ফ্লায়িং সোর্ড ফেরত নিতে চাইলো, তবে লোকটার হাত থেকে সোর্ডটা নরার কোনো নামই নিচ্ছিলো না।
"এটা কিভাবে সম্ভব?" (লোকি ভাবছে)
-->> আমি আবারো জিজ্ঞাসা করছি এই সোর্ডটা কার?
লোকটা কথাটা বললো। জ্যাক এবং লোকি দুজনের পা কাঁপতে শুরু করলো। তারা বুঝতে পারছিলো না তারা কি দেখছিলো তবে লোকটার প্রতিটা কথা দুজনের বুকে ভয়ের সৃষ্টি করছিলো। হ্যাঁ এটা ব্লাডলাস্ট ছিলো যা বের হচ্ছিলো অচেনা লোকটার শরীর থেকে। লোকি কাঁপা কাঁপা কন্ঠে বলতে লাগলো,
-->> আআআমামামাররর। (লোকি)
লোকির কথা শেষ হতে পারলো না তার আগেই লোকটা চোখের পলকে লোকির সামনে এসে দাঁড়ালো। জ্যাক এবং লোকি কেউই খেয়াল করে নি। এক মুহূর্তে সে যেখানে দাঁড়িয়ে ছিলো সেখান থেকে সে লোকির কাছে চলে গেলো। সোর্ডটা নিচে ফেলে দিয়ে সে প্রচন্ড বেগে একটা পান্স দিলো লোকির ডান গালে। পান্সটা যদিও সাধারণ ছিলো কারন তার থেকে বাইরে কোনো ইমপ্যাক্ট তৈরী হয় নি। তবে পান্সটার ফলে লোকির চেহারার অবস্থার বারোটা বেজে গেলো। তার থোবরাকে চেনায় যাচ্ছিলো না একটা পান্সেই। এবার লোকটা তাকালো জ্যাকের দিকে। জ্যাকের শরীর এখনো কাপছিলো। সে কোনো ভাবেই তার ভয়কে কাটিয়ে তুলতে পারছিলো না। সে লোকির দিকে তাকালো। যে এক পান্সেই সেন্স হারিয়ে ফেলেছে।
* * *
To Be Continued
* * *
প্রশ্ন!
কে হতে পারে এই ব্যক্তিটা?
{নোটঃ একটা বিষয় ক্লিয়ার করি, যদিও পূর্বে এরিয়েলকে বিভিন্ন ধরনের স্পেল বা স্কিল ব্যবহার করতে দেখা গিয়েছে, তবে সব গুলোই তার একমাত্র স্কিল বুকপেইজের জন্য সম্ভব হয়েছে। "রাইটার্স ভিউ" সহ সকল স্কিলই বুকপেইজের জন্য সম্পূর্ণ করেছে সে। }
কেমন হলো জানাবেন।