আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King পর্বঃ ৯০

হৃদয় বাপ্পী
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]

#Demon_King#

পর্ব:৯০

লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(ড্যানজন)

একটু পর পরও প্রচন্ড শব্দে ব্লাস্ট হচ্ছিলো। দুজন ফায়ার ম্যাজ একসাথে তাদের ফায়ার স্পেল ব্যবহার করেও এলেক্সকে কোনো ভাবে ড্যামেজ দিতে পারছিলো না। এলেক্সের সকল স্ট্যাটই ১৫% বৃদ্ধি পেয়েছে। তাই তার স্পিড ও আগের থেকে ১৫% বেশী হয়েছে। নিজের কাছেও ফায়ার এট্রিবিউট থাকার কারনে এলেক্স সেটার নরমাল স্পেল গুলোর প্যাটার্ন খুব ভালো করেই জানে। তাইতো তার স্পিডের কারনে সে ফায়ার ম্যাজ দুটোর স্পেল গুলো খুব সহজেই এড়িয়ে যেতে পারছিলো। দুজনের একজন ছেলে এবং একজন মেয়ে, এলেক্স তার ইনফো স্কিল দিয়ে তাদের লেভেল চেক করেছে, তারা দুজনেই ১৪০ লেভেলে ছিলো। মানে তার এলেক্সের থেকেও শক্তিশালী ছিলো লেভেলের দিক দিয়ে। তাই বলে এটা নয় যে এলেক্স এখানেই হেরে যাবে। সে তার সিকরেট গুলো এখনো ব্যবহারই করে নি।

-->> আমার বিশ্বাস হচ্ছে না একজন মানা ইউজার কিভাবে এতো ফাস্ট হতে পারে। (হেয়া)

ডিউক কন্যা হেয়া কিছুটা অবাক হলো। শুধু সে না তার টিমের সকলেই অবাক হয়েছে। একাডেমির এমন কোনো ব্যক্তি এখন নেই যে কিনা এলেক্সের সম্পর্কে জানে না। যদিও এখনো অনেকে এলেক্সকে দেখে নি। তারপরও কম বেশী সবাই এলেক্সের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। তাদের খোঁজ খবর নেওয়ার মাঝে কোথাও কোনো বিষয় উল্লেখ ছিলো না যে এলেক্স একটা অউরা ইউজারের মতোই ফাস্ট মুভমেন্ট করতে পারে।

-->> আমাদের বিপক্ষে শুধু ফাস্ট হলেই হবে না। তোমরা শেষ করো তো তারাতাড়ি এটা। (হেয়া)

হেয়ার আদেশ পাওয়ার সাথে সাথে তিন জন অউরা ইউজার কয়েক সেকেন্ডের মধ্যেই এলেক্সের সামনে চলে গেলো তাদের সোর্ড নিয়ে। তিনজন তাদের সোর্ড দিয়ে একসাথে এট্যাক করলো, এলেক্স শেষ সময়ে তার ইনভেন্টরি থেকে তার টু হ্যান্ডেড সোর্ডটা বের করলো। এটা সেই সোর্ড যেটা সে টু হ্যাডেড ওগ্রেকে মেরে পেয়েছিলো। মুন ড্যাগারকে সে ইনভেন্টরির মধ্যে রেখে দিলো এবং দুই হাত দিয়ে হ্যাভি সোর্ডটা উচু করলো। সোর্ডের বিশাল ব্লেডে তিনজনের ব্লেডই আটকে দিলো এলেক্স।


"একটা মানা ইউজারের এতোটা স্ট্রেন্থ থাকতে পারে সেটা পুরো কল্পনার বাইরেই।" (এলেক্সকে আক্রমন করা তিন ব্যক্তির একজন)

এলেক্স তার স্ট্রেন্থের সাহায্যে তিনটা অউরা ইউজারের ব্লেডই আটকে রেখেছিলো তার বিশাল সোর্ড দিয়ে। সে কাউন্টার করতে যাবে ঠিক তখনি ডান সাইড থেকে আরেকজন অউরা ইউজার এলেক্সের মাথা বরাবর একটা তীর মারলো। তীরটা এলেক্স অনেক দেরীতে লক্ষ করার ফলে সরে যেতে পারে নি। তারপরও শেষ সময়ে মাথাটা সরিয়ে ফেলার কারনে শুধু ডান চোখের একটু উপরে একটা কাট দিয়ে তীরটা চলে যায়। এলেক্স পূর্বে এভাবে এভাবে মানুষদের সাথে ফাইট করে নি। যেহেতু সে মনস্টার দের সাথেই ফাইট করেছে তাই মনস্টারের প্যাটার্নেই তাদের সাথে ফাইট করছিলো। যার কারনে সে আশা করে নি যে একসাথে এতো গুলো ব্যক্তি তাকে আক্রমন করবে।

"কিন্তু এখন মনে হচ্ছে তারা নোংরা খেলতে পছন্দ করে। তাহলে আমাকেও নোংরা খেলতে হবে।" (এলেক্স ভাবছে)

"এসাসিন্স অউরা"

এলেক্স তার স্কিল এসাসিন্স অউরা ব্যবহার করলো। পুরো চল্লিশ জনের মধ্য থেকে শুধু হাতে গোনা কয়েকজন বাদে সবাই প্যারালাইস হয়ে গিয়েছে পাঁচ সেকেন্ডের জন্য। আর এলেক্সের এই পাঁচ সেকেন্ডই প্রয়োজন ছিলো যারা প্যারালাইস হয়েছে তাদের ডাউন করা।

"কুইক স্টেপ"

এলেক্স তার এসাসিন জবের একটা স্কিল ব্যবহার করলো। কুইক স্টেপ যা এক মিনিটের জন্য এলেক্সের এজিলিটিকে অর্ধেক বারিয়ে দিয়েছে। এলেক্স তার হ্যাভি সোর্ডটাকে ফেলে দিলো মাটিতে এবং এই সময়ে তার ইনভেন্টরি থেকে মুন ড্যাগার এবং নেকরো ব্লেড বের করে নিলো। দুটো দুই হাতে নেওয়ার পর চোখের পলকে সে চার পাঁচটা রাউন্ড দিয়ে আসলো সেই জায়গা থেকে। 

-->> নোংরা শুধু তোমরা নও, আমিও খেলতে পারি। (এলেক্স)

পুরো ত্রিশটা ব্যক্তিকে এলেক্স ডাউন করে দিয়েছে। ত্রিশজনই এলেক্সের এসাসিন্স অউরা স্কিলের কারনে প্যারালাইস হয়ে ছিলো। আর এলেক্স সেই সময়ে দুটো ড্যাগারের সাহায্যে সবাইকে নকডাউন করে দিয়েছে। এবার শুধু এলেক্সের সামনে দশজন ব্যক্তি রয়েছে, হেয়া সহ বাকি নয়জন একই টিমের মধ্যে ছিলো। এবং তাদের চল্লিশ জনের মধ্যে তারাই সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলো। 

-->> বলতে হবে, আমরা এটা আশা করি নি। তারপরও একজন ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করা ব্যক্তি তো এতো দুর্বল হতে পারে না। অবশ্য কিছু ব্যক্তি দুর্বল হতেই পারে। (হেয়া)

হেয়া কথাটা ফ্লোরের উপরে সেন্সলেস হয়ে পরে থাকা এলিনের দিকে তাকিয়ে বললো। এলেক্স সেদিকে গুরুত্ব না দিয়ে এবার সিরিয়াস ভাবে ফাইট করার জন্য প্রস্তুত হলো। যেহেতু সে অধিকাংশ ব্যক্তিদেরই ডাউন করেছে, তাই তাকে আর কোনো গুপ্ত এট্যাক নিয়ে চিন্তা করতে হবে না।

-->> ঠিক আছে, আমাদের ডিভাইন বিস্টের কন্ট্রাকটর যখন বলছে আমরা নোংরা খেলা খেলছি, তাই এখন ভালো খেলা কাকে বলে সেটা দেখানো যাক। (হেয়া)

হেয়া কথাটা শেষ হওয়ার সাথে সাথে তাদের দশজনের থেকে হেয়ার বাম পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে এগিয়ে আসলো। ছেলেটার বয়স বিশ বা একুশের একটা হবে। এলেক্স তার ইনফো স্কিল ব্যবহার করলো,


××× ইনফো ×××

নেইমঃ সাবরি
লেভেলঃ ??? 

××× ×××

তিনজন ব্যক্তি ছিলো যাদের লেভেল এলেক্স দেখতে পারছিলো না। তাদের মধ্যে হেয়া, এই সাবরি এবং হেয়ার পাশে থাকা আরেকজন মেয়ে। তাছাড়া বাকি সাতজনের সবার লেভেলই ১৬০ এর উপরে ছিলো। 

-->> ছোট হলেও তোমার স্ট্রেন্থকে সম্মান করতে হবে। তাই আমিও আমার সর্বোচ্চ পাওয়ারই ব্যবহার করবো। আমার নাম সাবরি, এবং আমি ডিউক কন্যা প্রিন্সেস হেয়া এর পারশোনাল রয়েল নাইট। (সাবরি)

সাবরি তার পরিচয়টা দেওয়া শেষ করলো। এলেক্স এতোক্ষন তাদের পরিচয়ের কিছুই জানতো না। তার সামনের লোকটার থেকে শোনার পর সে বুঝতে পারতো।

"তাহলে রয়েল ফ্যামিলির কারো সাথে আমার ফাইট করতে হচ্ছে। এটা এখন আর ম্যাটার করে না। আমার পরিচিত কাউকে আমি পূর্বের মতো হারাতে চাই না। তাই তাদের যে এট্যাক করবে তাদের সবাইকেই আমার ব্লেডের সামনে দাঁড়াতে হবে। হোক সেটা এই কিংডমের কিং বা কোনো ডিউকের কন্যা।" (এলেক্স ভাবছে)

এলেক্স সাবরির দিকে তাকালো। ছেলেটার হাতে কোনো অস্ত্র ছিলো না। অন্যদিকে এলেক্সের হাতে দুটো ড্যাগার ছিলো। তাই সে বলতে লাগলো,

-->> আপনার তো অস্ত্র নেওয়া উচিত। (এলেক্স)

-->> আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার শরীরই অনেকটা অস্ত্রের মতো।

যেহেতু লোকটা এলেক্সের কাছে এসেছে তাই এলেক্স বুঝতে পারলো সে একজন অউরা ইউজার। আর ড্যাগার বা সোর্ডের সামনে কোনো অউরা ইউজারই খালি হাতে ফাইট করতে চাইবে না। তবে এই ব্যক্তিটা সম্পূর্ণ বিপরীত ছিলো। সে কোনো অস্ত্র হাতে না নিয়েই এসেছে ফাইট করতে। এলেক্স সেটা নিয়ে ভাবলো না। যেহেতু তার সামনের ব্যক্তিটার লেভেল সে দেখতে পারছে না তাই লোকটার পাওয়ার কেমন তা সে জানে না। সেটা জানার একটা মাত্রই উপায় তা হলো,

"ফাইট করা।" (এলেক্স ভাবছে)

এলেক্সের এসাসিন্স অউরা এই দশজনের উপরে কাজ করে নি। তাই বলা যাচ্ছে তাদের মেন্টাল পাওয়ার অনেক তাদের লেভেলের মতোই। তবে বাকিদের লেভেল বেশী হলেও তাদের মেন্টাল পাওয়ার কম ছিলো, তাই তো তারা এলেক্সের স্কিলের ইফেক্টে জরিত হয়ে যায়। এলেক্স সময় নষ্ট না করে দুটো ড্যাগার দুই হাতে নিয়ে চোখের পলকের মধ্যেই তার সামনের ছেলেটার পিছনে চলে গেলো। একটা ব্লাইন্ত স্পট দেখে এলেক্স আঘাত করলো সাবরির ঘাড় বরাবর। তবে সাবরি তার বাম হাত এগিয়ে দিলো, যার ফলে এলেক্সের মুন ব্লেড ঠিক সাবরির হাতে গিয়ে লাগলো। সাধারণ অবস্থায় এখানে সাবরির হাত কেটে যাওয়ার কথা ছিলো। কিন্তু তার কিছুই হলো না। এলেক্স কিছুটা পিছিয়ে গেলো এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করলো।

"এটা কিভাবে সম্ভব? আমার ফুল স্ট্রেন্থের একটা স্লাশ নিজের হাত দিয়ে আটকে দিলো। ওয়েট এ মিনিট, তার হাতে ওটা কি এনার্জি?" (এলেক্স ভাবতে লাগলো)

-->> তোমার স্ট্রেন্থ আছে বলতে হবে, তবে তুমি এখনো অভিজ্ঞতা অর্জন করতে পারো নি। টাওয়ারে শুধু যে মনস্টার রয়েছে এমন নয়। অনেক মানুষ রয়েছে যারা মনস্টারের থেকেও ভয়ঙ্কর। (সাবরি)

ছেলেটা কিছু বললো না সে কি করেছে, তবে এলেক্স বুঝতে পেরেছে। টাওয়ারে আসার পূর্বে তার বাবা তাকে একবার দেখিয়েছিলো। 

"বডিতে অউরা এনার্জি প্রয়োগ করে বডি রেইনফোর্স করা যায়। এর মাধ্যমে নিজের শরীরের যে কোনো একটা জায়গাকে শিল্ড কিংবা ব্লেড রূপে ব্যবহার করা যায়।" (এলেক্স ভাবছে)

এলমন্ড একবার এলেক্সকে শুধু মাত্র তার একটা আঙ্গুল দিয়ে গাছের মোটা কান্ড কেটে দেখিয়েছিলো। যা ঠিক এই ট্রিক ব্যবহার করেই। যদিও শেখায় নি এলেক্সকে তারপরও এলেক্স এটার থিওরিটা জানতে পেরেছে। আর এখন আরেকজন কে সেটা ব্যবহার করতে দেখে সে আরো ক্লিয়ার হলো। 

-->> বডি রেইনফোর্স, খারাপ না। (এলেক্স)

এলেক্সের কোনো শিল্ডের প্রয়োজন ছিলো না। তার শরীরে এমনিতেই একটা আর্মার ছিলো। যা খালি চোখে দেখা যায় না। এলেক্স তার দুটো ড্যাগারের ব্লেডে এনার্জি প্রয়োগ করলো। যার কারনে দুটো ব্লেডই এনার্জিতে উজ্জ্বল হতে লাগলো। এবার আর এলেক্স সেগুলোতে তার ফায়ার এট্রিবিউটের এনার্জি প্রয়োগ করলো না। বরং সে ডার্ক এট্রিবিউটের এনার্জি প্রয়োগ করলো। যার কারনে দুটো ব্লেডের শরীরেই কালো এনার্জিতে ঢেকে গেলো। 

-->> এটা নতুন, আমি কোনো মানা ইউজারকে আজ পর্যন্ত ব্লেড রেইনফোর্স করতে দেখি নি। (সাবরি)

সাবরি প্রস্তুত ছিলো এলেক্সের এট্যাকের জন্য। এলেক্স এবার আর দেরী না করে আবারো চোখের পলকে চলে গেলো এবার আর তার পিছনে না বরং সামনা সামনি সে এট্যাক করতে লাগলো। তার স্পিডের সাহায্যে সে একের পর এক এট্যাক করতেই লাগলো। তবে প্রতিটা এট্যাকই সাবরি তার দুই হাত দিয়ে আটকে দিচ্ছিলো। তার হাতে অউরা এনার্জি রেইনফোর্স থাকার কারনে সেটা একটা শিল্ড হয়েছিলো।

-->> টুর্নামেন্ট না হলে হয়তো আমি তোমার সাথে একটু খেলা করতে পারতাম। তবে এখন সেই সময় নেই। তাই আমাকে তারাতাড়ি এটা শেষ করতে হবে। (সাবরি)

সাবরি এতোক্ষন এলেক্সের এট্যাককে শুধু গ্রহন করছিলো, এলেক্স তার সোর্ডে এনার্জি রেইনফোর্স ব্যবহার করার পরও সাবরিকে কোনো ড্যামেজ দিতে পারে নি। এলেক্স আরো কয়েকটা স্লাশ দিতে যাচ্ছিলো, তবে এবার আর সাবরি ডিফেন্সে না থেকে অফেন্সে চলে আসলো। সে তার অউরা স্কিল ব্যবহার করলো।

*এয়ার পাম"

সাবরি তার ডান হাতের তালু এলেক্সের বুক বরাবর রাখলো। সে এলেক্সকে স্পর্শই করলো না। তবে বায়ুর প্রচন্ড শক্তি এলেক্সকে ড্যানজনের দেওয়ালের সাথে খুব জোরে নিয়ে বারি খাওয়ালো। ইমপ্যাক্টটা প্রচন্ড থাকার কারনে এলেক্স ড্যানজনের দেওয়ালে গর্ত করে ভিতরে চলে গেলো। সাথে সাথে এলেক্সের মুখ দিয়ে ব্লাড বের হয়ে গেলো। পিঠের কয়েকটা হাড় ভেঙে গেলো। তবে সে ডাউন হলো না। বরং ড্যানজনের দেওয়ালের গর্ত থেকে সে বেরিয়ে আসলো। 

-->> অনেকদিন হলো এরকম ব্যাথা অনুভব করি না। (এলেক্স)

এলেক্স ভাঙা হাড়কে সোজা করে ফেললো দুই ঘাড়কে কয়েকবার নারিয়ে। সে বুঝতে পারলো তাদের মাঝে লেভেল সহ অভিজ্ঞতার পার্থক্য ছিলো। তাই এই ফাইট সহজেই জিততে পারবে না।

"কাউকে হত্যা না করে তাদেরকে হারানোটা আসলেই অনেক কষ্টকর।" (এলেক্স ভাবছে)

এলেক্সকে আবারো ঠিক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাবরি সহ বাকিরা কিছুটা অবাক হলো।  এতো কম বয়সে এরকম একটা এট্যাক সবাই নিতে পারে না। এলেক্সের কাছে ড্রাগন স্যুট আর্মার ছিলো, যার উপরে সে পুরো বিশ্বাস করছিলো। তবে সেটার বিবরণ দেখতে না পারার কারনে সেটা কিভাবে কাজ করে সেটা এলেক্স জানতো না। এক সময়ে সেটা কাজ করতো এবং এই সময়ে সেটা কাজ করে নি। পুরো ড্যামেজই এলেক্সের শরীরে লেগেছে। যা সে আশা করে নি। 

-->> সাবরি, ফ্যামিলিয়ার দিয়ে এটা শেষ করো। (হেয়া)

পিছন থেকে টিমের লিডার হেয়া কথাটা বললো। মূলত হেয়া এখানে এলেক্স এবং তার টিম মেম্বারদের দেখার পর ডিভাইন বিস্টকেই কাছ থেকে দেখতে চেয়েছিলো এবং তাদের সাথে ফাইট করতে চাচ্ছিলো। তবে এলিন তার ডিভাইন বিস্টটা সাম্মন করে নি, তাই সেই দিক দিয়ে অনেকটা হতাশ হয়েছিলো হেয়া। তবে এবার যে করেই হোক সে ড্রাগনকে দেখতে চাচ্ছে। হেয়ার আদেশ শুনতে পেরে তার নাইট সাবরি তার প্যান্টের পকেট থেকে ছোট একটা ব্লেড বের করে। যা দিয়ে সে তার হাতকে কেটে ফেললে একটু। কাটা জায়গা থেকে কয়েক ফোঁটা ব্লাড সে ফেললো। যা মাটিতে পরার পর সে তার ফ্যামিলিয়ারকে সাম্মন করলো।

"সিল্ফ"

সাবরি একটা স্পিরিট বিস্ট সাম্মন করলো। যে একটা উইন্ড স্পিরিট। 

-->> চার এলিমেন্ট স্পিরিট বিস্টের মধ্যে আমার সিল্ফ উইন্ড এলিমেন্টের। আমার অউরা এট্রিবিউট এয়ার/উইন্ড হওয়ার কারনে আমার ফ্যামিলিয়ারের কারনে সেটার পাওয়ার আরো তিন গুন বৃদ্ধি পায়। যদিও উইন্ড স্পিরিট দের মধ্যে আমার ফ্যামিলিয়ারটার র‍্যাংক তেমন বেশী না, তারপরও এটা আমার সাথে কন্ট্রাকে আসার পর অনেকটা শক্তিশালী হয়েছে। (সাবরি)

এলেক্স স্পিরিটটার দিকে তাকালো। সেটার আকার এবং গঠন দেখতে ঠিক মাইরার ফায়ার স্পিরিটের মতোই ছিলো। তবে পার্থক্য শুধু সাবরির ফ্যামিলিয়ারের পিঠে কোনো ডানা ছিলো না। ডানা ছাড়ায় স্পিরিটটা বাতাসের সাহায্যে আকাশে উড়ছিলো। 

-->> আমি বুঝতে পেরেছি, সবাই আমার ড্রাগন দেখতে চাচ্ছো, তবে আমার মনে হয় না এটুকু পাওয়ারে তোমরা সেটা দেখার অধিকার রাখছো। (এলেক্স)

এলেক্স কথাটা খুব স্বাভাবিক একটা কন্ঠে বললো। যেটা বলার মূল উদ্দেশ্য ছিলো তার শত্রুদের সবাইকেই রাগিয়ে দেওয়া। এতোক্ষন সাবরি সিরিয়াস হয়ে ফাইট করে নি। তাই এলেক্স তাকে রাগাচ্ছিলো যাতে করে ফাইটটা সিরিয়াস হয়ে উঠে। এলেক্সের কথাটা ঠিক জায়গায় গিয়ে লাগলো। শুধু সাবরি কেনো, তার টিমের মধ্যে সকলেই এলেক্সের কথায় রেগে গেলো। যে ছেলে মাত্র সাবরির একটা এট্যাকে এতোটা ক্ষতিগ্রস্ত হলো সে কি করে এটা বলতে পারে সেটাই তারা বুঝতে পারছিলো না।

-->> তাহলে আমি দুঃখিত, হয়তো এই টুর্নামেন্টে আমাদের আর দেখা হচ্ছে না। (সাবরি)

সাবরি কথাটা বলেই এলেক্সের দিকে এগিয়ে গেলো। অউরা ইউজার হওয়ার কারনে তার স্পিড অনেকটা এলেক্সের স্পিডের মতোই ছিলো। আর তাছাড়া তার ফ্যামিলিয়ার পিছন থেকে তাকে এখন সাপোর্ট দিচ্ছিলো। যার কারনে তার স্পিড এখন এলেক্সের থেকেও অনেক বৃদ্ধি পেয়েছে। একজন অস্ত্র ছাড়া ফাইটার হওয়ার কারনে সাবরি তার শরীরকে খুব ভালো ভাবেই ব্যবহার করতে পারে ফাইটের জন্য। সে তার শরীরের প্রতিটা অংশের উপরে এনার্জি প্রয়োগ করতে লাগলো এবং সেই অংশ দিয়ে এলেক্সের উপরে হামলা করতে লাগলো। এক বার ডান হাতে পান্স, আরেকবার বাম হাতে পান্স, এরপর হঠাৎ একটা লো কিক, আবার কখনো হাই কিক। এলেক্সের অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিলো সব গুলো এট্যাক আটকাতে গিয়ে। সে তার দুটো ড্যাগারের ব্লেড দিয়েই এট্যাক গুলো আটকাচ্ছিলো। 

-->> মনে হচ্ছে তুমি কর্নারে পরে গিয়েছো। আমি এখনো তো শুরুই করি নি। (সাবরি)

সাবরি তার অউরা স্কিল ব্যবহার করতে যাচ্ছিলো। তবে তখনি এলেক্স একটা সুযোগ পেয়ে সাবরির মুখকে তার ডান হাত দিয়ে ধরে ফেললো শক্ত করে। সাবরি তার এনার্জি তার মুখে ব্যবহার করলো তাই এলেক্স সেখানে কিছু করতে পারছে না।

-->> আমি শুধু আমার হাত বা পায়ে নয়, পুরো শরীরকেই অউরা রেইনফোর্স করতে পারি। (সাবরি)

সাবরি সিওর ছিলো এলেক্স কিছু করতে পারবে না। কারন সে তার এক হাতের ড্যাগারকে নিচে ফেলে হাত দিয়ে সাবরির মুখ ধরেছে। তবে একটা বিষয় সাবরি ভুলেই গিয়েছে।

-->> ওয়েল আমি মানা ইউজার। (এলেক্স)

কথাটা বলার সাথে সাথে এলেক্স তার স্কিল ব্যবহার করলো।

"ডার্ক ফায়ার"

অনেকদিন হলো এলেক্স তার স্কিলটা ব্যবহার করে না। এলেক্সের লেভেলের সাথে এটাও অনেক শক্তিশালী হয়েছে। ডার্ক ফায়ার এলেক্সের এমন একটা স্কিল, যা যেকোনো বস্তুকে পুরিয়ে ফেলতে পারে এলেক্সের অনুমতি সাপেক্ষে। যেহেতু এলেক্স এখানে তার প্রতিপক্ষকে মারবে না, তাই সে সাবরির মুখের এনার্জিটাই শুধু পুরিয়ে দিলো।

"টাইটেল স্কিল"

"মোডিফাই"

"ফায়ার গ্রেনেড"

সাথে সাথেই একটা বড় ব্লাস্টের শব্দ শোনা গেলো। হেয়া এবং তার টিমের বাকি আটজন শুধু চারিদিকে ধোঁয়া দেখতে পেলো। এলেক্স তার টাইটেল স্কিলের মাধ্যমে তার স্পেলকে মোডিফাই করেছে, যা এলেক্সের রিং এর মধ্যে থাকা মোট এনার্জির অর্ধেক শেষ করে দিয়েছে। এমন নয় যে এটা কাজ করে নি, এটা খুব ভালোই ইফেক্টিভ ছিলো। সাধারণত এই স্পেলটা জিরো পয়েন্টে ব্যবহার করলে কারো শরীরের কোনো অংশই দেখা যেতো না আর। তবে শেষ সময়ে সাবরির জীবনের ঝুঁকি দেখতে পেয়ে তার ফ্যামিলিয়ার নিজ থেকেই তাকে প্রজেস করে ফেলে।

-->> আমি ভুলেই গিয়েছিলাম তুমি একজন মানা ইউজার। তারপরও একজন মানা ইউজার হিসেবে এটা পুরো একটা সারপ্রাইজ ছিলো। এভাবে শর্ট রেঞ্জে আজ পর্যন্ত আমাকে কেউ এতো ড্যামেজ দিতে সক্ষম হয় নি। (সাবির)

পুরো ব্লাস্টটা সাবরির মুখে লেখেছিলো। শুধু মাত্র তার ফ্যামিলিয়ারের কারনে তার মারাত্মক লেভেলের কোনো ইনজুরি হয় নি। শুধুমাত্র মুখের ডান সাইডের অংশ আগুনে পুড়ার মতো ঝলসে গিয়েছে কিছুটা। সাবরি কনফিডেন্স ছিলো যে তার অউরা রেইনফোর্স আর্মার কোনো ভাবেই ভাঙতে পারবে না এলেক্স, তাই এবার সে সেটার জন্য রেগে গিয়েছে।

-->> আমি তোমাকে অনেকটা দুর্বল ভাবলেও, তোমার বয়স অনুযায়ী ততটা দুর্বল তুমি নও, তাই আমার পুরো এট্যাকের জন্য প্রস্তুত হয়ে যাও। (সাবরি)

সাবরি আর তার টিম লিডার ডিউক কন্যা হেয়াকে লজ্জিত করতে চাচ্ছিলো না। যেহেতু সে একজন রয়েল ফ্যামিলির সদস্যের রয়েল নাইট, তাই সে এখানে হেরে যাওয়া মানে সেই রয়েল ফ্যামিলির সদস্যকে অসম্মান করা। নিজের মাস্টারকে কোনো ভাবেই সে অসম্মানিত হতে দিতে চাচ্ছে না এখানে। তাও আবার সেটা কোনো ছোট এগারো থেকে বারো বছরের ছেলের সামনে। তাইতো সাবরি এবার তার পুরো পাওয়ার ব্যবহার করতে লাগলো। সে তার ফ্যামিলিয়ারের সাথে প্রজেস হয়ে গেছে। তাই এবার তার সবথেকে শক্তিশালী অউরা স্কিল ব্যবহার করতে লাগলো সে।

-->> এই বলদটা কি করছে? এখনে কি কোনো মনস্টারের সাথে ফাইট হচ্ছে? যদি ছেলেটা এখানে মারা যায় তাহলে তো আমরা টুর্নামেন্ট থেকেই বাতিল হয়ে যাবো। (হেয়া)

দূর থেকে হেয়া কথাটা বললো।

"উইন্ড টর্নেডো"

সাবরি তার দুই হাত দিয়ে দুটো পান্স দিলো সাথে সাথে দুটো হাত থেকে বাতাসের প্রচন্ড বেগে দুটো টর্নেডো বের হলো। অউরা এনার্জি ব্যবহারকারী স্পেল গুলোকে সাধারণত অউরা স্কিল বলা হয়ে থাকে। এগুলো স্পেলের মতো হলেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। মানা স্পেল শরীরকে না কাজে লাগিয়েও ব্যবহার করা যায়। তবে একটা অউরা স্পেল/স্কিল ব্যবহারের জন্য অবশ্যই শরীরকে ব্যবহার করতে হবে। যেমন এখন সাবরিকে বাতাসের মধ্যেই দুটো পান্স দিতে হয়েছে। সেখানে এই একই স্পেল মানা ইউজার তার হাতটা একটু উঁচু করলেই ব্যবহার করতে পারতো।

দুটো টর্নেডোর ফোর্স এলেক্সের দিকে এগিয়ে যাচ্ছিলো দুদিক দিয়ে। জায়গাটা ছোট হওয়ার কারনে সেটা থেকে সরে যাওয়ার কোনো দিকই ছিলো না। হঠাৎ এলেক্স খেয়াল  করলো দুটো টর্নেডোর কারনে তার টিমের বাকি সদস্যদের জীবন ঝুঁকির মুখে ছিলো। আপাতোতো সময়ে সে দুটো জেয়াব, ডুফেস এবং স্নেরাকে উপরে নিয়ে গিয়েছে এবং মাইরা এবং বাকিদেরও উপরে নিয়ে যেতে চাচ্ছে।

-->> এতো গুলো কাছের মানুষ থাকলে আসলেই ফাইটে মনেযোগ দেওয়া সম্ভব হয় না। এখন আমার আরো স্পিড দরকার। (এলেক্স)

"ফ্লাইট মুড"

এলেক্স তার ড্রাগন স্যুট আর্মারের ফ্লাইট মুড ব্যবহার করলো। সাথে সাথে তার পিঠ থেকে দুটো ডানা বেরিয়ে আসলো। সে সময় নষ্ট না করে সবার একটা পলক ফেলার পূর্বেই ডুফেস, জেয়াব এবং স্নেরাকে হাওয়ার মধ্য থেকেই নিয়ে ড্যানজনের আরো গভীরে রেখে চলে আসলো। আপাতোতো বাকিদের জীবনের তেমন ভয় ছিলো না, কারন এই টর্নেডো নিয়ন্ত্রন করছিলো সাবরি। যাকে ডাউন করে দিলে আর কোনো টর্নেডো থাকবে না। এলেক্স এগিয়ে গেলো এবং সাবরির মুখটাকে আবারো ধরলো। এবার সে আর কোনো ব্লাস্ট করলো না। বরং সে সোজা সেটাকে পিছনের দিকে নিয়ে গিয়ে গুতো দিলো প্রচন্ড স্পিডে। ড্রাগন স্যুট আর্মারের স্পিডের সাথে সাবরির বৃদ্ধি পাওয়া স্পিডও কিছুই ছিলো না। তাই সে এই এট্যাকের বিরুদ্ধে কিছুই করতে পারে নি। 

-->> এটা কিভাবে সম্ভব? হঠাৎ আমার চোখের সামনে থেকে সব কিছু উধাও হয়ে গেলো মনে হলো। (হেয়া)

টর্নেডোটা ক্যান্সেল হয়ে গেলো চারিদিকে ধোঁয়া উড়ছিলো যার কারনে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছিলো না। ধোঁয়াটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর হেয়া সহ তার টিমের বাকিরা এলেক্স এবং সাবরিকে দেখতে পেলো। সাবরি যে কিনা বর্তমানে হেয়ার টিমের শক্তিশালী একজন ব্যক্তি ছিলো সে ড্যানজনের দেওয়ালের অনেক গভীরে গর্তের মধ্যে পরে আছে। সেন্স হারিয়ে ফেলেছে, মৃত্যু এখনো তার হয় নি। নিজের পারশোনাল রয়েল নাইট এভাবে একটা কমনারের কাছে হেরে যাবে এটা কখনো হেয়া বিশ্বাস করে নি। হোক একজন ডিভাইন বিস্টের কন্ট্রাকটর, তারপরও একজন রয়েল ব্লাডের কাছে এলেক্স শুধু একজন কমনার ছাড়া কিছুই ছিলো না। তাই বিষয়টা হেয়ার সম্মানে বাজে। সে রাগে সবাইকে বলতে লাগলো,

-->> সবাই মিলে এট্যাক করো। (হেয়া)

হেয়ার অর্ডারের সাথে সাথেই বাকিরা এট্যাক শুরু করে দিলো। তারা এক মুহুর্ত অপেক্ষা করলো না। এলেক্স এতোক্ষন সাবরির দিকে তাকিয়ে ছিলো। সে মনে অনেকটা তৃপ্তি পেয়েছে। কারন এরকম ফাইট সে অনেকদিন পর উপভোগ করেছে। শেষটা হয়তো তার নিজ আনডেড ইগ্রিতের সাথেই সে এতোটা ইনজয় করে ফাইট করেছিলো। যায় হোক এলেক্স তার মাথাটা ডান সাইডে ঘোরালো। এক সাথে ছয়টা এট্যাক তার দিকে এগিয়ে আসছিলো। ছয়জন ব্যক্তি এক সাথে এট্যাক করেছে এলেক্সের দিকে। তবে এলেক্স এবার আর থেমে থাকলো না। সে তার মুখের কোনে লেগে থাকা ব্লাডকে হাত নিয়ে ধরে সেটা নিচে ফেলে দিলো।

"সাম্মন কাইসেল"

তখনি বুম করে একটা আওয়াজ হলো। হেয়া তো ভেবে নিয়েছিলো এলেক্সের কাজ এখানেই শেষ। তবে ব্লাস্ট থেকে তৈরী ধোঁয়া সরে যাওয়ার পর সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে নি। এলেক্সের সামনে উড়ছিলো কাইসেল। যার উপরে ছয়টা এট্যাকই লেগেছে তবে একটা ময়লার দাগও তার শরীরে দেখা যাচ্ছিলো না। 

"প্রজেস"

এলেক্স তার ড্রাগনের সাথে প্রজেস ব্যবহার করলো। সাথে সাথে ড্রাগনটা এলেক্সের মাঝে মার্জ হয়ে গেলো। এলেক্সের শরীরের চারদিক দিয়ে কালো এনার্জি এনার্জি উড়তে লাগলো। এলেক্সের কাছে মনে হতে লাগলো সে এনার্জির সাগরে সাতার কাটছিলো। তার শারিরীক আকারের তেমন কোনো পরিবর্তন হলো না। শুধু পিঠের সাইডে কালো এনার্জির দুটো ডানা তৈরী হলো যার কোনো শারীরিক ফর্ম ছিলো না। তাছাড়া সব কিছুই স্বাভাবিক ছিলো। ড্রাগনটার সাথে এলেক্স প্রজেস ব্যবহার করার পর হেয়া এবং তার টিম আর থেমে থাকলো না।

-->> সবাই তাদের ফ্যামিলিয়ার সাম্মন করো। এবং তোমাদের সবথেকে শক্তিশালী এট্যাক ব্যবহার করলো। টিমের সাতজন তাদের ফ্যামিলিয়ার সাম্মন করে নিলো এবং একসাথে তাদের এট্যাক ব্যবহার করলো। কেউ বিশাল বড় বড় লাইটনিং স্পেশা, কেউ ফায়ার বল, কেউ ফ্লেম, কেউ উইন্ড ব্লেড ইত্যাদি ব্যবহার করলো এলেক্সের উপরে। কিন্তু ড্রাগনের সাথে প্রজেস ব্যবহার করার পর এলেক্স নতুন একটা স্কিল পেয়েছে।


-"" মাস্টার কাইসেল এর প্যাসিভ স্কিল "এন্টি ম্যাজিক" ব্যবহার করতে পারবেন। এটা শুধুমাত্র কাইসেল এর সাথে মার্জ অবস্থায় একটিভ থাকবে সর্বদা।""-

সবগুলো এনার্জির এট্যাক এলেক্সের শরীরে লাগার পূর্বেই তা ব্লাস্ট হয়ে গেলো তবে একটারও ইমপ্যাক্ট এলেক্সের শরীরে স্পর্শ করতে পারলো না। সব যেহেতু ম্যাজিকাল এট্যাক ছিলো তাই তা এলেক্সের শরীরকে রেখে পার হয়ে গেলো। 

"ডোমিনেন্স" 

এলেক্স কাইসেলের সাথে মার্জ হওয়ার পর কাইসেলের কি কি এবিলিটি ব্যবহার করতে পারবে সেটা দেখতে পেয়েছে তার সিস্টেমের মেসেজে। যার মধ্যে একটা প্যাসিভ স্কিল এন্টি ম্যাজিক এবং অন্যটা একটিভ স্কিল ডোমিনেন্স। আরো কয়েকটা আছে, যা আপাতোতো এলেক্সের লাগছে না বলে সে দেখছে না বা ব্যবহার করছে না। ডোমিনেন্স এমন একটা স্পেল যেটা ব্যবহার করার সাথে সাথেই এলেক্সের প্রতিপক্ষে থাকা নয়জন ব্যক্তির হাঁটু কাঁপতে কাঁপতে তারা নিচে পরে গেলো। স্কিলটা ব্যবহার করার সাথে সাথেই তারা তাদের চোখের সামনে সয়ং নিজের মৃত্যু দেখতে পেয়েছে। আর নিজের মৃত্যুকে সকলেই ভয় পায়। তাই তো তারা আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। এলেক্সের দিকে তারা যত তাকাচ্ছে ততই তার পিছনে বিশাল বিশাল বিশাল একটা কালো ড্রাগনকে দেখতে পারছিলো। যেটা চাইলে যেকোনো সময় এই পুরো ওয়ার্ল্ডকে ধ্বংস করে দিবে।

"তাহলে এটাই একটা ডিভাইন বিস্টের পাওয়ার। হা হাহা হাহাহাহাহা।" (হেয়া)

হেয়া মুচকি একটা হাসি দিলো। এবং বলতে লাগলো,

-->> আমরা হেরে গিয়েছি। (হেয়া)


(৩৩৪৬ শব্দ)

* * *

To Be Continued 

* * * 

কেমন হলো জানাবেন।

About the Author

হৃদয় বাপ্পী
Hello Friends, My Name is Bappy and Welcome To Our Website. My Passion is to Share Knowledge With Everyone. Also I am a writer.

10 comments

  1. 𝑺𝒖𝒑𝒑𝒆𝒓 𝒉𝒐𝒄𝒄𝒉𝒆.𝒇𝒊𝒈𝒉𝒕 𝒕𝒂 𝒐𝒏𝒆𝒌 𝒔𝒖𝒏𝒅𝒐𝒓 𝒉𝒐𝒊𝒔𝒆.𝒕𝒐𝒃𝒆 𝒉𝒂𝒓 𝒎𝒂𝒏𝒂𝒓 𝒎𝒂𝒏𝒆 𝒆𝒕𝒂 𝒋𝒆𝒏𝒐 𝒏𝒂 𝒉𝒐𝒚 𝒋𝒆 𝒏𝒐𝒕𝒖𝒏 𝒔𝒐𝒕𝒓𝒐 𝒉𝒐𝒍𝒐.𝒑𝒐𝒕𝒊𝒅𝒐𝒏𝒅𝒊 𝒉𝒐𝒍𝒆 𝒌𝒉𝒂𝒓𝒂𝒑 𝒏𝒂.𝒕𝒐𝒃𝒆 𝒗𝒊𝒍𝒆𝒏 𝒏𝒂 𝒉𝒐𝒍𝒆𝒊 𝒗𝒂𝒍𝒐 𝒉𝒐𝒃𝒆.
  2. Sai hoice broda 😍
  3. Ki silo eta,,, impressive thnx kothata rakhar jonno
  4. vai marattok hoise ajker fight ta
  5. Awesome bro ❣️
  6. Kichu bolar nai,,,

    Jist osadaron
  7. Golpo ta darun.. ai rokom aktu boro kora lekla kushe hobo
  8. just osam!!
    পুরো ঘোর লাগাই দিছো ❤️❤️❤️
  9. Khub valo hoyese
  10. Nice
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.