#Demon_King#
পর্ব:৮৯
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
মাইরা এবং তার টিমের বাকি সদস্যরা একটা ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে। এই এরিয়ার মধ্যে দুটো ড্যানজন অবস্থিত ছিলো। দুটো ড্যানজনই প্রায় পাশাপাশি ছিলো। ক্যাপিটালের রাস্তা দিয়ে এদিকে আসলে প্রথম যে ড্যানজন পরে সামনে সেটার মধ্যে চারটা টিম একসাথে প্রবেশ করেছিলো। তাদের বেশী সময় লাগলো না সে ড্যানজনটা ক্লিয়ার করতে। ড্যানজনটা ছোট এবং তার র্যাংক কম হওয়ার কারনে চারটা টিম একসাথে অনেক দ্রুত সেটাকে ক্লিয়ার করে ফেলেছে। ড্যানজনের মনস্টার গুলো হত্যার সাথে সাথে তারা লুকিয়ে রাখা গোল্ড কয়েন গুলোও সংগ্রহ করেছে। ড্যানজনের প্রায় সকল কয়েন সংগ্রহ করে তারা চারটা টিমই একসাথে বের হয়েছে পিছনের ড্যানজনের দিকে।
-->> আমি এই ড্যানজনের ভিতরে একটা টিমকে প্রবেশ করতে দেখেছি।
-->> তাহলে তো আরো ভালো, আমাদের আর কষ্ট করে গোল্ড কয়েন সংগ্রহ করতে হবে না। তাদের গুলোই লুট করতে পারবো।
-->> হ্যাঁ টিমটা বাচ্চাদের, তাই মনে হয় তারা সর্বোনিম্ন র্যাংকের।
-->> বাচ্চাদের হোক আর বড়দের হোক, আমরা চারটা টিম একত্র করেছি। তাই এই রাউন্ডে আমাদেরই জিততে হবে।
চারটা পার্টির চল্লিশ জন মূলত একই ব্যক্তির ছিলো, টুর্নামেন্টের শর্তের কারনে তাদের চারটা আলাদা টিম তৈরী করতে হয়েছে। আলাদা টিম তৈরী করলেও তারা একত্রে কাজ করে যাচ্ছে যাতে করে র্যাংকিং এর মধ্যে এগিয়ে থাকতে পারে। চারটা টিমই বর্তমানে পিছনে থাকা ড্যানজনটার মধ্যে প্রবেশ করলো।
* * * * *
অন্যদিকে এলেক্স, ডুফেস, জেয়াব এবং স্নেরা সামনে থেকে মনস্টার হত্যা করছিলো। জেয়াব এবং ডুফেস শক্তিশালী মনস্টারদের ভয়ে প্রথমে নিজেদের এলেক্সের পিছনে রাখলেও এলেক্সের ফাইট দেখতে পেরে তারা দুজনও অনুপ্রেণিত হয়েছে এবং নিজেরাও এলেক্সের পাশে থেকে ফাইট করতে শুরু করেছে। এই ড্যানজনের মনস্টার গুলো মূলত প্লান্ট টাইপের। যাদের চলার স্পিড কম হলেও কান্ড দিয়ে অনেক স্পিডে এট্যাক করতে পারে। প্রতিটা এট্যাকে পয়জন থাকে বলে তাদের এট্যাক গুলো অনেক মারাত্মক ড্যামেজ করে। এলেক্স এতোক্ষন মনস্টার গুলোর সাথে ফাইট করে ডুফেস এবং জেয়াবকে একটা প্যাটার্ন দেখিয়ে দিয়েছে। যার কারনে দুজনেই মনস্টার গুলোর এট্যাক গুলো প্রতিরোধ করতে পারছিলো।
"আমি হয়তো এলেক্সের স্পিডের সাথে পেরে উঠতে পারবো না, তবে আমার ডিফেন্স ওর থেকেও বেশী, তাই এলেক্সের দেখানো প্যাটার্নের সাহায্যে আমি সহজেই প্রতিটা এট্যাক কাউন্ট করতে পারছি।" (জেয়াব ভাবছে)
"আমি একটা জিনিস বুঝতে পারছি না, এলেক্স একজন মানা ইউজার হওয়ার পরও স্পিড এবং ক্লোজ রেঞ্জের এট্যাক পাওয়ারের দিক দিয়ে আমাদের অউরা ইউজারদের থেকেও এগিয়ে আছে। বিশেষ করে আমার এবং ডুফেসের থেকে আছে। এলেক্স বলছে এটা ওর আইটেমের কারনে, কিন্তু আমরা ওর গ্রোথ দেখতে পাচ্ছি। আমাকেও খুব শীঘ্রই শক্তিশালী হতে হবে। টিমের জন্য কিছু করতে চাইলে দুর্বল থাকলে আর চলবে না।" (জেয়াব ভাবছে)
এলেক্স প্রথমে মনস্টার গুলোর কান্ডের পয়জনযুক্ত এট্যাক গুলো তার স্পিডের সাহায্যে এড়িয়ে যাচ্ছিলো, তখন তাদের দিকে এট্যাক করার তেমন সুযোগই পাচ্ছিলো না। তারপরও মাঝে মাঝে নিজের ফায়ার স্পেল গুলো দিয়ে এবং সোর্ডের ব্লেডে ফায়ার নিয়ে এট্যাক করছিলো সেগুলোর দিকে। যা অনেক কার্যকর ছিলো। যেহেতু মনস্টার গুলো প্লান্ট টাইপের ছিলো তাই তাদের সবচেয়ে মারাত্মক দুর্বলতা ছিলো ফায়ার। আর এলেক্স সেটার জন্যই প্রস্তুত ছিলো। এলেক্স চাইলে তার স্পেল দিয়ে প্রথমেই মনস্টার গুলোকে হত্যা করতে পারতো, তবে সে তার পাওয়ারকে এতো দেখাতে ইচ্ছুক নয়। কারন প্রথমেই সে লক্ষ করেছে।
"আমি যত আমার পাওয়ার দেখাবো, ততই এই টিমের সবাই আমার উপরে নির্ভর করবে।" (এলেক্স ভাবছে)
এলেক্স নিজ ইচ্ছাতে এই টিমের সাথে যুক্ত হয় নি। তাকে বাধ্য হয়ে হতে হয়েছে। যার দুটো কারন আছে। প্রথমত সে এই ওয়ার্ল্ডের সম্পর্কে তেমন কিছু জানে না। তার আম্মা মারিয়ার থেকে যতটা জেনেছে সেটা তার জন্য যথেষ্ট নয়। তাই তাকে এই ওয়ার্ল্ডের সম্পর্কে আরো কিছু তথ্য জানার জন্য কিছু ব্যক্তিদের প্রয়োজন। আর সেজন্যই এলেক্স এই টিমে রয়েছে। নাহলে তো এলেক্স একাই কাজ করতে পছন্দ করে। এই টিমে থাকার দ্বিতীয় কারন হলো তার সিস্টেম।
"আমার সিস্টেম যে তৈরী করেছে তার মতো লুচু ব্যক্তি হয়তো কোথাও হতে পারে না। তাই তো সে আমার জন্য অসম্ভব কিছু মিশন হবে এরকম দিয়ে রেখেছে।" (এলেক্স ভাবছে)
এলেক্স তার স্পেশাল মিশন নিয়ে ভাবছিলো। স্পেশাল মিশন যেটার অবজেক্টিভ ছিলো তিনটা মেয়ের থেকে কিস নেওয়া। অবশ্যই কিস গুলো মেয়েদের করতে হবে এবং তাদের মনে এলেক্সের জন্য ফিলিংস থাকতে হবে।
"আমি আশাও করি নি, আরোহীর জন্য আমার দ্বিতীয় অবজেক্টিভ পূর্ণ হবে। এখন তাহলে বাকি রইলো প্রিন্সেস এনরি। তবে সমস্যা হলো পূর্ণ করা।" (এলেক্স ভাবছে)
মিশনটা পূর্ণ করার জন্য এলেক্স এই পর্যন্ত কোনো কিছুই করে নি। বরং দুটো অবজেক্টিভই একা একাই পূর্ণ হয়েছে। দুটো মেয়েই তাকে নিজেদের থেকেই কিস দিয়েছে। এখানে এলেক্সকে কিছুই করতে হয় নি। তাই সে বুঝতে পারছে না তৃতীয়টা কিভাবে পূর্ন হবে। মোট দশটা স্পেশাল মিশন তার তৈরী করা প্রোগ্রামের মধ্যে ছিলো, তাই এলেক্স এই টুকু সিওর যে এটা শেষ হওয়ার পর আরো ভালো একটা মিশন পাবে যার রিওয়ার্ডও ভালো হবে। আপাতোতো এলেক্স আর এসব বিষয়ে মনোযোগ দিলো না। সে তার ফাইটে মনোযোগ দিলো।
প্রথমে মনস্টার গুলো হত্যা করতে একটু সময় লাগলেও এলেক্সের প্যাটার্ন অনুযায়ী এখন ডুফেস এবং জেয়াব ট্যাংকের কাজ করছিলো। তারা মনস্টারের এট্যাক গুলো প্রতিরোধ করছিলো এবং সেই একই সময়েই এলেক্স তার ফায়ার স্পেল এবং মুন ড্যাগারের ব্লেডে ফায়ার তৈরী করে মনস্টার গুলোকে হত্যা করছিলো। প্রথমে এলেক্স তিন চারটা "ফায়ার বুলেট" স্পেল ব্যবহার করছিলো মনস্টারের দিকে এরপর তার ব্লেড দিয়ে শেষ করছিলো মনস্টার গুলোকে। এতে যে এলেক্সের লেভেল তত বৃদ্ধি পাচ্ছিলো তা নয়, বরং এলেক্সের লক্ষ আরেকটা ছিলো।
"ইনফো"
××× আইটেম ইনফো ×××
নেইমঃ মুন
লেভেলঃ ৫০
মাস্টারঃ এলেক্স
স্ট্যাটঃ???
××× ×××
এলেক্স তার নিজের লেভেলে ফোকাস দিচ্ছিলো না, বরং সে তার মুন ড্যাগারের লেভেল বৃদ্ধি করছিলো। মুন ড্যাগার মৃত বস্তুকে এবজোর্ব করতে পারে। মৃত সউল থেকে শুরু করে আনডেডকে এবজোর্ব করার ক্ষমতা রাখে মুন ড্যাগার। যত বেশী এবজোর্ব করবে তত বেশী তার লেভেল বৃদ্ধি পাবে। ড্যাগারটার লেভেল যতই বারছে তার পাওয়ারও ততই বেরে চলেছে। যদিও ড্যাগার এখনো এলেক্সকে নিজের সম্পূর্ণ মাস্টার বলে মেনে নেই নি, তারপরও সে ড্যাগারের পাওয়ার ভালো ভাবেই ব্যবহার করছিলো।
-->> তোমার ড্যাগারটা আসলেই অনেক স্পেশাল, আমি এরকম একটা সোর্ড পেলে তো তোমার থেকেও শক্তিশালী হয়ে যেতাম। (ডুফেস)
-->> হ্যাঁ। (এলেক্স)
"বুম"
তারা আরো কিছু কথা বলবে, কিন্তু তখনি পিছনের দিকে বড় একটা ব্লাস্ট শুনতে পেলো তারা।
-->> ঔখানে তো বাকিরা আছে। কি হলো সেখানে? কোনো মনস্টার কি এট্যাক করলো? (স্নেরা)
-->> আমার মনে হয় না কোনো মনস্টার। (এলেক্স)
এলেক্সের কথা শেষ হওয়ার সাথে সাথেই চারজন সেদিকে রওনা দিলো।
* * * * *
অন্যদিকে এলেক্সের টিমের বাকি ছয়জন কয়েন সংগ্রহ করছিলো। তারা মোটেও অন্য কোনো টিমের জন্য প্রস্তুত ছিলো না। নিজেদের সকল গার্ড নামিয়ে দেওয়ার কারনে পিছন থেকে কখন একসাথে চারটা টিম তাদের উপরে হামলা করেছে এটা তারা লক্ষই করে নি। চারটা টিমের মধ্যেই মোট আটটা ফায়ার এট্রিবিউটর ছিলো। যারা একসাথে আটটা ফায়ার বল কাস্ট করে তাদের প্রতিপক্ষের চার পাশ দিয়ে। যেহেতু এই টুর্নামেন্টে কোনো টিমের স্টুডেন্টকেই হত্যা করা যাবে না তাই তারা ডিরেক্ট হিট করে নি। আটজনের ফায়ার বল অনেক বড় একটা ব্লাস্টের তৈরী করে। যার ডিরেক্ট ইমপ্যাক্ট যদিও ছয়জনের উপরে পরে নি, তারপরও ব্লাস্টের পরে তার থেকে যে হিট বের হচ্ছিলো তা প্রায় তাদেরকে এট্যাক করতেই যাচ্ছিলো, ঠিক তখনি এলিন তার আইস এট্রিবিউট স্পেল "আইস ওয়াল" ব্যবহার করলো এবং একটা বরফের দেওয়াল তৈরী করলো চারিদিকে। যদিও আইস ফায়ারের কাছে দুর্বল তারপরও এলিনের আইস ওয়াল উক্ত আট ফায়ার বলের হিট খুব আরামেই নিতে পারলো।
-->> হাহাহাহাহা, আমাদের ফায়ার স্পেলের বিপরীতে একটা আইস স্পেল! মনে হচ্ছে আমাদের আসল ফায়ার পাওয়ার তাহলে দেখাতেই হবে।
কথাটা চার টিমের লিডার বললো। আইস ওয়ালের মধ্য থেকে কেউ তার কন্ঠটা না চিনতে পারলেও হ্যারি যে কিনা এই রাজ্যের প্রিন্স সে খুব সহজেই চিনতে পারলো।
"ভাগ্য ভালো এখন আমি ছদ্মবেশে আছি। নাহলে কিযে একটা অবস্থা তৈরী হতো।" (হ্যারি ভাবছে)
হ্যারি ছদ্মবেশে ছিলো। সে এমন একটা আর্মার ব্যবহার করেছে, যেটায় তাকে কেউ চিনতে পারে না। মাইরাদের টিমের সাথে কিছুদিন একসাথে থাকার পরে পুরো কলেজে একাডেমির মধ্যে বিভিন্ন ধরনের গুজব ছরিয়েছিলো। যেটা আটকানোর জন্য হ্যারি সব সময় এখন তার আর্মারেই থাকে। এতে করে তার পরিচয় সম্পর্কে কারোরই ধারনা নেই। আর্মারটা শুধু যে হ্যারিকে প্রটেকশন দেই এমন না। সেই সাথে হ্যারির পরিচয়টাও লুকিয়ে রাখে।
-->> সবাই প্রস্তুত থেকো, আমরা সাধারণ কোনো টিমের বিপক্ষে না এখন। সামনের চারটা টিম বলতে গেলে একই, এবং তাদের টিম লিডার ব্লু কিংডমের ডিউকের কন্যা হেয়া। তাদের টিমের সবাই S থেকে B র্যাংকের। (হ্যারি)
-->> তুমি মজা করছো তাই না? আমাদের বিপক্ষে S র্যাংকের একটা টিম পরেছে। (এবা)
-->> সেই সাথে এই কিংডমের ডিউক কন্যা আমাদের টিমের বিপক্ষে দাঁড়াবে সেটা আশা করি নি। (এনরি)
-->> তোমরা হয়তো ডিউক কন্যা হেয়ার এবিলিটি এবং তার টিমের পাওয়ার সম্পর্কে জানো না। তাই আমার সাজেশন থাকবে এখানে মিনিংলেস কোনো ফাইট না করে তারা যা বলবে সেটাই করতে। (হ্যারি)
-->> হ্যাঁ মাইরা, আমরা আমাদের কয়েন দিয়ে দিলে তো তারা আর কিছু করবে না। আর তাছাড়া এরপর আমরা অন্যান্য ড্যানজনে ঢুকে কয়েন সংগ্রহ করতে পারবো। এখনো আমাদের হাতে একদিন সময় রয়েছে। (জেবা)
-->> তোমরা হয়তো সোজা মাথায় ভাবছো না। এখানে তাদের কাছে আমাদের কয়েন দিয়ে দেওয়া মানে আমরা হার মেনে নিয়েছি। হোক তারা একটা S র্যাংকের টিম তারপরও আমরা ফাইট না করে হারতে রাজি নয়। (মাইরা)
হ্যারি তার সুরক্ষার কথা চিন্তা করছিলো না। বরং এতোক্ষন সে মাইরার সুরক্ষার কথায় চিন্তা করছিলো। এখানে একটা ফাইট হলে সে নিশ্চিত তাদের টিমের কোনো চান্স নেই। কারন তার সামনে দাঁড়িয়ে ছিলো ডিউকের কন্যা হেয়া, যে হ্যারিরই চাচাতো বোন। অনেক ভালো করেই হ্যারি তার টিমের সম্পর্কে জানে। মাইরার জন্য চিন্তা করলেও মাইরার থেকে কথাটা শোনার পর সে সহ বাকি সবাই মোটিভেট হয়ে গেলো। সবাই ফাইটের জন্য প্রস্তুত হয়ে গেলো।
-->> হাহাহাহা, দেখো তাহলে এখানে কি পেয়েছি আমরা। সেই ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করা টিম। আমি ভাবছিলাম দেখবো একটা ডিভাইন বিস্ট কতটা শক্তিশালী, তবে মনে হচ্ছে আমাকে আর অপেক্ষা করতে হবে না। (হেয়া)
ডিউক কন্যা মুচকি একটা হাসি মুখে নিয়ে কথাটা বলতে লাগলো। হঠাৎ এলিন তার আইস ওয়ালকে গলিয়ে দিলো এবং পানিতে পরিণত করে ফেললো সেটাকে। এবার তাদের মাঝখানে কোনো জিনিসই ছিলো না।
* * * * *
ডুফেস, এলেক্স, জেয়াব এবং স্নেরা মনস্টার হত্যা করতে করতে অনেক গভীরে চলে গিয়েছিলো। সেখান থেকে তাদের আসতে কিছুটা সময় লাগলো। ডুফেস এবং জেয়াব সবার সামনে গিয়েছিলো। এলেক্স এবং স্নেরা পিছনে ছিলো। স্নেরা হিলার হওয়ার কারনে তার প্রটেকশনের দরকার ছিলো। আর ড্যানজনের মধ্যে কোনো কিছুই হতে পারে তাই এলেক্স স্নেরার সাথে সাথে এসেছে। তাই তারা পিছিয়ে পরেছে বাকি দুইজনের থেকে। এলেক্স যখন বাকিদের থাকা জায়গার মধ্যে পৌঁছায় তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলো না। মাইরা, এলিন, এনরি, হ্যারি, এবা এবং জেবা এক পাশে পরে ছিলো ক্ষত বিক্ষত শরীর নিয়ে। তাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লাড বের হয়ে তাদের আর্মার এবং জামা গুলো মাখিয়ে গিয়েছে। ছয়জন ডানপাশে পরে ছিলো আর বাম পাশে ড্যানজনের দেওয়ালে ডুফেস এবং জেয়াব গর্ত করে পরে আছে। দুজনের শরীরের অবস্থাও তেমন ভালো না। তাদের সবারই দ্রুত হিলের প্রয়োজন ছিলো। যদিও তারা মারা যাবে না তবে এমন গুরুতর আঘাত এখন হিল না করলে পরে সেটা হিল হতে অনেক সময় নিবে। স্নেরা তার হাত নিয়ে মুখ আটকে ফেললো। তার চোখ দিয়ে পানি পরতে লাগলো।
-->> এলেক্স, ওরা....ওরা। (স্নেরা)
এলেক্সের চোখ ঠিক সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের উপরে পরলো। যারা এই কাজ করেছে। সবার মুখে বিজয়ের হাসি ছিলো। বিশেষ করে তাদের লিডার যে একটা মেয়ে।
-->> প্রিন্সেস হেয়া, মনে হচ্ছে এই টিমের আরো দুজন বাকি আছে।
ডিউক কন্যা হেয়ার টিমের এক সদস্য কথাটা বললো। তার কথা শোনার পর হেয়ার নজর এলেক্সের দিকে পরলো। কোনো ইমোশন ছাড়া একটা চেহারা যে কি ভাবছে সেটা মনে করা কষ্টকর। তবে হেয়ার মুখের একটা হাসি দেখা গেলো।
-->> আমি অপেক্ষা করছিলাম এটার জন্যই। ডিভাইন বিস্ট ফিনিক্সকে তো দেখতে পারলাম না। তবে আমি সিওর যে একটা ড্রাগনের সাথে ফাইট করতে পারবো। (হেয়া)
হেয়া তার হাতে থাকা একটা ছোট সোর্ডের ব্লেডে একটা কিস করে কথাটা বললো। মেয়েটার কথা বলার স্টাইল এবং তার ব্যবহার এলেক্সকে হঠাৎ তার অতীতের কথা মনে করিয়ে দিলো। তাই সে মেয়েটা আর কি বললো সেটা বুঝতে পারলো না।
" হা, এটা ঠিক সেই সময়ের মতোই এক এক করে আমার টিমের সকল মেম্বার পরে গিয়েছিলো। শুধু আমি দাঁড়িয়েছিলাম, আর এখনো আমি দাঁড়িয়ে আছি। তবে পার্থক্য আমি সেই আমি নেই আর।" (এলেক্স)
এলেক্সের রাগ হলেও সেটা সে কন্ট্রোল করলো, আপাতোতো তার সামনে চল্লিশজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই ওয়ার্ল্ডে আসার পর এলেক্স এভাবে কারো সাথে ফাইট করে নি। তাই এটা তার জন্য কষ্ট হতে পারে। তাই সে তার ঠান্ডা মাথায় ভাবতে লাগলো।
-->> আমি অনেকগুলো কয়েন পেয়েছি। তাই ভেবেছিলাম এই ড্যানজনটা ছেড়ে আরেকটায় যাবো। কিন্তু এভাবে একটা ডিভাইন বিস্টের সাথে ফাইটের সুযোগ আমার টিম ছারতে চাচ্ছে না। (হেয়া)
এলেক্স চুপ করে তাদের কথা শুনে যাচ্ছিলো। তবে এবার সে বললো,
-->> স্নেরা, তুমি তাদের হিল করতে থাকো। আমি এদিকে ব্যাপারটা দেখে নিচ্ছি। (এলেক্স)
স্নেরা এলেক্সের কথা শুনে মাথা নারিয়ে ডুফেস এবং জেয়াবের দিকে চলে গেলো। তারা সবাই আহত হয়ে সেন্সলেস হয়ে আছে।
-->> এখানে আমরা যতক্ষন দাঁড়িয়ে আছি ততক্ষনে কেউ তাদের হিল করতে পারবে না।
ডিউক কন্যা হেয়ার চার টিমের মধ্য থেকে একটা ছেলে খুব দ্রুত স্নেরার দিকে এগিয়ে আসছিলো তার সোর্ড নিয়ে। তার উদ্দেশ্য ছিলো স্নেরাকেও আহত করে দেওয়া। যাতে করে এই টিমের সকল হিলার ব্যবহার অযোগ্য হয়ে যেতো। ছেলেটা তার সোর্ডে অউরা এনার্জি প্রয়োগ করে এট্রিবিউট এট্যাক ব্যবহার করতে চাচ্ছিলো। পুরো সোর্ডের চারিদিকে আগুন জ্বলছিলো, যা দিয়ে সে স্নেরাকে এট্যাক করতে যাচ্ছিলো খুবই স্পিডে। তবে শেষ সময়ে সবার চোখের আড়ালে এলেক্স চোখের পলকে সেই ছেলেটার সামনে চলে গেলো এবং তার হাতকে শক্ত করে ধরলো। ছেলেটার হাতে থাকা সোর্ড হাওয়ার মধ্যেই থেমে গিয়েছিলো। পিছনে স্নেরা ছিলো কিন্তু তাকে যে এট্যাক করা হয়েছে এবং এলেক্স তাকে বাঁচিয়েছে এটার কিছুই সে জানে না। স্নেরা ডুফেসকে হিলিং স্পেল দিয়ে হিল করতে যাবে ঠিক তখনি এলেক্স তার মুন ড্যাগারের হাতল দিয়ে স্নেরার কপালের বাম সাইডে একটা টোকা দিলো জোরে। স্নেরা সাথে সাথে সেন্স হারিয়ে ফেললো।
-->> আমার সকল দর্শক যখন এখন এখানে আর নেই তাই শুরু করা যাক। (এলেক্স)
এলেক্স কথা বলেই তার বাম হাতটা একটু উচু করলো এবং উপর থেকে মুন ড্যাগারটা ফেলে দিলো। এবার সে তার বাম হাত দিয়ে ছেলেটা থোবরায় জোরালো ভাবে একটা ঘুষি দিলো। ঘুষিতে সে অনেকটা দূরে গিয়ে পরলো। ঘুষি দেওয়ার পরেই এলেক্স তার ডান হাত দিয়ে এবার নিচে পরতে থাকা মুন ড্যাগারকে ধরে ফেললো। এলেক্স লক্ষ করলো চল্লিশ জনের মধ্যে পিছনে কয়েকজনকে হিল করা হচ্ছে। মানে তারা ফাইটে আহত হয়েছে।
"তাহলে এই টিমের দুর্বল ব্যক্তিরা ছিলো তারা।" (এলেক্স ভাবছে)
এলেক্স তার ইনফো স্কিল একটিভ রেখেছে। প্রতিটা ব্যক্তিই সেখানে একশত লেভেলের উপরে। পিছনে যারা আহত হয়েছে তারা তারা শুধু একশত এর নিচে, তাছাড়া ২০০ লেভেল পর্যন্ত বাকি গুলো। তিনজন তো আছে যাদের লেভেল এলেক্স এখনো দেখতেই পারছে না। যাদের মধ্যে তাদের লিডার একজন এবং সেই লিডারের দুই পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি।
"মনে হচ্ছে আমার কার্ড গুলো এখানেই ব্যবহার করতে হবে।" (এলেক্স ভাবছে)
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
এলেক্স তার স্কিল ব্যবহার করতে লাগলো। সাথে সাথে তার সিস্টেমে মেসেজ আসলো।
-""মাস্টার আপনার সকল স্ট্যাট ১৫% বৃদ্ধি পেয়েছে পাঁচ মিনিটের জন্য।""-
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।