#Demon_King#
পর্ব:১২১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
এলেক্স এবং তার টিম কিছু নতুন মেম্বার নিয়ে প্রবেশ করছে "বর্ডার টাউনে" এই জায়গাটা শুধু ব্লু কিংডমের মধ্যে অবস্থিত নয়। বরং ব্লু, রেড এবং সিকরেট তিন কিংডমের সম জায়গা নিয়ে অবস্থিত। তাই তিন কিংডমের মানুষই এখানে পাওয়া যাবে। তিন কিংডমের মধ্যেই তিনটা ভিন্ন ভিন্ন অফিসিয়াল হল রয়েছে। যা নাইট, ম্যাজিসিয়ান এবং হিলার হল নামে পরিচিত। তিন হলের মধ্যে অসংখ্য নাইট, ম্যাজিসিয়ান এবং হিলার রয়েছে। যাদের মধ্য থেকে বেশ কিছু এই বর্ডার এলাকায় দেখা যাবে। তাছাড়াও এই জায়গাটা একটা নিউট্রাল কেন্দ্র হওয়ার কারণে এখানে তিন কিংডম তেমন বেশী প্রভাব ফেলতে পারে না। যার মূল কারণ এখানে থাকা হান্টারটা। যদিও ব্লু কিংডমের হান্টার হাউসের কাছে অনেক S র্যাংকের হান্টার রয়েছে। কিন্তু সকল শক্তিশালী হান্টারদের বাসা হলো এই বর্ডার টাউন। শক্তিশালী হান্টার থাকার কারণে অধিকাংশ ব্যক্তি যারা হান্টার হয়েছে তারা এই শহরে মাইগ্রেশন করে চলে আসে। তিন কিংডমের মধ্যে অনেক নিয়ম কানুন রয়েছে যেগুলো সবাইকে মানতে হয়। কিন্তু এই বর্ডার এরিয়ার মধ্যে তেমন নিয়ম কানুন নেই। শুধুমাত্র একটা নিয়মই সবাই মেনে চলে, আর সেটা হলো যদি কেউ অন্যায় করতে চাই তাহলে তাকে এমন ভাবে সেটা করতে হবে যেনো কেউ জানতেই না পারে সে কি করেছে। এজন্যই এই শহরের তিন কিংডমের যত খারাপ লোকজন আছে তারা নিজেদের আস্তানা হিসেবে বেছে নিয়েছে।
এলেক্সের পুরো টিম টাওয়ারের বাইরে থেকে এসেছে। তাই তারা এই জায়গা সম্পর্কে জানে না। যদিও কারো থেকে গল্পের মাধ্যমে এক দুইবার নাম শুনে থাকলেও এই জায়গা কিরকম সেটা সম্পর্কে কারোরই ধারণা নেই। তাই স্যাম সবাইকে বর্ডার টাউন সম্পর্কে একটা ছোট খাটো ধারনা দিলো। যেটা শুনে সবাই এখন আশেপাশে খুব কড়া নজরে তাকিয়ে ছিলো। তারা সবাই স্যামকে ফলে করে বর্ডার টাউনের মধ্যে প্রবেশ করেছে। যেহেতু শহরের বাইরে তারা টেলিপোর্ট হয়েছিলো তাই বর্ডার টাউনের গেইটে তাদেরকে পরিচয় দিতে হয়েছে। স্যামের উপদেশ মতো গেইটের কাছে আসার পূর্বেই সবাই বাদামি কালারের একটা চাদরের মতো জামা শরীরে গায়ে দিয়েছিলো যা দিয়ে সবাই নিজেদের মাথা থেকে তারপর গেইটের কাছে আসে। যেহেতু স্যামের কাছে ব্লু কিংডমের রয়েল পারমিট ছিলো পোর্টাল ব্যবহার করার, তাই তাদেরকে ব্যক্তিগত ভাবে পরিচয় দিতে হয় নি। সবাই কোনো ঝামেলা ছাড়ায় বর্ডার টাউনে প্রবেশ করে।
বর্ডার টাউন ব্লু কিংডমের ক্যাপিটালের মতো অনেক আহামরি একটা জায়গা না। এই জায়গার মোট দুটো অংশ রয়েছে। একদম মাঝে যেখানে সব দামী দামী জিনিস রয়েছে। যেমনঃ ভিআইপি আইটেম শপ, ভিআইপি রেস্টুরেন্ট, ভিআইপি হোটেল প্রভৃতি। অন্যদিকে সাইডের যে জায়গা গুলো রয়েছে সেখানে সাধারণ মানুষদের ব্যবহার যোগ্য সব জিনিসপত্র রয়েছে। পুরো বর্ডার টাউনই একদম গোলাকৃতির। যার কারণে সব কিছু একদম পারফেক্ট আকারে ছিলো এখানে। যেহেতু স্যামকে ফলো করে সবাই মাত্র এই শহরে প্রবেশ করেছে তাই সবাই আপাতোতো বস্তির মতো জায়গার মধ্যে রয়েছে যেখানে একদম ঘনবসতি রয়েছে। একটার সাথে একটা বাসা লাগানো যেখানে প্রতিটা বাসাকেই নোংরা দেখা যাচ্ছিলো। প্রতিটা বাসার সাথেই গলি ছিলো যেখানে অনেক মানুষদেরই দেখা যাচ্ছিলো। স্যাম সবাইকে সাবধান করলো,
-> কারো আইটেম কিংবা চেহারা এখানে দেখানোর দরকার নেই। তাতে কোনো না কোনো গ্রুপ আমাদের টার্গেট করবেই। (স্যাম)
স্যামের কথা মতো কেউ কোনো কথা না বলে চুপচাপ স্যামের পিছনে যেতে লাগলো।
-> নার্ভাস হওয়ার কিছু নেই এখানে। অবশ্য একজন নোবেলের সন্তান হয়ে আমারো নার্ভাস হওয়ার কথা এরকম একটা শহরে এসে যেখানে সব জায়গাতেই ক্রিমিনালে ভরপুর। তবে এটা আমার প্রথম বার এখানে আসা নয়। তাই আমার আমার কথা মতো চললে তোমাদের কারোরই কিছু হবে না। (স্যাম)
স্যামকে ফলো করতে করতে সবাই পুরো বর্ডার টাউনের একদম মাঝখানে চলে আসলো। বর্ডার টাউনের ঠিক মাঝখানে রয়েছে পোর্টাল যেটা ব্যবহার করে টাওয়ারের বাইরে যাওয়া যায়। যদিও কোনো নিয়ম কানুন নেই এই শহরে তারপরও একমাত্র এই একটা জায়গা যেখানে সবাইকে নিয়মকানুন মেনে চলতে হবে। কারণ পুরো টাওয়ারের মধ্যে সবচেয়ে শক্তিশালী কয়েকজন হান্টারই এই পোর্টালের সিকিউরিটির কাজে অন্তর্ভুক্ত। তাই যে কেউ চাইলেই পোর্টাল ব্যবহার করতে পারে না। স্যাম সবাইকে নিয়ে পোর্টাল হাউসের মধ্যে নিয়ে আসলো। জায়গাটা অনেকটা রয়েল প্যালেসের মতোই, তবে আকারে ছোট এবং দেখতে তেমন ভালো না। শুধু মার্বেল পাথর দিয়ে পুরো ভবমটা তৈরী যেখানে কোনো রকম ডেকোরেশন নেই। বাইরে বেশ কিছু নাইট দাঁড়িয়ে ছিলো হাতে সোর্ড নিয়ে। যাদেরকে স্যাম রয়েল পারমিট দেখানোর পরে একজন নাইট সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। যারা প্রথম এই জায়গাতে এসেছে সবাই চারপাশ দেখতে শুরু করলো। যদিও জায়গাতে কোনো ডেকোরেশন নেই তারপরও সাদা স্বচ্ছ মার্বেল পাথরে তৈরী হওয়ার কারণে অনেক সুন্দর লাগছিলো সবার কাছেই জায়গাটা। গেইট দিয়ে ভিতরে ঢোকার পরই বিশাল একটা হল ভিতরে। যার ঠিক মাঝখানে একজন সুন্দরী মহিলা বসে ছিলো একটা চেয়ারে। তার সামনে একটা টেবিল ছিলো যেখানে অনেক গুলো কাগজপত্র ছিলো। তবে কাগজপত্র না দেখে মহিলাটা একমনে চার কাপে চুমুক দিয়ে চা খাচ্ছিলো। নাইট তাদেরকে মহিলার কাছে নিয়ে এসে বলতে লাগলো,
-> ম্যাম এদের কাছে ব্লু কিংডমের রয়েল পারমিট রয়েছে। এরা সবাই টাওয়ারের বাইরে যেতে যাচ্ছে।
নাইট তার কথা শেষ করে সেখানে দাঁড়ালো। মহিলা তার চায়ের কাপ টেবিলে রেখে মিষ্টি গলায় নাইটকে উদ্দেশ্য করে বললো,
-> ঠিক আছে তাহলে দেখছি আমি ব্যাপারটা।
মহিলাটা মধ্যম বয়সের হবে। মধ্যম বয়স বলতে পঞ্চাশ থেকে ষাট কিংবা বেশীও হতে পারে। তারপরও তাকে ২০- ২৫ বছরের একটা মেয়ের মতোই লাগছিলো। যেহেতু এই ওয়ার্ল্ডের মানুষের গড় আয়ু ১৩০-১৫০ এর কাছাকাছি তাই এটা স্বাভাবিকই। অনেকে তো ২০০ এর বেশী বছরও বাঁচতে পারে। একজনের বয়স তুলনা করলে টাওয়ারের উদয় বেশীদিন হয় নি। মাত্র আট থেকে দশ জেনারেশনই সর্বোচ্চ পার হয়েছে। যায়হোক মহিলাটা তার চোখের চশমা নামালো এবং সবার দিকে ভালো করে একবার তাকিয়ে নিলো।
-> যেহেতু সবাই নিজেদের চেহারা ঢাকার চেষ্টা করছো আর সবারই বয়স কম তাই আমি ধারণা করতে পারছি তোমরা সবাই একাডেমির স্টুডেন্ট। যেহেতু রয়েল পারমিট তাই আমি কারো পরিচয় সম্পর্কে জানতে চাচ্ছি না। কিন্তু একটা কথা সবাইকে বলবো, যদিও টাওয়ারের ভিতরের আমরা সবাই টাওয়ারের বাইরের সবাইকে একটু ছোট চোখে দেখি, তারপরও বাইরে যখন যাবো তখন এই ভুলটা কিছুতেই করবো না। বেশ কিছুদিন হয়েছে আমাদের শক্তিশালী একজন হান্টার যার বয়স হয়তো তোমাদের থেকে একটু বেশী হবে সে বাইরে গিয়ে আর জীবিত ফেরত আসে নি। এমনকি তার মৃত শরীরও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমার উপদেশ থাকবে তোমরা কেউই অকারণে কিছু করার সিদ্ধান্ত নিবে না।
মহিলাটার মুখ থেকে হাসি চলে গেলো। সে সিরিয়াস একটা লুক নিয়ে উক্ত কথাটা বললো। তার কথা যারা টাওয়ারের বাইরে বের হয় নি এখনো তারা সবাই একটু কেঁপে উঠলো। বিশেষ করে হেয়া এবং স্যাম। তারা রয়েল ব্লাড এবং একই সাথে নোবেল হওয়ার ফলে এখনো টাওয়ারের বাইরে যাওয়ার সুযোগ পায় নি। তাই বাইরের জায়গা কেমন সেটা সম্পর্কে কিছুই না। মাইরারা যেমন এই বর্ডার টাউন সম্পর্কে শুনে ভয় পেয়েছে ঠিক তেমনি স্যাম এবং হেয়ার মনে কিছুটা ভয় ছিলো। অন্যদিকে মুখে কাপড় থাকা মেয়েটা আর ক্রিস তো মহিলার কথা শুনছিলোই ন। স্যাম হঠাৎ তার স্পেস রিং থেকে একটা লেটার বের করলো। যেটার উপরে রয়েল ফ্যামিলির একটা সিল ছিলো। যেটা দেখেই মহিলা বুঝতে পারলো সেটা ব্লু কিংডমের কিং এর লেটার ছিলো। স্যাম সেই লেটারটা বের করে চেয়ারে বসে থাকা মহিলার হাতে দিয়ে বললো।
-> ইউর হাইনেস, দ্যা কিং হোমস দ্যা এইট উক্ত চিঠিটা এখানে দেখাতে বলেছে। (স্যাম)
চিঠিটা পরার সাথে সাথে মহিলাটা হাসতে শুরু করলো। এবার তার মিষ্টি হাসি ছিলো না। বরং জোড়ালো শব্দ করে সে হেসে উঠেছে।
-> আমি বুঝতে পারছি না তোমাদের কিং কি পাগল হয়েছে? এতোগুলো বাচ্চা ছেলেকে কোনো রকম প্রটেকশন ছাড়া ডিমনিক ফরেস্টের মধ্যে পাঠাচ্ছে ট্রেনিং এর জন্য। তোমাদের সবার কে রয়েল পরিবারের সাথে কোনো শত্রুতা রয়েছে নাকি?
মহিলাটা হাসতে হাসতে বললো। তবে সে হঠাৎ হেয়ার বুকে থাকা রয়েল ফ্যামিলির ব্যাজটা লক্ষ্য করলো যেটা দেখার সাথে সাথেই তার হাসি বন্ধ হয়ে গেলো।
-> ও হ্যাঁ বুঝতে পেরেছি কেনো কিং আমাদের হাউন্টার হাউজের কোনো সুরক্ষা তোমাদের দিতে বারণ করেছে। ঠিক আছে, তবে আমার মনে হয় না এই মুহুর্তে আমরা তোমাদের টাওয়ারের বাইরে পাঠাতে পারবো। আমাদের এই খানের পোর্টাল মেইনটেইন করতে ম্যাজিকাল স্টোনের প্রয়োজন হয়। যেটা আপাতোতো আমাদের স্টকে নেই। তিন কিংডমের ক্যাপিটাল থেকে আজ রাতের মধ্যেই সেটা চলে আসবে আমাদের কাছে। তাই তোমাদের সবাইকে আগামী সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মহিলাটা মিষ্টি স্বরে আবারো কথাটা বললো। তবে তার কথা শূনে মাইরা হঠাৎ বলে উঠলো,
-> অন্য কোনো রাস্তা কি নেই? আমাদের তো খুব জরুরী ভাবে বের হতে হবে। (মাইরা)
মাইরার কথা শুনে কড়া একটা নজরে মহিলাটা মাইরার দিকে তাকালো। যেটা দেখামাত্র স্যাম বলতে লাগলো,
-> আমি দুঃখিত আমার টিম মেটের ব্যবহারের কারণে ম্যাম। আমরা অপেক্ষা করবো একদিন কোনো সমস্যা নেই। (স্যাম)
-> আমাদের ব্যর্থতার জন্য আমরা দুঃখিত। তোমাদের সবার একদিন সময় নষ্ট করার জন্য আমাদের আন্তরিকতা প্রকাশ করার জন্য আজকে রাত থাকার ব্যবস্থা আমাদের শহরের সবচেয়ে দামী হোটেলেই ব্যবস্থা করা হবে।
মহিলাটা আবারো মিষ্টি কন্ঠে কথাটা বললো। সে সাথে আরো এড করলো।
-> পোর্টাল হাউজের বাইরে গিয়ে অপেক্ষা করলে তোমাদের কাছে একজন নাইট চলে যাবে যে তোমাদের থাকার কাঙ্খিত জায়গায় নিয়ে যাবে।
স্যাম সেখানে আর কোনো কথা না বলে সবাইকে নিয়ে চলে আসলো বাইরে। যেখানে আসার পর সবার রাগী চেহারা দেখে স্যাম তাদেরকে বোঝাতে চাচ্ছে,
-> এই জায়গাটা তিন কিংডমের নিয়ন্ত্রনে চলে না। বরং এটা নিয়ন্ত্রিন এই এই শহরের হান্টার হাউজের দ্বারা। আর আমরা যে ব্যক্তির সাথে কথা বললাম সে এই শহরের হান্টার হাউজের ভাইস লিডার। বর্তমানে এই শহরে অবস্থানকৃত যত ব্যক্তি আছে তাদের সবাই এক হয়েও ফাইট করলে তাকে হারানোর কোনো সম্ভবনা নেই। এখানে একবার আমার বাবার সাথে এসেছিলাম। যে একজন ডিউক হওয়ার পরও অনেক সম্মানের সাথে তার সাথে কথা বলেছে। যে কারণেই বোঝা যাচ্ছে আমরা এখানে তাদেরকে প্রেসার দিতে পারবো না। কারণ এই শহরের মধ্যে রয়েল পারমিট ক্যান্সেল করে দেওয়ার অধিকার তাদের রয়েছে। আর যেহেতু অফিসিয়াল ভাবে একাডেমির স্টুডেন্টদের কোনো রকম শিক্ষক ব্যতীত এখানে প্রবেশ করে নিষেধ, তাই তারা চাইলেই আমাদের আটক করে রাখতে পারবে। (স্যাম)
-> তাহলে কি আমাদের এখানে একদিন অপেক্ষা করতে হবে? (মাইরা)
-> হ্যা সেটা ছাড়া কোনো উপায় আমাদের নেই। (স্যাম)
-> আমার মনে হয় না আমাদের কারো সমস্যা হবে। যেহেতু আমাদের বর্তমান টিমের মধ্যে একজনের শরীরেই মাংস বেশী তাই তার স্যাকরিফাইসে আমরা সবাই সুরক্ষিত থাকবো। (হেয়া)
হেয়া কথাটা ডুফেসকে উদ্দেশ্য করে বললো। হেয়া তাদের সাথে আসার পর থেকেই কথায় কথায় ডুফেসের সাথে ঝগড়া তৈরী হচ্ছিলো তার। প্রথম প্রথম ডুফেস জিতলেও এখন হেয়া মারাত্মক ভাবে আঘাত করছিলো তার কথা দিয়ে। ডুফেস কোনো কিছু বলতে না পেরে ভয়ে শুধু কাপছিলো।
-> আমার মনে হয় আমি বুঝতে পেরেছি তারা আমাদের কোন হোটেলে রাখতে চেয়েছে। তাই তোমরা সবাই সেদিকে যাও। আমি এই সুযোগে জায়গাটা একটু ঘুরে আসি। (এলেক্স)
কথাটা এলেক্সের মুখ থেকে বের হলো।
-> সেটা ভালো কোনো কিছু হবে বলে আমার মনে হয় না এলেক্স। এই সময়টা আমাদের বাইরে থাকায় ঠিক না। কারণ এই শহরের সব জায়গায় খারাপ মানুষ বাস করে। (স্যাম)
-> হ্যা আমিও একমত। এলেক্স আমাদের এখন বাইরে থাকা উচিত হবে না। (মাইরা)
কেউ এলেক্সের দিকে তাকিয়ে কথাটা বলে নি। এলেক্স সবার পিছনে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ জেয়াব বলতে লাগলো,
-> গাইস আমি জানি না তোমরা লক্ষ করছো কিনা, তবে এলেক্স মনে হয় এতোক্ষণে চলে গিয়েছে। (জেয়াব)
সবাই পিছনে তাকালো কিন্তু এলেক্সকে দেখতে পেলো না।
-> এটা কিভাবে সম্ভব? এলেক্স তো মাত্রই এখানে ছিলো। (ডুফেস)
-> এটা এলেক্সের সেই আজব টেলিপোর্টেশন স্পেল হবে হয়তো। প্রিন্সিপাল আমাদের সবাইকে এটা সম্পর্কে তো বলেছেই যে সেটা কোনো আইটেম ছিলো না বরং ডার্ক এট্রিবিউটের একটা স্পেল ছিলো যা এলেক্সকে নির্দিষ্ট একটা দূরত্বে টেলিপোর্ট করতে পারে। (ক্রিস)
হঠাৎ পিছন থেকে ক্রিস কথাটা বলে উঠলো। এলেক্স টুর্নামেন্টে তার ব্লিংক স্কিল ব্যবহার করার সময় সবাই মনে করেছিলো সেটা কোনো আইটেমের সাহায্যে এলেক্স করেছিলো। যেহেতু এলেক্সের কাছে কোনো স্পেশাল এলিমেন্ট বা এট্রিবিউট ছিলো না তাই এটাই সবচেয়ে বড় মতবাদ ছিলেন। তবে প্রিন্সিপাল ক্লিয়ার করে এলেক্স সে সময়ে কোনোরকম আইটেম ব্যবহার করছিলো না। আর কোনোরকম আইটেম ব্যবহার না করে থাকলে ফায়ার কিংবা লাইটনিং এট্রিবিউট দিয়ে টেলিপোর্ট হওয়ার কোনো সম্ভবনা নেই। যেহেতু ডার্ক এট্রিবিউট সম্পর্কে সবার ধারণা কম তাই প্রিন্সিপালের ধারণা অনুযায়ী এলেক্সের টেলিপোর্টেশন একটা ডার্ক এট্রিবিউটের স্পেল। তবে তারা হয়তো কেউই জানে না এটা কোনো স্পেল নয় বরং এলেক্সের একটা স্কিল। যেটা এলেক্স এক কুলডাউনে মাত্র পাঁচ বার ব্যবহার করতে পারে। আর এখনি সে তার কথা শেষ করে পাঁচ বার সেটা ব্যবহার করে অনেকটা দূরে চলে গিয়েছে সবার আড়াল থেকে।
এতোক্ষণে পোর্টাল হাউস থেকে একজন নাইট বের হলো যে সবাইকে একটা হোটেলের দিকে নিয়ে গেলো তাই কেউই এলেক্সকে খোঁজার কোনো সুযোগ পেলো না। কিন্তু তারা এটুকু সিওর ছিলো যে এলেক্স যেখানেই থাকবে সুরক্ষিত থাকবে।
অন্যদিকে, পোর্টাল হাউসের মধ্যে থাকা মহিলাটা টেবিলে থাকা তার চশমাটা আবারো পরে নিলো। হঠাৎ তার পিছন থেকে কালো একটা ধোঁয়া তৈরী হলো। যেটা থেকে কালো কাপড়ে ঢাকা এক ব্যক্তি বেরিয়ে আসলো। ব্যক্তিটার হাত পায়ের যে অংশ দেখা যাচ্ছিলো তাতে সাদা-কালচে রঙের ব্যান্ডেজ বাঁধা ছিলো। মহিলাটা তাকে বলতে লাগলো,
-> ব্লু কিংডমের বুড়োটার বয়স অনেক বেশী হয়ে গিয়েছে। তার প্লান সম্পর্কে ধারণা তো ছোট একটা বাচ্চাও করতে পারবে। এখান দিয়ে সে তার ভবিষ্যতের সাবজেক্টদের পাঠিয়ে অন্য জায়গা থেকে বাইরে তাদের প্রটেকশন দেওয়ার জন্য লোক পাঠাবে নিশ্চয়। কিন্তু সেটা কি হতে দেওয়া যায়? ব্লাকি তোমার দুটো কাজ থাকবে। প্রথমত বুড়োটার অন্য রাস্তা দিয়ে যতগুলো লোক পাঠাচ্ছে তারা যদি গোপনে এই ছেলে-মেয়েদের সুরক্ষা করার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তাদেরকে শেষ করে দিবে। এবং তোমার দ্বিতীয় কাজ হবে, বাইরে যত কিছুই হোক এই গ্রুপের থেকে যেটার ড্রাগন ফ্যামিলিয়ার রয়েছে সে জেনো সুরক্ষিত ভাবে টাওয়ারে ফিরতে পারে। অবশ্য এটা মানে এই নয় যে অন্যান্য গুলোকে তুমি মেরে ফেলবে বা তাদেরকে মৃত্যুর মুখে ফেলে আসবে। মনে করো ডিমনিক ফরেস্টের কিং মনস্টার যদি তাদের সামনে আসে তাহলে শুধুমাত্র সেরকম বিপদেই ড্রাগন ফ্যামিলিয়ার ছেলেটাকে নিয়ে টাওয়ারে চলে আসবা। এটা একটা গুরুত্বপূর্ণ অর্ডার আমাদের লিডারের থেকে।
মহিলাটা সিরিয়াস হয়ে কথাটা বললো। তার কথা পিছনে থাকা ব্যক্তিটা বুঝতে পেরেছে বোঝাতে মাথা নারালো এবং সাথে সাথে সেখানে কালো ধোঁয়া তৈরী করে সে ধোঁয়ার মধ্যে হারিয়ে গেলো।
* * * * *
অন্যদিকে এলেক্স তার ব্লিংক স্কিলের সাহায্যে সবার থেকে আলাদা হয়ে চলে এসেছে। এখন মূলত এলেক্স যে জায়গায় ছিলো সেটাকে এই শহরের মধ্যজোন বলা হয়। যদিও অনেক বড় একটা শহর এটা তারপরও ব্লু কিংডমের ক্যাপিটালের আকারের কাছে ছোট ছিলো। দুটো এরিয়ার একদম মাঝখানে এলেক্স এখন দাঁড়িয়ে ছিলো। তার অন্যান্য টিমের থেকে আলাদা হওয়ার কোনো সিদ্ধান্ত প্রথমে ছিলো না। তবে এখানে বর্ডার টাউনের গেইট থেকে ভিতরে প্রবেশের পরই এলেক্সের মনে হয়েছিলো সে একটা পরিচিত চেহারা দেখেছে।
❝আমার মনে হলো আমি এখানে বাবাকে দেখেছিলাম। কিন্তু সেটা কি আসলেই সত্য নাকি তখন তাদের নিয়ে ভাবার কারণে আমার ভুল ধারণা হয়েছিলো?❞ (এলেক্স ভাবছে)
এলেক্স তার বাবাকে দেখেছে বলে মনে করেছে। কিন্তু সেটা আদৌও সত্য কিনা সেটা বুঝতে পারছে না। এজন্য সে তার টিম থেকে আলাদা হয়ে এসেছে। যদিও সে বেশী সিওর ছিলো যে সেটা তার বাবা ছিলো না, তারপরও তার বাবা একজন হান্টার তাই এখানে থাকার কিছুটা সম্ভবনা থাকলেও থাকতে পারে।
-> স্যাম বলেছে আমাদের কারোরই চেহারা এখানে ভালো করে না দেখাতে। একাডেমির টুর্নামেন্ট সারা টাওয়ারের দেখানো হয়েছে, যা আমাদের সবার চেহারাকে পরিচিত করে দিয়েছে সবার সামনে। তাই আমার মনে হয় আপাতোতো আমার জন্য ভালো হবে নিজের চেহারাকে লুকিয়ে রাখা। (এলেক্স)
এলেক্স একটা চাদর পরেছিলো যেটা তার মাথাকে ঢেকে রেখেছে। অবশ্য দূর থেকে কেউ দেখলে কখনোই এলেক্সকে চিনতে পারবে না। কিন্তু কাছ থেকে ভালো করে এক মিনিটের জন্য এলেক্সের দিকে তাকালে তাকে চিনতে সময় লাগবে না। তাই সে তার ক্যারেক্টার চেঞ্জ করার সিদ্ধান্ত নিলো। অবশ্য এই অপশন এলেক্সের কাছে না থাকলে সে একটা মাস্ক কিনে নিতো, তবে সেটা করার কোনো চিন্তা এলেক্সের নেই। যেহেতু এটা অনেক জনবহুল একটা শহর তাই এলেক্স খোলা রাস্তার মধ্যে তো আর তার ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে না। সেটা করলে তো সবার আগ্রহ সে নিজের দিকে নিয়ে আসবে। তাই এলেক্স একটা খালি গলি খুঁজতে শুরু করলো। বেশ কয়েকটা গলিতে মানুষে ভরপুর দেখতে পেয়ে এলেক্স একটার মধ্যে প্রবেশের সিদ্ধান্ত নিলো। যেহেতু তার ইনফো স্কিল ছিলো তাই সে গলির ভিতরের ব্যক্তিদের লেভেল সম্পর্কে ধারণা পেলো। যাদের লেভেল খুবই কম ছিলো এলেক্সের থেকে।
❝৫৭/৬০ লেভেল কোনো ব্যাপারই হবে না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স গলির মধ্যে প্রবেশ করলো। দুই সাইডে অনেক চাপা ভাবে বাড়ি তৈরী হওয়ার কারণে গলি গুলো অনেকটা অন্ধকার থাকে। তাই বাইরের রাস্তা থেকে ভিতরে কি হলো সেটা ক্লিয়ার দেখা যায় না। ভিতরে বসে অনেকে নেশাদ্রব্য পান করছিলো। যাদের মধ্য থেকে একজন এলেক্সকে দেখতে পেয়ে বলতে লাগলো,
-> এটা বাচ্চাদের জায়গা না। নিজের ভালো চাইলে অন্য জায়গা দিয়ে চলে যাও।
এলেক্সের বয়স কম ছিলো। তাই তাকে একটা বাচ্চায় লাগবে অনেকের কাছে। তবে এমন নয় যে বাচ্চারা শক্তিশালী হতে পারে না। এলেক্স কোনো রকম কথা না বলে সেখানে দাঁড়িয়ে রইলো। সবাই কাছে থাকার পরও অন্ধকারের জন্য এলেক্সের চেহারা দেখে নি।
-> মনে হয় এটার পিটানি খেতে মন চাইছে আমাদের হাতে।
-> এখানে আমরা সবাই নতুন হান্টার, যারা আজকেই একটা ড্যানজনে প্রবেশ করে বেশ কিছু মনস্টার হত্যা করে এসেছি। আপাতোতো কোনো পিচ্চির গায়ে হাত দেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। কিন্তু তিন পর্যন্ত গুনবো আমি। যদি এর মাঝে এখান থেকে না যাও তাহলে আমার এই সোর্ড তোমার কোনো না কোনো এক শরীরের অংশকে কেটে ফেলবে।
সেই গ্রুপের একজন অনেকটা মাতাল হয়ে আছে। সে তার সোর্ড নিয়ে উঠে উক্ত কথাটা বললো। সাথে সাথে সে গুনতেও শুরু করলো। কিন্তু এলেক্স এক পাও নরলো না সেখান থেকে।
-> এক, দুই, তিন।
তার গোনা শেষ হওয়ার সাথে সাথে সে রেগে এলেক্সের ডান পা বরাবর এট্যাক করতে যাচ্ছিলো।
-> কেউ নেই এখানে, তাই আমাদের লিডারের দশ নম্বর বাচ্চা হত্যার কথাও কেউ জানতে পারবে না। হাহাহাহাহা।
কথাটা সেই গ্রুপে থাকা আরো একজন ব্যক্তি বললো। তারা সবাই পাশে থাকা দেওয়ালে পিঠ লাগিয়ে বসে ছিলো। সবার হাতেই বোতলের কিছু একটা ছিলো। যা পান করছিলো। এলেক্স সেটা না দেখেই বুঝতে পারছে তারা নেশা দ্রব্য পান করছিলো। এলেক্স কোনোরকম কথা বলছিলো না। তার সামনের ব্যক্তিটা সেই গ্রুপের লিডার ছিলো। যে তার সোর্ড দিয়ে এলেক্সের পা বরাবর এট্যাক করার জন্য অগ্রসর হয়েছে। তবে তার এট্যাক এলেক্সের শরীরে লাগার পূর্বেই থেমে গেলো।
(ডার্ক ডোমেইনঃ প্রিজন অফ ভয়েড)
এলেক্স তার ডার্ক এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করলো যেটা ব্যবহারের সাথে সাথে চারদিক দিয়ে গোলাকার কালো স্পেসে ঢেকে গেলো। আর সে কালো স্পেসের মধ্যে কালো অন্ধকার জায়গা ব্যতীত আর কিছু ছিলো না। যে অন্ধকারে এলেক্সের সামনের সকল ব্যক্তি হারিয়ে গেলো। এলেক্স তার ডোমেইন ক্যান্সেল করার সাথে সাথে সেখানে দাঁড়িয়ে থাকা সকল ব্যক্তি নিচে পরে গেলো। তাদের লেভেল একদম কম এবং এলেক্স তার ডোমেইনের ফুল পাওয়ার ব্যবহার করার কারণে তাদের সউল গুলো সোজা ভয়েডে চলে গিয়েছে। যেখান থেকে ফেরার কোনো রকম সুযোগ নেই বললেই চলে।
-> যারা বাচ্চাদের হত্যা করে তাদের সাথে হয়তো এটাই হওয়া দরকার ছিলো। (এলেক্স)
এটা প্রথম কোনো জীবিত বস্তুকে হত্যা করা নয় এলেক্সের জন্য। সে পূর্বেও হত্যা করেছে, তবে একটা মানুষকে সত্য সত্য হত্যা করা হয়তো এলেক্সের জন্য এটা প্রথম ছিলো। যদিও তাদেরকে কিছু করতে চাচ্ছিলো না প্রথমে এলেক্স কিন্তু যখন শুনেছে তারা পূর্বে বাচ্চাদের হত্যা করেছে তখন আর চুপ থাকতে পারলো না সে। যদিও এলেক্স সর্বপ্রথম কোনো মানুষকে হত্যা করেছে, তারপরও তার কোনো রকম অনুভূতি ফিল হচ্ছিলো না। যেখানে যেকেউ নিজের স্বজাতিকে প্রথমে হত্যা করলে সে চাপ নিতে পারে না সেখানে এলেক্স পুরো স্বাভাবিক অবস্থায় ছিলো।
-> এসব আবর্জনা সমাজ থেকে দূরে থাকায় সবচেয়ে বেশী ভালো। (এলেক্স)
(ক্যারেক্টার ট্রান্সফর্মেশন)
এলেক্স তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেললো। নতুন একটা রূপে সে গলি থেকে বের হয়ে গেলো পরিচিত একজনকে খোঁজার জন্য।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।