#Demon_King#
পর্ব:১২২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
বর্ডার টাউন,
টাওয়ার অফ গ্লাটোনির প্রথম ফ্লোরে মোট তিনটা কিংডম রয়েছে। আর এই তিন কিংডমই প্রথম ফ্লোরকে তিনভাগে ভাগ করে নিয়েছে। তিন কিংডমের একডম বর্ডারের অংশে একটা পোর্টাল ছিলো যেটা দিয়ে টাওয়ারের বাইরে প্রবেশ করা যায়। তাই তিন কিংডম তৈরি হওয়ার পরপরই এই পোর্টালকে কেন্দ্র করে তৈরী হয় বর্ডার টাউন। তিন কিংডমের সমান অংশ নিয়ে এই শহরটা তৈরি হওয়ার কারণে এর মধ্যে তিন কিংডমের রয়েল পরিবার নিজেদেরকে জড়িত করে না। তবে তিন কিংডমের পরামর্শে এই বর্ডার টাউনের মধ্যে তৈরি হয়েছিলো একটা হান্টার হাউজের। যেটাই এখন এই পুরো শহরকে নিয়ন্ত্রিত করে। যদিও এই শহরের মধ্যে কোনো নিয়ম কানুন তেমন নেই, তারপরও কেউ গোপনে কিছু করে সেটা গোপন রাখতে পারলে কোনো ব্যক্তিই আর তাকে কিছু করতে পারবে না। আর এজন্যই তিন কিংডমের সকল খারাপ ব্যক্তি এবং হান্টারদের বাস এখানে।
এলেক্স একটা গলির মধ্য থেকে বের হয়েছে। বর্তমানে সে আর এলেক্স নয়। যেহেতু সে তার সাইড ক্যারেক্টারে চেঞ্জ হয়েছে তাই এখন সে স্যামুয়েল। একটা উচ্চ দেহের একজন যুবক যার শরীরের কাঠামো অনেক উন্নত ছিলো। এলেক্সের কাছে প্রথম বার এই ক্যারেক্টারে এসে কিছুটা অস্বাভাবিক লেগেছিলো। কিন্তু এখন দ্বিতীয় বার চেঞ্জ হওয়ার ফলে বিষয়টা তার কাছে স্বাভাবিকই হয়ে গিয়েছে। গলির মধ্য থেকে বের হওয়ার পূর্বে এলেক্স একবার তার স্ট্যাটাসটা দেখে নিলো। যেখানে অবাক হওয়ার কোনো বিষয় ছিলো না এলেক্সের। কারণ অবাক সে প্রথম দিন হয়েছিলো।
××× ক্যারেক্টার ইনফো ×××
নেইম: স্যামুয়েল
টাইটেল: ফলেন এঞ্জেল, কিং অফ প্রাইড
জব: ফাইটার
লেভেল: ৪০
স্ট্রেন্থ : ৫০০(সিল)
ভাইটালিটি : ৫০০(সিল)
এজিলিটি : ৫০০(সিল)
স্ট্যােমানা : ৫০০(সিল)
ইন্টেলিজেন্স : ১০০(সিল)
লাক্ : ০০(সিল)
প্রাইড: ১০০০(সিল)
স্ট্যাট পয়েন্ট: ৫০
××× ×××
এমিয়াসের ব্যাপারটা অন্যরকম ছিলো। যেখানে সেটার স্ট্যাটাস একদম স্বাভাবিক ছিলো শুধুমাত্র লাক্ স্ট্যাট ব্যতীত। কিন্তু এলেক্স প্রথম দিনেই স্যামুয়েলের স্ট্যাট দেখে অবাক হয়েছিলো। যদিও এটা অস্বাভাবিক হওয়ার কোনো বিষয় না। যেহেতু এলেক্স স্যামুয়েলের জীবনটা খুব কাছ থেকে অভিজ্ঞতা করেছে তাই শুধুমাত্র সেই জানে স্যামুয়েল নিজের জীবনটা বাঁচিয়ে রাখার জন্য কতটা কষ্ট করেছে। আর সে কষ্টের ফলে এই স্ট্যাট লাভ করাটা কোনো ব্যাপারই ছিলো না। অবশ্য এলেক্স বিষয়টা নিজেও জানে না। এমিয়াস এর দুটো স্ট্যাট বাদে সব গুলো স্বাভাবিক থাকার কারণ হলো সে ডিম্যান প্রিন্স হওয়ার পূর্বে একজন সাধারণ মানুষ ছিলো। যার কারণে তার স্ট্যাট গুলোও স্বাভাবিক ছিলো। কিন্তু স্যামুয়েল ডিম্যান প্রিন্স হওয়ার পূর্বে তার এঞ্জেল সময়ের লিমিটকেও অতিক্রম করেছিলো, যার কারণে তার দুটো স্ট্যাট বাদেও বাকি গুলো অস্বাভাবিক হয়ে আছে। যদিও বিষয়টা এলেক্সের তেমন ভালো লাগছে না, কারণ এমিয়াসের ব্যাপারটা আলাদা ছিলো। যেহেতু এমিয়াসের জীবনটা সে নিজে কাটিয়েছিলো ফ্লাশব্যাকের মাধ্যমে তাই তার পাওয়ারটা এলেক্স সহজেই নিজের করতে পেরেছিলো। কিন্তু এলেক্স বর্তমানে স্যামুয়েলের পাওয়ারটা মোটেও নিজের করতে পারছিলো না।
❝এই ক্যারেক্টারে প্রবেশ করলেই আমার কাছে কেনো মনে হচ্ছে আমি কোনো রকম হ্যাক ব্যবহার করছি। যেহেতু আমার সিস্টেম অনেকটা আমার গেমের মতো কাজ করছে, তাই আমার মনে হয় "নাইটমেয়ারের" হ্যাকের অপশনও এই চরিত্রে মধ্যে যুক্ত হয়েছে।❞
এলেক্স কোনো রকম উত্তর না খুঁজে পেয়ে নিজের জ্ঞানের ভিতরে থাকা বিষয় দিয়েই উত্তর বানিয়ে নিলো। যাইহোক, সে তার ক্যারেক্টারে চেঞ্জ হয়ে বের হয়েছে গলির মধ্য থেকে। যদিও সে জানে এখানে কেউ তাকে চিনবে না। তারপরও এলেক্স সতর্ক ছিলো। তাইতো সে তার ইনভেন্টরি থেকে একটা রোব বের করে নিলো। মূলত এটা চাদরের মতো দেখতে একটা জামা যেটা যেকোনো পোষাকের উপরেই পরা যায়। বেশীরভাগ সময়ে ম্যাজিসিয়ান হলের ম্যাজিসিয়ানরা এটা ব্যবহার করে থাকে। মাথায় হুডের ব্যবস্থা থাকায় চেহারা অনেকটা ঢেকে থাকে। যদিও থিওরি মতে স্যামুয়েলকে এখানে কারোরই চেনার কথা না। কারণ স্যামুয়েল এই ওয়ার্ল্ডের কেউ না। বরং অন্য এবং দূরের কোনো এক ওয়ার্ল্ড থেকে সে এসেছে। তারপরও স্যামুয়েলের জীবন দেখার ফলে এলেক্স কন্সটেলেশন সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছে। যার জন্যই সে সতর্ক হয়ে আছে।
বর্ডার টাউনকে দুই ভাগে ভাগ করা হয়। গোলাকার আকৃতির হওয়ার ফলে এই শহরের মাঝ বরাবর একটা এরিয়া এবং সাইডে একটা এরিয়া উৎপন্ন হয়েছে। মাঝখানের এরিয়াটা সাইডের এরিয়ার থেকে তুলনামূলক দেখতে অনেক সুন্দর। তাই সেখানে থাকা এবং খাওয়ার খরচও অনেকটা বেশী। অপরদিকে সাইডের যে এরিয়াটা সেটা মূলত কমনারদের জন্য তৈরী হয়েছে। প্রতিটা রাস্তায় রাস্তায় ঘনবসতির মতো বাড়িঘর তৈরী আছে যার সবটার মালিকই মূলত এই শহরের গিল্ড হাউস। আর এই সব লোকই গিল্ড হাউসের জায়গার মধ্যে ভাড়া কিংবা হান্টার হওয়ার সুবিধার্তে থাকার সুযোগ পেয়েছে। সাধারণ হান্টার এবং নরমাল কমনাররা এই সাইডের এরিয়ার মধ্যে থাকে। অন্যদিকে শক্তিশালী হান্টার যাদের সম্মান এবং ইনকাম দুটোই বেশী তারা ভিতরের এরিয়ার মধ্যে থাকে। যাইহোক দুটো এরিয়া নিয়ে কথা অনেক হলো,
এলেক্স ঘুরে ঘুরে সব কিছু দেখতে লাগলো। জায়গাটা মোটামুটি তার বর্তমান পারসোনালিটির জন্য পারফেক্ট ছিলো। যেহেতু এলেক্স প্রতিবার তার সাইড ক্যারেক্টারে চেঞ্জ হলে তার নিজের চিন্তা ভাবনাও কিছুটা সেই ক্যারেক্টারের জীবনের মতো হয়ে যায় তাই এলেক্সও এখন কিছুটা স্যামুয়েলের মতো ভাবছিলো। প্রতিটা গলির মধ্যেই ভালো করে দেখলে দেখা যাবে কোনো না কোনো অন্যায় কাজ হচ্ছিলো। প্রায় জায়গার মধ্যে নেশা, কিডন্যাপিং, রেপ এমনকি হত্যা হতেও দেখা যাচ্ছিলো। যদিও এলেক্সের এখন মন চাচ্ছিলো সব গুলো ব্যক্তিকে শাস্তি দিতে কিন্তু সেটার সময় তার হাতে ছিলো না বলে কিছু করতে পারলো না এলেক্স। যদিও এলেক্স নিজের পরিচয় লুকানোর জন্য তার সাইড ক্যারেক্টারে চেঞ্জ হয়েছে তারপরও সে লক্ষ্য করলো তার দিকে বেশ কিছু ব্যক্তি তাকিয়ে ছিলো। কেনো তাকিয়ে ছিলো সেটা এলেক্সের মাথায় খেললো না। হয়তো কোনো কিছু একটা কারণে তারা এলেক্সের দিকে তাকিয়ে ছিলো যেটা এলেক্সের অজানা ছিলো।
-> এই লোকটাকে প্রথম দেখছি মনে হচ্ছে এখানে।
-> হয়তো তিন ক্যাপিটালের কোনো নতুন একজন ক্রিমিনাল হবে।
-> একটা আজব কালো এনার্জি বের হচ্ছে এই ব্যক্তির শরীর থেকে। যেটা আমার শরীরের লোম দাঁড় করিয়ে দিচ্ছে।
-> আমার তো মনে হয় এটা কোনো SS র্যাংকের হান্টার হবে। তার অউরা এতোদূর থেকে যেহেতু আমরা অনুভব করতে পারছি।
রাস্তায় থাকা লোকগুলো একে অপরের সাথে কথা বলছিলো। তাদের কথা এলেক্স শুনতে না পারার কারণে বুঝতে পারছিলো না তারা কেনো তার দিকে তাকিয়ে ছিলো। তার শরীর থেকে যে এনার্জি লিক হচ্ছিলো সেটা সম্পর্কে এলেক্সের কোনো আইডিয়ায় ছিলো না। যেটা নিয়েই এলেক্স বর্ডার টাউনের বাইরের এরিয়ার মধ্যে ঘুরতে লাগলো।
❝আমার মনে হচ্ছে সেটা আমার কোনো ভুল ধারনা ছাড়া আর কিছু নয়। তাই এখন ফেরত যাওয়ায় ভালো হবে।❞ (এলেক্স ভাবছে)
সূর্য ডুবার অবস্থায় ছিলো। আর একটু পরেই রাত হবে। এই সময়েও এলেক্স বাইরে রয়েছে। তার সাইড ক্যারেক্টারের কারণে তার আসল চেহারা কেউ দেখতে পারে নি। যেটা একদম এলেক্সের প্লান বরাবরই চলছিলো। তবে অনেকক্ষণ বাইরে থাকার ফলে এলেক্স বুঝতে পারলো সে পূর্বে যাকে দেখেছিলো সে তার বাবা নয়। যদিও তার বাবা হয়ে থাকে তাহলে এতোক্ষণে এই জায়গা থেকে চলে গিয়েছে। কিংবা হয়তো এই জায়গারই কোনো এক বাসার মধ্যে রয়েছে। যেখান থেকে বের করা এখনকার জন্য অসম্ভব। তাই এলেক্স টিমের বাকিদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলো। কিন্তু যাওয়ার পূর্বে তার নজর এক জায়গায় আটকে গেলো। দুই এরিয়ার একদম মাঝখানের জায়গা। যেখানে অনেকটা গোল করে রাস্তা তৈরি রয়েছে। মাঝখানে অনেক মানুষ সংগ্রহ হয়েছে যারা জোরালো ভাবে চিল্লাচিল্লি করছিলো। সব মানুষ গোল হয়ে দাঁড়িয়ে ছিলো যার মাঝখানে কিছু একটা হচ্ছিলো। এলেক্স কিছুটা আগ্রহ নিয়ে ভীর ঠেলে সামনে চলে গেলো। সামনে যাওয়ার পরই সে দেখতে পেলো সেখানে ছোট একটা এরিনা তৈরি হয়েছে যেখানে এই জায়গার মানুষেরা অফিসিয়াল ভাবে ফাইট করছিলো।
-> ওয়াও, আমি পূর্বে এই ছেলেকে দেখি নি। কিন্তু বলতে হবে অনেকটা শক্তিশালী এটা।
-> তোমার মাথা খারাপ হয়েছে? তুমি এই ছেলের সাপোর্ট করছো কেনো? দেখতেই পাচ্ছো আমাদের E এবং D র্যাংকের হান্টারদের সে হারিয়ে দিচ্ছে। এটা কি আমাদের জন্য অসম্মানের না।
-> কিন্তু যদি এই ছেলে আমাদের হান্টার হাউসের নতুন হান্টার হয়ে থাকে তাহলে?
-> সেটা হওয়ার সম্ভবনা নেই। আমাদের হান্টার হাউসের অধিকাংশ ব্যক্তিই ক্রিমিনাল। তাই এখানে এর মতো সুন্দর একটা ছেলে এসে যুক্ত হবে না। আর ছেলেটার নাম দেখেই মনে হচ্ছে সে নোবেল কোনো পরিবারের।
এলেক্স সামনে এসেই কিছু ব্যক্তির কথা শুনতে পারলো। তার সামনে ছোট একটা এরিনা তৈরি হয়েছে যেটা এখানে পূর্বে দেখে নি এলেক্স। সেই এরিনা মূলত সাদা রঙের একধরনের সুতো দিয়ে তৈরী হয়েছে। আর এরিনার মধ্যে দাঁড়িয়ে ছিলো ক্রিস। যে একের পর এক ফাইট করে যাচ্ছিলো এখানের লোকাল পাবলিক এবং হান্টারদের সাথে।
-> কেউ কি নেই আমাকে চ্যালেঞ্জ করার মতো? মনে হচ্ছে এখানে সবাই নিজেদের সাহসকে বিক্রি করে এসেছে। (ক্রিস)
ক্রিস অনেকটা কনফিডেন্স নিয়ে উক্ত কথাটা বললো। এখানে সবাই কম র্যাংকের হান্টার বা সাধারণ পাবলিক ছিলো তাই তাদের মধ্যে শক্তিশালীদের হারানোর পর আর কেউ তার সাথে ফাইট করতে চাচ্ছিলো না। তাই ক্রিস সে জায়গা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলো। তবে তখনি সব লোকজনের মধ্য থেকে একজন ব্যক্তি সাদা সুতো পার করে ভিতরে প্রবেশ করলো। একটা রোব পরিহিত ব্যক্তি যে কিনা এলেক্স ছিলো সে ফাইট করার জন্য সামনে চলে আসলো। যদিও সাধারণ সময়ে এলেক্স এখানে ফাইট করার কথা চিন্তাও করতো না। কারণ এখানে এখন অনেক মানুষ ছিলো। কিন্তু স্যামুয়েলের চরিত্রে থাকার কারণে ক্রিসের কথাটা এলেক্সের সম্মানে আঘাত করেছে। যার কারণে এলেক্স মানে স্যামুয়েল নিজের সম্মান বাঁচানোর জন্য ফাইট করার জন্য সামনে চলে আসছে।
-> আশা করছি এই ফাইটে নতুন কিছু শিখতে পারবো আমি। (ক্রিস)
ক্রিস যে কিনা প্রতিটা ফাইটের পূর্বেই প্রতিপক্ষকে সম্মান দেখাই সে এলেক্সকেও সম্মান দেখালো। যদিও এলেক্স জানে তার সামনে ক্রিস দাঁড়িয়ে ছিলো কিন্তু ক্রিস জানে না তার সামনে এলেক্স দাঁড়িয়ে আছে।
❝মনে হচ্ছে তাহলে এই ক্রিসের পাওয়ার কতদূর যেতে পারে সেটা আমি দেখতে পারবো।❞ (এলেক্স ভাবছে)
যেহেতু স্যামুয়েলের চরিত্রে ছিলো এলেক্স তাই সে তার মেইন ক্যারেক্টারের থাকা স্কিল গুলো ব্যবহার করতে পারবে না। এজন্য ক্রিসের লেভেল সে দেখতে পারলো না। কিন্তু এলেক্স ভালো করেই জানে সেটা এখন কম রয়েছে কিন্তু সময়ের সাথে সাথে সেটা ৪০০ কিংবা তার ও বেশি হতে পারে। এলেক্স কোনো রকম কথা বললো না। যেটা দেখে ক্রিস আর কিছু না বলে তার ফাইটের জন্য প্রস্তুত হলো। কোনো রকম অস্ত্র তার হাতে ছিলো না। এতোক্ষণ সে কোনো রকম অস্ত্র ছাড়ায় অন্যদের সাথে ফাইট করছিলো। যেটা অনেকটা অবিশ্বাস্য ছিলো। যদিও এলেক্স জানে এখানের ব্যক্তি গুলো তেমন আহামরি না, তারপরও তাদের মধ্যে ভালোই শক্তিশালী ব্যক্তিও ছিলো। সব রকম চিন্তা নিয়ে ব্যস্ত ছিলো এলেক্স তাই ক্রিস কখন যে তার উপরে এট্যাক করলো সেটা লক্ষ্যই করে নি এলেক্স। কিন্তু লক্ষ্য না করার পরেও ক্রিসের দেওয়া পান্স যখন এলেক্স মুখে লাগবে ঠিক তার পূর্বেই তার শরীর এমনিতেই সরে যাওয়ার কারণে এলেক্স আঘাত প্রাপ্ত হলো না। এলেক্সের শরীর নিজে থেকে মুভমেন্ট করেছে যেটা বুঝতে পেরে এলেক্স অনেকটা অবাক হয়েছে। কিন্তু তার মুখে সে অবাক হওয়ার কোনোরকম এক্সপ্রেশন ছিলো না।
❝তাহলে কি এটাকেই বলে ব্যাটেল সেন্স।❞ (এলেক্স ভাবছে)
ব্যাটেল সেন্স এলেক্সের সাইড ক্যারেক্টার স্যামুয়েলের একটা স্কিল। যেটা সম্পর্কে এলেক্স জানে। এই স্কিলটা একটা প্যাসিভ স্কিল। যেটা ফাইটের সময় আপনাআপনি ব্যবহার হয়। এলেক্স স্যামুয়েল চরিত্র নিয়ে যে পরিস্থিতিতেই থাকুক না কেনো স্যামুয়েলের হাজার হাজার বছরে হাজার হাজার শত্রুর সাথে এক সময়ে ফাইট করার অভিজ্ঞতার ফলে যেকোনো ফাইটে শরীর নিজ থেকেই চলে। যেটা একটা স্কিলে পরিণত হয়েছে। আর মাত্র সেটাই ব্যবহার হয়েছে। যেহেতু প্রথম এট্যাক মিস হয়েছে তাই সেখান থেকেই ক্রিস তার অউরা স্পেল ব্যবহার করে এলেক্সের উপরে হামলা করলো।
(ওয়াটার অউরা স্পেলঃ টর্নেডো স্লাশ)
ক্রিস তার ওয়াটার এট্রিবিউটের একটা অউরা স্কিল ব্যবহার করেছে। যেহেতু তার হাতে কোনো রকম সোর্ড বা অস্ত্র ছিলো না তাই সে নিজের হাতকেই একটা অস্ত্র বানিয়ে নিলো। হাত সুয়িং মারলো সোর্ড চালানোর মতোই যা থেকে পানির সুনামি তৈরি হয়েছিলো। যেটা এতোটাই ধারালো ছিলো যে সেটার সামনে যা আসবে টুকরো টুকরো হয়ে যাবে। অবশ্য এটা অনেক উচ্চ লেভেলের স্পেল হলেও ক্রিস সেটাকে নিয়ন্ত্রন করে ব্যবহার করার কারণে তার প্রতিপক্ষের শরীরে লাগলেও জীবন হানির মতো ড্যামেজ দিবে না। ক্রিস ভেবেছিলো এটা দিয়েই তার বিজয় নিশ্চিত। তাই সে ফলাফল দেখার পূর্বেই দাঁড়িয়ে গেলো। কিন্তু পিছনে এলেক্স যে কিনা স্যামুয়েলের চরিত্রে ছিলো তার শরীরের সাথে স্পেলটা স্পর্শ করার পূর্বেই ক্যান্সেল হয়ে গেলো। যেটা দেখামাত্রই সেখানে থাকা ব্যক্তিরা অবাক হয়ে গেলো।
-> আমার মনে হয় না এই ফাইটটা এতো দ্রুত শেষ হচ্ছে। কারণ এখনো তোমার পুরো পাওয়ার দেখা বাকি রয়েছে আমার। (এলেক্স)
এলেক্স কথাটা বললেও ক্রিস তো জানে না যে সে এলেক্স ছিলো। তাই ক্রিস অবাক হয়েছে। তার অবাক হওয়ার মূল কারণ হলো যেহেতু তার পাওয়ার অনুমান করতে পেরেছে তাই তার সামনের রোব পরিহিত ব্যক্তি অবশ্যই তার থেকে শক্তিশালী হবে।
❝তাহলে আমার থেকে শক্তিশালী ব্যক্তিকে আবার পেয়েছি। মনে হচ্ছে আরো কিছুটা শক্তিশালী হওয়া যাবে এই সুযোগে।❞
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।