#Demon_King#
পর্ব:১২৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
বর্ডার টাউন,
বর্ডার টাউনের দুই এরিয়ার মাঝখানে একটা গোলাকৃতির খোলা জায়গা রয়েছে যেটা মূলত মোড়ের মতো একটা রাস্তা। এই জায়গার মধ্যে প্রায় প্রতি সপ্তাহে একবার করে হান্টার হাউস অফিসিয়াল ফাইটের ব্যবস্থা করে। যে ফাইটে অংশ নিয়ে প্রতিটা ব্যক্তি সম্মানের সাথে অনেকটা অর্থও ইনকাম করার সুযোগ পায়। মূলত ফাইট করলে সরাসরি কোনো রকম কয়েন হান্টার হাউস বরাদ্দ করে না। তবে এসব ফাইটে প্রতি ব্যক্তিই নিজেদের মন মতো বেট(বাজি) লাগাতে পারে। আর যদি সে বা তার বেট লাগানো টিম জিততে বা হারতে পারে তাহলে অনেক কয়েনই ইনকাম করা সম্ভব। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও হান্টার হাউস ফাইটের ব্যবস্থা করেছে। যেখানে আশে পাশের সকল লো র্যাংক হান্টাররা অংশ নিয়ে থাকে। এমন নয় যে এখানে সব সময় দুর্বল ব্যক্তিরাই অংশ নিয়ে থাকে। সময় যত রাত হবে ততই শক্তিশালী ব্যক্তিদেরও আগমন হতে থাকে এখানে। যেহেতু এখনো রাত হওয়ার অনেকটা সময় বাকি ছিলো তাই তেমন শক্তিশালী কোনো ব্যক্তি এখানে ছিলো না। তারপরও ক্রিসকে প্রথম দেখে সবাই ক্রিসের বিপক্ষেই বেট লাগিয়েছিলো, যেটার ফল হিসেবে প্রতিবার সব ব্যক্তিকেই তাদের কয়েন হারাতে হয়েছে। অপরদিকে এখন যেহেতু ক্রিস বেশ কয়েকবার জিতেছিলো তার তার জেতার চান্স বেশী থাকায় তার উপরেই বেট লাগিয়েছে সবাই। যেটার ফল স্বরূপ সবাইকে এখন নিজের হাত কামড়িয়ে বসে থাকতে হচ্ছে।
(নোটঃ যে ক্যারেক্টারে এখন থেকে এলেক্স চেঞ্জ হবে সে ক্যারেক্টার নামেই উল্লেখিত হবে তার নাম।)
ক্রিস তার অউরা স্পেল দিয়ে স্যামুয়েলের শরীরে আঘাত করলো। কিন্তু তাতে স্যামুয়েলের কিছুই হলো না। বরং তার শরীরে এট্যাকটা লাগার পূর্বেই সেটা হাওয়ার সাথে মিশে গেলো। যা ক্রিস দেখতে না পারার কারণে বুঝতে পারে নি কি হয়েছে। তবে একটা জিনিস সে বুঝেছে যে তার সামনের ব্যক্তিটা মোটেও সাধারণ কোনো হান্টার ছিলো না। স্যামুয়েলের শরীর থেকে কালো রঙের একটা এনার্জি লিক হচ্ছিলো যা ভালো ম্যাজিক সেন্স না হলে ক্লিয়ার ভাবে বোঝা যায় না। ক্রিস ভালো করে স্যামুয়েলের দিকে লক্ষ করার ফলে বুঝতে পারলো স্যামুয়েলের পিছনে একটা এনার্জির মনস্টার ছিলো, যেটা তার দিকেই লাল লাল চোখ করে তাকিয়ে ছিলো। ক্রিসের মনে একটু ভয় জাগলো। সে একটা ঢোক গিলে আরো উত্তেজিত হয়ে গেলো।
❝প্রতিদিনই তো আর এরকম শক্তিশালী কাউকে পাওয়া যায় না।❞ (ক্রিস ভাবছে)
যদিও এলেক্সকে অন্য একজন ব্যক্তি কতটা শক্তিশালী সেটা দেখতে তাদের লেভেল দেখতে হয়। কিন্তু এই ওয়ার্ল্ডের সাধারণ ব্যক্তিরা যাদের কাছে এলেক্সের সিস্টেমের মতো কোনো বিষয় নেই তারা অন্যদের শরীরের অউরা দেখেই বুঝতে পারে সে ব্যক্তি গুলো কতটা শক্তিশালী। একজন ব্যক্তি চাইলেই তার শরীরের অউরা লুকিয়ে রাখতে পারে। তবে সেটা সম্পূর্ণ লুকিয়ে রাখা অসম্ভব। তাই যাদের ম্যাজিক সেন্স বেশি তারা সামান্য অউরা সেন্স করতে পারলেই বুঝতে পারে কে কতটা শক্তিশালী। তবে যাদের ম্যাজিক সেন্স কম তারা শক্তিশালী ব্যক্তিরা যদি তাদের অউরা লুকিয়ে রাখে তাহলে তাদেরকে সাধারণ একটা ব্যক্তিই মনে করে। ছোট সুতোর এরিনার মধ্যে প্রথম যখন ক্রিস ফাইট করতে আসে তখন সে খুব সুন্দর করেই নিজের অউরা লুকিয়ে রেখেছিলো। যার কারণে কেউ তার শক্তি সম্পর্কে ধারণা করতে পারে নি। অপরদিকে স্যামুয়েল যে কিনা আসলে এলেক্স সে তার শরীর থেকে এনার্জি লিক হচ্ছে কিনা সেটা সম্পর্কে জানে না। এজন্যই সবাই এখন তার শক্তির সম্পর্কে কিছুটা ধারণা পেলো। যদিও সে কতটা শক্তিশালী এটা সম্পর্কে কেউ ধারণা করতে পারলো না কারণ তাদের ম্যাজিক সেন্স ততটাও শক্তিশালী না। তবে তারা এটুকু বুঝতে পারলো যে এখানে অবস্থিত কেউই পারবে না রোব পরা ব্যক্তির সাথে।
স্যামুয়েল এবং ক্রিসের ফাইট অনেক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেছে। করবেই না কেনো, সেটা এখন ভয়ানক একটা পর্যায়ে চলে আসছে। ক্রিস যার কোনো ম্যাজিক এট্যাকই কাজ হচ্ছিলো না সে তার ম্যাজিক এনার্জি ব্যবহার করা বাদ দিয়ে নিজের শরীরকেই ব্যবহার করতে শুরু করেছে। সে একের পর এক কিক এবং পান্স মারতে শুরু করেছে স্যামুয়েলকে। যেটার কাউন্টারে স্যামুয়েলও একের পর এক কিক এবং পান্সের ব্যবহার করছিলো। যেহেতু স্যামুয়েল জানে না তার পাওয়ারের লিমিট কতটুকু, তাই সে সেটাকে কন্ট্রোল করেই ব্যবহার করে যাচ্ছে। ঠিক ক্রিস যেটুকু পাওয়ার ব্যবহার করছিলো স্যামুয়েলের বিপক্ষে স্যামুয়েলও ততটাই পাওয়ার ব্যবহার করছিলো।
❝এই ব্যক্তি রোব পরা বলে আমি মনে করেছিলাম সে হয়তো ম্যাজিসিয়ান হবে। কিন্তু সেও আমার মতোই একজন অউরা ইউজার। কিন্তু তার কাছে স্পেশাল কোনো আইটেম রয়েছে যেটা আমার সব ধরনের ম্যাজিক এট্যাককে ক্যান্সেল করে দিচ্ছে। সেই সাথে আমিও যত শক্তি বৃদ্ধি করছি এই ব্যক্তিও ততটাই শক্তি বৃদ্ধি করে আমার সাথে ফাইট করছে। আমার মনে হচ্ছে এতে করে আমার শক্তিও ইম্প্রুভ হচ্ছে অনেকটা।❞
ক্রিস যে প্রথম দিকে তার প্রতিপক্ষকে দেখে তেমন কিছুই মনে করে নি, সে একটু পূর্বে অনেকটা ভয় পেয়েছিলো যখন স্যামুয়েলের উপরে কোনো ম্যাজিক এট্যাকই কাজ হচ্ছিলো না। তবে এখন আর ক্রিসের কোনো রকম ভয় ছিলো না। বরং সে আরো মজা পাচ্ছিলো এই ফাইটে। মজা পাওয়ার মূল কারণ হলো সে যত পাওয়ার বৃদ্ধি করছিলো তার প্রতিপক্ষও সে পাওয়ারে ফাইট করছিলো। যার কারণে ক্রিসের সাধারণ লিমিট অতিক্রিম করতে পারছিলো।
❝আমার মনে হচ্ছে একটা পান্সেই আমি বোল্ডার ভাঙার মতো ক্রিসের শরীর ভেঙে দিতে পারবো। কিন্তু আমাকে আমার পাওয়ারটা নিয়ন্ত্রন করতে শিখতে হবে।❞ (স্যামুয়েল ভাবছে)
যদিও স্যামুয়েলের সময়ের সবটা স্মৃতি ফ্লাশব্যাক আকারে এলেক্স দেখেছে, তারপরও স্যামুয়েল লুসিফার হওয়ার পর তার কোনো স্মৃতি সম্পর্কেই এলেক্সের ধারণা নেই। যে কারণে স্যামুয়েলের পাওয়ার এবং এবিলিটি গুলো সম্পর্কেও তার ধারণা একটু কম এবং সিস্টেম এর নির্দেশ মতেই ব্যবহার করতে পারে বা করছে। তবে যেহেতু স্যামুয়েলের পার্সোনালিটিও এখন এলেক্সের মধ্যে রয়েছে। তাই সে অনেকটা স্যামুয়েলের মতোই চিন্তা করছে এখন। আর এ কারণেই ক্রিসের সাথে ফাইট করার সময়ে সে বুঝতে পেরেছে একটা কথা।
❝ক্রিস ঠিক আমার মেইন চরিত্রের মতো। যেখানে আমি শক্তিশালী কিছুর সাথে ফাইট করে শক্তিশালী হওয়ার চিন্তা করি। এখন হয়তো সে ও একই কথা বলছে।❞ (স্যামুয়েল ভাবছে)
স্যামুয়েল ক্রিসের মুখের মুচকি হাসি দেখে উক্ত কথাটা বুঝতে পারলো। যেহেতু স্যামুয়েল এর পার্সোনালিটি অনুযায়ী সে নিজের সম্মান রক্ষার জন্য সব কিছুই করতে পারে। এমন কি কোনো ব্যক্তিকে ভালো লাগলে তাদের সম্মান রক্ষার জন্যও সব কিছু করতে রাজি আছে, তাই সে ক্রিসকে কিছুটা শেখানোর চিন্তা করলো। যদিও তার মেইন চরিত্রে এরকম কথা তার চিন্তাতেই আসতো না। তবে এখন যেহেতু স্যামুয়েল চরিত্রে আছে সে তাই তার চিন্তায় আসলো উক্ত বিষয়টা। একের পর এক পান্স এবং কিক দিয়ে একে অপরকে দুজনেই কাউন্টার করে যাচ্ছিলে। দুজনের পান্স একে অপরের সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথে হলুদ কালারের ইলেকট্রিকের শক তৈরী হচ্ছিলো যা হালকা অন্ধকার জায়গাকে আরো মনোমুগ্ধকর পরিবেশে পরিণত করছিলো। স্যামুয়েল বুঝতে পারলো তার প্রতিপক্ষ নিজে থেকে পুরো পাওয়ার এখনি ব্যবহার করবে না। তাই তো প্রথমেই স্যামুয়েল তার পাওয়ার ব্যবহার করার চিন্তা করলো।
(একটিভ স্কিলঃ মার্শাল আর্ট-বিস্ট স্টাইল)
স্যামুয়েল তার স্কিল একটিভ করলো। এটা এমন একটা স্কিল যেটার মাধ্যমে স্যামুয়েল বিভিন্ন ধরনের মুভ ব্যবহার করতে পারে। যেটার নমুনা মাত্রই সে দেখাতে যাচ্ছিলো। জায়গাটায় মোট চার ধরনের এনার্জি লক্ষ করা যায়। এক মানা যেটার রং নীল, দুই অউরা যার রং লাল, তিন প্রাণ যার রং সবুজ এবং সবশেষে ডিমনিক এনার্জি যেটা রং কালো। যদিও এই পর্যন্ত কেউ এক দুই জন ব্যক্তি ব্যতীত ডিমনিক এনার্জি কেউ ব্যবহার করতে পারে নি তাই সেটা সম্পর্কে সবার জ্ঞানই স্বল্প। শুধুমাত্র তিনটা এনার্জি ব্যবহার করে বলে সবাই সে গুলো সম্পর্কে অবগত ছিলো। কিন্তু স্যামুয়েলের শরীর থেকে একটা ভিন্ন ধরনের রঙের এনার্জি বের হওয়ার কারণে সবাই অবাক হয়েছে। তাই অধিকাংশ ব্যক্তিই ধারণা করছিলো সেটা কোনো এনার্জি নয় বরং এট্রিবিউটের রং।
-> হলুদ রং এর এনার্জি কখনো সম্ভব নয়। আমি নিশ্চিত এই ব্যক্তির ফায়ার অউরা এট্রিবিউট রয়েছে। আর উন্নত পর্যায়ের কেউ হওয়ার কারণে সে নিজ ইচ্ছা মতো তার এট্রিবিউটের কালার চেঞ্জ করতে পারছে।
-> হ্যাঁ এটা ছাড়া কোনো উদাহরণই এখন দেওয়া সম্ভব নয়।
সবাই অন্যরকম ভেবে নিচ্ছিলো। কারোরই ধারণা ছিলো না এটা চি এনার্জি ছিলো যা মানুষই ব্যবহার করতে পারে। স্যামুয়েলের শরীর থেকে এনার্জি বের হওয়ার ফলে ক্রিস বুঝতে পারলো তার প্রতিপক্ষ এবার ম্যাজিক এট্যাক করবে। তাই একটু ক্রিস স্যামুয়েলকে স্পেল ব্যবহারের সময় না দিয়ে সামনে চলে আসলো এট্যাক করার জন্য। কিন্তু স্যামুয়েল কোনো স্পেল ব্যবহার করছিলো না যে তাকে কিছু সময় অপেক্ষা করতে হতো সেটা একটিভ হওয়ার জন্য। যেহেতু এটা তার স্কিল তাই যখন একটিভ করবে তখনি ব্যবহার হবে। যেহেতু ক্রিসের কোনো ম্যাজিক এট্যাকই কাজ করে না স্যামুয়েলের উপরে। তাই একটা জিনিস তার মাথায় আসলো এখন।
❝যেহেতু ডিফেন্সের কারণে সে একটা ম্যাজিকাল আইটেম ব্যবহার করে যাচ্ছে, তাই আমার কোনো ম্যাজিক এট্যাকই তার শরীরে পৌছাবে না। কিন্তু এখন যেহেতু সে ম্যাজিক স্পেল ব্যবহার করার চেষ্টায় আছে তাহলে নিশ্চয় তার আইটেমের ইফেক্ট এখন কাজ করছে না।❞ (ক্রিস ভাবছে)
সাধারণত স্যামুয়েলের কাছে কোনো আইটেম থাকলে ক্রিসের ভাবনাটা একদম ঠিকই ছিলো। কিন্তু তার ভাবনার মধ্যে একটু ভুল ছিলো। কারণ স্যামুয়েলের কাছে কোনো আইটেম নেই যেটা তাকে ম্যাজিক থেকে ডিফেন্স দিচ্ছিলো। বরং স্যামুয়েলের একটা প্যাসিভ স্কিল ছিলো যেটা সব সময় তাকে চি এনার্জি ব্যতীত অন্যান্য এনার্জি থেকে দূরে রাখছে।
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ এন্টি-ম্যাজিক
লেভেলঃ Max
স্ট্যাটাসঃ প্যাসিভ
বিবরণঃ
ইফেক্টঃ
১) প্যাসিভ স্কিল হওয়ার কারণে প্রতিটা সময় হোস্টকে কোনো রকম ম্যাজিক এনার্জি স্পর্শ করতে পারবে না।
২) কখনো কখনো কোনো ম্যাজিকাল বস্তুর সংস্পর্শে আসলে সেটা থেকেও এনার্জি দূর করা সম্ভব হয়।
এনার্জিঃ কোনো এনার্জির প্রয়োজন হয় না।
কুলডাউনঃ নেই।
×××× ××××
ক্রিস স্যামুয়েলের একদম সামনে চলে আসছে এট্যাক করার জন্যে। সে তার হাতে এনার্জি চ্যানেল করিয়ে ডান হাতে পানির সোর্স তৈরি করে স্যামুয়েলের পেট বরাবর একটা পান্স মারতে গেলো।
(অউরা স্পেলঃ ওয়াটার পান্স)
স্যামুয়েলের পেট বরাবর ক্রিসের হাত স্পর্শ করবে ঠিক সে সময়েই স্যামুয়েলের নজরে সব কিছু থেমে গেলো। সব কিছু ধীরগতির হয়ে গিয়েছে, যা কোনো টাইম রিলেটেড স্পেল কিংবা স্কিল ছিলো না। বরং স্যামুয়েলের নিজের স্পিড বেশি হওয়ার কারণে সে অন্যান্যদের স্লো ভাবে দেখছিলো। খুব দ্রুত স্যামুয়েল তার ডান বাম পা কে একটু পিছনের দিকে নিয়ে সেটায় ভর দিয়ে সামনের দিকে একটা হাঁটু দিয়ে একটা কিক মারলো।
(মার্শাল স্কিলঃ টুইন স্নেক টর্নেডো)
স্যামুয়েলের হাঁটু দিয়ে ব্যবহৃত কিকটা ক্রিসের বুকে লাগলো। যে কিকে ক্রিস অনেকটা দূরে গিয়ে পরলো। যদিও স্যামুয়েল তার পাওয়ার সম্পর্কে তেমন কিছুই জানে না, তবে যেটুকু জানে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় এটা ভালো করেই জানে না। তাই তো এই স্কিলে ক্রিসের তেমন কোনো মারাত্মক ড্যামেজ হয় নি। ক্রিস যে মাত্র স্যামুয়েলের থেকে কিক থেকে আহত হয়ে অনেকটা উপরে উঠে আবার রাস্তার মধ্যে পরেছে। যেহেতু সে রিং এর ভিতরেই ছিলো এখনো তাই ফাইট শেষ হয় নি। সবাই আশা করেছিলো হয়তো এখানেই ফাইটটা শেষ হবে। কারণ স্যামুয়েল মাত্র যে এট্যাক করেছে এরকম এট্যাক কেউ করেছে বলে কেউ কখনো শুনে নি বা দেখে নি। ক্রিস একদম জিরো পয়েন্টে থাকার কারণে দেখতে পারে নি, তবে এরিনার বাইরের সবাই ঠিকই দেখেছে। যেটা দেখার পরে তাদের মুখ থেকে আর কোনো কথায় বের হচ্ছিলো না। স্যামুয়েল তার কিক ব্যবহার করার সময় তা থেকে দুটো বিশাল সাপ বের হয়েছে, যেটা ক্রিসকে উপরে নিয়ে গিয়েছে এবং সেখান থেকে ফেলে দিয়েছে। মূলত প্রজেকশন নামক জিনিসের সাথে সবার পরিচয় নেই এজন্যই সবাই সাপ দুটোকে রিয়েল মনে করে যাচ্ছে। যাইহোক, ক্রিস মারাত্মক আহত না হলেও অনেকটা ইনজুরি প্রাপ্ত হয়েছে। সে তার মুখ থেকে পাশেই থুথু ফেললো যা থেকে ব্লাড বের হলো। ডান হাত দিয়ে মুখ মুছে নিলো সে এবং এক নজরে স্যামুয়েলের দিকে তাকালো,
❝এই এট্যাকটা, এটা কোনো অউরা স্পেল ছিলো না। যদিও আমি জানি না এটা কি ছিলো কিন্তু অনেকটা মাস্টারের সাথে মিল মনে হচ্ছে আমার।❞ (ক্রিস ভাবছে)
যেহেতু স্যামুয়েল তার পাওয়ার ব্যবহার করেছে তাই ক্রিসকেও তার পাওয়ার এখানে ব্যবহার করতে হবে, নাহলে সমানে সমান ফাইট তো হবেই না। যদিও ক্রিস জানে তার সামনের ব্যক্তিটার সাথে সে পেরে উঠবে না, তারপরও এই ট্রেনিং এর সুযোগ সে হাতছাড়া করতে চাচ্ছে না। মুখে মুচকি একটা হাসি নিয়ে ক্রিস তার এবিলিটি ব্যবহার করলো।
(সিকরেট এবিলিটিঃ লিমিটার ব্রেক)
ক্রিস একটা সিকরেট এবিলিটি ব্যবহার করলো যেটা সে অনেক কষ্টে এবং ট্রেনিং এর মাধ্যমেই মাস্টার করতে পেরেছে। আর এটাই তাকে মূলত তার তে বয়সী ছেলে মেয়েদের থেকে তাকে শক্তিশালী হিসেবে তৈরি করেছে। সে তার এবিলিটিটা ব্যবহার করলেও সেটা অন্যান্য ব্যক্তিদের কাছে সাধারণই মনে হচ্ছিলো। তবে স্যামুয়েল যে তার বিপরীতে দাঁড়িয়ে ছিলো সে এক নজরে ক্রিসের দিকে তাকিয়েই বুঝতে পারলো সে পূর্বের থেকে শক্তিশালী হয়েছে। কি করেছে ক্রিস সেটা স্যামুয়েলও জানে না। তবে তার জানার অনেক আগ্রহ ছিলো। কারণ একজন ব্যক্তি তার শক্তি লুকিয়ে রাখতে পারলে সব কিছুই করতে পারে। যেটা স্যামুয়েলের মেইন ক্যারেক্টারের জন্য অনেকটা কাজে দিবে।
-> তাহলে এবার একটু ভালো মতো সিরিয়াস হওয়া যাক। (ক্রিস)
ক্রিস কিছু একটা করেছে যেটা তার ম্যাজিক পাওয়ারের সাথে সাথে ফিজিকাল পাওয়ারও বৃদ্ধি করেছে। অবশ্য তার লেভেলও বৃদ্ধি পেয়েছে তবে এখন এলেক্স নেই বলে সেটা দেখতে পারছে না স্যামুয়েল। স্যামুয়েলকে লেভেল দেখতে হলে তার ক্যারেক্টার চেঞ্জ করতে হবে। যেটার জন্য এটা পারফেক্ট কোনো জায়গা ছিলো না। তাই সে মূল বিষয়েই ফোকাস দিলো। তাদের ফাইট অনেকক্ষণ চলছিলো তাই এতোক্ষণে অনেক নামকরা হান্টারও সেখানে উপস্থিত হয়েছে তাদের ফাইট দেখার জন্য। যেটা সবাইকেই স্যামুয়েলের উপরে আকর্ষণ বৃদ্ধি করে দিয়েছে। মূলত তার পরিচয় সম্পর্কে কেউই জানে না। আর তার লিক হওয়া এনার্জির কারণে সবাই একটু হলেও ধারণা করতে পেরেছে তার পাওয়ার কেমন হতে পারে।
ক্রিস তার ফুল পাওয়ার ব্যবহার করতে যাচ্ছিলো। কিন্তু সে কোনোরকম ম্যাজিক স্পেল বা সাধারণ এট্যাক করবে তার পূর্বেই সে নিজের সেন্স হারিয়ে ফেললো। সে ফ্লোরে পরে যাবে ঠিক তার পূর্বেই স্যামুয়েল সামনে চলে গেলো এবং তাকে ধরে ফেললো। যেহেতু ক্রিস হঠাৎ নিজের সেন্স হারিয়ে ফেলেছে তাই উক্ত ম্যাচের মধ্যে বিজয়ী হলো স্যামুয়েল যেটা তার লুকটাকে জনপ্রিয় করে দিলো সে জায়গার মধ্যে খুব কম একটা সময়ের মধ্যে। যেহেতু ক্রিস নিজের সেন্স হারিয়ে ফেলেছে তাই অনেক মানুষই ছিলো যারা ক্রিসের হাত থেকে হেরেছে তারা উত্তেজনা নিয়ে তাকিয়ে ছিলো তার দিকে। তাই স্যামুয়েল আর তাকে সেখানে না ফেলে রেখে নিজের সাথেই নিয়ে চলতে লাগলো। যেটায় কেউ কোনো বাঁধা দেওয়ার সাহস পেলো না স্যামুয়েলের লিক হওয়া এনার্জির কারণে। স্যামুয়েল তার কাঁধে করে উঁচু করে নিয়ে এসেছে ক্রিসকে। ক্রিসের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে হবে, সেখানে সে লম্বা এবং ভালো শরীরের স্যামুয়েলের কাছে একটা বাচ্চা বাচ্চাই। তবে এই ওয়ার্ল্ডে কাউকেই বাচ্চা ভাবা হয়তো ঠিক হবে না। কারণ ভিতরের দিক দিয়ে দেখতে গেলে স্যামুয়েল নিজেও একটা বাচ্চা। একটা গলির মধ্যে প্রবেশ করে স্যামুয়েল তার ক্যারেক্টার চেঞ্জ করে নিলো এবং মেইন ক্যারেক্টার এলেক্সে চলে আসলো। ক্রিসকে সে একপাশে ফেলে রাখছিলো যার মুখে ইনভেন্টরি থেকে পানি বের করে পানি মেরে দিলো। মুখে ঠান্ডা পানি লাগার কারণে ক্রিস জাগ্রত হলো। সে উঠেই এলেক্সকে দেখে কিছুটা অবাক হয়েছে। কিন্তু তার অবাক সেখানেই আটকে ছিলো না। সে আশে পাশে দেখার চেষ্টা করলো, মূলত সে ফাইট করতে চাচ্ছিলো কিন্তু আশে পাশের জায়গাটা এরিনার জায়গা না দেখে কিছুটা হতাশ হলো সে।
-> তাহলে আমি সেন্স হারানোর পর তুমিই আমাকে সেখান থেকে নিয়ে আসছো? (ক্রিস)
এলেক্স কোনো রকম উত্তর দিলো না। তাই ক্রিসই বলতে লাগলো,
-> আমি জানি তোমার মনে প্রশ্ন, আমি হঠাৎ সেন্স হারিয়ে ফেললাম কেনো। বিষয়টা আমিও সঠিক জানি না। আমার সিকরেট মুভ পুরোপুরি মাস্টার করার পর এ পর্যন্ত এমন হয় নি। তবে এখন যেহেতু ফাইটের থেকে দূরে আছি তাই আমি আমার শরীরে একটুও এনার্জি অনুভব করতে পারছি না। মনে হচ্ছে পুরো এনার্জিই আমার শরীর থেকে এবজোর্ব হয়ে গিয়েছে কিংবা আমি ব্যবহার করে ফেলেছি। (ক্রিস)
এলেক্স বুঝতে পারলো এটা তার সাইড ক্যারেক্টার স্যামুয়েলের এন্টি ম্যাজিকের কারণে হয়েছে। এলেক্স বিষয়টাতে আর গুরুত্ব না দিয়ে বলতে লাগলো,
-> আমাদের হোটেলে যাওয়া উচিত। (এলেক্স)
এলেক্সের কথায় ক্রিস মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তাই এলেক্সের কাঁধে হাত দিয়ে ক্রিস উঠে দাঁড়ালো এবং হেঁটে হেঁটে হোটেলের দিকে রওনা দিতে লাগলো।
-> টুর্নামেন্টের সেই দিন থেকেই তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু তেমনটা সময় আমার হয়ে উঠে নি। যে কারণে আমাদের কথাও বলা হয় নি। (ক্রিস)
এলেক্স শুনতে লাগলো ক্রিসের কথা। ক্রিস মূলত এখানে এলেক্সকে নিজের চেনা এক ব্যক্তিই মনে করছিলো। কিন্তু তারপরও সে সিওর ছিলো না।
❝যদিও এটা আমার বন্ধু এলেক্স হয়, তাহলে কি সে সিকরেট কিংডম ছেড়ে এখানে আসবে? যদিও হাতের ট্যাটুটা তার পরিচয় সিওর করছে। তারপরও আমি সিওর না যে এই সেই এলেক্স। এলেক্স হলে অন্তত আমাকে তো চিন্তে পারতো তাই না?❞ (ক্রিস ভাবছে)
-> আচ্ছা এলেক্স তোমার বাবা মা কি করেন? (ক্রিস)
ক্রিস একটা কথা জিজ্ঞাসা করলো, যেটা দিয়েই সে বুঝতে পারবে এলেক্সের আসল পরিচয়।
-> আমার আম্মা একজন হিলার, আর আমার বাবা একজন অউরা ইউজার। আমরা মেফাসে ছিলাম অনেকদিন। সেখানর হান্টার হাউসের মধ্যে আমার বাবা একজন এস র্যাংক হান্টার। আমার যতদূর মনে হচ্ছে তারা এখনো মেফাস কিংডমেই আছে। যদিও এনরি কিডন্যাপ হয়েছে, তারপরও আমার মূল উদ্দেশ্য আমার পরিবারের সাথেই দেখা করা। (এলেক্স)
এলেক্স সামনের দিকে তাকিয়ে কথাটা বললো। ক্রিস এলেক্সের দিকে তাকিয়ে কথাটা শুনে যাচ্ছিলো।
❝শেষ বার মাস্টারের সাথে যখন দেখা হয়েছিলো সে বলেছিলো সে টাওয়ারে গিয়ে সাধারণ জীবন পালন করবে। তাই আমি এবার সিওর যে এটা এলেক্সের ছোট ভাই হবে। যেহেতু সে একবার বলেছিলো তার হাতের ড্রাগনের ট্যাটুটা তার বাবা মানে মাস্টারের কাছেও আছে। তাই হয়তো এটা তাদের পরিবারের একটা সংকেত। আমারও বোকা মন, একজন ব্যক্তি মৃত থেকে কিভাবে জীবিত ফিরতে পারে। আমার মনে হচ্ছে এই এলেক্স জানে না তার ভাইয়ের সম্পর্কে কিংবা নিজের প্রিন্স ব্যাপারে। তারপরও একটু চেষ্টা করে দেখি।❞ (ক্রিস ভাবছে)
-> আচ্ছা এলেক্স মনে করে তুমি যদি একদিন প্রিন্স হ্যারির মতো একজন প্রিন্স হয়ে যাও তাহলে কিরকম মনোভাব হবে তোমার? (ক্রিস)
হঠাৎ এইরকম প্রশ্নে এলেক্স কিছুটা অবাক হচ্ছে। কারণ এইরকম প্রশ্ন তাকে পূর্বে করে নি যেটা ক্রিস এখন একের পর এক করে যাচ্ছে। তাই এলেক্স সোজা ভাষায় উত্তর দিলো।
-> একজন কমনার বা নোবেল প্রিন্স তখনি হতে পারে যখন সে কোনো প্রিন্সেসকে বিয়ে করবে। এবং সেটা অফিসিয়াল ভাবে কিং এনাউন্সমেন্ট করবে। যেটা যদি কোনো কিংডমের প্রিন্স না থাকে তাহলেই মূলত হয়ে থাকে। অবশ্য প্রিন্স থাকলেও বিষয়টা সম্ভব কিন্তু হয় না। তাই আমার প্রিন্স হওয়ার সম্ভবনা নেই বললেই চলে। (এলেক্স)
এলেক্স সোজা ভাবে একটা উত্তর দিয়ে দিলো যার কারণে ক্রিস বুঝতে পারলো এলেক্স তার নিজের পরিচয় সম্পর্কেই জানে না।
❝ঠিক আছে তাহলে জুনিয়র এলেক্স, তোমার বড় ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু হওয়ার সুবাধে ভবিষ্যতে তোমার খেয়াল আমাকেই রাখতে হবে। অন্তত আজকের জন্য আমার খেয়াল তুমি রাখো।❞ (ক্রিস ভাবছে)
ক্রিসের শরীর অনেক ক্লান্ত ছিলো। যার কারণে সে এলেক্সের শরীরের উপরে ভর দিয়ে হেটে যাচ্ছিলো। হাঁটতে হাঁটতে তার তাদের কাঙ্খিত হোটেলে পৌঁছে গেলো যেটা এই বর্ডার টাওয়ারের সবচেয়ে উচু ভবন এবং সবচেয়ে দামী জায়গা। এলেক্স এবং ক্রিস সেখানে প্রবেশ করলো এবং ক্রিসের দেখানো মতে নিজেদের রুমে প্রবেশ করে বিশ্রাম করতে লাগলো।
অন্যদিকে হান্টার হাউজের মধ্যে,
বর্ডার টাউনের হান্টার হাউজের ভাইস লিডার একটা চেম্বারে বসে ছিলো। যেখানে আরো একটা ব্যক্তির প্রবেশ হলো। এই ব্যক্তিকে দেখার সাথে সাথে ভাইস লিডার সম্মান জানালো।
-> সব ব্যবস্থা কি শেষ তাহলে?
ব্যক্তিটা মোটা একটা কন্ঠে কথাটা বললো।
-> জ্বী আপনার আদেশ মতো আমি সবাইকে নির্দেশ দিয়েছি। (ভাইস লিডার)
-> তাহলে স্টেজ খুব দ্রুত সাজিয়ে ফেলো। খুব দ্রুতই আমি টাওয়ারের আসল মালিক হতে চলেছি। তাই আর অপেক্ষা আমার দ্বারা হচ্ছে না।
-> জ্বী লিডার। (ভাইস লিডার)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।