#Demon_King#
পর্ব:১২৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এগনোলেনিয়া,
একটা পাবের মধ্যে ক্রিস এলেক্স এবং স্যামকে নিয়ে আসে। যেখানের ওয়াইন পান করার পর স্যাম এবং ক্রিস দুজনেই নিজেদের সেন্স হারিয়ে ফেলে। এই ওয়ার্ল্ডে খাবারের বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায়। তবে যেখানে খোলাসা ভাবে বিভিন্ন ধরনের ব্যক্তিরা মধ্যপান করতে পারে সেটাই পাব বলে। একটা পাবের মধ্যে শুধু নেশাদ্রব্যই পাওয়া যায় না, এমনকি এখানে বিভিন্ন ধরনের খারাপ কাজও হয়ে থাকে। যা এলেক্স পুরো রাত জাগ্রত থাকার ফলে দেখতে পেয়েছে। তিন ব্যক্তি এলেক্সের পাশে ছিলো আর তিনজনই নিজেদের সেন্স হারিয়ে প্রায় অর্ধমৃত অবস্থায় ছিলো। তাই এখানে এখন একটা মনস্টার হামলা করলেও তারা বুঝতে পারবে না। যেহেতু এলেক্স একা ছিলো তাই তাদের দিকে অনেকেরই নজর ছিলো। পাবের মধ্যে গোল গোল কয়েকটা টেবিল রয়েছে। যার একটার মধ্যে স্যাম, ক্রিস এবং এলেক্স বসেছিলো। স্যাম এবং ক্রিস সেন্স হারানোর পরে তাদের টেবিলে আরো একজন অচেনা ব্যক্তি যুক্ত হয়, সেও এক গ্লাস খাওয়ার পর পরে গিয়েছে। এখন শুধু এলেক্স বাকি ছিলো যে শব্দ করে তার গ্লাস থেকে লেবুর শরবত খাচ্ছিলো। এটা দিয়ে তার চার গ্লাস হয়ে গিয়েছে। যেহেতু তার কাছে কনজিউমার টাইটেল রয়েছে তাই যতই খাওয়া কিংবা পান করা হোক এলেক্সের তারপরও সে খেতে বা পান করতে পারবে। মূলত এলেক্সের ক্ষুধার কোনো শেষ নেই। এলেক্স আরো একটা গ্লাস লেবুর শরবত অর্ডার করলো। যেটা একজন ওয়েটার এসে দিয়ে গেলো।
-> আমি আর অপেক্ষা করতে পারছি না। সেই কখন থেকে তাদেরকে ফলো করে আসছি আমি।
-> হ্যাঁ এখনি ওদেরকে এট্যাক করা প্রয়োজন আমাদের।
-> পাবের মালিককে কয়েকটা গোল্ড কয়েন দিয়েছি, আপাতোতো কেউ নেই এই জায়গায়। তাই কেউ জানতেই পারবে না এখানে কিছু হয়েছিলো কিনা।
-> কিন্তু যদি পরে খবরটা খারাপ হয়ে যায় তখন?
-> কিছুই হবে না, তুমি শুধু শুধু চিন্তা করে যাচ্ছো। যেহেতু এখানে জানার মতো কেউ নেই, আর তাছাড়া তাদের আইটেম গুলো দেখলেই তো বোঝা উচিত তোমার। সবার কাছেই দামি দামি স্পেস রিং রয়েছে। তার মানে তারা সবাই অনেক সম্পদশালী।
-> হ্যাঁ, এমনিতেও এটা ছোটদের জায়গা না। তাই কিছু হলেই সমস্ত দোষ তাদের উপরেই চলে যাবে।
একটা টেবিলে পাঁচটা ব্যক্তি বসে ছিলো। তারা অনেকক্ষণ হলো বেশ ভালো একটা প্লান তৈরি করছে। এমন নয় যে তাদেরকে এলেক্স লক্ষ্য করে নি। ক্যারেজ থেকে নামার পর থেকেই এই পাঁচ ব্যক্তি তাদেরকে ফলে করছিলো। যা করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে। যেহেতু এখন এলেক্স ব্যতীত সবাই সেন্স লেস হয়ে ছিলো তাই সবাই এখন এট্যাক করার চিন্তা করছিলো। মূলত তারা কোনো হত্যাকারী নয়। বরং তারা মেফাসের কিছু নামি-দামি চোর। এই পেশায় সারাজীবন থাকার কারণে মানুষ দেখলেই বলে দিতে পারে তাদের কাছে কতটা সম্পদ রয়েছে। তাইতো তারা মাস্টার প্লান তৈরি করছে এলেক্সদের করার।
-> ইয়াং মাস্টার, মনে হচ্ছে আপনার দুই ভাই এবং এই নতুন বন্ধু নেশায় মত্ত্ব হয়ে ঘুমিয়ে গিয়েছে। আপনার কি সাহায্য লাগবে কোনোরকম?
সে টেবিল থেকে পাঁচ জনের একজন উঠে আসলো এবং বিনয়ের সাথে এলেক্সকে উক্ত কথাটা বললো। মূলত নোবেলরা এখানে আসে না। যারা আসে সবাই কমনার। আর একজন কমনারকে নোবেলের মতো সম্মান দেখালে সে না গলে পারে না। আর এই রাস্তাই অবলম্বন করেছে। যেহেতু এলেক্স ছোট একটা ছেলে, তাই তার দ্বারা দুটো মানুষকে বহন করা সম্ভব না এটাই ভাবছিলো লোকটা। তবে এলেক্স এরকম কোনো কিছুই ভাবছিলো না। সে চুপ চাপ শব্দ করে তার লেবুর শরবত পান করতে লাগলো। যা এই লোকটাকেও বিরক্ত করলো।
-> ঠিক আছে লজ্জার কারণে বলতে না পারলে, আমি এমনিতেই সাহায্য করছি।
লোকটা পাশ থেকে স্যামের হাতকে নিজের কাঁধের উপর দিয়ে ফেলে দিয়ে উচু করলো এবং আবারো বলতে লাগলো,
-> আপনার বাসার এড্রেস বলুন, আমি এবং আমার বন্ধুরা আপনার ভাইকে একদম সুরক্ষিত ভাবে পৌঁছে দিবো।
লোকটা আবারো বিনয়ের সাথে এলেক্সকে উক্ত কথাটা বললো। যেটা এলেক্সের বয়সী অন্য কেউ শুনলে অবশ্যই রাজি হয়ে যেতো। কারণ তারা দুজন মানুষকে নিজে থেকে কখনোই বহন করতে পারতো না। কিন্তু এখানে এলেক্সের কথা বলা হচ্ছে, যার এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাই সে চুপচাপ তার লেবুর শরবত পান করতেই লাগলো। লোকটা এলেক্স চুপ দেখে বিরক্ত হলো না, বরং এলেক্সের শব্দ করে লেবুর শরবত খাওয়ার কান্ডটা দেখে বিরক্ত হচ্ছিলো। লোকটা ক্রিসকে উঠিয়ে এই সুযোগে ক্রিসের স্পেস রিং খুলে নিয়েছে, যেটা করার সাথে সাথে আরেকটা লোক আসলো এবং স্যামকে ধরে উঁচু করলো। এলেক্স এ কান্ড দেখে কিছুই বললো না। লোকগুলো আস্তে আস্তে বলতে লাগলো,
-> বাচ্চাটা ভয় পেয়েছে, তাই কিছুই বলতে পারছে না। আপাতোতো এই তিনটার স্পেস রিং নিয়ে আমরা কেটে পরি।
-> হ্যা এটাই ভালো কিছু হবে। কিন্তু ছেলেটার হাতের রিংটা তো আমার কাছে মনে হয় আরো দামী কিছু একটা হবে।
-> কি ঔ পুরাতন রিং? আমার তো মনেই হয় না সেটা কোনো আইটেম।
-> কেনো তুমি কি জানো না আমাদের ব্যবসায় একটা জিনিস যত নষ্ট হয় সেটার দাম ততই বৃদ্ধি পায়।
-> ঠিক আছে তাহলে আমি সেটাকে নেওয়ার চেষ্টা করছি।
-> ওয়েটার আরো একটা লেবুর শরবত প্লিজ। (এলেক্স)
এলেক্স আরো একটা লেবুর শরবত অর্ডার দিলো। যেটা দুই মিনিটের মধ্যেই নিয়ে আসলো পাঁচজন চোরের গ্রুপে থাকা এক ব্যক্তি। সে সেটাকে এলেক্সের টেবিলে রেখেই নিজেদের সাথে কথা বলতে লাগলো।
-> মেরেছো সেটায়?
-> হ্যাঁ এটা খেলেই দুইদিন ঘুম থেকে উঠতে পারবে না।
এলেক্স আবারো শব্দ করে লেবুর শরবত খেতে লাগলো। যেটায় এবার তারা বিরক্ত না হয়ে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখতে লাগলো। তাদের দেখার মূল কারণ হলো এলেক্স এখনি নিজের সেন্স হারিয়ে ফেলবে কারণ তার লেবুর শরবতের মধ্যে ঘুমের মেডিসিন মেশানো হয়েছে। এতোক্ষণ স্যাম এবং ক্রিসকে দুজনে উঠি অপেক্ষা করছিলো এলেক্সের কিছু বলার। কিন্তু এলেক্স যেহেতু কিছু বলছিলো না তাই এখন তারা অপেক্ষা করছিলো এলেক্সের সেন্স হারানোর। যেটা এলেক্স তার শরবত শেষ করার সাথে সাথেই হারালো। টেবিলের উপরে পরে গেলো এলেক্স। এই সুযোগে তাদের টেবিলে সেন্স হারানো আরেকজন ব্যক্তির হাতে থাকা স্পেস রিংও চুরি করে নিলো পাঁচজনের একজন।
-> তাহলে এটা সেন্স হারিয়েছে।
-> আমার মনে হয় কথা বলার পূর্বেই এ কাজ করলে ভালো হতো।
-> আমরা কি সেরকম কোনো চোর। যদি হিন্ট না দিয়েই চুরি করি তাহলে তো আমরা আর ফেমাস হতে পারবো না। এভাবে তারা ধারণা করবে আমরা চুরি করেছি, কিন্তু কোনো রকম প্রমাণ দিতে পারবে না। তাই ফেমাস হয়ে যাবো আমরা। তাছাড়া পাবের মালিক তো আছেই আমাদের সাথে।
-> তাহলে তাড়াতাড়ি এই ছেলের রিংও খুলে নাও কেউ।
একজন এলেক্সের হাতের রিংটা খোলার চেষ্টা করতে লাগলো। কিন্তু সেটা কিছুতেই খুলছিলো না। নিজের সমস্ত শক্তি দিয়ে টানার পরও খুলতে পারছিলো না রিং টা।
-> এটা মনে হচ্ছে কোনো আইটেম যেটা এই ছেলের হাত থেকে খুলবে না।
-> কে বলেছে খুলবে না। শুধু তোমরা জানো না কিভাবে খুলতে হয়। এরকম কত আইটেম চুরি করলাম আমি মানুষের থেকে।
-> তুমি কি ওর আঙ্গুল কাঁটার চিন্তা করছো? পাগল হয়েছো?
-> আরে আমি তো একজন হিলার, কোনো সমস্যা নেই। আঙ্গুল কাটার সাথে সাথেই আমার স্পেল ব্যবহার করলে সেটা একদম পূর্বের মতো হয়ে যাবে।
একদম ভদ্র টাইপের দেখতে একটা লোক হঠাৎ মুখে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে হাতে ছুরি নিয়ে এলেক্সের দিকে এগিয়ে গেলো। টেবিলের এলেক্সের হাত ফেলানো ছিলো। যেখানে একটা আঙ্গুলে তার হাতের রিং ছিলো। যে আঙ্গুলে রিং রয়েছে লোকটা সে আঙ্গুলটা কাঁটার জন্য ছুরি চালালো। কিন্তু ছুরিটা এলেক্সের আঙ্গুলে স্পর্শ করার পূর্বেই একটা ভয়ানক ইলেকট্রিক শক তৈরি করলো। ইলেকট্রিক শকটা বাইরে তৈরি হয় নি। বরং সবটা এলেক্সের শরীরের ভিতরেই তৈরি হয়েছে। এলেক্সের পুরো শরীরে একটা যন্ত্রনা দায়ক শক লেগেছে। যেটা থেকে সে খুব দ্রত স্বাভাবিক হয়ে গেলো এবং নিজের ফাইটিং এক্সপেরিয়েন্স এর কারণে খুব দ্রুত বাম হাতকে সরিয়ে উঠে বাম পা দিয়ে একটা কিক মারলো সে লোকটার হাঁটুতে যে এলেক্সের উপরে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিলো। এলেক্স নিজেও জানে না সে এটা কিভাবে করেছে।
❝ঠিক স্যামুয়েলের ক্যারেক্টারে থাকার মতো আমার শরীর এমনি এমনি চলেছে এই সময়ে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স যাকে কিক দিয়েছে তার পায়ের হাঁটু উল্টো দিকে বাঁকা হয়ে গিয়েছে। যেটার কারণে সে একটা চিৎকার দিতে যাবে কিন্তু তার পূর্বেই এলেক্স দ্রুত তার জায়গা থেকে উঠলো এবং একটা চেয়ার উঠিয়ে ফুল পাওয়ার দিয়ে সে লোকটার মাথায় মারলো। যার সাথে সাথে সে ব্যক্তিটা নিজের সেন্স হারিয়ে ফেললো।
-> মনে হচ্ছে ব্যাপারটা খারাপ দিকে চলে গিয়েছে। তাই প্লান K ব্যবহার করতে হবে আমাদের।
-> বাচ্চা একটা হিলারকে ডাউন করে এটা ভেবো না যে তুমি আমাদের থেকে শক্তিশালী। আমরা তোমাকে......
এলেক্স সে ব্যক্তির কথা শেষও করতে দিলো না। সে ব্যক্তির চোখ পলক দেওয়ার পূর্বেই এলেক্স তার পাশে চলে এসেছে। নিজের বাম পা কে এলেক্স সে ব্যক্তির পিছনে ফেলেছে এবং ডান হাত দিয়ে প্রচন্ড শক্তিতে একটা পান্স দিয়েছে যে পান্সের কারণে পাবের কয়েকটা টেবিল ভেঙে লোকটা পিছনের একটা দেওয়ালের সাথে বারি খেলো।
-> এটা একটা অউরা ইউজার। তোমরা তোমাদের স্পেল দিয়ে এট্যাক করো।
(ওয়াটার স্পেলঃ ওয়াটার.....)
একটা ব্যক্তি স্পেল ব্যবহারের চেষ্টায় ছিলো। কিন্তু তার চান্টিং শেষ হওয়ার পূর্বেই এলেক্স তার কাছে চলে আসলো এবং উচ্চতায় একটু ছোট হওয়ার কারণে একটু লাফ দিয়ে সে লোকের মাথায় হাত দিয়ে নিচের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিলো। মুখ ফ্লোরে পরার কারণে সে আর নরার শক্তিও পেলো না। বাকি রইলো দুজন যারা কিছুই করতে পারে নি কারণ তাদের হাতে স্যাম এবং ক্রিস ছিলো। মূলত তারা এই চোর টিমের আন্ডারলিং ছিলো। তাই যেহেতু তাদের শক্তিশালী টিম মেম্বার এখানে হেরে গিয়েছে তাই তারাও হার মেনে নেওয়ার কথা চিন্তা করলো। কিন্তু একটা ছোট বাচ্চার কাছে হার মেনে নেওয়াটা তাদের প্রাইডে লাগছিলো। এজন্য দুজনে দুটো ছুরি বের করলো এবং স্যাম এবং ক্রিসের গলা বরাবর ধরলো।
-> যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, নাহলে এই দুজনের গলা কেটে যাবে।
দুজনের একজন কাঁপা কন্ঠে কথাটা বললো। এলেক্স কোনোরকম এক্সপ্রেশন না দেখিয়েই দুটোর দিকে তাকালো। ঠিক সেই সময় পাবের সেই রুমের মধ্যে প্রবেশ করলো সে পাবের মালিক। চোর গুলোর গোল্ড কয়েন পেয়ে পাবের মালিক সহ ওয়েটার চলে গিয়েছিলো অন্য একটা রুমে যাতে এখানে যা হয় সেটা তাদের না দেখতে হয়। ব্যাপারটা এই পাবে অনেক বেশি হয়ে থাকে বলে মালিক অভস্ত এতে। তবে মালিক ভাবে নি যে তার পাবের অবস্থা এরকম খারাপ হবে। এলেক্স মাত্র চারটা এট্যাক ব্যবহার করেছে আর তাতেই পাবের অবস্থা তেমন ভালো ছিলো না। যেটা দেখে পাবের মালিক অনেকটা রেগে গিয়েছে এবং সে কিংডমের নাইট ডাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে নাইট ডাকার সময় সে আর পেলো না। এলেক্সের শরীর থেকে লাল এনার্জি বের হচ্ছিলো যেটা তার মানা এনার্জি ছিলো না। এলেক্স সবটা এনার্জি তার ডান হাতের মুঠোতে চ্যানেল করলো।
(আর্থ স্পেলঃ আর্থকোয়াক পান্স)
এলেক্স স্যামুয়েলের থেকে নেওয়া আর্থ এট্রিবিউটের একটা স্পেল ব্যবহার করলো। যেটা তার অউরা এনার্জির জন্য পারফেক্ট ছিলো। শরীরের মধ্যে থাকা এনার্জি এলেক্স সংগ্রহ করলো তার হাতে। যেটা সংগ্রহ করার পরেই সে তার স্পেল ব্যবহার করেছে। স্পেলের চান্টিং এর সাথে সাথে সে ফ্লোরে একটা পান্স দিয়েছে। যে পান্সে পুরো পাবের ফ্লোর ফেটে গেলো। চারপাশে ভয়ানক একটা ভূমিকম্প তৈরি হলো। যে ভূমিকম্পের কম্পনে স্যাম এবং ক্রিসকে রেখেই দুজন ব্যক্তি নিচে পরে গেলো। তাদের সাথে পাবের মালিকও কাঁপতে কাঁপতে নিচে পরে গেলো। তিনজনই এলেক্সের পিছন থেকে একটা কালো ছায়া বের হতে দেখতে পেলো। যেটা মূলত এলেক্সের এনার্জি ছিলো। যদিও এলেক্স তার অউরা এনার্জি ব্যবহার করছিলো যেটার মূল রং লাল হওয়ার কথা তবে তিন জন ব্যক্তি যারা এলেক্সের দিকে ফ্লোরের উপরে পরে গিয়ে তাকিয়ে ছিলো তারা এলেক্সের পিছনে দুটো লাল রঙের চোখ যুক্ত কালো মনস্টার দেখতে পারছিলো। যা পূর্বে তারা কখনো দেখো নি। এলেক্স ভাবছিলো তাদেরকেও এট্যাক করতে কিন্তু সে তার মত পরিবর্তন করলো। পাবের মালিককে চোর গুলো গোল্ড কয়েন দেওয়ার কারণে সেখানে আরো কোনো কাস্টমার ছিলো না। আর এখানে স্পেল ব্যবহারের কারণে নিশ্চয় দ্রুত আশেপাশের মানুষ গুলো নাইট নিয়ে চলে আসবে এখানে। তাই এলেক্স মাথা ঠান্ডা করে চিন্তা করতে লাগলো। সে লোকগুলোকে হত্যা করতে চাচ্ছিলো, কিন্তু মন থেকে সে চিন্তা চলে যাওয়ার কারণে তার শরীর থেকেও এনার্জি বের হওয়া বন্ধ হয়ে গেলো। যদিও তার পিছনে আর কোনো কালো লাল চোখ ওয়ালা মনস্টার নেই তারপরও এলেক্সের এক্সপ্রেশনহীন চেহারা দেখে ভয়ে কাপছিলো তিনজন। তাদের কথা বলার মতো কোনো অবস্থা ছিলো না।
-> আমার টিম মেম্বারের স্পেস রিং? (এলেক্স)
এমন নয় যে এলেক্স খেয়াল করে নি। যদিও সে তাকানোর ভান করে নি তারপরও তার সেন্স বাকিদের থেকে অনেক বেশি। তাই তার পাশে কি হচ্ছে এবং কে কি বলছে সেটা একটু দূর থেকেই এলেক্স শুনতে পায়। যার কারণে এলেক্স জানে যে দুজন ব্যক্তি স্যাম এবং ক্রিসের স্পেস রিং নিয়ে রেখেছে। দুজনে কাঁপতে কাঁপতে এলেক্সের হাতে রিং দুটো তুলে দিলো। ঠিক সেই সময়ে এলেক্স তার ডান হাত উঁচু করলো এবং আর্থ এট্রিবিউটের সাহায্যে কোনো স্পেল ব্যবহার না করেই সে দুই টুকরো শক্ত মাটি তৈরি করলো। যেটা নিক্ষেপ করলো দুজনের মাথা বরাবর। শক্ত মাটির আঘাতে দুজনেই সেন্স হারিয়ে ফেললো। এবার সে হাঁটতে হাঁটতে পাবের মালিকের কাছে চলে গেলো।
-> আমাদের চারজনের একটা রুম লাগবে। আর এই জায়গাতে আরো কয়েকটা আর্থকোয়াক দেখতে না চাইলে আমি উপদেশ দিবো সব কিছু গোপন রাখতে। (এলেক্স)
এলেক্স তার ইনভেন্টরি এক্সেস করলো। যেটা পাবের মালিক দেখতে পারলো না। হাওয়ার মধ্যে ক্লিক করে এলেক্স প্রায় দুই হাজার গোল্ড কয়েন বের করলো যেটা দিয়ে তিন চারটা পাব কেনা কোনো ব্যাপারই না। গোল্ড কয়েন গুলোকে হাওয়ার মধ্য থেকে পরতে দেখতে পাবের মালিকের চোখ চকমকিয়ে উঠলো। তার মধ্যে থেকে ভয় কেটে গিয়ে এবার এলেক্সের জন্য সম্মান তৈরি হলো।
-> ইয়াং মাস্টার, আমার মুখ আজ থেকে একদম চুপ থাকবে। আজ থেকে আমি আপনার গোলাম। আমি সহ আমার এই পাবও আপনার।
পাবের মালিক উত্তেজিত হয়ে কথাটা বললো। যদিও একটা পাবের মালিক হওয়াটা অনেক সম্মানের ব্যাপার, তবে সে পাবে অবশ্যই নোবেলদের যাত্রা থাকতে হবে। যেহেতু এখানে কোনো নোবেল আসে না তারপরও এই পাবের মালিক হওয়ার চেষ্টা অনেক ছোট ছোট নোবেলই করে যাচ্ছে। অন্য কেউ হলে এতো গোল্ড কয়েন খরচ করলে একটা কথায় বলতো, "আজ থেকে এটাকে আমি কিনে নিলাম।" কিন্তু এলেক্স সেরকম কিছু বললো না।
-> আমি ফ্রি কোনো জিনিস খেতে পছন্দ করি না। কোনো না কোনো ভাবে তাদেরকে সেটার দাম দিয়ে থাকি। একটা রুম, কয়েক গ্লাস শরবত এবং আমার টিমমেটের ওয়াইনের দাম এটা। (এলেক্স)
কথাটা বলেই এলেক্স তার টিম মেম্বারের দিকে চলে গেলো। পাবের মালিক বুঝতে পারলো না সে এখানে কি বলবে। তাই সে চুপ রইলো।
-> রুম? (এলেক্স)
এলেক্স রুমের কথা বলাতে লোকটা এখন ভয়ে একটু কেঁপে উঠলো।
-> ও হ্যাঁ ইয়াং মাস্টার, আপনি কোনো চিন্তা করবেন না। যদিও আপনি এই জায়গার মালিক হতে চাচ্ছেন না। কিন্তু আপনি আজ থেকে আমার মাস্টার। আমার সাথে আসুন, আমাদের সবচেয়ে ভিআইপি রুমে নিয়ে যাচ্ছি আপনাদের।
* * * * *
তিনদিন পরে,
মাইরা এবং এলিন তাদের নিজস্ব লোকদের সাহায্যে বাকিদের কাছে একটা করে চিঠি পাঠিয়েছে। যেটার পূতিরূপে তারা আজ সবাই এক জায়গায় হয়েছে। সবাই একত্রিত হয়েছিলো একটা জায়গায় তবে কথা বলার মতো নিরাপদ জায়গা খুঁজে না পাওয়ায় এলেক্স সবাইকে একটা পাবের দিকে নিয়ে যায়। পাবের একটা ভিআইপি রুমের মধ্যে সবাই এসে বসেছে যেখানে এই তিনদিন এলেক্স, স্যাম এবং ক্রিস রাতের সময় থেকেছে।
-> ইয়াং মাস্টার, আপনার গেস্টদের যা লাগবে শুধু অর্ডার করুন। এখনি নিয়ে আসছি আমি সব কিছু।
পাবের মাস্টার হঠাৎ এসে কথাটা বললো। পাবটা দোতলা ছিলো। প্রথম তলায় বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সহ খাবার পাওয়া যায়। এবং দ্বিতীয় তলায় থাকার জায়গা রয়েছে। আর এলেক্সরা এখন সে জায়গার সবচেয়ে ভালো রুমের মধ্যে আছে।
-> না আমাদের কিছু প্রয়োজন নেই। (এলেক্স)
এলেক্সের কথা শুনে পাব মালিক চলে গেলো।
-> এটা কি শুধু আমি খেয়াল করছি? এই পাব মালিক এলেক্সের সাথে এতো ভালো ব্যবহার করছে কেনো? আমি যতবার এখানে এসেছি ততবার তো একদম খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে। (ডুফেস)
-> আচ্ছা কথা সেটা না। আমরা আসল কথায় আসি। চারদিন পর এনরির বিয়ে হবে ফায়ার এম্পায়ারের প্রিন্সের সাথে। আমাদের এখানে মূল ফোকাস দেওয়া প্রয়োজন। (এলিন)
-> হ্যাঁ এনরি এই সময়ে অনেক টাইট সিকিউরিটিতে আছে। আমার বাবা যেহেতু প্রথম প্রিন্সের সাপোর্ট করে তাই রাজ্যের সকল সিকিউরিটির ব্যাপার তার হাতেই। তবে সমস্যা সেটা নয়। বিয়ের আগ পর্যন্ত প্রথম প্রিন্স প্রিন্সেস এর কাছে একজন ব্যক্তি রেখেছে যে মূলত এম্পায়ার থেকে এসেছে প্রিন্সেস এর সুরক্ষা করতে। তাই আমার মনে হয় না আমরা সহজেই প্রিন্সেস এর বিয়ে আটকাতে পারবো। (মাইরা)
-> এতো কিছু বাদ দিয়ে আমাকে সোজা প্যালেসে গিয়ে প্রিন্সেসকে নিয়ে আসতে দাও। প্রিন্সেস আমার জন্য অপেক্ষা করে আছে। (ডুফেস)
-> ঠিক আছে যাও। প্রিন্সেসকে নিয়ে আসো। (হেয়া)
ডুফেস চুপ হয়ে গেলো।
-> আপাতোতো বিয়ে আটকানোর কোনো রাস্তা দেখছি না একটা ছাড়া। তবে সেটা অনেক ভয়ানক হবে। (মাইরা)
-> সেটা কি? (জেয়াব)
-> বিয়ের আগেই এম্পায়ারের প্রিন্সকে কিডন্যাপ করা। প্রিন্সকে কিডন্যাপ করলে অবশ্য মেফাসের সাথে ভয়ানক একটা যুদ্ধও সংগঠিত হতে পারে, তাই এই রাস্তাও আমরা অবলম্বন করতে পারবো না। আর তাছাড়া এনরিকে কিডন্যাপ করার থেকেও অসম্ভব কাজ প্রিন্সকে কিডন্যাপ করা। (এলিন)
-> তাহলে তো কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না আমি। (জেয়াব)
-> অবশ্য একটা রাস্তা আছে। (মাইরা)
মাইরা তার রাস্তা সম্পর্কে বলতে যাবে তার পূর্বেই এলেক্স কথা বলতে শুরু করলো,
-> তাহলে মনে হচ্ছে মেফাসের সাথে এম্পায়ারের অনেক ভয়ানক একটা যুদ্ধ হতে যাচ্ছে। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই বিছানাকে ধাক্কা দিয়ে উল্টো করে দিলো। পুরো বিছানার নিচে একটা ছেলে হাত পা বাঁধা অবস্থায় ঘুমন্ত ছিলো। যাকে দেখা মাত্রই সবাই অবাক হলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।