#Demon_King#
পর্ব:১২৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এগনোলেনিয়া,
এলেক্স যে কিনা তার সাইড ক্যারেক্টার এমিয়াসে রয়েছে সে মেফাস কিংডমের প্যালেসের মধ্যে এসেছে প্রিন্সেসকে উদ্ধার করার জন্য। প্রিন্সেসের সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই। শুধু একই টিমে বেশ কিছুদিন থাকার ফলে তার নিজেরও কিছু দায়িত্ব ছিলো। এমিয়াস তারাহুরো করছিলো। অবশ্য এনরিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য নয়। বরং সে দ্রুত টাওয়ারে গিয়ে যাতে আরো শক্তিশালী হতে পারে এ আশাতেই তারাহুরো করছিলো। তবে তার প্লান এক জায়গায় এসে আটকে গেলো। প্রিন্সেসকে টাওয়ারের মধ্য থেকে কিডন্যাপ করে নিয়ে আসা ব্যক্তি তার সামনে উপস্থিত হয়েছে। এছাড়াও সে কিছু কথা বলেছে যা এমিয়াস সহজেই মিলাতে পারছিলো না। তবে একদম বোকা সে নয় তাই সে হালকা অনুমান করতে পারলো। তাইতো নিজের অনুমানকে সত্য প্রকাশের জন্য এমিয়াস অপেক্ষা করছিলো।
-> হাহাহাহা, মনে হচ্ছে ডিম্যান কিং আমার সাথে অনেক ভালো খেলায় খেলেছে। যায়হোক, তার খেলাকে আর সফল হতে দিচ্ছি না আমি। এবার আমি তোমাকে তোমার নির্দিষ্ট জায়গাতে পাঠিয়ে দিবো।
মাস্ক পরা মেয়েটা কথাটা বলেই আরো এক পা সামনে ফেললো। এবারো সিলভার কালারের একটা ওয়েব ছড়িয়ে গেলো সে কদম থেকে। তবে এবারের ওয়েবের কালারটা হালাকা কালচে রং ধারণ করলো যা শুধুমাত্র এমিয়াসের জন্য প্রেসার তৈরি করলো। এমিয়াস একবার পিছনে তাকালো। ওয়েবে এনরির কোনো রকম পরিবর্তন সে লক্ষ করলো না। শুধুৃাত্র নিজের আসল চেহারা সামনে আসার কারণে সে এমরির অন্য রকম একটা এক্সপ্রেশন দেখতে পেলো। এনরির মুখ পুরো লাল হয়ে আছে লজ্জায়। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিলো সে এমিয়াসের চার্মে আসক্ত হয়েছে।
❝মনে হচ্ছে প্রেসারটা শুধুমাত্র আমার জন্য। আমার মেইন ক্যারেক্টারে থাকলেও আমি মনে হয় না কোনোভাবে এই মেয়ের লেভেল দেখতে পারতাম। তবে সে রিক্স নেওয়ার মতো অবস্থা না এটা।❞ (এমিয়াস ভাবছে)
এমিয়াসের ভাবনা শেষ হয়ে না হতে হতেই মেয়েটা আরো এক কদম সামনে আসলো। তার আরো একটা কদমে আরো শক্তিশালী ওয়েব বের হলো, যেটা সিলভার কালার হলেও পূর্বের থেকে আরো কালচে রঙের। পূর্বের থেকে আরো প্রেসার বৃদ্ধি পেলো। এবার এমিয়াসের হাঁটু হালকা কাঁপতে শুরু করলো। এভাবে মেয়েটার আরো তিনটা পদক্ষেপে এমিয়াস তার হাঁটু ভেঙে নিচে পরে গেলো। তার উপরে এতো প্রেসার পরলো যে সে নিজের শরীরকে নারাতেই পারছিলো না। এমিয়াসের দিকে এতোক্ষণে ভালোবাসার দৃষ্টিতে এনরি তাকালেও এখন সে চোখে চিন্তা এবং কষ্ট ছিলো। এনরির মাস্ক পরা মেয়েটার তৈরি প্রেসারে কিছুই হচ্ছিলো না। যার কারণে সে এমিয়াসের কাছে চলে আসলো এবং তার হাত ধরে উপরে তোলার চেষ্টা করতে লাগলো। কিন্তু তাতেও কোনো রকম সুবিধা হচ্ছিলো না।
-> আমি তোমার ভাইকে কথা দিয়েছিলাম তোমার বিয়ে শেষ হলেই আমি চলে যাবো এই জায়গা থেকে। তাই বলে এই নয় যে আমি তোমাদের হত্যা করতে পারবো না। বিয়ে তো আন্ডারওয়ার্ল্ডেও হয় সউলদের।
মাস্ক পরা মেয়েটার এই কথাটা অনেক ভয়ানক ছিলো। যেটা শোনামাত্র এমিয়াসের চার্মের ইফেক্ট এনরির উপর থেকে ক্যান্সেল হয়ে গেলো। এখন আর এনরির উপরে চার্ম কাজ করছিলো না। তারপরও এনরি এমিয়াসের থেকে দূরে সরে গেলো না। বরং সে এমিয়াসকে উপরে তোলার চেষ্টা করতে লাগলো,
❝আমি জানি না হঠাৎ এরকম চিন্তা করতে ছিলাম কেনো এই ব্যক্তিকে নিয়ে। কিন্তু এখন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে। এরপরও কেনো জানি আমার মনে এটাই আমার সেই অপেক্ষা করা কোনো এক রাজপুত্র, যাকে সব সময় স্বপ্নতেই দেখে এসেছি।❞ (এনরি ভাবছে)
এনরি ভাবছিলো এমিয়াসকে। সে যেহেতু কোনো রকম সাহায্য করতে পারছিলো না সেই ব্যক্তিকে যে তাকে সাহায্য করতে এখানে এসেছে তাই মনে কিছুটা গিল্ট ফিল করলো সে। তাই তো সে তার স্পেশাল স্পেল ব্যবহার করলো এখানেও।
(প্রাণ স্পেলঃ সারপ্রাইজ)
এনরি তার স্পেল ব্যবহার করলো। এই স্পেলটা কোনো সাধারণ স্পেল ছিলো না। এমনকি এনরিকেও কেউ শেখায় নি। প্যালেসের অনেক পুরানো বইয়ের মধ্যে এনরি এই স্পেলটা খুঁজে পেয়েছিলো, যেখানে এই স্পেলটাকে একটা ফরবিডেন স্পেল নামে পরিচিত দেওয়া ছিলো। সমস্ত রেকর্ড অনুযায়ী আজ পর্যন্ত টাওয়ারের বাইরের কেউই এই স্পেল ব্যবহার করতে পারে নি। শুধুমাত্র টাওয়ারের ভিতরের এক থেকে দুজন ব্যক্তিই এই স্পেল ব্যবহার করেছিলো। অন্যান্য স্পেলের মতো এই স্পেলের তেমন বিবরণ নেই। শুধুমাত্র এনরি জানে এটা দ্বারা যেকোনো পাওয়ার বৃদ্ধি পায়। এই ওয়ার্ল্ডের মতে স্পিড, ডিফেন্স, এনার্জি, লাইফ ইত্যাদি বৃদ্ধি পায়। তবে এমিয়াসের দিক দিয়ে দেখলে এনরির এই স্পেলে তার স্ট্যাটাস বৃদ্ধি পায় কিছু সময়ের জন্য। যেহেতু এটা একটা সারপ্রাইজ স্পেল তাই হয়তো একটা নাহলে দুটো, হয়তোবা সব গুলো স্ট্যাটই বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রাখে। বৃদ্ধি পাওয়ার পরিমাণও এক এক সময় এক এক রকম হয়। এই পুরোটায় ডিপেন্ড করে ব্যবহার কারীর ভাগ্যের উপরে। আর যেহেতু এখন স্পেলটা ব্যবহার করা হয়েছে এমিয়াসের উপরে তাই ভাগ্য নিয়ে ভাবতে হবে না তাকে। এমিয়াসের সামনে একটা মেসেজ চলে আসলো তার সিস্টেমের।
-""হোস্টের উপরে ফরবিডেন স্পেল "সারপ্রাইজ" এর বাফ্ একটিভ হয়েছে। পাঁচ মিনিটের জন্য হোস্টের সকল স্ট্যাটই ২০০% বৃদ্ধি পাবে।""-
সিস্টেমের মেসেজটা দেখার মতো ছিলো। আপাতোতো সময়ে এমিয়াসের সামনে তার স্ট্যাটাস চলে আসলো। যেটা পূর্বে এরকম ছিলো।
×× ক্যারেক্টার ইনফো ×××
নেইম: এমিয়াস
টাইটেল: কিং অফ লাক্
জব: ম্যাজিসিয়ান
লেভেল: ২৫
স্ট্রেন্থ : ২০
ভাইটালিটি : ২০
এজিলিটি : ২০
স্ট্যােমানা : ২০
ইন্টেলিজেন্স : ২১০
লাক্ : ১০০(সিল)
চার্ম: ১০০০(সিল)
স্ট্যাট পয়েন্ট: ১২৫
××× ×××
এনরির স্পেলের কারণে এমিয়াসের স্ট্যাট বৃদ্ধি পেলো। যেটা বৃদ্ধি অস্বাভাবিক ভাবেই পেলো। এমিয়াস তার নতুন স্ট্যাট দেখতে পেলো তার সামনে।
×× ক্যারেক্টার ইনফো ×××
নেইম: এমিয়াস
টাইটেল: কিং অফ লাক্
জব: ম্যাজিসিয়ান
লেভেল: ২৫
স্ট্রেন্থ : ২০ > ৬০(বাফ্)
ভাইটালিটি : ২০ > ৬০(বাফ্)
এজিলিটি : ২০ > ৬০(বাফ্)
স্ট্যােমানা : ২০ > ৬০(বাফ্)
ইন্টেলিজেন্স : ২১০ > ৬১০(বাফ্)
লাক্ : ১০০(সিল) > ৩০০(বাফ্)
চার্ম: ১০০০(সিল) > ৩০০০(বাফ্)
স্ট্যাট পয়েন্ট: ১২৫
××× ×××
পূর্বে তো এমিয়াসের শরীর থেকে উজ্জ্বল সাদা রঙের আলো একটু কমই বের হচ্ছিলো, কিন্তু এনরির স্পেলের কারণে এবার এমিয়াসের শরীর থেকে উজ্জ্বল সাদা রঙের আলো বের হওয়ার মাত্রাও বেরিয়ে গেলো। সে এমন একটা ব্যক্তিতে পরিণত হলো যার শরীর ঝিলিমিলি করছিলো তারার মতো। এনরির উপরে কিছুক্ষণ চার্ম কাজ না করলেও এখন আবারো চার্ম কাজ শুরু করলো। তবে এবার সেটার পাওয়ার পূর্বের থেকে আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এমিয়াস এনরির দিকে নজর দিলো না এখন। চার্মের ইফেক্ট এনরি সহ্য না করতে পেরে নিজের সেন্স হারিয়ে ফেললো। যদিও তার চার্ম স্ট্যাট বৃদ্ধি পেয়েছে তারপরও সেটা তার সামনের মাস্ক পরা মেয়েটার উপরে কাজ করছিলো না। এমনকি তার বৃদ্ধি পাওয়া লাক্ স্ট্যাটও কোনো রকম কাজ করছিলো না মেয়েটার কারণে। লাক্ এর কারণে এমিয়াস তার পাওয়ারে একটা বুস্ট পেলেও সে লাক্ মাস্ক পরা মেয়েটার উপস্থিতিতে কোনো কিছুই করতে পারছে না। পিছনে এনরি স্পেলটা ব্যবহারের কারণে নিজের সবটা এনার্জিই প্রায় শেষ করেছে। আর চার্মের শক্তিশালী ইফেক্টের কারণে সেন্সলেস হয়ে পরে গিয়েছে।
-> এক ব্যক্তিকে দুই বার হত্যা করাটা আমার কাছে কেনো জানি খারাপ লাগছে। তাই এবার নরমাল ভাবে তোমাকে হত্যা করবো না আমি।
মাস্ক পরা মেয়েটা খুব স্বাভাবিক মুড নিয়ে কথাটা বললো। এবারো সে একটা পদক্ষেপ নিলো, তবে এবার কোনো রকম ওয়েব তৈরি হলো না। কোনো প্রেসারও তৈরি হলো না। বরং এমিয়াসের পলক ফেলা সময়ের মধ্যেই মেয়েটা এমিয়াসের সামনে চলে গেলো। এমিয়াস কি করবে বুঝে উঠার আগেই মেয়েটা একটা ডান পা দিয়ে একটা কিক দিলো এমিয়াসকে। যে কিকে সে প্রিন্সেসের রুমের দেওয়াল ভেঙে প্যালেসের পিছনে থাকা পুকুরের উপরে গিয়ে পরলো। এমিয়াসের স্ট্যাট বৃদ্ধি পেলেও সেটা কোনোভাবেই যথেষ্ট ছিলো না তার প্রতিপক্ষের জন্য। কারণ এমিয়াসের যে বড় দুটো অস্ত্র সে দুটোই কাজ করছিলো না এখানে।
-> আমার লেভেল একদমই কম। এই লেভেলে আমার মনে হয় না আমার কোনো ভাবে জেতার সম্ভবনা রয়েছে। (এমিয়াস ভাবছে)
এমিয়াস বুঝতে পারলো তার সামনের ব্যক্তিটার সাথে সে কোনো ভাবে ফাইটে টিকতে পারবে না। তাই সে সঠিক পথই অবলম্বন করলো।
(একটিভ স্কিলঃ টেলিপোর্টেশন)
এমিয়াস তার স্কিল একটিভ করলো। যেটা একটা টেলিপোর্টেশন স্কিল ছিলো। স্কিল একটিভ হওয়ার সাথে সাথে এমিয়াস পানির পুকুরের মধ্য থেকে টেলিপোর্ট হয়ে গেলো। প্যালেসের তৃতীয় তলা থেকে মাস্ক পরা মেয়েটা হাতে একটা ছাতার মতো আইটেমের সাহায্যে খুব আস্তে আস্তে উপর থেকে নিচে নেমে আসলো। তবে এমিয়াস সে জায়গায় আর ছিলো না। সে অন্য কোনো এক জায়গায় টেলিপোর্টেশন ব্যবহার করে চলে গিয়েছে।
-> এটা কিভাবে সম্ভব? হঠাৎ এসমোডিয়াসের এনার্জি হারিয়ে গেলো এই ওয়ার্ল্ড থেকে। তাহলে কি সে এই ওয়ার্ল্ড থেকে বিদায় নিয়েছে? না, যে লিঙ্কটা আমি দেখেছিলাম তখন তার মাথার উপরে, সেটা এখনো অনুভব করতে পারছি আমি। ড্রাগন স্লেয়ারের সাথে সম্পর্কিত সে এটা আমি বুঝতে পারছি, কিন্তু ড্রাগন স্লেয়ার ডিম্যান কিং এর সাথে সংযুক্ত হলো কিভাবে এটা আমি বুঝতে পারছি না। নাকি এখানে আমার জানার কোনো ভুল রয়েছে?
মাস্ক পরা মেয়েটা হঠাৎ নিজের সাথেই কথাটা বলতে শুরু করলো। তাই তার খেয়াল অন্য কোথাও ছিলো না। ঠিক এই সুযোগে পিছন থেকে একজন তার উপরে হামলা করেছে। একটা ড্রাগন উড়তে উড়তে এসে মেয়েটার পিঠ বরাবর লাগতে যাবে ঠিক তখনি ড্রাগনটা হাওয়ার মধ্যেই হারিয়ে গেলো।
-> আরো একটা পরিচিত মুখ দেখতে পারবো সেটা আমি কল্পনাও করি নি।
মেয়েটা কথাটা বললো। তার পিছনে ছিলো স্যামুয়েল, যে মাত্রই এমিয়াসের চরিত্র থেকে চেঞ্জ হয়েছে। স্যামুয়েল মেয়েটার কথা শুনে এটুকু বুঝতে পারলো,
❝এটা অনেক রিস্কের কাজ করেছি আমি। তারপরও মেয়েটা যেহেতু স্যামুয়েলকেও চিনতে পেরেছে তাই আমার ধারণা মতে সে সব ডিম্যান প্রিন্সকেই ভালো করে জানে।❞ (স্যামুয়েল ভাবছে)
মাস্ক পরা মেয়েটা আবারো পলকের মধ্যে স্যামুয়েলের সামনে চলে আসলো,
-> আমি বুঝতে পারছি না তোদের সবার মাথায় আমি একই লিঙ্ক দেখতে পারছি, যেটা পূর্বে তোমাদের উপরে দেখি নি। তোমরা কি আদৌও ডিম্যান প্রিন্স? নাকি একজন ব্যক্তি যে ডিম্যান প্রিন্সদের এবিলিটি ব্যবহার করতে পারো?
মাস্ক পরা মেয়েটা হঠাৎ এট্যাক করতে যাবে সেই সময় কথাটা বলে স্যামুয়েলের মুখ বরাবর পান্স দিলো একটা। এমিয়াসের চরিত্রের মতো স্যামুয়েলের স্ট্যাট না হওয়ার কারণল স্যামুয়েল খুব সহজেই পান্সটা ধরে ফেললো। তবে সেটা ইমপ্যাক্ট শক্তিশালী হওয়ার কারণে স্যামুয়েল অনেকটা দূরে গিয়ে পরলো।
-> আমি জানি না কি হচ্ছে, কিন্তু ডিম্যান কিং এর সম্পর্কিত কোনো জিনিসই আমি রাখতে চাচ্ছি না। ড্রাগন স্লেয়ারও এর সাথে সম্পর্কিত থাকলে সেও অনেক বড় শাস্তি লাভ করবে।
মাস্ক পরা মেয়েটা এই কথা বলে একদম নিশ্চুপ হয়ে গেলো। সে আর কোনো কথা বললো না। বরং সে তার কাজ দ্বারা স্যামুয়েলকে বোঝাচ্ছে যে সে তাকে হত্যা করে ফেলবে।
(ফরবিডেন স্পেলঃ কিলারফ্রস্ট)
একটা ডোমেইনের মতো জায়গা তৈরি হলো। যদিও এটা কোনো ডোমেইম ছিলো না। বরং ছোট একটা স্পেল ছিলো যা আসলটার থেকে অনেক দুর্বল ছিলো। তারপরও পুরো প্যালেস যতটুকু জায়গা নিয়ে গঠিত তার পুরোটা জায়গায় বরফে জমে গেলো। মাস্ক পরা মেয়েটার পিছন থেকে দুটো জায়েন্ট গোলেম বের হয়ে আসলো বরফের মাটি থেকে। যারা একটা দেখতে নাইটের মতো হলেও অন্যটা একজন এসাসিন এর মতো দেখতে ছিলো। তাদের দেখে স্যামুয়েলের মুখে একটু মুচকি হাসি দেখা গেলো। যদিও এলেক্স কখনো হাসে না বা তার মুখে এক্সপ্রেশন দেখা যায় না। কিন্তু এখন সে এলেক্স নয়, বরং এখন সে স্যামুয়েল। যে ফাইট করার সময় নিজের উত্তেজনাকে কন্ট্রোল করতে পারে না।
-> মনে হচ্ছে তুমি তোমার এন্টি ম্যাজিক এবিলিটির উপরে একটু বেশিই বিশ্বাস করো। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে সেটা আমার উপরে কাজ করে না। আমার উপরে মানে আমার কোনো ম্যাজিকের উপরেই কাজ করবে না।
মাস্ক পরা মেয়েটা আবারো তার মুখ খুললো। সে চুপ থাকতে চাচ্ছিলো কিন্তু এলেক্স তার সাইড ক্যারেক্টার গুলো দিয়ে তাকে চুপ থাকতে দিচ্ছিলো না।
-> হাহাহাহা, তাহলে মনে হচ্ছে আবারো আরো শক্তিশালী হওয়ার সুযোগ আমার সামনে চলে এসেছে। (স্যামুয়েল)
* * *
To Be Continued
* * *
ঘুম পাচ্ছে একদম। লেখতে লেখতে তিনবার হাত থেকে মোবাইল পরে গিয়েছিলো। তাই একটু ছোট হয়েছে। আশা করি সামনে বড় করে দিতে পারবো।🥰