[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২০১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এরিয়া এক্স,
ম্যাগমা হুইসেল এক ঘন্টার জন্য প্রায় আনডেডের মতোই পাওয়ার পেয়েছে। তাদের শরীরে কোনো প্রকারের ক্ষতের ব্যথা অনুভব হচ্ছে না। এই সময় তাদের হাত পা কেটে গেলেও সেটা বুঝতে পারবে না। সামনের হাজার হাজার স্কেলেটনের মধ্যে ম্যাগমা হুইসেল কোনো রকম ভয় না করেই ঝাঁপিয়ে পরেছে। এই সময়ে হিলারের হিলিং পাওয়ার কাজ করছিলো বিদায় ৫ মিনিট পর পর স্কেলেটন দের দেওয়া ড্যামেজ রিকোভারি হয়ে যাচ্ছিলো। দুই স্পেয়ারম্যানের স্পেয়ার স্কিলের কারণে তাদের ফাইটটা আরো সহজ হয়ে যাচ্ছিলো। তারপরও তারা একা হাজার হাজার স্কেলেটনের মধ্যে রয়েছে যা তাদেরকে সবচেয়ে বিপজ্জনক জায়গায় ফেলেছে। তবে এই সময়টা অন্যরা বসে থাকে নি। প্লেটো তার শক্তিশালী একটা স্কিল ব্যবহারের কারণে কিছুক্ষণ নরতে পারে নি। এটা তার স্কিল ব্যবহারের পেনাল্টি। স্কিলটা ব্যবহার করলে ৫ মিনিটের জন্য সে কিছুই করতে পারবে না। ৫ মিনিট অতিক্রম করলে সে আবারো তার ধনুক নিয়ে রেডি হয়ে গেলো। আকাশের দিকে প্লেটো তার ধনুক তাক করলো। ধনুকের স্ট্রিং টান দেওয়ার সাথে সাথে সেটায় আগুনের একটা তীর দৃশ্যমান হলো। উপরের দিকে তীরটা ছুঁড়ে মারলো এবং মুখ দিয়ে বললো,
-> ডান্স অফ ফিনিক্স এরো। (প্লেটো)
তীরটা অনেকটা উপরে উঠে বোমার মতো ফেটে গেলো। একটা বড় বিস্ফোরণ হলো এবং উক্ত বিস্ফোরণ থেকে প্রায় হাজার খানেক ছোট তীর নিচে পরতে শুরু করলো। তীর গুলো এক এক করে স্কেলেটন গুলোর উপরে নিক্ষেপ হচ্ছিলো যা শত শত স্কেলেটনকে শেষ করে দিয়েছে। বাকি স্কেলেটন গুলো ম্যাগমা হুইসেল একাই সামলিয়ে নিচ্ছিলো।
-> এই আনডেড গুলো শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এই লিচ্ টাকে হত্যা করছি না। তোমরা এই ছেলেটাকে নিয়ে পিছনে থাকো আমি সামনে যাচ্ছি। (বস)
গ্রুপের বসের শরীর থেকে হঠাৎ করে আরো একটা বস বের হলো। এলেক্স সেদিকে মনোযোগ দিয়ে তাকালো।
-> তার জব মাস্টার অফ অল ওয়েপেন। আর এটা আমাদের বসের ইউনিক স্কিল "স্প্লিট"। বসের কাছে যতগুলো এট্যাকিং আইটেম থাকবে বস তার ততগুলো ক্লোন তৈরি করতে পারবে। যদিও কিছু শর্ত রয়েছে যা বস আমাদের সাথে শেয়ার করে না কখনো। (হিলার)
হিলারের কথা শুনে এলেক্স বসের দিকে তাকালো। বসের ক্লোন তৈরি হয়েছে। কোনটা আসল আর কোনটা ক্লোন সেটা বোঝা যাচ্ছিলো না। একদম হুবহু কপি ছিলো দুজনই। এলেক্সের সামনে যে রয়েছে তার হাতে শুধু শিল্ড এবং লিচ্ এর দিকে যে এগিয়ে যাচ্ছে তার হাতে একটা গ্রেট সোর্ড। সোর্ড হাতে নিয়ে বস এগিয়ে চলেছে। তার স্পিড এতোটা ছিলো যে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিলো না। কিছুটা অস্পষ্ট ছিলো তার মুভমেন্ট যা সবাইকে আবারো অবাক করলো। বসের স্পিডের কারণে কোনো স্কেলেটনই তাকে স্পর্শ করতে পারলো না। বসও কোনো স্কেলেটনের দিকে নিজের নজর প্রদান না করে দ্রুত লিচ্ এর কাছে পৌঁছে গেলো। লিচ্ বিপদ বুঝতে পেরে যে হাতে বই ছিলো সে হাতের একটা আঙ্গুল দিয়ে বইয়ের একটা পাতা উল্টিয়ে নিলো। বস লিচ্ এর থেকে দশ হাত জায়গায় যাওয়ার সাথে সাথে হঠাৎ বসের পা কিছু একটা আটকে ধরলো। বস নিচের দিকে তাকিয়ে দেখতে পেলো মাটি ফেটে প্রায় শত খানেক জম্বি বের হয়েছে। সেগুলো তার পা শক্ত করে ধরে রেখেছে।
-> এসব ছোট ট্রিক্স আমার উপরে কাজ করবে না। (বস)
গ্রুপের বস কথাটা বলেই তার দিয়ে পায়ের আশেপাশ দিয়ে সোর্ড দিয়ে কয়েকটা স্ল্যাশ দিলো। সোর্ডের ব্লেড থেকে লাইটনিং এর মতো এনার্জি বের হলো যা সব গুলো জম্বিকে পুরিয়ে দিলো।
-> যদি এটার মতো লো লেভেল লিচ্ এর সাথে ফাইট হয় তাহলে তোমাদের প্রথম কাজই থাকবে তাকে কোনো রকমের স্পেল ব্যবহারের সময় না দেওয়া। একটা লিচ্ কে শেষ করতে যতটা সময় বেশি নিবে ততই তোমাদের হারার চান্স বৃদ্ধি পাবে। যেহেতু লিচ্ এর মানা আনলিমিটেড হয়ে থাকে তাই তারা একের পর এক শক্তিশালী স্পেল ব্যবহার করতে পারে। তাই লিচ্ কে তার স্পেল ব্যবহারের সুযোগ কখনোই দেওয়া যাবে না। তবে এই রকম লো লেভেল লিচ্ এর সাথে ওয়ান ওয়ান ফাইটের সময়ে তোমাদের একটা গ্যাম্বেল করতেই হবে। লিচ্ কে একটা স্পেল ব্যবহার করতে দিতেই হবে। যদি সে স্পেল সামনাসামনি না নিতে পারো তাহলে আমি বলবো কখনোই একটা লিচ্ এর সাথে ফাইট করতে যাবে না। (বস)
বস অনেক জোরে কথাটা বললো যাতে তার গ্রুপের সবাই শুনতে পারে। বসের পুরো শরীর দিয়ে লাইটনিং বের হচ্ছিলো এই সময়ে। সবার চোখের পলকের মধ্যেই বস তার জায়গা থেকে গায়েব হয়ে গেলো। তখন আবারে বসের গলা শোনা গেলো। লিচ্ এর একদম পিছনে গিয়ে সে বলতে লাগলো,
-> লিচ্ এর দুটো দুর্বল এট্রিবিউট রয়েছে। যদি সান এট্রিবিউট থাকে তাহলে তো সবচেয়ে ভালো হয়। কিন্তু সেটা না থাকলে লাইটনিং এট্রিবিউট মাস্ট লাগবে। আর এভাবে নিজের এবং লিচ্ এর দূরত্ব কমে গেলে নিজের সবচেয়ে শক্তিশালী এট্যাক ব্যবহার করতে হবে যেখানে লাইটনিং এট্রিবিউট থাকবে। (বস)
বস কথা বলতে তেই পিছন থেকে নিজের সোর্ড দিয়ে একটা মারাত্মক স্ল্যাশ দিলো। উপর থেকে নিচে সোর্ডটা নেওয়ার পরে সোর্ড থেকে যে এনার্জি বের হলো তাতে সামনের অনেক জায়গা ধ্বংস করে ফেললো। এলেক্সরা যেখানে দাঁড়িয়ে রইলো তারা একটা ছোট ভূমিকম্প অনুভব করতে পারলো সেখানে দাঁড়িয়েই।
-> এভাবে তোমরা একটা লিচ্ এর সাথে ফাইট করবে যেখানে লিচ্ তার এনার্জি দিয়ে নিজের শরীরকে আবারো রিক্রিয়েট করতে পারবে না। (বস)
বস যেখানে দাঁড়িয়ে ছিলো তার সামনে থেকে একদম সরু হয়ে সামনের দিকে প্রসস্ত হয়ে অনেক বড় একটা গর্ত তৈরি হয়েছে। লিচ্ এর কোনো খবর ছিলো না আর সেখানে, তাই স্কেলেটন মনস্টার গুলোও একসাথে হারিয়ে গেলো বাতাসের সাথে। শিল্ড হাতে থাকা বস এগিয়ে গেলো সোর্ড হাতে থাকা বসের দিকে। সাথে বাকিরাও এগিয়ে গেলো। দুই বস একত্রিত হয়ে গেলো। এখন একজনের হাতেই শিল্ড এবং সোর্ড ছিলো। অন্যদিকে ম্যাগমা হুইসেল ও আলাদা হয়েছে। প্লেটোও তার স্বাভাবিক ফর্মে চলে এসেছে। সবার নজর এক দিকে পরলো। গর্তের উপরে এক পাশে একটা বই পরে আছে। বইটা লিচ্ এর হাতে ছিলো।
-> এটার উপরে ডেড কার্স রয়েছে। কেউ চাইলে ধরে দেখতে পারো। (বস)
বসের কথা শুনে সবাই আরো কিছুটা পিছনে চলে গেলো। তবে এলেক্স এগিয়ে গেলো। বইয়ের মডেলটা তার কাছে অনেক ভালো লাগছিলো। সেটা যে আদৌও একটা ম্যাজিকাল আইটেম সে সম্পর্কে এলেক্সের কোনো ধারণা ছিলো না। বই পড়ার মধ্যে আলাদা একটা নেশা তৈরি হয়েছে তার। তাই একটা বই পরে আছে সেটা ধরার লোভ সে আটকে রাখতে পারলো না। এলেক্স কখন গিয়ে বইটাকে তুলে নিয়েছে সেটা কেউই খেয়াল করলো না। এতোক্ষণ তাদের মনে হয়েছিলো এলেক্স তাদের পাশেই ছিলো না। সম্পূর্ণ উপস্থিতি হারিয়ে গিয়েছিলো এলেক্সের। পাশে থাকার পরেও কেউ অনুভব করে নি এলেক্স ছিলো পাশে। বইটা ধরার সাথে সাথে বস ব্যতীত সবাই তাদের চোখ বন্ধ করে ফেললো। অন্যদিকে বস এলেক্সের হাত থেকে বইটা ফেলে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলো, তবে এলেক্সের সাথে কিছু হলো না বলে সে থেমে গেলো।
-> আমি ভেবেছিলাম কোনো জ্ঞানের বিষয় হবে এটার মধ্যে। কিন্তু এ তো দেখছি আজব ভাষায় কিছু হাবিজাবি লেখা। (এলেক্স)
এলেক্স বই খুলে পড়েও নিয়েছে। কিন্তু কি লেখা ছিলো তার কিছুই সে বুঝতে পারলো না। সবাই বই এর দিকে তাকালো। কোনো কিছু হয় নি এলেক্সের সাথে তাই তারা অবাক হয়েছে। যেহেতু এলেক্সের কিছু হয় নি তাই বইতে কোনো ডেড কার্স ছিলো না বলে ধারণা করছে সবাই। এটা নিয়ে একটু বেশি বিশ্লেষণ করবে তার পূর্বেই সবার শরীরের লোম দাঁড়িয়ে গেলো। কেউ শ্বাস নিতে পারছিলো না ঠিক মতো। পাঁচ জনের গ্রুপের বুঝতে বাকি ছিলো না এটা কিসের উপস্থিতি ছিলো। সবাই আস্তে আস্তে পিছনে তাকালো। বিশাল রেড ড্রাগন তাদের পিছনে কখন এসে দাড়িয়ে আছে সেটা কেউই বুঝতে পারে না। রেড ড্রাগনের উপস্থিতিতেই সবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, সেখানে ড্রাগনটা তার সবচেয়ে ছোট এট্যাক দিয়েই তাদের সবাইকে মেরে ফেলতে পারবে এটা সম্পর্কে কোনো সন্দেহ ছিলো না।
-> মনে হচ্ছে আমাদের ভাগ্য আজকে সব দিক দিয়েই খারাপ। (বস)
বস যে লিচ্ এর সাথে একাই ফাইট করেছে সে গ্রুপের সবচেয়ে শক্তিশালী হলেও রেড ড্রাগনের সামনে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার নেই। যেখানে পুরো পৃথিবীতে রেড ড্রাগনের সাথে ফাইট করার মতো সাহস করতে পারবে এমন কাউকে পাওয়া অসম্ভব, সেখানে এই পাঁচজন কি করবে। পাঁচজনেরই মনে হচ্ছে তারা পিপড়া হয়ে একটা বিশাল হাতির সামনে দাঁড়িয়ে রয়েছে। যদিও তারা লাল পিঁপড়া, কিন্তু তাদের সামনের হাতিটা ছিলো শক্তিশালী আর্মারে ঢাকা।
-> আমি ভাবি নি তুমি আমার সামনে চলে আসবে। অনেকটা সময় আমি অপেক্ষা করেছি বিশাল আগুনের পাখি তোমার সাথে ফাইট করার জন্য। যদিও তোমার প্রতি আমার কোনো রাগ নেই। কিন্তু তুমি আমার পুরো পরিবারকে হত্যা করেছো, তাই তোমার সাথে আমার ফাইট করতেই হবে। (এলেক্স)
এলেক্সের কখন সবার থেকে এগিয়ে গিয়েছে সেটা কেউই খেয়াল করে নি। যেখানে গ্রুপের সবার একটা পা ফেলতে কষ্ট হচ্ছিলো সেখানে পনেরো বছরের এলেক্সের কোনো সমস্যা হচ্ছিলো না নরতে। আর সে ড্রাগনকে যে কথা বলেছে সেটা কেউই আশা করে নি। ড্রাগনটার চেহারা দেখে বোঝা যাচ্ছিলো না সে কি করবে কিন্তু এবার তার কন্ঠ শোনা যাচ্ছিলো। যদিও সে মুখ দিয়ে কথা বলছিলো না। তারপরও তার কথা সবার কানে পৌঁছালো।
<(হাহাহাহাহাহা, আমার মনে হয় না হাজারো বছরের মধ্যে আমার মুখের সামনে কোনো ড্রাগনও এরকম কথা বলেছে। কিন্তু তুমি, বালক তুমি তাদের থেকে আলাদা। তোমার থেকে পরিচিত একটা সুগন্ধ আসছে, যদিও সেটা কিসের সেটা মনে করতে পারছি না। তারপরও, আমাকে যে চ্যালেঞ্জ করেছে আজ পর্যন্ত তার বা তাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যায় নি।)>
ড্রাগনটা একটা হুংকার দিলো মুখ খুলে এলেক্সের একদম কাছে এসে। তার হুংকারে সব কিছু কেঁপে উঠছিলো। পাঁচজন বাউন্টি হান্টারের তো হার্টই বের হয়ে আসার অবস্থা হয়ে দাড়িয়েছিলো। বস এবং ম্যাগমা ব্যতীত সবাই তাদের সেন্স হারিয়ে ফেলেছে। বস এবং ম্যাগমার অবস্থাও তেমন ভালো নেই। দুজনে মাটিতে পরে গিয়েছে। নরতে পারছিলো না তারা।
<(বালক বলতে হবে তোমার আমার সাথে ফাইট করার অধিকার রয়েছে। আমার রোর এর পরেও তুমি দাঁড়িয়ে আছো মানে তোমার মন মানুষের মতো দুর্বল নয়। কিন্তু শুধু শক্তিশালী মন দিয়েই আমাকে স্বপ্নেও হারানো অসম্ভব। তবে চিন্তার কোনো কারণ নেই, আমার সন্তান জন্ম নিবে দ্রুত, তাই আমি তোমাকে তিনটা সুযোগ দিচ্ছি্ তিনটা এট্যাকে যদি আমার শরীরে একটু ক্ষত করতে পারো তাহলে তোমাদের সবাইকে আমি জীবন্ত আমার এরিয়া থেকে বের হতে দিবো। তোমার তিন এট্যাকে আমি একটুও নরবো না এমনকি কাউন্টার এট্যাকও করবো না।)>
-> সেই বদ্ধ রুমের মধ্যে একটা বইয়ের গল্পে পড়েছি ড্রাগনরা কখনো মিথ্যা বলে না। তাই তোমার কথায় আমি বিশ্বাস করে নিলাম। তিনটা এট্যাক লাগবে না আমার। একটাতেই তোমাকে ইনজুরি করতে না পারলে আমি যোগ্য না তাদের প্রতিশোধের জন্য। (এলেক্স)
এলেক্স ফোর্টেজে থাকা সময়ের কথা মনে করলো। কত রকমের ট্রেনিং করেছে তার সব গুলো তার মাথার সামনে ফ্ল্যাশ হচ্ছিলো। সামনে একটা ড্রাগন দাঁড়িয়ে আছে যাকে দেখে সবাই ভয় করে। কিন্তু এলেক্সের বিন্দুমাত্র ভয় ছিলো না মনের মধ্যে। এলেক্স তার আঙ্গুল গুলো দিয়ে টেনিস বল ধরে রাখার মতো করে রাখলো। এবার টান দিতে লাগলো। এলেক্স কি করছিলো সেটা ড্রাগনটা বুঝতে পারছিলো না।
<(বালক আমার সময় নষ্ট না করে এট্যাক করো, আমার কাছে সারাদিন নেই যে তোমার জোক্স গুলো দেখবো।)>
ড্রাগনটা বিরক্ত হচ্ছিলো এলেক্সের কাজে।
-> ভেবেছিলাম হয়তো এভাবে কাজ করবে, কিন্তু পাখি বলতে হবে তুমি অনেকটা ভারি। তবে আমার মনে হয় তোমার ওজনকে আমার কাজে লাগানো যাবো। (এলেক্স)
এলেক্স ড্রাগনকে অদৃশ্য কিছুর মাধ্যমে টেনে নিচে ফেলতে চাচ্ছিলো। কিন্তু এবার আর সেটা না করে সে নিজেই হাত পিছনের দিকে টান দিয়ে হাতকে হালকা করলো। সাথে সাথে এলেক্স বুলেটের স্পিডে ড্রাগনের মুখের দিকে রওনা হলো।
<(টেলিকাইনেসিস, আমি এরকম বোকা মানুষ দেখি নি যে ভেবেছিলো সে তার স্ট্রেন্থ দিয়ে একটা ড্রাগনকে টেলিকাইনেসিস এর মাধ্যমে কাবু করতে পারবে।)>
এলেক্স ড্রাগনের কথায় কোনো কান দিলো না। সে ড্রাগনের কপালে গিয়ে পরলো। দুই পায়ে কপালের উপরে দাঁড়িয়ে হাঁটুতে ভর করে এলেক্স বসলো এবং বাম হাত দিয়ে সমস্ত স্ট্রেন্থ দিয়ে একটা পান্স করলো। এলেক্স ভেবেছিলো কিছু একটা হবে, কারণ তার ফিস্টের কাছে লোহার জিনিসও হার মেনেছে, সেখানে একটা বিশাল পাখির তো একটু হলেও ব্লাড বের হওয়ার কথা ছিলো। কিন্তু এলেক্স জানে না এই পাখির স্কেল পুরো ওয়ার্ল্ডের শক্তিশালী একটা ধাতু। আর সেটার উপরে খালি হাত দিয়ে একটা পান্স মারলে হাত ভেঙে যাওয়ার কথায়। এলেক্সের বাম হাতের কব্জি ভেঙে গেলো কট করে একটা আওয়াজ করে। এলেক্স প্রচন্ড ব্যথা পেলেও কোনো শব্দ করলো না।
-> মনে হচ্ছে আমার ক্যালকুলেশন ভুল ছিলো আগুনের পাখি, তুমি আসলেই অনেকটা শক্তিশালী। তবে দুটো সুযোগ আমার কাছে রয়েছে। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই ডান হাত দিয়ে আরেকটা পান্স মারলো ড্রাগনের হর্নে(শিং)। এবারো কট করে একটা আওয়াজ হয়ে এলেক্সের আরেক হাতের কব্জির হাড়ও ভেঙে গেলো। এলেক্স ব্যথায় তার দুটো হাতের একটাও নাড়াতে পারছিলো না।
-> ওয়েল এবার আমি তোমার দুর্বল জায়গা পেয়েছি। (এলেক্স)
এলেক্স কথাটা বলার সাথে সাথে ডান পায়ের মধ্যে সমস্ত শরীরের ওজন প্রয়োগ করলো। ড্রাগনের শরীর থেকে যে লাল এনার্জি বের হচ্ছিলো চারিদিকে তা আস্তে আস্তে এলেক্সের শরীরে এবজোর্ব হতে শুরু করলো। এনার্জি গুলো এলেক্সের পায়ের চারপাশ দিয়ে চ্যানেল হলো। এবার এলেক্স তার শরীরকে দুইবার স্পিন করে একটা স্পিন কিক মারলো। সাধারণ কিকের থেকে একটা স্পিন কিকে বেশি পাওয়ার প্রয়োগ করা যায়। আর অবস্থান ঠিক রাখতে পারলে দুইবার স্পিনে আরো পাওয়ার প্রয়োগ করা যায়। ডান পা দিয়ে এলেক্স ড্রাগনের সেই শিং এর উপরে কিক মারলো। সাথে সাথে কট করে একটা আওয়াজ হলো। আওয়াজটা এলেক্সের শরীর থেকে আসে নি। বরং রেড ড্রাগনের ডান শিংটা ভেঙে গিয়েছে। ড্রাগনের চোখের সামনে দিয়ে তার শিং ভেঙে পরার কারণে সে তার রাগ ধরে রাখতে পারে নি। সাথে সাথে ড্রাগনটা তার মাথাটা অনেক জোরে নারা দিলো। এলেক্স তার মাথার উপর থেকে অনেক স্পিডে অনেক দূরে গিয়ে পরলো। ড্রাগনটা আবারো বিশাল করে একটা হুংকার দিলো।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।