[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২০৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
বাউন্টি হান্টার, এরা এমন একটা গ্রুপ যারা সব ধরনের মিশন করে থাকে। এক দিক দিয়ে বাউন্টি হান্টার এবং মার্সেনারিদের মিল রয়েছে। বাউন্টি হান্টার এবং মার্সেনারি টাকার জন্য সব কিছুই করতে পারে। যেসব মিশন হান্টার, হিরো কিংবা মার্সেনারি করতে পারে না সাধারণ লোকজন বা উপরের শক্তিশালী স্তরের লোকজন সেসব কাজ চুপিচুপি বাউন্টি হান্টারদের দিয়ে করিয়ে থাকে।
-> আমরা বাউন্টি হান্টাররা বেঁচে থাকি টাকা ওয়ালা ব্যক্তিদের সম্মান বাঁচানোর জন্য। যেহেতু আমাদের মিশন ফাঁস হলেই তাদের সম্মান নষ্ট হয়ে যাবে তাই সিক্রেট মিশন গুলোতে বাউন্টি হান্টারদের জীবন গেলেও তাদের ক্লায়েন্ট সম্পর্কে কোনো তথ্য ফাঁস করা হয় না। এটাই বাউন্টি হান্টারদের প্রধান রুলস। আর এ নিয়ম সব বাউন্টি হান্টারদের ফলো করতে হবে। (বস)
এলেক্স যে বাউন্টি হান্টার গ্রুপের সাথে রয়েছে তাদের বস উক্ত কথাটা এলেক্সের উদ্দেশ্যে বললো। যেহেতু আজকে এলেক্সের প্রথম মিশন ছিলো তাদের সাথে তাই বাউন্টি হান্টারদের সম্পর্কে এলেক্সের একটু ভালো করে জ্ঞান থাকা প্রয়োজন।
-> এলেক্স, বাউন্টি হান্টার এসোসিয়েশনের মধ্যে আমাদের গ্রুপটাকে বলা হয় ক্রেজি ফাইভ বাউন্টি হান্টার। এসোসিয়েশনের মধ্যে আমাদের রেসপেক্ট না থাকলেও অনেক বড় বড় ক্লায়েন্টদের সাথে আমাদের যোগাযোগ থাকার কারণে ভালো মিশন পেতে এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নি, আর ভবিষ্যতেও হবে না আশা করছি। তাই তুমি কোনো চিন্তা ছাড়ায় আমাদের সাথে কাজ করতে পারো। (হুইসেল)
সবাই এলেক্সকে মিশনে নেওয়ার জন্য অনেকটা আগ্রহী ছিলো। ম্যাগমা এবং বস ব্যতীত সবাই এলেক্সের স্ট্রেন্থ দেখার জন্য অধীর আগ্রহে ছিলো। তারা বিশাল একটা ফাইট মিস করেছে যেখান থেকে এলেক্সের জন্যই তারা বেঁচে ফিরেছে। তবে তাদের বসের চিন্তা ছিলো অন্যরকম।
-> যদিও আমাদের অনেক লিংক রয়েছে ভালো ভালো ক্লায়েন্টদের সাথে, তারপরও আমরা কারো চোখে এখনো বড় হতে পারে নি। ধরতে গেলে বাকি বাউন্টি হান্টারদের থেকে বিপজ্জনক মিশনে আমরা গিয়েছি কিন্তু যেখানে নাম করা বাউন্টি হান্টাররা আমাদের থেকে শতগুন বেশি ইনকাম করছে সহজ সহজ মিশন গুলো কমপ্লিট করে সেখানে আমাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছে না কোনো ক্লায়েন্ট। (বস)
বসের চেহারা সিরিয়াস ছিলো। সিরিয়াস হওয়ার কারণ ছিলো তাদের শেষ মিশনটা। ড্রাগনের ডিম তারা আনতে পারে নি এবং কোনো ভাবে তথ্য ফাঁস হয়েছে কিছু বাউন্টি হান্টার এরিয়া এক্সে গিয়ে ড্রাগনের ডিম চুরি করতে গিয়ে মারা গিয়েছে। যে কারণে বসের সাথে কিছু একটা হয়েছে বলে ভেবে নিয়েছে বাকি সদস্য গুলো।
-> আমরা মানুষের পা অনেক চেটে বেরিয়েছি। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। আমাদেরকে পরবর্তী স্টেজে উঠতে হবে। (বস)
বসের কথা শুনে আর কারো মুখে হাসি না এলেও ম্যাগমা দাঁত বের করে খিলখিলিয়ে হাসতে শুরু করে দিলো। বস ম্যাগমার দিকে তাকালো এবং বলতে লাগলো,
-> আজ থেকে আমাদের গ্রুপটা আর ছোট থাকবে না। আমরা আর সামান্য বাউন্টি হান্টার গ্রুপ হিসেবে করবো না। আমাদের বিজনেস এক্সপ্যান্ড করতে হবে। (বস)
বস কি বলতে চাচ্ছিলো এতোক্ষণ না বুঝতে পারলেও বসের শেষ কথায় সবার মুখে হাসি ফুটে উঠলো। এলেক্স শুধু সবার দিকে তাকিয়ে তাদের হাসিটা দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো,
❝এদের এখন দেখে মনে হচ্ছে এক সময়ে এরা পাগল ছিলো।❞
বস আর কিছু বললো না। এলেক্স ভেবেছিলো আরো কিছু উপদেশ থাকবে এলেক্সের জন্য কিন্তু সেটা হলো না। বস তার সোর্ড এবং শিল্ড নিয়ে বেরিয়ে পরতে লাগলো রুম থেকে। বাকিরাও রেডি ছিলো তাই বসের পিছন পিছন রওনা দিলো।
* * * * *
একটা অন্ধকার রুমের মধ্যে লম্বা একটা টেবিলের পাশ দিয়ে চেয়ারে বেশ কিছু ব্যক্তি বসে ছিলো। টেবিলের উপরে থ্রিডি মডেলে বেশ কিছু কাগজ ভেসে উঠেছে। একজন এল্ফ মেয়ে হেঁটে হেঁটে তার চারপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছিলো এবং বলতে লাগছে,
-> আপনাদের পৃথিবীর কাগজের ভাষায় যা দেখতে পারছেন তাতে যে বাউন্টি হান্টারের টিম ফায়ার ড্রাগনের এরিয়ায় গিয়েছিলো ড্রাগনের ডিম চুরি করতে তারা কেউই বেঁচে ফিরে নি। ফায়ার ড্রাগন এতোটা রাগে ছিলো যে তার সাথে কথা বলার বেশি সুযোগ আমি পায় নি। তবে তাকে আপাতোতো শান্ত করতে পেরেছি। এই বাউন্টি হান্টারের গ্রুপ মারা গেলেও আমি নিশ্চিত তাদের ক্লায়েন্ট মারা যায় নি। তো আমি এখন আপনাদের বাউন্টি হান্টার এসোসিয়েশনের বোর্ড মেম্বারদের কাছে জানতে চাচ্ছি কোন কোন ক্লায়েন্ট ড্রাগনের ডিম চুরি করার জন্য মিশন তৈরি করেছে আপনাদের কাছে। আমি পার্সোনাল ভাবে তাদেরকে ফায়ার ড্রাগনের কাছে পাঠাতে চাই।
মেয়েটা হেসে কথাটা বললেও পুরো রুমের মধ্যে একটা শক্তিশালী প্রেসার তৈরি ছিলো। যারা বসা ছিলো তারা সবাই বাউন্টি হান্টার এসোসিয়েশনের বোর্ড মেম্বার এবং লিডার ছিলেন। সবার শরীর দিয়েই ঘাম বের হচ্ছিলো এই পরিস্থিতিতে। যেহেতু বাউন্টি হান্টার এসোসিয়েশন সাধারণ মানুষের দ্বারা তৈরি যারা অন্যের পাওয়ার ব্যবহার করে শীর্ষে উঠেছে তাই তাদের সামনে শক্তিশালী অথোরিটির কেউ থাকার কারণে কেউ মুখ খুলতে পারছিলো না।
-> সময় যাওয়ার সাথে সাথে মানুষ লোভী হতে শুরু করে। অথচ ১৫ বছর পূর্বে এই মানুষই আমাদের সাহায্য ছাড়া এখন বিলুপ্ত হয়ে যেতো। আর তারা এখন লোভে পরে শুধুমাত্র নিজেদের বিপদ ডাকছে না বরং সাথে অন্যান্য স্পিসিজদের বিপদ ডাকছে। তোমরা কি করতে যদি ফায়ার ড্রাগন আবারো সব কিছু ধ্বংস করে দেওয়ার মতো রেগে যেতো?
হঠাৎ অন্ধকার থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজটা শুনে সবাই আরো বেশি ঘামতে লাগলো। কেউ কোনো রকম কথা বলতে পারছিলো না। সবার মুখ চুপ ছিলো এই সময়ে। তবে তারা সব সময় চুপ করে থাকতে পারবে না। তাই তাদের লিডার বলতে শুরু করলো।
-> রেস কাউন্সিলের কাছে আমি এবং বাউন্টি হান্টার এসোসিয়েশন দুঃখিত। আমরা বুঝতে পারি নি আমাদের লোভ এবং অবহেলার কারণে এরকম পরিস্থিতি তৈরি হবে। আমি এবং পুরো বোর্ড মেম্বার চেষ্টা করবো এরকম ভুল ভবিষ্যতে না করার। যেহেতু কাউন্সিল হওয়ার পর থেকেই আমাদের নিয়ম করে দেওয়া হয়েছে যে কাউন্সিল লিডারের অথোরিটি ব্যতীত বাউন্টি হান্টার এসোসিয়েশন এর ক্লায়েন্টদের ইনফরমেশন কারো কাছে লিক না করতে তাই আমি আরো দুঃখিত সেটা দিতে না পারার কারণে। এরপর থেকে আর এরকম কোনো ভুল আমাদের দ্বারা হবে না। এরকম ভুল হলে আমি সহ পুরো বোর্ডের সদস্য তাদের মাথা কাউন্সিলের কাছে দিয়ে আসবো। তাই এবারের মতো এই ব্যাপারটাকে এখানেই শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি দুজন কাউন্সিল ইন্সপেক্টরকে।
বাউন্টি হান্টার এসোসিয়েশন এর লিডারের কথা শুনে এই বিষয় নিয়ে আর কিছু বলতে পারলো না মেয়েটা। তবে সে সেখানেই শেষ করলো না,
-> ঠিক আছে তবে আমার সেসব গ্রুপের লিস্ট লাগবে যারা ড্রাগনের ডিমের এই মিশন গ্রহন করেছিলো। আপনারা শুধুমাত্র একটা গ্রুপের ইনফরমেশন আমাকে দিয়েছেন যারা বর্তমানে মারা গিয়েছে, আমার পুরো ডিটেইলস লাগবে সব গুলো গ্রুপের এবং বাউন্টি হান্টার সম্পর্কে।
কোনো কথা ছাড়াই বাউন্টি হান্টারদের ইনফরমেশন দিতে হলো এসোসিয়েশনকে। সব ইনফরমেশন নিয়ে এল্ফ মেয়ে সে রুম থেকে বের হলো। হঠাৎ সে কারো উদ্দেশ্যে বলতে শুরু করলো,
-> ব্যাপারটা অনেক বিদখুটে লাগছে আমার কাছে। এরকম ছোট একটা ব্যাপার নিয়ে ফায়ার ড্রাগনের আমার সাথে রাগ করে থাকার কথা না যে সে কোনো রকম কথায় বলবে না আমার সাথে।
এল্ফ মেয়ের কথা শুনে হঠাৎ তার ছায়ার মধ্য থেকে একটা আওয়াজ শোনা গেলো।
-> তাহলে কি ফায়ার ড্রাগন কোনো কিছু লুকাচ্ছে?
এল্ফ মেয়েটা বলতে লাগলো আবারো,
-> এখানে এমন কিছু দেখছি না যেখানে ড্রাগনের কিছু লুকাতে হবে আমাদের থেকে। তবে পরিস্থিতি অনুযায়ী আমার সেটায় মনে হচ্ছে। বেশ কিছু বিষয় সন্দেহজনক লাগছে আমার কাছে। প্রথমত রেড ড্রাগনের একটা শিং ভাঙা ছিলো যা এক বছর পূর্বেও তার সাথে সাক্ষাতের সময়ে ভালো ছিলো। যদিও এই ঘটনার সাথে শিং এর কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তারপরও বিষয়টা আমাদের আরো খুঁটিয়ে দেখতে হবে।
ছায়া থেকে আবারো আওয়াজ শোনা গেলো,
-> আমার মনে হয় তারা নিজেদের প্লান শুরু করেছে।
মেয়েটা এবার বলতে শুরু করলো,
-> তারা কি তাদের প্লানের জন্য একটু বোল্ড হয়ে যাচ্ছে না এই সময়ে? আস্তে আস্তে শক্তিশালী কন্সটেলেশন গুলোও তাদের নজর আমাদের দিকে দিতে শুরু করেছে, এই সময়ে তারা এরকম পদক্ষেপ নিবে বলে আমি ভাবি নি।
দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। মেয়েটা আসতে করে বিশাল বিল্ডিং থেকে বেরিয়ে গেলো।
* * * * *
অন্যদিকে,
ক্রেজি ফাইভ বাউন্টি হান্টার গ্রুপের সাথে এলেক্স নতুন একটা জায়গায় যাচ্ছে। এলেক্সের কাছে পৃথিবীর সব জায়গাটায় নতুন। ছোট থাকতে সাতদিন হসপিটালের রুম এবং এরপর পনেরো বছর ফোর্টেজের মধ্যে কাটানোর কারণে সব কিছুই এলেক্সের কাছে নতুন। আর নতুন জায়গা গুলো দেখার আগ্রহ রয়েছে এলেক্সের অনেক।
একটা ভ্যানের মধ্যে এলেক্স সহ বাকি পাঁচজন বসে আছে। তারা কোথায় যাচ্ছে সেটা সম্পর্কে এলেক্স জানে না। তবে নতুন জায়গা দেখার জন্য তার আগ্রহ বেরেই যাচ্ছিলো।
-> বস এবার কি মিশন করতে যাচ্ছি আমরা? (হুইসেল)
হুইসেল খাবার খাওয়া নিয়ে ব্যস্ত ছিলো। দশ বারোটার মতো বার্গার নিয়ে সে খেতে খেতে কথাটা বললো।
-> এবারের মিশনটা আমাদের ড্যানজন আইটেম স্মাগলিং এর। (বস)
-> যাক অনেকদিন পর এরকম একটা মিশন পাওয়া গেলো। (জুপিটার)
-> কিন্তু বস এবার কি আইটেম স্মাগলিং করছি আমরা? (হিলার)
-> "রিং অফ আর্থার"(বস)
বসের কথা শোনার পর সবাই অবাক হয়ে গেলো। তারা ভাবতে পারে নি এরকম একটা মিশন তারা পাবে। ম্যাগমা খিলখিলিয়ে বলতে লাগলো,
-> এই মিশনটার উপরে আমাদের গ্রুপের ভবিষ্যৎ নির্ভর করছে, যদি এটা মিস করি তাহলে আর এরকম সুযোগ পাবো না। (ম্যাগমা)
এলেক্স কিছুটা কনফিউজড ছিলো, তার কনফিউজড ভাব দূর করার জন্য হিলার তাকে বলতে লাগলো,
-> কিং আর্থার একজন লেজেন্ডারি নাইট ছিলেন। তার রাউন্ড টেবিলে তিনি সহ মোট ২৫ জন নাইট ছিলো। আর্থার এবং উইজার্ড মার্লিনের কাহিনী আমরা কাল্পনিক ভেবে থাকলেও এটা সত্য কাহিনী ছিলো যার প্রমাণ স্বরূপ রাউন্ড টেবিলের আইটেম গুলো রয়ে গিয়েছে। এই পর্যন্ত অফিসিয়াল ভাবে রাউন্ড টেবিলের তিনটা আইটেম পাওয়া গিয়েছে। আর চতুর্থ আইটেমের ইনফরমেশন কিছুদিন আগে বের হয়েছে। রাউন্ড টেবিলের নাইটদের আইটেমগুলো এমনিতেই অনেক শক্তিশালী আর ইনফরমেশন অনুযায়ী আমরা যে ড্যানজনে যাচ্ছি সেটায় রয়েছে কিং আর্থারের আইটেম যিনি রাউন্ড টেবিলের লিডার এবং তার সময়ের সবচেয়ে শক্তিশালী নাইট ছিলেন। এজন্য যেকেউ শুনলেই নিঃসন্দেহে বলবে রিং অফ আর্থার অনেক শক্তিশালী একটা আইটেম হবে যা স্বয়ং উইজার্ড মার্লিন তৈরি করেছিলো। (হিলার)
হিলারের বলা কাহিনী সবাই মনোযোগ দিয়ে শুনলো। হিলার যে এতোটা জানে রাউন্ড টেবিল সম্পর্কে তা তাদের বসও জানতো না। তাদের তাকানো দেখে হিলার বলতে লাগলো,
-> আজব কোনো বিষয় না, আমি ১৫ বছর পূর্বে অনেক বড় ফ্যান্টাসি পাগল ছিলাম। (হিলার)
-> এইটা দিয়ে তুমি কত কিছুর পাগল? কিছুদিন আগে বললে ১৫ বছর পূর্বে অনেক বড় খাওয়ার পাগল ছিলে, তার কিছুদিন পূর্বে অনেক বড় সাইন্সের পাগল। তার আগে কি বলেছিলে মনে করতে পারছি না। (হুইসেল)
হুইসেল খেতে খেতে হিলারকে কথাটা বললো। তার কথা শুনে হিলার মুচকি হাসি দিয়ে বলতে লাগলো।
-> মটু তোমার উপরে আমার এক্সপেরিমেন্ট করতে মন চাচ্ছে। করতে দিবে একটু আমাকে? দেখবে একদিনেই তোমার এই মোটা শরীর আর থাকবে না। (হিলার)
হিলারের মুচকি হাসি এবং কথা শুনে হুইসেলের পুরো শরীর কেঁপে উঠলো।
-> না আমার দরকার নেই তোমার ঔ এক্সপেরিমেন্টের কোনো টেস্ট সাবজেক্ট হতে। (হুইসেল)
বস তাদের কথায় বিরক্ত হয়ে এবার বলতে লাগলো,
-> হিলার, তোমাকে যা আনতে বলেছিলাম সেগুলো কি এনেছো? (বস)
-> ইয়েস বস। কিন্তু আমি বুঝতে পারছি না এতোদিন এগুলো আমাকে ব্যবহার করতে না দিয়ে হঠাৎ আজকে কেনো? (হিলার)
-> ড্যানজনের নাম "Tomb of Arthur" যা একটা S র্যাংক ড্যানজন। শুধুমাত্র এই ড্যানজনের মধ্যে আমাদের টিম প্রবেশ করছে না। পুরো ওয়ার্ল্ড থেকে সব ধরনের বাউন্টি হান্টার, মার্সেনারি, হান্টার এমনকি বেশ কিছু হিরো ও প্রবেশ করবে এই ড্যানজন রেইড করার জন্য। এতো গুলো মানুষের চোখের আড়ালে যদি আমরা রিং অফ আর্থার লুকাতে চায় তাহলে এতোদিন যেভাবে হাফ ক্রেজির মতো মিশন গুলোতে অংশগ্রহন করেছি সেভাবে অংশগ্রহন করলে ড্যানজন বস রুম পর্যন্তই পৌঁছাতে পারবো না। তাই আমাদের এবার ফুল ক্রেজি হতে হবে। (বস)
এলেক্স বুঝতে পারলো তাদের গ্রুপের সাধারণ ভাবটা কেটে গিয়েছে। এতোক্ষণ সবাইকে একটু স্বাভাবিক লাগলেও এখন আর কারো চেহারা স্বাভাবিকের মতো ছিলো না। বরং সবাইকে আরো বেশি স্বাভাবিক লাগছিলো। এলেক্স আরো কনফিউজড হয়ে গেলো এবার। তবে এবার হিলার আর তাকে কিছু বোঝালো না। বস ড্রাইভারের সিটের জানালা খুললো এবং ড্রাইভারকে বললো,
-> ভ্যানকে একটু বড় করো সাইমন। (বস)
বসের কথা শুনে সে সামনে থাকা একটা সুইচে চাপ দিলো। সাথে সাথে ভ্যানের পিছনের সাইড যেখান দিয়ে বাইরে বের হয় সে দরজা খুলে গেলো। তবে সেটা দিয়ে বাইরের কিছু দেখা যাচ্ছিলো না বরং ভিতরে আরো একটা সাদা রুম দেখা যাচ্ছিলো। বস সে রুমের মধ্যে প্রথমে প্রবেশ করলো। বসের সাথে বাকিরাও প্রবেশ করলো। এলেক্সও তাদেরকে ফলো করে ভিতরে চলে গেলো। ভিতরে গিয়ে এলেক্স অবাক হলো। অনেক বড় একটা রুম ছিলো। এলেক্স বুঝতে পারছিলো না এটা কিভাবে হলো।
-> পকেট ডাইমেনশনে। অনেক উপকারী একটা টেকনোলজি। যেকোনো জায়গাতেই এক্সট্রা জায়গা তৈরি করা যায়। (বস)
এলেক্স চারিদিকে তাকিয়ে আরো একবার অবাক হলো। পুরো রুমের মধ্যে বিভিন্ন ধরনের আইটেমে ভরপুর ছিলো। সোর্ড, বো, স্টাফ, স্পেয়ার, হ্যামার, রিং, ব্রেসলেট, নেকলেস প্রায় সব ধরনের আইটেমই সেখানে ছিলো। ভারি ভারি আর্মারও রয়েছে এক সাইডে। একটা রিং নিয়ে বস তার আঙ্গুলে পরে হাত মোজা দিয়ে সেটা ঢেকে নিলো। এবার সবচেয়ে সাইডের একটা সোর্ড নিয়ে সে বেরিয়ে যেতে লাগলো,
-> তোমাদের যা প্রয়োজন এখান থেকে সেটা নিয়ে বেরিয়ে আসো। আমরা এখনি আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। (বস)
বসের কথা শুনে সবাই নিজ নিজ আইটেম নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পরলো। অন্যদিকে এলেক্স শুধু তাকিয়েই আছে। এখন পর্যন্ত কোনো আইটেম এলেক্স স্পর্শ করে নি। তার শরীরে পোষাক এবং কালো একটা রিং যা জন্মের পর থেকেই দেখে আসছে এছাড়া কোনো কিছু নেই।
-> আমার মনে হয় এই স্পেয়ারটা তোমার জন্য পারফেক্ট হবে এলেক্স। সিঙ্গেল ব্লেড স্পেয়ার যার মধ্যে ফায়ার এট্রিবিউট রয়েছে। স্ল্যাশ দিলেই এট্যাকের সাথে ফায়ার তৈরি হবে। (ম্যাগমা)
ম্যাগমা স্পেয়ারটা দিয়ে একটা স্ল্যাশ দিয়ে আগুন তৈরি করে এলেক্সকে দেখালো। এবার এলেক্সের দিকে নিক্ষেপ করলো সেটা। এলেক্স সেটা ধরলো। ধরার সাথে স্পেয়ার থেকে কিছু একটা অনুভব করতে পারলেও সাথে সাথে সেটা স্বাভাবিক হয়ে গেলো। স্পেয়ারের উজ্জ্বল ভাবটা দূর হয়ে গেলো। এলেক্স বুঝতে পারো না বিষয়টা কি হলো। সে স্পেয়ারটা দিয়ে একটা স্ল্যাশ দিলো কিন্তু তাতে কোনো আগুন বের হলো না সাথে।
-> তুমি এখনো মানা কন্ট্রোল শিখতে পারো নি, তাই হচ্ছে না। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্পেয়ারের সাথে মানা কন্ট্রোল করতে হয়। (ম্যাগমা)
ম্যাগমা এলেক্সের হাত থেকে স্পেয়ারটা নিলো এবং একটা স্ল্যাশ মারলো, কিন্তু তাতেও কিছু হলো না।
-> আজব একটু আগেও ভালো ছিলো আইটেমটা। কিন্তু তোমার হাতে যাওয়ার পর এখন মনে হচ্ছে এটা সাধারণ একটা স্পেয়ার হয়ে গিয়েছে। (ম্যাগমা)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।