[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২০৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
পুরো শহরের সবচেয়ে উঁচু একটা ব্লিডিং এর মধ্যে বিশাল একটা রুমের মধ্যে তিনজন মানুষ প্রবেশ করলো। দুজন মেয়ে কালোর উপরে হালকা সাদা পোষাক পরিধান করে আছে। তাদের দুজনের হাতে সাদা কালারের বিশাল দুটো টেডিবিয়ার ছিলো। দুজনের সামনে একজন মধ্য বয়স্ক লোক অনেক হাসি মুখ নিয়ে রুমে প্রবেশ করেছে। কিন্তু রুমে প্রবেশ করে তার হাসি মুখটা সিরিয়াস হয়ে গেলো। সাথে সাথে পকেটে থাকা ফোনটা বের করলো এবং একটা নাম্বার ডায়াল করে ফোন করলো,
-> বস মনে হচ্ছে ঝামেলা একটা তৈরি হয়েছে। ছোট ম্যাডামকে কোথাও পাওয়া যাচ্ছে না।
ফোনের মধ্য দিয়ে ঔপাশের লোকটা শুধুমাত্র একটা উত্তর দিলো,
-> এই রটেন ওয়ার্ল্ডের সংস্পর্শে আশার পূর্বে তাকে খুঁজে বের করো।
ঔপাশ থেকে লোকটা ফোন কেটে দিলো। রুমের মধ্যকার লোকটা দুজন মেয়ের দিকে তাকালো পিছনে ফিরে। তার তাকানোর কারণে দুজনেই রুম থেকে বের হয়ে গেলো। লোকটা হাঁটতে হাঁটতে রুমের একদম কর্নারে চলে আসলো। পুরো রুমের দেওয়ালটা শক্তিশালী কাঁচের তৈরি ছিলো তাই বাইরের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিলো। কাঁচের দেওয়ালের একদম কাছে এসে লোকটা নিচের দিকে তাকালো। ফোন দিয়ে একটা গ্রুপে একটা ভয়েজ মেসেজ পাঠানোর জন্য ক্লিক করলো। এবার লোকটা বলতে লাগলো,
-> কোড রেড।
* * * * *
ক্রেজি ফাইভ বাউন্টি হান্টার গ্রুপের ভ্যান গাড়ি একটা পুরাতন দুই তলা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। সামনের একটা বাসা পুরাতন হলেও বাকি গুলো সাধারনই ছিলো। এরপরও আশেপাশে কোথাও একটা মানুষ দেখা যাচ্ছিলো না। এলেক্স আশেপাশে ভালো করে লক্ষ্য করলো। আশেপাশের বাসায় মানুষ থাকারও কোনো লক্ষণ এলেক্স লক্ষ্য করলো না।
-> এখানে একটা S র্যাংক ড্যানজন রয়েছে। ড্যানজন ব্রেকের ভয়ে ড্যানজনটা পাবলিক হওয়ার পর থেকেই আশেপাশের লোকজন তাদের বাড়ি-ঘর, দোকান-পাট সব কিছু রেখে চলে গিয়েছে। (বস)
এলেক্স কি ভাবছিলো সেটা বস তার চেহারা দেখেই বুঝতে পারছিলো। যদিও মুখে কোনো এক্সপ্রেশন ছিলো না এলেক্সের তারপরও আশেপাশের তাকানোর ভঙ্গিতে সেটা বোঝা কঠিন কোনো ব্যাপার ছিলো না বসের জন্য।
-> কিন্তু এখানে তো আমি কোনো ড্যানজন দেখতে পারছি না। (এলেক্স)
সামনে একটা পুরাতন বিল্ডিং এবং আশেপাশে ভালো কিছু বিল্ডিং ছাড়া দেখার মতো কোনো জিনিসই ছিলো না। ড্যানজন জিনিসটা কি এলেক্স জানে না, যেহেতু নতুন একটা শব্দ যা ফোর্টেজের বাইরে সে শুনতে পাচ্ছে তাই সে ধারণা করছে কোনো স্পেশাল কিছু হবে।
-> কারণ আমরা এখনো ড্যানজনের সামনে পৌঁছাই নি। (বস)
বস দ্রুত তার পা বাড়ালো পুরাতন বিল্ডিং এর দিকে। পুরাতন বিল্ডিং টা অনেক আগের বানানো, তাই ভিতরে প্রবেশের সাথে সাথে কাঠের ফ্লোর কট কট করে আওয়াজ দিতে শুরু করলো। এলেক্স চারিদিকে তাকালো, বিল্ডিং এর মধ্যে কিছুই ছিলো না দেখার মতো। শুধু এই প্রথম সে কাঠের ফ্লোর ওয়ালা কোনো রুম দেখতে পারলো। বস হঠাৎ করে ফ্লোরে থাকা একটা গোপন দরজা খুললো।
-> বস S র্যাংক ড্যানজন হিসেবে কি জায়গাটা একদম ফাকা নয়? (হুইসেল)
-> এখন আর ফাঁকা লাগবে না। (বস)
দরজা খুলতেই একটা সিঁড়ির দেখা পাওয়া গেলো। যা দিয়ে বস নামতে শুরু করলো। বাকিরাও বসের পিছনে নিচে নেমে গেলো। সিঁড়ি বেয়ে নিচে নামার পর সবাই দেখতে পেলো বিশাল একটা জায়গা। আন্ডারগ্রাউন্ডে এতো বড় একটা জায়গা দেখে বস ব্যতীত বাকি সবাই অবাক হয়েছে। তবে এলেক্স জায়গার দিকে তাকিয়ে ছিলো না। সে তার সামনে আরো অনেক মানুষ দেখতে পাচ্ছে। শুধু যে মানুষ তা কিন্তু নয়। এলেক্স আরো বেশ কিছু মানুষের মতোই ব্যক্তিদের দেখতে পেয়েছে। এমনকি মনস্টারের মতো দেখতেও বেশ কয়েকজন তার নজরে আসলো। এলেক্সের এবার নজর পরলো আরো সামনের দিকে। সামনে অনেকটা জায়গা নিয়ে একটা সাদা কালারের কিছু একটা ছিলো যা পানির মতে ঢোল খাচ্ছিলো। সেই গেইটের সামনে থেকে একজন ব্যক্তি হঠাৎ কথা বলতে শুরু করলো। সে জায়গায় কেনো স্পিকার কিংবা সাউন্ড বৃদ্ধি করার ডিভাইস ছিলো না, এরপরও শব্দ গুলো বিশাল জায়গার সবার কানেই অনেক জোড়ালো ভাবে পৌঁছালো। এলেক্স দূর থেকে খেয়াল করলো লোকটার কিছুটা পিছনে আরো কয়েকজন পাশে লাইনের মতো দাঁড়িয়ে আছে। সবার পরণেই উজ্জ্বল গোল্ডেন কালারের মোটা আর্মার ছিলো। যে ব্যক্তি কথা বলতে ছিলো তার হাতে একটা সোর্ড ছিলো যেটা স্বাভাবিক গ্রেট সোর্ডের থেকেও কিছুটা বড় ছিলো। সোর্ডটার ব্লেড মাটিতে গাঁথা ছিলো এবং সেটার হাতলের উপরে হাত দিয়ে সে কথা বলতে শুরু করেছে।
-> টাইম হয়ে গিয়েছে এবং এখানে আমরা পর্যাপ্ত মানুষ অংশগ্রহন করেছি। যেহেতু এখানে অবস্থিত সবচেয়ে শক্তিশালী গ্রুপ আমাদের তাই সামনে আমরাই অংশগ্রহন করছি। আর পূর্বের সব এসোসিয়েশনের মিটিং এ লিডার নির্বাচন করেই দিয়েছি তাই আমি আশা করবো প্রতিটা গ্রুপ এবং ফ্রি হান্টার, বাউন্টি হান্টার, হিরো এবং মার্সেনারি আমাদের টিমের সকল অর্ডার ফলো করবে। দিনশেষে আমরা সকলের সাপোর্টে এই S র্যাংক ড্যানজনকেও ক্লিয়ার করে বের হবো।
লোকটার কথা শুনে সবাই করতালি দিতে ব্যস্ত হয়ে গেলো। এলেক্স সামনে থাকা সবার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারলো তারা লোকটার প্রতি অনেক আস্থাশীল।
-> গোল্ডেন নাইট গুলো এভাবে সবাইকে বোকা বানাচ্ছে সেটা কিছু মানুষ ছাড়া কেউই বুঝতে পারছে না। (বস)
বস আস্তে আস্তে তার গ্রুপ মেম্বারদের কথাটা বললো কিছু ব্যক্তির দিকে তাকিয়ে। এলেক্স এবার তাদের দিকে তাকিয়ে খেয়াল করলো সবার মুখে হাসি থাকলেও কিছু ব্যক্তি ছিলো যারা একটুও খুশি ছিলো না। বরং তাদের দেখে মনে হচ্ছিলো তারা বিরক্ত হচ্ছে।
-> আমাদের কিংডমে তেমন শক্তিশালী গ্রুপ কেউ আর নেই যারা একটা S র্যাংক ড্যানজন ক্লিয়ার করতে পারবে। যারা ছিলো তারা অন্য কিংডমে কিংবা এম্পায়ারে গিয়ে বসবাস শুরু করেছে। তাই এই সময়ে আমাদের একটা S র্যাংক ড্যানজন ক্লিয়ারের জন্য অন্য কিংডম কিংবা এম্পায়ারের সাহায্যের প্রয়োজন হয়। আর এবার যে গ্রুপকে আনা হয়েছে তারা আমেরিকান এম্পায়ারের শক্তিশালী একটা গ্রুপ যারা গোল্ডেন নাইট নামে পরিচিত। (হুইসেল)
হুইসেল কখন চিপস এর প্যাকেট বের করে খাচ্ছিলো সেটা কেউই খেয়াল করে নি। খাওয়া এবং কথা এক সাথে বলার কারণে কথা আটকে যাওয়ায় এলেক্স খেয়াল করলো।
-> প্রতিবারই এমন হয়। ড্যানজনে আমাদের কিংডমের ব্যক্তিরা বেশি কাজ করলেও রিওয়ার্ডের সময় এসব বাস্টার্ডদের বেশি করে দিতে হয়। (ম্যাগমা)
-> দোষ তাদের দিয়ে কোনো লাভ নেই। আমাদের কিংডম গভার্নমেন্টের বিপক্ষে কিছু বলতে বা করতে পারে না। এই ড্যানজনের মেইন রিওয়ার্ড হিসেবে রিং অফ আর্থার পাওয়া যাবে। আমাদের কিংডম ড্যানজনটা ক্লিয়ার করার জন্য অন্য এম্পায়ারের কাছে এই গুরুত্বপূর্ণ আইটেম টাও দিয়ে দিতে রাজি হয়েছে। (বস)
এলেক্স ক্লিয়ার হতে পারছিলো না তাদের বস কি বলতে চাচ্ছিলো। তবে তাদের কথায় বুঝতে পারলো সে যে কিংডমে রয়েছে সেটা মোটেও তাদের জনগনের কথা চিন্তা করে না। এলেক্স আর কিছু ভাবনা একত্র করতে পারলো না। এর মাঝেই সামনে থেকে এক এক করে লোকজন ড্যানজনের গেইটের মধ্যে প্রবেশ করতে শুরু করলো।
-> আমাদেরও আগাতে হবে, যেহেতু রিং টা গোল্ডেন নাইট, তাদের সাপোর্টার এবং কিংডমের চাকরদের হাতে পরলে সেটা আমেরিকান এম্পায়ারে চলে যাবে। তাই এই সুযোগ আমাদের মিস করা চলবে না। (বস)
বসের সাথে সাথে গ্রুপের বাকি পাঁচজনও গেইট দিয়ে ড্যানজনের ভিতরে প্রবেশ করলো। এলেক্সের জন্য এটা প্রথম ড্যানজন এক্সপেরিয়েন্স হওয়ার কারণে জুপিটার তাকে সাহস বারানোর জন্য বলতে লাগলো,
-> প্রথমবার ড্যানজনে প্রবেশ করলে একটু মাথা ঘুরিয়ে বমি আসবে সেটা সবার জন্যই স্বাভাবিক। (জুপিটার)
জুপিটার কথাটা বলে এলেক্সের সাহস বারালেও সেটার কোনো প্রয়োজন ছিলো না। এলেক্স ড্যানজনের ভিতরে প্রবেশ করলো একদম ঠিক অবস্থায়। তার শারিরীক কিংবা মানসিক কোনো পরিবর্তন লক্ষ্য করা গেলো না। এলেক্স গেইট পারি দেওয়ার সাথে সাথে অবাক হয়ে গেলো। একটু আগে একটা বদ্ধ আন্ডারগ্রাউন্ডে ছিলো সে কিন্তু এখন জায়গাটা আর বদ্ধ নয়। বরং খোলা কোনো জায়গার মধ্যে চলে এসেছে। এলেক্স চারিদিকে তাকাচ্ছে কয়েকবার করে। গেইট থেকে কিছুটা উঁচু পাহাড়ের মতো জায়গায় সবাই বের হয়েছে। যার সামনে থেকে বহুদূর পর্যন্ত জায়গা স্পষ্ট দেখা যাচ্ছিলো। গাছপালায় আচ্ছন্ন অনেক বড় একটা জায়গা। পাহাড় থেকে নামলেই গাছের কোনো শেষ নেই। সবুজ গাছে চোখ জুরিয়ে যাচ্ছিলো। এলেক্স খেয়াল করলো বিশাল গাছের সেই মাঝখানে একটা অনেক বড় পুকুর রয়েছে।
-> আমাদের গন্তব্য এই পুকুর। যেসব গ্রুপ ফাইটে উপযুক্ত নয় তারা ট্রে এর কাজ করবে এবং যারা ফাইটে উপযুক্ত তারা বস আসার পূর্বে মনস্টারদের সাথে ফাইট করবে আমাদের সাথে।
কথাটা একদম সামনে থাকা গোল্ডেন কালারের আর্মার পরা ব্যক্তিটা বলতে লাগলো। লোকটার বয়স অনেক কম। হ্যান্ডসাম হওয়ার সাথে গুছিয়ে কথা বলার কারণে তার মানুষের মন জয় করতে বেশি সময় প্রয়োজন হয় না। একজন লিডারের এরকম বৈশিষ্ট্যই দরকার কিন্তু সব লিডার ভালো হয় না আবার এমন বৈশিষ্ট্য থাকলেও।
-> এই সময়ে গোল্ডেন নাইটের গ্রুপ কোনো তেমন কোনো সাহায্যই করবে না। যেহেতু আরো এই ড্যানজনে রেইডে আমাদের কিংডমের অনেক A র্যাংক এবং এক জন S র্যাংক রয়েছে তাই বস মনস্টার আসার পূর্বে আমাদের দিয়েই সব কাজ করানো হবে। (বস)
-> আমাদের কি করা উচিত এখন বস? (হুইসেল)
হুইসেল এবার বড় একটা বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিট খেতে খেতে কথাটা বললো।
-> আপাতোতো সবার সাথে আমরা স্বাভাবিক ভাবে থাকবো। বস মনস্টার সামনে আসলে অন্যান্য ড্যানজনের মতোই আমাদের প্লান থাকবে। (বস)
-> কিন্তু আমি তো সে প্লান সম্পর্কে জানি না। (এলেক্স)
এলেক্সের কথার সাথে সাথে সবাই এলেক্সের দিকে তাকালো। পাঁচজন ভুলেই গিয়েছিলো তাদের সাথে এলেক্স রয়েছে।
-> এই মিশনে তোমার কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে। যেহেতু তোমার প্রথম মিশন এবং ড্যানজন সম্পর্কে তেমন কিছু তোমার জানা নেই তাই তুমি সব সময় গোল্ডেন নাইটদের পিছনে পিছনে থাকবে। (বস)
-> কিন্তু বস সেটা কি বিপজ্জনক হবে না এলেক্সের জন্য? (হিলার)
-> মোটেও না। তাতে এলেক্সের আরো সুবিধা হবে। গোল্ডেন নাইট এবং অন্যান্যদের ফাইট দেখে এলেক্সের অনেকটা উপকার হবে। (বস)
বস মুচকি হেসে উক্ত কথাটা বললো। কেনো বললো সেটা কেউই বুঝতে পারলো না। এলেক্স বসের কথা শুনে আর সেখানে না দাঁড়িয়ে থেকে সামনের দিকে রওনা দিলো। গোল্ডেন নাইটদের কিছুটা পিছনে গিয়ে এলেক্স দাঁড়ালো।
* * * * *
আধা ঘন্টা পর,
সবাই ব্যস্ত ছিলো মনস্টারদের সাথে ফাইট করার জন্য। এটা যে S র্যাংক ড্যানজন সেটা এখন সবাই বুঝতে পারছে। এলেক্স তার আশেপাশের সবার কথা শুনতে পারছে,
-> গোল্ডেন নাইট গ্রুপ আমাদের সাথে না আসলে কি হতো সেটা আমি ভাবতেই পারছি না।
-> হ্যাঁ বোর মনস্টার গুলো দুর্বল হলেও এর ডিফেন্স অনেক শক্তিশালী। যেখানে আমাদের সোর্ড এদের শরীর কাটতেই চাই না সেখানে প্রতিটা গোল্ডেন নাইট এক স্ল্যাশেই দুই তিনটা করে হত্যা করতে পারছে।
-> মানতে হবে তাদের স্ট্যাটাসের সাথে তাদের আইটেম গুলো মিল খায়। তাদের A র্যাংক নাইট গুলোও S র্যাংক নাইটের মতোই শক্তিশালী।
-> তারা শক্তিশালী শুধু আইটেমের জন্য নয়। যেহেতু গোল্ডেন নাইট অনেক ধনী একটা গ্রুপ তাই তাদের গ্রুপ মেম্বারদের ট্রেনিং ও অনেক এডভান্স লেভেলের। এজন্য তারা আমাদের থেকে অনেক এগিয়ে আছে।
-> এভাবে চলতে থাকলে বেশি সময় লাগবে না আমাদের এই ড্যানজন ক্লিয়ার করতে।
-> হ্যাঁ আমরা দেশের হিরো হয়ে যাবো একটা S র্যাংক ড্যানজন ক্লিয়ার করার কারণে।
-> স্বপ্ন দেখা বাদ দাও। আমরা যায় করি না কেনো, মিডিয়ার কাছে হিরো থাকবে গোল্ডেন নাইট। আমাদের কেউ গুরুত্বই দিবে না।
এলেক্স সবার কথা এক এক করে শুনছিলো। ড্যানজনে যারা প্রবেশ করেছে তাদের সবাইকে ফাইট করতে হচ্ছে না। এক গ্রুপ রয়েছে যারা সবার মাঝে রয়েছে। এদের মধ্যে হিলিং পাওয়ার যুক্ত ব্যক্তিরা রয়েছে। এছাড়াও এদের সাথে বেশ কিছু ট্রে রয়েছে যারা এই ড্যানজনে ফাইট করার জন্য নয় বরং মৃত মনস্টার গুলোকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার জন্য এসেছে। এলেক্স তাদের সাথে থাকার কারণে তাকে ফাইট করতে হচ্ছে না। তার ফাইট করার প্রয়োজনও হচ্ছে না। এলেক্স ফাইট করার থেকেও গুরুত্বপূর্ণ কাজ করছিলো। সামনে থেকে যারা ফাইট করছিলো তাদের খুব গুরুত্ব সহকারে এলেক্স দেখছিলো। প্রতিটা মুভমেন্ট এলেক্স ফলো করছিলো সবার। বিশেষ করে গোল্ডেন নাইটদের মুভমেন্ট বেশি করে ফলো করছিলো এলেক্স। এমন সময় কেউ একজন এলেক্সের সাথে এসে ধাক্কা খেলো। পিঠের সাথে ধাক্কা লাগার কারণে এলেক্স পিছনপ ফিরলো সেই সময় ধাক্কা দেওয়া ব্যক্তিটাও পিছনে ফিরলো। দুজনের চোখ একে অপরের দিকে পরে গেলো। মেয়েটা ভয়ে কাপছিলো তাই এলেক্সকে শুধুমাত্র সরি বলে চুপ হয়ে গেলো। তার চোখের মধ্যে এলেক্স ভয় দেখতে পেলো। একটু পর পরই মনস্টারদের দিকে তাকাচ্ছিলো এবং ভয়ে চোখ বন্ধ করে ফেলছিলো।
-> আমার গতকাল বলেছিলেন, 'ভয় এমন একটা জিনিস যা আমাদের সামনে সকল সুন্দর্যকে আড়াল করে রেখে সব খারাপ জিনিসকে তুলে ধরে। এই ভয়কে আমরা জয় করতে পারলেই ওয়ার্ল্ডকে নতুন ভাবে দেখতে পারবো যেখানে সব কিছুই সুন্দর লাগবে।' (এলেক্স)
মেয়েটার ভয় পাওয়া দেখে এলেক্সের বসের বলা কথাটা মনে পরে গেলো। তাই সেটা সে মেয়েটাকে বলে দিলো। হয়তে এতে কিছুটা ভয় দূর হবে বলে ভেবেছিলো এলেক্স। কিন্তু মেয়েটা বড় বড় চোখ করে এলেক্সের দিকে ভালো করে তাকালো। এমন মনে হচ্ছিলো সে নিজের নজরটা সরাতেই পারছিলো না। এলেক্স খেয়াল করলো মেয়েটার গলার দিকে একটা ট্যাটুর মতো কিছু একটা রয়েছে। এলেক্স সেটা দেখে হঠাৎ ভাবতে লাগলো,
❝কেনো জানি না তবে এই জিনিসটা অনেক পরিচিত মনে হচ্ছে আমার কাছে।❞
মেয়েটার তাকানোতে এলেক্স বিরক্ত বোধ করলো এবং সেখান থেকে একটু সরে আসলো। যেহেতু বস এলেক্সকে কাজ দিয়েছে সবাইকে ভালো করে পর্যবেক্ষণ করার তাই সেখানে একজন এলেক্সকে পর্যবেক্ষণ করছে বলে সে তার কাছ থেকে সরে আসলো।
-> তাহলে এবার কাকে পর্যবেক্ষণ করবো? (এলেক্স)
এলেক্স কথাটা বলে একবার পিছনে তাকালো, পিছনে তাকিয়ে সে দেখতে পেলো বেশ কিছু তিনটা মনস্টার ভিতরে চলে এসেছে। এলেক্স লক্ষ্য করে দেখলো সামনে যারা ছিলো তাদের হত্যা বা আহত করে মনস্টার গুলো ভিতরে চলে এসেছে। এতোক্ষণ যে স্বাভাবিক মনস্টার এলেক্স দেখেছে সেসব মনস্টারের থেকে ভিন্ন ছিলো। যদিও আগের গুলো অনেকটা শূকর এর মতো ছিলো, কিন্তু এবারের গুলো গন্ডার এবং শূকরের মিশ্রনে তৈরি মনস্টার ছিলো। তিনটার গায়েই শক্তিশালী স্টিলের মতো আর্মার রয়েছে। এলেক্স খেয়াল করলো যে মেয়েটার সাথে কথা বলেছে সে এখনো তার দিকেই তাকিয়ে থাকার কারণে পিছনের মনস্টার খেয়ালই করে নি। মেয়েটা কি হলো বুঝতে পারলো না। সামনে এলেক্স থাকলেও তাকে সামনে দেখতে পারলো না। বরং নিমিষেই নিজেকে এলেক্সের কোলে পর্যবেক্ষণ করলো। এলেক্স মেয়েটাকে নিয়ে একটু সাইডে সরে আসলো ঠিক এই সময়ে একজন গোল্ডেন নাইট তার হাতের স্পেয়ার নিক্ষেপ করলো যা বরাবর তিনটার শরীর ভেদ করে আটকে রইলো।
-> চিন্তা করার কারণ নেই। আমরা গোল্ডেন নাইট থাকতে তোমাদের কোনো চিন্তা নেই।
মাঝখানের লোকজন শক্তিশালী ছিলো না, তাই তারা ভয়ের মধ্যে ছিলো। কিন্তু নাইটের কথা শুনে সবাই আবারো সাহস ফিরে পেলো। এলেক্স মনে মনে বলতে লাগলো,
❝বস ঠিকই বলেছে। এরা আসলেই বাস্টার্ড।❞
এলেক্স মেয়েটাকে নামিয়ে দিলো। যেহেতু তার বস আদেশ করে নি তাই সে মনস্টার সাথে ফাইট করে নি, তবে পরিস্থিতি খারাপ হলে তাকে ফাইট করতেই হতো। ড্রাগনের সাথে ফাইট করার পর এলেক্স নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেছে। এলেক্স সবাইকে দেখে যাচ্ছে মনস্টারদের সাথে ফাইট করতে কিন্তু নিজে একটাকে হত্যা করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহে আছে।
-> হয়তো আমি হত্যা করতে পারবো না বলে বস আমাকে শুধু সবাইকে দেখে শিখতে বলেছে। (এলেক্স)
অন্যদিকে,
ম্যাগমা একটা চাদর তার আশেপাশ দিয়ে ঘিরে নিয়েছে। চাদরটা শরীরে নেওয়ার সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেলো। তার বস তাকে অদৃশ্য হতে দেখতে পেরে হিলারের দিকে তাকালো। হিলার সাথে সাথে নিজের এপ্রোনের মতো জামার প্যাকেট থেকে কিছু একটা বের করে করে সবার পিঠে লাগাতে শুরু করে দিলো।
-> আফসোস থেকে যাবে। এতোদিন ছোট স্টেজে করে এসেছি, এখন বড় স্টেজে ম্যাজিক দেখালেও কেউ ম্যাজিসিয়ানদের পরিচয় জানতক পারবে না। (বস)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।