[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২০৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
বোর মনস্টার, এর এমন এক রকম মনস্টার যারা দেখতে শূকরের মতো। তবে তাদের হাইব্রিড ফর্ম। সাধারণ বোর মনস্টার অনেকটা একটা শূকরের মতো দেখা যায় তাই এটার নাম দেওয়া হয়েছে বোর মনস্টার। যেহেতু মনস্টারের নাম গুলো আমেরিকান এম্পায়ার থেকে করা হয়েছে, তাই তাদের স্টাইলেই মনস্টারদের নাম জনপ্রিয় হয়েছে। সাধারণ বোর মনস্টারের থেকে একধাপ উপরে রয়েছে এলিট বোর মনস্টার। এরাও কিছুটা শূকরের মতো দেখতে তবে তার সাথে কিছুটা একটা গন্ডারের মতো দেখতে। শরীরের বিভিন্ন জায়গায় এট্যাক করার জন্য এবং এট্যাক থেকে বাঁচার জন্য শক্তিশালী আর্মার রয়েছে যা স্টিলের থেকেও কিছুটা শক্তিশালী। ভালো কোনো আইটেম না থাকলে একজন A র্যাংকের জন্যও এদের সাথে ফাইট করাটা কষ্টকর হয়ে যায়। আর যেহেতু এটা একটা S র্যাংক ড্যানজন তাই এই ড্যানজনের মধ্যে এসব মনস্টারের অভাব নেই।
কিংডমের সব গ্রুপ এবং গোল্ডেন নাইটদের সহযোগীতায় অনেক দ্রুত মনস্টারদের হত্যা করতে পেরেছে। তবে এই ফলাফলের জন্য অনেক ব্যক্তিকে নিজের জীবন দিতে হয়েছে। প্রায় ১০০ শতাংশের ৩০ শতাংশ মানুষ মারা গিয়েছে এবং আরো অনেকে গুরুতর আহত হয়েছে। মৃতদের মধ্যে ৯৫ শতাংশই মানুষ ছিলো। শুধুমাত্র মৃতদের কাছের মানুষগুলোই শোক পালন করছে চোখের পানি দিয়ে। তাছাড়া যারা কিছুটা আহত ছাড়া কিছুই হারায় নি তারা শুকরিয়া জানাচ্ছিলো গোল্ডেন নাইটদের।
-> আমি ভাবিও নি আমি এভাবে বেঁচে থাকতে পারবো বস ফাইটের আগ পর্যন্ত।
-> গোল্ডেন নাইটসরা না থাকলে হয়তো আমরা কেউই জীবিত ফিরতে পারতাম না।
-> বস হান্টের পরেও আমি জীবিত ফিরতে পারলে গোল্ডেন নাইটদের চ্যারিটিতে অনেকটা টাকা দান করে দিবো।
-> হ্যাঁ আমিও সেটায় করবো। আমরা সকলেই আমাদের জীবন রাখতে পেরেছি তাদের জন্যই।
আরো অনেক কথা হচ্ছিলো প্রতিটা মানুষের মধ্যে, তবে এলেক্স সেগুলোতে এখন আর কান দিচ্ছে না। পুরো ফাইটে তার অংশগ্রহন করতে হয় নি একবারও৷ অংশগ্রহন করতে পারবে কিনা সেটা নিয়েও সে সিওর ছিলো না। ফাইট করতে হয় নি বলে সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করতে পারছিলো এলেক্স। সে মনে মনে ভাবছিলো,
❝তাহলে এভাবে পাওয়ারফুল লোকগুলো দুর্বল লোকদের বোকা বানাচ্ছে।❞
সাধারণ মনস্টারদের সাথে ফাইটে গোল্ডেন নাইটদের তেমন কোনো কনট্রিবিউশন ছিলো না। তারা অন্যান্য ফাইটারদের কোনো রকম সাহায্য না করে সাপোর্ট ইউজার (যারা ফাইটে বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে তাদের সাপোর্ট ইউজার বলা হয়) যারা তাদেরকে মাঝে মাঝে সুরক্ষা করেছে। আর এতেই সব লোকজন ভুলে গিয়েছে যে গোল্ডেন নাইট গ্রুপ চাইলেই আরো কম মানুষ তাদের জীবন হারাতো। এলেক্স তার ভাবনায় ব্যস্ত ছিলো। এমন সময় সে খেয়াল করলো পূর্বের মেয়েটা তার দিকে আবারো কয়েকবার তাকিয়ে আছে। এলেক্স তার দিকে তাকানোর সাথে সাথেই মেয়েটা পিছনে ঘুরে না দেখার ভান করতে লাগলো। পিছনে ঘোরার পর এলেক্স খেয়াল করলো কিছু একটা লেগে ছিলো মেয়েটার পিছনে। এবার ভালো করে লক্ষ্য করে দেখতে পারলো তার আশেপাশে যত ব্যক্তি রয়েছে তাদের সবার পিছনেই একই বস্তু লেগে আছে।
❝জিনিসটা কি চুইংগাম নয় যেটা আমি ফোর্টেজে মধ্যে ফ্রি সময়ে খেতাম?❞ (এলেক্স ভাবছে)
চুইংগাম চিবিয়ে কেউ পিঠে রেখে দিয়েছে এমন মনে হচ্ছিলো। কিন্তু এই কাজটা কে করবে? এলেক্স একটুও খেয়াল করে নি। কিছুটা দূরে ২০ জন গোল্ডেন নাইটের মধ্যে দুজন দাঁড়িয়ে আছে তাদের স্পেয়ার নিয়ে। এলেক্স তাদের পিছনেও দেখতে পেলো একই জিনিস। এমন কি গোল্ডের নাইটদের যে লিডার তার চুলে পর্যন্ত একই জিনিস লেগে ছিলো। হঠাৎ লিডার কথা বলতে শুরু করলো।
-> আমার মনে হয় আমাদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া হয়েছে। আমাদের মাঝে অনেক ব্যক্তি মারা গিয়েছে যাদের আমরা বাঁচাতে পারি নি। এটা একটা ব্যাটেলফিল্ড যেখানে যেকোনো সময় কারো জীবন চলে যেতে পারে। যারা মারা গিয়েছে এবং যারা তাদের সম্পূর্ণ দিয়ে চেষ্টা করেছে মনস্টার গুলো হত্যা করে এবং আমাদের এনার্জি রক্ষা করার জন্য। যেহেতু এতোক্ষণ আপনারা আমাদের ক্যারি করেছেন। তাই এখন আমাদের সময় আপনাদের ক্যারি করার। যারা এখনো ফাইট করার অবস্থায় রয়েছেন এবং যারা সাপোর্ট ইউজার রয়েছেন তারা আমাদের সাথে বস রুমে প্রবেশ করুন। তাছাড়া যারা সাহস করে তুলতে পারছেন না এবং গুরুতর আহত হয়েছেন তারা এখানে আমাদের জন্য অপেক্ষা করুন। যদি আমরা বসকে হত্যা করতে না পারি তাহলে আপনারা ট্রে যারা রয়েছেন তারা যেসব মনস্টারের অবশেষ সংগ্রহ করেছেন সেগুলো ভাগ করে নিয়ে ড্যানজন থেকে বেরিয়ে যাবেন।
বেশ কিছু ব্যক্তি লিডারের কথা শুনে তাদের আইটেম মাটিতে ফেলে দিয়ে বিশ্রাম করতে শুরু করে দিলো। যাদের কাছে বিশাল বিশাল ব্যাগ ছিলো তারাও ব্যাগগুলো নামিয়ে বসে পরলো। এলেক্স পরিস্থিতি বুঝতে পারলো না। তবে আশেপাশের কথা শুনে সে বুঝে গেলো।
-> তাহলে আমাদের কাজ শেষ এখানে। আমি চিন্তা করছিলাম হয়তে এটা S র্যাংক ড্যানজন তাই আমাদেরও ভিতরে নিয়ে যাবে ফাইট করার জন্য।
-> এটা গোল্ডেন নাইট যাদের সাথে আমরা এসেছি। তারা কখনো এরকম কাজ করবে না।
-> অধিকাংশ ব্যক্তিরা আহত হয়েছে। এই সময় তাদের রেস্টের প্রয়োজন। আর একটা S র্যাংক বসের সাথে ফাইটের সময় আমরা তাদের জন্য বোঝা ছাড়া কিছুই না।
এলেক্স তাদের কথা গুলো শুনতে লাগলো মনোযোগ দিয়ে। ঠিক এই সময়ে তার বস পাশ দিয়ে তাকে বলতে লাগলো,
-> এই সব শক্তিশালীদের ড্যানজন বসের রিওয়ার্ড ভাগ করে নেওয়ার প্লান। যেহেতু ভিতরে কি রকম রিওয়ার্ড পাওয়া যাবে সেটা সম্পর্কে এসব ব্যক্তি জানতে পারবে না তাই তাদের কোনো দাবিও থাকবে না সে বিষয়ে। (বস)
তার বস কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে সামনের দিকে রওনা দিলো। আরো অনেকে ড্যানজন বসের রুমের মধ্যে প্রবেশ করতে শুরু করলো। যারা এই পর্যন্ত এসেছিলো তাদের ২০ শতাংশ বস রুমে প্রবেশ করেছে। বাকিরা হয়তো ট্রে কিংবা গুরুতর আহত হয়েছে। বিশাল লেকের কাছে আসার সাথে সাথে সেখানে একটা গেইটের মতো উদীয়মান হয়েছে। যার ভিতর দিয়ে এলেক্স প্রবেশ করার সাথে নিজেকে আরো একটা জায়গার মধ্যে আবিষ্কার করতে পারলো। নিচের মাটির রং লাল ছিলো যা থেকে যেসব গাচ জন্মেছে সেগুলো লাল হয়ে গিয়েছে। গাছের শরীর দিয়ে রক্তের মতো রস বের হচ্ছিলো। গাছগুলো অনেক ফাকা ফাকা থাকার কারণে কারো চলতে সমস্যা হচ্ছিলো না। সবাই দূর থেকেই বস মনস্টারকে লক্ষ্য করতে পেরেছে। দূরে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলো।
-> যারা সাপোর্ট ইউজার রয়েছো তারা এখানেই থাকো এবং দূর থেকে তোমাদের সাপোর্ট ম্যাজিক বা স্কিলগুলো আমাদের উপরে ব্যবহার করতে থাকো। আর যারা এট্যাক ইউজার রয়েছো তারা আমাদের ফলো করে বস মনস্টারকে এট্যাক করতে থাকো।
গোল্ডেন নাইটদের লিডার হঠাৎ চিল্লিয়ে কথাটা বললো। তার কথা শেষ হওয়ার সাথে সাথে সে সহ তার ২০ জনের গ্রুপ অনেক দ্রুত গতিতে সামনে এগিয়ে গেলো। তাদের সাথে বাকিরাও ফলো করে এগিয়ে গেলো। পিছনে রয়ে গেলো যারা ফাইট করতে পারে না বরং সাপোর্ট করে থাকে ব্যাটেলে তারা।
সে এতোক্ষণ তেমন কোনো স্পেশাল ফাইট দেখে নি। কিন্তু এবার নজরে একটা স্পেশাল ফাইট এসেছে। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিলো না পুরো ফাইট, তাই এলেক্স নিজের আগ্রহে কখন যে গাছের ঢাল গুলোর উপরে লাফিয়ে একদম বস মনস্টারের কাছে চলে এসেছে। কাছের একটা গাছের ঢালের উপরে লুকিয়ে বসে এলেক্স সবটা দেখতে লাগলো। এতোক্ষণ যতগুলো বোর মনস্টার দেখেছে তাদের থেকে এটার সাইজ অনেক বড় ছিলো,
-> তারপরও এটা সেই আগুনের পাখিটার ধারের কাছে নেই সাইজের তুলনায়। (এলেক্স)
পূর্বে অনেক মানুষ থাকার কারণে কেউই তাদের সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করতে পারছিলো না। মনস্টার গুলো আসছিলো তাদের থেকে ডিফেন্ড এবং এট্যাক করা নিয়ে সবাই ব্যস্ত ছিলো। কিন্তু এবার একটা টার্গেট হওয়ার কারণে সবাই নিজেদের মতো ফোকাস করে এট্যাক করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। এলেক্স খেয়াল করলো শিল্ড হাতে থাকা ব্যক্তিগুলো সবার সামনে রয়েছে। তারা তাদের শিল্ড দিয়ে বস মনস্টারের এট্যাক গুলো আটকানোর চেষ্টা করছিলো। কিন্তু সবাই পেরে উঠতে পারছিলো না। বস মনস্টারের এট্যাকে এই পর্যন্ত অনেক শিল্ড ব্যবহার কারীই গুরুতর আহত হয়েছে। দুই একজন তো নারাচারাও করতে পারছে না। শিল্ড ব্যবহারকারীরা গোল করে ঘিরে ধরেছিলো বস মনস্টারকে। তবে সেটা বস মনস্টারের জন্য কিছুই ছিলো না। তার শক্ত দুটো শিং এবং শরীরের কাটাযুক্ত বিশাল আর্মারের কারণে এই ডিফেন্স অনেক সহজেই ভেঙে যাচ্ছিলো। প্রথম দিকে গোল্ডেন নাইটরা এট্যাক করলেও সেটা যথেষ্ট ছিলো না মনস্টারের ডিফেন্স ভাঙার জন্য। তাই যারা শিল্ড ব্যবহার করছিলো তাদের সামনে দিয়ে ডিফেন্সিভ ভাবে ফাইট করতে শুরু করেছে।
-> কারো স্পেয়ার, সোর্ড তীর এমনকি ম্যাজিকও একটা ক্ষত করতে পারছে না এই মনস্টারের গায়ে। এটাকে তাহলে হত্যা করবে কিভাবে? (এলেক্স)
এলেক্স আস্তে আস্তে কথাটা বললো। সে খেয়াল করলো হঠাৎ করে গোল্ডেন নাইটদের লিডার চিল্লিয়ে উঠলো।
-> সব ম্যাজিসিয়ান এবং লং রেঞ্জ এট্যাকার তাদের সবচেয়ে শক্তিশালী এট্যাক গুলো নিয়ে প্রস্তুত হয়ে যাও। দুইবার না পারলে একবার হলেই চলবে। তোমাদের প্রতিটা এট্যাক এই মনস্টারের আর্মারের ফাঁকা জায়গায় করতে থাকো। এরপর আমরা ফিনিশ করে দিবো।
গোল্ডেন নাইটের লিডারের কথা শুনে সবাই তাদের শক্তিশালী স্পেল ব্যবহার করলো। কারো হাতে থাকা স্টাফ থেকে আগুন কিংবা লাইটনিং বের হচ্ছিলো, আবার কারো স্পেয়ার অথবা সোর্ড থেকে আগুন কিংবা লাইটনিং বের হচ্ছিলো। সামনের দিকে লাইটনিং এবং ফায়ারের বিশাল বড় ভোর্টেজ তৈরি হয়ে গেলো যা মনস্টারের শরীরের বেশ কিছু জায়গা থেকে কাটা যুক্ত আর্মার ফাটিয়ে ফেলেছে। এবার শিল্ড হাতে থাকা লোকগুলোর পিছন থেকে গোল্ডেন নাইটস গ্রুপ সামনে চলে গেলো। তাদের সামনে যাওয়া দেখে বাকিরা কিছুটা পিছনে গেলো।
-> এবার এটাকে টুকরো টুকরো করে ফেলো সবাই।
লিডারের আদেশে সকল গোল্ডেন নাইটস তাদের অস্ত্র দিয়ে এট্যাক করতে শুরু করেছে। এলেক্স দূর থেকেই তাদের এট্যাকের ফোর্স অনুভব করতে পারছিলো। যে এট্যাক মনস্টারের গায়ে লাগছিলো না বরং মাটিতে পরে যাচ্ছিলো সেখানের মাটি অনেকটা জায়গা নিয়ে ফেটে যাচ্ছিলো। আর আইটেম গুলোর পাওয়ার তো রয়েছেই। প্রতিটা এট্যাকেই সেগুলো উজ্জ্বল উজ্জ্বল করে জ্বলছিলো। হঠাৎ করে তাদের লিডারের হাতে থাকা গ্রেট সোর্ডটা গায়েব হয়ে গেলো এবং সেটার থেকেও একটা লং সোর্ড চলে আসলো। সোর্ডটা হাতে নেওয়ার সাথে সাথে বাকি গোল্ডেন নাইটসরা বস মনস্টারের পিছনে থাকা ব্যক্তিগুলোকে দ্রুত সরাতে ব্যস্ত হয়ে গেলো। বস মনস্টার কিছু সময়ের জন্য এবনর্মাল একটা স্টেজে চলে গিয়েছে এতোগুলো লোকের এট্যাকের কারণে। আর এই সময়েই পিছন থেকে সবাইকে সরে গেলো। গোল্ডেন নাইটসদের লিডারের গোল্ডেন কালারের সোর্ড আরো উজ্জ্বল হতে লাগলো। সে জোরে চিল্লিয়ে বলতে লাগলো,
-> আনলক এক্সক্যালিবার।
সবার নজরই এই সময়ে সোর্ডের দিকে গিয়ে পরলো। যে আইটেমের জন্য সবাই এই ড্যানজনটা ক্লিয়ার করছে সেই আইটেমেরই আরেকটা সেট আইটেম এক্সক্যালিবার যেটা কিং আর্থারের সোর্ড ছিলো। সবাই সেটার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলো। লিডার তার সোর্ডটা উপরের দিকে তুলে ধরলো। সাথে সাথে গোল্ডেন কালারের অনেক বড় একটা রশ্নি আকাশের দিকে উঠে গেলো। এবার সে সেটা উপর থেকে মনস্টার দিকে একদম নিচ পর্যন্ত একটা স্ল্যাশ মারলো। এলেক্স ঢালের উপরে বসা থেকে উঠে দাঁড়ালো। সে ভাবতেও পারে নি একটা আইটেমের পাওয়ার এতোটা হতে পারে। একটা টর্চ লাইট থেকে যেভাবে প্রথমে আলো ছোট জায়গা থেকে বড় দূরে বড় জায়গা আলোকিত করে ঠিক সেভাবেই লিডারের এক্সক্যালিবারের এট্যাকে সামনের এরিয়া ড্যামেজ করেছে। মনস্টারের শরীর একদম মাঝ খানের জায়গা থেকে দু টুকরো হয়ে গিয়েছে এবং তার পিছনেই আস্তে আস্তে মাটির গর্ত ছড়িয়ে গিয়েছে অনেক দূর পর্যন্ত।
-> এটা কি ঔ লোকটার পাওয়ার নাকি সেটা এই আইটেমের ফলে হয়েছে? (এলেক্স)
এলেক্স কনফিউজড হয়ে গেলো। এরকম জিনিস সে প্রথমবার দেখলো। এতোক্ষণ মনস্টারটাকে একটু ক্ষত করতেই তাদের কষ্ট হচ্ছিলো সেখানে তাকে একটা এট্যাকেই হত্যা করে ফেলার কারণে এলেক্স বিশ্বাস করতে পারছিলো না।
-> রিং অফ আর্থার ব্যতীত আমাদের বসের থেকে আর কোনো আইটেম লাগবে না। তাই এর শরীরও তোমরা রেখে দিতে পারো।
কথাটা গোল্ডেন নাইটের লিডার এই কিংডমের একজনকে বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো, কিন্তু হঠাৎ এই সময়ে সবাই তাদের জায়গায় আটকে গেলো। গোল্ডের নাইটের লিডারের হাতে তার এক্সক্যালিবার ছিলো না, বরং পূর্বের গ্রেট সোর্ড ধরে আছে। সে সহ সবাই তাদের জায়গা থেকে একটুও নরতে পারছিলো না। এমন মনে হচ্ছিলো তাদের জন্য সময় একদম আটকে গিয়েছে। গাছের উপর থেকে এলেক্স সবাইকে এমন দেখতে পেরে অনেক অবাক হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে পিছন থেকে তাদের বস এবং বাকিদের এগিয়ে আসতে দেখে অবাক হয়ে গেলো এলেক্স। সেও গাছ থেকে নেমে সামনে চলে গেলো। এলেক্সকে দেখে হিলার খুশিতে বলতে লাগলো,
-> এলেক্স সেই না আমার ইনভেনশনস? আমার টাইম চুইংগাম যার শরীরে লাগবে আমি তাকে দশ মিনিটের জন্য ফ্রিজ করে রাখতে পারবো। এই সময়ে তারা কিছু দেখবে না এবং শুনবেও না। যদিও ড্যানজনের মনস্টারের উপরে কাজ করে না। কুল না অনেক। (হিলার)
হিলার বাচ্চা মেয়ের মতো হাসতে লাগলো। এলেক্স এখানে কিছু না বলে ফ্রিজ হয়ে থাকা লোকদের দিকে তাকিয়ে তাকিয়ে রইলো।
-> আমি ভাবি নি এখানে এক্সক্যালিবার দেখতে পারবো। কিন্তু আফসোস এটাকে নিতে পারবো না। যেহেতু ম্যাগমা তার কাজটা করেছে তাই আমাদেরও আমাদের স্বাভাবিক জায়গায় চলে যাওয়া উচিত। তা নাহলে আমরা সন্দেহের মধ্যে পরে যাবো এবং আমাদের প্লান বি ব্যবহার করতে হবে। (বস)
-> আমি আশা করছি আমাদের প্লান বি ব্যবহার করতে হবে না। সাধারণ সময়ে ঠিক ছিলো কিন্তু এক্সক্যালিবার ইউজারের সাথে তো অসম্ভব। (হুইসেল)
-> আমাদের ভাগ্য ভালো এখন এই লোকের হাতে এক্সক্যালিবার ছিলো না। থাকলে তাকে ফ্রিজ করা সম্ভব হতো না। (বস)
কথাটা বলতে বলতে তারা সামনে থেকে আবারো পিছনে চলে গেলো। এলেক্স বুঝতে পারলো না তারা সামনে এসেছিলো কেনো এই সময়ে। তারপরও তাদেরকে ফলো করে পিছনে চলে গেলো। নিজেদের জায়গা মলত অবস্থান নেওয়ার সাথে সাথে হিলার তার হাত দিয়ে ক্লাপ করলো একটা। সাথে সাথে সবাই স্বাভাবিক হয়ে গেলো। কোনো কিছুর পরিবর্তন হয়নি তাই গোল্ডেন নাইটের লিডার স্বাভাবিক ভাবেই হত্যা করা মনস্টারের কাছে এগিয়ে গেলো। কিন্তু মনস্টারের আশেপাশে দেখে তার মুখটা সিরিয়াস হয়ে গেলো। আরো দুজন গোল্ডেন নাইটস তার পাশে চলে গেলো।
-> বাকিগুলোর মতো এবারো আমাদের ইনফর্মেশন কাজ করে নি। এটাতেও রিং অফ আর্থার পাওয়া গেলো না। (লিডার)
অন্যদিকে এলেক্সদের বস মনে মনে ভাবছিলো,
❝কিভাবে পাবে? সেটা একটু পরেই ড্যানজন থেকে বেরিয়ে যাবে সবার চোখের আড়ালো।❞ (বস ভাবছে)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।