[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২০৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
পুরো ওয়ার্ল্ডের মধ্যে তোলপাড় তৈরি হয়েছে একটা নিউজে। গোল্ডেন নাইট এবং গভর্নমেন্ট প্রায় ৯৯% সিওর দিয়েছিলো এবারের ড্যানজনে রিং অফ আর্থার পাওয়া যাবে। তারপরও ১% সম্ভবনা থাকার কারণে রিং অফ আর্থার এবারো পাওয়া যায় নি। যেটা স্বাভাবিক ভাবে নিলেও সাত দিনের মধ্যে ব্যাপারটা আর স্বাভাবিক রইলো না। সোশাল মিডিয়া, নিউজ মিডিয়া, এমনকি লোকজনের আড্ডার স্থানেও একই কথা বলতে শুরু করেছে সবাই,
-> লেডি এলিজাবেথের প্রফেসি কখনো মিথ্যা হয় নি। তাই এটাও সত্য বলে আমি মনে করি।
-> কিন্তু কিভাবে সম্ভব? এই পর্যন্ত যতগুলো ড্যানজনে রিং অফ আর্থার থাকার কথা একটাতেও পাওয়া যায় নি। তাহলে হঠাৎ করে রিং অফ আর্থার কিভাবে এখন ড্যানজন থেকে বাইরে রয়েছে।
-> এটায় তো সমস্যা, যদিও লেডি এলিজাবেথের প্রফেসি সব সময় সত্য হয় কিন্তু সেটা একদম একুরেট তথ্য দিতে পারে না এজন্য পূর্বে অনেক তোলপাড় তৈরি হয়েছে সব জায়গায়। এবার সাধারণদের মাঝে তথ্যের তোলপাড় দেখা গেলেও হায়ার আপ কোনো একশন নিচ্ছে না।
-> আমার মনে হয় হায়ার আপরা গোল্ডেন নাইট গ্রুপের সাথে মিলে এই বিষয় নিয়ে গোপনে তদন্ত করতে শুরু করেছে।
-> যেহেতু তাদের নাকের ডগা দিয়ে একটা আইটেম হারানোর কথা না তাই অবশ্যই তারা এই সময়ে অন্যান্য ড্যানজনের রেকর্ড গুলো পর্যবেক্ষন করছে।
-> অনেকের মনে হচ্ছে রিং অফ আর্থার অন্যান্য কোনো রিং আইটেমের সাজে কোনো ড্যানজন থেকে রিওয়ার্ড হিসেবে বের হয়েছে। এজন্য সবাই তাদের রিং আইটেম গুলো স্পেশাল ভাবে চেক করাছে ভালো কোনো আর্কিলজিস্ট থেকে।
-> করবেই না কেনো। গোল্ডেন নাইটস গ্রুপ রিং অফ আর্থারের পাবলিক বাউন্টি পোস্ট পাবলিশ করেছে আজকে। ৫ ডাইমন্ড কয়েন শুধুমাত্র রিং অফ আর্থার সম্পর্কে কোনো সঠিক তথ্য দেওয়ার জন্য। আর ২০০০ ডাইমন্ড কয়েন যদি কেউ রিং অফ আর্থার গোল্ডেন নাইটকে দিতে পারে তাহলে।
-> এতো পরিমান কয়েনের জন্য তো আমি আশেপাশের সবাইকে মেরে ফেলতে পারবো রিং নেওয়ার জন্য।
-> তারা এতোটা কয়েন অফার করছে শুধুমাত্র একটা রিং এর জন্য, তাহলে রিংটার মূল্য কি আরো বেশি না?
-> রিংটা আমাদের কাছে যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে গোল্ডেন নাইটসদের লিডারের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তা নাহলে এতোটা কয়েন সে কেনো ইনভেস্ট করবে।
-> রাউন্ড টেবিলের প্রত্যেকটা আইটেমই লেজেন্ডারি ক্যাটাগরির। যেহেতু আমরা এখনো ইউনিক আইটেম গুলোই ব্যবহার করার সুযোগ পায় নি তাই সেটার ভ্যালু সম্পর্কে কোনো ধারনা করতে পারছি না।
হুইসেল একটা চেয়ারে বসে বসে ফোন চালাচ্ছিলো এবং বড় একটা প্যাকেট থেকে চিপস বের করে খাচ্ছিলো। খাওয়ার সাথে সাথে সে সবাইকে একটা পোস্ট থেকে কমেন্টও এক এক করে পড়ে শোনাচ্ছিলো।
-> এই লেডি এলিজাবেথের স্কিল তো মারাত্মক। তার সাথে দেখা হলে কি পনেরো বছর পূর্বে সেই হাসপাতালে ফেলে আসা আবার এক প্যাকেট জুসের বোতলের সন্ধান পেতে পারবো? (হুইসেল)
হুইসেল খাচ্ছিলো আর নিজের মতো করে একটা মন্তব্য দিয়ে দিলো। তার পাশে হিলার এবং জুপিটার বসে ছিলো। তারা দুজনেই হাসতে লাগলো হুইসেলের কথা শুনে। পরিস্থিতি একটু সিরিয়াস হয়ে গেলো যখন তাদের রুমের মধ্যে তাদের বস এবং ম্যাগমা প্রবেশ করলো।
-> বস এলেক্সকে তো দেখতে পাচ্ছি না আজকে। (হিলার)
-> হ্যাঁ সকাল থেকেই ছেলেটা উধাও। আমাদের বসের মাস্টারপ্লানের কারণে আমরা এলেক্সের পাওয়ার দেখতে পারলাম না যেটায় অনেকটা হতাশ হতে হয়েছে সেদিন। (জুপিটার)
রুমে এসে তাদের বস সবার সামনের একটা চেয়ারে বসে পরলো। ম্যাগমাও হুইসেলের পাশে গিয়ে বসলো।
-> একটা ফোর্টেজের ভিতরে প্রথম ১৫ বছর থাকার পরেই হঠাৎ করে ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী একটা বিয়িং এর সাথে ফাইট হলে যেকোনো ব্যক্তিরই ফাইটের উপর থেকে কিছুটা হলেও ভরসা কমে যাবে। এলেক্সের জায়গায় আমি থাকলে তো কখনোই রুম থেকে বের হতাম না। যেহেতু তাকে আমরা মনস্টারের পাওয়ার লেভেল সম্পর্কে কোনো ধারণা দেই নি তাই সে হয়তো একটা গবলিন দেখলেও এখন সেটাকে শক্তিশালী মনে করবে। এই সময়ে এলেক্সের রিয়েল টাইম এক্সপেরিয়েন্স দরকার। ফোর্টেজ থেকে বের হওয়ার পর ড্রাগনের সাথে ফাইটের পরে একজনের আত্মবিশ্বাস ভেঙে গেলে তার কখনো ফাইটের প্রতি একটুও আগ্রহ না থাকাটায় স্বাভাবিক। আমাদের দেখা মতে অনেকে শক্তিশালী মনস্টারের সংস্পর্শে এসে মেন্টালও হয়েছে। তবে এলেক্স তেমন নয়। সে শুধু তার সামনের প্রত্যেকটা মনস্টারকে শক্তিশালী মনে করে যে কারণে তাকে আমাদের সাথে আনার পর থেকে এখন পর্যন্তও একদিনও এমনকি একটা সময়ও ট্রেনিং মিস দেয় নি। (বস)
-> তাহলে কি এলেক্স এখনো ওর ট্রেনিং নিয়ে ব্যস্ত রয়েছে? (হিলার)
-> এলেক্সকে বস আজকে একা একটি ওপেন বাউন্টিতে পাঠিয়েছে। (ম্যাগমা)
-> এলেক্স একা! (জুপিটার)
-> কিন্তু বস এলেক্স শক্তিশালী হলেও তো প্রপার ট্রেনিং পায় নি এখনো। সেই সাথে তার মনস্টার সম্পর্কে কোনো জ্ঞানই নেই। এই ভাবে সে যদি মনস্টারের গুপ্ত এট্যাকের শিকার হয়? (হিলার)
-> ওয়ার্ল্ডে এখম চার ধরনের ব্যক্তি পাওয়া যায়। প্রথমত, যারা এখনো ১৫ বছর পূর্বের মতো স্বাভাবিকই আছে। দ্বিতীয়ত তারা যারা শক্তিশালী হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তৃতীয়ত আমাদের মতো ক্রেজি পার্সন যারা নিজেদের লক্ষ্য পূর্ণ করার জন্য জীবনও দিতে পারে। আর সব শেষে তারা যারা প্রথম থেকেই শক্তিশালী। এখন চতুর্থ ধরনের ব্যক্তিরা মৃত্যুকেও হার মানিয়ে কোনো একটা মিরাকল দেখাচ্ছে। (বস)
-> কিন্তু বস এলেক্স আসবে কখন। ও তো মনে হয় তাহলে সকালেই গিয়েছে। (হুইসেল)
হুইসেলের কথা শুনে ম্যাগমা বলতে লাগলে,
-> যদি আমার ক্যালকুলেশন সঠিক হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই। (ম্যাগমা)
ম্যাগমার কথা শেষ না হতে হতেই দরজায় দুটো টোকা পরে গেলো। ম্যাগমা ভয়ানক একটা হাসি দিয়ে বলতে লাগলো,
-> কথায় আছে না, ডেভিলকে ডাকলে ডেভিল তোমার দরজায় এসে টোকা দিবে। (ম্যাগমা)
ম্যাগমা দরজা খোলার সাথে সাথে এলেক্স ভিতরে আসলো একটা বস্তা কাঁধে নিয়ে।
-> বস আমার মনে হয় আপনি আমাকে দুর্বল মনে করে সবচেয়ে দুর্বল একটা ড্যানজনে পাঠিয়েছেন। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই কাঁধ থেকে বস্তাটা নিচে নামিয়ে রাখলো। বস্তার মুখ বাঁধা না হওয়ায় ভিতরে মনস্টারের চোখ, কান, নাক, হৃদপিন্ড দেখা যাচ্ছিলো।
-> সেদিনের ড্যানজনে অনেকজনকে দেখেছিলাম এগুলো সংগ্রহ করতে, তাই আমি ভাবলাম হয়তো এগুলো আমাদের কাজে আসবে। (এলেক্স)
কেউ কোনো কথা বলতে পারছিলো না। বস এতোটা অবাক হয়েছে যে সে হাসতে শুরু করে দিয়েছে। এলেক্স এরকম একটা লুক নিয়ে আসবে সেটা সে নিজেও ভাবে নি।
* * * * *
৪ ঘন্টা পূর্বে,
এলেক্স সর্ব প্রথম একটা ড্যানজনের মধ্যে প্রবেশ করেছে। ড্যানজনের মধ্যে কি মনস্টার রয়েছে সেটা সম্পর্কে সে জানে না।
-> বসের সাথে এসেছিলাম ড্যানজনের গেইট পর্যন্ত। বস বলেছে ড্যানজন ক্লিয়ার করে বের হলে আমি ভ্যান গাড়িটা দেখতে পারবো বাইরে, সেটায় করে আমাদের ফ্লাটে চলে যেতে। বস কি অন্তত বলবে না এখানে কিরকম মনস্টার রয়েছে। (এলেক্স)
এলেক্স ড্যানজনের মধ্যে একা প্রবেশ করেছে। এমনিতেই তার এখন প্রথমেই ফাইটে যাওয়ার প্রতি আগ্রহ নেই, কিন্তু পরিস্থিতি যদি এরকম হয় যে তাকে ফাইট করতেই হবে তাহলে এলেক্স পিছনে যাবে না। তার ফাইট করতে না চাওয়ার মূল কারণ হলো,
-> আমাকে আরো ট্রেইন করতে হবে। মনস্টার গুলো আসলেই অনেক শক্তিশালী। আমি এখনো আমাদের গ্রুপ মেম্বারদের মতো শক্তিশালী হতে পারি নাই। আমি শক্তিশালী না হলে কোনো মনস্টারকেই হত্যা করতে পারবো না। (এলেক্স)
এমন নয় যে এলেক্স একদম ফাইট করতে ভয় পাচ্ছে। ভয়ের মতো ইমোশন তার নেই। তবে তার চিন্তা মতে সে এখনো দুর্বল। আর একটা মনস্টারকে হত্যা করতে হলে তাকে আরো শক্তিশালী হতে হবে। এটা ভাবনা তার জন্য স্বাভাবিক ছিলো। প্রথম ফাইটই সে ড্রাগনের সাথে করেছে। তবে এবার ব্যাপারটা ভিন্ন ছিলো। এরপরও নিজেকে দুর্বল ভাবার এলেক্সের আরো একটা কারণ রয়েছে। তার গ্রুপের সবাই বিভিন্ন রকম স্কিল ব্যবহার করতে পারে বা আইটেম ব্যবহার করে, যেগুলো তাদেরকে আরো শক্তিশালী করে। কিন্তু তাদের মতো স্কিল ব্যবহার করতে পারে না সাথে কোনো আইটেম স্পর্শ করলেও সেটা সাধারন হয়ে যায়।
-> যদিও আমি জুপিটারের ম্যাজিক স্পেলগুলো ব্যবহার করতে পারছি, কিন্তু এগুলো মোটেও শক্তিশালী না। (এলেক্স)
এলেক্স সাথে সাথে তার হাতের তালু উপরের দিকে করে রাখলো। কালো আগুনের একটা ফুলকি তৈরি হলো তার হাতে, যা আবারো তার হাতে কিছুটা ক্ষত তৈরি করলো। এলেক্স ফোকাস করার সাথে সাথে মার্বেলের মতো কালো ছোট একটা আগুনের বল তৈরি হলো এলেক্সের হাতে। এলেক্স সাথে সাথে তার হাতের মুঠো শক্ত করলো এবং সেটা উধাও হয়ে গেলো।
-> এই যন্ত্রনা এখনো সহনীয় হচ্ছে না আমার জন্য। ম্যাগমা বলেছিলো যারা শারিরীক ট্রেনিং করে থাকে তারা ম্যাজিক ব্যবহার করতে পারে না। তাহলে কি আমাকেও ম্যাগমা, হুইসেল কিংবা বসের মতো হতে হবে? কিন্তু আমি তো কোনো আইটেম ব্যবহার করতে পারছি না। (এলেক্স)
এলেক্স বিভিন্ন রকম চিন্তা ভাবনায় ছিলো। তার চিন্তা ভাবনা দূর হয়ে গেলো বেশ কিছু মনস্টার দেখতে পেরে। প্রায় শতখানেকের মতো সবুজ কালারের হাটু সমান কান লম্বা মনস্টার এলেক্সের চোখে পরলো। মনস্টার গুলো বেশ কয়েক জায়গায় আগুন জ্বালিয়ে নাচানাচি করছিলো। এলেক্স হাঁটতে হাঁটতে কখন যে তাদের কাছে চলে এসেছে সেটা খেয়ালই করে নি। মনস্টার গুলোও এলেক্সের উপস্থিতি এতোক্ষণ লক্ষ্য না করলেও এখন বুঝতে পারলো। তারা বুঝতে পেরেই এলেক্সের উপরে ঝাঁপিয়ে পরলো। মনস্টার গুলোকে এক সাথে ঝাঁপিয়ে পরতে দেখে এলেক্স বুঝতে পারলো তাকে এখানে ফাইট করতেই হবে।
-> কিছু করার নেই এখন আর। এবার অন্তত একটাকে তো হত্যা করার চেষ্টা করতেই হবে আমার। (এলেক্স)
একটা গবলিন হাড়ের তৈরি একটা সোর্ড দিয়ে এলেক্সের উপরে প্রথমে এট্যাক করতে যাচ্ছিলো। সোর্ডের এট্যাক আটকানোর জন্য এলেক্স একটা পান্স মারলো। পান্স মারার পূর্বে এলেক্স চিন্তা করে নি এরকম কিছু একটা হবে, তাই সে কনফিউজড হয়ে গেলো। তার পান্সে গবলিনের সোর্ড তো ভাঙলোই সাথে গবলিনটার মাথা তার পান্সে শরীর থেকে আলাদা হয়ে গেলো।
-> এটা কি হলো? তাহলে কি সাইজে মনস্টারের স্ট্রেন্থ কমে যায়? (এলেক্স)
এলেক্স বুঝতে পারছিলো না। যেহেতু সে মনস্টার সম্পর্কে তেমন কিছু জানে না তাই সে এগুলো দিয়েই একটু গবেষণা করতে লাগলো। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এলেক্স নিজের আগ্রহ হারিয়ে ফেললো। সেখানে থাকা শত মনস্টারের লাশের উপরে বসে রয়েছে সে।
-> আমি ভাবি নি এরকম বোরিং হবে এই মনস্টার গুলোর সাথে ফাইট করা। একটা পান্সও তারা সহ্য করতে পারে নি। (এলেক্স)
এলেক্স মনস্টারের ব্লাডে একদম ভিজে গিয়েছে। হাত দিয়ে একদম কাছে থেকে মনস্টার গুলোকে পান্স করার কারণে তাদের ব্লাড ছিটকিয়ে এলেক্সকে গোসল করিয়ে দিয়েছে। হঠাৎ করে এলেক্স কানে একটা আওয়াজ পেলো। পিছনে তাকানোর সাথে সাথে বিশাল একটা মনস্টার দেখতে পেলো। সবুজ কালারের একই রকমের মনস্টার হলেও এলেক্সের থেকে সেটার সাইজ দ্বিগুন বড় ছিলো।
-> তাহলে এটা নিশ্চিত আমার থেকে বড় হবে, যেহেতু এটার সাইজ আমার থেকে বড়। (এলেক্স)
এলেক্স কথাটা ভালো করে শেষ করারও সময় পেলো না। তার আগেই মনস্টার এলেক্সের উপরে তার বিশাল বড় কাঠের ক্লাব দিয়ে এট্যাক করলো। ক্লাব দিয়ে এট্যাক করার সময় সেটার চার পাশ দিয়ে আগুন বের হতে লাগলো। এলেক্স বুঝতে পারলো সেটা তার জন্য মারাত্মক হবে তারপরও সে সরে না গিয়ে ক্লাবটাকে ধরার চেষ্টা করলো। ক্লাবটা এলেক্সের হাতে স্পর্শ করার সাথে সাথে ক্লাবের চারপাশের আগুন দূর হয়ে গেলো।
-> এই মনস্টারের স্ট্রেন্থ কি এইটুকুই? (এলেক্স)
এলেক্স বাম হাত দিয়ে ক্লাবটা ধরে ডান হাত দিয়ে একটা পান্স মারলো ক্লাবে। সাথে সাথে ক্লাবটা ভেঙে গেলো। এলেক্সের স্পিডের সাথে মনস্টারটা মিলাতে পারে নি তাই এলেক্স মনস্টারের আগেই আরো একটা এট্যাক মারার সুযোগ পেয়ে গেলো।
-> স্ট্রেন্থের দিক দিয়ে দুর্বল হলেও আমার মনে হয় এইটা অন্যদের তুলনায় আমার বেশ কয়েকটা পান্স সহ্য করতে পারবে। তাই এটাকে আমার ফুল পাওয়ার পান্স মারতে হবে। (এলেক্স)
এলেক্স এবারো ভুল ভেবেছিলো। তার এক পান্সে মনস্টারের মাথা আলাদা হয়ে টুকরো টুকরো হয়ে গেলো।
-> বস মনে হয় আমাকে সবচেয়ে দুর্বল ড্যানজনে পাঠিয়েছে। তাছাড়া কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না। (এলেক্স)
এলেক্স একদম এরকম আশা করে নি। সে হাসি, দুঃখ অনুভব না করতে পারলেও স্বাভাবিক ভাবে অলসতা, উত্তেজনা, ঘুম, আগ্রহ এগুলো অনুভব করতে পারে। এই অবস্থায় এলেক্সের আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার কথা হলেও তার আত্ম বিশ্বাস আরো কমে গিয়েছে। ড্রাগনের সাথে ফাইটে আলাদা রকম একটা উত্তেজনা কাজ করেছে এলেক্সের। যা এই ফাইটে ছিলোই না।
-> যেহেতু এখনো অনেকটা সময় রয়েছে তাই আমি মনস্টারগুলোর জিনিসপত্র গুলো নিয়ে যায়। (এলেক্স)
* * * * *
বর্তমান সময়ে,
এলেক্স গিয়েছে গোসল করতে। রুমের মধ্যে বাকি পাঁচ জন রয়েছে। তারা একে অপরের দিকে তাকিয়ে আছে।
-> যদিও আমি এরকম চিন্তা করি নি, কিন্তু আমার মনে হচ্ছে এলেক্সের জন্য আমাদের প্লান আরো দ্রুত কাজ করবে। (ম্যাগমা)
-> এলেক্সের বিষয় আপাতোতো সাইডে রাখি আমরা। আমাদের রিং নিয়ে ডিসকাস করা প্রয়োজন। (বস)
-> বস আমার মনে হয় রিংটা ব্লাক মার্কেটের সাহায্যে গোল্ডেন নাইটসদের দিয়ে দিয়ে ২০০০ ডাইমন্ড কয়েন নিয়ে নেওয়া ভালো হবে। (হুইসেল)
-> আমার মনে হয় আরো কিছুদিন অপেক্ষা করা ভালো হবে। কোনো খবর না পেলে তারা আরো পুরষ্কার বাড়াতে পারে। (হিলার)
-> ৫০০০ ডায়মন্ড কয়েন হলে তো কথায় নেই। (জুপিটার)
-> 'রিং অফ আর্থার' রাউন্ড টেবিলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা আইটেম 'মার্লিনের স্টাফ' এর পরে। তোমরা সবাই সেদিন এক্সক্যালিবারের পাওয়ার তো দেখতেই পেরেছো। আমার আর্কিলজিস্ট স্কিলের সাহায্যে আমি যতদূর জানতে পেরেছি, রিং অফ আর্থার শুধুমাত্র এক্সক্যালিবার নয় বরং নিজের গ্রুপে থাকা রাউন্ড টেবিলের সকল আইটেমের এবিলিটি দ্বিগুন করে দেই। (বস)
সবাই বসের কথা শুনে অবাক হয়ে গেলো। এক্সক্যালিবার এর পাওয়ার সবাই দেখেছে। সেটা দিয়ে একজন A র্যাংক বাউন্টি হান্টারও S র্যাংজ বাউন্টি হান্টার হতে পারবে চোখ বুঝেই। তাই যে কোনো ব্যক্তিই এই আইটেম নিজেদের করতে চেষ্টা করবে।
-> এটা তো সবার জানার কথা না তাই না বস? এটা যদি আমরা ছড়িয়ে দেই তাহলে তো পুরো ওয়ার্ল্ডে আরো বড় তোলপাড় তৈরি হবে। (হুইসেল)
ম্যাগমা হাসতে হাসতে বলতে লাগলো,
-> শুধু গোল্ডেন নাইটস না। বসের প্লান অনুযায়ী পুরো গভর্নমেন্ট লেগে থাকবে তাদের সম্পূর্ণ রিসোর্স নিয়ে আমাদের পিছনে। ৩০/৪০ না এমনকি ৫০ হাজার ডাইমন্ড কয়েন দিয়ে হলেও তারা কিনতে চাইবে এই আইটেমটা। (ম্যাগমা)
-> কিন্তু আমরা কাউকে এই আইটেমটা দিচ্ছি না। যেহেতু গভর্নমেন্ট রাউন্ড টেবিলকে আবার তৈরি করতেছে, তাই এই আইটেমই আমাদের রাউন্ড টেবিলে জায়গা করে দিবে এবং আমাদের নতুন মেম্বার এবং গোপন অস্ত্রটা আমাদেরকে টেবিলের লিডার। (বস)
বস কথাটা বলেই মুচকি একটা হাসি দিলো। তার হাসির সাথে বাকিরাও ক্লাপ করতে লাগলো।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।