[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২০৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এক মাস পর,
এই সময়ের মধ্যেই ক্রেজি ফাইভ বাউন্টি হান্টার গ্রুপের নামটা আস্তে আস্তে বাউন্টি হান্টার এসোসিয়েশনের বাইরেও শুনতে পাওয়া যাচ্ছিলো। তেমন কোনো বিশেষ কারণ ছিলো না এই পরিবর্তনের। পূর্বে এমন অবস্থা ছিলো যে তারা কোথাও অবস্থান করলেই লোকজন তাদের উপস্থিতি বুঝতে পারতো, তাছাড়া লোকজনের আড়ালে চলে গেলে এক দিক দিয়ে তারা ইগনোর হয়ে যেতো সব সময়। তবে এবার আর এমন কিছু হচ্ছে না। মানুষজন তাদের উপস্থিতির আড়ালেও তাদের নিয়ে কথা বলতে শুরু করেছে। পূর্বের থেকে গ্রুপটা একটু ভিন্ন করে কাজ করছে হয়তোবা এটাও তাদের পরিবর্তনের কারণ হতে পারে।
বাউন্টি হান্টার এসোসিয়েশনে,
এলেক্স এসেছে বাউন্টি হান্টার এসোসিয়েশনে। প্রথম ফ্লোরের কাউন্টারে অনেক ভীর থাকার কারণে সে সামনে যেতে পারছে না। কাউন্টারের সামনে অনেকগুলো চেয়ার রাখা ছিলো যেখানে অনেকেই বসে বিশ্রাম নিচ্ছে। এলেক্সও একটা চেয়ারে গিয়ে বসলো। এমন সময় আশেপাশের মানুষজনের কথা বার্তা এলেক্সের কানে আসলো,
-> আমি শুনতে পাচ্ছি বর্তমানে ক্রেজি ফাইভ গ্রুপ নাকি অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে?
-> হ্যাঁ এটা তো বর্তমানে হট টপিক হয়ে দাঁড়িয়েছে।
-> তারা তো পাগলের একটা টিম ছিলো তাই কেউ তাদের সিরিয়াসলি নিতো না। কিন্তু এখন হঠাৎ করে তারা এতো আকর্ষন পাচ্ছে কেনো?
-> ওয়েল আমি যতদূর জানি এক মাস আগেও এই গ্রুপ কখনো একা কোনো মিশনে যায় নি। কারো বিড়ালের বাচ্চা খুজতেও পাঁচজন একসাথে গিয়েছে। তাই তো তাদের নাম দেওয়া হয়েছে ক্রেজি ফাইভ। কিন্তু বর্তমানে তারা সবাই একা একা ভিন্ন ভিন্ন মিশনে অংশগ্রহন করছে। যদিও সম্পূর্ণ একা নয় বরং আরো বড় বড় রেইড টিমের সাথে একত্রিত হয়ে তারা ভিন্ন ভাবে নাম তৈরি করছে।
-> আমি তো শুনতে পেরেছি ক্রেজি ফাইভ গ্রুপে আরো একটা মেম্বার যুক্ত হয়েছে। তাহলে কি তাদেরকে এখন ক্রেজি সিক্স গ্রুপ বলা হবে?
-> যেটায় বলা হোক না কেনো? আমি তাদের ভাইস ক্যাপ্টেনের সাথে গত সপ্তাহে একটা মিশনে অংশগ্রহন করেছিলাম। তোমাদের বলেছিলাম না ওর্ক মনস্টার রেইডের ব্যাপারে? যদিও আমাদের সাথে কয়েকটা শক্তিশালী হান্টার ছিলো তারপরও রেইডের বস হত্যায় সবচেয়ে বেশি কনট্রিবিউশন ছিলো ক্রেজি গ্রুপের ভাইস ক্যাপ্টেন ম্যাগমার।
-> এই এক মাসে ভিন্ন ভিন্ন হয়ে এই গ্রুপটা নিজেদের স্ট্রেন্থ গুলো দেখাচ্ছে যার কারণে তারা এতো কম সময়ল এতোটা পপুলার হয়ে উঠেছে।
-> তাদের জনপ্রিয়তা কি হিরোদের মতো নয় এই সময়ে। মনে হয় হিরো এজেন্সি যে কোনো সময়েই তাদেরকে হিরো বানিয়ে দিবে।
-> তাদের পাঁচজনের চেহারায় এখন প্রায় সবাই জানে, কিন্তু তাদের নতুন মেম্বার সম্পর্কে কোনো ধারণা নেই। আমি তো আগ্রহী নতুন মেম্বারও কি ক্রেজি কিনা সেটা দেখার জন্য।
এলেক্স সবার কথা বার্তা শুনতে শুনতে খেয়াল করলো সামনের ভীর অনেকটা কমে গিয়েছে। এলেক্স উঠে দাঁড়ালো এবং কাউন্টারের দিকে রওনা দিলো। কাউন্টারে পৌছাতেই একটা পরিচিত মেয়ের মুখ দেখতে পারলো।
-> আরে এলেক্স যে, আবারো কি নতুন কোনো মিশনের জন্য এসেছো?
কাউন্টারে থাকা মেয়েটা এলেক্সকে দেখেই কথাটা বললো। এলেক্স নিয়মিত এখানে আসার কারণে কাউন্টারের মেয়েটা তাকে ভালো করেই চিনে। যেহেতু এলেক্স অনেক কম বয়সী একজন বাউন্টি হান্টার এবং এই মেয়েটা ছাড়া আপাতোতো আশেপাশের কেউ তার বয়স সম্পর্কে জানে না তাই মেয়েটা অনেক কেয়ার করে এলেক্সের। অনেক করে এলেক্সকে বোঝানোর চেষ্টাও করেছে যাতে এলেক্স বাউন্টি হান্টারের কাজ ছেড়ে দেয়।
-> আমি আমার বাউন্টি হান্টার লাইসেন্স ক্যান্সেল করতে আসছি। (এলেক্স)
এলেক্সের কথা শুনে মেয়েটা অবাক হলো। প্রায় এক মাসের বেশি সময় হবে এলেক্সকে বার বার বলে যাচ্ছে তার লাইসেন্স ক্যান্সেল করে দিয়ে অন্য কোনো পথে যেতে, কিন্তু এলেক্স এতোদিন এই বিষয়টা ইগনোর করে গিয়েছে। আজ এলেক্সের মুখে এই কথাটা শুনে মেয়েটা মুখে হাসি ফুটে উঠলো।
-> আমি জানতাম তুমি বুঝতে পারবে। তোমার বয়স অনুযায়ী আমাদের এসোসিয়েশন মোটেও তোমার জন্য পারফেক্ট নয়। আমি তোমাকে একটা মিলিটারি একাডেমি কিংবা ক্যাডেট স্কুল গুলো রেকোমেন্ড করবো। তোমার নিজের ভবিষ্যৎ আমাদের মতো নিচু এসোসিয়েশনে নষ্ট করো না। (মেয়েটা)
মেয়েটা আরো কিছুক্ষণ এলেক্সকে কিছু লেকচার দিলো। এলেক্স এতোক্ষণে নিজের লাইসেন্স মেয়েটার কাছে দিয়ে দিয়েছে। মেয়েটা সেটায় একটা সিল মেরে এলেক্সের হাতে কিছু কাগজ ধরিয়ে দিলো। এলেক্স সেগুলোতে সাইন করে ফেললো।
-> নাও তোমার লাইসেন্স ক্যান্সেল হয়ে গিয়েছে। ভবিষ্যতে আশা করছি লাইসেন্স তৈরির জন্য আর এখানে তুমি আসবে না। বরং একজন বাউন্টি হান্টারের থেকে সম্মানীত মানুষ হিসেবে তোমাকে দেখতে পারবো। (মেয়েটা)
মেয়েটার উপদেশ শুনে এলেক্স সে জায়গা থেকে রওনা দিলো বাইরের উদ্দেশ্যে। এসোসিয়েশনের বিল্ডিং থেকে বের হওয়ার সাথে সাথেই এলেক্সের ছোট একটা মোবাইলে কারো ফোন আসলো। ফোন ধরার সাথে সাথে ওপাশ থেকে তার বসের কন্ঠ ভেসে আসলো,
-> যদিও ফিজিক্যাল দিক দিয়ে তুমি অনেকটা শক্তিশালী তারপরও এই ওয়ার্ল্ডে টিকে থাকার জন্য একজন মানুষের স্ট্রেন্থ ব্যতীতও বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়। টাকা, পাওয়ার, কানেকশন, জ্ঞান ইত্যাদি তার অন্তুর্ভুক্ত। আমাদের গ্রুপে আপাতোতো প্রথম তিন জিনিস থাকলেও একাডেমিক নলেজের অভাব রয়েছে। যেহেতু এবার খুব বড় একটা ক্লায়েন্ট আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্রাক করেছে, তাই আমরা এক ঢিলে দুটো পাখি মারতে পারবো। ভ্যানে বসলে বাকি ডিটেইলস তোমাকে হিলার বুঝিয়ে দিবে। (বস)
বস কথাটা বলে ফোনটা কেটে দিলো। এলেক্স ফোন পকেটে নিয়ে ভ্যান গাড়ির দিকে রওনা দিলো। গাড়ির দরজা খুলে ভিতরে বসার পরে গাড়ি রওনা দিলো।
-> বসের মাথায় কি চিন্তা চলতেছে সেটা বোঝা একদমই কষ্ট। যায়হোক এলেক্স তুমি রেডি তো আমেরিকান এম্পায়ারের সবচেয়ে নামকরা ক্যাডেট স্কুলে ভর্তি হওয়ার জন্য? (হিলার)
-> তাহলে আমও আমেরিকান এম্পায়ারে যাচ্ছি? (এলেক্স)
একটা নতুন মিশন নিয়েছে তাদের বস, যেখানের ডিটেইলস সম্পর্কে এলেক্স জানে না। তার বস শুধু তাকে জানিয়েছিলো তাকে একটা ক্যাডেট স্কুলে ভর্তি হতে হবে। এছাড়া কি করতে হবে তা সম্পর্কে এলেক্স অজানা। এই সময়ে হিলার একটা মেয়ের ছবি বের করলো।
-> তোমার প্রথম লক্ষ্য থাকবে আমেরিকান এম্পায়ারের সবচেয়ে জনপ্রিয় ক্যাডেট একাডেমি লাক্সে প্রবেশ করা এবং লাক্সে প্রবেশ করার পর এই মেয়েটাকে সব কিছু থেকে সুরক্ষিত রাখা। (হিলার)
-> লাক্স! (এলেক্স)
এলেক্স নামটা পূর্বে শুনেছে তাই সে অবাক হলো আবারো নামটা শুনে,
-> লাক্স এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবীর সবচেয়ে ট্যালেন্টেড ছেলে মেয়েরা অবস্থান করছে। লাক্সের অথোরিটি অনেক শক্তিশালী হওয়ার কারণে অত্যান্ত ট্যালেন্টেড না হলে সেখানে প্রবেশ করাটা স্বপ্নেও অসম্ভব। যাইহোক তোমার কাজ এই মেয়েটাকে সুরক্ষিত রাখা লাক্সে তাই তোমাকে যে করেই হোক লাক্সে প্রবেশ করতে হবে। (হিলার)
->বডিগার্ড মিশন তাহলে। (এলেক্স)
-> হ্যাঁ, বস তোমাকে বলতে বলেছে, যদি লাক্সে প্রবেশ করতে না পারো তাহলে মিশন সেখানেই বাতিল হয়ে যাবে। তবে আমার মনে হয় না সেটা হবে। কারণ আমি তোমার সাথে যাচ্ছি। (হিলার)
-> আমি কি একা যাচ্ছি না? (এলেক্স)
-> লাক্সের এডমিশন এক্সামের জন্য একজন গার্ডিয়ানের প্রয়োজন হয়। জুপিটার প্লেটো হলে বড় ঝামেলা তৈরি হবে। হুইসেল সব সময় খেতেই থাকে ফাইট না করলে। অন্যদিকে ম্যাগমা একা থাকলে কাকে কিভাবে হত্যা করা যায় সেটা নিয়ে হাজার বার কল্পনা করে। বস অনেক ব্যস্ত মানুষ। তাই গ্রুপে আমিই সবচেয়ে নর্মাল ব্যক্তি যে তোমার গার্ডিয়ান হিসেবে যেতে রাজি হয়েছি। (হিলার)
হাসি মুখে হিলার কথাটা বললেও এলেক্স বুঝে গিয়েছে হিলারের প্লান। কিছুদিন পূর্বে হিলারের রুমে হঠাৎ করে প্রবেশ করেই এলেক্স বুঝে যায় কোন ধরনের মানুষ হিলার। তাই সে বলতে লাগলো,
-> আমি নিশ্চিত আপনি আপনার গবেষণার জন্য আমেরিকান ব্লাক মার্কেট থেকে কিছু কেনার জন্য আমার সাথে যাচ্ছেন। (এলেক্স)
-> মোটেও নয়। আমি কেনো গবেষনার জন্য আমেরিকায় যাবো। (হিলার)
কাঁপা কাঁপা কন্ঠে হিলার কথাটা বললো। হিলারের দিকে আর নজর না দিয়ে এলেক্স হাতে থাকা মেয়েটার দিকে তাকালো এবং ভাবতে লাগলো,
❝গ্রুপের সবচেয়ে ক্রেজি ব্যক্তি আমার সাথে যাচ্ছে। আশা করছি সব কিছু স্বাভাবিক ভাবেই কাটবে।❞
* * * * *
দুদিন পর,
এলেক্স এবং হিলার লাক্স এর রেজিস্ট্রেশন বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। কাউন্টারের মতো জায়গায় এলেক্সের কাগজপত্র চেক করছিলো লাক্সের রেজিস্ট্রেশন অফিস। আর একজন ব্যক্তি হিলারকে প্রশ্ন করতে লাগলো,
-> আপনার পরিচয়?
লোকটার প্রশ্নে হিলার বলতে লাগলো,
-> আমি একজন বাউন্টি হান্টার। আমার নাম এবং জব দুটোই হিলার। এলেক্স আমার দত্তক গ্রহন করা ভাগিনা। (হিলার)
-> বাউন্টি হান্টার!
যে লোকটা প্রশ্ন করছিলো সে এতোক্ষণ ভালো নজরে এলেক্স এবং হিলারের দিকে তাকালেও সাথে সাথে তার নজর চেঞ্জ হয়ে গেলো। বড়লোক ব্যক্তি ছোটলোকদের যেভাবে অবহেলার চোখে দেখে লোকটা সেভাবে দেখতে লাগলো এলেক্স এবং হিলারকে।
-> যেহেতু লাক্স কারো ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবে না যদি ট্যালেন্ট থাকে। তাই আমি আশা করছি তুমি ট্যালেন্টেড না হলে এখনি চলে যাও, অন্তত রেজিস্ট্রেশনের এতোটা কয়েন নষ্ট হবে না।
লোকটা এলেক্সকে কথাটা বললো। এলেক্স লোকটার কথায় কোনো কিছু বললো না। তবে হিলার চুপ করে রইলো না। সে টেবিলের উপরে জোরে হাত ফেলে বলতে লাগলো,
-> আমি জানতাম লাক্স মানুষের ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করে না ট্যালেন্ট থাকলে, কিন্তু এখন দেখছি লাক্স রেজিস্ট্রেশন অফিসে কিছু শকুন বসিয়ে রেখেছে যারা মানুষের ট্যালেন্ট না দেখে ব্যাকগ্রাউন্ড নিয়ে বিচার করে। (হিলার)
হিলারের কথায় লোকটা সাথে সাথে রেগে গেলো। মোট তিনজন লোক বসা ছিলো কাউন্টারে। যাদের দুজন বেশ কিছু কাগজ পত্রের কাজ করছিলো। তারাও তাদের নজর হিলারের দিকে করলো। তাদের নজর দেখেই বোঝা যাচ্ছিলো এরকম করে কেউই রেজিষ্ট্রেশন অফিসারদের সাথে কথা বলার সাহস করতে পারে না।
-> আপনি কি জানেন আপনার এই কথার কারণে আমি আপনার ভাগিনাকে টেস্ট না করতে দিয়েই ফেইল করিয়ে দিতে পারি।
লোকটা রাগে অনেক জোর কন্ঠে কথাটা বললো। যে কেউ এই কথায় ভয় পেয়ে যাবে। কিন্তু হিলার ভয় পেলো না। সে এতোক্ষন একটা চুইংগাম চাবাচ্ছিলো। এলেক্স হঠাৎ মনে করলো একটু পূর্বের কথা। এখানে আসার আগেই হিলার তাকে বলেছিলো,
-> যেহেতু আমরা বাইরের এম্পায়ারের একটা ছোট কিংডম থেকে এসেছি তাই আমি সিওর লাক্সের অথোরিটিকে ইগনোর করেও আমাদের নিচু দেখানোর চেষ্টা করবে। যাক এই সুযোগে আমার নতুন ইনভেনশনও টেস্ট করা হয়ে যাবে। হাহাহাহাহা (হিলার)
এলেক্স কথাটা মনে করছিলো আর এতোক্ষণে হিলার তার মুখ থেকে চুইংগামটা হাত দিয়ে বের করে লোকটার কপালে লাগিয়েও দিয়েছে। লোকটা রাগে তার জায়গাতেই নিজের সোর্ড বের করলো।
-> একজন অফিসারকে অপমান করার শাস্তি হিসেবে আপনাদের এক দুইটা অঙ্গ গেলেও কতৃপক্ষ কিছু বলবে না।
লোকটা তার সোর্ড দিয়ে এট্যাক করবে তখনি হিলার একটা ক্ল্যাপ করলো। তার ক্ল্যাপে লোকটা তার জায়গাতেই আটকে গেলো। নিজের চোখ পলক দেওয়া আর খোলা ছাড়া তার শরীর একদম জমে গিয়েছে।
-> একজন সাপোর্ট ইউজার বাউন্টি হান্টার হতে পারে, কিন্তু সে যদি মেয়ে হয় তাহলে তাকে প্রপার রেসপেক্ট করার নিয়ম সব জায়গাতেই রয়েছে। আমার মনে হয় এম্পায়ারের কুকুর গুলো এসব শিখে নি। (হিলার)
হিলার হাসতে হাসতে কথাটা বলতে লাগলো। এই সময়ে পাশের দুজন যারা কাগজ নিয়ে ব্যস্ত ছিলো তারা বসে না থেকে হিলারের উপরে আক্রমন করতে উঠে গেলো।
-> একজন অফিসারের উপরে আক্রমন করার শাস্তি মৃত্যুদন্ড। যদি মরতে না চান তাহলে আত্মসমর্পণ করেন।
একজন বলে লাগলো,
দুজনের একজনের কাছেও অস্ত্র ছিলো না। এমনিতেই তারা হিলারকে আক্রমন করতে গেলো। তবে তাদের এট্যাক হিলারের শরীরে স্পর্শ করবে তার পূর্বেই তাদের মনে হলে তারা একটা শক্তিশালী দেওয়ালের সাথে বারি খেলো। এলেক্স দুজনের হাত ধরে ফ্লোরের উপরে জোরে টান দিয়ে ফেলে দিয়েছে। এই সময়ে দুজনের এক হাত ধরে এলেক্স ধরে কিছুটা বাকা করার সাথে সাথে কট করে সেগুলো ভেঙে গেলো।
-> ও মাই, মনে হচ্ছে এবার কিছু কন্ট্রোলহীন ছেলে মেয়েরা এসেছে লাক্সে।
হিলারের পুরো শরীর কাঁপতে শুরু করেছে। সে নিজের পায়ে দাড়িয়ে থাকতে পারলো না আর। ফ্লোরে পরে গেলো। অন্যদিকে এলেক্স একদম পারফেক্ট ভাবে দাঁড়িয়ে ছিলো। উপরের কথাটা বলা লোকটার দিকে এলেক্স তাকালো। সে হিলারের পাশ থেকে আস্তে আস্তে হিলারের সামনে এসে দাড়িয়ে নিজের হাটটা বাড়িয়ে দিলো।
-> আমাদের অফিসারগুলো কিভাবে একটা লেডির সাথে ব্যবহার করতে হয় সেটা হয়তো জানে না। মিস হিলার আমি তাদের থেকে দুঃখিত প্রকাশ করছি।
অনেকটা লম্বা হ্যান্ডসাম একটা লোক। তার বয়স হয়তো ত্রিশও হবে না। লোকটার হাত ধরে হিলার উঠে দাঁড়ালো। এখন তার শরীর একদম ঠিক হয়ে গিয়েছে।
❝মাত্র এই লোকটা তার অউরা রিলিজ করেছিলো। এই লোক বসের থেকে অনেক শক্তিশালী।❞ (হিলার ভাবছে)
লোকটা হিলারের হাতে একটা চুমু খেলো এবং বলতে লাগলো,
-> আমিও না, লেডি হিলারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের পরিচয় দিতেই ভুলে গিয়েছি। আমার নাম ওজ। ভুল বসত আমি এই লাক্সের ভাইস প্রিন্সিপাল।
লোকটার কথা শুনে এলেক্সের দিকে তাকালো হিলার। বাচ্চা মেয়ে ভুল করলে যেভাবে তাদের গার্ডিয়ানের দিকে তাকায় সেভাবে হিলার এলেক্সের দিকে তাকিয়ে আছে।
-> কোনো চিন্তা করার কারণ নেই। আমি সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করেছি। লেডি হিলার কিংবা আপনার ভাগিনার কোনো দোষ এখানে নেই। আর এমনিতেও লাক্স এরকম ছোট বিষয় নিয়ে চিন্তা করে না যদি সমস্যার লোকটা ট্যালেন্টেড হয়।
ভাইস প্রিন্সিপালের কথা শুনে জোর করে মুচকি হাসলো হিলার। একদম কাছে ছিলো ভাইস প্রিন্সিপাল যেটা হিলারের কাছে আনইজি লাগছিলো।
-> তো এপ্লিকেন্ট, লাক্সের টেস্ট নেওয়ার জন্য প্রস্তুত তুমি?
এলেক্স লোকটার কথা শুনে শুধু মাথা নারিয়ে হ্যাঁ উত্তর দিলো।
-> ঠিক আছে, সাধারণত কয়েকটা AI মনটারের সাথে ফাইটের মাধ্যমে তোমাদের এডমিশনের প্রথম টেস্ট নেওয়া হয়ে থাকে। কিন্তু তোমার বোল্ড মুভের কারণে সেটা চেঞ্জ হচ্ছে। তোমাকে প্রথম টেস্টে পাস করতে হলে আমার সাথে স্পেয়ার করতে হবে। রুলস একদম সোজা। তোমার প্রথম তিন এট্যাকে আমি কোনো রকম এট্যাক কিংবা কাউন্টার এট্যাক করবো না। এর মাঝে যদি আমার উপরে কোনো এট্যাক ল্যান্ড করতে পারো তাহলে তোমাকে পরবর্তী টেস্টও দিতে হবে না। আমার রিকমেন্ডেশনে ডাইরেক্ট লাক্সের স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে যেতে পারবে।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।