[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২০৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
রেজিস্ট্রেশন অফিসের মধ্যে অনেকটা বড় সিন তৈরি হয়েছে। পুরো বিষয়টা লাক্সের সর্বত্র ছড়িয়ে পরেছে। যেহেতু অনেক ছেলে মেয়েরা তাদের গার্ডিয়ান নিয়ে উপস্থিত ছিলো রেজিস্ট্রেশন অফিসে তাই অনেক মানুষের সামনেই অবিশ্বাস্য একটা ঘটনা তৈরি হয়েছে। লাক্সের রেজিস্ট্রেশন অফিস অনেকটা স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। এটা লাক্সের বিশাল এরিয়ার বাইরে অবস্থিত। মেইন গেইটের সামনে রাস্তার পাশে এই বিল্ডিংটা অবস্থিত। প্রতি নতুন বছরে প্রায় কয়েক লক্ষ্য ছেলে মেয়েরা এখানে রেজিস্ট্রেশনের জন্য আসে সারা পৃথিবী থেকে। এবারো ছেলে মেয়েদের সংখ্যা কম নয়। তাদের সাথে আবার একজন করে গার্ডিয়ান আসার কারণে লোকসংখ্যা ডাবল হয়েছে। তবে রেজিস্ট্রেশন ক্লাস শুরু হবার এক মাস পূর্বে থেকে শুরগ হওয়ার কারণে খুব আরামদায়ক ভাবেই এতো গুলো মানুষকে সামাল দিতে পারে লাক্সের রেজিস্ট্রেশন অফিস। আজকে যেহেতু শেষের দিন ছিলো তাই লোকজনের সংখ্যা তেমন বেশি ছিলো। গার্ডিয়ান দিয়ে প্রায় তিনশত এর মতো লোক হবে। কাউন্টার অফিস যেখানে এপ্লিকেন্টদের কাগজ পত্র এবং রেজিস্ট্রেশনের কয়েন জমা নেওয়া হয় সেটার অনেকটা সামনে বিশাল একটা জায়গা রয়েছে যেখানে পাঁচ/ছয় হাজার মানুষ আরাম করে বসতে পারবে। যেহেতু রেজিস্ট্রেশনের জন্য মোট পনেরোটা কাউন্টার রয়েছে এবং টোকেন অনুযায়ী প্রতিটা এপ্লিকেন্টকে ডাকা হয় তাই কখনো রেজিস্ট্রেশন অফিসে কোনো রকমের ঝামেলা তৈরি হয় না। বসে থাকা এবং নিজেদের টোকেন অনুযায়ী ডাক দিলে রেজিস্ট্রেশন শেষ করে টেস্ট রুমের দিকে রওনা দেওয়া। টেস্টে পাশ করলে ক্যাডেট স্কুলে পড়তে পারবে আর ফেইল করলে সামনে বার আবার চেষ্টা করতে পারবে। তবে প্রতিবারের মতো কোনো ঝামেলা ছাড়া রেজিস্ট্রেশন শেষ হয় নি এবার। লাক্সের অথোরিটি অনেক শক্ত থাকার কারণে লাক্সে প্রবেশ করার পূর্বে কিংডমের পাওয়ারফুল ব্যক্তিদের ছেলে মেয়েরাও কোনো অভদ্রতার কাজ করে নি। কিন্তু এবার একটা সাধারণ ছেলে, যার সম্পর্কে কেউই জানে না সে দুটো অফিসারের হাত ভেঙে ফেলেছে। তার গার্ডিয়ান এবং অফিসারের সাথে কি কথা হয়েছিলো সেটা দূর থেকে কেউ শুনতে না পারলেও বিষয়টা অনেকের মোবাইলে ক্যাপচার হয়ে গিয়েছে। যে কারণে দুজনেই খুব দ্রুত ফেমাস হয়ে গিয়েছে।
ক্রেজি ফাইভ গ্রুপের ফ্লাটে,
-> গাইস তোমাদেরও ভালো লাগবে এদিকে আসো একবার। (হুইসেল)
হুইসেল চিপস খাচ্ছিলো এবং মোবাইল নিয়ে অনলাইনে আমেরিকান এম্পায়ারের বিভিন্ন খাবারের ভিডিও দেখছিলো। কিন্তু হঠাৎ তার সামনে একটা ভিডিও আসলো যেটা লাক্সের থেকে লাইভ হয়েছে। সেটায় সে মানুষ দুটোকে চিনতে ভুল করলো না। হুইসেলের ডাকে জুপিটার এবং ম্যাগমাও এগিয়ে আসলো তার ফোনে দেখার জন্য।
-> আমার বলেছিলাম হিলারকে না পাঠিয়ে আমাকে পাঠালে ভালো হতো। হিলারকে কেউ অসম্মানের নজরে দেখলে ওর রাগ কন্ট্রোল করতে পারে না। সে হিসেবে আমি সবচেয়ে ভালো ছিলাম। (জুপিটার)
-> হ্যাঁ আমাদের পুরো বাজেট সেখানে গিয়ে শপিং করে উড়িয়ে দিয়ে আসতে। (হুইসেল)
-> অন্তত আমি তোমার মতো খেয়ে পেট বড় করে আসতাম না একা। (জুপিটার)
ম্যাগমা একটা ভয়ানক হাসি দিলো। তার হাসিতে সবাই তাকালো ম্যাগমার দিকে,
-> এটা হিলারের প্রয়োজন ছিলো। সাপোর্ট হিসেবে আমাদের টিমের অনেক মেইন অস্ত্র হিলার। কিন্তু যেহেতু আমরা তার ট্রিক্স গুলো জনগনের সামনে তুলে ধরতে পারবো না তাই এভাবে হিলারের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াটাও আমাদের জন্য প্লাসপয়েন্ট। (ম্যাগমা)
-> কিন্তু বলতে হবে হিলারের থেকে আরো বড় মুভ দেখিয়েছে এলেক্স। কেউ ভাবতেও পারবে না এলেক্স দুটো অফিসারের হাত ভেঙে ফেলতে পারবে। (হুইসেল)
-> হ্যাঁ আসলেই, কিন্তু এখন কি লাক্স এলেক্সকে প্রথমেই এক্সপেল করে দিবে না ওদের অফিসারের উপরে এসাল্ট করার জন্য। (জুপিটার)
সবার কথা বন্ধ হয়ে গেলো। তাদের বস এতোক্ষণ চুপ করে বসে ছিলো, কিন্তু এখন সে বলতে লাগলো,
-> এলেক্সকে নিয়ে এখন আর আমাদের ভাবতে হবে না। লাক্স ট্যালেন্ট ছাড়া কিছু বুঝে না। যেহেতু এলেক্সের কাছে লাক্সের দুটো অফিসারের হাত ভাঙার পাওয়ার রয়েছে তাই তারা কখনো এই সুযোগ হাত ছাড়া করবে না। সে যায়হোক এখন আমাদের এলেক্সকে নিয়ে চিন্তা করার সময় নেই। যেহেতু এলেক্সের রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে এবং হিলারের চলে আসার কথা ছিলো, কিন্তু এখন আমাদের প্লানটা চেঞ্জ হবে। ৩ বছর পরে আমেরিকান এম্পায়ারে যাওয়ার কথা থাকলেও আমাদের প্লানটা এখন ফাস্ট ফরওয়ার্ড করতে হবে। (বস)
-> কি করতে হবে আমাদের বস? আমি তো কোনো মজাই পাচ্ছি না ছোট ছোট ফাইট গুলো করে। তাছাড়া আমাকে শক্তিশালী হতে হবে এবং একদিন রেড ড্রাগনের সাথে ফাইট করতেই হবে। (ম্যাগমা)
-> হিলার যে কান্ড করেছে, তাতে সে তার জায়গা করে নিয়েছে আমেরিকান এম্পায়ারে, তাই এখন তার আসার কোনো প্রয়োজন নেই। আর আমাদেরও সময় হয়ে গিয়েছে নিজেদের বাউন্টি হান্টার লাইসেন্স ক্যান্সেল করে এবার হান্টার লাইসেন্সের জন্য আবেদন করার। (বস)
-> তাহলে কি আমরা এবার একটা S র্যাংক ড্যানজন ক্লিয়ার করছি বস? (ম্যাগমা)
-> হ্যাঁ, এলেক্স লাক্সে প্রবেশ করলেই আমাদের ক্লায়েন্ট তার প্রমিস অনুযায়ী রাউন্ড টেবিলের আরো একটা আইটেম আমাদের ট্রান্সফার করবে। (বস)
-> কিন্তু বস হান্টার হলেই কি আমরা S ক্লাস ড্যানজনের কোনো রেইড পাবো? হিলারও আমাদের কাছে নেই। চারজন দিয়ে কি সম্ভব একটা S র্যাংক ড্যানজন ক্লিয়ার করা? (হুইসেল)
-> আরে পেটুক, আমরা যেহেতু হান্টার লাইসেন্সের জন্য আবেদন করবো তাই আমাদের দ্বিতীয় এনার্জি টেস্টে অংশগ্রহন করতে হবে। প্রথম টেস্টে অংশগ্রহন করে এখনো আমরা আমাদের পাওয়ার লুকিয়ে রেখেছি যে কারণে আমাদের লাইসেন্সের র্যাংক আপগ্রেড করতে পারি নি। কিন্তু নতুন করে টেস্টে আমাদের এনার্জি পরীক্ষা করলে আমরা সবাই অন্তত A র্যাংক হান্টার তো হতে পারবো। যদিও আমি প্লেটো হলে সেটা S র্যাংক হয়ে যাবে। (জুপিটার)
* * * * *
লাক্স রেজিস্ট্রেশন অফিস,
অনেক বড় একটা ঘটনা ঘঠেছে। আজ পর্যন্ত লাক্সের কোনো এপ্লিকেন্টের সাথে কোনো শিক্ষকও ফাইট করে নি। তবে আজ লাক্সের ভাইস প্রিন্সিপাল নিজে একটা ছেলের সাথে ফাইট করার জন্য এগিয়ে এসেছে। যা পুরো লাক্স ক্যাডেট স্কুলকে অবাক করে দিয়েছে। যাদের ফ্রি সময় রয়েছে এবং রেজিষ্ট্রেশন অফিসে ঢোকার অনুমতি রয়েছে তাদের সবাই এসেছে ফাইটটা দেখার জন্য। যেহেতু লাক্সের প্রতিটা এপ্লিকেন্ট কিরকম টেস্ট করছে সেটা বড় পর্দায় রেজিস্ট্রেশন অফিসে দেখানো হয় তাই সবাই এসে ওয়েটিং এরিয়ার মধ্যে বসে পরলো।
এলেক্স ভাইস প্রিন্সিপালকে ফলো করে একটা রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের মধ্যে প্রবেশের সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেলো। সাদা রুমের মধ্যে বাইরে কিছু দেখা যাচ্ছিলো না। দেওয়ালের সাইড দিয়ে স্বচ্ছ পানির মতো কিছু একটা জিনিস দেখা যাচ্ছিলো।
-> এনার্জি ব্যারিয়ার, আজ পর্যন্ত কোনো এপ্লিকেন্ট এটাকে সম্পূর্ণ ভাঙতে পারে নি। যদিও একজন/দুজন ছিলো যারা কিছুটা ফাটল ধরিয়ে দিয়েছিলো। চিন্তা করার কারণ নেই, আমার এনার্জি ছাড়া একটা পান্স এই ব্যারিয়ার সহ্য করতে পারবে।
ভাইস প্রিন্সিপাল কথাটা বললো, অনেকের প্রথম বার ব্যারিয়ার দেখা হয় লাক্সে এসে। এলেক্সও প্রথম দেখলো, যদিও তার চেহারা দেখে বোঝা যাচ্ছিলো না সে প্রথমবার দেখছে জিনিসটা, কিন্তু যেভাবে তাকিয়ে আছে তাতে ভাইস প্রিন্সিপাল শুধু ধারণা করে কথাটা বললো।
-> আবারো বলছি, তিনটা এট্যাক করার সুযোগ দিচ্ছি তোমাকে। তোমার তিন এট্যাকে আমি এট্যাক বা কাউন্টার এট্যাক করবো না। শুধুমাত্র ডিফেন্ড করবো তোমার এট্যাক। এই তিন এট্যাকের মধ্যে যদি আমাকে কোনো রকম ইনজুরি করতে পারো তাহলে ওয়েলকাম টু লাক্স।
ভাইস প্রিন্সিপালের কথায় এলেক্স দাঁড়ালো তার দুই পা কিছুটা ফাক করে হাত মুঠো করে। ভাইস প্রিন্সিপাল আবারো বলতে লাগলো,
-> তোমার কাছে যেকোনো অস্ত্র থাকলে সেটা ব্যবহার করতে পারো।
-> আমার আঙ্কেল বলেছে লাক্সে প্রবেশ করার আগ পর্যন্ত নিজের হাত ছাড়া কোনো অস্ত্র ব্যবহার না করতে। (এলেক্স)
এলেক্সের মনে পরলো তার বস লাক্সে থাকা অবস্থায় তাকে বস বলে না ডেকে আঙ্কেল বলে ডাকার আদেশ দিয়েছে। যে কারণে সে বস না বলে আঙ্কেল বললো মাত্র।
-> নিজের ফিস্টের থেকে বড় অস্ত্র হয় না। ছেলে তোমাকে যত দেখছি ততই আমার পছন্দ হচ্ছে। তবে আমি আশা করছি তোমার ট্যালেন্ট আমাকে আরো পছন্দ করতে বাধ্য করবে।
ভাইস প্রিন্সিপাল কথাটা বলেই দুই পা কিছুটা ফাক করে এক পা সামনে আরেক পা পিছনে দিলো। বাম হাত সামনে মুঠো না করে দাঁড়ালো। সে ভেবেছিলো এলেক্স হয়তো কিছুটা সময় নিবে এট্যাক করার জন্য। কিন্তু এলেক্স কোনো রকম চিন্তা না করেই খুব দ্রুত ঝাঁপিয়ে পরলো ফুল স্পিডে ভাইস প্রিন্সিপালের দিকে। একটা পান্স মারতে গেলো কিন্তু ভাইস প্রিন্সিপাল একদম স্পর্শ লাগার পূর্বেই এলেক্সের হাতের পান্সটা সাইড কাটিয়ে গেলো।
❝এরকম স্পিড এবং রেকলেস স্বভাব। মনেই হচ্ছে না আমি পনেরো বছরের কোনো মানুষের সাথে ফাইট করছি। এই ছেলে কি তাহলে হাফ বিস্টম্যান?❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছে)
এলেক্সের এট্যাকটা মিস হয়ে গেলো একদম শেষ সময়ে।
❝আঙ্কেল আমাকে বলেছে আমি যে জায়গায় যাচ্ছি সেখানে আরো অনেক শক্তিশালী ব্যক্তিরা রয়েছে। তবে এই লোকটা আমার থেকে শক্তিশালী না, আমি ফিল করতে পারছি এই লোকটা আমার থেকে অনেক বেশি শক্তিশালী।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের প্রথম এট্যাক মিস যাওয়ার কারণে সাথে সাথে দ্বিতীয় এট্যাক করলো না সে। বরং কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো তার সামনের লোকটা। এলেক্স আবারো ভাবতে লাগলো,
❝এই লোকের কোনো দুর্বলতা দেখতে পারছি না। আমার মনে হচ্ছে যে দিক দিয়ে আমি এট্যাক করবো সেদিক থেকেই সে এড়িয়ে যেতে পারবে সেটা।❞ (এলেক্স ভাবছে)
-> খারাপ না। তোমার স্পিড অন্যদের তুলনায় এগিয়ে আছে। কিন্তু শুধু স্পিড রিলেটেড নিয়ে তোমার মতো আরো কয়েক হাজার ছেলে মেয়েরা আসে এখানে রেজিস্ট্রেশন করতে। কোনো ইউনিক বিষয় দেখাও আমাকে।
লোকটার কথা শুনে এলেক্স বুঝতে পারলো না সে ইউনিক বিষয় দ্বারা কি বুঝিয়েছে,
-> ইউনিক বিষয়? (এলেক্স)
-> এরকম কিছু একটা।
ভাইস প্রিন্সিপালের শরীর চারপাশ দিয়ে লাল কালারের কিছু একটা বের হতে লাগলো। সে আস্তে আস্তে পুরো সাদা রুম ভরে গেলো। লাল ধোঁয়ার মতো অউরা এনার্জিতে পুরো রুম ভারি হয়ে গেলো।
❝পূর্বে আমার অউরায় একটা পনেরো বছরের ছেলের মাটিতে পরে যাওয়ার কথা ছিলো। তবে এই ছেলের আন্টি সেটা অনুভব করলেও এই ছেলে একদম স্বাভাবিক ছিলো। যেহেতু আমি এট্যাক করতে পারবো না তবে ইউনিক কিছু দেখানোর উছিলায় আমি ওর লিমিটটা পর্যবেক্ষণ করতে পারবো।❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছে)
এলেক্সের শরীর হঠাৎ করে ভারী মনে হতে লাগলো। কিন্তু সেটা তার সহ্যের ভিতরে ছিলো। তাই সে ভালো করে দেখতে লাগলো। ভাইস প্রিন্সিপালের নজর এবার এলেক্সের দিকে ভালো করে পরলো। সাথে সাথে সে মুচকি মুচকি করে হাসতে লাগলো।
❝আমার অউরা এই ছেলেটার শরীর এবজোর্ব করে নিচ্ছে। হাহাহাহা, মনে হচ্ছে এই বছরটা আমাকে আর একা থাকতে হচ্ছে না।❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছে)
ভাইস প্রিন্সিপাল এলেক্সকে দেখে এখানেই সন্তুষ্ট হয়ে গেলো। তার আর কিছু দেখার প্রয়োজন ছিলো না। তারপরও তার মন সেটা মানছে না। এবার পুরো রুম লাল হয়ে গেলো। ভাইস প্রিন্সিপালের অউরাতে পুরো রুম কাঁপতে শুরু করলো। এলেক্স এতোক্ষণ ভালো থাকলেও এবার তার সহ্যের বাইরে তার শরীরের ওজন বৃদ্ধি পেয়েছে।
❝ভাবতেই অবাক লাগছে, লোকটা কোনো রকমের এট্যাক করে নি আমাকে। সে তার জায়গাতে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আর এদিকে আমি আমার শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিলো না এই সময়ে। তার শরীরের ওজন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিলো। কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে রইলো না।
-> আমি বুঝতে পেরেছি ইউনিক বিষয়টা কি, যদিও আমার কাছে এরকম কোনো ইউনিক কিছু আপাতোতো নেই। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে এসেছি প্রতিটা দিন নিজেকে সর্বোচ্চ লিমিটে নিতে। তাই মনে করি সেটার থেকে ইউনিক কোনো বিষয় আপাতোতো আমার কাছে নেই। (এলেক্স)
এলেক্স কথাটা বলে তার এতো ওজনের শরীরটা নিয়েও অনেক স্পিডে ভাইস প্রিন্সিপালের কাছে চলে আসলো। এবারো একটা পান্স মারতে গেলো।
-> মনে হচ্ছে আমি তোমাকে নিয়ে একটু বেশি ভেবেছি। বোকা ব্যক্তি ছাড়া কেউ একই মুভ দ্বিতীয়বার স্পেয়ারে ব্যবহার করে না।
ভাইস প্রিন্সিপাল অনেক দ্রুত কথাটা বললো। সে এক সাইডে সরে গেলো। তবে এলেক্স নিজের বৃদ্ধি পাওয়া ওজনের সাহায্য নিলো। নিজের শরীরের উপরের দিকের কন্ট্রোল ছেড়ে দেওয়ার কারণে হাতটা খুব দ্রুত নিচের দিকে পরতে লাগলো। পলকের মধ্যেই হাত ফ্লোরে ধরে এলেক্স দুই পা উপরে তুলে একটা স্পিন কিক মারলো ভাইস প্রিন্সিপালের মাথায়। ভাইস প্রিন্সিপাল এই এট্যাকের জন্য একদম প্রস্তুত ছিলো না। তারপরও নিজের হাত দিয়ে মাথার সামনে গার্ড তৈরি করলো এবং এলেক্সের এট্যাককে আটকে দিলো।
❝আমি শুধু ভেবেছিলাম ছেলেটার স্পিডই হয়তো অন্যদের থেকে বেশি হবে। কিন্তু ছেলেটার বডি আমার থেকেও অউরার জন্য পারফেক্ট। এখন সে এতোটা অউরা প্রেসারের মধ্যেও এতোটা স্পিড বজায় রাখতে পারছে। সাথে তার রিয়াকশন স্পিড ও মারাত্মক। আর সবশেষে এরকম ডিসট্রাকটিভ পাওয়ার। ওর কিকে কোনো এনার্জি ছিলো না তারপরও এটা কি কোনো পনেরো বছরের মানুষের পান্সের পাওয়ার হতে পারে? একটা এডাল্ট বিস্টম্যানেরও তো এতোটা পাওয়ার থাকে না অউরা বা মানা ছাড়া এট্যাকে।❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছে)
এলেক্স খেয়াল করলো ভাইস প্রিন্সিপাল তার হাত দিয়ে এট্যাক আটকে ফেলেছে। কোনো রকমের ক্ষত তৈরি হয় নি ভাইস প্রিন্সিপালের হাতে। এলেক্স এবার কিছুটা হতাশ হলো। বিষয়টা অনেকটা তার প্রথম ফাইটের মতো হয়ে যাচ্ছে। ভাইস প্রিন্সিপাল তার অউরাকে নিজের মধ্যে একবারে এবজোর্ব করে নিলো।
-> আমি অউরাকে সরিয়ে নিতে যাচ্ছিলাম কিন্তু ভাবি নি তুমি এতোটা প্রেসারের মধ্যেও আমাকে এট্যাক করবে।
-> আঙ্কেল ম্যাগমা বলেছে প্রতিপক্ষ তখনি দুর্বল থাকে যখন তারা শক্তিশালী কোনো এট্যাক করতে যায়। (এলেক্স)
এলেক্সের কথা শুনে ভাইস প্রিন্সিপাল মুচকি একটা হাসি দিলো। সে এবার বলতে লাগলো,
-> ঠিক আছে এপ্লিকেন্ট। এটা তোমার শেষ এট্যাক। তোমার সকল ট্যালেন্ট দেখিয়ে দাও এই এট্যাকে।
ভাইস প্রিন্সিপালের কথা শুনে এলেক্স সোজা হয়ে দাঁড়ালো।
-> আমি কি আমার ট্রেনিং স্যুট খুলতে পারবো? (এলেক্স)
-> ট্রেনিং স্যুট!
ভাইস প্রিন্সিপাল অবাক হয়ে গেলো এলেক্সের কথা। তবে সে কোনো কথা বললো না মানে এলেক্স সেটাকে হ্যাঁ মেনে নিলো। এলেক্স তার হাতের গ্লাভস দুটো খুলে ফ্লোরে ফেলে দিলো। সাথে সাথে পুরো ব্যারিয়ার কেঁপে উঠলো। এলেক্স তার জুতা দুটো খুলে একটু উপর থেকে ফেললো সাথে সাথে আবারো ব্যারিয়ার কেঁপে উঠলো।
-> এবার কিছুটা হালকা লাগছে। (এলেক্স)
❝ফ্লোরে পরে যে ইমপ্যাক্ট তৈরি হলো তাতে অনুমান করতে পারছি দুটো গ্লাভস এবং দুটো জুতা সবমিলিয়ে তাদের ওজন কম করে হলেও ২০ কেজি হবে। কোনো রকমের অউরা বা মানা ব্যবহার ছাড়া সেগুলো পরেও এতোটা স্পিডে এই ছেলে আমার সাথে ফাইট করেছে? আমি তো ভেবেছিলাম এই ছেলেটার একটা বিস্ট হওয়ার সম্ভবনা রয়েছে ভবিষ্যতে, কিন্তু এই ছেলে তো কোনো মানা এবং অউরা ব্যবহার ছাড়াই একটা বিস্ট। ঠিক আছে এপ্লিকেন্ট, দেখাও আমাকে তোমার সব টা।❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছে)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।