[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২০৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
লাক্সের রেজিস্ট্রেশন অফিসে অংশগ্রহন করা কোনো স্টুডেন্টদের টেস্টে অংশগ্রহন করা ফুটেজ লাক্সের বাইরে বের হয় না। যদিও কোন এপ্লিকেন্ট কি করছে টেস্টে সেটা রেজিস্ট্রেশন অফিসের ওয়েটিং এরিয়াতে বসে বড় স্ক্রিনে দেখা সম্ভব কিন্তু এই ফুটেজ রেকর্ড করে লাক্সের বাইরে পাবলিস করা অনেক বড় ধরনের অন্যায় যাতে বিপুল পরিমাণে ফাইন এবং মৃত্যুও হতে পারে। এ কারণে কেউ ভিডিও করার কথা চিন্তাও করছে না। কিন্তু তারা উত্তেজনায় থাকতেও পারছে না। একটা ফাইট যেখানে সবাই ভেবেছিলো এপ্লিকেন্ট ভাইস প্রিন্সিপালকে স্পর্শই করতে পারবে না সেখানে ফাইটটা সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে।
টেস্ট রুমের মধ্যে,
এলেক্স তার জুতা এবং গ্লাভস খুলে ফেলার পরে অনেক হালকা অনুভব করতে শুরু করলো। হাত পা কিছুটা স্ট্রেচ করলে নিলো এলেক্স। এবার শরীরের সমস্ত ফোকাস সে তার ডান হাতে করতে লাগলো। এলেক্স পূর্বেও এটা খেয়াল করেছে, তাই তার কাছে নতুন কোনো বিষয় নয় এটা। তার শরীরে প্রবেশ করা অউরা এনার্জি খুব দ্রুত তার হাতে জমা হয়ে গেলো। ভাইস প্রিন্সিপাল ওজ অনেকটা চমকে গেলো। কারণ তার চোখের সামনে থেকে এলেক্স উধাও হয়ে গেলো। ভাইস প্রিন্সিপাল শুধু তার চোখের পলক ফেলে আবার তাকিয়েছে এর মাঝেই এলেক্স সামনে নেই। এলেক্স এই সময়ে খুবই স্পিডে ভাইস প্রিন্সিপালের পিছনে এসে দাঁড়িয়েছে। ফ্লোর থেকে এক লাফ দিয়ে উঠে ভাইস প্রিন্সিপালের থেকেও কিছুটা উপরে উঠেছে এলেক্স। হাত শক্ত করে মুঠো করে ধরে নিচের দিকে পান্স মারলো। পান্সটা ভাইস প্রিন্সিপালের শরীরে লাগলে তার মাথা বরাবরই লাগতো। কোনো কারণে মাথা সরালে সেটা তার শরীরের যেকোনো জায়গায় লাগলো। ভাইস প্রিন্সিপাল এলেক্সকে খেয়াল করে নি। কিন্তু তার শরীর অটোমেটিক ভাবেই এলেক্সের ফিস্ট স্পর্শ করার কিছুটা পূর্বে খুব মসৃন ভাবে সরে গেলো। এলেক্স অবাক হয়ে গেলো এবারো। তার স্পিড এবং এট্যাক স্পিড দুটোই সর্বোচ্চ ছিলো, তারপরও সে তার এট্যাকে এবার স্পর্শ করতে পারে নি। যদিও সুযোগ ছিলো কারণ এট্যাক এখনো শেষ হয় নি এলেক্সের, কিন্তু এলেক্স এই এট্যাকে তার সর্বোচ্চ ফোর্স প্রয়োগ করার কারণে শরীরের ব্যালেন্স রাখতে পারলো না। এলেক্স একদম ফ্লোরের দিকে পরে গেলো। তার পান্সটা ফ্লোরে থাকা ব্যারিয়ারে বারি খেলো। ফিস্টে জমা হওয়া অউরা এনার্জি অনেক দ্রুত হাত থেকে বের হয়ে গেলো। কোনো রকমের ফর্ম ছাড়া এনার্জি বের হয় একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করলো। যেটা ফ্লোরে একটা বিস্ফোরণ তৈরি করলো। এলেক্স তার দুই পায়ে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে বিস্ফোরণের কারণে সাদা ধোয়া তৈরি হয়েছে। ধোঁয়া কেটে যাওয়ার সাথে সাথে ভাইস প্রিন্সিপাল দেখতে পেলে এলেক্স তার দুই পা কিছুটা ভাজ করে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিলো শরীরে স্ট্যামেনা ছিলো না এই সময়ে। যে হাত দিয়ে ফ্লোরে পান্স দিয়েছে সেটার মুঠো থেকে ব্লাড বের হচ্ছিলো। ভাইস প্রিন্সিপাল হাসতে লাগলো,
❝মনে হচ্ছে একটা বিস্টকে ট্রেইন করতে পারবো আমি দ্বিতীয়বারের মতো।❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছে)
* * * * *
পুরো একটা শকিং মুহুর্তে কাটলো লাক্সের রেজিস্ট্রেশনের শেষ দিন। কেউ আশায় করে নি লাক্সের রেজিস্ট্রেশন অফিসে কোনো শিক্ষক কোনো এপ্লিকেন্টের টেস্ট নিবে। আর ভাইস প্রিন্সিপালের টেস্ট নেওয়ার পরেও এতোটা শকিং মুহুর্তে সেটা শেষ হবে তাও কেউ কল্পনা করে নি। অনেক মানুষের সামনে বিষয়টা হয়ে গেলেও পুরো লাক্সের মধ্যে সেটা ছোট একটা গুজব বলেই শেষ হয়ে গেলো। হাজারো মানুষের সামনে এতো বড় একটা বিষয় ঘটে গেলেও তাদের বেশিরভাগ মানুষ ছিলো এপ্লিকেন্ট এবং এপ্লিকেন্টের গার্ডিয়ান যে কারণে নিজ থেকে দেখা লাক্সের মানুষের সংখ্যা কমই ছিলো। আর বর্তমানে নিজ চোখে দেখা কোনো বিষয় ছাড়া কেউই সেটার উপরে বিশ্বাস করে না। যে কারণে লাক্সের মধ্যেও এতো বড় একটা বিষয় নিয়ে কোনো তোলপাড় তৈরি হচ্ছে না। আর সবচেয়ে বড় বিষয় হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ট্যালেন্টেড ব্যক্তিরাই এখানে আসে তাই এইসব ব্যাপার নিয়ে কেউ তেমন মাথাও ঘামায় না।
লাক্সের রেজিস্ট্রেশন পুরো এক মাস ধরে চলতে থাকে। রেজিস্ট্রেশন প্রসেস তিন টেস্টের মাধ্যমে হয়ে থাকে। প্রথমত আর্টিফিসিয়াল মনস্টারের সাথে ফাইট, দ্বিতীয়ত এপ্টিটিউড টেস্ট। এই দুটোতেই পাস করলে সবার রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হয়ে যায় এবং তারা লাক্সের অরিয়েন্টেশন ক্লাসে প্রবেশ করার সুযোগ পায়। অধিকাংশ ছেলে মেয়েরা কনফিউজড হয়ে যায়। যেহেতু তিনটা টেস্টের কথা বলে দুইটা টেস্ট নিয়ে সবাইকে অরিয়েন্টেশন ক্লাসের আমন্ত্রন পাঠানো হয় যারা পাস করেছে তাই অনেকেই ভাবে হয়তো তাদের তৃতীয় টেস্টের কোনো প্রয়োজন হবে না। আর যারা তৃতীয় টেস্টের সম্পর্কে জানে তারা প্রথম থেকেই প্রস্তুত হয়ে আসে।
অরিয়েন্টেশন ক্লাস,
লাক্সের মেইন গেইট দিয়ে ভিতরে ঢোকার পরই একটা বিশাল বিল্ডিং চোখে পরে। এই বিল্ডিং এর মধ্যে প্রায় দুই হাজার স্টুডেন্ট উপস্থিত রয়েছে। যদিও লাক্সের রেজিস্ট্রেশন অন্যান্য ক্যাডেট স্কুল বা মিলিটারি একাডেমি থেকে থেকে অনেক কঠিন হয়ে থাকে, তারপরও প্রতিবার পুরো ওয়ার্ল্ড থেকে ট্যালেন্টেড ছেলে মেয়েরা রেজিস্ট্রেশনে অংশগ্রহন করার কারণে প্রতিবারের মতোই দুটো টেস্টে অনেকেই পাস করে অরিয়েন্টেশন ক্লাসে এসেছে। অরিয়েন্টেশন ক্লাসরুম অনেক বিশাল একটা জায়গা নিয়ে তৈরি। যে কারণে এটার মধ্যে ৫ হাজার লোক একসাথে থাকতে পারবে। পুরো রুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা। রেজিষ্ট্রেশন অফিসে এপ্লিকেন্ট গুলোর গার্ডিয়ান আনা হলেও অরিয়েন্টেশন ক্লাসে তাদেরকে একা আসতে হয়েছে। এমনকি অরিয়েন্টেশন ক্লাসে ঢোকার পূর্বে সবাইকে তাদের আইটেম গুলো জমা দিয়ে ঢুকতে হচ্ছে।
অরিয়েন্টেশন ক্লাসের দরজা দিয়ে এলেক্স প্রবেশ করবে এমন সময় দুজন ব্যক্তি এলেক্সকে থামালো। গেইটের সামনে একটা স্ক্যানার মেশিন ছিলো যার মধ্যে এলেক্সকে প্রবেশ করালো। মেশিনের উপরে এলেক্স দাঁড়াতেই তার পুরো শরীর স্ক্যান করে নিলো সেটা।
-> কোনো রকমের ম্যাজিক আইটেম শনাক্ত করতে পারছি না। তবে তোমার এই গ্লাভস এবং জুতা খুলে ভিতরে যেতে হবে। এগুলোর ওজন স্বাভাবিকের থেকে অনেক বেশি যা ভিতরে সমস্যা তৈরি করবে।
দুজনের মধ্যে একজন লোক কথাটা এলেক্সকে বললো। এলেক্স তার কথা শুনে নিজের গ্লাভস এবং জুতা খুলে তাদের কাছে জমা রেখে ভিতরে চলে গেলো। এলেক্সের ভিতরে যাওয়াতে দুজন একে অপরের দিকে তাকিয়ে এলেক্সের গ্লাভস দুটো খুব কষ্টে ফ্লোরে নামিয়ে দিলো। জুতা নিচে থাকলেও এলেক্স তার গ্লাভস দুটো দুজনের হাতে ধরিয়ে দেই, এলেক্স থাকা সময়ে তাদের এক্সপ্রেশন অনেক ভালো ছিলো কিন্তু এলেক্স ভিতরে প্রবেশ করার সাথে সাথে তাদের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেলো। অনেক ভারি কোনো জিনিস উঠালে একজন ব্যক্তি যেমন এক্সপ্রেশন করে ঠিক তেমনি তাদের এক্সপ্রেশন হলো।
-> এতো ভারি জিনিস নিয়ে এই ছেলেটা কিভাবে হাতে?
-> এটা তো সেই ছেলে যার সাথে আমাদের ভাইস প্রিন্সিপাল ফাইট করেছে রেজিষ্ট্রেশন অফিসে তাই না?
-> হ্যাঁ ভাইস প্রিন্সিপাল ফাইট করেছে বলে তার এপ্টিটিউডও টেস্ট করতে হয় নি।
-> ভাইস প্রিন্সিপালের টেস্টিমনিতেই তার এপ্টিটিউড টেস্ট হয়ে গিয়েছে। যেহেতু ভাইস প্রিন্সিপাল একজন অউরা গ্রান্ডমাস্টার তাই তার থেকে ভালো কেউ জানবেন না কার এপ্টিটিউড অউরাতে রয়েছে।
-> হ্যাঁ যেভাবে শেষের এট্যাকে ছেলেটা অউরা ব্যবহার করেছিলো তাতে তার সমতূল্য অউরা এপ্টিটিউড কারোই নেই মনে হয় এবার।
-> দেখা যাক কি হয় আজকের অরিয়েন্টেশন ক্লাসে।
-> আমি শুনেছি এবারের অরিয়েন্টেশন ক্লাস ভাইস প্রিন্সিপাল ম্যানেজ করবে।
-> ভাইস প্রিন্সিপাল কি এবার একটু বেশিই আগ্রহ দেখাচ্ছে না? তার প্রথম ডাইরেক্ট স্টুডেন্টদের কাহিনীর পর থেকে তো আজ পর্যন্ত সে এরকম কোনো বিষয়েই আগ্রহ দেখায় নি।
-> আমার মনে হয় ভাইস প্রিন্সিপালের আগ্রহ এই ছেলেটার উপরে রয়েছে।
-> হয়তো, এরকম হলে এই ছেলের প্রথম দিন গুলো একটুও ভালো যাবে না।
এলেক্স অরিয়েন্টেশন ক্লাসের ভিতরে প্রবেশ করে আরো অনেক স্টুডেন্টদের দেখতে পেলো।
❝কেনো জানি না তবে আমার মনে হচ্ছে এরকম কিছু আমি পূর্বেও এক্সপেরিয়েন্স করেছি। এখানে অনেক লোকজন রয়েছে, মানুষের সাথে আবার অন্য স্পিসিজও রয়েছে। হিলার বলেছিলো আমি এল্ফ, ডুয়ার্ফ এমনকি বিস্টম্যানদেরও দেখতে পারবো। হিলারের কথা মতো কান বড় গুলো এল্ফ হবে। অন্যদিকে প্রানীদের মতো কান বা লেজ রয়েছে সেগুলো বিস্টম্যান। আর ঔ বিশাল দেহ যুক্তরা হয়তো ডুয়ার্ফ হবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স আশেপাশে তাকিয়ে মানুষ ছাড়াও আরো অন্যান্য স্পিসিজ দেখতে পেলো। এখনো অনেক তথ্য সম্পর্কে সে জানে না তাই সেদিকে সে চিন্তাও করছে না। সামনে যা দেখতে পারছে তা নিয়েই ভেবে যাচ্ছে এলেক্স। এলেক্সের প্রবেশের কিছুক্ষণের মধ্যেই অরিয়েন্টেশন ক্লাসের দরজা বন্ধ করে দেওয়া হলো। একপাশ উচু একটা জায়গা তৈরি করা ছিলো যেখানে দাঁড়িয়ে ছিলেন বেশ কিছু বয়স্ক এবং কম বয়স্ক ব্যক্তিরা। হঠাৎ করে তাদের মধ্য থেকে লম্বা, হ্যান্ডসাম এবং ইয়াং দেখতে একজন কিছুটা সামনে চলে আসলো। এতোক্ষণ সবার কথা বার্তায় পুরো রুমটা অনেক ভারি মনে হচ্ছিলো। তবে লোকটা সামনে এগিয়ে আসার সাথে সাথে তার শরীর থেকে লাল রঙের এনার্জি পুরো অরিয়েন্টেশন ক্লাসকে ঘিরে ধরলো। পিছন থেকে একজন ব্যক্তি আরেকজনকে বলতে লাগলো,
-> ভাইস প্রিন্সিপালের অউরা যতবারই দেখি ততবারই আমি মুগ্ধ হয়। তার মতো এতো কম সময়ে এতো বিশাল জায়গাকে নিজের অউরা দিয়ে আটকানো হয়তো কারো দ্বারা সম্ভব নয়।
ভাইস প্রিন্সিপালের লাল অউরা সবার আশেপাশ দিয়ে ভরে গেলো। এই সময়ে যারা একে অপরের সাথে কথা বলছিলো তাদের কেউই কোনো কথা বলছিলো না। পুরো রুমটা নিশ্চুপ হয়ে গেলো।
-> আমার নাম ওজ, আমি লাক্সের ভাইস প্রিন্সিপাল। যেহেতু এই সামান্য ব্যাপার নিয়ন্ত্রন করার দায়িত্ব এবার আমার তাই আশা করছি সবাই তাদের ট্যালেন্ট আমাকে দেখানোর জন্য প্রস্তুত।
ভাইস প্রিন্সিপাল আর কিছু বললেন না। সাথে সাথে রুমের মধ্যে থাকা সবার শরীরের ওজন বৃদ্ধি পেতে শুরু করলো। সবাই এতোক্ষণ স্বাভাবিক থাকতে পারলেও হঠাৎ তাদের ওজন বৃদ্ধি পাওয়ার কারণে সবাই অস্বস্তি বোধ করতে লাগলো। ভাইস প্রিন্সিপালের পিছনে থাকা দুজন ব্যক্তি আস্তে আস্তে কথা বলতে লাগলো,
-> এবার মনে হচ্ছে স্টুডেন্টদের অবস্থা অনেক খারাপ হবে। প্রতিবার এনার্জি পরিমাপ করার স্টোন ব্যবহার করলেও এবার ভাইস প্রিন্সিপাল টেস্টের মাত্রা কঠিন করে ফেলেছেন।
-> আমার মনে হয় ভাইস প্রিন্সিপাল স্টুডেন্টদের ফিজিকাল এবং মেন্টাল লিমিটের পরীক্ষা নিচ্ছে।
-> এতে তো অন্যান্য স্পিসিজের ছেলে মেয়েরা এগিয়ে থাকবে মানুষের তুলনায়।
ভাইস প্রিন্সিপাল হঠাৎ পিছনে তাকালো। তার চেহারায় কোনো এক্সপ্রেশন ছিলো না। তারপরও তার তাকানো দেখে পিছনের লোকগুলোও চুপ হয়ে গেলো। এবার ভাইস প্রিন্সিপাল স্টুডেন্টদের বলতে লাগলো।
-> প্রায় ২ হাজারের মতো এপ্লিকেন্ট আছো এখানে। যেহেতু লাক্স মাত্র দুইশত স্টুডেন্ট নিবে ক্লাস করানোর জন্য তাই এই সংখ্যাটা আসলেই অনেক। আমার অউরা এনার্জির প্রেসার প্রতি এক মিনিটে কিছুটা করে বৃদ্ধি পেতে থাকবে। প্রেসার সহ্য করতে না পেরে কেউ ফ্লোরে পরে গেলে তাদের যাত্রা এ বছরে এখানেই শেষ হয়ে যাবে। (ভাইস প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপাল কিছুটা থেমে আবারো বলতে লাগলো,
-> ও আরেকটা বিষয়, চাইলে নিজেদের মধ্যেও ফাইট করে প্রেসার বৃদ্ধির আগেই জনসংখ্যা কমিয়ে নিতে পারবে। (ভাইস প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপালের কথা শেষ হতে না হতেই সব এপ্লিকেন্ট একে অপরের দিকে তাকানো শুরু করে দিলো। আপাতোতো এতোটাও প্রেসার তৈরি হয় নি যাতে কারো বেশি সমস্যা হচ্ছিলো। এমনিতেই সবাই অনেক চিন্তিত ছিলো, এখন আরো বেশি চিন্তিত হয়ে গিয়েছে সবাই। প্রথমেই কেউ কাউকে এট্যাক করছে না। যেহেতু এটা লিমিট দেখার একটা টেস্ট তাই প্রথমে সবাই প্রেসারটা দেখার সিদ্ধান্ত নিলো। সবাই এক রকম সিদ্ধান্ত নিলেও ভিন্ন কিছু ব্যক্তিও আছে। হাজারে এক দুইজন পাওয়া যায় যারা সব পরিস্থিতিতে ফাইট করতে পছন্দ করে। এখানেও রয়েছে দুজন যাদের একজন ভাইস প্রিন্সিপালের কথার পর থেকেই র্যামপেজ শুরু করে দিয়েছে। আরেকজন শুধুমাত্র তার আশেপাশে যারা আসছিলো তাদের সাথেই ফাইট করছিলো। তাদের আশেপাশের সবার কথা বার্তা এরকম,
-> আমি ভেবেছিলাম আমি অনেকটা ট্যালেন্টেড এতো দূর আসতে পেরে, কিন্তু এখন বুঝতে পারছি শুধু ট্যালেন্ট ম্যাটার করে না।
-> ঔ সাইডে ঔ এল্ফ ছেলেটা এবং এখানের এই বিস্টম্যান। এছাড়া কেউ নিজে থেকে ফাইট করছে না।
-> এল্ফ ছেলেটার সাইড তো ভালোই আছে। ঔখানে তার আশেপাশে যারা যাচ্ছে শুধুমাত্র তাদেরকে হারিয়ে দিচ্ছে, কিন্তু এখানে তো এই বিস্টম্যান সামনে যাদের পাচ্ছে তাদের সামনেই ঝাঁপিয়ে পরছে।
-> এই অউরার মধ্যে আমরা শুধুমাত্র কোটিং করতে পারছি, কিন্তু এরা কিভাবে নিজেদের এনার্জি কোটিং এর সাথে এট্যাক করতেও ব্যবহার করছে?
-> আমাদের গ্যাপ আমরা বুঝতে পেরেছি।
শুধুমাত্র দুর্বল ব্যক্তিরা যারা এই পর্যন্ত ভাগ্যের কারণে আসতে পেরেছে তারাই অন্যদের পাওয়ারে মুগ্ধতা প্রকাশ করছে। তাছাড়া অধিকাংশ ছেলে মেয়েরা একে অপরের থেকে সতর্ক থাকলেও তারা কোনো রকমের মুভমেন্ট করছিলো না। বিস্টম্যান যেটা তার আশেপাশে যাকে পাচ্ছিলো তাকেই এট্যাক করছিলো। তার শরীর দিয়ে স্বচ্ছ লাল রঙের এনার্জিতে ঘেরা ছিলো। এনার্জির কারণে তার প্রতিটা এট্যাক পাওয়ার অনেকগুনে বৃদ্ধি পাচ্ছিলো। যাদেরই পান্স কিংবা কিক মারছিলো তারা এক বা দুই এট্যাকেই ফ্লোরে পরে যাচ্ছিলো।
❝এবার বলা যাচ্ছে প্রপার একটা টেস্ট হচ্ছে। আমরা কি বাচ্চাদের টেস্ট করছি যে প্রতিবার তাদের এনার্জি পরিমাপ করা হবে ম্যাজিক স্টোন দিয়ে। প্রতিটা ছেলে মেয়েই তাদের লিমিটে চলে আসলে আর চুপচাপ কেউ থাকবে না। এভাবে যতটা সময় পার হবে দেখতে ততটায় ইন্টারেস্টিং হবে।❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছে)
ভাইস প্রিন্সিপালের ভাবনা সঠিক ছিলো। সময় কাটার সাথে সাথে প্রেসারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কয়েকজন প্রেসারেই হার মেনে নিয়েছে। আবার কতজনের সমস্যা হচ্ছিলো তাই তারা ফাইট করতে শুরু করে দিয়েছে। সবার একটায় চিন্তা এখন,
-> যদি আমি ফ্লোরে পরে যাওয়ার পূর্বে আরো দুই একজনকে ফেলে দিতে পারি অন্তত এর মাঝে ২০০ এর মধ্যে থাকতে পারবো।
সবাই এই চিন্তা নিয়ে ফাইট করতে শুরু করেছে তাদের আশেপাশের সবার সাথে। কিন্তু এতো ফাইটের মধ্যেও কিছু রয়েছে যারা ফাইট গুলো এভোইড করে দাঁড়িয়ে আছে। তাদের আশেপাশেই কেউ যাওয়ার সাহস পাচ্ছিলো না। এলেক্সও এক সাইডে রয়েছে, তার সামনে অনেক ফাইট হলেও তার কাছে কেউ যাচ্ছে না। এমন মনে হচ্ছিলো সবার যে এলেক্স সেখানে অবস্থানই করছে না। কিন্তু হঠাৎ করে একটা ছেলের গলা ধরে উচু করে তুলে এগিয়ে আসে একটা বিস্টম্যান। শেয়ালের মতো দুটো কান এবং লেজ যুক্ত বিস্টম্যান তার হাতে থাকা ছেলেটাকে এক সাইডে ফেলে দিলো। এতোক্ষণ যে প্রেসার অনুভব করছিলো ছেলেটা সেটা পরে যাওয়ার পর আর অনুভব করলো না। তার কাছে একদম স্বাভাবিক লাগছিলো। অন্যদিকে বিস্টম্যান এলেক্সের কাছে এগিয়ে আসলো,
-> তোমাকে আমি সেদিন রেজিষ্ট্রেশন অফিসে দেখেছিলাম। আসো ফাইট করি।
কথাটা বলেই বিস্টম্যান ঝাঁপিয়ে পরলো এলেক্সের উপরে।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।