[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২১০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
লাক্সের অরিয়েন্টেশন ক্লাস,
দশ থেকে বিশ জনের মতো হবে যারা কোনো রকমের ফাইটে অংশগ্রহন করছে না। তাছাড়া বেশিরভাগই নিজেদের জায়গা দুই শত এর মধ্যে করতে ফাইট করতে ব্যস্ত হয়ে পরেছে। আবার কিছু সংখ্যক রয়েছে যারা ফাইট করতে না চাইলেও যারা নিজে থেকে ফাইট করছে তাদের জন্য ফাইটে অংশগ্রহন করতে হয়েছে।
এক সাইডে এলেক্স দাঁড়িয়ে ছিলো। এতোক্ষণ তাকে সবাই ইগনোর করলেও একটা বিস্টম্যান তার কাছে এসে এট্যাক করতে শুরু করেছে। বিস্টম্যানের মুভমেন্ট অনেকটা ভিন্ন ছিলো যা এখনো এলেক্স দেখে নি। তাই হঠাৎ করে কাউন্টার করতে তার সমস্যা হচ্ছিলো। সাধারণত দুই পায়ে ভর রেখেই মানুষেরা এট্যাক করে, কিন্তু মাঝে মধ্যে বিস্টম্যান তার দুই হাত এবং দুই পায়েও ভর করে এট্যাক করছিলো যেগুলো কাউন্টার করা একটু কষ্টকর হয়ে যাচ্ছিলো এলেক্সের জন্য। প্রথম দিকে বেশ কয়েকটা পান্স এবং কিক এলেক্সের শরীরকে কিছুটা স্পর্শ করতে পারলেও আস্তে আস্তে এলেক্স কিছুটা করে কাউন্টার করতে পারছিলো। বিস্টম্যানের হাতের নক লম্বা এবং ধারালো হওয়ার কারণে তার প্রতিটা এট্যাক এক একটা ব্লেডের মতো ছিলো।
❝এট্যাক গুলো ধারালো হলেও তেমন পাওয়ার নেই তাতে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স কোনো রকমের এট্যাক করার সুযোগ পাচ্ছে না। যেহেতু প্রথম বার কোনো বিস্টম্যানের সাথে এলেক্স ফাইট করছে তাই সে বিস্টম্যানের প্রতিটা এট্যাক পর্যবেক্ষণ করছিলো। বিস্টম্যান প্রথমে সাধারণ মানুষের মতো কিক এবং পান্স মারলেও সেটা মিস হয়ে গেলে সে তার চার হাত পায়ে ভর করে অনেক দ্রুতগতিতে একটা এট্যাক করে সামনের দিকে। আর যেহেতু তার শরীরের চারপাশ দিয়ে এনার্জি ছিলো তাই স্পিড এবং এট্যাক পাওয়ারও বৃদ্ধি পেয়েছে তার। যদিও এলেক্সের শরীরের বিভিন্ন অংশ থেকে ব্লাড বের করে ফেলেছে বিস্টম্যান তারপরও সে তাতে সন্তুষ্ট নয়।
-> প্রথম দিকে আমার সম্পূর্ণ চেষ্টা না করে ভুল হয়েছে। তুমি অনেকটা বিস্টম্যানদের মতো, কিংবা আমাদের থেকেও... যায়হোক এখন আমার সম্পূর্ণ চেষ্টা করেও তোমাকে একটা হিট করতে পারছি না। আমাদের মতোই ফাইটের মধ্যে শক্তিশালী হয়ে উঠো তুমি।
বিস্টম্যানটা হাঁপাতে হাঁপাতে কথাটা বললো। তাকে দেখে বোঝা যাচ্ছিলো এই সময়ে রুমের মধ্যে প্রেসারের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। এই প্রসারে সে এতোক্ষণ এলেক্সের সাথে ফাইট করে খুব দ্রুত নিজের স্ট্যামেনা শেষ করে ফেলেছে। বিস্টম্যানটা এলেক্সের দিকে তাকালো। এলেক্সের মুখে, হাতে, পায়ে, বুকে ছোট ছোট ক্ষত হয়েছে যেগুলো দিয়ে একটু একটু করে ব্লাড পরছিলো। তারপরও এলেক্স একদম স্বাভাবিক ছিলো। তাকে দেখে মনেই হচ্ছিলো না যে এলেক্সের কোনো অসুবিধা হচ্ছিলো।
-> তাহলে আমাকে এট্যাক করো নি যাতে তুমি তোমার স্ট্যামেনা ধরে রাখতে পারো।
বিস্টম্যান বুঝতে পারলো এলেক্স কেনো বিস্টম্যানকে এট্যাক করে নি। কিন্তু তার বোঝার মধ্যে একটু ভুল ছিলো। এলেক্সের মাইন্ডে এরকম কিছু ছিলো না।
❝আঙ্কেল বলেছে লাক্সে প্রয়োজন ছাড়া ফাইট না করতে, এবং তখনি নিজ থেকে ফাইট করতে যখন আমার টার্গেট বিপদে থাকবে। যেহেতু আমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারলেই সিলেক্ট হয়ে যাবো, তাই এখানে ফাইট করার কোনো প্রয়োজন আমি দেখছি না। তবে সবার ফাইট পর্যবেক্ষণ করার এটা অনেক ভালো একটা সুযোগ। বিশেষ করে এই বিস্টম্যানের এট্যাক গুলো অনেকটা আমার এট্যাক স্টাইলের সাথে মিলে যায়।❞ (এলেক্স ভাবছে)
বিস্টম্যানটা কিছু একটা চিন্তা করছিলো ঠিক এমন সময় তাদের উপরে এক সাথে অনেক ভারি প্রেসার পরতে শুরু করেছে। এতোটা প্রেসার বিস্টম্যানের জন্যও কষ্টকর হয়ে যাচ্ছি। সে তার হাঁটুতে পরে গেলো সহ্য করতে না পেরে। যেহেতু ফ্লোরে পুরো শরীর পরে গেলেই সে বাতিল হয়ে যাবে তাই সে হার মানলো না। নিজের সর্বোচ্চ চেষ্টা করে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। এলেক্সের দিকে তাকালো সে এলেক্সের অবস্থা দেখার জন্য। সাথে সাথে সে ভাবতে লাগলো,
❝মনে হচ্ছে আমি বেশি এনার্জি ব্যবহার করে ফেলেছি। আমার মনে হচ্ছে আমার উপরে একটা পাহাড় চাপা দেওয়া হয়েছে, তারপরও এই ছেলেটা যে আমার বয়সেরই হবে সে একদম পারফেক্ট রয়েছে। তাকে দেখে মনেই হচ্ছে না সে কষ্টে আছে। তাহলে কি এটায় আমাদের মধ্যে পার্থক্য? হ্যাঁ আমার রক্ত টগবগ করতে শুরু করে দিয়েছি। আমি ফিল করতে পারছি, আমাকে আরো শক্তিশালী হতে হবে।❞ (বিস্টম্যান ভাবছে)
বিস্টম্যান এলেক্সকে দেখে আরো আগ্রহ হয়ে গেলো শক্তিশালী হওয়ার। তার আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে তাই তার শরীর শেষ লিমিটে থাকার পরও সে হার না মেনে কষ্ট করে দাঁড়িয়ে রইলো। অপরদিকে হঠাৎ প্রেসার বৃদ্ধি হওয়ার কারণে এক সাথে অধিকাংশ ছেলে মেয়েরাই ফ্লোরে পরে গিয়েছে। যে কারণে ভাইস প্রিন্সিপালের পিছনে থাকা লোকজন দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েদের একটা হিসাব করতে শুরু করে দিলো। পিছন থেকে একজন বলতে লাগলো,
-> এতো প্রেসারেও এতোজন দাঁড়িয়ে থাকতে পারবে সেটা ভাবতেই অবাক লাগে, বিশেষ করে ইয়াং পিস গ্রুপের এই সদস্যগুলো একটু বেশি ট্যালেন্টেড। এতোটা প্রেসারেও তাদের স্বাভাবিক এক্সপ্রেশনও দূর হয় নি।
ভাইস প্রিন্সিপাল একবার সবার দিকে তাকালো। সে মুচকি একটা হাসি দিয়ে একটা চুটকি বাজালো। সাথে সাথে তার এনার্জি দূর হয়ে গেলো ক্লাস রুম থেকে। অরিয়েন্টেশন ক্লাসের বিল্ডিং এ প্রবেশ করার সময়ে সবার বুকে একটা ব্যাজ লাগিয়ে দেওয়া হয়েছিলো। প্রতিটা ছেলেমেয়ে যারা প্রেসার সহ্য করতে না পেরে ফ্লোরে পরে গিয়েছিলো তাদের ব্যাজ সাথে সাথেই ভেঙে গিয়েছিলো। এই সময়ে যে দুইশত স্টুডেন্ট ফ্লোরে পরে যায় নি তাদের ব্যাজ গুলো একদম পারফেক্ট ছিলো।
-> তাহলে আমাদের ২০০ ফ্রেসম্যান নির্ধারণ হয়ে গেলো। ঠিক আছে এবার তোমাদের বোরিং অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে।
ভাইস প্রিন্সিপাল কথাটা বলার সাথে সাথে সে জায়গা থেকে গায়েব হয়ে গেলো। অরিয়েন্টেশন ক্লাসের গেইটের থেকে ভাইস প্রিন্সিপালের শব্দ শোনা গেলো,
-> আমি বলতেই ভুলে গিয়েছি, সবাই চেষ্টা করো তাদের সর্বোচ্চ করার এই সময়ে। সব শিক্ষকরা এমনকি তোমাদের সিনিয়র রাও তোমাদের দিকে নজর রাখছে। শিক্ষকদের ডাইরেক্ট স্টুডেন্ট এবং সিনিয়রদের ইন্টারেস্ট ধরে রাখতে চাইলে এখনকার থেকে বড় সুযোগ আর নেই।
ভাইস প্রিন্সিপাল মুচকি একটা হাসি দিয়ে এই জায়গা থেকে চলে গেলো। রুমের বাইরে আসার পরে সে হেটে হেটে যাচ্ছিলো এবং ভাবতে লাগলো,
❝হ্যাঁ সবাই নামকরা ট্যালেন্টেড লোক গুলো নিয়ে ব্যস্ত থাকো আজকের পর থেকে। অন্যদিকে আমার পাওয়া ময়লা জেম স্টোনকে পরিষ্কার করার ব্যবস্থা করতে থাকি আমি।❞
ভাইস প্রিন্সিপাল রুম থেকে চলে যাওয়ার সাথে সাথে তার পিছনে এতোক্ষণ থাকা শিক্ষকরা বলতে শুরু করলো,
-> এবার ভাইস প্রিন্সিপাল আমাদের কাজটা একটু বারিয়ে দিলো।
-> অফিসার গুলো বাতিল হয়ে যাওয়া এপ্লিকেন্টদের ব্যবস্থা করবে। এই সময়ে আমাদের এই দুইশত স্টুডেন্টদের ক্লাসরুম নির্ধারণ করতে হবে।
-> হ্যাঁ আজকে সারাদিন লেগে যাবে মনে হচ্ছে।
ঠিক এই সময়ে উঁচু স্টেজের মতো জায়গার উপরে একটা লাইটনিং স্ট্রাইক পরলো। সব এপ্লিকেন্ট সহ দুইশত দাঁড়িয়ে থাকা স্টুডেন্ট অবাক হলো। সাথে সাথে এপ্লিকেন্ট গুলো সেই জায়গা থেকে টেলিপোর্ট হয় গেলো। দাঁড়িয়ে রইলো শুধু দুইশত স্টুডেন্ট। লাইটনিং স্ট্রাইক যেখানে পরেছে সেখানে একটা সুন্দরী মহিলার উদয় হলো। মহিলাটাকে দেখেই পিছনে থাকা সব শিক্ষক এবং অফিসার তাদের এক হাত বুকের উপরে রেখে সম্মান দিলো। কেউ কোনো কথা বলছে না এই সময়ে। মহিলাটা মিষ্টি একটা কন্ঠে বলতে লাগলো,
-> হ্যালো, সবাইকে আমি মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি লাক্সে আসার জন্য। আমি লাক্সের প্রিন্সিপাল। আমার নাম মারিয়ানা।
মহিলাটা কথাটা বলে কিছুটা থেমে সবার দিলে একবার তাকিয়ে নিলো। আবার সে বলতে লাগলো,
-> আজকে ভিন্ন দুই ক্যাটাগরির ক্লাস রুম নির্ধারণ করার জন্য বলা হয়েছিলো, কিন্তু ভাইস প্রিন্সিপাল ওজ মনে হচ্ছে প্রতিটা স্টুডেন্টকে অনেকটা ক্লান্ত করে দিয়েছে। তাই এটা আজকের মতো স্থগিত থাকুক। এক মাসের জন্য তোমরা দুইশত স্টুডেন্ট কমন ক্লাসের অন্তর্ভুক্ত থাকবে। যেহেতু এক মাস পরেই তোমাদের প্রথম এক্সাম হবে লাক্সের হয়ে তাই তখনি নির্ধারণ হবে কে কে রয়েল ক্লাসে প্রবেশ করতে পারবে।
প্রিন্সিপালের মিষ্টি গলায় সবাই মুগ্ধ হয়ে গেলো। সবাই চুপ করে তার কথা শুনতে ব্যস্ত হয়ে পরেছে।
-> আজ এখানেই শেষ হোক। আগামীকাল থেকে সবাই ব্যস্ত হয়ে পরবে তাই তোমাদের বিশ্রাম দরকার। রুম থেকে বের হলে সিনিয়র ক্যাডেটদের দেখতে পারবে। ছেলেদের ছেলে এবং মেয়েদের মেয়ে ক্যাডেটরা তাদের হোস্টেলে নিয়ে যাবে।
প্রিন্সিপাল কথাটা বলে অরিয়েন্টেশন ক্লাসটা শেষ করে দিলো। প্রতিটা ছেলে মেয়ে আস্তে আস্তে অরিয়েন্টেশন ক্লাস থেকে বের হতে শুরু করলো।
* * * * *
অরিয়েন্টেশন ক্লাস শেষ হবার পরে এলেক্স সিনিয়র ক্যাডেটদের ফলো করে অরিয়েন্টেশন ক্লাসের বিল্ডিং এর ডান দিকের রাস্তা দিয়ে এগিয়ে ছেলেদের হোস্টেল এরিয়াতে চলে আসলো। মোট চারটা বিল্ডিং নিয়ে ছেলেদের হোস্টেল এরিয়া তৈরি। এই চার বিল্ডিং এর মধ্যে একটা প্রতি বছর নতুন ছেলেরা ব্যবহার করে। সিনিয়রদের দেখিয়ে দেওয়া একটা রুমের মধ্যে এলেক্স প্রবেশ করলো। রুমে প্রবেশ করার সাথে সাথে বিছানায় রুমের কি-কার্ড এবং ড্রেস খুঁজে পেলো এলেক্স। এই সময়ে অন্য যারা নিজেদের রুমে প্রবেশ করেছে তারা হয়তো রুমে থাকা ফাস্ট কিডের বক্স থেকে ব্যান্ডেজ করা নিয়ে ব্যস্ত, কেউ গোসল করা নিয়ে ব্যস্ত, কেউ রুমে রাখা খাবার খাওয়া নিয়ে ব্যস্ত। আবার কেউ বিছানায় ঘুমানো নিয়ে ব্যস্ত। কিন্তু এলেক্স রুমটা ভালো করে তাকিয়ে দেখছে।
-> অনেক বড় একটা ট্রেনিং রুম পেয়ে গেলাম। আমাদের গ্রুপের বিল্ডিং অনেক ছোট হওয়ার কারণে আমি ভালো মতো ট্রেনিং করতে পারি নি। যদিও শেষ এক সপ্তাহে আমি ড্যানজনে গিয়ে ট্রেনিং করতে শুরু করেছিলাম, কিন্তু এই মিশনের কারণে এখানে চলে আসতে হলো। (এলেক্স)
এলেক্স কথাটা বলে তার পরনে থাকা জামা খুলে ফেললো। শুধু ছোট একটা হাফ প্যান্ট, জুতা এবং হ্যান্ড গ্লাভস পরা আছে এলেক্স এখন। এলেক্স এবার উল্টো হলো। তার দুই হাতে সে ভর করে পা দুটো উপরে তুলে দিলো। হাত মুঠো করে ফ্লোরের উপরে পুস আপ দিতে লাগলো উল্টো হয়ে।
-> আমি কি লাক্সে আমার হ্যান্ড গ্লাভস এবং জুতার মতো আরো কিছু জিনিস পাবো? এই সময়ে আরো ভারি কিছু পেলে ভালো হতো আমার জন্য। (এলেক্স)
এলেক্স এক সাথে একশত পুশ আপ দিলো এভাবে। তখনি তার রুমের দরজায় একটা টোকা পরলো। এলেক্স গিয়ে দরজা খুললো। একটা ছেলে একটা ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগটা দেখে এলেক্সের চিনতে কোনো রকমের সমস্যা হলো না।
-> এলেক্স?
ছেলেটা এলেক্সকে কথাটা বললো। এলেক্স মাথা নারিয়ে হ্যা উত্তর দিলো।
-> এটা তোমার ব্যাগ যা তোমার গার্ডিয়ান জমা দিয়েছে।
এলেক্স ব্যাগটা নিয়ে ভিতরে চলে আসলো। ব্যাগের মধ্যে এলেক্সের কিছু জামা কাপড় এবং এলেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিলো।
-> হ্যাঁ অবশেষে হিলার এটা এনে দিয়েছে। ভুলে আমি রেখে এসেছিলাম এটা আমাদের গ্রুপের বিল্ডিং এ। (এলেক্স)
এলেক্স ব্যাগের মধ্য থেকে একটা বই বের করলো। ছেড়া বই যার ১৫ টা পাতা আছে সেটা এলেক্সের কাছে অনেক মূল্যবান। এলেক্স বইটা খুলে ফ্লোরে রেখে উল্টো হয়ে আবারো পুশ আপ দিতে লাগলো। এবং বইয়ের একটা পাতার দিকে তাকিয়ে রইলো।
-> আমার মনে হচ্ছে ট্রেনিং আমি অনেক করে নিয়েছি। বইটা এতো মূল্যবান হবে সেটা প্রথম দিকে জানলে আমি আমার ময়লা পরিষ্কার করতাম না এটা দিয়ে। যায়হোক আপাতোতো দুটো টেকনিক নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। (এলেক্স)
এলেক্স পুশ আপের সাথে সাথে এক নজরে উল্টো হয়ে বইয়ের দিকেও তাকিয়ে রইলো।
* * * * *
পরের দিন,
সবার রুমে থাকা লাক্সের ড্রেস পরে সবাই উপস্থিত হয়েছে তাদের প্রথম ক্লাসে। প্রথম ক্লাসে মোট পাচজন শিক্ষক দাঁড়িয়ে আছেন সামনে এবং সব স্টুডেন্ট বসে আছে তাদের পছন্দমতো বেঞ্চে। একজন শিক্ষক বলতে লাগলো,
-> আগামী এক মাস তোমাদের থিওরি ক্লাসের দায়িত্ব আমার উপরে পরেছে। যেটা প্রতিদিন এক সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত চলবে। থিওরি ক্লাসে তোমরা এনার্জি সম্পর্কে অনেক রকমের তথ্য এবং বিভিন্ন এট্যাক/ডিফেন্স ফর্মেশন সম্পর্কে জানতে পারবে, তাই আশা করবো কেউ এই ক্লাস মিস করবে না। যেহেতু তোমাদের জব-ক্লাস গুলো নির্ধারণ হয় নি এখনো তাই আজ থিওরি ক্লাস না হয়ে তোমাদের জব-ক্লাস নির্ধারণ করা হবে। আমার পিছনে যে চারজন শিক্ষক দেখতে পারছো এদের মধ্যে একজন ম্যাজিসিয়ান, একজন ড্যামেজ ডিলার, একজন ট্যাংক এবং একজন সাপোর্ট। চারজনই তাদের ফিল্ডে সেরা। তোমাদের এপ্টিটিউড অনুযায়ী তোমরা তোমাদের জব ক্লাস নির্ধারণ করো। তবে মনে রাখো একবার তোমাদের জব-ক্লাস নির্ধারণ করে ফেললে এক বছরের পূর্বে সেটা চেঞ্জ করতে পারবে না।
সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষক স্টুডেন্টদের বোঝালো তাদের এখন কি করতে হবে। প্রতিটা স্টুডেন্ট তাদের নিজ নিজ জায়গায় বসে মনোযোগ দিয়ে শুনছিলো শিক্ষকের কথা।
-> যেহেতু তোমরা নিজেরাই জানো তোমাদের এপ্টিটিউড কোনটা তারপরও আমি যাদের নাম উচ্চারণ করছি তারা সকলে বসা থেকে উঠে দাড়াবে। আমি শুধু মানাতে এপ্টিটিউড রয়েছে তাদের নাম উচ্চারন করবো। তোমাদের নাম উচ্চারণ করার পর তোমরা একে একে দাঁড়িয়ে পরবে। এরপর যদি তোমাদের জব-ক্লাস ম্যাজিসিয়ান রাখতে চাও তাহলে আমাকে ফলো করে জব-ক্লাসরুমের দিকে রওনা দিবে।
পিছন থেকে একজন মহিলা স্টাফ হাতে নিয়ে এগিয়ে এসে কথাটা বললো। মহিলার হাতে একটা স্টাফ ছিলো যেটা দেখেই বোঝা যাচ্ছিলো তিনি একজন ম্যাজিসিয়ান। সে একে একে নাম বলতে লাগলো যাদের এপ্টিটিউড মানাতে রয়েছে। এপ্টিটিউড টেস্ট মূলত এমন একটা টেস্ট যেটায় লাক্স বের করে তাদের এপ্লিকেন্ট কোন ফিল্ডে ভালো করবে। দুই রকমের এনার্জি রয়েছে যাদের মধ্যে মানা এবং অউরা রয়েছে। যদিও মানা এনার্জি যারা ব্যবহার করতে পারে তারা সকল ফিল্ডেই ঢুকতে পারে বা সুযোগ রয়েছে। আবার অউরা ইউজাররা এখানে পিছিয়ে আছে। লাক্সে প্রবেশ করা অধিকাংশ স্টুডেন্টদের এপ্টিটিউড টেস্টে দেখা যায় মানা ইউজাররাই বেশি হয়ে থাকে। যদিও অনেক সময় দুই এনার্জি ইউজারই পাওয়া যায় তবে সেটা হলেও তাদের ঝোঁক বেশির ভাগ মানাতেই থাকে। ঠিক তেমনি একে একে দুইশত স্টুডেন্টের প্রায় ৯০% স্টুডেন্টের নাম নেওয়া হলো যাদের এপ্টিটিউড মানাতে রয়েছে। মূলত এই ৯০% স্টুডেন্ট মানা এনার্জি ব্যবহার করতে পারে। দেখা গেলো একে একে প্রায় ৬০% স্টুডেন্টই সেই শিক্ষকের সাথে ক্লাস রুমের বাইরে চলে গেলো।
-> সব তো ম্যাডামই নিয়ে গেলো। যায়হোক যাদের এপ্টিটিউড অউরাতে রয়েছে আমি তাদের নাম বলছি, যেহেতু তোমরা অউরা ইউজার হয়তো আমার সাথে ট্যাংক অথবা ড্যামেজ ডিলার জব-ক্লাসে যেতে পারবে তাই নাম বলা শেষ হওয়া পর্যন্ত ভালো মতো চিন্তা করে দেখো কি করবে। তাছাড়া যাদের এপ্টিটিউড মানাতে রয়েছে এবং ম্যাজিসিয়ান জব-ক্লাসে যাও নি তারাও আমার সাথে যেতো পারো।
একজন বডি বিল্ডার শিক্ষক এগিয়ে এসে কথাটা বললো এবং একে একে নাম উচ্চারণ করতে লাগলো। মোট ২০ জন দাড়ালো শিক্ষকের নাম উচ্চারণে। শিক্ষক ক্লাস রুম থেকে বের হওয়ার সময় বলে গেলেন,
-> এরাই সামনে বছরে তাদের ভুল বুঝতে পেরে ট্যাংক জব-ক্লাসে চলে আসবে।
শিক্ষকের সাথে মাত্র ১০ জন স্টুডেন্ট চলে গেলো। বাকিরা বসে রইলো। এবার আরেকজন শিক্ষক এসে বলতে লাগেন,
-> মানা এপ্টিটিউডের যারা সাপোর্ট জব-ক্লাসে যুক্ত হতে চাও তারা আমার সাথে চলে আসো।
একজন সুন্দরী মহিলার বেশি কিছু বলতে হলো না। বেশ কিছু স্টুডেন্ট বসা থেকে উঠে দাঁড়িয়ে তার সাথে চলে গেলো। বাকিরা ড্যামেজ ডিলার জব-ক্লাসে প্রবেশ করেছে।
* * * * *
এলেক্স সবশেষে ড্যামেজ ডিলার জব-ক্লাসে প্রবেশ করেছে। এলেক্স সহ মোট ৪৫ জন ড্যামেজ ডিলার জব-ক্লাসে রয়েছে। তারা ভিন্ন একটা ক্লাস রুমে এসে বসেছে। এই ক্লাসের সামনে অনেক বড় একটা জায়গা রয়েছে, যেটার পিছনে কোনো লেখার বোর্ড নেই। বরং বোর্ডের পরিবর্তে সেখানে অনেকগুলো স্ট্যান্ড এবং সে স্ট্যান্ডগুলোতে বিভিন্ন রকমের কাঠের অস্ত্র রয়েছে। সবাই নিজেদের মন মতো সিট নিয়ে বসে পরেছে এবং শিক্ষক তাদের বলতে লাগলো,
-> ড্যামেজ ডিলার অউরা কিংবা মানা যে এনার্জি ইউজারই হোক না কেনো যদি তারা তাদের জন্য সঠিক অস্ত্র নির্বাচন না করতে পারে তাহলে নিজেদের এট্যাক গুলো তেমন শক্তিশালী হবে না। তাই সবচেয়ে প্রয়োজনীয় বিষয় নিজেদের স্যুট করে এমন একটা অস্ত্র নির্বাচন করা। সবাই এক এক করে এখন আমার এখানে আসবে এবং নিজেদের পছন্দ মতো যেকোনো একটা অস্ত্র নিয়ে আমার সাথে ফাইট করবে।
শিক্ষকের কথা শুনে সবাই অবাক হয়ে গেলো। প্রথম দিনেই তাদের শিক্ষকের সাথে ফাইট করতে হবে এটা কেউই কল্পনা করে নি। তাই একে অপরের সাথে তারা বলতে লাগলো,
-> প্রথম দিনেই শিক্ষকের সাথে ফাইট করবো?
-> লাক্সের প্রতিটা শিক্ষকই তো A র্যাংকের উপরে। তাদের সাথে ফাইট করা কি সহজ হবে?
-> আমাকে তো এক এট্যাকেই হারিয়ে দিবে।
অপরদিকে এলেক্স তাকালো কাঠের অস্ত্র গুলোর দিকে এবং ভাবতে লাগলো,
❝তাহলে আমি কি টেকনিক দুটো ব্যবহার করবো এখানে? কিন্তু কোন অস্ত্র নিলে ভালো হবে?❞ (এলেক্স ভাবছে)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।