[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২১১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
Click To Get Spoiler
আসসালামু আলাইকুম
নিচের বাটনে ক্লিক করলে যেকোনো ধরনের একটা এড লোড হবে। সময় থাকলে বাটনে ক্লিক করে এক মিনিট অপেক্ষা করলে আমার অনেক উপকার হবে।😁
ড্যামেজ ডিলার জব-ক্লাস,
একে একে সব গুলো স্টুডেন্ট সামনে এগিয়ে গিয়েছে এবং তাদের পছন্দ মতো অস্ত্র বেছে নিয়েছে। কেউ সোর্ড, কেউ স্পেয়ার আবার কেউবা ধনুক নিয়েছে। কিন্তু ৪৪ জনের মধ্যে মাত্র ৭ জনই শিক্ষকের এক এট্যাকের বেশিক্ষণ ফাইট করেছে। অপরদিকে বাকিরা শিক্ষকের এক এট্যাকেই হেরে গিয়েছে বা হার মেনে নিয়েছে। প্রতিটা স্টুডেন্টকে হারানোর পর শিক্ষক একটা করে টিপস দিয়েছে। এখনো একটা দিচ্ছে।
-> সোর্ডের মধ্যে বিভিন্ন রকমের সোর্ড আছে। লং, শর্ট, সেবার, গ্রেট, কাটানা ইত্যাদি। এরকম স্পেয়ার, ধনুক এবং অন্যান্য অস্ত্রের মধ্যেও বিভিন্ন রকমের অস্ত্র রয়েছে। এই এক মাসের মধ্যে তোমরা প্রতিটা অস্ত্রে সাথে ফাইট করে নিজেদের কোনটা বেশি স্যুট করে সেটা বের করবে।
সর্বশেষ ছিলো এলেক্স। যে সবার ফাইট পর্যবেক্ষণ করছিলো। প্রতিটা স্টুডেন্ট যারা শিক্ষকের এক এট্যাকেই হেরে গিয়েছে তাদের ব্যবহার করা অস্ত্রের সাথে তাদের বেশি সম্পর্ক ছিলো না যে কারনে তারা একটা এট্যাকও সহ্য করতে পারে নি। অপরদিকে যে সাতজন শিক্ষকের একের অধিক এট্যাক সহ্য করেছে তারা তাদের ব্যবহার করা অস্ত্রের সাথে অনেক ভালো ভাবেই সম্পর্কিত ছিলো। যেটা শিক্ষকও বলেছেন। অপরদিকে এলেক্স এ পর্যন্ত কোনো রকমের অস্ত্র ব্যবহার করে নি। তাই এখানে তার থেকে অস্ত্রের সাথে অসম্পর্কিত কোনো ব্যক্তি ছিলো না।
-> এলেক্স তাই না? ভাইস প্রিন্সিপাল অনেক বেশিই আকর্ষন প্রকাশ করছে তোমার উপরে। দেখা যাক আদৌও সে আকর্ষনের কোনো সঠিক কারণ আছে কিনা।
শিক্ষক একজন কম বয়স্ক মেয়ে ছিলো। তার বয়স ২৪ এর মতো হবে। এতোক্ষণ তার এক্সপ্রেশন স্বাভাবিক থাকলেও এলেক্সকে দেখে তার এক্সপ্রেশন কিছুটা চেঞ্জ হয়ে গেলো। এলেক্স সোজা স্ট্যান্ডের কাছে চলে গেলো। তাকিয়ে রইলো কিছুক্ষণ।
❝যেহেতু ম্যাগমা এবং হুইসেল আঙ্কেল স্পেয়ার ব্যবহার করে তাই আমার স্পেয়ার নেওয়াটায় ঠিক হবে তাই না? নাকি প্লেটো আন্টির মতো ধনুক ব্যবহার করবো?❞ (এলেক্স ভাবছে)
এলেক্স একটা কাঠের স্পেয়ার নিতে চাইলো হাতে কিন্তু এমন সময় তার হাত অটোমেটিক ভাবে একটা সোর্ড ধরে ফেললো। এলেক্স যেহেতু সোর্ডটা ধরেছে তাই সেটা আর রেখে না দিয়ে সেটা নিয়েই তার শিক্ষকের সামনে চলে আসলো। শিক্ষকের হাতে একটা কাঠের লং সোর্ড ছিলো। অন্যদিকে এলেক্স একটা নরমাল সোর্ড নিয়েছে। শিক্ষকের এট্যাক গুলো তেমন স্পেশাল নয়। তিনি তার প্রতিটা এট্যাকের সময় শরীরে কিছুটা এবং তার সোর্ডে কিছুটা মানা এনার্জি চ্যানেল করে, যে কারণে তার এট্যাক স্পিড এবং এট্যাক পাওয়ার বৃদ্ধি পায়। যেহেতু স্টুডেন্ট ফ্লোরে পরে গেলে অথবা হাত থেকে অস্ত্র পরে গেলে সে হেরে যাবে তাই প্রথম এট্যাকের ফোর্সেই প্রায় সকল স্টুডেন্ট পরে গিয়েছে অথবা হাতের অস্ত্র পরে গিয়েছে। শিক্ষক প্রতিটা স্টুডেন্টকে একটা করে এট্যাকের সুযোগ প্রথমে দিয়ে থাকে এবং সেটা কাউন্টার করে নিজে এক এট্যাকে হারিয়ে দেয়। শুধু সাত ছিলো যাদের প্রথম এট্যাকে হারাতে পারে নি তিনি। আবার সাতজনের মধ্যে ৩ জনের সাথে অনেকক্ষণই ফাইট করতে হয়েছে। বাকি চারজনও খারাপ ছিলো না। এবারও শিক্ষক এলেক্সকে এট্যাক করার সুযোগ দিলো।
❝তিনজনের মধ্যে দুজন আমার আশার অনেক বাইরে ফলাফল প্রকার করেছে। কিন্তু আমি কিছুতেই এই এলেক্সকে কিছু করতে দিবো না এখানে। ওর এট্যাক কাউন্টার করেই যতটুকু পাওয়ার প্রয়োজন ততটুকু দিয়েই প্রথম এট্যাকেই হারিয়ে দিবো। এতে করে অন্তত ওজ ওর প্রতি নজর দেওয়া বন্ধ করবো।❞ (শিক্ষক ভাবছে)
শিক্ষক আশা করছিলো এলেক্সের এট্যাক, কিন্তু সে এরকম কোনো কিছু আশা করে নি। যেখানে অন্যরা তাদের বিভিন্ন ফাইটিং স্টাইল নিয়ে এগিয়ে এসেছে এট্যাক করার জন্য। সেখানে এলেক্স তার জায়গাতেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে।
-> তোমাদের প্রথমে এট্যাক করার সুযোগ দিয়েছি বলে এমন নয় যে সারাদিন দাঁড়িয়ে থাকবো আমি এখানে। (শিক্ষক)
শিক্ষকের কথা শুনে এলেক্স চোখ খুললো। সে এতোক্ষণ তার পছন্দের বইয়ে লেখা আর্টিকেল গুলো মনে করতে লাগলো। এলেক্স চোখ বুঝে তার আশেপাশের এনার্জি সেন্স করতে লাগলো, এনার্জিগুলোকে সে তার ডান হাতে এবজোর্ব করে নিলো। বাম হাতে তার সোর্ড থাকলেও এলেক্স দুই বা দুইদিকে কিছুটা ফাঁক করে দাঁড়িয়ে একটা পান্স মারলো। সাথে সাথে দড়ির মতো একটা সেপ নিয়ে এনার্জির ওয়েব শিক্ষকের দিকে অনেক আস্তে করে রওনা দিলো।
-> আমার মনে হয় তুমি মজা করছো? প্রথমত তোমাদের সবাইকে বলা হয়েছে একটা অস্ত্র দিয়ে ফাইট করতে সেখানে তুমি তোমার ফিস্ট ব্যবহার করছো, ওয়েল যদিও এটা নিয়মের বাইরে না তবে ফাইটিং গ্লাভস বেছে নাও নি মানে সোর্ডকে অসম্মান করলে এই সময়ে। অন্যদিকে এরকম কোনো এট্যাকে তুমি কিভাবে লাক্সে প্রবেশ করলে আমার সেটায় সন্দেহ হচ্ছে এখন
কথাটা বলতে বলতে শিক্ষক আস্তে করে হেঁটে সরে গেলো। এলেক্সের এট্যাক করা এনার্জির ওয়েবটাও আস্তে আস্তে তার পিছনে চলে যেতে লাগলো। এবার সেটার স্পিড আরো কমে গিয়েছে। এলেক্স শিক্ষকের কথা কানে দিলো না।
❝মনে হচ্ছে আমার এনার্জির পরিমাণ অনেক কম, কিন্তু আমি সিওর এবার টেকনিকটা ব্যবহার করতে পারবো। তবে আবারো আরো এনার্জির প্রয়োজন।❞ (এলেক্স ভাবছে)
শিক্ষকের কথায় এলেক্স কোনো কথা না বলার কারণে শিক্ষক অনেকটা রেগে গেলো। অপরদিকে স্টুডেন্টদের মধ্যে কথা হচ্ছিলো,
-> হাহাহা, সেটা কোনো এট্যাক ছিলো?
-> আমি এরকম এট্যাক তো মনে হয় প্রথম মানা ব্যবহার করা শেখার পরও করি নি।
-> আমি এরকম এট্যাক করলে তো লজ্জায় মুখই দেখাতে পারতাম না। এই ছেলে কিভাবে স্বাভাবিক রয়েছে?
-> কিছু কিছু ব্যক্তি থাকে যারা লাক্সে ভাগ্যের কারণে প্রবেশ করে। হয়তো এই ছেলেটাও সে।
-> ম্যাডাম রেগে আছেন। আমার মনে হয় তিনি ভালো করেই শায়েস্তা করবেন তাকে।
অন্যদিকে যে ছেলেটা শিক্ষকের সাথে সবচেয়ে বেশিক্ষণ ফাইট করেছে সে গর্বিত একটা চেহারা বানিয়ে রেখেছে। তবে মনে মনে চিন্তা করছে,
❝ যদিও এট্যাকটা ৯/১০ বছরের বাচ্চাদের ছিলো। তারপরও ভালো করে দেখলে মনে হবে এনার্জির কোনো ফর্ম এমনকি কোনো কালারও নেই। এটা কি সম্ভব?❞
অপরদিকে একটা বিস্টম্যান যে এক্সাইটেড হয়ে দেখে যাচ্ছিলো এলেক্সকে। সে চিল্লিয়ে বলতে লাগলো।
-> এই বাচ্চা গুলো কি জানে। এলেক্স তুমি আমার রাইভাল। সবাইকে দেখিয়ে দাও আমার থেকেও অন্তত একটা বেশি এট্যাক সহ্য করে।
বিস্টম্যানের কথা শুনে সবাই বিস্টম্যানকে অপমান করা নিয়ে ব্যস্ত। কিন্তু এলেক্স সেদিকে খেয়াল করছে না। কারণ শিক্ষক এবার খুব স্পিডে তার সোর্ড দিয়ে একটা স্ট্রাইক করেছে এলেক্সের দিকে। এট্যাকটা স্বাভাবিকের থেকে অনেকটা স্পিডে করেছে শিক্ষক তার রাগের কারণে। এলেক্স এট্যাকটা আটকানোর জন্য তার হাত নিচু করে দিয়ে পা উঁচু করে দিলো। তার ভারি জুতার সাথে সোর্ডটা বারি খেয়ে শিক্ষককে কিছুটা পিছনে পাঠিয়ে দিলো।
-> এটা কিরকম ম্যানার, প্রথমত একটা সোর্ডকে অসম্মান করে হাত দিয়ে এট্যাক করলে এখন আবারো সোর্ডকে অসম্মান করে পা দিয়ে এট্যাক আটকালে। (শিক্ষক)
শিক্ষক এলেক্সের ফাইট করার ধরন দেখে আরো রেখে গেলেন। তার শরীর থেকে এনার্জি বের হতে লাগলো যেটা সে নিজেও বুঝতে পারলো না।
-> আমি দুঃখিত ম্যাডাম, তবে এটা আমার প্রথম সোর্ড ফাইট। শুধু সোর্ড না আমি আমার শরীর ছাড়া অন্য কোনো অস্ত্রই ব্যবহার জানি না। (এলেক্স)
এলেক্সের কথা শুনে শিক্ষক অবাক হয়ে গেলো। পুরো ক্লাস কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে গেলো। একটা ছেলে একটাও অস্ত্র ব্যবহার করতে জানে না তারপরও লাক্সের ড্যামেজ ডিলার জব-ক্লাসে এসেছে এরকম পূর্বে কখনো হয় নি। স্টুডেন্ডরা এবার এক এক করে হাসতে শুরু করলো। তার নিজেদের হাসি থামাতে পারছে না এলেক্সের কথা শুনে। কিছু রয়েছে যারা এলেক্সকে সহ্য করতেই পারছিলো এই সময়ে। শিক্ষক আরো রেগে গেলো।
-> তোমার এনার্জি আউটপুট লেভেল কম। শুধু দেখার মধ্যে অন্যদের থেকে তোমার শরীরটা শক্তিশালী। তাহলে ট্যাংক জব-ক্লাসে না গিয়ে এখানে আসলে কেনো?
শিক্ষক কথাটা বলার সাথে সাথে আরো একটা স্ট্রাইক করলো এলেক্সের শরীরে। এবার এলেক্স শিক্ষকের কাঠের সোর্ডটা ডান হাতের গ্লাভসের মাধ্যমে কাউন্টার করলো। শিক্ষকও থেমে থাকলো না। একের পর এক এট্যাক সে করতে লাগলো এলেক্সের উপরে। এট্যাক গুলোর স্পিড প্রতি এট্যাকে বৃদ্ধি পাচ্ছিলো। প্রথম দিকে এট্যাক গুলো এলেক্স তার পায়ের জুতা এবং হাতের গ্লাভস দিয়ে আটকাতে পারলেও আস্তে আস্তে এলেক্সের শরীরে লাগতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে এলেক্সের ব্লাড বের হতে শুরু হয়েছে। এই সময়ে ফাইটটা আর সেফ মুডে ছিলো না। শিক্ষক অনেকটা রেগে গিয়েছে যে কারনে সে এট্যাক করতেই আছে। শিক্ষকের একটায় লক্ষ্য এলেক্সের সোর্ড ভাঙা কিংবা সেটা হাত থেকে ফেলে দেওয়া অথবা এলেক্সকে নিচে ফেলে দেওয়া। কিন্তু এলেক্স এট্যাক গুলো শরীর দিয়ে আটকালেও নিচে পরছে না অথবা সোর্ড দিয়ে কোনো এট্যাক কাউন্টার করছে না। অন্যান্য সবাই বলা বলি করছে,
-> যদিও এই ছেলে এই ক্লাসের জন্য হাস্যকর ছাড়া কিছুই নয়। তারপরও কি সে অসাধারন একটা ট্যাংক নয় তার বয়স অনুযায়ী?
-> আমার মনে হয় না এবারের নতুনদের মধ্যে সেরা ট্যাংকও এতো গুলো এট্যাক সহ্য করতে পারবে আমাদের ড্যামেজ ডিলার ম্যাডামের থেকে।
-> ছেলেটা তার ট্যালেন্ট নষ্ট করছে এখানে এসে।
-> হয়তো ছেলেটা গরীব কোনো জায়গা থেকে এসেছে তাই লাক্স সম্পর্কে তেমন কিছু জানে না।
-> সামনে বছরে ট্যাংক ক্লাসে যেতে হবে ছেলেটার।
-> কিন্তু আফসোস এই বছরের মধ্যেই হয়তো এক্সপেল হয়ে যাবে।
-> ড্যামেজ ডিলার ক্লাসে থেকে এট্যাকই না করতে পারলে ফাইনাল টেস্টে কিভাবে পাস করবে?
কতগুলো এট্যাক করেছে শিক্ষক সেটা তার জানা নেই। হয়তো এতোক্ষণে সে সবচেয়ে বেশিক্ষণ ফাইট করেছে এলেক্সেরই সাথে। এতোক্ষন এলেক্সের শরীরে এট্যাক লাগলেও এখন এলেক্সের স্পিডও বৃদ্ধি পাচ্ছিলো আস্তে আস্তে।
❝এই কারণে হয়তো ওজ এই ছেলেটার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। একদমই স্বাভাবিক নয় ছেলেটা। যদিও ওর মুভমেন্ট গুলো একদম সিম্পল তারপরও কখন কি করবে সেটা বোঝা অনেকটা কষ্টকর আমার জন্যও।❞ (শিক্ষক ভাবছিলো)
এলেক্স এই পর্যন্ত একবারও একটা এট্যাক করার সুযোগ পায় নি। তবে সে এবার সুযোগ করে নিলো। পায়ের জুতা ঢিলা করে নিয়েছিলো এট্যাক কাউন্টার করার সময়ে। এবার জুতা দুটো খুলে এলেক্স এক পলকের মধ্যেই শিক্ষকের সামনে চলে গেলো। সবাই এই সময়ে অবাক হয়ে গেলো এলেক্সের স্পিড দেখতে পেয়ে। অধিকাংশ মনে করলো এলেক্স কোনো স্কিল ব্যবহার করেছে যেটা টেলিপোর্ট করতে সাহায্য করে। শিক্ষক নিজেও অবাক হয়ে গিয়েছে এলেক্সকে সামনে না পেয়ে। সোর্ডের হাতলকে দুই হাত দিয়ে এলেক্স শক্ত করে ধরলো। হাতলটা শক্ত করে ধরেই এলেক্স একটা স্ল্যাশ মারলো ম্যাডামের পিছনে। বিষয়টা অনেক কম সময়ে ঘঠে যাওয়ার কারণে কেউ ভালো করে লক্ষ্য করতে পারে নি। একটা ড্রাগনের মতো কিছু একটা এলেক্সের সোর্ড থেকে বের হয়ে শিক্ষকের শরীরে লাগবে ঠিক সেই সময়েই হঠাৎ করে সেখানে ভাইস প্রিন্সিপাল ওজ এসে হাজির হলো। শিক্ষকের পিছনে এসে দাড়িয়ে সে এক হাত দিয়ে এলেক্সের সোর্ড থেকে বেরিয়ে আসা এনার্জিটা গায়েব করে দিলো।
-> মনে হচ্ছে আমাদের ম্যাডাম তার স্টুডেন্টদের শেখাতে একটু বেশিই ব্যস্ত হয়ে পরেছে যে কারণে সে প্রথম দিনেই স্টুডেন্টদের ব্লাড বের করছে। (ভাইস প্রিন্সিপাল)
কি হয়েছে এই সময়ে সেটা শিক্ষকও লক্ষ্য করে নি। তবে সে লজ্জিত হয়ে গেলো ভাইস প্রিন্সিপালের কথায়। সে এলেক্সের দিকে তাকালো, সাধারণ কেউ এলেক্সের জায়গায় থাকলে হয়তো ব্লাড বের হয়েই এতোক্ষণে মারা যেতো। কিন্তু এলেক্সের শরীর শক্তিশালী হওয়ার কারণে এবং অধিকাংশ মারাত্মক এট্যাক গুলো কাউন্টার করার কারণে এলেক্সের তেমন কোনো সিরিয়াস ইনজুরি ছিলো না। ভাইস প্রিন্সিপাল শিক্ষকের কানে কানে বলতে লাগলো,
-> লাক্স এমন একটা জায়গা যেখানে প্রতি বছরই এক একটা মনস্টার প্রবেশ করে। তবে তাদের দেখা যায় একটা দুইটা বিস্টও তাদের মধ্যে থাকে। এই বিস্ট গুলোকে যদি সঠিক ভাবে চিহ্নিত না করে ট্রেনিং না দেওয়া হয় তাহলে কখন কি করে বসে সেটা কল্পনা করা লাক্সের জন্যও একটু কষ্টকর হয়ে যায়। ঠিক তেমনি এই সময়ে আমি না থাকলে হয়তো আগামীকাল নিউজ হতো লাক্সের একজন বেস্ট ড্যামেজ ডিলার শিক্ষক গুরুতর আহত হয়েছে।
কথাটা বলে ভাইস প্রিন্সিপাল শিক্ষকের কাছ থেকে সরে আসলো। এবার সে বলতে লাগলো সবার উদ্দেশ্যে,
-> আমি তোমাদের সবাইকে একটা অফার দিচ্ছি। তোমাদের প্রত্যেকজন স্টুডেন্টদের আমি তিনটা করে এট্যাক করার সুযোগ দিবো। তোমরা চাইলে একা কিংবা সবাই একসাথে মিলে আমাকে এট্যাক করতে পারবে। তিন এট্যাকের মধ্যে আমি কাউকে কোনো রকমের কাউন্টার এট্যাক করবো না। তবে শর্ত আমি কিছুটা প্রেসার ব্যবহার করবো তোমাদের উপরে। যদি কেউ তাদের তিন এট্যাকের মধ্যে আমার শরীরে সামান্য ক্ষত তৈরি করতে পারে তাহলে আমি তাকে আমার ডাইরেক্ট স্টুডেন্ট বানাবো।
কথাটা শোনার সাথে সাথে পুরো ক্লাসরুম উত্তেজিত হয়ে গেলো। ভাইস প্রিন্সিপালকে চিনে না এরকম মানুষ ক্লাসে হয়তো শুধু এলেক্সই ছিলো। তাই তার ডাইরেক্ট স্টুডেন্ট হওয়ার অফার কেউ হাত ছাড়া করতে চাইবে না এটাই স্বাভাবিক। প্রতিটা স্টুডেন্ট উঠে গেলো। তবে ভাইস প্রিন্সিপালের অউরা এনার্জির প্রেসার অর্ধেকই ফ্লোরে পরে গেলো।
-> এই প্রেসার তো গতকালের থেকেও বেশি মনে হচ্ছে।
-> এতোটা প্রেসারে ফাইট করা কি সম্ভব? আমি তো ঠিক মতো দাঁড়িয়ে থাকতেই পারছি না।
-> ভাইস প্রিন্সিপালের ডাইরেক্ট স্টুডেন্ট হওয়া হয়তো এতোটা সহজ নয়। টপ স্টুডেন্টদেরই তো সমস্যা হওয়ার কথা।
লাক্সে প্রবেশ করেছে যারা তাদের সবাই শক্তিশালী ছিলো। কিন্তু কিছু রয়েছে যারা তাদের থেকে আলাদা। যে সাতজন শিক্ষকের একের অধিক এট্যাক সহ্য করেছে তারা ভাইস প্রিন্সিপালের সামনে চলে এসেছে। ভাইস প্রিন্সিপাল বলতে লাগলো,
-> এনার্জি থাকলেই একজন প্রকৃত শক্তিশালী হয় না। শরীরে এনার্জি একদমই না থাকার পরেও এনার্জি সঠিক ভাবে ব্যবহার করা জানে যেসব ব্যক্তি আসল ট্যালেন্টেড তো তারায় হয়। ও আমি বলতেই ভুলে গিয়েছি, আমার যতটা কাছে আসবে প্রেসার ততটা বৃদ্ধি পাবে।
ভাইস প্রিন্সিপালের একদম কাছে চলে এসেছিলো সাতজনই। যাদের পাচজনই পরে গেলো ফ্লোরের উপরে প্রেসারের কারণে। অন্যদিকে দুজন যাদের মধ্যে লম্বা চুল ওয়ালা একটা ছেলে এবং একটা বিস্টম্যান। দুজনে তাদের প্রথম এট্যাক করলো ভাইস প্রিন্সিপালের বিপক্ষে। কিন্তু প্রেসারের কারণে সেটার স্পিড একদমই কম ছিলো তাই ভাইস প্রিন্সিপাল আস্তে করে হেঁটেই সেটা এরিয়ে গেলো। একদম কাছে আসার কারণে তাদের শরীরে প্রেসারের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেলো যে কারণে তারা দুজনেও পরে গেলো।
-> সব মনস্টারের মধ্যে পাঁচটা সেরা মনস্টার বের হয়েছে তাহলে এই ক্লাসে। দুজন মনস্টারও রয়েছে। (ভাইস প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপালের অউরা দূর হয়ে গেলো। সবাই অনেকটা দুর্বল অনুভব করছিলো। এরপরও একে অপরকে সাহায্য করে সবাই তাদের সিটে গিয়ে বসে পরলো।
-> ম্যাডাম যেহেতু আমার ডাইরেক্ট স্টুডেন্ট তার জব-ক্লাস বেছে নিয়েছে তাই আশা করছি রেজিষ্ট্রেশনের ব্যাপারটা আপনি দেখে নিবেন এবং তার ডাইরেক্ট শিক্ষক হিসেবে তার ট্রেনিং আমি দেখে নিবো। (ভাইস প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপাল একটা মুচকি হাসি দিয়ে এলেক্সকে নিয়ে পলকের মধ্যেই সেখান থেকে গায়েব হয়ে গেলো। শিক্ষক সহ সবাই অবাক হয়ে গেলো এই সময়ে। কেউ এই রকম কিছু আশাও করে নি।
-> আজকের ক্লাস এই পর্যন্তই। (শিক্ষক)
শিক্ষক কথাটা বলে বের হয়ে যেতে লাগলো ক্লাস থেকে। ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পরে সে একটা বিষয় খেয়াল করলো। ক্লাস রুমের দেওয়াল ফুটো হয়ে রয়েছে যেটা শক্তিশালী ব্যারিয়ার দিয়ে রেইনফোর্স করা।
❝ছেলেটার প্রথম এট্যাক তো এদিকেই আসছিলো তাই না?❞ (শিক্ষক ভাবছে)
অন্যদিকে,
ভাইস প্রিন্সিপাল এলেক্সকে নিয়ে খোলা একটা মাঠের মধ্যে একটা গাছের নিচে চলে এসেছে হঠাৎ করে। এলেক্স লক্ষ্য করলো ভাইস প্রিন্সিপালের হাত কেটে গিয়েছে যেটা একটা রুমাল বের করে পেঁচিয়ে নিলো সে।
-> ভাবি নি আমার মাস্টার করা টেকনিকই এতোটা শক্তিশালী হবে।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।