[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২১২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
Click To Get Spoiler
আসসালামু আলাইকুম
নিচের বাটনে ক্লিক করলে যেকোনো ধরনের একটা এড লোড হবে। সময় থাকলে বাটনে ক্লিক করে এক মিনিট অপেক্ষা করলে আমার অনেক উপকার হবে।😁
অনেক রাত পর্যন্ত ট্রেনিং করে এলেক্স ঘুমাচ্ছিলো। সপ্তাহ খানেক হবে এলেক্স লাক্সের হোস্টেলে রয়েছে। পুরো সপ্তাহ কিভাবে কেটে গেলো তা এলেক্স ভেবেও পায় নি। এলেক্সের লাক্সে প্রবেশ করার কারণ ছিলো একটা মিশন, তবে এই সময়ে এলেক্স সম্পূর্ণ মিশনের কথা ভুলেই গিয়েছে। এলেক্স আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এক সপ্তাহ ব্যস্ত ছিলো। লাক্সে প্রবেশ করার পর এই পর্যন্ত এলেক্স ঘুমিয়েছে কিনা সেটা সে নিজেও জানে না। তার শরীরে ঘুম আসলেও এলেক্স অন্যান্যদের থেকে ভিন্ন। একটানা না ঘুমিয়েও তার শরীর সঠিক ভাবেই চলতে থাকে। তবে গতকালের ট্রেনিং এর পরে এলেক্স অনেক ক্লান্ত হয়ে পরেছিলো। যেটা পূর্বে কখনো হয় নি। সপ্তাহের সাতদিনের মধ্যে একদিন লাক্সের সকল কার্যক্রম বন্ধ থাকে। যে কারণে এলেক্স আজ কোনো রকম চিন্তা ছাড়ায় ঘুমাচ্ছে। হঠাৎ করে এলেক্স তার চোখ দুটো খুললো। চোখ খুলেই এলেক্স আস্তে আস্তে বলতে লাগলো,
-> একটা আজব স্বপ্ন দেখলাম। (এলেক্স)
কথাটা বলে এলেক্স চোখটা কিছুক্ষণ বন্ধ করে রাখলো। এরপর আবার চোখ খোলাতে সামনে আজব কিছু একটা দেখতে পারলো।
-> তাহলে গতকালের এই বিষয়টাও স্বপ্ন ছিলো না। (এলেক্স)
এলেক্সের সামনে একটা প্রজেকশন তৈরি হয়েছে। মূলত একটা ডিভাইসের প্রয়োজন হয় এরকম একটা প্রজেকশন তৈরি করতে কিন্তু কোনোরকম ডিভাইস ছাড়ায় এলেক্সের সামনে একটা প্রজেকশন স্ক্রিণ তৈরি হয়ে আছে যার মধ্যে এখনো ১০% লেখা রয়েছে। কম্পিউটার থেকে ডাটা ট্রান্সফার করলে যেভাবে লোডিং দেখায় সেভাবেই লোডিং দেখাচ্ছে। কিছুটা নিচে একটা ছোট মেসেজ রয়েছে এরকম,
꧁ཌকনগ্রাচুলেশন ডিম্যান কিং সিস্টেম ১০% আনলক হয়েছে। রিওয়ার্ড হিসেবে ইউজার দুটো স্কিল পেয়েছেন। স্কিল 'নার্কোলেপসি' এবং স্কিল 'গ্লাটোনি(Sealed)' যুক্ত হয়েছে ইউজারের স্কিল লিস্টে। স্কিলের বিবরণ ডিম্যান কিং সিস্টেম সম্পূর্ণ ভাবে আনলক হলে অন্যান্য ফাংশনের সাথে দেখা সম্ভব।ད꧂
এলেক্স এখনো বুঝতে পারছে না এই বিষয়টা আসলে কি এবং সেটা তাকে কি বোঝাতে চাচ্ছে। এলেক্স উঠে বসলো। তার বসার সাথে সাথে জিনিসটা সামনে থেকে হারিয়ে গেলো।
-> মাস্টার তো বলেছে এই বিষয় নিয়ে চিন্তা না করতে। কারণ এটা আমার ইউনিক স্কিল হতে পারে। (এলেক্স)
গতকাল এই স্ক্রিনের বিষয়টা এলেক্স তার মাস্টারের সাথে শেয়ার করেছিলো। এলেক্সকে বিষয়টা অবাক করেছে স্ক্রিনটা সে ব্যতীত তার মাস্টারও দেখতে পারে নি। এলেক্স বুঝতে পারছিলো না বিষয়টা কি।
-> এই জিনিসটা আসার পরই সর্বপ্রথম আমি গতকাল আমার চোখ খোলা রাখতে পারি নি। (এলেক্স)
এলেক্স ঘুমাতে পারলেও তার শরীর যত ক্লান্তই হোক সেটা নিজে থেকে কখনো ঘুমিয়ে পরে নি। কিন্তু গতকাল রাতে ট্রেনিং করার সময়ে দ্বিতীয়বার তার সামনে স্ক্রিনটা আসার পরে সে নিজের চোখ খোলা রাখতে পারে নি।
-> যে বিষয়ের কোনো সমাধান পাচ্ছি না সেটা নিয়ে হয়তো চিন্তা করে এখন আমার কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। বরং হয়তো আমি এই আজব জিনিসকে ১০০% করতে পারলেই কিছুটা জানতে পারবো বলে আমার মনে হচ্ছে। (এলেক্স)
এলেক্স উঠে দাঁড়ালো। বিছানায় এতোক্ষণ সে খেয়াল না করলেও উঠে দাঁড়ানোর পরে সে হঠাৎ তার শরীরে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলো।
-> আমি কি একটু শক্তিশালী হয়েছি? (এলেক্স)
এলেক্স তার হাত মুঠো করে ধরলো। সে অনুভব করতে পারলো তার শরীর পূর্বের থেকে শক্তিশালী হয়েছে অনেকটা। এটা সাধারণ কোনো পরিবর্তন ছিলো না। এলেক্স ট্রেনিং করছে অনেক দিনই হলো। সারা দিন রাত সে ট্রেনিং নিয়েই চিন্তা করে। কিন্তু এরপরও ট্রেনিং একটা লিমিট থাকে। প্রথম দিকে এলেক্সের করা ট্রেনিং তাকে এক ধাপে শক্তিশালী করলেও এখন সেটা খুব রেয়ার একটা বিষয়। এলেক্স তার করা ট্রেনিং এ সর্বোচ্চ পাওয়ার অর্জন করেছে। সে অনেক দিন যাবৎ তার লিমিট ভাঙতে পারছিলো না।
-> আমি সিওর এটা টেকনিক ব্যবহারের কারণে হয় নি। (এলেক্স)
এলেক্সের মাথায় আরো নতুন চিন্তা এসে ভর করলো কিন্তু এবার সেটা নিয়ে আর বেশিক্ষণ সে ভাবলো না। একটা শার্ট পরে এলেক্স রুম থেকে বেরিয়ে গেলো। যদিও সকল স্টুডেন্টদের আজকে ছুটি ছিলো তবে এলেক্স এই দিনটাও তার ট্রেনিং এ কাজে লাগিয়ে শক্তিশালী হতে চাই।
অন্যদিকে,
একটা লাইব্রেরি রুমের মধ্যে, ভাইস প্রিন্সিপাল ওজ বসে বসে একটা বই পড়ছিলো মনোযোগ দিয়ে।
❝এলেক্সের সাথে রেজিষ্ট্রেশন অফিসে ফাইট করার পরও হয়তো আমি এতোটা গবেষণা করি নি ওর এনার্জি কোর সম্পর্কে যতটা না এখন করছি। বিষয়টা প্রথমেই আমি অন্য কারো সাথে শেয়ার করতে পারছি না। যেহেতু কন্সটেলেশনরা জড়িত রয়েছে স্পেশাল স্ক্রিনের বিষয়ে তাই আপাতোতো আমাকেই পর্যবেক্ষণ করতে হবে।❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছেন)
ওজ তার বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো।
-> যা হওয়ার সেটা হয়তো পরেই দেখা যাবে। যদিও এলেক্সের কথা মতো এখনো সে কোনো কন্ট্রাক তৈরি করে নি কিংবা কন্সটেলেশন সম্পর্কে তেমন কিছু জানেই না তাই তাকে আপাতোতো এ নিয়ে কোনো কথা বলায় ঠিক হবে না। (ওজ)
ভাইস প্রিন্সিপাল ওজ তার বসার চেয়ার থেকে সরে আস্তে করে হাঁটতে শুরু করলো।
-> সাতদিনে দুটো টেকনিক এলেক্স সম্পূর্ণ মাস্টার করে নিয়েছে। আমার মনে হয় ৬ মাসের মতো সময় লাগবে তাকে সম্পূর্ণ ১০ টা টেকনিক মাস্টার করতে। (ওজ)
কথাটা নিজেকে বলেই ওজ সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেলো। লাক্সের এরিয়ার অনেকটা সাইডে একটা গাছের নিচে চলে আসলো ভাইস প্রিন্সিপাল ওজ। সে এখানে এসেই এলেক্সকে দেখতে পারলো। কাঠের একটা সোর্ড দিয়ে এলেক্স সেখানে থাকা একমাত্র হলুদ পাতার গাছটায় আঘাত করছিলো। একের পর এক স্ল্যাশ মারলেও গাছের গায়ে কোনো রকম ক্ষত হচ্ছিলো না। ওজকে দেখে এলেক্স আবারো এট্যাক করা নিয়ে ব্যস্ত হয়ে গেলো।
❝যদিও আমার মনে হচ্ছে আমার কিছুটা স্ট্রেন্থ বৃদ্ধি পেয়েছে এরপরও প্রতিবার সোর্ডটা গাছের গায়ে স্পর্শ করার সাথে সাথে আমার সম্পূর্ণ শরীর কেঁপে উঠছে।❞ (এলেক্স ভাবছে)
-> তুমি কে? (ওজ)
পুরো কনফিউজড হয়ে ভাইস প্রিন্সিপাল এলেক্সকে প্রশ্নটা করলো। এলেক্স ভাইস প্রিন্সিপালের দিকে কনফিউজড হয়ে তাকালো।
-> মাস্টার আপনি মজা করছেন? আমি এলেক্স। (এলেক্স)
এলেক্স কথাটা বলে আবারো সোর্ডটা নিয়ে গাছের গায়ে আঘাত করতে লাগলো।
-> এলেক্স! (ওজ)
ভাইস প্রিন্সিপালের অবাক হওয়া কোনো মজার বিষয় ছিলো না। যদিও সে একদিন আগে এলেক্সকে দেখেছে, তারপরও এই এলেক্স এবং একদিন আগের এলেক্সের মধ্যে অনেক বড় পার্থক্য ছিলো। এলেক্স আংশিক ফর্সা হলেও তার চেহারা তেমন আহামরি ছিলো না। যদিও সেটা সাধারণ কিংডমের কোনো বড় পরিবারের ছেলের মতো ছিলো তারপরও সেরকম অনেক ছেলে মেয়েই রয়েছে পৃথিবীতে। ভাইস প্রিন্সিপাল ওজ একটা হাসি দিলো।
-> যদিও আমি মনে করতে পারছি না গতকাল তোমার চেহারা কেমন ছিলো তারপরও এটা বলতে পারবো তুমি এরকম ছিলে না। মনে হচ্ছে সেই স্ক্রিনটার কারণেই কিছু হয়েছে। আমি ডিটেইলস চাইবো না তবে আমার মনে হয় এই সময়ে তোমার একটা মাস্ক ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। (ওজ)
এলেক্স তার এট্যাক বন্ধ করে এবার ভাইস প্রিন্সিপালের কাছে এসে দাঁড়ালো।
-> মাস্টার, কি বলছেন আমি বুঝতে পারছি না। (এলেক্স)
এলেক্সের কথা শুনে ভাইস প্রিন্সিপাল তার ফোন বের করলো এবং সেটা দিয়ে এলেক্সের একটা ছবি তুলে সেটা এলেক্সকে দেখালো।
-> কোনো পরিবর্তন লক্ষ্য করছো? (ওজ)
এলেক্স মোবাইলে নিজের ছবিটা দেখলো। যদিও পার্থক্য ছিলো কিন্তু এলেক্সের স্বাভাবিকই মনে হলো। ভাইস প্রিন্সিপালও এলেক্সের গতকালের চেহারা মনে করতে পারছে না যে কারণে সে তার ফোনে এলেক্সের রেজিস্ট্রেশন ফাইলটা চেক করলো। ফাইলে এলেক্সের ছবি দেখতে পেরে সে আরো অবাক হয়ে গেলো। একটা মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলো,
❝হাহাহাহা, মনে হচ্ছে রিয়েলিটি চেঞ্জ হয়েছে কিংবা আমিই পাগল হয়ে গিয়েছি।❞ (ওজ ভাবছে)
ভাইস প্রিন্সিপাল একটা মুচকি হাসি দিয়ে তার এই চিন্তাও দূর করে ফেললো মাথা থেকে। সে এলেক্সের সামনে বসে পরলো। তার দেখা দেখি এলেক্সও বসে পরলো।
-> এলেক্স আমি সাতদিন তোমাকে পর্যবেক্ষণ করেছি। সাতদিনে তুমি দুটো টেকনিক মাস্টার করেছো যেটা অবিশ্বাস্য একটা বিষয়। আমি দুটো টেকনিক মাস্টার করতে এক বছর সময় লাগিয়েছিলাম। যদিও তোমার জন্য ব্যাপারটা অবিশ্বাস্য এবং প্রশংসনীয় তবে এটা পর্যাপ্ত নয় তোমার জন্য। তুমি হয়তো খেয়াল করবে সাধারণ সময়ে তুমি অন্যান্যদের মতো এনার্জি ব্যবহার করতে পারো না। পারলেও সেটার মাত্রা খুবই সামান্য থাকে। (ওজ)
-> হ্যাঁ মাস্টার। আমার ম্যাজিসিয়ান আন্টি প্লেটো বলেছে সে আমার শরীরে কোর অনুপস্থিত। (এলেক্স)
-> হ্যাঁ, এটা সবচেয়ে অবাক করার বিষয়। যদিও তেমন অবাক হওয়ার কিছু নেই এতে। মানা এবং অউরা এনার্জি এমন নয় যে কোর না থাকলে ব্যবহার করা যাবে না। অবশ্য যাদের কোর নেই তারা অনুভব করতে পারে না বিধায় এনার্জি ব্যবহার করতে পারে না। তবে তোমার মতো পুরো জনসংখ্যার মধ্যে কিছু ব্যক্তি রয়েছে যাদের কোর প্রয়োজন হয় না। এসব ব্যক্তিরা এমনিতেই এনার্জি ব্যবহার করতে পারে। কিন্তু পরিবেশে এনার্জির মাত্রা কম এবং সেগুলোকে একবারে এবজোর্ব করা সম্ভব নয় তাই শরীরে কোর না থাকলে তোমার জন্য অসুবিধা। যদিও তুমি শারিরীক ভাবে অনেক শক্তিশালী হয়েছো কিন্তু যদি তোমার মতো কোনো বিস্টের সাথে তোমার ফাইট হয় যাদের কোর নেই কিংবা কোর থাকার পরেও এনার্জির তেমন ব্যবহার না করেই শক্তিশালী তাহলে তোমার জীবন বাঁচানোও কষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু এদের সংখ্যা খুবই কম তাই তাদের সাথে সাক্ষাত হওয়ার সম্ভবনা তোমার প্রায় নেই বললেই চলে। যেহেতু কোরের ব্যাপারে আপাতোতো তেমন কোনো তথ্য বের হয় নি তাই এই বিষয়টা এক সাইডে রেখে দিয়েছি। আপাতোতো তোমার মূল টার্গেট হবে তোমার লিমিটকে অতিক্রম করা। আমি বুঝতে পারছি তুমি একই ট্রেনিং বেশ কিছুদিন যাবৎ করে আসছো কিন্তু কোনো উন্নতি তেমন হয় নি। তাই তৃতীয় টেকনিক শুরু করার পূর্বে আজকে তোমাকে তোমার নতুন ট্রেনিং এর সাথে পরিচিত হতে হবে। (ওজ)
ভাইস প্রিন্সিপাল ওজ এলেক্সকে এক টানে কথাগুলো বললো। এলেক্স চুপ করে শুধু সেগুলো শুনে গেলো। এবার ভাইস প্রিন্সিপাল ওজ তার হাতে একটা চুটকি মারলো, সাথে সাথে এলেক্সের পাশে বেশ কিছু জিনিস চলে আসলো। একটা কালো কাঠের সোর্ড, এক জোড়া কালো গ্লাভস, এক জোড়া কালো জুতা, একটা কালো প্যান্ট, একটা কালো টিশার্ট, একটা কালো শার্ট এবং একটা কালো ক্যাপ। সব গুলো মাটিতে যেভাবে পরে আছে তাতে বোঝা যাচ্ছিলো তাদের ওজন স্বাভাবিক ছিলো না।
-> যেহেতু গ্লাভস এবং জুতার ওজন তোমার কাছে এখন স্বাভাবিক হয়ে গিয়েছে তাই আমি ট্রেনিং একটু আপগ্রেড করলাম। যেহেতু গতকালের গ্রাভিটি ট্রেনিং স্যুট সহ আরো আইটেম গুলোর এনার্জি গুলো এবজোর্ব করে স্বাভাবিক বানিয়ে দিয়েছো তাই আজ কোনো আইটেম দিচ্ছি না। ওয়ার্ল্ডের এই পর্যন্ত সবচেয়ে ভারি ফ্যাব্রিক দিয়ে তৈরি এ পোষাক গুলো। (ওজ)
এলেক্স একাডেমিতে আসার পর থেকেই ভারি একটা গ্লাভস এবং জুতার কথা ভাবছিলো। গতকাল যদিও সুন্দর একটা আইটেম দেখিয়েছিলো তার মাস্টার যা স্বাভাবিক থেকে প্রায় ১০ টন ওজন বৃদ্ধি করতে পারে, কিন্তু এলেক্স সেটাকে স্পর্শ করার সাথে সাথেই নর্মাল হয়ে যায়। তার মাস্টার বিষয়টা আরো গবেষনা করার কারণে আরো বেশ কিছু ম্যাজিকাল আইটেমকে শুধু আবর্জনা আইটেমে পরিণত করে। তাই আজকে কোনো ম্যাজিকাল আইটেম ব্যতীত নর্মাল ট্রেনিং এর ভারি কোনো জিনিস পেয়ে এলেক্স সেটা ট্রাই করার জন্য উঠলো।
-> সবগুলো হাতে নিলে হয়তো তোমার ক্লাসের অধিকাংশ স্টুডেন্ট এট্যাক করেও তোমাকে জায়গা থেকে সরাতে পারবে না। যেহেতু অনেকটা ভারি তাই আর্মারের মতোও কিছুটা কাজ করবে। অবশ্য এটা লাক্সের কোনো এক্সামে ব্যবহার করতে পারবে না সেজন্য আমি দুঃখিত। (ওজ)
এলেক্স নিচে পরে থাকা জিনিসগুলো উঠাতে ব্যস্ত হয়ে গেলো। অন্যদিকে ওজ ভাবছে,
❝হ্যাঁ, তুমি যতই আশ্চর্যকর হও না কেনো এলেক্স। তোমাকে শক্তিশালী হতে হবে।❞ (ভাইস প্রিন্সিপাল ভাবছে)
* * * * *
গার্লস হোস্টেল,
একটা মাঝারি সাইজের রুম। পিংক কালারের বিভিন্ন রকমের ডেকোরেশন করা। কয়েকটা সোফা গোল করে দিয়ে মাঝখানে ছোট একটা গোল টেবিল রয়েছে। তিনজন মেয়ে বসে ছিলো সেখানে। দুজন দামী একটা ড্রেস পরে থাকলেও একজন খুব সাধারণ একটা ড্রেস পরে আছে। তারপরও সৌন্দর্যের দিক দিয়ে সাধারণ ড্রেস পরা মেয়েটা রুমের মধ্যে সেরা ছিলো। যে কেউ রুমে প্রবেশ করলে তাদের নজর প্রথমে সে মেয়েটার দিকে যাবে। হালকা বাতাসে তার হলুদ চুলগুলো উড়ছিলো। চুল গুলো ঠিক করা নিয়ে সে ব্যস্ত হয়ে গেলো। তখন অন্যান্য দুটো মেয়ে সম্মানের সাথে বলতে লাগলো,
-> প্রিন্সেস এলিজাবেথ! ইংল্যান্ডের একমাত্র রাজকন্যা, ভবিষ্যৎ রাউন্ড টেবিল এবং বর্তমানের ইয়াং পিস গ্রুপের ভাইস লিডার হিসেবে কি আপনার একটু সুন্দর করে সেজে থাকা দরকার না? যদিও আপনাকে সব পোষাকেই অতুলনীয় লাগে তারপরও এভাবে কমনারের মতো ড্রেস আপনার স্ট্যাটাসকে একটুও মানায় না।
কথাটার মধ্যে অনেকটা সম্মান ছিলো। তাদের কথা শুনেই বোঝা যাচ্ছিলো প্রিন্সেসকে তারা অনেকটা সম্মান করে। আর যেহেতু তারা পরিচিত তাই তাদের এরকম কথা বলতে কোনো সমস্যা হচ্ছিলো না। প্রিন্সেস এলিজাবেথ মুচকি একটা হাসি দিলো,
-> যেহেতু আমার স্ট্যাটাস লাক্সে কাজ করবে না তাই এই জায়গার মধ্যে আমি সম্পূর্ণ ফ্রি। নিজের মন যা চাইবে আমি তাই করবো। (প্রিন্সেস)
তার মিষ্টি হাসিতে দুজনে আর এই বিষয় নিয়ে কিছুই বলতে পারলো না। দুজনের মনই গলে গেলো। তবে একজন হঠাৎ করে টপিক চেঞ্জ করে বলতে লাগলো,
-> প্রিন্সেস, আজকে আপনাকে একটু বেশিই খুশি লাগছে!
মেয়েটার কথায় প্রিন্সেস এলিজাবেথ আরো একটা হাসি দিলো। প্রিন্সেস কিছু না বলে উঠে গেলো। দুজনে বলতে লাগলো,
-> আমি গতকাল প্রিন্সেসকে একটা ছেলের দিকে তাকিয়ে থাকতে দেখেছি।
-> তাহলে কি প্রিন্সেস কোনো ছেলের উপরে ক্রাশ খেয়েছে?
-> আমার মনে হয় না এমন কোনো বিষয়। পারিবারিক ভাবে সব ঠিক থাকলে আমাদের লিডারের সাথেই প্রিন্সেসের বিয়ে হয়ে যাবে, তাই আমার মনে হয় না অন্য কোনো ছেলের কথা চিন্তা করবে সেভাবে প্রিন্সেস।
-> তাহলে কি আমাদের গ্রুপের জন্য কাউকে খুঁজে পেয়েছে?
-> আমারও মনে হয় এটায় হবে।
রুম থেকে প্রিন্সেস এলিজাবেথ বের হয়ে নিজের রুমের দিকে রওনা দিলো। যেতে যেতে সে ভাবতে লাগলো,
❝প্রতিবার যখন ছেলেটার সাথে দেখা হয় আমি বুঝতে পারি না আমার মাইন্ডে কেনো অন্যকিছু আসতে চাই না। তাকে দেখলেই প্রতিবার আমার মনে হয় হয়তো পূর্ব থেকেই তাকে আমি চিনি।❞ (প্রিন্সেস ভাবছে)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।