[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২১৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এলেক্সে নিজের চোখ খোলার পর আবারো নিজেকে একটা রুমের মধ্যে বন্ধি দেখতে পেলো। সে আশে পাশে তাকিয়ে দেখতে লাগলো, রুমটা তার ১৫ বছর আটকে থাকা ফোর্টেজের থেকেও তুলনামূলক অনেক ছোট ছিলো।
-> জায়গাটা আমাদের হেডকোয়ার্টার এর মতো। (এলেক্স)
এলেক্স দেওয়ালে হাত দিয়ে কথাটা বলতে লাগলো। দেওয়ালে হাত দেওয়ার পরে এলেক্স কিছুটা অবাক হলো। সে দেওয়ালে হাত দিয়েছে সেটা সে অনুভব করতেই পারছে না।
-> তাহলে কি আমি আবারো কোনো স্বপ্ন দেখছি? (এলেক্স)
এলেক্স জায়গাটা সম্পর্কে বুঝতে বুঝতেই কতটা সময় পার করে দিয়েছে সেটা সে নিজেও জানে না।
❝যেহেতু ফোর্টেজের মধ্যেও আমি সময় সম্পর্কে কিছুই জানতাম না কারণ সেখানে দিন এবং রাত নির্ধারণ করা এবং সময় দেখার মতো কোনো জিনিস ছিলো না। কিন্তু ফোর্টেজে থাকা সময়টায় যতটা ট্রেনিং করেছি আমি এই জায়গাতে তার থেকে দ্বিগুণ সময় নিয়ে করেছি। তাহলে অন্তত ৩০ বছর পার হওয়ার তো কথা তাই না? কিন্তু এখনো আমি এই স্বপ্ন থেকে বের হতে পারছি না কেনো?❞ (এলেক্স ভাবছে)
এলেক্স অনেকটা সময় পার করেছে, এই পুরোটা সময় সে শুধু ট্রেনিং করে কাটিয়েছে। এতোটা সময় কাটানোর পরে সে কয়েকটা বিষয় বুঝতে পেরেছে। যেহেতু এটা একটা স্বপ্ন তাই এতোটা সময় ট্রেনিং করার পরেও তার কোনো রকমের ক্ষুধা লাগে নি। যতটা সময় এলেক্স এই জায়গাতে রয়েছে একটু একটু করে জায়গাটাও বৃদ্ধি পেয়েছে। প্রথম যখন সে এখানে এসেছিলো তখন তার গ্রুপের অবস্থান করা এপার্টমেন্টের এলেক্সের ছোট রুমের মতো জায়গাটা ছিলো। কিন্তু এখন হয়তো ৩০ বছর কেটেছে যার মধ্যে জায়গাটা কিছুটা বৃদ্ধি পেয়ে এলেক্সের লাক্সে থাকা রুম যেটা তার গ্রুপের এপার্টমেন্টের রুমের চারগুণ বড় তার সমান হয়েছে। যেহেতু রুম গুলোতে এলেক্স ট্রেনিং করেছে সারাক্ষণ তাই প্রতিটার কতটুকু জায়গা রয়েছে সেটা সে চোখ বুঝেও বলে দিতে পারবে।
-> প্রথমের স্বপ্নটা যেটা স্বপ্নটা দেখার পূর্বে কখনোই আমার মনে হতো না। কিন্তু স্বপ্নটা দেখার পরে কেনো জানি সেটাকে মানিয়ে নিয়েছি এবং এখন মনে হচ্ছে সে জীবন আমি কাটিয়ে এসেছি। সেটা নিয়ে ভাবার সময় শেষ হয়নি তার পূর্বেই আবার এই নতুন স্বপ্ন যেখানে আমাকে আরো কতটা সময় থাকতে হবে সেটা আমি নিজেই বুঝতে পারছি না। (এলেক্স)
একটা সাধারণ মানুষকে যেখানে ১ সপ্তাহ একা একটা রুমের মধ্যে আটকে রাখলে সে পাগল হয়ে যাবে, আবার সেই মানুষকে তার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একা একটা রুমের মধ্যে আটকা রাখলেও ১/২ মাস পরে দেখা যাবে সে ও পাগল হয়ে যাবে। আর সত্যি একটা স্পেশাল মানুষকেও একা একটা রুমের মধ্যে আটকে রাখা হয় তাহলে দেখা যাবে ৫ থেকে ১ বছর পর সে ও পাগল হয়ে যাবে। সবশেষে একটা পাগলকে একটা ছোট রুমের মধ্যে আটকা রাখলে সে পুরো সময় পাগলামি তো করবেই কিন্তু ১/২ বছর পর দেখা যাবে পাগলটাও আত্মহত্যার বিভিন্ন উপায় বেছে নিবে। সেখানে এলেক্স কতটা সময় একা পার করেছে সেটা সে নিজেও জানে না। প্রথমে ফোর্টেজের মধ্যে কাটানো পনেরো বছর এবং এখনকার এই আজব জায়গাটা তার কাটানো সময়, সব গুলো মেলানোর পরও এলেক্স স্বাভাবিকই আছে। স্বাভাবিক বললে ভুল হবে, বর্তমানে এলেক্সের অবস্থা স্বাভাবিক নয়, কারণ তার জায়গায় অন্য কেউ হলে এতোক্ষণে তারা আত্মহত্যা করে মারা যেতো।
* * * * *
বাস্তবে,
এলেক্স তার রুমের মধ্যে বিছানায় শুয়ে ছিলো। তার কোনো রকমের সেন্স ছিলো না। একদম বাচ্চা ছেলের মতো ঘুমাচ্ছিলো। তার পাশেই দাঁড়িয়ে আছে ভাইস প্রিন্সিপাল ওজ।
-> কিছুটা সন্দেহ করেছিলামই, যেখানে পাঁচ বছর প্রিন্সিপাল আমাকে কোনো ধরনের মিশন দেয় নি সেখানে হঠাৎ করে আমাকে কেনো পাঁচ দিনের বড় একটা মিশন দিলো? মনে হচ্ছে তার কমপ্লেক্স ভাবটা এখনো কাটে নি। (ওজ)
ওজ অনেক ক্ষণ হলো এলেক্সের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এলেক্সের উঠার কোনো নামই ছিলো না।
-> চারদিন হয়ে যাচ্ছে, আর কত ঘুমাচ্ছে এলেক্স? এবার উঠে পরো। তোমার জন্য আমার কাজের পরিমাণ বেরে গিয়েছে, তাই শাস্তি তো তোমাকে পেতেই হবে সেটার জন্য। (ওজ)
ওজ এলেক্সের রুম থেকে সাথে সাথে গায়েব হয়ে গেলো। এলেক্সের রুম থেকে সে হঠাৎ করে একটা হাসপাতালের রুমের সামনে এসে অবস্থান করলো,
-> যদিও লাক্সের বাইরে কখনো তার চেহারা আমার দেখতে মন চাই না তারপরও কিছু করার নেই। (ওজ)
ওজ কথাটা বলে দরজায় একটা টোকা দিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশের সাথে সাথে সে প্রিন্সিপালকে বেডের উপরে বসে থাকতে দেখো পিঠ লাগিয়ে। তার হাতে আপেল রয়েছে যেটা সে ছোট চাকু দিয়ে কেটে কেটে খাচ্ছিলো। ওজকে দেখার সাথে সাথে সে বলতে লাগলো,
-> আমার এই অসহায় অবস্থা দেখে হাসার জন্য এখানে এসেছো তাহলে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপালের চেহারার মধ্যে আর হাসি কান্না সহ কোনো রকমের এক্সপ্রেশন লক্ষ্য করলো না ওজ। ওজের মনে হচ্ছিলো প্রিন্সিপালের তাকানোর ভাবটা সম্পূর্ণ এলেক্সের মতো।
-> আমি শুধু এসেছিলাম সম্পূর্ণ বিষয়টা জানার জন্য। যেহেতু এলেক্সের মাস্টার আমি, তাই তার বিষয়ে জানার অধিকার রয়েছে আমার। (ওজ)
ওজের কথা শুনে প্রিন্সিপাল একটা দীর্ঘ শ্বাস ফেললো এবং বলতে লাগলো,
-> লাক্সের অফিসারদের থেকে সব কিছু হয়তো শুনে নিয়েছো, তাই এখানে আর কিছু বলার মতো নেই আমার। (প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপাল ওজ বেডের পাশের চেয়ার নিয়ে বসে পরলো। এবার মুখে মুচকি একটা হাসি নিয়ে সে বলতে লাগলো,
-> লাক্সের হাই লেভেল ব্যারিয়ারের মধ্যে লেভেল-১০ এর একটা মনস্টার ঢুকে পরেছিলো এবং সেটাও কখন? যখন সবাই চলে গিয়েছিলো অরিয়েন্টেশন ক্লাস থেকে এবং শুধু এলেক্স আর আমাদের প্রিন্সিপাল ছিলো সেখানে। যদিও আমাদের প্রিন্সিপাল একটা কন্সটেলেশনের অ্যাভেটার তারপরও সে একা লেভেল ১০ এর একটা মনস্টারের সাথে একা ফাইট করে শুধুমাত্র শরীরের একটা দুই হাড় এবং মানসিক ভাবে কিছুটা আহত হয়েছে এটা বিশ্বাস করা শুধু আমি কেনো পুরো ওয়ার্ল্ডও লজিক্যাল ভাবে চিন্তা করলে এটাকে সন্দেহজনক মনে হবে। (ওজ)
ওজের কথা শুনে চুপ হয়ে রইলো প্রিন্সিপাল। সে কোনো রকমের কথা বলার মতো খুঁজে পেলো না।
-> কোথায় এখন সেই ভাবওয়ালা কন্সটেলেশন যে আমাদের মতো দুর্বল মানুষদের থেকে দুর্গন্ধ বের হয় বলে কথা বলতে চাইতো না। (ওজ)
ওজের কথায় এবারো ভাইস প্রিন্সিপাল কোনো কথা বলতে পারছে না। শুধু আপেলটাকে শক্ত করে ধরে বসে রইলো সে।
-> যেহেতু কথা বলার মতো কিছু নেই আপনার তাই আমিও ডিসট্রাব করবো না। (ওজ)
ওজ কথাটা বলার পরে রুম থেকে বের হয়ে গেলো। রুমের বাইরে যাওয়ার সাথে সাথে সেখানে দুটো ব্যক্তির সাথে তার দেখা হয়ে গেলো। দুজনের মধ্যে একজনের কান লম্বা ছিলো, যে কিনা একজন এল্ফ ছিলো, অপরদিকে আরেকজন বৃদ্ধ লোক যার বয়সের সাথে চুল পেকে গেলেও তার শরীর এখনো বৃদ্ধ হয় নি। বডি বিল্ডারের মতো শরীর নিয়ে ৮০ বছরের একজন বয়স্ক লোক দাঁড়িয়ে ছিলো ওজের সামনে।
-> কি সৌভাগ্য আমার, আজকে একই সাথে স্পিসিজ এসোসিয়েশন এর একজন ইন্সপেক্টর এবং হান্টার এসোসিয়েশন এর লিডারের সাথে দেখা হয়ে গেলো। (ওজ)
ওজের কথাটা বলার সাথে সাথে বৃদ্ধ লোকটা বলতে লাগলো,
-> ওজ, যেহেতু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে আমি পছন্দ করি না তাই, ডাইরেক্ট বলছি। যেহেতু লাক্সের বর্তমান প্রিন্সিপালের মানসিক অবস্থা ঠিক নেই এবং কখন সেটা ঠিক হয় তার কোনো গ্যারান্টি নেই, তাই লাক্সের ভাইস প্রিন্সিপাল হিসেবে তোমার দায়িত্ব এই সময়ে প্রিন্সিপালের পদটা নিয়ে নেওয়া।
বুড়ো লোকটার দিকে সিরিয়াস চোখে ওজ তাকিয়ে থাকলো কথাটা শোনার পর কিছুক্ষণ, তবে পরক্ষণেই মুখে একটা মুচকি হাসি এনে সে বলতে লাগলো,
-> আপনি এটা চাইলেও আমি নিশ্চিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট এই বিষয়ে সম্পূর্ন বিপক্ষে। যেহেতু স্পিসিজ এসোসিয়েশন এর একজন ইন্সপেক্টর এসেছেন আপনার সাথে তাই বিষয়টা আরো ক্লিয়ার। (ওজ)
ওজের কথা শুনে বুড়ো লোকটা সিরিয়াস একটা লুক নিয়ে আবারো বলতে লাগলো,
-> তুমি প্রিন্সিপাল হতে চাইলে ওয়ার্ল্ড গভর্নমেন্টের লিডার গুলোরও কিছু বলার থাকবে না এই বিষয়ে।
-> কিন্তু আমি নিশ্চিত এখন যেরকম আমার প্রতিটা মুভমেন্ট তারা নজরে রাখছে, প্রিন্সিপাল হওয়ার পরে আরো সময় দিবে না আমাকে। এজন্য আমার অবস্থানে আমি আপাতোতো ভালোই আছি। (ওজ)
ওজের কথা শুনে বুড়ো লোকটা একটা দীর্ঘশ্বাস ফেললো।
-> আমি জানতাম তুমি এরকমই বলবে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট স্পিসিজ এসোসিয়েশন এর মেসেঞ্জার এবং একজন ইন্সপেক্টর মিস এলিয়ানোরকে আজকে থেকে লাক্সের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিয়েছে। আশা করবো যেভাবে পুরাতন প্রিন্সিপালকে সাহায্য করে এসেছো সেভাবে নতুন প্রিন্সিপালকেও সাহায্য করে আসবে।
* * * * *
লাক্সের প্রিন্সিপাল রুমের মধ্যে অবস্থান করছে লাক্সের নতুন প্রিন্সিপাল। যেহেতু সে অনেকটা জনপ্রিয়টা অর্জন করেছে সব স্পিসিজের মেসেঞ্জার হওয়ার মাধ্যমে তাই তার দিনটা খারাপ যায় নি লাক্সের মধ্যে,
-> কে ভেবেছিলো একদিন এমনও সময় আসবে যেখানে আমি বাচ্চাদের স্কুলের প্রিন্সিপাল হবো।
এলিয়ানোর তার হাতে থাকা একটা ফাইল নিয়ে মনোযোগ দিয়ে সেটার দিকে তাকিয়ে রয়েছে।
-> এলেক্স! তার কাগজপত্র সব কিছু স্বাভাবিক থাকলেও এটা বাউন্টি হান্টার এসোসিয়েশনের মধ্যে থাকা তথ্যের সাথে কোনো রকম মিল খায় না। (এলিয়ানোর)
হঠাৎ করে এলিয়ানোর এর ছায়ার মধ্যে থেকে একটা আওয়াজ বেরিয়ে আসলো,
-> ফেইক তথ্য বের করার স্কিলও রয়েছে এই সময়ে। মানুষের টেকনোলজ যতই উন্নত হোক না কেনো এসব স্কিলের তৈরি তথ্যের আসলটা বের করা প্রায় অসম্ভব।
এলিয়ানোর তার হাত থুতনিতে দিয়ে ভাবতে লাগলো। হঠাৎ করে তার লম্বা কান দুটো কিছুটা নরে উঠলো। এলিয়ানোর বলতে লাগলো,
-> ক্রেজি ফাইভ বাউন্টি হান্টার গ্রুপ, প্রথমে এরা সাধারন একটা বাউন্টি হান্টার গ্রুপ ছিলো যাদের কেউ কোনো গুরুত্ব দিতো না। কিন্তু এখন তারা বাউন্টি হান্টার থেকে সরাসরি হান্টার এসোসিয়েশনে যুক্ত হয়েছে। তাছাড়া গ্রুপের পাঁচজনই আলাদা আলাদা ভাবে এখন নিজেদের পাওয়ার দেখাচ্ছে। (এলিয়ানোর)
ছায়া থেকে আবারো একটা কন্ঠ শোনা গেলো।
-> ক্রেজি ফাইভ বাউন্টি হান্টার গ্রুপ এখন ক্রেজি হান্টার গ্রুপ নামে পরিচিত। তারা পূর্বে থার্ড ক্লাস বাউন্টি হান্টার গ্রুপ থাকলেও এক মাসের মধ্যে তাদের পাওয়ার এখন অনেকটা বৃদ্ধি করেছে। বিশেষ করে গ্রুপের লিডার এবং ভাইস লিডার, ধারনা করা হচ্ছে এই দুজনের র্যাংক S এর মতো হবে। আর সব কিছু শুরু হয়েছে এই এলেক্স নামের ছেলেটার এই লাক্সে প্রবেশ করার পরে।
-> কি একটা ঝামেলা,ভেবেছিলাম একটা ভালো সময় যাবে লাক্সের প্রিন্সিপাল হওয়ার পরে, কিন্তু এখন তো দেখছি একের পর এক কাজ রয়েছেই আমার জন্য। (এলিয়ানোর)
-> আপনি চাইলে স্পিসিজ এসোসিয়েশন অন্য কোনো ইন্সপেক্টরকে পাঠাবে এই বিষয়ে তদন্ত করতে অথবা আপনার হয়ে আমিই সব করে দিবো।
-> না সেটার প্রয়োজন নেই, যেহেতু বিষয়টা আমি হাতে নিয়েছি তাই শেষ পর্যন্ত এটা দেখার আগ্রহ আমারো রয়েছে। প্রিন্সিপালের বিষয়টা যদিও পুরো ওয়ার্ল্ডের থেকে গোপন রয়েছে তারপরও আমি নিশ্চিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট নিশ্চয় এ ব্যাপারে কিছু জানে। যেহেতু লেভেল ১০ এর একটা মনস্টারের লাক্সে প্রবেশ করাটা প্রায় অসম্ভব এবং একটা লেভেল ১০ এর মনস্টারকে হত্যা করাটাও প্রিন্সিপালের একার পক্ষে সম্ভব হওয়ার কথা নয়। আবার এই বিষয়টাও ঘটেছে এই এলেক্স ছেলেটাকে ঘিরে। (এলিয়ানোর)
ছায়ার মধ্যে থেকে এখন আর কোনো আওয়াজ শোনা যাচ্ছিলো না। এলিয়ানোর নিজে নিজেই আবারো বলতো লাগলো,
-> আমার মনে হচ্ছে সেদিন যে অবস্থা হয়েছিলো পুরো ওয়ার্ল্ডে তা এখান থেকেই তৈরি হয়েছিলো। তা নাহলে ওয়ার্ল্ড গভর্নমেন্ট হঠাৎ করে লাক্সের ব্যাপারে কেনো এগিয়ে আসবে। আমাকে অরিয়েন্টেশন ক্লাসে যেতে হবে। হয়তো সেখানে গেলেই আমি কিছুটা বের করতে পারবো। তবে আমার এখন দেখার ইচ্ছা এই এলেক্সটা কি করছে। (এলিয়ানোর)
* * * * *
(এলেক্সের POV)
আমার নাম এলেক্স, প্রথম প্রথম মনে হচ্ছিলো আমি একটা স্বপ্ন দেখছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এটা হয়তো কোনো স্বপ্ন নয়। কারণ এতোটা সময় ধরে কেউ হয়তো স্বপ্ন দেখবে না। আমার ধারণা মতে ৩০ বছরের মতো সময়ে ছোট রুমটাকে তিনগুণ বড় হয়েছিলো, আর এখন সেই ছোট রুমের চারপাশ এমনকি উপরের দেওয়ালও দেখা যাচ্ছে না। ছোট রুমটা এখন বিশাল একটা জায়গা তৈরি করেছে। অনেকটা সময় পার হয়েছে, কিন্তু কতটা সময় পার হয়েছে সেটা আমি বলতে পারছি না। এতোটা সময় একা কোনো কথা না বলে থাকার কারণে এখন মনে হচ্ছে আমি কথা বলতে পারি না। প্রথম দিকে একা থাকার ফলে এখানে আসার পূর্বের স্মৃতি গুলো আবছা হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন একটা বিষয় খেয়াল করতে পারছি। লাক্সে কিংবা লাক্সের বাইরে থাকা সময়ে যেসব ছোট বিষয়ও আমি লক্ষ্য করি নি সেসব কিছু এখন আমি ক্লিয়ার ভাবে কল্পনা করতে পারছি। যেসব বিষয় আমার চোখের আড়াল দিয়ে চলে গিয়েছে সেসব বিষয়ও আমি চিন্তা করলে স্পষ্ট চোখের সামনে দেখতে পারছি। তাহলে কি আমার চোখ ক্যামেরা এবং ব্রেইন হার্ড ডিস্ক এর মতো হয়ে যাচ্ছে?
আরো অনেকটা সময় পার হয়েছে। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এই জায়গা থেকে আমি কিভাবে বের হবো। প্রথম দিকে শুধুমাত্র ট্রেনিং এর দিকে মনোযোগ দিয়েছিলাম। মাঝখানে বের হওয়ার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু এখন আমি আবারো ট্রেনিং এর দিকে মনোযোগ দিয়েছি। পূর্বে একটা জিনিসের উত্তর না পেলে আমি সেটা নিয়ে একটু হলেও বেশি চিন্তা করতাম। কিন্তু সময়ের সাথে সাথে আমার এই স্বভাবও দূর হয়ে গিয়েছে। তারপরও আমার ইচ্ছা আছে এই জায়গা থেকে বের হওয়ার। আমি আমার ট্রেনিং এর লিমিটে চলে এসেছি। যেহেতু এটা আমার ফিজিকাল শরীর নয় তাই প্রথম দিন থেকেই আমি বুঝতে পেরেছি কোনো রকমের উন্নতি হচ্ছে না আমার শক্তির মধ্যে।
আচ্ছা একটা বিষয় এতোটা সময় আমার মাথায় আসে নি, আমি এখানে আসার পূর্বে কি একটা স্ক্রিন আসে নি আমার সামনে? স্ক্রিনে একটা পরীক্ষার বিষয়ে কিছু একটা লেখা ছিলো না? এখন যদি আমি চিন্তা করি এই সব কিছু কি একটা পরীক্ষা হতে পারে? হয়তো প্রথম দিকে এটার উত্তর আমি পেতাম না। কিন্তু এখন চোখ বুঝেই বলে দেওয়া যাচ্ছে এটা একটা পরীক্ষা। কথাটা চিন্তা করার সাথে সাথে আমার সামনে একটা স্ক্রিন চলে আসলো আবারো।
꧁ཌহোস্টের স্মৃতি থেকে পরীক্ষা সম্পর্কে সিল করে রাখা হয়েছিলো। যেহেতু হোস্ট সেই সিল ভেঙে পরীক্ষা কথাটা মনে করতে পেরেছে তাই হোস্টকে টেস্টের বিষয়টা জানিয়ে দেওয়া হবে। এই ড্রিম ওয়ার্ল্ড যেটা একটা সুপ্রিম আইটেম দিয়ে বানানো হয়েছে, এখান থেকে হোস্ট বের হতে চাইলে হোস্টকে পরীক্ষার বিষয়টা নিজেই বের করতে হবে। হোস্ট কেনো এখানে এসেছে সেটা নিজে থেকে বের করতে পারলেই হোস্ট এই জায়গা থেকে বের হতে পারবে।ད꧂
আমি মেসেজটার দিকে তাকালাম। প্রথম এই স্ক্রিনটা দেখার পরে আমি তেমন কিছু বুঝতে পারি নি। কিন্তু এতোটা সময় এই জায়গায় কাটানোর ফলে কেনো জানি না আমার মাইন্ড এটাকে আপন করে নিয়েছে। মেসেজটা দেখে আমার বেশিক্ষণ ভাবতে হলো না। যেহেতু আমি এই জায়গায় এতোটা সময় থেকে শারিরীক ভাবে শক্তিশালী হতে পারি নি, বরং আমি আমার চিন্তা ভাবনা করার পাওয়ার অন্য একটা লেভেলে চলে এসেছে তাই বলা যাচ্ছে এই জায়গাটা একজনের মাইন্ড পাওয়ারকে পরীক্ষা করে।
এবারো আমার চিন্তার সাথে সাথে আমার সামনে আরেকটা স্ক্রিন চলে আসলো,
꧁ཌকনগ্রাচুলেশন হোস্ট, পরীক্ষার বিষয়টা খুব দ্রুত বের করতে পেরেছেন। যেহেতু পূর্বে অংশ নেওয়া এই পরীক্ষার সবার থেকে দ্রুত শেষ করতে পেরেছেন, তাই একটা রিওয়ার্ড দেওয়া হয়েছে ডিম্যান কিং সিস্টেম থেকে। এখানে ট্রেনিং করা সময়ে যতটা স্ট্যাট বৃদ্ধি হওয়ার কথা সেটা ক্যালকুলেশন করা হচ্ছে। পরীক্ষার রিওয়ার্ড হিসেবে হোস্টের ইন্টেলিজেন্স স্ট্যাট বৃদ্ধি পাবে। পরীক্ষায় অন্যদের পূর্বে প্রথমে শেষ করার কারণে ট্রেনিং এর মাধ্যমে মোট সংগ্রহ করা স্ট্যাট পয়েন্ট এর মধ্য থেকে ২০% পয়েন্ট ইন্টেলিজেন্স এবং ১% বাকি স্ট্যাটে প্রয়োগ করা হয়েছে। ডিম্যান কিং সিস্টেম ১০০% আনলক হলে হোস্ট স্ট্যাট অপশন দেখতে পারবে। এছাড়াও হোস্ট চাইলে এখন এই ড্রিম ওয়ার্ল্ড থেকে বের হতে পারবে। তবে হোস্ট একবার বের হলে আর এই জায়গায় প্রবেশ করতে পারবে না। হোস্ট এখানো যতটা সময় থাকবে এরপর থেকে তার সংগ্রহ করা স্ট্যাট পয়েন্টের মধ্য থেকে ০.০০১% করে সব গুলো স্ট্যাটে যোগ হবে।
ད꧂
ইন্টেলিজেন্স যদি একটা স্ট্যাট হয়, তাহলে হয়তো এটা আমার চিন্তা শক্তির কথা বোঝাচ্ছো। তাহলে অন্যান্য স্ট্যাট বলতে হয়তো আমার স্ট্রেন্থকেও বোঝাবে। ঠিক আছে মনে হচ্ছে এখানে আমাকে আরো কিছুটা সময় থাকতে হবে তাহলে।
(এলেক্সের POV শেষ)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।