[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২১৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
একটা বড় রুমের মধ্যে তিন জন ব্যক্তি অবস্থিত। তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা। তিনজনের মধ্যে হলুদ চুলওয়ালা ব্যক্তিটা মাঝে অবস্থান করছিলো। তার ডান পাশে থাকা ব্যক্তিটা তার দিকে অনেক কড়া নজরে তাকিয়ে আছে। সেই সাথে বাম পাশের মহিলাটাও তার দিকে কড়া নজরে তাকিয়ে আছে।
-> আমি মনে করিয়ে দিতে চাই রাউন্ড টেবিল এমন একটা জায়গা নয় যেটাকে চাইলেই এজগার্ড কিংবা অলিম্পাস কন্ট্রোল করতে পারবে।
হলুদ চুল ওয়ালা ব্যক্তিটা কথাটা বললো। তার নাম জুলিয়ান। সে বর্তমানের রাউন্ড টেবিলের লিডার। জুলিয়ানের কথা শুনে তার বাম পাশে থাকা মহিলাটা বলতে লাগলো,
-> এজগার্ড আপাতোতো কোনো রকমের থ্রেট দিচ্ছে না রাউন্ড টেবিলকে। কিন্তু আমি আশা করি এজগার্ডের ক্ষমতা সম্পর্কে ভালো ধারনা রয়েছে আপনার। তাই যে সিদ্ধান্ত নিবেন ভেবে চিন্তে নিবেন।
মহিলাটার দিকে জুলিয়ান তাকালো। সাধারণ সময়ে সে প্রেসার অনুভব না করলেও এখন তার সামনে দুটো অ্যাভেটার রয়েছে যাদের সামনে ভেবে চিন্তে কথা বলতে হচ্ছে তার। এবার তার ডান পাশে থাকা লোকটা হাসতে লাগলো,
-> ওয়ার্ল্ড ট্রি থেকে শুধুমাত্র এজগার্ডে আপেল গুলো জন্মায় বলে এতোটা সময় এজগার্ড গোল্ডেন আপেল গুলো একায়ত্ত করেছে। কিন্তু এখন সেই এজগার্ড যারা গোল্ডেন আপেল গুলো নিয়ে শক্তিশালী এবং ব্যবসা করে বড়লোক হয়েছে তারা কিছু গোল্ডেন আপেলের জন্য এখন অন্যান্যদের কাছে সাহায্যের হাত পেতে বেরাচ্ছে। এটা আসলেই লজ্জাজনক নয়?
কথাটা শুনে মহিলাটা তাকালো লোকটার দিকে। মহিলার নাম ফ্রেয়া, অন্যদিকে মাত্র যে লোকটা কথা বললো তার নাম এরিস।
-> প্রতিটা যুদ্ধের পূর্বে শান্তি চুক্তি করা যায়। এটা তোমার কন্সটেলেশন বুঝবে না কারণ সে যুদ্ধ ছাড়া কিছুই বুঝে না। যদিও ১০ টা আপেল অনেকটা ছোট বিষয় এজগার্ডের জন্য কিন্তু এটা পৃথিবীর জন্য ছোট বিষয় নয়। কিন্তু যেহেতু অন্যান্য সব গুলো ওয়ার্ল্ড আস্তে আস্তে প্রতিনিয়ত পৃথিবীর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে তাই এই দশটা আপেলের জন্যই বিশাল একটা যুদ্ধ তৈরি হতে পারে। (ফ্রেয়া)
-> একটা যুদ্ধ! হাহাহাহাহা। এটায় তো চায় আমরা। যেহেতু আমি একজন ওয়ার কন্সটেলেশনের অ্যাভেটার। তাই একটা ওয়ার হলে আরো দ্রুত আমরা শক্তিশালী হতে পারবো। (এরিস)
এরিসের কথা শুনে জুলিয়ান এবার আস্তে আস্তে বলতে লাগলো,
-> এজগার্ডের কোনো ভুলের কারণে যুদ্ধ তৈরি হলে সেটার ভার এজগার্ডকেই বহন করতে হবে আবার অলিম্পাসের কারণে যুদ্ধ তৈরি হলে সেটার ভার অলিম্পাসকেই বহন করতে হবে। আমি জানি না অন্যান্য পৃথিবী এবং ওয়ার্ল্ড কিভাবে রাজত্ব করে এসেছে কন্সটেলেশন গুলো, কিন্তু এই পৃথিবীতে যেই আসুক আমি কাউকেই ছাড় দিবো না। (জুলিয়ান)
জুলিয়ানের কথার সাথে সাথে এরিস তার দিকে তাকালো,
-> একটা অ্যাভেটার হয়ে কি একটু বেশি কথা বলছো না এখন? তোমার জানা উচিত আমাদের সকল কথা বার্তা আমাদের কন্সটেলেশন গুলো দেখতে পারছে। (এরিস)
এরিসের কথা শুনে জুলিয়ান হাসতে হাসতে বলতে লাগলো,
-> আমি ভেবেছিলাম অলিম্পাস থেকে হয়তো অ্যাপোলো কিংবা এথিনার অ্যাভেটারকে পাঠাবে, কিংবা স্বয়ং হেরার অ্যাভেটার নিজেই আসতে পারতো, কিন্তু যেহেতু তোমাকে পাঠিয়েছে তাই নিশ্চিত এখনো তারা তাদের অ্যাভেটার বানানোর মতো কাউকে খুঁজে পায় নি পৃথিবীতে। কিন্তু কথা এবং পরিবেশ বুঝতে পারবে না এরকম কাউকে পাঠাবে অলিম্পাস সেটা ভাবতে পারি নি। (জুলিয়ান)
কথাটা বলার সাথে সাথে এরিস রেগে গেলো। সে টেবিলের উপরে জোরে একটা ঠাপ্পর মারলো এবং উঠে দাঁড়ালো। পুরো রুমের পরিবেশ চেঞ্জ হয়ে গেলো। চারদিক দিয়ে আগুনের পরিবেশ তৈরি হলো। ফ্লোর গুলো দিয়ে লাভা বের হতে লাগলো,
ཌএকা একটা কন্সটেলেশনের অ্যাভেটার হয়ে এতোটা দেমাক থাকবে তোমার সেটা ভাবতেই হাসি পাচ্ছে। সেখানে আমার একটা কথায় হাজারো বাহিনী দাঁড়িয়ে পরবে।ད
জুলিয়ান কথাটা শুনে তার চোখ বন্ধ করে হেসে উঠলো। সে চোখটা দিয়ে শুধু তাকালো এরিসের দিকে। যে এরিস বর্তমানে প্রসেস অবস্থায় ছিলো তার শরীরও কাঁপতে শুরু করলো জুলিয়ানের তাকানোতে।
-> অহংকারী কন্সটেলেশন গুলো তাদের জায়গা চিনে না। মনে হচ্ছে আমাকেই দেখাতে হবে তাদের জায়গা। (জুলিয়ান)
জুলিয়ানের কথাটা বলার সাথে সাথে তার শরীর থেকে মারাত্মক রকমের এনার্জি বের হতে শুরু করলো। যা এরিসের শরীরকে টেবিলের উপরে উপড়ে ফেললো। এরিস বলতে লাগলো,
ཌএটা অসম্ভব, আমার প্রসেস অবস্থায় কিভাবে আরেকটা অ্যাভেটার তার কন্সটেলেশনের সাহায্য ছাড়া আমাকে এভাবে কাবু করতে পারে?ད
এরিসের কথাটা শুনে ফ্রেয়া হেসে দিলো। তার মুচকি হাসির দিকে এরিসের চোখ সরাসরি পরলো।
-> রাউন্ড টেবিলের লিডার জুলিয়ান বর্তমানে আউটার রিং এর সর্বোচ্চ লিমিটে রয়েছে যার কারণে আপনার বাবা এমনকি এজগার্ডের ওডিনের অ্যাভেটার আসলেও তার সাথে সরাসরি ফাইটে জিততে পারবে না। আমি নিশ্চিত এ কারনেই তারা দুজনে এখানে অবস্থান করছে না। কিন্তু তাদের ভয় শুধু আমাদের লিডার থেকে নয়, বিশেষ করে ওডিন এখানে তার অ্যাভেটার পাঠায় নি কেনো সেটা আমার কন্সটেলেশন ঠিক ভাবেই বলতে পারবে।
জুলিয়ানের পিছন থেকে কথাটা আসলো। কে বললো কথাটা সেটা বুঝতে পারলো না এরিস। কিন্তু লোকটার কথার সাথে সাথে এরিসের প্রসেস অবস্থাও দূর হয়ে গেলো এবং রুমের পরিবেশও স্বাভাবিক হয়ে গেলো। একটা মহিলা এসে দাঁড়ালো জুলিয়ানের পাশে এবং জুলিয়ানের কাঁধে নিজের হাত রাখলো। তার সৌন্দর্যে পুরো রুম আলোকিত হয়ে যাচ্ছিলো। জুলিয়ান তার দিকে না তাকিয়েই বলতে লাগলো,
-> আমি তোমাকে বারণ করেছিলাম এখানে না আসতে আর কতবার বলেছি মুখে ম্যাজিক ব্যবহার না করতে। তুমি এমনিতেই অনেক সুন্দর। (জুলিয়ান)
ফ্রেয়া এবার বলতে লাগলো,
-> দ্যা গ্রেট স্যােজ মার্লিন এবং রাউন্ড টেবিলের লিডার কিং আর্থার অনেক পূর্বে পৃথিবী ছেড়ে এক্সব্লকে চলে গেলেও তাদের অ্যাভেটারকে এভাবে পৃথিবীতে দেখতে পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার। (ফ্রেয়া)
জুলিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটা ফ্রেয়ার দিকে তাকালো এবং বলতে লাগলো,
-> লেডি ফ্রেগকে আমার মাস্টার এবং কন্সটেলেশন সম্মান জানাচ্ছে। আশা করছি আমাদের ব্যবহারে লেডি ফ্রেগ অসন্তুষ্ট হবেন না।
খুব নম্র ভাবে ফ্রেয়ার সাথে কথাটা বললো জুলিয়ানের পাশে থাকা মহিলাটা। এতোক্ষণে এরিসের উপর থেকে প্রেসারও দূর হয়ে গিয়েছে।সে স্বাভাবিক ভাবে বসে পরেছে। যদিও তাকে স্বাভাবিক দেখা যাচ্ছিলো, কিন্তু মনে মনে অনেকটা রেগে ছিলো সে।
-> আমার মনে হয় পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে যেহেতু রাউন্ড টেবিলের মূল মাস্টার মাইন্ড এখানে এসেছে, তাই আমি ডাইরেক্ট টপিকে চলে যেতে চাই। যেহেতু নর্ন সিস্টার্স স্কালড প্রেডিক্ট করেছে দশটা আপেলই পৃথিবীতে রয়েছে তাই আমি নিশ্চিত এতো ক্ষণে একটা রাউন্ড টেবিলের হাতে এসেছে। আর একটা অলিম্পাসের হাতে এসেছে সেটা হাইমডাল নিজ চোখে দেখেছে। তো আমার কন্সটেলেশন এখানে আমাকে এজগার্ডকে রিপ্রেজেন্ট করতে পাঠিয়েছে, যাতে একটা আলোচনার মাধ্যমে আমি আপেল গুলো সংগ্রহ করতে পারি। (ফ্রেয়া)
ফ্রেয়ার কথা শুনে জুলিয়ানের পাশে থাকা মহিলাটা বলতে লাগলো,
-> এজগার্ডের ধারণা মতে যদি আমাদের কাছে একটা গোল্ডেন আপেল থেকেই তাকে তাহলে নিশ্চয় এজগার্ডের জেনে রাখার কথা সেটা বসে আলোচনার মাধ্যমে আমরা কেনো যারা গোল্ডেন আপেল সম্পর্কে জানে তারা কেউই আপনাদের হাতে তুলে দিবে না।
মহিলার কথা শুনে ফ্রেয়া মুচকি হেসে বলতে লাগলো,
-> গোল্ডেন আপেলের ভ্যালু অনেক এটা সত্য। কিন্তু এই ফলের কারণে কেউ এজগার্ডের সাথে শত্রুটা করতে চাইবে না। (ফ্রেয়া)
-> হ্যাঁ এটা সত্য যে একটা আপেলের জন্য আমাদের কন্সটেলেশন গুলোও এজগার্ডের সাথে ঝামেলা তৈরি করতো না। কিন্তু এখনকার ব্যাপারটা ভিন্ন। যেহেতু দশটা আপেল রয়েছে এবং পৃথিবীতে আপাতোতো আমাদের নেটওয়ার্ক সবচেয়ে বেশি বড় তাই এজগার্ডের চিন্তা করা উচিত আমরা কি করতে পারি।
-> আমার কন্সটেলেশন সুন্দর একটা অফার করেছে, রাউন্ড টেবিলকে প্রতিটা আপেলের বিনিময়ে এক মিলিয়ন এক্সব্লক কয়েন প্রদান করবে। আমি নিশ্চিত ভবিষ্যতে আপনাদের অনেকটা প্রয়োজনে লাগবে আপেলের থেকেও। (ফ্রেয়া)
জুলিয়ান তাকালো এরিসের দিকে। এরিস এই সময়ে কিছু একটা বলতে যাচ্ছিলো কিন্তু তার আগেই জুলিয়ান বলতে শুরু করলো,
-> যেহেতু দশটা গোল্ডেন আপেল পৃথিবীতে রয়েছে তাই রাউন্ড টেবিল তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এজগার্ডের সাহায্য করার। কিন্তু আমরা এক মাস সময় দিতে পারবো। এ এক মাসের মধ্যে যে কয়টা গোল্ডেন আপেল পাওয়া যাবে তার প্রতিটার জন্য ২ মিলিয়ন এক্সব্লক কয়েন সাথে এজগার্ডের একটা রেলিকের ডুপ্লিকেট। এবং সবশেষে আমাদের সাহায্যের বিনিময়ে এজগার্ডকে আমাদের একটা সাহায্য করতে হবে। যদি এই বিষয়ে এজগার্ড রাজি থাকে তাহলে আমরা এক মাস আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। (জুলিয়ান)
* * * * *
এরিয়া এক্স,
জায়গাটায় সবার জন্য প্রবেশ নিশেধ। ওয়ার্ল্ডের শক্তিশালী ব্যক্তিরাও এই জায়গাতে মন মতো প্রবেশ করার সাহস পায় না। যার একটা মাত্র কারণ সেটা হলো রেড ড্রাগন। সে এতোটা পাওয়ারফুল যে তার একটা ব্রিথ এট্যাক বিশাল একটা শহর ধ্বংস করে দিতে পারে। যেহেতু ড্রাগন এখন শান্ত ছিলো তাই তার সাথে ফাইট নেওয়ার কোনো মানেই হয় না, কিন্তু এখন আর এমন অবস্থা নেই, এরিয়া এক্স এখন সবার প্রবেশের জায়গায় হয়ে গিয়েছে।
চার এম্পায়ার থেকে অনেক মানুষ এবং অন্যান্য স্পিসিজের জনগন দিয়ে এরিয়া এক্সের আশেপাশ ভরে গিয়েছে। বিভিন্ন কিংডমের রিপোর্টার দাড়িয়ে রয়েছে এরিয়া এক্সের বর্ডারে। যেহেতু এরিয়া এক্সে প্রবেশ করাটা নিষিদ্ধ করে রেখেছে এখনো ওয়ার্ল্ড গর্ভনমেন্ট তাই কারো কোনো রকমের সাহস হচ্ছিলো না বর্ডারের ভিতরে প্রবেশ করার। একজন রিপোর্টার লাইভ করছিলেন, তার কথা এরকম,
-> আমি এখন আছি এরিয়া এক্সের বর্ডারে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট আমাদের সহ কাউকেই এরিয়া এক্সের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। টাইটেল দেখেই সবাই বুঝতে পেরেছেন আশা করছি। রেড ড্রাগন, যার ভয়ে এরিয়া এক্সের মধ্যে ওয়ার্ল্ড গভর্নমেন্টও প্রবেশ করে নি ১৫ বছরে, সেই রেড ড্রাগন তার বাসায় মৃত পরে আছে। কে বা কিসে তাকে হত্যা করেছে সেটার কোনো জবাবই ওয়ার্ল্ড গভর্নমেন্ট দিতে পারছে না। তবে সাধারণ জনগন মনে করছে এটা সেদিনের কারণে হবে। কেউ কেউ বলছে হয়তো সেদিন এরিয়া এক্সে ভয়াবহ একটা ফাইট হয়েছে যেখানে হয়তো রেড ড্রাগনের হত্যাকারীর জন্যই পুরো ওয়ার্ল্ডের আবহাওয়া চেঞ্জ হয়ে গিয়েছিলো। বিশেষজ্ঞরা ধারণা করছে কোনো S লেভেলের রেলিক ব্যবহার করা হয়েছিলো যা কোনো শক্তিশালী কন্সটেলেশনের হবে। কিন্তু এখনো আমরা সঠিক তথ্য জানি না। ভিতর থেকে ওয়ার্ল্ড গভর্নমেন্টের অফিসাররা বের হলেই আমরা সঠিক তথ্য জানতে পারবো।
সবাই একত্রিত হয়েছে রেড ড্রাগনের মৃত্যুর খবর শুনতে পেরে। রেড ড্রাগন যেটা সাধারণত প্রতিটা মানুষের জন্য একটা দুর্স্বপ্ন ছাড়া কিছুই ছিলো না, সে রেড ড্রাগন মারা যাওয়ার সংবাদ শোনার পরে প্রায় পুরো ওয়ার্ল্ডের মানুষই বসে আছে টিভির সামনে। সবার মনেই সন্দেহ ছিলো, কিন্তু একবার তারা মৃত ড্রাগনকে দেখার আশায় আছে। একবার ড্রাগনের লাশটা দেখতে পারলেই সবাই উৎসবে মেতে উঠবে।
ড্রাগনের বাসায়,
শুধু মাত্র প্রতিটা এম্পায়ারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ওয়ার্ল্ড গভর্নমেন্টের অফিসার গুলো এই জায়গাতে অবস্থান করছে। একে অপরের সাথে তারা কথা বলছে,
-> শুধু সোর্ড মার্ক যেটা বিশাল কোনো টু হ্যান্ডেড সোর্ড দিয়ে করা হয়েছে, এছাড়া কোনো রকমের ট্রেস দেখতে পাচ্ছি না।
-> যেহেতু ফাইটে বেশি ডিসট্রাকশন হয় নি এবং আমাদের নজরের সম্পূর্ণ বাইরে দিয়ে হয়েছে সব কিছু তাই আমার মনে হয় ড্রাগন তার হিউম্যান ফর্মে ছিলো ফাইটের সময়। এবং সম্পূর্ণ ফাইটটা হয়তোবা ডোমেইনের মধ্যে হয়েছিলো।
-> আমার মনে হয় ফাইটটা বেশিক্ষণ চলে নি। রেড ড্রাগন তার সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে তার হিউম্যান ফর্মে, যদি এই সুযোগে কেউ এট্যাক করে তাহলে তাকে হত্যা করা সম্ভব কিন্তু সেটা শুধু থিওরি তে। কেউ রেড ড্রাগনকে হত্যা করেছে মানে সে ব্যক্তিটা রেড ড্রাগনের থেকেও বড় একটা মনস্টার হবে।
-> তবে মার্ক গুলো তার দিকে ফলো করাচ্ছে আমাদের। যেহেতু আপাতেতো আমরা অপর পক্ষ সম্পর্কে কিছু বের করতে পারছি না তাই একই রকম মার্কের কারনে সব কিছু তার উপরে ফেলে দিতে পারি।
-> কিন্তু সে যদি রেড ড্রাগনকে হত্যা না ও করে তারপরও তো শুধুমাত্র এই সংবাদটা তাকে আরে ভয়াবহ করে দিবে সাধারণদের কাছে।
-> না এতে আরো আমাদের জন্য ভালো হবে। যদি সে ড্রাগনকে হত্যা করেছে এরকম নিউজ বের হয়, তাহলে সে স্পিসিজ এসোসিয়েশনের কাছেও Most Wanted ক্রিমিনাল হয়ে যাবে। এতে আরো আমাদের কাজটা সহজ হয়ে যাবে।
-> ঠিকই বলেছো, কিন্তু আমি বুঝতে পারছি না ড্রাগনের এই ব্যারিয়ারটা আমরা কিভাবে সরাবো?
-> রেড ড্রাগনের শরীরের প্রতিটা অংশই গুরুত্বপূর্ণ। তার একটা স্কেল দিয়েই S র্যাংকের আর্মার বানানো সম্ভব। সেই তার হাড্ডি দিয়েও প্রতিটা S র্যাংকের আইটেম হবে, কিন্তু দুঃখের বিষয় এতোটা মূল্যবান একটা বস্তুর সামনে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কোনো ভাবেই স্পর্শ করাতে পারছি না।
একটা লোক সবার মাঝ কেটে সামনে চলে আসলো। তাকে এতোক্ষণ সবাই দেখতে পারে নি, কিন্তু এখন তার দিকে খেয়াল করে সব অফিসাররা লাইন দিয়ে দাড়ালো তার সামনে। ড্রাগনটার দিকে তাকিয়ে সে বলতে লাগলো,
-> ওয়ার্ল্ডের ব্যালেন্স যেটা আমরা এতো কষ্ট করে তৈরি করেছিলাম, সেটা আবারো ভেঙে যাবে আজকের পর থেকে। কিন্তু অন্যান্য কন্সটেলেশনদের কিছু করার পূর্বে আমাদের আবারো ব্যালেন্স তৈরি করে নিতে হবে।
* * * * *
ড্রিম ওয়ার্ল্ডে,
এলেক্স চোখ বন্ধ করে বসে আছে, তার শরীরের চারপাশ দিয়ে এক ধরনের এনার্জি ঘুরপাক খাচ্ছিলো। এলেক্স এনার্জির প্রতিটা অংশকে ভেঙে চুড়ে আবার সেটাকে একত্রিত করছিলো।
-> আফসোস, আমি আরো কিছুটা সময় এখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু ড্রিম ওয়ার্ল্ড নিজে থেকেই আমাকে বের করে দিচ্ছে। (এলেক্স)
এলেক্সের সামনে একটা মেসেজ ভেসে এসেছে।
꧁ཌহোস্ট এক মিলিয়ন বছর ড্রিম ওয়ার্ল্ডের ভিতরে কাটিয়েছেন। ড্রিম ওয়ার্ল্ড তার লিমিটে চলে এসেছে এবং হোস্টকে জোরপূর্বক বের করে দিবে।ད꧂
মেসেজটা এলেক্সের সামনে আসার পূর্বেই এলেক্স বুঝে গিয়েছিলো এমন একটা কিছু দেখতে পারবে সে। কিভাবে সেটা এলেক্সও জানে না, জানার কোনো রকম প্রয়োজনও মনে করছে না এলেক্স। এলেক্স তার চোখটা খুললো। চোখ খোলার সাথে সাথেই নিজেকে আবারো একটা রুমের মধ্যে পেয়ে গেলো এলেক্স।
❝মনে হচ্ছে রুমের কোনো কার্স রয়েছে আমার উপরে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স উঠার চেষ্টা করলো। হাতে একটা সুই গাঁথা দেখতে পেলো এলেক্স, সে সুই এর মধ্য দিয়ে তার শরীরে স্যালাইন প্রবেশ করছে। অন্য হাত দিয়ে দুইটা খুলে ফেললো এবং পা ফ্লোরে নামিয়ে দিয়ে এলেক্স বসে পরলো বেডের উপরে।
❝নিজের কাছে নিজের শরীরই এখন নতুন লাগছে আমার কাছে। কেমন ভারি ভারি লাগছে শরীরটা।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের শরীরে কোনো ওজনের জামা কাপড় ছিলো না। তারপরও তার শরীরকে অনেক ভারি মনে হচ্ছিলো তার। যার কারনও এলেক্স জানে। মূলত এলেক্স ড্রিম ওয়ার্ল্ড নামক যে জায়গায় এতোটা সময় ছিলো সেখানে এলেক্সের আসল শরীর প্রবেশ করে নি। হয়তোবা তার সউল প্রবেশ করেছিলো কিংবা শুধুমাত্র তার চিন্তা ভাবনা। সেই জায়গায় এলেক্স একটানা ট্রেনিং এর মাধ্যমে নিজের শরীরের লিমিটকে অতিক্রম করে ফেলেছিলো, কিন্তু যেহেতু তার আসল শরীর ছিলো না সেটা তাই এলেক্সের এখন একটু কষ্ট হচ্ছিলো নিজের শরীরকে কন্ট্রোল করতে।
❝মনে হচ্ছে একটু সময় লাগবে আমার শরীরকে সম্পূর্ন কন্ট্রোল করতে আবারো।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স উঠে দাঁড়ালো। সাথে সাথে এলেক্স ফ্লোরে পরে গেলো। প্রথমে তার পুরো শরীর ভারি মনে হচ্ছিলো। কিন্তু এখন তার পুরো শরীরে যন্ত্রনা করতে শুরু করেছে। শরীরের প্রতিটা পেশি ফেটে যাচ্ছিলো বলে মনে হচ্ছিলো এলেক্সের। শরীরের প্রচুন্ড যন্ত্রনা নিয়েও এলেক্স উঠলো। তারপরও এলেক্স উঠে দাঁড়ালো। তার পুরো শরীর কাপছিলো। তারপরও এলেক্স উঠে দরজার দিকে যেতে লাগলো। কিন্তু দরজার কাছে গিয়েই এলেক্স নিজের শরীরের ভারসাম্য হারিয়ে পাশে দেওয়ালের উপরে পরে গেলো। এলেক্সের শরীরের সাথে ধাক্কা লেগে দেওয়ালটা ভেঙে এলেক্স ভাঙা দেওয়ালের উপরে গিয়ে পরলো। দরজার পিছনে থাকা আপেলের একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ওজ মাত্রই দরজা খুললো এবং পাশ দিয়ে এলেক্স দেওয়াল ভেঙে পরে গেলো। এলেক্সকে দেখে একটা আপেল মুখে নিয়ে কামড় দিয়ে বলতে লাগলো,
-> দেখো কার জন্য চিন্তা করে আসলাম এখানে, সে উঠেই আমার বাসা ভাঙতে লেগে পরেছে। (ওজ)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।