[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২২৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
কোনো এক বিল্ডিং এর ছাদের সাইডের রেলিং এর উপরে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে চোখ বন্ধ করে। মাঝে মাঝে নিশ্বাস নিচ্ছে অনেক জোরে শব্দ করে। সিঁড়ি দিয়ে ছাদের উপরে একটা মেয়ে প্রবেশ করলো। সে ছাদে আসার পরই রেলিং এর উপরে দাড়িয়ে থাকা লোকটাকে বলতে লাগলো,
-> সব ব্যবস্থা নেওয়া শেষ হয়েছে, এখন শুধু বসের অনুমতি বাকি।
মেয়েটার কথা শুনে ভয়ানক একটা হাসি দিয়ে লোকটা মেয়েটার দিকে তাকালো এবং নিচে নেমে আসলো। এবার লোকটা বলতে শুরু করলো,
-> বস খুব গুরুত্বপূর্ণ একটা কাজে গিয়েছে। তাই সকল দায়িত্ব কিছুদিনের জন্য আমার উপরে রয়েছে। যেহেতু ব্যবস্থা নেওয়া হয়েছে তাই দেরি কিসের। প্রতি এক দিনে একটা করে ম্যাজিক মিসাইল টার্গেট গুলোর উপরে ফেলে দাও।
লোকটা কথাটা বলেই মেয়েটার সাইড কাটিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেলো। ঠিক এই সময়ে মেয়েটা তার ফোন বের করলো এবং একটা নাম্বার ডায়াল করে শুধু একটা কথা বললো,
-> ফায়ার।
কথাটা বলার পরই মেয়েটা ফোন কানের থেকে নামালো এবং সামনের দিকে ধরলো। সাথে সাথে ফোনটা বরফে জমে গেলো এবং ছাদের উপরে ফেলে দেওয়ার কারণে ভেঙে চুরমার হয়ে গেলো। এবার মেয়েটা সেখানে দাঁড়িয়ে রইলো এক মিনিট। ঠিক এক মিনিটের মধ্যে তার চোখের সামনে উপর থেকে বিশাল বড় একটা লাইটনিং স্ট্রাইক পরলো। লাইটনিং এতোটা ভয়ানক ছিলো যা পুরো পৃথিবীতে ভূমিকম্পের তৈরি করলো। মেয়েটা প্রায় লাইটনিং স্ট্রাইকের থেকে ৫ কিলো মিটার দূরে অবস্থান করছিলো। তারপরও লাইটনিং স্ট্রাইকের এতোটা এনার্জি সে এতো দূর থেকে স্পষ্ট অনুভব করতে পারছিলো। আরেকটা ফোন বের করে এবার মেয়ে কল দিলো।
-> ওয়ার্ল্ড গভর্নমেন্টের এশিয়ান কোয়ার্টার সহ আশেপাশের এক কিলোমিটার জায়গার কোনো নাম গন্ধ থাকবে না আজকে থেকে আর।
মেয়েটার ফোনের বিপরীত পাশ থেকে একটা শব্দ শোনা গেলো,
-> আর সাধারণ জনগন?
এবার মেয়েটা বলতে লাগলো,
-> ওয়ার্ল্ড গভর্নমেন্টের ব্লাইন্ড ফলোয়ার ব্যতীত যত সাধারণ জনগন ছিলো তাদের পূর্বেই সরিয়ে নেওয়া হয়েছে।
আবারো বিপরীত থেকে একটা কথা শোনা গেলো।
-> তাহলে বস খুশি হবে আসলে।
মেয়েটা এবার পিছনে ফিরলো এবং সিঁড়ির দিকে রওনা দিলো।
* * * * *
এরিয়া এক্স,
প্রতিটা টিম এরিয়া এক্সের মধ্যে প্রবেশ করেছে। সবার মতো এলেক্স এবং তার টিমও এরিয়া এক্সের মধ্যে প্রবেশ করেছে। এরিয়া এক্সের জায়গা তেমন বিশাল ছিলো না, মাত্র দেড় কিলোমিটারের মতো একটা জায়গা নিয়ে এরিয়া এক্সের বর্ডার তৈরি করা হয়েছিলো। আর এই এরিয়া এক্সের হাফ কিলোমিটার জায়গা বরাদ্দ করা হয়েছে লাক্সের জন্য।
ক্যাম্পের মধ্য থেকে টেলিপোর্টেশন পোর্টালের মাধ্যমে প্রতিটা টিম তাদের বরাদ্দ করে দেওয়া হাফ কিলোমিটারের এক এক জায়গায় পৌঁছে গিয়েছে। জায়গা গুলো র্যানডম হওয়ার কারণে দেখা যাচ্ছে কোনো এক আর কোনো টিমের ধারের কাছেও নেই, আবার কোনো টিম আরো দশ বারোটা টিমের সাথে একত্রিত জায়গায় এসেছে। এলেক্সের টিমও একটা ভিন্ন জায়গাতে এসেছে যেখানে এলেক্স ব্যতীত আর কেউ নেই। এলেক্সের দিকে তাকিয়ে আছে সবাই, যেহেতু এলেক্স লিডার তাই সবাই আশা করছিলো এলেক্স কিছু বলবে টিমের জন্য। কিন্তু এলেক্স কোনো রকমের কথা বলছে না। বরং এলেক্স আশেপাশের জায়গা গুলো ভালো করে খেয়াল করতে লাগলো।
কিছুদিন পূূবেও যেখানে কোনো রকমের গাছ ছিলো না সেইখানেতেই এখন বিশাল বিশাল গাছ। গাছ গুলো সাধারণ গাছের মতো ছিলো না।এখানে থাকা ছোট গাছের সাইজও সাধারণ বড় একটা গাছের থেকেও দ্বিগুণ হবে। গাছের কান্ড গুলো দেখলেই মানুষের ভয় পেয়ে যাবার কথা। কিছু গাছের কান্ড রয়েছে যা একটা বিল্ডিং এর মতো মোটা। একটা বিশাল গাছ অনেকটা হেলিয়ে পরেছে, এলেক্স কোনো রকমের কথা না বলে গাছটার গাছে গেলো এবং একটা লাফ দিয়ে সেটার উপরে উঠে পরলো। এবার গাছের উপরে আস্তে আস্তে লাফ দিতে দিতে উপরে পৌঁছে গেলো।
-> কি করছোস এলেক্স, যেহেতু আমাদের ফ্যামিলিয়ার বানাতে হবে, তাই প্রথম থেকেই কি শক্তিশালী স্প্রিরিট বা বিস্ট ধরার প্রয়োজন না আমাদের? (ক্রিস)
ক্রিসের কোনো কথায় কান দিচ্ছে না। তবে লরেস বলতে লাগলো,
-> আমাদের টেস্টটা শুধু যে ফ্যামিলিয়ার বানানো এমন নয়। সেটা আমাদের টার্গেট, কিন্তু সেই টার্গেট পূর্ণ করতে হলে আমাদের ১৪ দিন এই বিশালাকার ফরেস্টের মধ্যে থাকতে হবে। যেহেতু আমাদের মতো আরো অনেক টিম আশেপাশে থাকতে পারে তাই প্রথমেই আশেপাশ দেখে নেওয়াটা সব চেয়ে ভালো হবে। যদি সার্চ ম্যাজিক ব্যবহার করতে না পারা কোনো ম্যাজিসিয়ান টিমে না থাকে তাহলে সবচেয়ে ভালো উপায় হলো কোনো উঁচু পয়েন্টে গিয়ে আশেপাশের জায়গা পর্যবেক্ষণ করা। (লরেস)
লরেসের কথা শুনে নিওন এবার একটা সুযোগ পেয়ে বলতে লাগলো,
-> কিন্তু আমাদের টিমে একজন সিনিয়র ম্যাজিসিয়ান থাকার পরেও আমাদের লিডার তার থেকে শোনার প্রয়োজন মনে করলো না যে সিনিয়র কি সার্চ ম্যাজিক ব্যবহার করতে পারে কিনা। এটা তো বেয়াদবি করা হলো অনেকটা। (নিওন)
-> এমনো হতে পারে হয়তো এলেক্স সার্চ ম্যাজিক সম্পর্কে জানে না। আর যেহেতু এটা অনেক এডভান্সড একটা ম্যাজিক তাই বেশিরভাগ ম্যাজিসিয়ানই তো ব্যবহার করতে পারে না। তারপরও যেহেতু আমাদের সিনিয়র লরেস অনেক ট্যালেন্টেড তাই নিশ্চিত তার কাছে কোনো ব্যাপারই না এটা। (এলিজাবেথ)
এলিজাবেথ আবারো এলেক্সের সাইড নিয়ে কথা বলছিলো। যে কারণে নিওন তার নিজের হাতের মুঠো শক্ত করে ধরলো। সে অনেকটা রাগে আছে কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না।
-> সার্চ ম্যাজিক শিখতে আমার অনেকটা পরিশ্রম করতে হয়েছে। অনেক কষ্ট করে আমি ২০ মিটার রেডিয়াস কভার করতে পারি এখন। (লরেস)
-> বিশ মিটার! (এলিজাবেথ)
-> সিনিয়র, ২০ মিটার তো একজন A র্যাংক ম্যাজিসিয়ানের জন্যও অনেক সময় কষ্টকর হয়ে যায়। (নিওন)
নিওনও অবাক হয়ে গেলো লরেসের কথা শুনে। এই সময় উপর থেকে লাফ দিয়ে পরলো এলেক্স। মাটিতে পরার কারণে ইমপ্যাক্টে মাটি অনেকটা গর্ত হয়ে গেলো। এলেক্স গর্ত থেকে উঠলো এবং সবার অবাক হওয়া মুখ দেখতে পেলো। কোথায় থেকে এলেক্স লাফ দিয়েছে সেটা কেউই জানে না তবে একটু আগেই সবচেয়ে উপরে উঠতে দেখেছিলো গাছের।
-> গাছের জন্য সঠিক ভাবে কিছু দেখা যাচ্ছে না। তবে এখান থেকে ১০০ মিটার দূরে এখনি ফাইটের চিহ্ন দেখা যাচ্ছে। সেই সাথে এখান থেকে ৪০ মিটার দূরে গাছের আড়ালে আমি বেস কিছু উজ্জ্বল প্রানী দেখতে পেরেছি। (এলেক্স)
এলেক্সের কথা শুনে ক্রিসের দাঁত বেরিয়ে গুলো। সে হাসতে হাসতে বলতে লাগলো।
-> স্প্রিরিট! সিনিয়র আমাদের উচিত সেখানে এখনি যাওয়ার। এবং ফ্যামিলিয়ার বানানো। (ক্রিস)
-> যেহেতু টিমের লিডার এলেক্স তাই আমরা শুধু সাজেশন দিতে পারবো। সিদ্ধান্ত এলেক্স নিবে। আমার মনে হয় প্রথমে খাবারের ব্যবস্থা করাটা সবচেয়ে ভালো হবে। (লরেস)
-> আমি শুনেছি এল্ফ ম্যাজিকের সাহায্যে তৈরি এরকম ফরেস্টে বিভিন্ন রকমের রেয়ার প্লান্ট জন্ম নেই। যেহেতু আমরা কোনো রকমের প্লান্ট সাথে করে নিয়ে যেতে পারবো না এই খান থেকে। তাই আমাদের উচিত সবচেয়ে পরিচিত প্লান্ট বা ফল গুলো সংগ্রহ করে সেটা খেয়ে নেওয়া। এতে করে আমাদের এনার্জির পরিমাণ বৃদ্ধি পাবে। (এলিজাবেথ)
-> আমিও এলিজাবেথের সাথে একমত। (নিওন)
সবাই এবার এলেক্সের দিকে তাকালো এলেক্সের সিদ্ধান্ত শোনার জন্য।
❝তাহলে এই তোমার পছন্দ এলিজাবেথ? যে ছেলে সঠিক করে কথা বলতে পারে না অন্যদের সাথে, সে কি করে একটা টিম সামলাবে। দেখবে একদিন পরেই আমাদের টিমের ফর্মেশন ঠিক থাকবে না এবং সিনিয়রকে বলে আমিই লিডার হয়ে যাবো। তার পূর্বে এই এলেক্সকে যতটা সম্ভব দায়ভার করা যায় আমি চেষ্টা করবো।❞ (নিওন ভাবছে)
এলেক্স এবার বলতে লাগলো,
-> সকল শিক্ষকরাই বলেছে এটা আমাদের কাছে টেস্ট নয়, বরং সবচেয়ে বড় একটা সুযোগ। ভালো করে খেয়াল করলে দেখা যাবে আশেপাশের এনার্জির মাত্রা বাইরের থেকে অনেক বেশি। এরকম জায়গার মধ্যে আসার পরে প্রথমত টেস্ট নিয়ে চিন্তা করলে ভুল হবে। প্রথমত আমাদের সেফ একটা জায়গা দেখে একটা ক্যাম্প তৈরি করতে হবে। যেহেতু ১৪ দিন আমাদের এই বনের মধ্যে কাটাতে হবে কোনো রকমের সাপোর্ট ছাড়া তাই রাত হওয়ার পরে আমি চাই না কাউকে গাছের উপরে ঘুমাতে হোক। দ্বিতীয়ত লেডি এলিজাবেথ এবং নাইট নিওন যা বলেছে যে আমাদের রেয়ার প্লান্ট কিংবা ফলের সন্ধান করা উচিত। তাই আমরা চৌদ্দ দিন সেটায় করবো। (এলেক্স)
-> কিন্তু টেস্টের? ফ্যামিলিয়ার না বানালে তো ফেইল করবো আমরা টেস্টে। (ক্রিস)
এলেক্সকে কিছু বলতে হলো না। এবার লরেসই বলতে লাগলো।
-> এলেক্স বলতে চাচ্ছে আমরা চৌদ্দ দিন রেয়ার প্লান্ট এবং ফলের খোঁজ করবো, যার মাঝে আমাদের সামনে স্প্রিরিট এবং বিস্ট গুলো এমনিতেই পরবে। তখন আমরা তাদের সাথে কন্ট্রাক তৈরি করতে পারবো। বলতে হবে এলেক্সের সারভাইভাল চিন্তা ভাবনা অনেকটা উন্নত তোমাদের থেকে। (লরেস)
এলেক্সের সিদ্ধান্ত অনুযায়ী সবাই যাত্রা শুরু করলো একটা সেফ লোকেশনের। যা খুঁজে পেতে বেশ সময়ও লাগলো না তাদের। উপর থেকে এলেক্স আশেপাশের সব কিছুই দেখে নিয়েছে।
-> প্রথমত এই জায়গাতে একটা বড় এবং মোটা গাছ রয়েছে, যা আমাদের স্পট করতে সাহায্য করবে এবং চারপাশে শক্তিশালী এনার্জির কারণেও সার্চ ম্যাজিকে কিংবা কোনো বিস্টের নাকে আমাদের ঘ্রাণ পৌছাবে না। (এলেক্স)
এলেক্সের কথা শুনে লরেস অবাক হলো। সে এলেক্সকে বলতে লাগলো,
-> সার্চ ম্যাজিকের ব্যাপারটা বুঝলাম না এলেক্স। তুমি কি বলতে চাচ্ছো আমি সার্চ ম্যাজিক ব্যবহার করলে আশেপাশে কেউ থাকলে তাদের লোকেশন জানতে পারবো না? (লরেস)
এবার নিওন মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো,
-> হ্যাঁ তুমি কি আমাদের সিনিয়রের ম্যাজিক স্কিলকে ছোট করে দেখছো। আমাদের সিনিয়র ২০ মিটার জায়গা তার সার্চ ম্যাজিক দিয়ে কভার করতে পারে। (নিওন)
নিওনের কথায় এলেক্স কোনো উত্তর দিলো না। বরং এলেক্স লরেসকে বলতে লাগলো,
-> থিওরি ক্লাসে শুনেছিলাম পরিবেশে এনার্জির ডেনসিটি দ্বিগুন থাকলে সেখানে সার্চ ম্যাজিক সঠিক ভাবে কাজ করে না। আর এই এরিয়া এক্সে সেটা চারগুন বেশি হবে হয়তো। সেই সাথে প্রতিটা গাছের ফলই অনেক পরিমাণ এনার্জি বহন করে। এতো এনার্জির মধ্যে সঠিক ভাবে কোনো কিছুর লোকেশন সার্চ স্পেলের সাহায্যে বের করা অসম্ভব। ভুল কিছু বলি নি। (এলেক্স)
এলেক্স থিওরি ক্লাসের কথা তোলার সাথে সাথে লরেস আর কিছু বললো না। ক্রিস এবার এলেক্সের কাছে আসলো এবং আস্তে আস্তে জিজ্ঞেস করলো,
-> তুই কি ঔ বোরিং থিওরি ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়েও সব কিছু মনে রেখেছিস? (ক্রিস)
-> না সেদিন ঘুমিয়েছিলাম না। (এলেক্স)
তিনটা গাছের মাঝখানে এসে সবাই দাঁড়ালো। তিনটা গাছ একদম পাশাপাশি উঠেছে, গাছ গুলোর শিকড় মাটি থেকে উঠে সাইড দিয়ে একটু উঁচু দেওয়ালের মতো তৈরি করেছে।
-> আমার মনে হয় এটা পারফেক্ট একটা জায়গা হবে ক্যাম্পের জন্য। তাছাড়া এই তিন গাছের ফলও আশা করি সবার কাছে সুপরিচিত। যেহেতু মার্কেটে অনেক পাওয়া যায় এগুলো। তাই হালকা খাবারের জন্য এটা যথেষ্ট হবে। (লরেস)
-> শুধু ফল খেয়েই কি আমাদের চৌদ্দ দিন থাকতে হবে? (ক্রিস)
ক্রিসের এক্সপ্রেশনটা ভালো ছিলো না। সে শুধু ফল খেয়ে চৌদ্দ দিন থাকার কথা মনে করে বিরক্ত হয়েছে অনেকটা। কিন্তু লরেস বলতে লাগলো,
-> যেহেতু আমরা স্পিসিজ এসোসিয়েশনের জায়গার মধ্যে রয়েছি এবং আমাদের প্রিন্সিপাল একটা এল্ফ, তাই ব্যাপারটা ভালো চোখে কেউই দেখবে না, কিন্তু আমাদের চৌদ্দ দিন এখানে থাকার জন্য শুধু ফল খেলে চলবে না। কিছু বিস্ট রয়েছে যাদের মাংস অনেক সুস্বাদু খেতে, আমাদের শক্তির জন্য সেগুলোকে হান্ট করে খেতে হবে। আর যদি কেউ পূর্বে থেকে খাবার নিয়ে এসে থাকো তাহলে তোমাদের জন্য ভালো, কিন্তু আশা করি কেউ খাবার এনে থাকলেও সেটা খুব কম হবে। (লরেস)
-> যেহেতু আমি বর্ডারে আসার সময় সময়ে আমার স্পেস রিং জমা নিয়ে রেখেছে অফিসাররা, তাই আমার ব্যাগে শুধুমাত্র কয়েকটা স্যান্ডুইজ রয়েছে যেটা আমার মাস্টার আমাকে প্যাক করে দিয়েছে। (এলিজাবেথ)
এলিজাবেথের একটা ছোট সাইড ব্যাক রয়েছে গলায়। অন্যদিকে ক্রিসের কাছে একটা হ্যামার-ব্লেড ছাড়া কিছুই ছিলো না। নিওনের হাতেও শুধুমাত্র একটা স্পেয়ার রয়েছে, এলেক্সের হাতে কোনো রকমের অস্ত্রই ছিলো না। তবে লরেস একটা ব্যাগ নিয়ে এসেছে পিঠে, যার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে বলে মনে হচ্ছিলো।
-> আমার ব্যাগে শুধুমাত্র একটা তাবু রয়েছে, যেহেতু আমাদের মধ্যে লেডি এলিজাবেথ রয়েছে তাই সে একাই এটা ব্যবহার করবে। আর আমাদের নিজেদের মতো থাকার জায়গা বানিয়ে নিতে হবে। (লরেস)
লরেসের কথা শেষ না হতে হতেই এলেক্স দাঁড়ানো অবস্থা থেকে নিচে পরে গেলো। সবাই আবারো অবাক হয়ে গেলো। একদম উপুড় হয়ে কোনো রকম ভারসাম্য না রেখে পরে যাওয়ার কারণে এলেক্সের ব্যথা পাওয়ার কথা, কিন্তু সেদিকে কেউ নজর রাখছে না। বরং ক্রিস বলতে লাগলো,
-> এটা বার বার দেখতে দেখতে আমি এখন বিরক্ত। (ক্রিস)
লরেস সবচেয়ে বেশি অবাক হলো, যদিও সে এলেক্সের সম্পর্কে গুজব শুনেছে, কিন্তু এটা যে সত্য হবে সেটা কল্পনা করে নি।
-> তাহলে গুজবটা সত্য ছিলো। এলেক্সের চোখ দেখে মনে হয় না তার চোখে কোনো ক্লান্তি ছিলো। যেহেতু হটাৎ করে এভাবে এলেক্স পরে গেলো তাই নিশ্চিত এটা গুজবের মতো তার স্কিলের কারণেই। (লরেস)
-> হ্যাঁ, এই স্কিলটা খুবই বিরক্তকর। আমার কাছে এরকম স্কিল থাকলে এবং ফাইটের সময় যদি এরকম ঘুমিয়ে পরি তাহলে সবচেয়ে প্রথমেই আমার গলা যাবে। (ক্রিস)
-> একজন ড্যামেজ ডিলারের সবচেয়ে বড় দুর্বলতা এটা। ভবিষ্যতে এই স্কিল পুরো টিমকে বিপদের মুখে ফেলে দিবে। (নিওন)
এলিজাবেথ এলেক্সের কাছে আসলো এবং এলেক্সের হাত ধরে টান দিয়ে চিৎ করে ফেললো। এলিজাবেথ কিছু একটা বলতে চাচ্ছিলো কিন্তু আবার কিছু একটা ভেবে বললো না।
❝আমি জানি না এলেক্সের সেটা কি স্কিল ছিলো, কিন্তু যেহেতু লাক্সের সবার কাছে এখনো অজানা বিষয় হয়ে আছে তাই এটা এলেক্সের অনুমতি ছাড়া আমার বলা ঠিক হবে না।❞ (এলিজাবেথ ভাবছে)
* * * * *
লরেস একটা তাবু এনেছিলো যার মধ্যে এলিজাবেথ আশ্রয় নিয়েছে। ক্রিস কিছু তিন গাছের একটার জড়ের তৈরি দেওয়ালের উপরে বসে মোটা গাছের কান্ডের সাথে পিঠ লাগিয়ে রয়েছে। ক্রিস কয়েকটা গাছের ডাল এবং পাতা দিয়ে বিছানার মতো তৈরি করে সেটার উপরে শুয়ে আছে। এই সময়ে শুধু মাত্র নিওন একায় জেগে আছে। তার লং সোর্ডটা সে মাটিতে গেঁথে রেখে সেটার হাতলের উপরে ভর রেখে দাঁড়িয়ে আছে।
-> এরকম অপরিচিত একটা জায়গার মধ্যে এরা কিভাবে ঘুমাচ্ছে আমি বুঝতে পারছি না। কখন কোথায় থেকে বিস্ট কিংবা স্প্রিরিট আমাদের উপরে হামলা করে সেটার কোনো গ্যারান্টি নেই। (নিওন)
নিওন বিরক্ত হচ্ছিলো যত সময় পার হচ্ছিলো। ঠিক এমন সময় নিওনের সামনে একটা আলো ভেসে উঠলো। সেখানে একটা মেসেজ লেখা রয়েছে।
ཌতোমাকে তোমার প্রথম মিশন দিচ্ছি আমি। তোমার সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছো, তাকে তোমাকে হত্যা করতে হবে। যদি তাকে হত্যা করতে পারো তাহলে আমার আরো পাওয়ার ব্যবহার করতে পারবে সামনে।ད
সামনে থাকা মেসেজটা দেখেই নিওনের মুখে একটা মুচকি হাসি চলে আসলো। সে হাসিটা দিতে দিতে এলেক্সের দিকে তাকালো, কিন্তু তার সামনে এলেক্স কোথাও ছিলো না। লরেসের সাথে আনা লাইম স্টোনের কারণে অন্ধকারের অভাব টা দূর হয়েছে তাদের। কিন্তু এই আলোতে নিওন এলেক্সকে কোথাও খুঁজে পেলো না।
❝না আমাকে মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে। যেহেতু এখনি কিছু করলে সব সন্দেহ আমার উপরে যাবে এবং এতে আমার সম্মানটাও নষ্ট হয়ে যাবে। বিষয়টা এলিজাবেথ ব্যতীত বাকিদের জানাতে হবে এবং এক সাথে একটা প্লান তৈরি করে এট্যাক করতে হবে। এতে করে কোনো সন্দেহ আমার উপরে থাকবে না কারো।❞ (নিওন ভাবছে)
অন্যদিকে এলেক্সের ঘুম ভেঙে গিয়েছিলো। তাই সে একা একা তিন গাছের মাঝখান থেকে বেরিয়ে গিয়েছে। এক জায়গার মধ্যে তার থাকাটা ভালো লাগছিলো না তাই সে একটু দূরে এসে একটা গাছের একদম উপরে উঠেছে। অন্ধকার থাকলেও এলেক্সের দেখতে কোনো রকমের সমস্যা হচ্ছিলো না। একদম গাছের উপরে উঠার কারণে এলেক্সকে আর অন্ধকারেও থাকতে হলো না। আকাশের অর্ধ ভাঙা চাঁদের আলোতে পুরো এরিয়া এক্সের ফরেস্টের উপরের অংশ আলোকিত হয়েছে, কিন্তু সেই আলো বিশাল গাছের কারণে নিচে পৌঁছাতে পারছে না। এলেক্স একটা ডালের উপরে বসে পরিবেশের সৌন্দর্য দেখতে লাগলো।
-> রেড ড্রাগনের বাসা কোন দিকে ছিলো? (এলেক্স)
এলেক্সের হঠাৎ রেড ড্রাগনের কথা মনে পরে গেলো। কিন্তু তার বাসা কোথায় ছিলো সেটা এতো গাছের মধ্যে ধারণা করাটা কঠিন। সেই সাথে রেড ড্রাগন মারা যাওয়ার পর সেটার বাসা আছে কিনা সেটা সম্পর্কেও এলেক্স সিওর জানে না। এলেক্স এবার চাঁদের দিকে তাকিয়ে বলতে লাগলো,
-> আচ্ছা ইগ্রিত, আমি কি পূর্বেও এরকম ছিলাম? (এলেক্স)
এলেক্সের কথার সাথে সাথে এলেক্সের ছায়ার মধ্য থেকে একটা শব্দ ভেসে উঠলো।
꧁ মাই কিং, আমার শুধু মনে আছে এর পূর্বে একটা জীবন কাটিয়েছেন আপনি, কিন্তু এটা ব্যতীত আর কোনো কিছু আমার স্মৃতিতে ধারণ হচ্ছে না এই মুহূর্তে। ꧂
এলেক্স কিছুক্ষণ চুপ থেকে আবারো বলতে লাগলো,
-> এটা এখন আর অবিশ্বাস্য কোনো ব্যাপার নয়, যা আমার চিন্তার বাইরে। তবে আমাকে চিন্তিত করছে একটা বিষয়, সেটা হলো কেউ আমাকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে। তার উদ্দেশ্য যদি আমার উদ্দেশ্যের বাইরে যায় তাহলে একটা বিশাল একটা ফাইট হবে। (এলেক্স)
꧁ মাই কিং, আমরা আপনার প্রতিটা আদেশের অপেক্ষায় আছি। আপনি আমাদের মরতে বললে আমরা মারা যাবো, আপনি আমাদের মারতে বললে আমরা আপনার শত্রুদের মেরে ফেলবো। আমি ইগ্রিত শুধুমাত্র আমার মাস্টারের অন্ধ গোলাম। ꧂
এলেক্স কোনো রকমের কথা বলছে না। এক মাস পরে কোমায় থেকে ওঠার পরে অনেক কিছুই হয়েছে, কিন্তু একটা বিষয়ও এলেক্সকে আর অবাক করে নি। তার মাঝে যে সাইড ইমোশন ছিলো, যা তাকে অবাক, চিন্তিত ইত্যাদি করতো তা ও আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। এলেক্স তার হাতের দিকে তাকালো,
-> এখন আমার মনে হচ্ছে আদৌও কি আমি জীবিত আছি? (এলেক্স)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।