[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২২৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এলেক্সের কোমা থেকে উঠার এক মাস পরে,
ভাইস প্রিন্সিপালের বিল্ডিং এর যে রুমে এলেক্সকে রাখা হয়েছিলো এক মাসের জন্য সেটার একটা দেওয়ালকে ভেঙে ফেলেছে এলেক্স উঠার পরেই। আপেল হাতে নিয়ে ভাইস প্রিন্সিপাল দরজা খুলতেই যাচ্ছিলো এমন সময় এরকম হয়েছে বিষয়টা। ওজ এলেক্সকে ধরলো, ধরার সাথে সাথেই ওজ ভাবতে লাগলো,
❝এক মাস কোমায় ছিলো এলেক্স সেটা কেউ বলবে না এই সময়ে। প্রতিটা রক্তনালি, জয়েন্ট এমনকি মাংসপেশি সহ সব কিছু একটা মানুষের লিমিটকে অতিক্রম করেছে। কষ্ট হলেও মানতে হবে এলেক্সের শরীর আর এক থেকে দুই বছরের মধ্যেই আমার শরীরকে অতিক্রম করবে। আর এই স্ট্রেন্থ, যেটা একটা ট্যাংকের থাকার কথা। কোনো ভাবেই এলেক্স নরমাল নয়।❞ (ওজ ভাবছে)
এলেক্সকে ধরে নিয়ে পিছনের বেডে নিয়ে বসালো ওজ এবং ভাবতে লাগলো,
❝কোনো ভাবেই আমার মনে হয় না এলেক্স শুধু মানুষ। যদিও এটা লজ্জাজনক, কিন্তু আমার মনে হয় এলেক্সের একটা স্পিসিজ ডিএনএ টেস্ট করা দরকার এবং ব্যাপারটা সিওর হওয়া উচিত।❞ (ওজ ভাবছে)
-> যেহেতু এক মাসের পরে তুমি উঠেছো, তাই এটাকে ঘুম না বলে কোমা বলতে হবে। এতো বড় একটা ঘুম থেকে উঠলে যে কারো সেন্স সঠিক ভাবে কাজ করতে পারে না। তোমার সাথেও একই হয়েছে। কিছুটা সময় লাগবে প্রতিটা রক্তনালিতে রক্ত সঠিক ভাবে চলাচল করতে। দেখবে তখন ঠিক করে চলাচল করতে পারবে। (ওজ)
-> ঠিক আছে মাস্টার। (এলেক্স)
-> তবে তার পূর্বে তোমাকে গোসল করতে হবে। এতোদিন খেয়াল করি নি, তবে মনে হচ্ছে তোমার শরীরের সকল অপদার্থ গুলো আজকে এক সাথে বের হয়েছে শরীরের লোমকূপ গুলো দিয়ে। যে কারণে দুর্গন্ধে এখানে থাকা অসম্ভব। (ওজ)
নাক আটকিয়ে কথাটা বললো ওজ। এলেক্সকে খেয়াল করলো সে যে বিছানায় শুয়ে ছিলো সেটার সাদা চাদর কালো হয়ে গিয়েছে। আর একদম পঁচা একটা গন্ধ বের হতে শুরু হয়েছে সেটা দিয়ে।
-> চিন্তার কোনো কারণ নেই, এটা সবচেয়ে ভালো একটা বিষয়। বিশেষ করে যারা তাদের বডিকে শক্তিশালী করতে চাই তারা এই অপদার্থের কারণে মানুষের লিমিটকে অতিক্রম করতে পারে না। এগুলো শরীরের ব্লাড, হাড়ে এবং মাংসপেশিতে থেকে শরীরকে শক্তিশালী হতে বাঁধা দেয়। যদিও এখন বিলুপ্ত প্রায় কিন্তু পূর্বে মার্শাল আর্ট শেখার পূর্বে প্রতিটা ব্যক্তিকে এই অপদার্থ গুলো শরীর থেকে বের করে নিতে হতো। যেহেতু এগুলো বের হয়েছে তাই আমি বলতে পারছি তোমার শরীর এখন প্রচুন্ড ব্যথার মধ্যে রয়েছে, আগে জানলে হয়তো একটা ব্যবস্থা করতাম। কিন্তু এখন যেহেতু এরকম অবস্থা হয়েছে তাই তুমি এই আপেল গুলো খাওয়ার চেষ্টা করো আর আমি তোমার জন্য একটা মেডিসিন বানিয়ে নিয়ে আসছি। (ওজ)
ওজ কথাটা রুম থেকে বেরিয়ে গেলো। অপরদিকে এলেক্স আপেল গুলোর দিকে তাকিয়ে রইলো। সে কোনো রকমের কথা বলছে না। শুধুমাত্র তাকিয়ে আছে সব কিছুর দিকে। এলেক্সের মনে হচ্ছিলো সে নতুন করে জন্ম নিয়েছে। ওজের কথা মতো এলেক্সের সারা শরীরে যন্ত্রনা করছিলো, কিন্তু তারপরও এই যন্ত্রনার কথা এলেক্সের মনেই পরছিলো না। এলেক্স আশেপাশ দেখা নিয়ে ব্যস্ত হয়ে পরলো। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেটা পূর্বে নজরে আসার কথা ছিলো না সেটার এলেক্সের চোখকে ফাঁকি দিতে পারছে। ভাঙা দেওয়ালের অংশ ফ্লোরে পরে রয়েছে। তার অংশের উপরে একটা ছোট মাছি বসে রয়েছে, এতোটা দূর থেকে এলেক্স মাছিটাকেও একদম স্পষ্ট করে দেখতে পারছিলো। ঠিক এমন সময় এলেক্সের সামনে একটা স্ক্রিন ভেসে উঠলো।
꧁ཌ কনগ্রাচুলেশন, হোস্ট ডিম্যান কিং সিস্টেম ৮০% আনলক করেছেন। হোস্ট এখন তার ডার্ক ফর্ম(পূর্বে মুড লেখেছিলাম) ব্যবহার করতে পারবে। স্কিল 'আই অফ এনাইহিলেশন', স্কিল 'হাইড্রো রিজেনারেশন', মডিফাইড স্কিল 'ওয়ান হু রুল দী আনডেড', স্কিল 'এন্টি বডি' স্কিল 'ব্লেস বাই ডিসট্রাকশন' স্কিল মেনুতে যুক্ত হয়েছে।ད꧂
এই মেসেজের নিচে আরো একটা মেসেজ রয়েছে।
꧁ཌ হোস্টের পূর্বের জব এবং টাইটেল গুলো একত্রিত করা হলো এবং ডিম্যান কিং সিস্টেম হোস্টকে একটা নতুন জব প্রদান করলো। ডিম্যান কিং সিস্টেম ১০০% আনলক হলে হোস্ট জব এবং স্কিল গুলো দেখতে পারবে। ད꧂
দুটো মেসেজের মধ্য থেকে শুধুমাত্র একটা লেখা এলেক্সের চোখ কেড়ে নিলো। আর সেটায় এলেক্স মুখে বললো।
-> ওয়ান হু রুল দী আনডেড!
এলেক্সের কথাটা বলার সাথে সাথে তার ছায়ার মধ্য থেকে দুটো চোখ ভেসে উঠলো। যেহেতু পিছনে লাইট ছিলো রুমের, তাই সামনে এলেক্সের ছায়া পরেছে। ছায়াটা থেকে এবার শব্দ আসতে শুরু করলো।
꧁ মাই কিং, আমার নাম ইগ্রিত। আমি দুঃখিত তবে আপনার কোর না থাকার কারণে আমরা পর্যাপ্ত এনার্জি পাচ্ছি না। তাই আপনার সামনে আসতে পারছি না। ꧂
-> ইগ্রিত? তোমরা কি আমাকে চিনো? আর আমাকে কিং বলছো কেনো? (এলেক্স)
꧁ মাই কিং, আমরা আপনার সাবজেক্ট এবং আপনি আমাদের উপরে রাজ করেন। আপনার প্রতিটা আদেশ আমাদের জন্য অদ্বিতীয়, তাই আপনি আমাদের কিং। ꧂
-> তোমাদের কথা বলতেছো, তোমরা কয়জন আছো? (এলেক্স)
꧁ দুঃখিত মাই কিং, এই বিষয়ে আমার কোনো স্মৃতি নেই। আপাতোতো আমি এরকম জায়গায় রয়েছি যেখান থেকে শুধু আপনাকে দেখা ব্যতীত আর কিছুই দেখতে পারছি না। তবে আমার স্মৃতি অনুযায়ী এটুকু বলতে পারবো যে এর পূর্বেও আমাদের ব্যবহার করেছেন। ꧂
ছায়ার থেকে কথাটা শুনে এলেক্সের বুঝতে বাকি রইলো না। এই পর্যন্ত জন্মের পর থেকে এরকম একটা সময় যায় নি যেটা এলেক্সের মনে নেই, আর একবার স্বপ্নে অন্য একটা ছেলের জীবন হয়েও সে একদিন কাটিয়েছে। যেহেতু দুনিয়াতে এখন এতো কিছু সম্ভব তাই এলেক্স এখন যেটা ভাবছে সেটাও সম্ভব।
-> আমি কি তাহলে আবার জন্ম নিয়েছি? (এলেক্স)
* * * * *
বর্তমান সময়ে,
এলেক্স একটা গাছের উপরে বসে আছে, সে শুধুমাত্র ইগ্রিত নামের বস্তুটার সাথে কথা বলতে পারে। এলেক্সের কোর না থাকার কারণে পর্যাপ্ত এনার্জি সাপ্লাই করতে পারে না এলেক্স, যে কারণে ইগ্রিতও বাইরে বের হতে পারে না তার ছায়া থেকে। এলেক্সের আগ্রহের ইমোশনটা আস্তে আস্তে দূর হয়ে গেলেও সে পূর্বের জীবনে কেমন ছিলো সেটা জানার আগ্রহ তার রয়েই গিয়েছে। কিন্তু সেটা কি সম্ভব হবে এলেক্সের,
এভাবে সাতদিন পার হয়ে গেলো। এক্সামের জন্য নির্ধারিত জায়গার মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি বিস্ট এবং স্পিরিট থাকার কারণে সাতদিনে অনেক টিমই ফ্যামিলিয়ার বানাতে পেরেছে। আবার অনেক টিম অপেক্ষা করছে শক্তিশালী কোনো স্পিরিট কিংবা বিস্টের সন্ধানে। যেহেতু ফ্যামিলিয়ার বেঁচে থাকা অবস্থায় একটার সাথেই কন্ট্রাক তৈরি করা সম্ভব তাই সবাইকেই চিন্তা ভাবনা করতে হচ্ছে তারা কি করবে। শুধুমাত্র যারা এক্সামে পাশ করার চিন্তা করে এসেছে তারায় যেকেনো একটা স্পিরিট বা বিস্ট পেয়ে তাদের সাথে কন্ট্রাক তৈরি করছে।
এই সাতদিনের মধ্যে এলেক্সের টিমের সাথে আরো দুটো টিম যুক্ত হয়েছে। তাদের যুক্ত হওয়ার কারণ মূলত নিওন। বাকি দুই টিমের মধ্যে নিওনের ইয়াং পিচ্ গ্রুপ সদস্যরা ছিলো, যে কারণে তারা একত্রিত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আপাতোতো মোট তিন টিমের মধ্যে পিচ্ গ্রুপের সদস্যরা ছিলো ৫ জন। নিওন, এলিজাবেথ, সাব্বির, কাউসার, এবং বুলগুকসা। পাঁচজনের মধ্যে শুধুমাত্র বুলগুকসা একজন বিস্টম্যান। মোট তিনটা টিম একত্রিত হওয়ার কারণে ভিন্ন ভিন্ন গ্রুপ করে তিনটা গ্রুপ বানিয়ে এক্সাম শেষ করার প্রস্তুতি নিচ্ছিলো সবাই। প্রথমত এলিজাবেথের সাথে চারজন দেওয়া হয়েছে যারা ফাইটের দিক দিয়ে দুর্বল। এলিজাবেথ তাদের নিয়ে বিভিন্ন রেয়ার প্লান্ট এবং ফল খোঁজা নিয়ে ব্যস্ত। এরপর ক্রিস এবং লরেস বাকি তিনজনকে নিয়ে বের হয়েছে খাবারের জন্য বিস্ট সন্ধানে। আর এলেক্স, নিওন, সাব্বির, কাউসার এবং বুলগুকসা এসেছে শক্তিশালী কোনো স্পিরিট বা বিস্টের সন্ধানে। যেহেতু এলেক্স এবং নিওন এখনো কোনো ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরি করে নি তাই তাদের জন্যই মূলত সবাই রাজি হয়ে পাঁচজনকে এক সাথে পাঠিয়েছে।
কিন্তু বাকিদের থেকে আলাদা হওয়ার পর থেকেই এলেক্স ব্যতীত কারো চোখই কোনো বিস্ট বা স্পিরিট সন্ধানের দিকে নেই, বরং তারা প্রতিটা পদে পদে এলেক্সের দিকে লক্ষ্য করে যাচ্ছে।
-> আমরা মনে হয় অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু এখনো কোনো বিস্ট আমাদের নজরে পরলো না। (নিওন)
নিওন সামনে থেকে কথাটা বলে এলেক্সের খেয়াল নিজের দিকে করলো। আর এই সময়ে পিছন থেকে বুলগুকসা তার বিশাল শরীর দিয়ে এলেক্সকে পিছন থেকে ধরে ফেললো। এলেক্সের বুকের উপর দিয়ে দুই হাত দিয়ে অনেক জোরে চাপ দিয়ে ধরে রেখেছে। সাধারণ ভাবে এলেক্স নরতে পারছিলো না। হঠাৎ এরকম ভাবে কেউ কাউকে ধরলে যে কারো সেন্স কিছু ক্ষণের জন্য কাজ করে না, কিন্তু এলেক্স পরিস্থিতি সাথে সাথে বুঝতে পারলো।
-> প্রতি দিন তোমার ঘুমানো দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। আমার দুটো জিনিস খুবই অপছন্দ। প্রথম কেউ যদি আমার জিনিস আমার থেকে কেড়ে নিতে চায় আর দ্বিতীয়ত কেউ যদি আমাকে বিরক্ত করে। এই দুটো কারণের জন্যই তোমাকে আজকে মরতে হবে। (নিওন)
নিওনের কথার সাথে সাথে কাউসার তার হাতে থাকা সোর্ড দিয়ে এলেক্সের বুক বরাবর ঢুকিয়ে দিতে গেলো। কিন্তু এলেক্স সাথে সাথে তার মাথা এবং শরীরের উপরের অংশ নিচের দিকে করলো। এতে করে পিছন থেকে বুলগুকসা উপরে উঠে এলেক্সের উপর দিয়ে সামনে চলে আসলো। কাউসারের সোর্ডের ব্লেডের মাথা বুলগুকসার পিঠের মধ্যে ঢুকে গেলো। কাউসার বিচলিত হয়ে গেলো যে সে বুলগুকসার পিঠে সোর্ড ঢুকিয়ে দিয়েছে।
-> ওয়াট দ্যা ***। সাব্বির পিছন থেকে এট্যাক কর আমি সামনে থেকে করছি। (কাউসার)
কাউসারের কথায় সাব্বির তার স্পেয়ার নিয়ে এট্যাক করতে আসলেও এলেক্স তার দিকে তাকানোর সাথে সাথে ব্যালেন্স হারিয়ে সাব্বির নিচে পরে গেলো।
-> সাব্বির কি করছিস, এখন সময় না ভুল করার। (কাউসার)
কাউসার সাব্বিরের ব্যবহার দেখে হতাশ হলো। কিন্তু তার কথা মতেই এখন ভুল করার কোনো সময় না। যেহেতু একটা কাজের সিদ্ধান্ত তারা নিয়েছে তাই সেটা সম্পূর্ণ না করা পর্যন্ত বিরতি নিতে পারবে না তারা। কাউসার তার সোর্ড নিয়ে এলেক্সকে এট্যাক করতে গেলো। এলেক্সের সামনে থেকে প্রথমে উপর থেকে নিচের দিকে একটা স্ল্যাশ মারলো এরপর নিচ থেকে ডান দিকে একটা স্ল্যাশ মারলো। প্রথম এট্যাকে এলেক্স সাইডে সরে গিয়েছে পরের এট্যাক লাফ দিয়েছে। এলেক্স এখন হাওয়ার উপরে ছিলো। এই অবস্থায় কাউসার এট্যাক না করতে পারলেও দূর থেকে নিওন একটা স্পেয়ার খুবই স্পিডে এলেক্সের দিকে মেরেছে। স্পেয়ারের চারপাশ দিয়ে আগুন জ্বলছিলো। স্পেয়ারটা এলেক্সের একদম পেট বরাবর লাগতে যাচ্ছিলো।
-> এবার তুমি চেকমেট, যত ভালো আর্মারই থাকুক না কেনো আমার এই স্পেয়ারটা এবার নিক্ষেপ করলে এটার এনার্জি শেষ না হওয়া পর্যন্ত কেউ থামাতে পারবে না। কিন্তু লিজেন্ডারি আইটেম হওয়ার পরও আমার কন্সটেলেশন ডিভাইন রেলিকের কাছে এটা কোনো জিনিসই, না। (নিওন)
নিওন খেয়াল করে নি, সে ভেবে নিয়েছিলো এলেক্সের বুকে লেগে এলেক্সকে সহ স্পেয়ারটা নিয়ে গিয়েছে দূরে, কিন্তু শেষ সময়ে এলেক্স হাওয়ার মধ্যেই তার শরীরকে কিছুটা বাক খাইয়ে নিয়েছিলো। যে কারণে স্পেয়ারটা এলেক্সের পিঠ ঘেঁষে চলে যাচ্ছিলো। স্পেয়ারটাকে ধরে এট্যাক করতে চাচ্ছিলো এট্যাক তাই সে সেটাকে হাওয়ার মধ্য থেকেই ধরে ফেলে। এলেক্সের স্পর্শের সাথে সাথে যদিও আগুন নিভে যায় স্পেয়ারের চারপাশের, কিন্তু স্পেয়ারের স্পিড কমে নি। স্পেয়ারের স্পিডে এলেক্স উল্টো স্পেয়ারের নিক্ষেপ করা দিকে স্পেয়ারের সাথেই চলে যায়। পিঠে স্পেয়ারটা কোনো রকম লাগার কারণে কেটে রক্তেও সেখানে পরেছে অনেকটা। রক্ত দেখে কাউসার বলতে লাগলো,
-> বস, আমাদের কি ফলো করার দরকার না? কোনো ভাবে তো বেঁচে যেতে পারে ও। (কাউসার)
-> আমাদের মিশন এখানেই শেষ। (নিওন)
নিওন আর কিছু বললো না। তবে সে ভাবতে লাগলো,
❝যেহেতু এরিয়া এক্সে প্রবেশের সময় কেউ ডিমনিক স্পেয়ারটা দেখতে পারে নি, তাই সেটার কোনো রেকর্ড নেই। আর এটা ব্লাক মার্কেট থেকে কেনার সময়েই বলে দিয়েছিলো একবার ব্যবহার করতে পারবো, এবং একবারই কোনো টার্গেটের রক্ত স্পেয়ারে স্পর্শ করলে স্পেয়ার সহ টার্গেটের বডি এসিডের মতো গলে যাবে পাঁচ মিনিটের মধ্যেই। তাই এলেক্সের বাঁচার কোনো সম্ভবনা নেই, এমনকি কোনো রকমের প্রমানও পাওয়া যাবে না এই আইটেমের কারণে। শুধুমাত্র এখন বুলগুকসা এট্যাকটা এলেক্সের উপরে চাপিয়ে দিলেই হয়ে যাবে।❞ (নিওন)
নিওন কথাটা ভেবে মুচকি একটা হাসি দিলো।
অন্যদিকে এলেক্সের হাতে থাকা স্পেয়ারটা অনেকটা দূরে একটা গাছের সাথে গেঁথে গেলো। স্পেয়ারটা ধরে এলেক্স এবার ঝুলে রয়েছে। ছেড়ে দিলেই প্রায় ৩০ তলা ভবনের মতো উচ্চতা থেকে পরবে নিচে এলেক্স। এলেক্স স্পেয়ারের দিকে তাকালো। এবার খেয়ার করলে লাগলো তার শরীরে কোনো রকমের এনার্জি স্পর্শ করতে পারছে না বরং দূর থেকেই তার হাতের রিং টা সমস্ত এনার্জি আস্তে আস্তে এবজোর্ব করে নিচ্ছে। সাথে সাথে এলেক্সের সামনে একটা মেসেজ চলে আসলো,
꧁ཌ সিস্টেম এমন একটা রেলিক সনাক্ত করেছে যার এখানে থাকার কথা নয়। "রিং অফ বিলজবাব" রেলিক থেকে এবজোর্ব করা এনার্জি রেলিকের মধ্যেই রাখা হলো এবং রেলিকের ৯০% এবিলিটি সিল করে রাখা হলো। ডিম্যান কিং সিস্টেম ১০০% আনলক হওয়ার পূর্বে রিং এই রেলিকের এনার্জি এবজোর্ব করতে পারবে না। ডিম্যান কিং সিস্টেম সম্পূর্ণ আনলক হওয়ার পূর্বে রেলিকটা সিস্টেমের ইনভেন্টরির মধ্যে থাকবে। ད꧂
সাথে সাথেই পুরো স্পেয়ারটা এলেক্সের হাতের রিং এর মধ্যে ঢুকে গেলো। এই অবস্থায় এলেক্স কোনো রকম একটা জিনিস ধরে ছিলো না। যে কারণে একদম উপর থেকে সে পরতে শুরু করলো।
-> মনে হচ্ছে শরীরের বেশ অনেকগুলো হাড় ভাঙবে এবার। (এলেক্স)
এলেক্স এখন অনেক উপর থেকেই পরছিলো। পূর্বেও একটা গাছের উপর থেকে সে পরেছিলো, কিন্তু সেটার উচ্চতা আরো কম ছিলো। এবার সে সেটার থেকেও আরো অনেকটা উপর থেকে পরতেছে। মাটিতে অনেক স্পিডে পরার সাথে সাথে সেখানের মাটি অনেকটা গর্ত হয়ে হয়ে গেলো। চারিদিকের ধোঁয়া কেটে যাওয়ার পরে আস্তে আস্তে এলেক্স গর্ত থেকে উঠে আসলো।
-> মনে হচ্ছে আরো কিছুটা উপর থেকে পরে আমার টেস্ট করার দরকার। (এলেক্স)
এলেক্স যে জামা পরে আছে শুধু মাত্র সে জামার বিভিন্ন জায়গা কেটে গিয়েছে এবং শরীর থেকে রক্ত বের হচ্ছে কয়েকটা জায়গা কেটে। তাছাড়া এলেক্সের শরীর সম্পূর্ণ ঠিক রয়েছে। সামনের দিকে তাকালো এলেক্স। একটা বিশাল পাহাড় দেখতে পেলো সামনে।
-> উপর থেকে তো এরকম কোনো জায়গা আমি দেখতে পারি নি। (এলেক্স)
এলেক্স আর কোনো কিছু চিন্তা না করে হাঁটতে শুরু করলো। এলেক্সের সামনে একটা বিশাল একটা পাহাড় রয়েছে যেটা দেখেই সন্দেহ হচ্ছিলো এলেক্সের। এলেক্স পাহাড়ের দিকে হাত বারিয়ে দেওয়ার সাথে সাথেই তার হাত ভিতরে ঢুকে গেলো। হাতের চারপাশ দিয়ে অনেকটা জায়গাও স্পষ্ট হলো। এই জায়গার মধ্যে পাহাড় ছিলো না, বরং একটা শক্তিশালী ব্যারিয়ার যেটা এই ব্যারিয়ারকে একটা পাহাড়ের মতো আকার এবং একটা পাহাড়ই বানিয়ে দেয়। কিন্তু এলেক্সের স্পর্শে তার শরীরের চারপাশ দিয়ে এনার্জিটা সরে যায়। এলেক্স এবার ভিতরে প্রবেশ করলো সে ব্যারিয়ারের। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আর কোনো গাছ দেখতে পারলো না, তবে এই জায়গাটা এলেক্সের পরিচিত ছিলো। ঠিক এই জায়গার মধ্যে এলেক্স এসেছিলো একবার।
-> তাহলে এখানে ছিলো এটা? (এলেক্স)
এলেক্স এগিয়ে গেলো সামনে। উচু করে মাটির একটা স্তূপের মাঝখানে ড্রাগনটার বাসা। এলেক্স স্তূপের উপরে উঠলো। নিচে একটা ড্রাগন পরে আছে মৃত অবস্থায়। যেটাকে এলেক্স এখানে দেখতে পাবে তা ভাবতে পারে নি। ড্রাগনটার মাথার শিং দেখে এলেক্সের আর কোনো সন্দেহ রইলো না। এটাই সেই ড্রাগন ছিলো যার সাথে সে ফাইট করেছিলো। এলেক্সের হঠাৎ করে আসল সময়ের ১৫ বছর পূর্বের কথা মনে পরলো। তার চোখের সামনে এই ড্রাগনের একটা এট্যাকে সে তার পরিবার হারিয়েছে, এমনকি নিজের জীবনও হারাতো যদি না ফোর্টেজের মধ্যে প্রবেশ না করতো। আজ সেই ড্রাগনটা তার সামনে পরে আছে।
-> এই সময়ে আমার কিরকম ইম্প্রেশন দেখানো প্রয়োজন? অন্তত যে আমাকে পেটে নিয়েছে তার জন্য এখন আমার সেই ইম্প্রেশন দেখাতে ইচ্ছা করছে। কিন্তু আমি যে জানিই না এখন কিরকম ইম্প্রেশন দেখাতে হবে এমনকি জানলেও সেটা কিভাবে দেখাবো, আমি তো হাজার করে হাসার চেষ্টা করেও পারি না। (এলেক্স)
এলেক্স আশে পাশে তাকালো। সে ড্রাগনের বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু সেটার আশেপাশে কোনো চিহ্নই ছিলো না। এলেক্স এবার এগিয়ে গেলো মৃত ড্রাগনটার দিকে। ড্রাগনের চারপাশ দিয়ে শক্তিশালী একটা ব্যারিয়ার ছিলো যার যত পাশে যাওয়া যাচ্ছে ঠিক ততটায় দম আটকে আসছিলো এলেক্সের। এমন সময় ড্রাগনের শরীর থেকে ড্রাগনটার হিউম্যান ফর্মের একটা স্পিরিট উঠে গেলো উপরে এবং এলেক্সকে বলতে লাগলো,
ཌআমি জানতাম তুমি এখানে আসবে, একজন ড্রাগন হিসেবে আমার প্রাইড রয়েছে। তাই আমার প্রাইড আমাকে অন্য কোনো স্পিসিজের কাছে সাহায্য চাইতে দিবে না। বিশেষ করে কোনো মানুষের কাছে তো সাহায্য চাইতেই দিবে না। একজন ড্রাগন হয়েও আমি তেমার ভিতরে দেখতে পারি। তোমাকে মানুষের মতো দেখা গেলেও তোমার মাঝে আমাদের স্পিসিজের ঘ্রাণ রয়েছে, আবার অন্যান্য স্পিসিজের ঘ্রাণও রয়েছে। এখন তোমার পরিচয় নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমার ছেলের সাথে তোমার একটা বন্ড তৈরি হয়েছে তাই আমার প্রাইড থাকার পরেও আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। একটা ড্রাগন ছোট থেকেই সম্মান নিয়ে বড় হতে থাকে, কিন্তু সেখানে এই বনের চারপাশ দিয়ে তাকে পালিয়ে থাকতে হচ্ছে। আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি যারা আমার ছেলের শরীরে অস্ত্র তুলবে তাদের বিরুদ্ধে যেনো তোমারও অস্ত্র উঠে।
ফ্রিতে আমি তোমার কাছে এই সাহায্যের আবেদন করছি না। প্রতিটা ড্রাগনের সবচেয়ে মূল্যবান বস্তু যা প্রতিটা ড্রাগন মারা যাওয়ার পূর্বে নিজে থেকে ধ্বংস করে যাতে এটা অন্য স্পিসিজের হাতে না পারে। আমার ছেলেটাকে দেখে রাখার জন্য আমি তোমাকে আমার সবচেয়ে মূল্যবান বস্তুটা দান করছি। ট্রু রেড ড্রাগনের ডাইরেক্ট বংশধর হাওয়ার কারণে আমার "ড্রাগন হার্ট" এর স্পেশাল এবিলিটি রয়েছে। এই মহা মূল্যবান বস্তুর বদলে আমি শুধু আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। ད
স্পিরিটটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যেতে শুরু করলো। স্পিরিটটা অদৃশ্য হয়ে শুধুমাত্র একটা বিশাল হৃদপিন্ড এলেক্সের দিকে উড়ে আসলো। এলেক্সের নজর হৃদপিন্ড থেকে পরে থাকা বিশাল ড্রাগনের দিকে চলে গেলো।
ཌআমি শুধু তোমাকে আমার হার্ট দিচ্ছি না, বরং আমি আমার পুরো ১০ হাজার বছরের এনার্জি এবং একটা ড্রাগনের প্রাইড দান করে দিচ্ছি। শুধু কথা দাও আমাকে যে তুমি আমার ছেলেটাকে দেখে রাখবে এবং তার প্রতি অস্ত্র ধরা ব্যক্তিদের প্রতি তুমি অস্ত্র ধরবে।ད
মৃত ড্রাগন সেটা পরে ছিলো সেটার চোখ দিয়ে পানি পরছিলো। সেটা মারা গেছে ঠিকই, কিন্তু তার এনার্জি এখনো জীবিত ছিলো। তার চোখ দিয়েও এনার্জির পানি পরছিলো। মৃত ড্রাগনের এখন যা ছিলো সবই তার এনার্জি এবং মৃত শরীরটা। এলেক্স তার দিকে তাকিয়ে বলতে লাগলে,
-> ড্রাগনটা সেদিন লাক্সের মধ্যে আমার জীবন বাঁচিয়েছে, তাই তার জীবন বাচানের দায়িত্বও এখন আমার উপরে। আর আপনাকে কথা দিচ্ছি আমি আজকের পর থেকে কেউ ড্রাগনটার দিকে অস্ত্র ধরলে আমিও অস্ত্র ধরবে তার উপরে। (এলেক্স)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।