[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২২৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এরিয়া এক্সের বাইরে,
একটা বিল্ডিং এর মধ্যে বেশ কিছু ব্যক্তি বসে আছে। তাদের মধ্যে লাক্সের প্রিন্সিপালও একজন। পুরো এরিয়া এক্স জুড়ে একটা হাই এল্ফের ম্যাজিক থাকার কারণে ভিতরের প্রতিটা সিনই হাই এল্ফ তাদের ম্যাজিকের সাহায্যে দেখতে এবং মানুষকে দেখাতে পারে। এতো গুলো ব্যক্তির মধ্যে প্রিন্সিপাল সেটায় এতোক্ষণ বোঝালেন। সবাই মৃদু অন্ধকার রুমের মধ্যে একটা বড় টেবিলের চারপাশ দিয়ে বসে আছে। আর টেবিলের উপরে পুরো এরিয়া এক্সের একটা অরিজনাল ম্যাপ আকারে তৈরি হয়ে আছে থ্রিডি মডেলের মতো। গাছগুলো তাদের আসল সাইজের থেকে একদম ছোট দেখানোর কারণে প্রতিটা স্টুডেন্টকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিলো তারা কি করছিলো এবং কোথায় অবস্থান করছে। তবে যেহেতু তারা মাত্রই এসেছে সবাই এই রুমে তাই একটু আগে হয়ে যাওয়া একটা বিষয়ও কারো নজরে পরে নি।
-> আচ্ছা সব স্টুডেন্টদের সংখ্যা ২০০ থাকার কথা না? তাহলে আমি কয়েকটা কম দেখতে পারছি কেনো?
একজন গম্ভীর ব্যক্তি কথাটা বললো। তার উত্তরে লাক্সের প্রিন্সিপাল এলিয়ানোর বলতে লাগলো,
-> বেশ কিছু স্টুডেন্ট গুরুতর আহত হয়েছে, যে কারণে তাদের ট্রিটমেন্ট দেওয়ার কারণে এরিয়া এক্স থেকে বের করে নেওয়া হয়েছে এবং এক্সাম থেকে বাতিল করেও দেওয়া হয়েছে। (প্রিন্সিপাল)
এবার একটা বৃদ্ধ মহিলা বলতে লাগলো,
-> লাক্সের একটা টেস্টও এতোটা এক্সট্রিম হয় নি। যদিও তাদের একটা ফ্যামিলিয়ারের প্রয়োজন যেটা এল্ফের ম্যাজিক ব্যতীত বানানো কষ্টকর, কিন্তু তাই বলে যে এটা একটা টেস্টের অন্তর্ভুক্ত করবো লাক্সের বোর্ড এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট এটা আমি চিন্তা করি নি। ছেলে মেয়েরা তো এখনো এতো ঝুকিপূর্ণ কাজের সাথে পরিচিত হয় নি।
এবার গম্ভীর হয়ে বসে থাকা বৃদ্ধ লোকটা বলতে লাগলো,
-> সামনে যা আসতে চলেছে তার কাছে এগুলো বাচ্চাদের খেলা। যেহেতু আমাদের বয়স হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের উপরে সব কিছু এক সময়ে ছেড়ে দিতে হবে, তাই আমি চাই না এতোটা ঝুঁকি না নিয়ে ভবিষ্যতে তারা মারা যাক।
বৃদ্ধ লোকটার সাথে প্রিন্সিপাল বলতে লাগলো,
-> ওয়ার্ল্ড গভর্নমেন্টের লিডার ঠিক বলেছেন। সব গুলো আউটার ওয়ার্ল্ড যখন পৃথিবীর সাথে মার্জ হলো তখন প্রতিটা মানুষই আমাদের বিপক্ষে ছিলো, শুধু মানুষ নয় বরং আমরা আউটার ওয়ার্ল্ডের সবাইও পৃথিবীর মানুষের বিপক্ষে ছিলাম। এটা নিয়ে ফাইটও হয়েছে। ঠিক এমনি এক্সব্লকে মার্জ হওয়ার পরও হতে পারে। ১৫ বছর পূর্বে মানুষ যেমন অসহায় ছিলো বাকি আউটার ওয়ার্ল্ডগুলোর কাছে, ঠিক তেমনি আমরা যদি এক্সব্লকে প্রবেশ করি তাহলে সবাই এক্সব্লকের কাছে অহসায় হয়ে পরবো। তারা আমাদের আপন করে নিবে না আক্রমন করবে সেটা তখনি দেখা যাবে। কিন্তু সে ভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। তাই এটুকু রিক্স ছেলে মেয়েদের নিতে শিখতেই হবে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপালের কথায় সবাই সম্মতি জানালো, তবে গম্ভীর লোকটার কথায় আবারো সবার মনোযোগ তার দিকে গেলো,
-> কিন্তু বাচ্চা ড্রাগনটার কি হবে? স্পিসিজ এসোসিয়েশন তো আমাদের কথা দিয়েছে দুটো ড্রাগনের বিনিময়ে তারা এরিয়া এক্স ব্যবহার করতে চায়। তাহলে কি স্পিসিজ এসোসিয়েশনের লিডার তার কথা রাখবে না?
বৃদ্ধ লোকটা একটা এল্ফের উদ্দেশ্যে কথাটা বললো। যে একদম সাইডে বসে আছে টেবিলের। তার চোখ দুটো বন্ধ ছিলো, যা বন্ধ রেখেই সে সব কিছু দেখতে পায়। তার পাশেই প্রিন্সিপাল বসে ছিলো। লোকটার পিছনে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যাদের অন্ধকারে তেমন ভালো করে দেখা যাচ্ছিলো না। লোকটা বলতে লাগলো এবার,
-> আমি প্রথমেই বলেছি রেড ড্রাগন ওয়ার্ল্ড গভর্নমেন্টের এর আন্ডারে চলে যাবে সেটায় আমরা কোনো ভাগ বসাবো না। কিন্তু আমাদের ইন্সপেক্টর এবং আপনাদের লাক্সের প্রিন্সিপাল এলিয়ানোর যেহেতু একটা অফার করেছিলো, সে অনুযায়ী এখনো কয়েকদিন সময় রয়েছে। যদি এই এক্সামের মধ্যে কেউ ড্রাগনের বাচ্চাটার সাথে কন্ট্রাক তৈরি করতে না পারে তাহলে সেটা আমরা ওয়ার্ল্ড গভর্নমেন্টের হাতে তুলে দিবো।
এল্ফ লোকটার মিষ্টি কন্ঠে পুরো রুমটা শান্ত হয়ে গেলো। কিন্তু তাতেও বৃদ্ধ লোকটার গম্ভীর ভাব কাটলো না। সে বলতে লাগলো,
-> ড্রাগনটাকে যদি এরিয়ার বাইরে রেখে দিয়ে এক্সাম চলতে দেয় তাহলে কেউ তার সাথে কন্ট্রাক তৈরি করতে পারবে না। নাকি স্পিসিজ এসোসিয়েশন চাচ্ছে গোপনে তাদের কারো সাথে কন্ট্রাক তৈরি করতে যাতে সেটা আমাদের হাতে না আসে?
লোকটার কথা শুনে এল্ফটা তার আঙ্গুল পয়েন্ট করে বলতে লাগলো,
-> ঠিক এই জায়গায়, ড্রাগনের বাচ্চাটা এই জায়গায় রয়েছে এবং সে খুব দ্রুতগতিতে চলাচল করছে যেটার কারণে তাকে আমার ম্যাজিকও সনাক্ত করতে পারছে না সঠিক করে। এ কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। কিন্তু যেহেতু আমরা কথা দিয়েছি সেটা মেনেই চলবো। এক্সামটা শেষ হলেই ড্রাগন এবং ড্রাগনের বাচ্চা দুটোই আপনাদের।
এল্ফটা ওয়ার্ল্ড গভর্নমেন্টের লিডারের উদ্দেশ্যে উক্ত কথাটা বললো। ঠিক তখনি একজন ব্যক্তি গম্ভীর হয়ে থাকা ব্যক্তিটার কানের কাছে এসে একটা কথা বললো। যা শোনার পর লোকটা এবার বলতে লাগলো,
-> যদিও এটা সেরকম জায়গা নয় কিন্তু আমি আবারো বলছি সবার উদ্দেশ্যে, এই খবর পুরাতন নয় যে আমাদের এশিয়ান এম্পায়ারের হেড কোয়ার্টার কিছুদিন পূর্বেই ধ্বংস হয়ে যায় বিশাল একটা লাইটনিং এট্যাকের কারণে। শুধুমাত্র পাঁচটা স্যাটেলাইট এর সাহায্যে একটা এট্যাক আমাদের একটা এম্পায়ারের হেড কোয়ার্টার ধ্বংস সহ আশেপাশের এক কিলোমিটারে অবস্থান করা লক্ষ লক্ষ নিরীহ মানুষ এবং অন্যান্য স্পিসিজকে তাদের জীবন হারাতে হয়েছে। আমাদের নাসার ম্যাজিক সাইনটিস্ট গন তাদের গবেষণায় বের করেছে এরকম আরো ৫ হাজার স্যাটেলাইট রয়েছে যেগুলো আমাদের শত্রুর বিপক্ষে রয়েছে। এরকম অবস্থায় আমরা পারছি না সব স্যাটেলাইটকে ধ্বংস করে দিতে, কারণ আমরা তাদের লোকেশন জানি না। ওয়ার্ল্ড গভর্নমেন্ট শুধুমাত্র স্পিসিজ এসোসিয়েশন নয়, বরং হান্টার, হিরো, বাউটি হান্টার সকল এসোসিয়েশন থেকে থেকেও সাহায্য চাচ্ছে এই টপ ক্লাস ভিলেনকে ধরার জন্য। তারপরও এখনো কারো থেকে কোনো রকমের রেজাল্ট পাওয়া যায় নি।
ওয়ার্ল্ড গভর্নমেন্টের লিডার অনেকটা রাগী একটা লুক নিয়ে এই কথাটা বললো। তার কথা শুনে কেউ কথা বলতে না পারলেও স্পিসিজ এসোসিয়েশনের লিডার বলতে লাগলো,
-> যেহেতু এটা আমাদের নয় বরং মানুষের ব্যক্তিগত ব্যাপার তাই আমি আশা করছি এটা মানুষেরা নিজেদের মতো দেখে নিবে। আমাদের ইন্সপেক্টর গুলো কেসটা নিয়েছে এবং তাদের সন্ধান করে যাচ্ছে। একবার তাদের সন্ধান পেয়ে গেলেই আমরা একশন নিবো।
এল্ফের লিডারের কথা শুনে সবার নজর সেদিকেই ছিলো, কিন্তু এরকম সময়ে লাক্সের প্রিন্সিপাল সামনে থাকা থ্রিডি ম্যাপের দিকে তাকিয়ে আছে। তার নজরে একটা বিষয় চলে আসলো যেটা অন্য কারো নজরে আসছে না।
-> মনে হচ্ছে একটা সমস্যা হতে চলেছে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপালের কথা অনুযায়ী সবাই প্রিন্সিপালের তাকিয়ে থাকার দিকে তাকালো। তারা সবাই দেখতে পেলো সামনে থাকা প্রতিটা বস্তু ভেদ করে ড্রাগনের বাচ্চাটি রওনা দিয়েছে। তার যাত্রা পথে সামনেই অনেক গুলো টিম ছিলো, যদিও ড্রাগনটা বাচ্চা ছিলো, তারপরও তার শক্তি কম করে দেখার মতো ছিলো না। বিশেষ করে সব গুলো লাক্সের স্টুডেন্ট একত্রিত হয়ে ফাইট করলেও তাদের জয়ী হওয়ার সম্ভবনা কম রয়েছে একটা ড্রাগনের বাচ্চার সাথেও। সেখানে ড্রাগনটা যে স্পিডে যাচ্ছে তাতে মনে হচ্ছে কেউ না কেউ তাদের জীবন হারাবে।
-> কোনো রকমের দুর্ঘটনা ঘঠলে যেহেতু স্পিসিজ এসোসিয়েশন সেটার দায়ভার নিবে তাই আপাতোতো আমাদের বসে থাকা ছাড়া কোনো কিছু করার নেই।
ওয়ার্ল্ড গভর্নমেন্টের লিডার হেসে কথাটা বললো।
* * * * *
এরিয়া এক্সে,
বেশ কিছু টিম একে অপরের প্রতি সতর্কিত হয়ে দূরত্ব বজায় রেখে অবস্থান করছে। যেহেতু এক্সামের মধ্যে ফাইট করার কোনো কথা উল্লেখ করা হয় নি, তাউ কেউই ফাইট করার মতো আগ্রহ দেখাচ্ছে না। তবে স্বাভাবিক ভাবে কেউ দাঁড়িয়ে নেই। যেকোনো সময় ফাইটের হতে পারে এজন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। ঠিক এমন সময় প্রচুন্ড স্পিডে তাদের পাশ দিয়ে একটা বস্তু চলে গেলো। যেটা এতোটা স্পিডে গেলো যে সবাই ক্লিয়ার ভাবে দেখতেও পারলো না। সেটা যাওয়ার সময়ে প্রচুন্ড লেভেলের একটা বাতাসও সাথে করে বয়ে নিয়ে গেলো। সবাই অবাক হয়ে গেলো। বেশির ভাগ দেখতে না পারলেও যাদের পর্যবেক্ষণের ক্ষমতা বেশি তাদের নজরে কিছুটা হলেও পরেছে। আর তাদের মধ্য থেকে যারা এখনো ফ্যামিলিয়ার তৈরি করে নি, তারা আগ্রহ হলো জিনিসটার উপরে।
-> এরকম সুযোগ হয়তো আর জীবনে না ও পেতে পারি।
সবার মুখেই এক কথা ছিলো যারা জিনিসটা দেখেছে, কিন্তু সেটার পিছনে রওনা দিয়েও কেউ কোনো রকমের লাভ করতে পারে নি। ড্রাগনটার স্পিড এতোটায় বেশি ছিলো যা অনেক আগেই সবাইকে অতিক্রম করে চলে গিয়েছে।
অন্যদিকে,
এলেক্স ড্রাগনের লেয়ারে অবস্থান করছিলো। তার হাতে একটা হার্ট রয়েছে যেটা একটু আগেই একা একাই এলেক্সের হাতে উড়ে এসেছে। এটা দিয়ে কি করবে সেটা সম্পর্কে এলেক্সের এখনো সঠিক ধারনা নেই। যেহেতু পূর্বে ড্যানজনের মধ্যে মনস্টারের ভিতরের অংশ স্পর্শ করেছে তাই এলেক্সের কাছে এটা স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ড্রাগনটা মারা গিয়েছে আজ দুই সপ্তাহের বেশি সময় হবে। এই সময়ে তার হার্টে পঁচা একটা গন্ধ বের হওয়ার কথা ছিলো, কিন্তু এলেক্সের হাতে একদম ফ্রেস ছিলো হার্টটা। এমনকি সেটা থেকে সুন্দর একটা ঘ্রানও বের হচ্ছে। তাছাড়া হার্টটা এলেক্স হাতে নেওয়ার পর থেকেই তার মনে হচ্ছিলো তার হাতটা পুড়ে যাবে। হার্টের থেকে মারাত্মক আকারে ফায়ার এনার্জি বের হচ্ছিলো যা চারপাশের আবহাওয়াকে গরম করে দিচ্ছিলো। হঠাৎ এই সময়ে এলেক্সের সামনে একটা মেসেজ চলে আসলো যা এরকম ছিলো,
꧁ཌ হোস্টের হাতে একটা ফায়ার ড্রাগনের হার্ট রয়েছে, যদিও একটা কোর বানাতে ড্রাগন হার্ট সহ আরো কিছু প্রয়োজনীয় ম্যাটারিয়াল প্রয়োজন, কিন্তু হোস্টের কাছে রয়েছে 'গ্লাটোনি', যেহেতু ডিম্যান কিং সিস্টেম এখনো আনলক হয় নি তাই হোস্টকে 'গ্লাটোনি' ব্যবহারের জন্য ড্রাগনের হার্টটাকে খেতে হবে। প্রয়োজনীয় ম্যাটারিয়াল ব্যতীত কোর হওয়ার সম্ভবনা থাকবে মাত্র ০.০০০০০০০০০০০০০১%। কোর হওয়ার প্রসেসে হোস্ট এরকম ব্যথা অনুভব করবে যা তার কল্পনার বাইরে।ད꧂
মেসেজটা দেখতে পেয়ে এলেক্স আর অপেক্ষা করলো না। চোখটা খোলা রেখেই হাতে থাকা ড্রাগনের হার্টটা এলেক্স মুখে নিয়ে কামড় দিলো। কোনো রকমের এক্সপ্রেশন না দিয়েই এলেক্স পুরোটা আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেললো। পুরোটা খাওয়ার পরে এলেক্স বলতে লাগলো,
-> আমার জীবনে আমি এরকম বিচ্ছিরি কিছু খায় নি। (এলেক্স)
হার্টের সাথে ড্রাগনের ব্লাড লেগে থাকার কারণে এলেক্সের পুরো মুখটা রক্তে মাখিয়ে গেছে। মুখের সাথে ব্লাড চুইয়ে পরার কারণে তার শার্টও রক্তে লাল হয়ে গিয়েছে। এলেক্স তার শার্টটা খুললো এবং সেটা দিয়েই তার মুখ ভালো করে মুছে নিলো। এবার এলেক্স বলতে লাগলো,
-> শরীরের প্রতিটা অংশে আগুন লেগেছে এরকম অনুভব ছাড়া আর তো কিছু হচ্ছে না। কিন্তু মেসেজে তো বললো আমি এরকম ব্যথা অনুভব করবো যেটা পূর্বে কখনো অনুভব করি নি। (এলেক্স)
এলেক্সের কথাটা বলা শেষ হওয়ার সাথে সাথে তার হার্ট হঠাৎ করে জোরে একটা বিট দিয়ে বন্ধ হয়ে গেলো। এলেক্সের শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তার মনে হচ্ছিলো সে এখনি মারা যাবে। এলেক্স মাটিতে পরে গেলো হঠাৎ করে। এখন তার মনে হচ্ছিলো তার পুরো শরীর প্রচুন্ড আগুনে পুড়ছিলো। ভিতর থেকে এতোটা যন্ত্রনা করছিলো যা এলেক্সের সহ্যেরও বাইরে ছিলো। এলেক্স মাটিতেই ছটফট করতে লাগলো। প্রায় দশ মিনিট এরকম যন্ত্রনা অনুভব করার পরে এলেক্স নিজের সেন্স হারিয়ে ফেললো। সেন্স হারিয়েছে বললে ভুল হবে, বরং এলেক্সের সেন্স বা মাইন্ড আবারো অন্য একটা জায়গায় চলে এসেছে।
এলেক্স একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছে আছে, তার সামনে বিশালাকার একটা বস্তু আস্তে আস্তে করে কাপছিলো। সেটাকে দেখার সাথে সাথেই এলেক্স বলতে লাগলো,
-> এটা কি হার্ট? (এলেক্স)
এলেক্স তার সামনে একটা হার্ট দেখতে পেলো। সেটা কার বা কিসের সেটা বুঝতেও এলেক্সের সময় লাগলো না। নিজের বুকের উপরে হাত দিলো এলেক্স। সামনের হার্ট এবং বুকের কম্পনের সময় একদম একই ছিলো, যে কারণে সে বুঝতে পারলো হার্টটা তার নিজেরই এবং সামনে থেকে সে নিজের হার্টকে দেখতে পারছে।
তবে সেটার দিকে এলেক্সের নজর বেশিক্ষণ থাকলো না বরং এবার এলেক্স তাকালো তার হার্টের পাশে, কোথা থেকে একটা আগুন জ্বলে উঠলো এবং সে আগুনের মধ্য থেকে একটা জ্বলন্ত হার্ট আস্তে আস্তে তৈরি হতে লাগলো। হার্টের সাইট এলেক্সের অরিজিনাল হার্টের সমান ছিলো, কিন্তু আগুনের হার্টের চারপাশ দিয়ে প্রচুর এনার্জি অনুভব করতে লাগলো এলেক্স। আস্তে আস্তে এনার্জির পরিমাণ এতোটা বৃদ্ধি পাচ্ছিলো যে এলেক্সের সে জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিলো না। হার্টের চারপাশ দিয়ে আগুনও অনেক বেড়ে গেলো। যেটা পাশে থাকা হার্টকে কোনো রকমের ক্ষতি না করলেও এ জায়গায় এলেক্সের থাকা অসম্ভব হয়েছে যাচ্ছিলো। আস্তে আস্তে আগুনের হার্ট এবং সাধারণ হার্ট দুটো একে অপরের সাথে মার্জ হতে শুরু করলো। ঠিক এই সময়ে এলেক্স একবার তার চোখ বন্ধ করলো। চোখটা খোলার সাথে সাথে সে উপরের খোলা আকাশ দেখতে পেলো।
ড্রাগনের লেয়ারে কোনো রকমের গাছ না থাকার কারনে অনেকটা জায়গা ফাকা হয়ে আছে। পুরো আকাশ স্পষ্ট এই জায়গায় স্পষ্ট দেখা যাচ্ছিলো। আকাশ দেখেই এলেক্স বুঝতে পারলো সে অনেকটা সময় কাটিয়ে দিয়েছে। এতোটা যন্ত্রনা এলেক্স ড্রিম ওয়ার্ল্ড থেকে বের হওয়ার সময়ও অনুভব করে নি। এলেক্স শুয়ে আছে, সে পূর্বের থেকে অনেক ভালো করে এনার্জি অনুভব করতে পারছিলো। এলেক্সের আর উঠতে মন চাচ্ছে না। সে শুয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে আছে। তার পুরো শরীরে ক্লান্তি ভাব ছিলো না। বরং এলেক্স এবার নতুন একটা অনুভূতি অনুভব করতে পারছিলো। এরকম অনুভূতি এলেক্স পূর্বে কখনো অনুভব করে নি।
-> তাহলে কি এটায় কোর থাকার অনুভূতি! (এলেক্স)
এলেক্স পূর্বে এনার্জি ব্যবহার করতে পারলেও এবারের অনুভূতি ভিন্ন ছিলো, কারণ এলেক্স এখন এনার্জি তার শরীরের মধ্যে স্টোর করতে পারছিলো।
-> কিছু খেলে যেরকম পেট ভরে যায় ঠিক তেমনি এখন মনে হচ্ছে আমার হার্ট ভরে যাচ্ছে এনার্জিতে। (এলেক্স)
এলেক্স তার বুকের উপরে চাপ দিলো। বুকে যে জ্বলন্ত ভাবটা ছিলো সেটা কেটে গিয়েছে। এলেক্সের সামনে একটা মেসেজ চলে আসলো।
꧁ཌ কনগ্রাচুলেশন, হোস্টের হার্টের সাথে সঠিক ভাবে ড্রাগনের হার্ট মার্জ হয়েছে এবং হোস্টের কোর তৈরি করেছে। ট্রু রেড ড্রাগনের বংশধরের হাজারো বছরের প্রাইডের কারণে হোস্ট ড্রাগন স্পিসিজের হার্ট দিয়ে নিজের কোরের এবিলিটি বৃদ্ধি করতে পারবে। পুরো এক্সব্লকেও শুধুমাত্র হাতে গোনা কয়েকজন রয়েছে যারা হোস্টের মতো একটা ট্রু ড্রাগনের ইনডাইরেক্ট প্রাইড অর্জন করতে পেরেছে। ফায়ার ড্রাগনের হার্টের কারণে হোস্ট ফায়ার ড্রাগনের অধিকাংশ স্কিল ব্যবহার করতে পারবে। ད꧂
꧁ཌ কনগ্রাচুলেশন, ডিম্যান কিং সিস্টেম ৯০% আনলক হয়েছে। স্কিল 'প্রিন্স অফ লাক্', স্কিল মেনুতে যুক্ত হয়েছে। সিস্টেম ১০০% আনলক হলে হোস্ট স্কিল মেনু দেখতে পারবে। ད꧂
꧁ཌ ডিম্যান কিং সিস্টেম ৯৯.৯৯% আনলক হয়েছে এবং বিপুল পরিমাণ এনার্জির অপেক্ষায় রয়েছে। ད꧂
এলেক্স মেসেজগুলোর তাকিয়ে এক নজরে তাকিয়ে রইলো।
-> ড্রাগনটা তার প্রাইডের কথা বলছিলো বার বার, তাহলে এটায় ড্রাগনের প্রাইডের কাজ? (এলেক্স)
এলেক্স তার হাতটা উপরের দিকে করলো এবং মুঠো করে ধরে রাখলো।
-> আমার মাস্টার কি অবাক হবে না এটা জানতে পেরে? (এলেক্স)
ড্রাগনের লেয়ারের মধ্যে শক্তিশালী ব্যারিয়ারের মাঝে যেখানে কারোরই আসার কথা নয় এমন জায়গায় এলেক্স নিশ্চিন্তে শুয়ে আছে। একটা লোককথা রয়েছে, 'যদি লক্ষ মানুষ তোমার শত্রু হয়ে দাড়ায় তাহলে তোমার জন্য সবচেয়ে নিরাপদের জায়গা তোমার সবচেয়ে বড় শত্রুর বাসায়, কারণ তোমার শত্রু তোমাকে তার নিজের বাসাতে কখনো আশা করবে না।' এলেক্সের ব্যাপারটাও এখন তেমন। সে যে ড্রাগনের লেয়ারে বসে সমস্ত ড্রাগনের এনার্জি এবজোর্ব করে নিয়েছে কোরে এবল রিং এ সেটা কেউই দেখছে না এবং আশাও করে নি।
* * * * *
অন্যদিকে,
লাক্সের ভাইস প্রিন্সিপাল ওজ লাক্সে ফিরে এসেছে এক্সামের প্রথম দিনেই। যেহেতু প্রিন্সিপাল লাক্সে অবস্থান করছিলো না এ কদিন, তাই লাক্সের দায়িত্ব তার উপরেই পরেছে। রাত হয়েছে তাই কোনো রকমের দায়িত্ব এখন তার উপরে নেই। শান্ত মনে একটা বই পরছিলো।
-> আমি আশা করি নি এরকম একটা বই থাকবে এল্ফির কাছে, তারপরও বিষয়টা আমাকে বলবে না। (ওজ)
ওজ যে বই পরছিলো সেটা মূলত ড্রাগন এবং তাদের হার্ট নিয়ে লেখা ছিলো। খুব মনোযোগ দিয়ে বইটা শেষ করলো ওজ।
-> এটা আসলেই প্যারাময়। যেহেতু ওয়ার্ল্ড গভর্নমেন্ট রাউন্ড টেবিলের চাকর, তাই রেড ড্রাগনের সকল অংশবিশেষ রাউন্ড টেবিলের হাতে চলে যাবে। আমি নিশ্চিত রাউন্ড টেবিলের লিডার নিজের জন্য ড্রাগনের হার্টটা সংগ্রহ করে রেখে দিবে এবং এক্সব্লকে প্রবেশ করার সাথে সাথে সেটা দিয়ে নিজের কোর আপগ্রেড করে নিবে। (ওজ)
ওজ বড় একটা নিশ্বাস ফেললো। আবার বলতে লাগলো,
-> কিন্তু আফসোস প্রতিটা ড্রাগন মারা যাওয়ার পূর্বেই তাদের হার্টকে ধ্বংস করে দেয়, কোনো ভাবেই এটা রোধ করা আজ পর্যন্ত সম্ভব হয় নি। যে কারণে আজ পর্যন্ত কেউই ড্রাগন হার্ট তৈরি করতে পারে নি শুধুমাত্র ড্রাগন স্পিসিজ ব্যতীত। থিওরি অনুযায়ী ধ্বংস হয়ে যাওয়া হার্ট দিয়ে তেমন লাভ না হলেও রাউন্ড টেবিলের লিডারের এনার্জি ক্যাপাসিটি দশ গুন বৃদ্ধি পাবে। এক্সব্লকে প্রবেশ করার পর হয়তো আমাদের দূরত্ব আরো বৃদ্ধি পাবে।
ওজ বসা অবস্থায় তার মাথার পিছনে হাত দিয়ে মাথার ভর হাতের উপরে রাখলো, এবার বলতে লাগলো,
-> এটায় হয়তো একটা কন্সটেলেশনের সাহায্য পাওয়া এবং না পাওয়ার মধ্যে পার্থক্য। কেমন হতো যদি ড্রাগনের হার্টটা আমি এখন চুরি করে সংগ্রহ করে রাখতাম এখন? তাহলে কি আমাদের পার্থক্য অতিক্রম হতো? (ওজ)
ওজ একটা মুচকি হাসি দিলো। তার চিন্তাতে এলেক্স চলে আসলো, সে সাথে সাথে বলতে লাগলো,
-> পরিস্থিতি এটাও খারাপ হয় নি, আমার একটা স্টুডেট রাউন্ড টেবিলের বিপক্ষে দাঁড়িয়ে আছে, আর অন্য একটা রাউন্ড টেবিলকে অতিক্রম করে যাবে ভবিষ্যতে। তাদের মাস্টার হিসেবে নিজের গর্ববোধ হচ্ছে। শুধুমাত্র এই কার্সটা আমার শরীরে না থাকলে, হয়তো আজ এমন দিন দেখতে হতো না যেখানে আমার একটা স্টুডেন্ট সারা পৃথিবীর কাছে জঘন্ন শত্রু এবং আমার আরেকটা স্টুডেন্ট সবার কাছে হাস্যকর পাত্র। (ওজ)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।