[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২২৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এলেক্স ড্রাগনের লেয়ার থেকে বের হয়েছে। পুরো রাত ড্রাগনের লেয়ারে কাটিয়ে এলেক্স রওনা দিয়েছে তার টিমের সন্ধানে, ব্যারিয়ারের সাথে স্পর্শ করার পূর্বেই সেটা এলেক্সকে রাস্তা করে দিয়েছে বের হওয়ার জন্য। এলেক্স ব্যারিয়ার থেকে বের হওয়ার পরে কিছুটা সামনে চলে গেলো। কিছুদিন ম্যাজিসিয়ান জব ক্লাসের সিনিয়র লরেসের সাথে থাকার মাধ্যমে এলেক্স তার থেকে সার্চ ম্যাজিক সম্পর্কে কিছুটা জানতে পেরেছিলো। মূলত ম্যাজিক এমন একটা জিনিস যেটা একটা স্পিসিজের চিন্তা ভাবনাকে ফল দেই। যার যত নিখুঁত চিন্তা ভাবনা করার ক্ষমতা রয়েছে সে তত নিখুঁত ভাবে ম্যাজিক ব্যবহার করতে পারবে। শুধুমাত্র চিন্তা ভাবনা আবার একটা ম্যাজিককে শক্তিশালী করে না। লাক্সের থিওরি ক্লাসে এলেক্স জানতে পেরেছে যে জব ক্লাসেই থাকুক না কেনো একজন, এনার্জির প্রতি কন্ট্রোল এবং এনার্জির পরিমাণ একটা স্পেল অথবা স্কিলের পাওয়ারকে নির্ধারণ করে।
-> তাহলে একজন ব্যক্তির চিন্তাভাবনাকে স্কিল বা স্পেল হিসেবে রূপ দেয়, আর এনার্জি ব্যবহারের কন্ট্রোল এবং কোরে এনার্জির পরিমাণই স্পেল বা স্কিলের শক্তি নির্ধারণ করে। তাহলে আমি যদি আমার কোর থেকে এনার্জি ত্যাগ করে সেটাকে আশেপাশে থাকা এনার্জির সাথে মিশিয়ে ত্যাগ করি প্রচুন্ড স্পিডে তাহলে তো সার্চ ম্যাজিক হিসেবে সেটা করার কথা। (এলেক্স)
এলেক্স কথাটা বলার সাথে সাথে শরীর থেকে এনার্জি ত্যাগ করলো, সেটাকে আশেপাশের এনার্জির সাথে মেশানোর চিন্তা করলো এলেক্স।
''সার্চ"
এলেক্স মুখ দিয়ে সার্চ ম্যাজিকের চান্ট পড়ার সাথে সাথে তার শরীর থেকে তীব্র আকারে চারিদিকে এনার্জি রিলিজ হয়ে গেলো। এলেক্স তার জায়গাতে দাঁড়িয়ে চোখ বন্ধ করেই তার আশেপাশে থাকা প্রতিটা বস্তুকে দেখতে পারছিলো। দেখতে পারছিলো বললে ভুল হবে, বরং এটা একটা অনুভূতি, যেটা ম্যাজিকের সাহায্যে এলেক্সের ব্রেইনে প্রবেশ করে। এটাকে সিক্স সেন্সও বলা যেতে পারে। এলেক্সের এনার্জি যেসব জায়গায় বারি খাচ্ছিলো ঠিক সেসব জিনিস স্পষ্ট এলেক্সের মাইন্ডে ভাসতে শুরু করলো। তার স্পেলের রেডিয়াস এতোটা বড় ছিলো যে সেটা পুরো এরিয়া এক্সকে কাভার করে বাইরে চলে গেলো।
এরিয়া এক্সের বর্ডারের বাইরে একটা বিল্ডিং এর মধ্যে আজও টেবিলের চারপাশ দিয়ে সবাই বসে বিভিন্ন রকমের বিষয় পর্যবেক্ষণ করছিলো এক্সামের। ঠিক এমন সময় সবাই এক সাথে একটা এনার্জি অনুভব করতে পারলো। এনার্জিটা রুমে থাকা সবারই পরিচিত ছিলো, যে কারণে সবার চোখ বড় বড় হয়ে স্পিসিজ এসোসিয়েশনের লিডারের উপরে পরে গেলো। স্পিসিজ এসোসিয়েশনের লিডার মুচকি একটা হাসি দিলো। তার হাসি দেখে ওয়ার্ল্ড গভর্নমেন্টের লিডার রেগে গেলো। কিন্তু আজকে সে কিছু বললো না, তাদের মাঝে আরো একটা ব্যক্তি ছিলো। লোকটা রাউন্ড টেবিলের লিডার যে গোল্ডেন একটা আর্মার পরে স্পিসিজ এসোসিয়েশন লিডারের টেবিলের একদম বিপরীতে বসে আছে। সে এবার বলতে লাগলো,
-> মনে হচ্ছে রেড ড্রাগনের বাচ্চাটা সার্চ ম্যাজিক ব্যবহার করতে শিখে গিয়েছে। আর যেহেতু এটা এতোটা রেডিয়াস জুড়ে কাভার করতে পারছে তাই বলায় যাচ্ছে আর কিছুদিন রেখে দিলে এটা তার মায়ের মতোই একটা ভয়াবহ বিস্ট হয়ে যাবে। এটাকে বাচ্চা মনে করে এখনো কিছু করা হয় নি তার সাথে। কিন্তু যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাতে বাচ্চারা তাদের জীবন হারাতে পারে। তাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট এবং লাক্সের বোর্ডের কাছে আমার অনুরোধ থাকবে এক্সাম এখানেই শেষ করে দিতে। (জুলিয়ান)
রাউন্ড টেবিলের লিডার জুলিয়ানের কথাতে সবাই চুপ থেকে সম্মতি জানালো। জুলিয়ান আরো বলতে লাগলো,
-> যেহেতু আজকে এক্সাম শেষ হয়ে যাবে, তাই আমার মনে হয় না স্পিসিজ এসোসিয়েশনের কোনো কথা আর থাকবে ড্রাগনের বাচ্চাটাকে নিয়ে। (জুলিয়ান)
চোখ বন্ধ করে থাকা এল্ফ যে স্পিসিজ এসোসিয়েশনের লিডার সে মুচকি হাসি সহ বলতে লাগলো,
-> আমি প্রথমেই বলেছি, এই এক্সামে কেউ ড্রাগনকে ফ্যামিলিয়ার না বানাতে পারলে সেটা ওয়ার্ল্ড গভর্নমেন্টের হয়ে যাবে।
এল্ফের কথা শুনে জুলিয়ান এবং বাকিরা উঠে দাঁড়ালো। তারা এক এক করে রুমের বাইরে চলে গেলো। দেখার মতো আর কিছু তাদের ছিলো না। রুমে আপাতোতো মোট পাঁচজন ব্যক্তি ছিলো। স্পিসিজ এসোসিয়েশনের লিডার, তার পিছনে দাঁড়িয়ে থাকা তিনজন লোক এবং লাক্সের প্রিন্সিপাল।
-> ভাইয়া কাজটা কি ঠিক হলো? রেড ড্রাগনপর বাচ্চাকে আমরা যদি এভাবে তুলে দেই মানুষের হাতে তাহলে তারা সেটা দিয়ে কি করবে একবার ভেবে দেখেছেন? (এলিয়ানোর)
লাক্সের প্রিন্সিপাল স্পিসিজ এসোসিয়েশনের লিডারকে উক্ত কথাটা বললো। তার কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে একটা আঙ্গুল টেবিলের উপরে রাখলো এসোসিয়েশন লিডার। তার আঙ্গুল রাখাতেই সে জায়গার দৃশ্য বড় হয়ে গেলো। তখনি এলিয়ানোর এবং পিছনে দাঁড়িয়ে থাকা তিনজন ব্যক্তি অবাক হয়ে গেলো। মাত্র সবাই মনে করেছিলো ড্রাগনের বাচ্চাটা সার্চ ম্যাজিক ব্যবহার করেছে, সেটা সার্চ ম্যাজিক মনল করেছে সবাই এনার্জির প্যাটার্ন অনুযায়ী। এবং যেহেতু রেড ড্রাগনের এনার্জি সবচেয়ে ইউনিক যেটা শরীরের স্পর্শ করার সাথে সাথেই দম বন্ধ হয়ে আসে সে কারনে সবাই বুঝতে পেরেছিলো সেটা ড্রাগনের এনার্জি। আর একমাত্র ড্রাগনের বাচ্চাটারই সে এনার্জি ব্যবহারের ক্ষমতা রয়েছে। কিন্তু এসোসিয়েশন লিডার যেটা দেখালো সেটা চারজনকেই অবাক করে দিলো। স্পিসিজ এসোসিয়েশন লিডার একটা চুটকি বাজালো তার হাত দিয়ে।
"সাউন্ড ব্যারিয়ার"
সাথে সাথে সবুজ কালারের একটা ব্যারিয়ার তৈরি হলো তাদের চারপাশ দিয়ে। এবার লিডার বলতে লাগলো,
-> জানি না কিভাবে, তবে ছেলেটার কাছে ড্রাগন হার্ট রয়েছে। আর মাত্র সে রেড ড্রাগনের এনার্জি ব্যবহার করেছে। বাকিরা ভুল ধারনা করেছে এবং ভেবেছে বাচ্চা ড্রাগনটা এই এনার্জি ত্যাগ করেছে। আর এই এনার্জির কারণেই বাচ্চা ড্রাগনটা খুব স্পিডে ছেলেটার দিকে অগ্রসর হচ্ছে।
লিডারের কথা শুনে ছেলেটার দিকে তাকালো লাক্সের প্রিন্সিপাল। সে এলেক্সের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো,
-> ইদানিং সব ঘটনা কেনো এই ছেলেটাকে নিয়ে হচ্ছে? ছেলেটা কি কোনো গল্পের মেইন ক্যারেক্টার? (এলিয়ানোর)
পিছন থেকে তিনজনের মধ্য থেকে একটা সিংহের মতো দেখতে বিস্টম্যান এবার বলতে লাগলো,
-> যেহেতু রেড ড্রাগন ব্যতীত এখনো অন্যান্য ড্রাগনরা তাদের উপস্থিতি পৃথিবীতে প্রকাশ করে নি তাই আমার মনে হচ্ছে এই ছেলে অন্য ওয়ার্ল্ডের কোনো ইয়াং ড্রাগন হবে।
তার কথায় লিডার বলতে লাগলো,
-> সেটা হওয়ার চান্স একদম কম। যেহেতু এলিয়ানোর লাক্সের প্রিন্সিপাল তাই লাক্সে একটা ড্রাগন হিউম্যান ফর্মে রয়েছে সেটা এলিয়ানোর এর জানার কথা। (লিডার)
বিস্টম্যান আবারো বলতে লাগলো,
-> তাহলে কি কোনো ভাবে ব্যারিয়ারের মধ্য থেকে ড্রাগনের হার্ট নিজের মধ্যে ইনজেক্ট করেছে?
এবার প্রিন্সিপাল বলতে লাগলো,
-> ছেলেটার সাথে আমি এক্সামের আগেই দেখা করেছি, তার কোনো রকমের কোর ছিলো না। এমন অবস্থায় ড্রাগন যদি স্বেচ্ছায় তার হার্টও দিয়ে দেয় ছেলেটাকে তারপরও তারজন্য একটা কোর বানানো অসম্ভব। (এলিয়ানোর)
লিডারের মুখে আবারো একটা মুচকি হাসি দেখা গেলো। সে এলিয়ানোরের উদ্দেশ্যে বলতে লাগলো,
-> পুরাতন প্রিন্সিপালের কন্সটেলেশন একটা কথা বলেছে আমার কন্সটেলেশনকে, যেটা আমার কন্সটেলেশনও বিশ্বাস করে নি, এবং আমাকে বলার পর আমিও সেটা বিশ্বাস করছি না। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে একটা কথায় বলা যায়। (লিডার)
লিডারের কথা শেষ হয়ে গেলো। সে প্রিন্সিপালের উদ্দেশ্যে কথাটা বললো যাতে তার বোন কথাটা ধরতে পারে।
-> আমারও মনে হচ্ছে ছেলেটা যেকোনো এক ট্রু ড্রাগনের ডাইরেক্ট বংশধর হবে। তা নাহলে এরকম পরিস্থিতি সম্পূর্ণ অসম্ভব। (এলিয়ানোর)
লিডার প্রিন্সিপালের কাছে আবারো বলতে লাগলো,
-> কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমি শুধু তোমার কাছে এটা জিজ্ঞাসা করতে চাচ্ছি, কোনো ভাবে তোমার কি মনে হয় রেড ড্রাগনের মৃত্যুর সাথে ছেলেটার কোনো হাত রয়েছে? (লিডার)
-> না, আমার মনে হয় না কোনো মানুষও রেড ড্রাগনকে হত্যা করেছে। যেহেতু সব গুলো ওয়ার্ল্ড এখন মার্জ হয়েছে পৃথিবীতে, তাই অনেক বিয়িং রয়েছে যারা মানুষ এবং অন্যান্য স্পিসিজদের মাঝে লুকিয়ে রয়েছে। এ কারণে বের করা কষ্টকর হয়ে যাবে আমাদের জন্য, কিন্তু আমার মনে হয় না ছেলেটা এই কাজে জড়িত ছিলো। (প্রিন্সিপাল)
লিডার একটা লম্বা নিশ্বাস ছেড়ে দিলো। এবার সে বলতে লাগলো,
-> তাহলে আমি আদেশ দিচ্ছি, কোনো ভাবেই স্পিসিজ এসোসিয়েশন এবং আমাদের সহযোগীরা এই ছেলের বিরুদ্ধে যাবে না। যেহেতু তার ট্রু ড্রাগনের ডাইরেক্ট বংশধর হওয়ার সম্ভবনা রয়েছে তাই আমরা এক্সব্লকে প্রবেশ করে কোনো ট্রু ড্রাগনের ডাইরেক্ট বংশধরকে হত্যা করে বা ক্ষতি করে ড্রাগন বংশের শত্রু হতে চাই না। এবং যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা তাকে সাহায্য করার চেষ্টা করবো, এতে করে কিছুটা হলেও ভবিষ্যতে ড্রাগনদের সাথে আমাদের সম্পর্ক ভালো করার সম্ভবনা থাকবে। (লিডার)
* * * * *
এলেক্স পুরো এরিয়া এক্সের সব কিছু দেখতে পারছিলো। তার কাছে একটা বিষয় আজব লাগছিলো। সে তার রিং এর দিকে তাকালো,
-> আমার শরীরে এনার্জি রয়েছে তারপরও এই রিং সেটাকে এবজোর্ব করছে না কেনো? (এলেক্স)
এলেক্স এই বিষয় নিয়ে একটু চিন্তা করবে তার পূর্বেই সে তার সার্চ ম্যাজিকের সাহায্যে সামনে থেকে প্রচুন্ড স্পিডে একটা কিছুকে নিজের দিকে আসতে দেখলো। সার্চ ম্যাজিকের কারণে সেটা কি ছিলো তা বুঝতে বাকি রইলো না এলেক্সের। যেহেতু বস্তুটাকে পূর্বে এলেক্স দেখেছিলো তাই সে তার জায়গাতেই দাঁড়িয়ে রইলো। এক মিনিটের মধ্যে সামনে থাকা বিশাল বিশাল গাছের ভিতর দিয়ে ভূতের মতো প্রচুন্ড স্পিডে এলেক্সের সামনে চলে আসলো একটা ড্রাগন। ড্রাগন বললে ভুল হবে বরং এটা একটা ড্রাগনের বাচ্চা ছিলো। একটা মানুষ যতটা লম্বা, ঠিক ততটা উচ্চতা ছিলো ড্রাগনের বাচ্চাটার। ড্রাগনটা এলেক্সের সামনে এসে প্রথমে দাঁড়ালো। এলেক্সকে দেখার সাথে সাথেই ড্রাগনের একদম প্রথম দিনের কথা মনে পরে গেলো। ডিম থেকে বের হওয়ার পরে এই প্রথম ব্যক্তিকেই সে দেখেছিলো, মনে কোনো রকমের ভয় না নিয়ে ড্রাগনটা এগিয়ে গেলো এলেক্সের কাছে। একদম এলেক্সের কাছে গিয়ে নিজের গলা এলেক্সের গলার সাথে ঘষতে লাগলো। এলেক্সের একদম কাছে যাওয়ার পরে ড্রাগনটা এলেক্সের থেকে নিজের মায়ের এনার্জি অনুভব করতে পারছিলো। সে এবার এলেক্সের দিকে তাকালো।
-> তোমার আম্মাকে কথা দিয়েছি, আজকের পর থেকে তোমাকে দেখে রাখার দায়িত্ব আমার। (এলেক্স)
কথাটা বলার সাথে সাথে ড্রাগনের চোখ দিয়ে পানি পরতে শুরু করলো। এলেক্স তাকে শান্তনা দেওয়ার জন্য ড্রাগনের মাথায় হাত দিলো।
-> যেহেতু তুমি একটা ড্রাগন, তাই সংক্ষেপে আজ থেকে তোমার নাম ড্রাকো।
এলেক্স ড্রাগনের নামটা দেওয়ার সাথে সাথে ড্রাগনের শরীরটা উজ্জ্বল হতে শুরু করলো। আস্তে আস্তে ড্রাগনটা অদৃশ্য হতে লাগলো এবং এলেক্সের ডান হাতের তালুর উপরে একটু একটু করে লাল এবং কালো রঙের একটা ট্যাটু অঙ্কন হতে লাগলো। এক মিনিটের মধ্যে পুরো ড্রাগনটা হারিয়ে গেলো এবং এলেক্সের হাতের তালুর উপরে একটা পার্মানেন্ট ট্যাটু হয়ে গেলো ড্রাগনের।
এলেক্স সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই সে তার সামনে প্রায় ১৫ টার মতো টিমকে দেখতে পারলো। প্রায় ৭০ জন মানুষ এলেক্সের সামনে ছিলো, এলেক্স তার সার্চ ম্যাজিকের কারণে আশেপাশে থাকা সবার একদম সঠিক লোকেশন দেখতে পারছিলো। ১৫ টা টিমের মধ্যে এলেক্স নিজের টিমও খুঁজে পেলো। এক্সামের পুরো সময়টা এলেক্স তার মাস্ক পরে কাটিয়েছিলো, যে কারনে তাকে তখন কেউ দেখতে পারে নি, কিন্তু নিওনের এট্যাকের পরে গাছের ডালে লেগে এলেক্সের মাক্স খুলে কোথায় পরেছে সেটা এলেক্সও জানে না। এই সময় এলেক্স কোনো রকমের জামা পরে নেই এমনকি তার মুখে কোনো রকমের মাস্কও ছিলো না। এমন অবস্থায় তাকে দেখতে পেয়ে তার নিজের ক্লাসের স্টুডেন্টও গুলো তো দূরে থাক নিজের টিমের গুলোও ভালো মতো চিনতে পারলো না। তবে একটা বিস্টম্যানের নাককে ধোঁকা দেওয়া এতোটা সহজ নয়। সব গুলো টিমের মধ্য থেকে ক্রিস দৌড়ে এগিয়ে চলে আসলো। এলেক্সকে দেখে প্রতিটা ব্যক্তি কিছুক্ষণের জন্য নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সে জন্য কেউই ক্রিসের এগিয়ে যাওয়ার ফলে রিয়েক্ট করতে পারলো না। এলেক্সকে জীবিত দেখতে পেরে ক্রিসের চোখ দিয়ে পানি পরছিলো। সে এলেক্সকে অনেক শক্ত করে জরিয়ে ধরার কারণে এলেক্স তার স্ট্রেন্থ ব্যবহার ছাড়া নরতেও পারছিলো না।
-> নিওনের কথায় তো আমরা ভেবে নিয়েছিলাম তুই মারা গিয়েছোস, কিন্তু তোকে এভাবে সশরীরে দেখতে পেয়ে আমার যে কতটা ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। (ক্রিস)
ক্রিস এলেক্সকে ধরে বাচ্চাদের মতো কান্না করছে আর কথা গুলো বললো। এলেক্সের কাঁধে মুখ রেখে কান্না করার কারণে তার নাক এবং চোখের পানি দিয়ে এলেক্সের কাঁধ মাখিয়ে গিয়েছে। এলেক্স পরিস্থিতি বুঝতে পারছে না।
❝যেহেতু নিওন এবং তার টিম আমাকে এট্যাক করেছে, তাই আমি নিশ্চিত তারা সেটা বলে নি কাউকে। প্রথমে আমাকে জানতে হবে টিমের কাছে কি বলেছে, আমাকে সে অনুযায়ী পরিস্থিতির সাথে মিশতে হবে।❞ (এলেক্স ভাবছে)
-> কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেনো? (এলেক্স)
এলেক্স কথাটা ক্রিসকে বললো, ক্রিস তুমি শব্দটা শুনে তার কান্না বন্ধ করে দিয়ে এলেক্সের দিকে তাকালো। এরপর নিজের জামা দিয়ে চোখ এবং নাকের পানি মুছতে মুছতে বলতে লাগলো,
-> নিওন এবং ওর গ্রুপ সেদিন ফিরে আসে, কিন্তু তুই আসিস নি। এদিকে নিওনের গ্রুপের যে ট্যাংক ছিলো সে গুরুতর আহত হওয়ার কারণে তখনি সেখানে একজন অফিসার এসে তাকে নিয়ে যায়। নিওনকে বার বার তোর কথা জিজ্ঞাসা করলেও সে কোনো রকমের কথা সেদিন বলে নি। তার গ্রুপের কেউই কোনো রকমের কথা বলে নি। কিন্তু হঠাৎ করে আমাদের টিমের সবার উপর দিয়ে যখন একটা ড্রাগনের বাচ্চা উড়ে প্রচুন্ড স্পিডে চলে যায় তখন নিওন বলে ট্যাংক গুরুতর আহত হয় সেই ড্রাগনের হাতেই এবং এলেক্সও সে ড্রাগনের হাতেই মারা যায়। বিশ্বাস করতে না পারলেও আশা রেখেছিলাম অফিসাররা হয়তো তোকে বাঁচিয়ে নিয়েছে এবং সেই ট্যাংকের মতোই বাইরে নিয়ে গিয়েছে, কিন্তু কিছুতেই আমার রাগকে আমি কন্ট্রোল করতে পারি নি, নিওনের কথা মতো আমরা ড্রাগনের সন্ধানে নেমে পরি যাতে করে অন্তত তোর প্রতিশোধ নিতে পারি। আর তার মধ্যেই আমাদের সাথে সিনিয়র টিম গুলোর সাথে দেখা। যেহেতু সবার টার্গেটই একটা ড্রাগন ছিলো তাই আমরা আপাতোতো একটা শান্তি চুক্তিতে আছি এবং যে সুযোগ পাবে সেই ড্রাগনের সাথে কন্ট্রাক করতে পারবে। তবে আমি এখানে এসেছি ড্রাগনটাকে হত্যা করতে। (ক্রিস)
ক্রিসের কথা একদম ক্লিয়ার ছিলো না। মনের মধ্যে থাকা সব কথা একসাথে বলার কারনে সে সাজিয়ে বলতে পারে নি সেগুলো। কিন্তু এলেক্স সেটা শুনেই পরিস্থিতি বুঝতে পারলো।
❝এজন্য হয়তো ম্যাগমা আঙ্কেল সব সময় তার পাশে হুইসেল আঙ্কেলকে রাখে। "পরিচিত একজন সিম্পল মাইন্ডের ব্যক্তি থাকলে সব বিষয়ে আপডেট পেতে সমস্যা হয় না।" এটাই তো ম্যাগমা আঙ্কেল বলেছিলো।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স লক্ষ্য করতে পারছে সবাই আজব হয়ে এলেক্সের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে তাদের মধ্যে যেসব ছিলো তাদের তাকানোটা এলেক্সের বিরক্ত লাগছিলো। এলেক্স হাত দিয়ে ক্রিসের টিশার্টের মাঝে ধরলো এবং বলতে লাগলো,
-> সরি। (এলেক্স)
কোনো রকম এক্সপ্রেশন ব্যতীত এলেক্স সরি বলাতে ক্রিসের মনে হলো না এলেক্স সরি বলেছে তাকে বরং তার মনে হলো কোনো বইয়ে থাকা একটা শব্দ পড়ছিলো এলেক্স। কথাটা বলে এলেক্স টান দিয়ে ক্রিসের টিশার্ট ছিঁড়ে ফেললো।
-> এটা কি করলি, আমার সবচেয়ে ফেবারিট টিশার্ট, যদিও এটার মধ্যে দশদিনের ঘাম লেগে দুর্গন্ধ হয়ে আছে তারপরও এটা আমার একমাত্র টিশার্ট এই ফরেস্টের মধ্যে। (ক্রিস)
ক্রিস চিল্লিয়ে উঠলো, কিন্তু তার চিল্লানিতে এলেক্স মনোযোগ না দিয়ে কিছুটা এনার্জি সবার চোখের আড়ালে ছেঁড়া জামার মধ্যে প্রয়োগ করে সেটা নাক সহ মুখ বেঁধে নিলো মাস্কের মতো। তাদের কথা চলতে চলতে এতোক্ষনে বেশ কিছু সিনিয়র টিম এলেক্স এবং ক্রিসের কাছে এগিয়ে এসেছে। তাদের মধ্য থেকে একজন সিনিয়র এলেক্সের কাছে এসে দাঁড়ালো। সে লম্বায় এলেক্সের থেকে আরো বড় ছিলো, তাই এলেক্সকে একটু উঁচু হয়ে তাকাতে হলো। সিনিয়র এবার বলতে লাগলো,
-> জানি না কি হচ্ছে তোমাদের মধ্যে, কিন্তু সেটা দেখার সময় আমার হাতে নেই। ঔ খালি গাঁয়ের ছেলে?
সিনিয়রের কথা শুনে এলেক্স তার নিজের মুখের দিকে আঙ্গুল দিয়ে বোঝাতে চাইলো সিনিয়র কি এলেক্সকে কিছু বলতে চাচ্ছে।
-> হ্যাঁ তুমি, যেহেতু তুমি এইদিকে ছিলে তাই আমি সিওর এদিক দিয়ে একটা পাখির মতো কিছুকে খুব দ্রুত উড়ে যেতে দেখেছো।
সিনিয়র ছেলেটা ভাবতে লাগলো,
❝যেহেতু এটাও নতুন স্টুডেন্ট তাই আমি সিওর বাকিদের মতো এটাও দেখে নি যে জিনিসটা ড্রাগন ছিলো।❞
-> লাল এবং কালো একটা বাচ্চা ড্রাগনের কথা বলতে চাচ্ছেন? (এলেক্স)
এলেক্সের কথায় অবাক হয়ে গেলো। সে নিজেও ড্রাগনের স্পিডের কারণে তার সঠিক রং ঠিক মতো দেখতে পারে নি, কিন্তু সেখানে ছেলেটা ড্রাগনের কালারের কথাও বলছে বিষয়টা সিনিয়রের প্রাইডে আঘাত করলো। তারপরও সে বলতে লাগলো,
-> হ্যাঁ, তুমি কি দেখেছো ড্রাগনকে? সেটা এদিক দিয়েই এসেছে।
অন্যদিকে নিওন ভাবতে লাগলো,
❝যেহেতু আমি ভাইস প্রিন্সিপালের স্টুডেন্ট হতে চাচ্ছিলাম তার স্কিলের জন্য শুধুমাত্র। তাই আমার মনে হয় না তার স্টুডেন্টের ইমেজ নষ্ট করে আমি তার স্টুডেন্ট হতে পারবো কোনোদিন। এর থেকে ড্রাগনকে দেখার পরে আমি প্লানটা অনেক সুন্দর করে বানিয়েছিলাম, যেটা সবাই মেনেও নিয়েছিলো। যেহেতু খুব দ্রুত ওয়ার্ল্ড গভর্নমেন্টের কাছে ড্রাগনের বাচ্চাটা চলে আসবে তাই তার মুখ দিয়েও কথাটা স্বীকার করানো কোনো ব্যাপার ছিলো না আমার জন্য। কিন্তু সব প্লানে মাটি হয়ে গেলো। এই এলেক্স বেঁচে উঠলো কিভাবে?❞ (নিওন ভাবছে)
নিওনের ভাবনা শেষ হতে হতে তার সামনে একটা মেসেজ চলে আসলো তার কন্সটেলেশনের থেকে।
ཌ ছোট একটা কাজ করতে পারলে না আমার অ্যাভেটার হয়েও, যেহেতু মিশনটা এরিস আমাকে দিতে বলেছিলো তোমাকে, যেহেতু তুমি এরিসকে এবং আমাকে সন্তুষ্ট করতে পারলে না তাই এরিস মিশনটা তার অ্যাভেটারকে দিয়ে দিয়েছে। আমি তোমাকে একটা পার্সোনাল মিশন দিচ্ছি, যদি তুমি তোমার ভুলকে ঠিক করে না নিতে পারো এই মিশনে তাহলে ডিভাইন আইটেমের কথা ভুলে যাও। এবারের মিশনে তোমাকে একটা গোল্ডেন আপেলের সন্ধান করতে হবে এক সপ্তাহের মধ্যে। যদি সাতদিনের মধ্যে সন্ধান করতে পারে তাহলে আমি সেটা তোমাকে ব্যবহার করতে দিবো।ད
নিওন মেসেজটা পড়া শেষ করার সাথে সাথে হঠাৎ করে কোথায় থেকে বেশ কিছু অফিসার চলে আসলো। অফিসার গুলো প্রত্যেকটা স্টুডেন্টের হাত ধরলো এবং একটা কাগজের টুকরো ছেড়ার মাধ্যমে সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেলো। তারা সবাই এরিয়া এক্সের ভিতরের ক্যাম্পের মধ্যে চলে আসলো। ক্যাম্পের মধ্য থেকে প্রিন্সিপাল সবার উদ্দেশ্যে এবার বলতে লাগলো,
-> যেহেতু আনএক্সপেক্টেড একটা ফলাফল হয়েছে তাই আজকে এখানেই তোমাদের এক্সাম শেষ হচ্ছে। যেহেতু আনএক্সপেক্টেড একটা ঘটনা হয়েছে এবং অনেকে ফ্যামিলিয়ার তৈরি করতে পারে নি তাই স্পিসিজ এসোসিয়েশনের লিডার লাক্সের প্রতিটা স্টুডেন্টকে কিছুদিন পরে আবারো ফ্যামিলিয়ার তৈরির জন্য একটা সুযোগ দিবে, তাই চিন্তা করার দরকার নাই। (প্রিন্সিপাল)
প্রিন্সিপালের কথা শেষ না হতে হতেই সেখানে একটা ব্যক্তি উপস্থিতি হলো যে কারণে কারো নজরই প্রিন্সিপালের উপরে পরলো না। সবাই তাকে দেখা নিয়ে ব্যস্ত হয়ে পরলো। লোকটা কালো প্যান্ট এবং একটা শার্ট পরে আছে, তার দিকে তাকিয়েই সবাই নিরব হয়ে গিয়েছে। একবার হলেও সবার অটোগ্রাফ চাইতে মন চাচ্ছে, কিন্তু কারো মুখ থেকে কোনোরকম কথা বের হচ্ছে না। লোকটা আস্তে আস্তে করে সব ছেলে মেয়েদের মাঝ দিয়ে এগিয়ে এলেক্সের কাছে এসে দাঁড়ালো। এলেক্সের সামনে লোকটা দাড়ানোর পরই এলেক্স বুঝতে পারলো লোকটা সাধারণ ছিলো না।
❝মাস্টারের অউরার থেকে এই লোকটার এনার্জি আরো ধারালো এবং একই সাথে নরম। তাহলে কি মাস্টারের থেকে এই লোকটা বেশি শক্তিশালী?❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের সামমে এসে লোকটা দাঁড়ালো। তার শরীর থেকে অউরা অন্য কোনো স্টুডেন্ট অনুভব করতে পারছিলো না। শুধুমাত্র এলেক্স অনুভব করতে পেরেছে সেটা এলেক্সের চোখ দেখেই লোকটা বুঝতে পারলো। লোকটা এলেক্সের হাতে স্পর্শ করলো না, বরং বসলো সে পা ভাজ করে এবং এলেক্সের ডান হাতের তালুর উপরে আঙ্গুল পয়েন্ট করলো।
-> এটা মূলত আমাদের ছিলো, কিন্তু যেহেতু স্পিসিজ এসোসিয়েশনের শর্ত অনুযায়ী তুমি এটার সাথে কন্ট্রাক তৈরি করে ফেলেছো, তাই এই বিষয় নিয়ে আর কথা বলবো না আমি। বরং আমি তোমাকে আমার ডাইরেক্ট স্টুডেন্ট বানাতে চাচ্ছি। (জুলিয়ান)
লোকটার কথায় একদম সেখানে থাকা সবাই অবাক হয়ে গেলো।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।