[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৩০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
বিস্ট ওয়ার্ল্ড,
এলেক্সের একটা পান্সে আগুনে জ্বলন্ত ফিনিক্স পাখিটা মাটিতে পরে গেলো। পান্সের ফোর্সে মাটি অনেকটা গর্ত হয়ে গিয়েছে। প্রচুন্ড আগুনে জ্বলতে থাকা ফিনিক্স পাখিটার এখন আর তেমন উজ্জ্বল করে আগুন জ্বলছে না।
-> আমার মনে হয় এটা তোর জন্য ভালো হবে। (ক্রিস)
❝একটা ফিনিক্স যার সাথে যে কেউ কন্ট্রাক করতে চাইবে। যদিও আমাদের বংশের সাথে মানায় না, তারপরও ফিনিক্সকে ফ্যামিলিয়ার বানাতে পারলে অনেক বড় একটা বুস্ট পাবো আমার এবিলিটিতে। কিন্তু যেহেতু এলেক্সই হারিয়েছে ফিনিক্সকে তাই এটা এলেক্সেরই হোক। আমাকে অন্য কিছু খুঁজতে হবে।❞ (ক্রিস ভাবছে)
ক্রিসের কথা শুনে এলেক্স মাথা নারালো। সে না জানালো ক্রিসের কথায়। যেটা শুনে ক্রিস হেঁসে হেঁসে বলতে লাগলো,
-> তাহলে আর কি করার, যেহেতু তুই ফ্যামিলিয়ার বানাবি না এটাকে তাই এটা মাইন্ড করবে। বাধ্য হয়ে আমাকেই চেষ্টা করতে হবে তাহলে কন্ট্রাকের জন্য। কিন্তু চিন্তা করিস না যেহেতু এটা একটা বাচ্চা ফিনিক্স, আমি নিশ্চিত এটার আব্বা কিংবা আম্মা ফিনিক্সও রয়েছে আশেপাশে। আমরা সেটাকে খুঁজে হারিয়ে তোর ফ্যামিলিয়ার বানিয়ে নিবো। (ক্রিস)
যদিও ক্রিস শান্তনা দেওয়ার জন্য কথাটা বলেছে কিন্তু সে নিজেও জানে একটা ফিনিক্স কতটা ভয়ানক হতে পারে।
❝বিস্ট ওয়ার্ল্ডের ফিনিক্স গুলো সম্পূর্ণ আলাদা। এই বাচ্চাটার পাওয়ারই পৃথিবীতে সাত বছর পূর্বে ড্যানজন থেকে বেরিয়ে আসা স্নো ফিনিক্সের পাওয়ারের মতোই। তাহলে এদের বাবা মা কিংবা আরো ফিনিক্স যদি বিস্ট ওয়ার্ল্ডে থাকে তাহলে সেটা কতটা শক্তিশালী হবে?❞ (ক্রিস ভাবছে)
ক্রিস ভাবতে ভাবতে তার হাতের আঙ্গুলের ধারালো নক দিয়ে একটা আঙ্গুলে একটা ফোটা করলো। সেটা থেকে রক্ত পরতে শুরু হয়ে গেলো। এবার সেন্সলেস হয়ে পরে থাকা ফিনিক্সটার মুখের মধ্যে কয়েক ফোটা রক্ত ফেলে দিলো। সাথে সাথে ফিনিক্স এবং ক্রিসের শরীর দুটোই আলোকিত হতে শুরু করলো। ক্রিস এই সময়ে সম্পূর্ণ সেন্সলেস অবস্থায় চলে গেলো। তার সেন্স ভিন্ন একটা জায়গায় চলে আসলো যেখানে সে সামনে বাচ্চা ফিনিক্সটাকে দেখতে পাচ্ছে। ফিনিক্সটা সেন্সলেস অবস্থায় ছিলো না বরং সেটা তার সম্পূর্ণ উত্তাপ দিয়ে জ্বলছিলো। ফিনিক্সের আগুন দূর থেকেই ক্রিস অনুভব করতে পারছিলো।
-> আগুনটা আমার পুরো শরীর পুরিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে আগুনটাকে সহ্য না করতে পারলে আমি কোনো ভাবেই ফ্যামিলিয়ার বানাতে পারবো না ফিনিক্সটাকে। (ক্রিস)
ক্রিস কথাটা বলতে বলতে ফিনিক্সের দিকে আরো এগিয়ে গেলো। যত ফিনিক্সের কাছে যাচ্ছে ক্রিসের শরীর থেকে তার চামড়াও উঠে যাচ্ছে আগুনের উত্তাপে। প্রচুন্ড ব্যথায় ক্রিস চিল্লিয়ে অর্ধেক পথ এগিয়ে গিয়েছে। ঠিক তখনি ফিনিক্সের আগুনের উত্তাপ একেবারেই কমে গেলো। ক্রিস একদম অবাক হয়ে গেলো বিষয়টা লক্ষ্য করে। কিন্তু এরকম সুযোগ সে হাত ছাড়া করলো না। সে এ দৌড়ে ফিনিক্সের কাছে গেলো এবং সেটার শরীরে স্পর্শ করলো। সাথে সাথেই একটা আলো জ্বলে উঠলো ফিনিক্সের শরীরে এবং ফিনিক্সটা আলো হয়ে ক্রিসের হার্টের পাশে থাকা কোরের মধ্যে প্রবেশ করলো। একটা চোখ পলক দেওয়ার সাথে সাথেই সে তার সেন্সে ফিরে আসলো।
-> ও মনে হচ্ছে আমি ডিসট্রাব করে ফেলেছি। (এলেক্স)
ক্রিস এলেক্সের দিকে তাকালো, সে দুই পাশে দুটো লাঠি গেঁথে উপরে আরেকটা লাঠিতে এক টুকরো বিস্টের মাংস গেঁথে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছিলো পাখিটার আগুনে এলেক্স বারবিকিউ করার সিদ্ধান্ত নিয়েছিলো। ক্রিস অবাক হয়ে তাকিয়ে রইলো এলেক্সের দিকে,
-> তোমার সেন্স লেস হয়ে যাওয়ার পর পাখিটা জ্বলতে ছিলো প্রচুন্ড আগুনে আবার, তাই ভাবলাম রান্নাটা সেরে ফেলি। কিন্তু ভুলে লাঠি গাঁথতে গিয়ে সেটার সাথে আমার স্পর্শ লেগে যায়। তারপর আবার জ্বলা বন্ধ হয়ে যায়। (এলেক্স)
ক্রিস এই সময়ে কি বলবে কিছুই বুঝতে পারছিলো না।
* * * * *
একটা বারের মধ্যে,
পুরো বার খালি ছিলো। এরকম খুব কম হয়। সাধারণত এটা অনেক জনপ্রিয় একটা বার যেটা সন্ধ্যার পর থেকে পুরো রাত ভরা থাকে। বারটেন্ডার দাড়িয়ে আছে তার নিয়মিত জায়গায়, কিন্তু আজকে তাকে আর ড্রিক্স বানিয়ে দিতে হচ্ছে না অন্যদের জন্য। বৃদ্ধ লোকটার মুখে হাসি রয়েছে, যদিও সে জানে সে এখন মারা যাবে তারপরও তার মুখে অন্য কোনো এক্সপ্রেশন লক্ষ্য করা যাচ্ছে না। তার বিপরীতে বসে আছে একটা পরিচিত মুখ যেটা হয়তো আপনারা পড়েছেন, কিন্তু না যেহেতু এটা এনিমি বা মানহুয়া/কমিকস নয় তাই চিনবেন না। যায়হোক ছেলেটার বলতে লাগলো,
-> স্মিথ, আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষের মধ্যে তুমি একজন। আমার মাস্টারের পরে যদি আমি কাউকে চোখ বুঝে বিশ্বাস করে থাকি তাহলে সেটা তুমি হবে। তাহলে কেনো এই কাজটা করলে আমার সাথে?
ছেলেটার বয়স কম, কিন্তু তার সিরিয়াস চেহারা দেখে তাকে সাধারণ ভাবাটা সবার জন্য ভুল হবে। তার কথায় বারটেন্ডার বলতে লাগলো,
-> ইয়াং মাস্টার, একটা সময় ছিলো যখন আমার প্রটেক্ট করার মতো কিছুই ছিলো না। তাই আমি আমার সব কিছু দিয়ে আপনার পরিবারের সেবা করেছি। কিন্তু পনেরো বছর পূর্বের সেই ঘটনার পরে আবারো আমার প্রটেক্ট করার মতো কিছুই ছিলো না। আপনি তখন ছোট ছিলেন অনেকটা। আপনাকে দেখে আমি আবারো আপনার সেবা করতে শুরু করি। দুই বছর পূর্বে আমি আবারো প্রটেক্ট করার মতো জিনিস হারিয়ে ফেলি, কারণ আপনি এতোটা শক্তিশালী হয়েছেন যে আমার মতো দুর্বল বৃদ্ধ লোকের প্রটেকশন আর আপনার প্রয়োজন নেই। কিন্তু তখন আবারো নতুন একটা জিনিস খুঁজে পায় যেটা আমার প্রটেকশনের অপেক্ষা করছিলো। তাই আমি আজ এখানে এই বারে রয়েছি যেটাকে আগলে রাখার জন্য আমি সব করতে পারি।
বৃদ্ধ লোকটা কথায় তেমন ভালো ছিলো না। মাঝে মাঝে ছেলেটা তার কথা কিছুই বুঝতে পারতো না। তারপরও বিশ্বাস করতো ছেলেটা তাকে, কারণ খারাপ সময়ে এই লোকটায় তার পাশে ছিলো। আর আজ এই লোকটাই তাকে খারাপ সময়ে পাঠিয়ে দিচ্ছে।
-> আমি ভাবি নি এরকম একটা বারের জন্য স্মিথ তুমি আমাকে এভাবে ধোঁকা দিবে। মানলাম এটা তোমার ছেলের রেখে যাওয়া শেষ স্মৃতি, কিন্তু তুমি এটাকে বাঁচাতে গিয়ে ১৯ জন মানুষকে তুলে দিয়েছো ওয়ার্ল্ড গভর্নমেন্টের হাতে।
ছেলেটার কথা শুনে বৃদ্ধ লোকটা হাসতে হাসতে বলতে লাগলো,
-> ইয়াং মাস্টার আপনি আমাকে ভালো করেই জানেন। আমি কোনো জিনিসকে প্রটেক্ট করতে চাইলে আমার জীবন দিয়েও সেটাকে আমি সুরক্ষিত রাখি। আমি যা করেছি তাতে আমি একটুও লজ্জাবোধ করছি না আপনার কাছে।
বৃদ্ধ লোকটা আর কিছু বললো না। সে হাসি মুখে শুধু দাঁড়িয়ে আছে।
-> ঠিক আছে স্মিথ, যেহেতু তোমাকে আমি বিশ্বাস করেছি এতোদিন সেই বিশ্বাসের জন্য আমি এই বারকে প্রটেক্ট করে রাখবো। কিন্তু ১৯ যে ১৯ জন ব্যক্তিকে তুমি ওয়ার্ল্ড গভর্নমেন্টের হাতে তুলে দিয়েছো তাদের মতো নিষ্পাপ ব্যক্তি হয়তো আমার কাছে আর কেউ নেই। তাই তাদের জন্য হলেও এটা আমাদের শেষ দেখা।
ছেলেটার কথা শুনে বৃদ্ধ লোকটা তার মাথায় থাকা টুপিটা খুলে হাতে নিলো। শুধু ছেলেটা তাকালো লোকটার দিকে, আর সাথে সাথে বৃদ্ধ লোকটা নিচে পরে গেলো। নিচে পরে যাওয়ার সাথে সাথে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেলো গলার জায়গা থেকে। এবার ছেলেটা বলতে লাগলো,
-> আমি লাক্সে খেলা করতে গিয়েছিলাম আর এদিক দিয়ে এই কাহিনি হয়ে যাবে সেটা কে ভেবেছে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট যে এতোটা বোল্ড মুভ ব্যবহার করবে সেটা প্রেডিকশন করা হয়নি। কিন্তু যেহেতু করেছে তাই সময় হয়ে এসেছে পৃথিবী থেকে ওয়ার্ল্ড গভর্নমেন্টের নামটা মুছে ফেলার।
ছেলেটার কথা শেষ হতে না হতে একটা হঠাৎ করে সেখানে প্রচুন্ড স্পিডে এক লোক চলে আসলো। তার হাতে একটা স্কাইথ ছিলো যেটা থেকে ব্লাড পড়ছিলো টুপ টুপ করে। লোকটাকে বলতে লাগলো ছেলেটা।
-> নাম্বার এবং ফক্সদের সাম্মন করো, একটা মিটিং হয়ে যাক আমাদের প্লান নিয়ে।
* * * * *
অন্যদিকে,
একটা বিদ্যুৎ এর পিলারের উপরে দাঁড়িয়ে আছে ক্রেজি গ্রুপের লিডার। যদিও প্রথমে ক্রেজি ফাইভ বাউন্টি হান্টার এবং পরে ক্রেজি ফাইভ হান্টার গ্রুপ নামে পরিচিত হয় গ্রুপটা, কিন্তু বর্তমানে যেহেতু গ্রুপটার মধ্যে পাঁচজনের অধিক সদস্য রয়েছে তাই এটার নাম হয়েছে ক্রেজি গ্রুপ। আর সে গ্রুপের লিডার দাঁড়িয়ে আছে একটা পিলারের উপরে।
-> সাধারণ মানুষের এরিয়ার মধ্যে একটা বিশাল ড্যানজন তৈরি হয়ে আছে তারপরও ওয়ার্ল্ড গভর্নমেন্টের কোনো রকমের মাথা ব্যথা নেই এটা নিয়ে। প্রতিবার এরকম দৃশ্য দেখলে আমার কাছে বিষয়টা খারাপ লাগে।
ক্রেজি গ্রুপের লিডার কথাটা বলে সামনের দিকে তাকিয়ে রইলো। সামনে বিশাল একটা ড্যানজনের গেইট রয়েছে, যার সাইজ একটা একতলা বিশিষ্ট বাসার সমান ছিলো। এতো বিশাল একটা ড্যানজন পাবলিক এরিয়ার মধ্যে থাকার পরেও আশেপাশে কোনো রকমের সিকিউরিট ছিলো না, যা দেখে খারাপ লাগছিলো পিলারের উপরে দাঁড়িয়ে থাকার।
-> যাচ্ছিলাম ঔ লোভী পরিবারের সাথে দেখা করতে, কিন্তু মনে হচ্ছে আর সেদিকে যাওয়া হচ্ছে না।
কিছু লোক বেরিয়ে আসতে লাগলো ড্যানজনের গেইটের মধ্য থেকে। হয়তোবা মনস্টার, কিংবা অন্য স্পিসিজের হতে পারে, আবার এমনো হতে পারে তারা মানুষ তাই পিলারের উপর থেকে দেখতে লাগলো বিষয়টা ক্রেজি গ্রুপের লিডার। তবে ড্যানজনের ভিতর থেকে বের হওয়া লোকগুলোকে দেখতে পেয়েই লোকটা পিলারের উপর থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেলো এবং ড্যানজন থেকে বেরিয়ে আসা লোকগুলোর সামনে এসে দাঁড়ালো।
ড্যানজন থেকে বেরিয়ে আসা লোকগুলো সাধারণ ছিলো না সেটা পিলারের উপর থেকেই বুঝতে পেরেছিলো, সেই সাথে তাদের শরীর থেকে যে এনার্জি বের হচ্ছিলো সেটাও পরিচিত ছিলো না যে কারণে লোকটা সবার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো।
-> যদিও তোমাদের দেখে মনে হচ্ছে মানুষ কিন্তু তোমাদের থেকে আমি অন্য রকম একটা কিছু একটা অনুভব করছি যা মনস্টারদের থেকেও এই পর্যন্ত অনুভব করি নি।
ক্রেজি গ্রুপের লিডারকে অনেকেই প্রথমে লক্ষ্য করে নি। নতুন কোনো জায়গায় গেলে যেমন এদিক ওদিক তাকায় সবাই ঠিক সেভাবেই ড্যানজনের গেইট থেকে বেরিয়ে আসার পর তারা এদিক সেদিক তাকাচ্ছিলো। তাই সামনে হঠাৎ করে আসা একটা লোককে দেখে অবাক হয়েছে সবাই। আরো অবাক হয়েছে তার কথা শুনে। তবে সবাই এবার বলতে লাগলো,
-> আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথমে মনে করেছিলাম হয়তো কোনো না কোনো এলিয়েন কিংবা মনস্টারের সাথে দেখা হবে, কিন্তু এটা তো দেখছি আমাদের পৃথিবীর মতোই জায়গা। আর সামনে যেহেতু মানুষ রয়েছে তাই হয়তো আমাদের ভয়ের তেমন কোনো কারণ নেই।
সবার মুখেই এক রকম কথা শোনা যাচ্ছিলো। সেগুলো শুনে ক্রেজি গ্রুপের লিডার অনেকটা বিরক্ত হয়ে গেলো। তবে এমন সময় ড্যানজন থেকে বেরিয়ে আসা লোকগুলোর মধ্য থেকে তিনজন লোক এগিয়ে আসলো। তাদের বয়স তেমন একটা বেশি ছিলো না। ২০ থেকে ২২ এর মতো হবে তিনজনের বয়সই। তিনজনের মধ্য থেকে একজন বলতে লাগলো,
-> বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমরা মানুষ, যদিও আমরা অনেক দূর থেকে এসেছি। কিন্তু এই বিষয়ে সিওর হয়ে নিন আমরা আপনাদের কোনো রকমের ক্ষতি করবো না।
ছেলেটা কথা বলতে বলতে তার সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে আছে।
❝লোকটা একদমই স্বাভাবিক নয়। যেহেতু চোখের পলকের মধ্যে সে আমার সামনে চলে এসেছে এবং হ্যারিও বিষয়টা লক্ষ্য করে নি, তাই নিসন্দেহে বলা যাচ্ছে এই ওয়ার্ল্ডের মানুষেরা ম্যাজিক ব্যবহার করতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে আমাদের প্রতিটা মুভমেন্ট নিয়ে। যেহেতু তাদের সম্পর্কে এখনো তেমন কিছু জানি না আমরা। ❞ (ছেলেটা ভাবছে)
ছেলেটার কথা শুনে লোকটা এবার পর্যবেক্ষণ করলো ভালো করে। মোট একশত এর মতো মানুষ এসেছে গেইটের ভিতর থেকে। প্রতিটা ব্যক্তিই আহত ছিলো, তবে কারো অবস্থা গুরুতর ছিলো না। যদিও তাদের মধ্যে অধিকাংশই লোকটার নজর কারলো না কারণ তাদের শরীর থেকে তেমন এনার্জি অনুভব করতে পারছিলো না। তবে সামনে থাকা তিনজন এবং পিছনে লুকিয়ে থাকা আরো কয়েকজন রয়েছে যাদের উপস্থিতি ক্রেজি গ্রুপের লিডার বুঝতে পারলো। সামনে থাকা ছেলেটা আবারো বলতে লাগলো,
-> মনে হচ্ছে আমি আমাদের পরিচয় না দিয়েই কথা বলছি। প্রথমে আমাদের পরিচয় দিতে দিন। আমার নাম স্যাম।
স্যামের কথা শুনে এবার লোকটা তাকে জিজ্ঞাসা করলো,
-> তো স্যাম, কোন ওয়ার্ল্ড থেকে এসেছো তুমি? আমার জানামতে শুধুমাত্র দুটো ওয়ার্ল্ডই আছে যেখানে মানুষ বসবাস করে, যেহেতু সেখান থেকে মানুষ অনেক আগেই মাইগ্রেট হয়েছে তাই তোমাদের সবার পরিচয়ে আমার সন্দেহ হচ্ছে।
-> একবার বলেছি, আমরা অনেক দূর থেকে এসেছি, যেহেতু আপনাকে প্রথম দেখছি আমরা তাই একদমই বিশ্বাস করতে পারছি না আমরা। প্রথমে আমরা জানতে চাচ্ছি আপনি এবং এই ওয়ার্ল্ডের সবাই আমাদের কি মেনে নিবে? (স্যাম)
❝যেহেতু এটা নতুন একটা ওয়ার্ল্ড এবং এই লোকটাকে দেখেই প্রমান পাওয়া গেলো এখানের সবাই ম্যাজিক জানে, তাই তাদের পাওয়ার না জেনে কোনো ভাবেই ফাইট করা যাবে না তাদের সাথে। যেহেতু আমরা টাওয়ারের অনেক কাছাকাছি তাই আমি সিওর এদের পাওয়ারও আমাদের থেকে অনেক শক্তিশালী। যায়হোক প্রথমে আমাদের জানতে হবে এই ওয়ার্ল্ড সম্পর্কে। আর সেটার জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে। যেহেতু বাকিরা অন্যান্য ওয়ার্ল্ডের তাই তাদের কথা চিন্তা করলে লাভ হবে না আমি নিশ্চিত তারা নিজেদের খেয়াল রাখতে পারবে। বাকিদের অবস্থা তেমন ভালো না এই সময়ে ফাইটের কারণে। যেহেতু এই ওয়ার্ল্ড আমাদের কাছে সম্পূর্ণ নতুন তাই আমাকেই ব্যবস্থা করতে হবে।❞ (স্যাম ভাবছে)
স্যামের কথা শুনে হঠাৎ ক্রেজি গ্রুপের সিরিয়াস এক্সপ্রেশন কেটে গেলো। সে পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো।
-> যেহেতু তোমরা অন্য ওয়ার্ল্ড থেকে এসেছো তাই আমি নিশ্চিত তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। ভয় নেই আমি তোমাদের সংক্ষেপে একটা বিবরণ দিচ্ছি। আমাদের ওয়ার্ল্ডকে বলা হয় পৃথিবী যেটা কোনো এক কারণে বাকি হাজারো ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হয়েছে। যে কারনে হাজারো ওয়ার্ল্ড থেকে অনেক স্পিসিজ এবং মনস্টার আমাদের পৃথিবীতে এসেছে। তাদের আসার মাধ্যম এই গেইট। যেহেতু গেইট দিয়ে আসা লোকগুলোর চিন্তা ভাবনা বের করা অনেক কষ্টকর এবং তারা কি মিলে মিশে থাকবে কিনা আমাদের সাথে সেটাও জানা কষ্টকর তাই অচেনা ড্যানজন থেকে কোনো স্পিসিজই বের হলে তাদের চেক করা হয়, যাি তার ভেরিফাইড না হয় তাহলে তাদের ওয়ার্ল্ড গভর্নমেন্ট ধরে নিয়ে যায় এবং প্রিজনের মধ্যে ১৫ বছরের জন্য আটক করে রাখে। তবে ওয়ার্ল্ড গভর্নমেন্টের অফিসার আসার পূর্বে যদি তারা পালিয়ে যায় এবং কোনো এসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে যায় বা লুকিয়ে থাকে তাহলে তেমন কোনো সমস্যা হয় না। বাইরের ওয়ার্ল্ডের সবার জন্য কষ্টকর যদও তারা আমাদের ওয়ার্ল্ডে আসে। এমনকি ড্রাগনকেও রক্ষা দেয় না। কিছুদিন আগে তো তিন তলা সাইজের একটা ড্রাগনকেও মেরে ফেলে রেখেছিলো এখনকার বনের মধ্যে। যে কারনে আমি এবং আমার ক্রেজি গ্রুপ অন্য ওয়ার্ল্ডের লোকদের সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকে। আমাদের সাথে কন্ট্রাক সাইন করলে আমরা নতুনদের খাওয়া এবং থাকা বহন করি ১ বছরের জন্য। তো তোমরা যদি ওয়ার্ল্ড গভর্নমেন্টের হাতে বন্ধী না হতে চাও তাহলে কন্ট্রাক সাইন করতে পারো।
লোকটার কথা শুনে অধিকাংশ মানুষই বুঝতে পারলো না। তার কথা বলার অঙ্গভঙ্গি দেখে সবার কাছে লাগছিলো সে হয়তো পাগল। যা অবশ্য সত্য ছিলো। যে কারণে অধিকাংশ মানুষই ইগনোর করে সরে গেলো এটা বলে।
-> মনে হচ্ছে এটা আমাদের ওয়ার্ল্ডে ট্রেইনে মলম বিক্রি করা লোকের মতো।
সবাই চলে গেলেও মাত্র ১২ জন লোক দাঁড়িয়ে ছিলো সামনে। যাদের মধ্যে স্যামও ছিলো। সে বলতে লাগলো,
-> আঙ্কেল আমি জানি না আপনি এমন ব্যবহার করছেন কেনো, কিন্তু এটা বলতে পারছি সিওর যে আপনি আমার থেকেও শক্তিশালী এবং চাইলে আমাকে এখানেই হত্যা করতে পারেন। জানি না এটা খেয়াল করেছেন কিনা, তবে আমরা আহত গ্রস্থ হলেও আমাদের সবাইকে হত্যা করতে পারবেন না। তবে আমার মনে হচ্ছে আপনার ব্যবহারের পিছনে কোনো কারণ রয়েছে। (স্যাম)
এবার পিছন থেকে একটা মেয়ে এগিয়ে আসলো।
-> ক্রেজি গ্রুপের লিডার, এ.কে.এ কার্স অফ বাউন্টি। যদিও মেন্টাল ডিসওর্ডারের সমস্যা রয়েছে কিন্তু এটায় তার সবচেয়ে শক্তিশালী এবিলিটি। জানি না কেনো, তবে আপনার চরিত্রটা আমার কাছে অনেক বোরিং লাগে। বিশেষ করে এরকম করে এতো গুলো মানুষের সামনে নিজেকে পাগল প্রমানিত করার কারনে।
মেয়লটার শরীর থেকে কোনো রকমের সেন্স অনুভব করতে পারছিলো না লোকটা। লোকটার হাসি মাখা মুখ আবারো সিরিয়াস হয়ে গেলো।
-> যদিও আমার কথায় অনেক গুলো মিথ্যা ছিলো তারপরও সত্য লুকিয়ে নেই। এই ওয়ার্ল্ডে থাকতে হলে একটা থাকার জায়গা এবং বাঁচতে হলে খাবারের প্রয়োজন। আমার গ্রুপ সেগুলো প্রোভাইড করবে। আর তুমি! আমি নিশ্চিত স্বপ্নে আমাকে দেখেছো তাই না। আমার সম্পর্কে তুমি যেমন জানো, ঠিক তেমনো তোমার সম্পর্কেও আমি কিছুটা জানি মিস এরিয়েল।
লোকটার কথা শুনে মেয়েটা অবাক হয়ে গেলো।
* * * * *
To Be Continued
* * * * *
ছোট মামা আসছে বাসায়। তার পায়তারায় সাজিয়ে লেখতে পারলাম না পর্বটা।