[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৩১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
বিস্ট ওয়ার্ল্ড,
জুলিয়ান তাকিয়ে আছে স্টুডেন্টদের দিকে। কিছু কিছু স্টুডেন্ট তাদের ফ্যামিলিয়ার বানিয়ে ফেলেছে। যারা ফ্যামিলিয়ার বানিয়েছে তারা শুধুমাত্র স্পিরিটই ধরতে পেরেছে। যেহেতু জুলিয়ান সেখানে তাদের সাথে ছিলো তাই কারো তেমন সমস্যা হচ্ছিলো না।
❝জনসংখ্যা কমে যাওয়ার কারনে এখন একটু সুবিধা হলেও এর থেকে বোরিং কাজ আমি কখনো করেছি বলে আমার মনে হয় না।❞ (জুলিয়ান ভাবছে)
যে স্টুডেন্ট স্পিরিট বা বিস্টকে প্রথমে স্পট করতে পারছিলো সেই শুধুমাত্র উক্ত বিস্ট বা স্পিরিটের সাথে কন্ট্রাক করতে পারবে। এতে যদি তার পূর্ব থেকে একটা ফ্যামিলিয়ার থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তি সুযোগ পাবে। বিস্ট এবং স্পিরিট গুলোকে প্রথমে দেখা স্টুডেন্টকে জুলিয়ান সাহায্য করছে যে কারনে স্টুডেন্ট গুলো কোনো সমস্যা ছাড়ায় দ্রুত কন্ট্রাক তৈরি করতে পারছিলো।
❝বাচ্চা গুলো এসব বিস্ট এবং স্পিরিটের সাথে কন্ট্রাক তৈরির পরই যেমন করে হাসছে মনে হচ্ছে তারা অনেক বড় যুদ্ধ জয় করে ফেলেছে। কিন্তু তারা যখন জানতে পারবে যে এসব বিস্ট এবং স্পিরিট সবচেয়ে নিম্নমানের তখন তাদের রিয়েকশনটা কিরকম হবে সেটা কে জানে।❞ (জুলিয়ান ভাবছে)
জুলিয়ানের ভাবনা শেষ হলো না। সে আবারো ভাবতে লাগলো,
❝তবে আজব করার বিষয়, আমি বিস্ট ওয়ার্ল্ডে এসেছি তারপরও এবার আমার ফ্যামিলিয়ার আমার সাথে দেখা করতে আসছে না। সেই সাথে একটু পূর্বে দূরের ড্রাগনের ইমেজটা। সেটা যে ওর স্কিল ছিলো সেটা চোখ বুঝেই বলে দেওয়া যায়। তাহলে কি এলেক্সকে সব গুলোই শিখিয়ে দিয়েছে? কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না এলেক্স কেনো গ্রুপ রেখে এগিয়ে যাবে। আমি কি দেখতে ভুল করেছি তাহলে, পান্সের এতোটা পাওয়ার এলেক্সের থাকার কথা নয়। কোনো ভাবে কি প্রিন্সিপাল ওজকে পাঠিয়ে দিয়েছে?❞ (জুলিয়ান)
জুলিয়ানের মাথায় অনেক চিন্তা ভাবনা ছিলো, কিন্তু তার পরিস্থিতি বোঝার এতো ভালো এবিলিটি না থাকার কারণে সঠিক ধারনা করতে পারলো না।
* * * * *
এলেক্স এবং ক্রিস হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে।
-> এলেক্স মনে হচ্ছে সামনে আর কোনো গাছ নেই। আমরা তাহলে এই বিশাল ফরেস্টের বাইরে চলে এসেছি। (ক্রিস)
ক্রিস লাফিয়ে একটা গাছের উপর থেকে নামলো। তার লাফ দেওয়াতে মাটি কিছুটা গর্ত হয়ে গেলো এবং ছোট একটা ভূমিকম্প তৈরি হলো। সে তার শরীরের দিকে তাকালো।
-> আমি জানতাম না একটা লিজেন্ডারি বিস্টের সাথে কন্ট্রাক তৈরি করলে প্রথমেই পাওয়ারে এতোটা বুস্ট পেয়ে যাবো। (ক্রিস)
ক্রিসের উপর দিয়েই উড়ছিলো জ্বলন্ত পাখিটা। পাখিটা ভুলেও এলেক্সের কাছে যাচ্ছে না। বরং সে উড়ে এসে ক্রিসের কাঁধে এসে বসলো।
-> এলেক্স এখন আর একটুও গরম লাগছে না। চিরপু কাঁধে আসলে মনে হয় স্বাভাবিক একটা পাখিই আমার কাঁধে রয়েছে। (ক্রিস)
-> তাহলে তো ভালোই। (এলেক্স)
-> কিন্তু তোর কি মনে হয় না নামটা একটু বেশিই হয়ে গেছে। যদিও তোকেই জোর করেছি নামটা রেখে দেওয়ার জন্য। তারপরও চিরপু এটা কিরকম লাগছে আমার কাছে এখন। চিরপুও পছন্দ করে না নামটা। (ক্রিস)
ক্রিসের ফিনিক্সটা এলেক্সের দিকে রাগী একটা লুক নিয়ে তাকিয়ে আছে। কিন্তু এলেক্স তার দিকে তাকানোর সাথে সাথে ফিনিক্সটার চোখে এলেক্সের পান্সটা ফেসে উঠলো। যে কারণে সে তার চোখ অন্য দিকে ঘুরিয়ে বলতে শুরু করে দিলো।
ཌ চিরপু, চিরপু, চিরপু ད
পাখিটা নিজের নাম নিয়ে ডাকতে লাগলো। এলেক্স এবার ক্রিসকে বলতে লাগলো,
-> আমার তো মনে হচ্ছে নামটা পছন্দ করেছে পাখিটা। (এলেক্স)
ক্রিসও আর এ বিষয়ে কিছু বললো না। সে এলেক্সের আগে আগে হাঁটতে লাগলো।
-> আমার মনে হয় আমাদের এখন ফিরে যাওয়া সবচেয়ে ভালো হবে। (এলেক্স)
এলেক্সের কথা শুনে অবাক হলো ক্রিস। যেহেতু এখনো এলেক্সের কোনো ফ্যামিলিয়ার হয় নি তাই ক্রিস চাচ্ছিলো তার ফিনিক্সের মতো বা তার থেকেও কিছুটা শক্তিশালী বিস্ট বা স্পিরিটের সাথে এলেক্সের কন্ট্রাক তৈরি করে দিতে। কিন্তু যেহেতু তার ফিরে গেলে সেটা সম্ভব হবে না।
-> কিন্তু এলেক্স চলে গেলে তোমার ফ্যামিলিয়ারের কি হবে। বিস্ট ওয়ার্ল্ডের মতো জায়গায় প্রবেশ করা অনেকটা কষ্টকর। আমার মনে হয় না আমরা এরকম দ্বিতীয় কোনো সুযোগ পাবো। (ক্রিস)
এলেক্স কিছু বললো না, সে এবং ক্রিস হাঁটতে হাঁটতে যখন ফরেস্ট থেকে বেরিয়ে গেলো তখনি ক্রিস অনুভব করলো তার শরীরটা অনেক ভারি হতে শুরু করেছে।
-> এরকম কিছু একটা হবে বলে আমার মনে হচ্ছিলো। এখানে আসার পূর্বে প্রিন্সিপাল যেহেতু বলেছিলো ফরেস্টের এরিয়া থেকে বের না হতে, হয়তো তিনি এরকম কিছু একটা মিন করেছিলো তার কথা দিয়ে। (এলেক্স)
এলেক্সের কথা ক্রিস শুনতে পারছিলো না। ফরেস্টে বেরিয়ে আসার পর ক্রিসের শরীরের উপরে অনেক ভালো একটা প্রেসার পরেছে। ক্রিস এলেক্সের কথা শুনতে না পারলেও ফিনিক্স পাখিটার সাথে কন্ট্রাকের কারণে ফিনিক্স কি বলতে চাচ্ছিলো সেটা শুনতে পাচ্ছিলো। ক্রিস বলতে লাগলো,
-> আমাদের ভিতরে যেতে হবে। যেহেতু আমরা দুদিনের মতো বিস্ট ওয়ার্ল্ডে রয়েছি, তাই আমাদের শরীরকে রিজেক্ট করতে শুরু করেছে বিস্ট ওয়ার্ল্ডে। ফরেস্টের মধ্যে না গেলে আমাদের সউল ধ্বংস হয়ে যাবে। (ক্রিস)
ক্রিসের কথা শুনে এলেক্স ক্রিসের গলার কলার ধরলো। কলারটা ধরে জোড়ে করে ছুড়ে মারলো ফরেস্টের দিকে। এবার নিজে আস্তে আস্তে ফরেস্টের মধ্যে হাঁটতে শুরু করলো। ক্রিসের পিঠ লাগলো মাটিতে, যার কারণে সে ব্যথা পেলো কিছুটা। কিন্তু সে এলেক্সকে কিছু বললো না। বরং চিৎ হয়ে কিছুক্ষণ শুয়ে রইলো সেখানেই।
-> আচ্ছা এলেক্স, তোর কি মনে হয় আমার ডেস্টিনি তোর সাথে যুক্ত? (ক্রিস)
ক্রিসের কথায় এলেক্স কিছু বলতে পারলো না। এলেক্সের কাছে কোনো রকমের উত্তর ছিলো না তাই সে এটা নিয়ে ভাবলোও না। ক্রিস বুঝতে পারলো এলেক্স কিছু জানে না। একটা মুচকি হাসি দিয়ে ক্রিস আবারো বলতে লাগলো,
-> একটা রিকোয়েস্ট করবো তোর কাছে। জানি না আমার ডেস্টিনি তোর সাথে রয়েছে কিনা, তবে আমি যদি কোনোদিন তোর পাশে ফাইট করতে গিয়ে মারা যায়, তাহলে সব সময় আমাকে তোর কাছে রাখবি প্লিজ। (ক্রিস)
-> আচ্ছা। (এলেক্স)
* * * * *
অচেনা একটা জায়গা,
চারটা ব্যক্তি বসে আছে এক লাইনে, তবে অনেকটা দূরত্ব বজায় রেখে। হলুদ চুল ওয়ালা একটা কম বয়স্ক যুবক যার শরীরের চারপাশ দিয়ে লাইটনিং দেখা যাচ্ছিলো। তার পাশেই একটা সাদা দাঁড়ি এবং বড় চুল যুক্ত লোক বসে আছে। তার পাশে মোট দশটা সাদা পাখির পালকের ডানা যুক্ত একটা সাদা পোষাক পরা লোক বসে আছে। আর তার পাশে রয়েছে জ্যাকেলের মতো দেখতে একটা মানব। চারজনের সামনে একজন ব্যক্তি বসে আছে। যার চোখ বন্ধ করা রয়েছে। কালো একটা কাপড় দিয়ে তার চোখ বাঁধা ছিলো। তারপরও সে স্পষ্ট দেখতে পারছিলো এমন মনে হচ্ছিলো। হলুদ চুল ওয়ালাটা ছেলেটা নিরবতা ভেঙে বলতে লাগলো।
ཌ আপনার প্রফেসি মতো কিছুই হচ্ছে না। যে প্রফেসি গুলো আমাদের দিচ্ছেন একটাও মিলছে না। ད
ཌ আউটার ওয়ার্ল্ডের প্রতিটা অবস্থা আপনার প্রফেসির বিপরীতে যাচ্ছে। এরকম অবস্থায় সামনে কি হবে সেটা নিয়েও আমাদের সবার ভুল ধারনা রয়েছে। আমরা কি ভুল তথ্যের জন্য এতোটা কয়েন ব্যবহার করেছি? ད
কথাটা বললো ডানা যুক্ত ব্যক্তিটা। তার কথা শুনে এবার বৃদ্ধ দাঁড়ি ওয়ালা লোকটা বলতে শুরু করলো,
ཌ কিং অফ ডেস্টিনির মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। আমরা যেরকম অন্ধকারে রয়েছি আমি নিশ্চিত কিং অফ ডেস্টিনিও আমাদের মতো অবস্থাতেই রয়েছে। ད
তাদের আর কেউ কোনো রকম কথা বললো না। তারা তাদের সামনে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে রয়েছে। লোকটা তার চোখের কাপড় আস্তে আস্তে খুলতে শুরু করেছে। কাপড়টা খুলে সে তার চোখ দুটে দিয়ে তাকালো। ডায়মন্ডের মতো চোখের মনি স্পষ্ট দেখতে পারছিলো সামনে থাকা লোকগুলো। কিন্তু লোকটা তার সামনে থাকা আর কিছুই দেখতে পারছিলো না। তার চোখে শুধুমাত্র অন্ধকার ছিলো। চোখটা বন্ধ করার সাথে সাথে সে আবার সামনের সবাইকে দেখতে পারছিলো। এবার সে বলতে লাগলো,
ཌ আউটার ওয়ার্ল্ডের প্রতিটা ব্যক্তির প্রফেসি দেখার চেষ্টা করেছি, সব দেখতে পারলেও শুধুমাত্র একজনের ভবিষ্যৎ আমি দেখতে পারছি না। আমার যতদূর ধারনা তার জন্যই আউটার ওয়ার্ল্ডের সব কিছু হচ্ছে এমনকি এক্সব্লকের নিয়মগুলো চেঞ্জও হচ্ছে। ད
সবাই কিছুক্ষণ চুপ রইলো। তবে আবারো নিরবতা ভেঙে গেলো হলুদ চুল ওয়ালা ছেলেটার কথা দিয়ে।
ཌ এই ব্যক্তিটা এবং অলিম্পাসের প্রফেসির ছেলেটা কি একই? ད
লোকটা কিছু বললো না। তার চুপ থাকা দেখে হলুদ চুল ওয়ালা লোকটা তার উত্তর পেয়ে গেলো। অন্যদিকে জ্যাকেলের মতো মুখ ওয়ালা ব্যক্তিটা এবার চুপ না থেকে বলতে লাগলো,
ཌ এরকম একটা সমস্যার মধ্যে সুপ্রিম কন্সটেলেশন দুজনও কোনো রকমের কথা বলছে না। যে কারণে আমাদের নিজে থেকে সমস্যার সমাধান করতে হচ্ছে। যেহেতু কিং অফ ডেস্টিনি মনে করছে একজনের জন্য সব কিছু হচ্ছে তাই আমার মনে হয় তাকে হত্যা করলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ད
ཌ আমি জানি কিং অফ ডেস্টিনি বলতে পারবে না এই ব্যক্তিটা কে, কিন্তু তারপরও আমি কিছু ডিটেইলস চাচ্ছি যাতে আমরা সমস্যাটাকে দ্রুত সমাধান করতে পারি। এরকম অবস্থায় যদি আউটার ওয়ার্ল্ডের সবাই মার্জ হয়ে যায় এক্সব্লকে তাহলে তাদের প্রতিটা ব্যক্তির শরীর থেকে লিমিট সরে যাবে। আর তখন নিচের ফ্লোর গুলো আর এখনকার মতো থাকবে না। ད
হলুদ চুল ওয়ালা ছেলেটা কথাটা বললো। তার কথা শুনে এবার সামনে থাকা লোকটা কিছুক্ষণ ভাবলো এবং বলতে শুরু করে দিলো।
ཌ আমি জানি না সে কি আসল কারণ কিনা। আর তার চেহারা দেখতে না পারার কারণে আমি বলতেও পারছি না সে কে। তবে অলিম্পাসের প্রফেসি ডাইরেক্ট ভাবে বিশ্লেষন করলে আমি বলবো, বিশাল একটা সৈন্য নিয়ে একটা ১৫ বছরের মতো ছেলে অলিম্পাসের বিপক্ষে দাড়াবে। যেখানে সবাই কালো আর্মার পরে থাকবে। সৈন্যটা এতো ভয়ানক হবে যা অলিম্পাসকেও ধ্বংস করে দিবে। ད
লোকটা কথাটা বলার সময় সামনে থেকে একটা কাগজ এবং কলম উড়তে শুরু করলো। কাগজের মধ্যে কলমটা কিছু একটা আকলো এবং আকা শেষ হয়ে গেলে সেটা হলুদ চুল ওয়ালা ছেলেটার হাতের কাছে চলে গেলো। ছেলেটা কাগজটা ধরে দেখতে পেলো তাতে একটা বস্তুর ছবি আকা ছিলো। ছবিটা দেখার সাথে সে জ্যাকেলের মতো দেখতে লোকটার দিকে তাকিয়ে বলতে লাগলো।
ཌ মনে হচ্ছে আমাকে বিস্ট ওয়ার্ল্ডে যেতে হবে ব্লাক ড্রাগনের সাথে দেখা করতে। যেহেতু পুরাতন রুলার অফ ডেড এর পাওয়ার দেখা যাচ্ছে তাই আমি নিশ্চিত পুরাতন রুলার অফ ডেড এর পাওয়ার কারো কাছে রয়েছে। ད
হলুদ চুল ওয়ালা ছেলেটা কথাটা বললেও তার মনে হচ্ছিলো সে কোনো গুরুত্বপূর্ণ একটা কথা ভুলে যাচ্ছে। যেটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিলো।
* * * * *
To Be continued
* * * * *
আজকে একদম ক্লান্ত ছিলাম। তাই পর্বটা এই পর্যন্তই থাকবে।🙂