[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৩২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
লাক্স,
যেসব স্টুডেন্ট বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে ছিলো তাদেরকে নিয়ে জুলিয়ান বেরিয়ে এসেছে। স্টুডেন্ট গুলো বেরিয়ে আসার পর তেমন অবাক হয় নি। যেমন জুলিয়ান ধারনা করেছিলো ঠিক তেমনি হয়েছে, যারা মারা গিয়েছিলো তারা সেন্সলেস হয়ে পরে আছে অরিয়েন্টেশন ক্লাসের মধ্যেই। যারা বের হয়েছে তাদেরও তেমন ভালো লাগছিলো না। অধিকাংশই বের হওয়ার সাথে সাথে বমি করতে শুরু করে। প্রিন্সিপাল এই সময়ে সবার উদ্দেশ্যে বলতে লাগলো,
-> আমি আশা করেছিলাম হয়তো আরো অনেকটা সময় লাগবে সবার, কিন্তু তার পূর্বেই সবাই বেরিয়ে এসেছে মনে হচ্ছে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপাল সবার দিকে তাকিয়ে কথাটা বললেও পোর্টাল টা এখনো একটিভ ছিলো, যেটার এখনি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিলো। সেটা যেহেতু বন্ধ হয় নি তাই ভিতরে কেউ রয়েছে সেটায় আশা করা যাচ্ছে।
জুলিয়ান বের হবার পরে আরো কিছুক্ষণ থাকতে চাচ্ছিলো কারণ সে যে উদ্দেশ্যে এখানে এসেছে সেটায় পূর্ণ করতে পারে নি। তবে আপাতোতো সে এখানে আর সময় নষ্ট করতে পারবে না। তাই কোনো রকমের কথা না বলেই সে বেরিয়ে গেলো।
-> যেহেতু তোমাদের স্পিরিট ফর্ম গুলো বিস্ট ওয়ার্ল্ডে গিয়েছিলো তাই তোমাদের শরীর এখন একটু ভারি এবং বমি বমি লাগতে পারে। এটা আধা ঘন্টা রেস্ট নিলেই ঠিক হয়ে যাবার কথা। যেহেতু এখনো বিস্ট ওয়ার্ল্ডে স্টুডেন্ট রয়েছে তাই তোমাদের অপেক্ষা করতে হবে এখানেই কিছুক্ষণের জন্য। চিন্তা করার কোনো কারণ নেই। যদিও বিস্ট ওয়ার্ল্ডে কেউ এক মাস সময় কাটায় এখানে এক দিন পার হবে না। তাই কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমরা সবাই চলে যেতে পারবে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপাল সব গুলো স্টুডেন্টদের দিকে তাকিয়েই বুঝতে পারলো কে এই সময়ে এখানে উপস্থিত ছিলো না।
❝প্রতিটা সমস্যা তৈরি হচ্ছে এই এলেক্সকে নিয়ে। এবার সে বিস্ট ওয়ার্ল্ডের মাঝে কি করে বসে সেটায় দেখার অপেক্ষায় রয়েছি আমি। যেহেতু ড্রাগনের সাথে বন্ড তৈরি করেছে তাই আমি নিশ্চিত একটা শক্তিশালী ফ্যামিলিয়ার নিয়ে সে বেরিয়ে আসবে।❞ (প্রিন্সিপাল ভাবছে)
* * * * *
বিস্ট ওয়ার্ল্ড,
এলেক্স ঘুমাচ্ছে। ক্রিস তার পিঠে এলেক্সকে নিয়ে আবারো হেঁটে যাচ্ছে।
-> এই স্কিলটা সত্যি আমাকে বিরক্ত করে দিচ্ছে। (ক্রিস)
এটা দিয়ে দ্বিতীয়বার হলো। আসার সময় এবং যাওয়ার সময় দুইবারই এলেক্স ঘুমিয়ে পরেছে। আর তাকে টানতে হচ্ছে ক্রিসের।
-> যদিও আমি প্রথমে খেয়াল করি নি, কিন্তু এলেক্সের স্কিল গুলো আসলেই আজব। আমার পিঠে ওকে নেওয়ার পর থেকে যদিও আমার শরীরে এনার্জি রয়েছে তারপরও আমি সেগুলোকে ব্যবহার করতে পারছি না। (ক্রিস)
ཌ চিরপু চিরপু ད
ক্রিসের মাথার উপর দিয়ে উড়তে থাকা পাখিটা কিছু একটা বললো। শব্দটা শুধু চিরপু চিরপু হলেও সেটা ক্রিস বুঝতে পারছে।
-> জীবন আর কতো বিষ্ময়কর বিষয় দেখাবে জানি না। হ্যাঁ চিরপু এলেক্সকে আর স্পর্শ করতে দিবো না তোমাকে। আমি একটু হলেও বুঝতে পেরেছি এলেক্সের কাছে এনার্জি এবজোর্ব করার স্কিল রয়েছে। নাহলে তোমাকে হয়তো আমি নিজের ফ্যামিলিয়ার বানাতে পারতাম না। (ক্রিস)
ক্রিস এলেক্সকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছিলো। হঠাৎ করে সে আকাশের দিকে তাকালো। তার পুরো শরীর সে আকাশে তাকানোর সাথে সাথে নারাতে পারছিলো না। মুখ দিয়ে তার কোনো কথা বের হচ্ছিলো না। তবে চোখ দিয়ে স্পষ্ট দেখতে পারছিলো একটা হলুদ লাইটনিং আকাশ দিয়ে প্রচুন্ড স্পিডে যাতায়াত করছে। সেটা কি ছিলো তাও ক্রিস জানে না। তবে সেটার দিকে তাকানোর কারণেই ক্রিসের পুরো শরীর জমে গিয়েছে। ক্রিসের শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। শুধু ক্রিস না পাশে উড়তে থাকা তার চিরপুও মাটিতে পরে গিয়েছে। তার শরীরে কোনো রকমের শক্তি অনুভব করতে পারছিলো না। পালকের আগুন প্রায় নিভে যাচ্ছিলো।
ཌ চিরপু চিরপু চিরপু চিরপু ད
ফিনিক্সটা আস্তে আস্তে কিছু বললো। সেটা চিরপু ছাড়া কিছু না হলেও ক্রিস স্পষ্ট বুঝতে পারলো। ফিনিক্স এরকম কিছু বলতে লাগলো।
❝কিছু কিছু সময়ে এখানে এরকম ব্যক্তিরা আসে যাদের দ্বারা আমাদের কোনো সমস্যা হয় না। আবার কিছু কিছু সময়ে এমন বিয়িং রা আসে যাদের উপস্থিতিতেই আমাদের মতো সাধারণ ফিনিক্সদের অবস্থা খারাপ হয়ে যায়। আবার এমন কিছু সময় আসে যখন কিছু বিয়িং এর উপস্থিতিতে আমরা সাধারণ ফিনিক্স সহ অন্যান্য বিস্ট এবং স্পিরিটটা আমাদের পাওয়ার হারিয়ে ফেলি। আমার আম্মা বলেছে শেষেরটা হয় মূলত উচ্চতর কন্সটেলেশন যখন বিস্ট ওয়ার্ল্ডে প্রবেশ করে তখন। যেহেতু এখন আমি সেরকম অনুভব করছি তাই বলা যাচ্ছে আমাদের উপর দিয়ে কোনো উচ্চতর কন্সটেলেশন নামের বিয়িং যাচ্ছে।❞
ক্রিসের পুরো শরীর জমে যাওয়ার কারণে সে কোমো রকমের কথা বলতে পারছিলো না। তবে এমন নয় যে তার সেন্স হারিয়ে ফেলেছে সে। চিরপুর প্রতিটা কথা সে বুঝতে পেরেছে। ক্রিসের শরীর জমে থাকার কারণে সে কিছু বলতে পারছিলো না। তাই সে নিজে নিজেই চিন্তা করতে লাগলো,
❝ উচ্চতর কন্সটেলেশন! এরকম একটা বিয়িং যাদের উপস্থিতিতে ফিনিক্সদের অবস্থা এরকম হয়ে যায়। তাহলে তারা কতটা শক্তিশালী! শুধুমাত্র তার এনার্জির কারণে আমার পুরো শরীর জমে গিয়েছে। এই রকম পাওয়ার কি আদৌও অর্জন করা সম্ভব?❞ (ক্রিস ভাবছে)
প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেলো ক্রিসের স্বাভাবিক হতে। সে কোনো রকম সময় নষ্ট না করে এলেক্সকে নিয়ে দ্রুত রওনা দিলো।
-> যেহেতু বিস্টম্যানরা কখনো তাদের একবার যাতায়াত করার রাস্তা ভুল করে না তাই পোর্টাল কোথায় রয়েছে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। (ক্রিস)
* * * * *
অন্যদিকে পোর্টালের অনেকটা দূরে একটা গাছের উপরে একটা বিড়াল বসে আছে।
ཌ আমার আনলাকি পাওয়ারের কারণে আমি মাস্টারের পাশে যেতে পারছি না। যেহেতু কাইসেল বলেছে মাস্টারের কিছু মনে নেই আপাতোতো তাই তার কাছে গেলেও হয়তো আমাকে চিনতে পারবে না। এ অবস্থায় আমি শুধু মাস্টারকে দূর থেকে দেখার জন্য বসে রয়েছি এখানে। ད
বিড়ালটা একটা বড় নিঃশ্বাস ছেড়ে কথাটা বললো। ঠিক এমন সময় তার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে গেলো। সে আকাশের দিকে তাকালো,
ཌ এরা কি এখন একটু বেশিই যাত্রা করছে না বিস্ট ওয়ার্ল্ডে? ད
বিড়ালটা কথাটা বলে বসা থেকে দাঁড়ালো। তার শরীর থেকে বেরিয়ে আসা এনার্জি সে শরীরের ভিতরে এবজোর্ব করে নিলো এবং গাছের ডালের উপরে যেখানে ছিলো সেখানেই অদৃশ্য হয়ে গেলো।
আকাশে প্রচুন্ড স্পিডে একটা লাইটনিং স্ট্রাইকে হাত দিয়ে হলুদ চুল যুক্ত একটা ছেলে উড়ে যাচ্ছিলো। সে হঠাৎ অনুভব করলো নিচে কিছু একটার। নিচে তাকানোর পরে একটা বিষয় তার নজরে পরলো।
ཌ পোর্টাল! মনে হচ্ছে আউটার রিং এর মধ্য থেকে খোলা হয়েছে। আমি কি সেটার ভিতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করবো? না এমনিতেই সব কিছু এলোমেলো হয়ে আছে। আরো কিছু এলোমেলো করলে হয়তো সুপ্রিম কন্সটেলেশন দুজন আর বসে থাকবে না। ད
ছেলেটা সোজা চলে গেলো। সে আর আগ্রহ দেখালো না। সে চলে যাওয়ার পরে আবারো বিড়ালটা স্পষ্ট হলো। গাছের ডালের উপরে সে বসে রয়েছে আরাম করে।
উড়তে থাকা ছেলেটার স্পিড আরো বৃদ্ধি পেতে শুরু করলো। সে কিছুক্ষণের মধ্যেই তার গন্তব্য স্থলে পৌঁছে গেলো। একটা বিশাল বড় লাল রঙের লেক এর পাশে এসে নেমে পরলো সে।
ཌ খুবই আজব বিষয় যে সুপ্রিম কন্সটেলেশন ব্লাক ড্রাগনকে এমন একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ད
ছেলেটা কোনো রকমের কথা আর না বলে একটা হাত পানির মধ্যে স্পর্শ করলো। পানিতে হাতটা স্পর্শ করার সাথে সাথে সে হালকা করে একটা বিদ্যুৎ এর শক খেলো।
ཌ লাইটনিং বা থান্ডারের রুলারকে যদি তার জিনিস দিয়ে এট্যাক করা হয় তাহলে সেটা তো তার জন্য অপমানজনক হবে তাই না? তারপরও আমি পর্যাপ্ত সম্মান দেখাচ্ছি ব্লাক ড্রাগন। আমি এসেছি তোমার সাথে দেখা করতে। ད
ছেলেটার কথাটা বলার সাথে সাথে জলোচ্ছ্বাসের মতো পানি উপরে উঠে ছেলেটাকে সেটার ভিতরে ভাসিয়ে নিলো। ছেলেটা তার চোখ খোলার সাথে সাথে নিজেকে বিশাল একটা প্লাটফর্মের উপরে আবিষ্কার করলো যেখানে সে এবং একটা বিশাল ব্লাক ড্রাগন ছাড়া আর কেউ ছিলো না।
ཌ পুরাতন বন্ধু, তোমার খোঁজে এসে আমি বিরক্ত। ད
হলুদ ছেলেটা একটু বিরক্ত ভাব প্রকাশ করে কথাটা বললো। তার সামনে ছিলো বিশাল একটা ড্রাগন, যা ছেলেটার দেখা আজ পর্যন্ত সবচেয়ে বড় ড্রাগনের একটা। ব্লাক ড্রাগনের দিকে তাকিয়ে থাকার ফলে কিছুক্ষণ পরে ব্লাক ড্রাগন বলতে লাগলো,
ཌ জিউস, তোমার এই রূপ আমার মোটেও পছন্দ নয়। তোমার আসল ফর্ম যেখানে তোমাকে কুৎসিত বুড়ো দেখা যায় সেটায় তোমার সাথে ভালো মানায়। যায়হোক শুনতে পারলাম তুমি না ব্রোকেন ওয়ার্ল্ডে গিয়েছিলে ড্রাগন স্লেয়ারের সাথে দেখা করতে। এটা কি সত্য? ད
ཌ আমার কিছু করার ছিলো না। সুপ্রিম কন্সটেলেশন সানের আদেশ ছিলো সেটা। তাই আমাকে পালন করতে হয়েছে। যদিও আমি সফল হয়েছি কিনা জানি না। তবে ড্রাগন স্লেয়ারের গুরুত্বপূর্ণ একজন মারা গিয়েছে, তাই আমি কিছুটা হলেও বলতে পারি সে এক্সব্লকে ফিরে আসতে পারে। ད
ཌ আমি তোমাকে দোষারোপ করছি না বরং ভালো কাজই করেছো, ড্রাগন স্লেয়ারের সাথে আমার পুরাতন কিছু হিসাব বাকি রয়েছে। ད
হলুদ চুলওয়ালা ছেলে যে কিনা জিউস নিজে ছিলো, সে ব্লাক ড্রাগনের পিছনে তাকালো। ব্লাক ড্রাগনের দুটো বিশাল ডানা থাকার কথা ছিলো, কিন্তু একটা দেখতে পারছে জিউস। এটা জিউসের কাছে নতুন কোনো বিষয় নয়। জিউস ব্লাক ড্রাগনকে বলতে লাগলো,
ཌ যেহেতু ব্রোকেন ওয়ার্ল্ড গুলো থেকে প্রবেশ করলে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে ড্রাগন স্লেয়ারকে। তাই আমি নিশ্চিত আমার বন্ধু চাইলেই তার প্রতিশোধ নিতে পারবে। ད
জিউস কথাটা বললেও মনে মনে ভাবছে,
❝যেহেতু আমি ইন্টারফেয়ার করেছি তাই যে করেই হোক ড্রাগন স্লেয়ারকে পথ থেকে সরাতে হবে। সে এক্সব্লকে আসলে নতুন করে শুরু করলেও খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠবে। আর যেহেতু সান কন্সটেলেশন তাকে রেখেছে ড্রাগনদের ঠিক রাখার জন্য তাই আমি সরাসরি কিছু করতে পারবো না। কিন্তু যদি ড্রাগন স্লেয়ারের ব্যাপারটা ব্লাক ড্রাগন দেখে নেই তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে।❞ (জিউস ভাবছে)
জিউসের চুপ থাকা দেখে ব্লাক ড্রাগন বলতে লাগলো,
ཌ এতো দূর তো আমার সাথে এই বিষয়ে গল্প করার জন্য আসো নি অলিম্পাস ছেড়ে, কি চলছে তোমার ঔ বিশাল মাথায়? ད
ব্লাক ড্রাগনের কথা শুনে জিউস বলতে লাগলো,
ཌ আমার এখানে আসার কারন তোমার একটা অ্যাভেটারের জন্য। কিং অফ প্রফেসি একটা প্রফেসি দিয়েছে যেখানে অলিম্পাস একদিন ধ্বংস হয়ে যাবে। আর সে ধ্বংসের কারণ হবে একটা বিশাল আর্মি। একটা আর্মি যেটা তোমার পুরাতন অ্যাভেটার রুলার অফ ডেড এর ম্যাজিকের মতো হবে। আমার এখানে আসা শুধুমাত্র এই প্রফেসির জন্য। ད
জিউসের কথা শুনে অনেকক্ষণ চুপ রইলো ড্রাগনটা। কিন্তু এবার সে বলতে লাগলো,
ཌ তোমার কথা শুনে গ্রেট ওয়ার এর কথা মনে পরে গেলো। সে কি সময় ছিলো, যেখানে সব গুলো কন্সটেলেশন মিলেও রুলার অফ ডিম্যানের আর্মিকে শেষ করতে পারলো না। আফসোস আমার অ্যাভেটার রুলার অফ আনডেড এর সাথেও সেদিন থেকে আমার কোনো রকমের যোগাযোগ নেই। যেহেতু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি না তাই সে মারা গিয়েছে। ད
ব্লাক ড্রাগনের কথা শুনে কিছুটা নিরাশ হলো জিউস, তারপরও একটা ছবি ব্লাক ড্রাগনকে দেখিয়ে সে বলতে লাগলো।
ཌ যেহেতু সে তোমার অ্যাভেটার ছিলো তাই আমি নিশ্চিত এটা তোমার ম্যাজিক। আমাকে কিছুটা বলো এটা সম্পর্কে। ད
জিউসের কথা শুনে ব্লাক ড্রাগন হাসতে শুরু করে দিলো। তবে হাসার সাথে সাথে একটা হুংকার দিয়ে সে বলতে লাগলো,
ཌ জিউস আমার মনে হচ্ছে তুমি তোমার জায়গা চিনতে ভুল করতেছো। এক সময়ে আমরা বন্ধু থাকলেও এখন আমাদের মাঝে তেমন সম্পর্ক নেই। আর যেহেতু তুমি আমার এরিয়ার মধ্যে রয়েছো তাই অনেকটা শত্রুর মতোই তোমার সম্পর্ক। এই সময়ে কি তুমি তোমার শত্রুকে বলে দিবে তোমার নিজস্ব ম্যাজিক বা স্কিল সম্পর্কে? ད
জিউস এবার কিছু বলতে পারলো না। সে জানে সে ব্লাক ড্রাগনের সাথে ফাইট করে জিতে উঠতে পারবে না। তাই কোনো রকম ফাইট করার চিন্তা তার মাথাতেই ছিলো না। যেহেতু সে জানে এরকম কিছু বলতে পারে ব্লাক ড্রাগন তাই তাই জিউস মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো,
ཌ আমি ভাবছিলাম তোমার এই সাহায্যের বিনিময়ে আমি কিছুদিনের জন্য আফ্রোডাইটিকে এখানে পাঠিয়ে দিবো। ད
জিউসের মুখ থেকে আফ্রোডাইটির কথা শুনতে পেরেই ব্লাক ড্রাগনের মত চেঞ্জ হয়ে গেলো। সে বলতে শুরু করলো,
ཌ আমি নিশ্চিত তুমিও জানো আমার ম্যাজিকের সাহায্যে আমি যাদের হত্যা করি তাদেরকে শ্যাডো আর্মি রূপে জীবিত করতে পারি। আর আমি সিওর তুমি এটা আমার থেকে জানতে চাচ্ছো না, বরং আমি আমার এই ম্যাজিক স্কিল কাউকে শিখিয়েছি কিনা আমার অ্যাভেটারদের মধ্যে। এর উত্তর হবে না। লিচ্ কে অ্যাভেটার বানানোর পরে সেই একমাত্র আমার এই পাওয়ারটা ব্যবহার করতে পেরেছিলো, তাছাড়া আজ পর্যন্ত কেউই সফল হয় নি। আর যদি তুমি জানতে চাও আমি ভবিষ্যতে কাউকে শেখাবো কিনা এই ম্যাজিক স্কিল, তাহলে সেটার উত্তরও হবে না। যেহেতু আমি লক্ষ্য করেছি স্কিলটা আমার অ্যাভেটারদের শেখালে আমার আসল স্কিলই দুর্বল হয়ে যায়, তাই কারো নতুন করে শেখাও অসম্ভব। এখন যদি কেউ আমার এই স্কিলটা ব্যবহার করে তাহলে দুটো সিদ্ধান্তে যাওয়া যাবে। ད
ব্লাক ড্রাগনকে আর কিছু বলতে হলো না। বাকিটা জিউস নিজেই বলতে লাগলো,
ཌ তাহলে কেউ যদি তোমার মতো এরকম স্কিল ব্যবহার করে তাহলে হয়তো সেটা কোনো মডিফাইড বা অন্য রকমের অরিজিনের, নাহলে পারফেক্ট কপি স্কিলের সাহায্যে..... ད
জিউস কিছুক্ষণ চুপ থেকে ভাবতে লাগলো।
❝ওয়েট, ব্রোকেন ওয়ার্ল্ডে ডিম্যান টাওয়ার। ছোট ছোট কন্সটেলেশনের ডিম্যান প্রিন্স অফ গ্রিডের সাথে ডিল করা। এতো গুরুত্বপূর্ণ একটা বিষশ আমার হাত থেকে কিভাবে মিস হয়ে যায়? গ্রেট ওয়ারের সময় ব্লাক ড্রাগন না থাকলেও তার অ্যাভেটার পুরাতন রুলার অফ ডেড ফাইট করেছে ডিম্যান প্রিন্সদের সাথে। যেহেতু ডিম্যান প্রিন্স অফ গ্রিডের জনপ্রিয় স্কিল পারফেক্ট কপি ছিলো, তাই সহজেই অনুমান করা যাচ্ছে সেই ফাইটের সময়েই সে রুলার অফ ডেড এর স্কিল শ্যাডো আর্মি কপি করে নিয়েছে। তাহলে ভবিষ্যতে যদি কেউ অলিম্পাসের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আবারো ডিম্যানরাই দাঁড়াবে। আমাকে দ্রুত ডিম্যান প্রিন্স অফ গ্রিডের সন্ধান করতে হবে। এরপরও আমার মনে হচ্ছে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে করতে পারছি না।❞ (জিউস ভাবছে)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।