[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৩৩
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
লাক্স,
এলেক্স তার রুমের মধ্যে বসে আছে। চোখ বন্ধ করে সে মেডিটেশন করতে ব্যস্ত ছিলো। সে যখন চোখ খুলে তখন নিজেকে অরিয়েন্টেশন ক্লাসে পরে থাকতে দেখে। তবে এবার তার পাশে ক্রিস বসে ছিলো। ক্রিসের থেকে জানতে পেরেছে, কোনো রকম সমস্যা ছাড়ায় তারা বিস্ট ওয়ার্ল্ড থেকে বের হয়েছিলো। এলেক্স পুরোটা সময় ঘুমে থাকার কারণে লাক্সে ফিরে আসার পর কি হয়েছে সেটা সম্পর্কে তার কোনো ধারনা ছিলো না। যেহেতু ক্রিস অনেক দুর্বল অবস্থায় ছিলো তাই এলেক্স জেগে উঠার পরপরই সে চলে যায়। আর এলেক্সও কিছু করার মতো না পেয়ে রুমে চলে আসে। এলেক্স তার চোখ দুটো খুললো। হাত একটু নারিয়ে এলেক্স বলতে লাগলো,
-> মাস্টারের কথাটা তাহলে ঠিক ছিলো। আমি আমার সর্বোচ্চ লিমিটে চলে এসেছি। (এলেক্স)
এলেক্সের সামনে একটা মেসেজ ভাসছে তার সিস্টেমের যা চোখ বোঝা অবস্থাতেও এলেক্স দেখতে পারছিলো। সেটায় এরকম কিছু লেখা।
꧁ཌ বিস্ট ওয়ার্ল্ডে, 'প্রিন্স অফ লাক্' স্কিলের কারণে হোস্ট ভাগ্যক্রমে প্রচুর পরিমাণে এনার্জি এবজোর্ব করে তার ড্রাগন হার্টে। লাইটনিং এনার্জি যেটা একদম পিওর ছিলো তা ড্রাগন হার্ট সব সংগ্রহ করে রাখতে পারে নি তাই হোস্টের অন্যান্য স্ট্যাট বৃদ্ধি পেয়েছে। ডিম্যান কিং সিস্টেম সিল অবস্থায় হোস্ট তার ম্যাক্স স্ট্যাটে রয়েছে। এই অবস্থায় হোস্ট তার লিমিটকে অতিক্রম করতে চাইলে ডিম্যান কিং সিস্টেম আনলক করতে হবে। ད꧂
এলেক্স ঘুম থেকে জেগে উঠার পর থেকেই নিজের শরীরে পরিবর্তন লক্ষ্য করেছে। এলেক্স অনুভব করছে সে কিছু না করেই অনেকটা শক্তিশালী হয়ে উঠেছে। তবে তাতে অবাক কিংবা আগ্রহ এমন কিছু অনুভব করছে না এলেক্স। বরং সিস্টেমের মেসেজ থেকে নতুন একটা তথ্য জানতে পেরেছে।
-> ড্রাগন হার্ট তাহলে অতিরিক্ত এনার্জি দিয়ে শরীরের অন্যান্য অংশ শক্তিশালী করতে পারে। (এলেক্স)
((((বিষয়টা একটু পেঁচালো হলেও সংক্ষেপে এরকম, যদি ড্রাগন হার্ট তার লিমিটে চলে যায় তাহলে সেটা আর যে পরিমাণ এনার্জি এবজোর্ব করতে পারে তার থেকে বেশি করবে না। কিন্তু ড্রাগন হার্টের ভিতরে যদি জোর পূর্বক এনার্জি প্রবেশ করানো হয় তাহলে সেটা এনার্জি বৃদ্ধি না করে স্ট্রেন্থ কিংবা অন্যান্য স্ট্যাট সামান্য বৃদ্ধি করতে পারে। এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে ডিপেন্ড করবে।
নোট: অন্য স্ট্যাট সামান্য বৃদ্ধি করবে তার সম্ভবনা ০.০০১%))))
এলেক্স আর এ বিষয় নিয়ে চিন্তা করলো না। বরং এলেক্স চোখ বন্ধ করে আবারো মেডিটেশন নিয়ে ব্যস্ত হয়ে গেলো।
* * * * *
ক্রেজি হান্টার গ্রুপ,
পাঁচজনের বাউন্টি হান্টার গ্রুপ থেকে অনেক বড় একটা এসোসিয়েশন হয়ে দাঁড়িয়েছে ক্রেজি হান্টার গ্রুপ। একটা আলিশান ম্যানশনের মধ্যে ক্রেজি হান্টার গ্রুপের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হয়েছে।
-> বস এতো করে বললো এটা গুরুত্বপূর্ণ একটা মিটিং তারপরও হিলারের কোনো খবরই দেখতে পারছি না। (ম্যাগমা)
ম্যাগমা হাতে একটা সিগারেট নিয়ে টানতে টানতে কথাটা বললো। তার পুরো শরীরে রক্তের দাগ লেগে ছিলো। যেটায় যে কারো অস্বাভাবিক লাগতে পারে। আর অনেকের লাগছেও। সোফায় শুয়ে শুয়ে চিপস খেতে খেতে হুইসেল ম্যাগমাকে বলতে লাগলো,
-> ম্যাগমা তুমি দিন দিন খারাপ হয়ে যাচ্ছো। এরকম ব্লাড সহ এতো ছোট ছোট ছেলেমেয়েদের সামনে আসাটা তোমার ঠিক হয় নি। (হুইসেল)
হুইসেলের কথায় ম্যাগমা উত্তর দিতে শুরু করলো,
-> তুমি তোমার চিপসের দিকে নজর দাও তো। এসব ছেলে মেয়েদের দেখেই বোঝা যাচ্ছে এরা সাধারণ কেউ না। তাই তোমার মতো বমি করবে না প্রথমবার ব্লাড দেখলে। (ম্যাগমা)
ম্যাগমা এবং হুইসেল ঝগড়া শুরু করে দিলো। তাদের ঝগড়াতে ইতি টানলো তাদের সামনে থাকা একটা মেয়ের কথা।
-> যেহেতু আমরা কিছু সময়ের জন্য আপনাদের গ্রুপের সদস্য হয়েছি তাই আমাদের জানতে হবে আপনাদের আসল উদ্দেশ্য কি? (এরিয়েল)
এরিয়েল নামক মেয়েটা কথাটা বললো ক্রেজি হান্টার গ্রুপের লিডারের উদ্দেশ্যে। মনে মনে এরিয়েল ভাবতে লাগলো,
❝যেহেতু প্রতিটা গল্পই অসমাপ্ত থাকে এবং সেটাকে প্লাটফর্ম বানিয়ে আরো নতুন গল্প বানানো যায়, তাই এক সময়ে দেখা যায় প্রথম গল্পের প্রধান চরিত্র গুলো সাইড চরিত্র হয়ে পরে থাকে। যেহেতু আমার গল্পটা সমাপ্ত না হলেও আমি সমাপ্ত করেছিলাম জ্যাকের সাহায্যে, কিন্তু সেটার পর থেকে যেহেতু আমি কোনো থিম ভেবে রাখে নি তাই প্রতিটা বিষয় আমার ধারনার বাইরে হচ্ছে। যেহেতু আমার থিমের গল্প নয় এটা তাই আমি একমাত্র স্কিল বুকমার্কও ব্যবহার করতে পারছি না। এই সময়ে যদি আমার কাছে ক্যারেক্টারের ইনফো দেখার প্যাসিভ স্কিল না থাকতো তাহলে হয়তো আরো সমস্যা হতো। যদিও আমি প্রথমে ভেবেছিলাম এটাও কাজ করবে না, কিন্তু সব ক্যারেক্টারের জন্যই কাজ করছে এটা। হয়তো শুরুটা আমার গল্প দিয়ে হয়েছে বলে সেটা সম্ভব হচ্ছে। যায়হোক ভবিষ্যতে কি হবে আমাকে সেটা প্রেডিক্ট করতে হবে। এই নতুন গল্পের কোনো প্লটকে সাজাতে পারলেই আমি আমার বুকমার্ক স্কিল ব্যবহার করতে পারবো। আর সেটার আগ পর্যন্ত আমাকে বের করতে হবে এই নতুন গল্পের প্রধান চরিত্র কে।❞ (এরিয়েল ভাবছে)
এরিয়েল অনেকক্ষণ চুপ রইলো তার ভাবনা নিয়ে। সে সহ নতুন ১২ জন যারা একটা ড্যানজনের মধ্য থেকে বের হয়েছে আরো অনেক মানুষের সাথে। ১২ জন যারা এখন উপস্থিত আছে এখানে তাদের মধ্যে এগারো জনই অবাক হয়েছে এবং এখনো অবাক হয়েই আছে। দুই পক্ষই জানে তাদের পূর্বে কখনো দেখা হয় নি। এরপরও কোনো এক ভাবে এই ওয়ার্ল্ডের ক্রেজি হান্টার গ্রুপের লিডার অন্য একটা ওয়ার্ল্ডের এরিয়েলকে চিনে। আবার অন্য একটা ওয়ার্ল্ডের এরিয়েল এই ওয়ার্ল্ডের ক্রেজি হান্টার গ্রুপের লিডারকে চিনে।
-> আমি নিশ্চিত তোমরা সবাই অবাক হয়ে আছো। আমার সাথে এই মেয়েটার কোনো রকম সম্পর্ক নেই। আমি জানি ও না মেয়েটা কিভাবে আমাকে জানে, তবে আমি আশা করছি সেটা কোনো একটা স্কিলের মাধ্যমে হবে। আমার ব্যাপারটাও একই। আমার কাছে একটা স্কিল রয়েছে, যা আমাকে এমন ভাবেই কিছু জানতে দেই। (বস)
ক্রেজি হান্টার গ্রুপের লিডার বা বস কথাটা বলেই বিষয়টা ক্লিয়ার করে দিলো। সে আবারো বলতে লাগলো,
-> তোমাদের দেখে বলা যাচ্ছে তোমরা ১২ জন একই ওয়ার্ল্ডের নয়। দুটো ভিন্ন ওয়ার্ল্ড থেকে এসেছো তোমরা। (বস)
বসের কথা শুনে সবার মুখে অবাক ছাপ ফুটে উঠলো।
-> তাহলে আমার ধারণা সত্য। তোমাদের এনার্জির অরিজিন ভিন্ন তাই এটা ধারনা যে কেউ করতে পারবে। যায়হোক এরিয়েল, তোমার প্রশ্নের জবাব দিয়ে আমার কথা শেষ করছি। আমরা ক্রেজি হান্টার গ্রুপ একটা পরিবার, যেখানে সকল ক্রেজি টাইপের ব্যক্তিদের পাওয়া যায়। ক্রেজি বলতে শুধু যে মানসিক ভাবে অসুস্থ এমন নয়, যদিও এক সময়ে আমাদের এখনকার অধিকাংশ সদস্য মানসিক হাসপাতালে ভর্তি ছিলো, তারপরও ক্রেজি মানে সেটা বোঝাতে চাচ্ছি না আমি। আমাদের গ্রুপের একটায় লক্ষ্য, "আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে সব কিছুই করতে পারি। আর এটায় আমাদের ক্রেজি বানায়। ক্রেজি হান্টার গ্রুপ তাদের লক্ষ্য অর্জন করতে মারতেও পারে এমনকি মরতেও পারে।"। (বস)
বসের কথা শুনে ম্যাগমা হাততালি দিতে শুরু করলো। আর হুইসেল খাওয়া বাদ দিয়ে এবার মুখ দিয় হুইসেল বাজালো।
-> বাহ বাহ বস, আপনি সেই একটা কুল লাইন বলেছেন। হুইসেল নোট করে রাখ ভাই এটা। বসের জীবন কাহিনীর বই যখন বের হবে তখন এটাও এড করা হবে। (ম্যাগমা)
ম্যাগমার কথা শুনে বস গর্ব করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইলো। এই সময়ে ১২ জনই ভাবতে লাগলো,
❝এরা আসলেই মানসিক রোগী।❞
-> আঙ্কেল আপনার কথা মতে বুঝলাম যে আমাদের উদ্দেশ্য পূর্ণ করতে আমাদের মারতে বা মরতে হতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? (স্যাম)
ড্যানজন থেকে বেরিয়ে আসা আরেকজন কম বয়স্ক যুবক স্যাম। তার বয়স বিশ এর মতো হবে। তার প্রশ্নে তাদের বস বলতে লাগলো,
-> ওয়ার্ল্ড ডমিনেশন। (বস)
একটা ভয়ানক হাসি দিয়ে বস কথাটা বললো। তার সাথে ম্যাগমা এবং হুইসেলও হাসতে লাগলো। তাদের হাসি দেখে আবারো সবাই ভাবতে লাগলো,
❝এরা আসলেই এ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মানসিক রোগী।❞
ঠিক তখনি ম্যাগমার পাশে থাকা জুপিটার বলতে শুরু করলো।
-> তোমাদের চিন্তা করতে হবে না। যদিও আমাদের বস এবং ভাইস লিডারকে কিছুটা পাগলের মতো মনে হতে পারে, কিন্তু তারা অনেক শক্তিশালী। মূলত আমাদের কোনো মূল লক্ষ্য নেই। আমাদের বস শুধুমাত্র রাউন্ড টেবিলের আইটেম গুলো সংগ্রহ করতে চাচ্ছে যাতে পৃথিবীর রাউন্ড টেবিল বর্তমানের থেকে বেশি শক্তিশালী না হতে পারে। যেহেতু পৃথিবীর লিডার বর্তমানে ওয়ার্ল্ড গভর্নমেন্ট এবং ওয়ার্ল্ড গভর্নমেন্টের লিডার রাউন্ড টেবিল, তাই আমাদের ক্রেজি হান্টার গ্রুপের কাজ রাউন্ড টেবিলের যতগুলো আইটেম রয়েছে সবগুলো বাজেয়াপ্ত করা যাতে তারা তাদের স্ট্রেন্থ বৃদ্ধি করতে না পারে। অবশ্য এটায় আপাতোতো আমাদের বসের আদেশ। যেহেতু তারা তিনজনই মানুষের সাথে তেমন ভাবে কথা বলতে পারে না। তাই আমিই তোমাদের মিশন এবং তথ্যের ব্যবস্থা করে দিবো। (জুপিটার)
জুপিটারের কথা শুনে সবাই একটু আশা ফিরে পেলো।৷
❝যাক তাহলে এখানে একটা স্বাভাবিক ব্যক্তি ছিলো❞
সবাই এটাই ভাবছে। তবে স্যাম অন্য কিছু ভাবছে,
❝যদিও এরা পাগলের মতো কথা বলে এবং ব্যবহার পাগলের মতোই করে অনেকটা তারপরও আমার মনে হয় না এটায় তাদের আসল রূপ। মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে তারা। যায়হোক সেটা সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। যেহেতু অনেকটা কষ্ট হয়েছে আমাদের এখানে পৌঁছাতে, তাই এক্সব্লকে প্রবেশের পূর্বে কিছুটা রেস্ট নিয়ে নেওয়া উচিত এই যাত্রা থেকে।❞ (স্যাম ভাবছে)
হুইসেল চিপস খেতে খেতে তার মোবাইল ব্যবহার করছিলো। মোবাইলে হিলারের একটা মেসেজ দেখে সে বলতে লাগলো করে,
-> বস হিলার টেক্সট করেছে। তার রিপোর্ট অনুযায়ী এলেক্স বিস্ট ওয়ার্ল্ড থেকে বের হয়েছে। (হুইসেল)
হুইসেলের কথা শুনে ম্যাগমা হাসতে হাসতে বলতে লাগলো।
-> তাহলে বিস্ট ওয়ার্ল্ডেও প্রবেশ করেছিলো এলেক্স। কিছুদিন পূর্বে ড্রাগনের বাচ্চার সাথে বন্ড তৈরি করে এখন প্রায় সেলেব্রেটি হয়ে উঠেছে এলেক্স। কোনো ভাবে যদি এবার একটা ফ্যামিলিয়ার নিয়ে বের হয় তাহলে তো পুরো ওয়ার্ল্ডের নজর এলেক্সের উপরে চলে যাবে। (ম্যাগমা)
গ্রুপের বস তাকালো হুইসেলের দিকে এবং সে তাকে বলতে লাগলে,
-> ওয়ার্ল্ড গভর্নমেন্ট তাদের মুভমেন্ট শুরু করবে ভাইস প্রিন্সিপালের কারণে। হিলারকে বলে দাও আমার দেওয়া চিঠিটা সে যেনো এলেক্সকে কোনো ভাবে পাঠিয়ে দেয়। (বস)
এলেক্স নামটা শুনে ১২ জনের মধ্যে ৮ জনই আগ্রহ নিয়ে শুনছিলো কথাগুলো। তাদের চিন্তা একটায় ছিলো।
❝যেহেতু এক নামের হাজারো মানুষ এবং এক চেহারার ৭ জন মানুষ থাকার সম্ভবনা রয়েছে তাই প্রথমেই আশা বৃদ্ধি করে লাভ নেই। প্রথমে দেখতে হবে এটা কি আসলেই আমাদের এলেক্স।❞
* * * * *
ওয়ার্ল্ড গভর্নমেন্টের মেইন হেডকোয়ার্টার,
আমেরিকান এম্পায়ারের ক্যাপিটাল ওয়াশিংটনের মধ্যে অবস্থিত ওয়ার্ল্ড গভর্নমেন্টের হেডকোয়ার্টারের মধ্যে দুজন ব্যক্তি রয়েছে যাদের একটা জুলিয়ান এবং অন্যজন ওয়ার্ল্ড গভর্নমেন্টের লিডার বা প্রসিডেন্ট। তাদের মধ্যে কথা হচ্ছে।
-> কিন্তু জুলিয়ান, যেহেতু অন্য ড্রাগনের উপস্থিতিও অনুভব করা যাচ্ছে এশিয়ান এবং ইউরোপীয় এম্পায়ারে তাই এটা কি আমাদের জন্য রিক্সের মুভ হবে না?
-> উপযুক্ত প্রমান দিয়ে আমরা একটা মানুষকে হত্যা করলে সেখানে কন্সটেলেশনও কিছু বলতে পারে না রাউন্ড টেবিলের বিপক্ষে, আর তো কিছু ড্রাগন তারা কি বলবে। (জুলিয়ান)
-> এটা ঠিক, যেহেতু রেড ড্রাগনের মৃত্যুর পরে আমরা রেড ড্রাগনের শরীরকে নিজেদের করে নেওয়ার পরেও অন্যান্য ড্রাগনরা কিছুই করে নি। এতেই বোঝা যায় তারা আমাদের স্যার জুলিয়ানের থেকে কতটা ভয় পায়।
-> তোমার এরকম অতিরিক্ত প্রশংসা আমার দরকার নেই। আমি যেটা বলেছি সেটা করো। মানুষের জন্য অনেক বড় একটা শত্রু লাক্সের ভাইস প্রিন্সিপাল ওজ যে বিভিন্ন রকমের উইচের সাথে মিশে পৃথিবী ধ্বংস করে দেওয়ার প্লান করছে তার প্রথম স্টুডেন্ট লরেসের সাথে। আর তার দ্বিতীয় স্টুডেন্ট এলেক্স ড্রাগনদের সাথে হাত মিলিয়ে মানুষের উপরে রাজ করার স্বপ্ন দেখছে এরকম কেস তৈরি করো। (জুলিয়ান)
-> কিন্তু জুলিয়ান, কোনোরকম উপযুক্ত প্রমাণ ছাড়া কি এটা মেনে নিবে সবাই? যেহেতু ওজ আপনারই ছোট ভাই, এবং একজন ওয়ার হিরো তাই তাকে ফাঁসানো একটু কষ্টকর হয়ে যাবে না?
-> আমি কোনো রকম এক্সকিউজ শুনতে চাচ্ছি না। কিভাবে কাজ করবে সেটা তোমাদের ব্যাপার। আমি শুধু আদেশটা দিয়ে দিলাম। আমি এমন কাউকে আমার সামনে রাখতে চাই না যাদের আমি নিজের করতে পারবো না। যেহেতু আমার ছোট ভাই আমার বিরুদ্ধে অনেক আগেই গিয়েছে তাই তাকে সুযোগ দেওয়াটাও ভুল হবপ আমার জন্য। (জুলিয়ান)
জুলিয়ান কথাটা বলেই বের হয়ে গেলো। যেতে যেতে জুলিয়ান মনে করতে লাগলো। লাক্স থেকে বের হওয়ার সময় তার সাথে দেখা হয় ওজের সাথে। দুজনে বেশ কিছুক্ষন একে অপরের দিকে তাকিয়ে ছিলো। কেউ কোনো রকমের কথা বলছিলো না। হঠাৎ ওজ হাসতে হাসতে বলছিলো,
-> তোর তাহলে অন্যের খাবার খাওয়ার অভ্যাসটা এখনো গেলো না। (ওজ)
ওজের কথা শুনে জুলিয়ানও হাসতে হাসতে উত্তর দিলো।
-> অন্যের খাবার মুখে দেওয়ার পূর্বেই তার খাবার খেয়ে তার দিকে তাকিয়ে থাকার মজাটা তুই বুঝতে পারবি না। (জুলিয়ান)
-> এলেক্স তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি নিশ্চিত আজকে হয়তো এলেক্সের সিদ্ধান্ত বুঝে গিয়েছিস তাই তার উপরে নজর দিয়ে কোনো লাভ নেই। (ওজ)
জুলিয়ান এই কথাটা শুনে তখন আর কিছু না বলে চলে আসে। যদিও সে তার কন্সটেলেশন থেকে ডাইরেক্ট আদেশ পেয়েছে একটা মিশনের কিন্তু এখন তার মন অন্য কিছু ভাবছে,
❝আমার কন্সটেলেশন আমাকে ভালো করেই জানে। যে জিনিস আমি সহজে পায় না সেটা আমি নষ্ট না করে ছেড়ে দেই না।❞ (জুলিয়ান ভাবছে)
* * *
লাক্সের সবচেয়ে বড় বিল্ডিং এর ছাদে শুয়ে আছে ভাইস প্রিন্সিপাল ওজ। চাদের আলোটা বার বার উজ্জ্বল হচ্ছিলো এবং উজ্জ্বলতা হারিয়ে ফেলছিলো। তাদের দিকে হাত বারিয়ে হাতটা মুঠো করে ওজ বলতে লাগলো,
-> মেজর চেঞ্জের সময় হয়ে এসেছে তাহলে। হয়তো লাক্সে আর কয়েকটা দিনই থাকতে পারবো। (ওজ)
* * *
পরের দিন,
রয়েল ক্লাসের সব গুলো স্টুডেন্টকে বেশ কিছু টিমে বিভক্ত করে দেওয়া হয়েছে। বিভক্তি সমান ভাবে করা হয়নি তবে ব্যালেন্স রাখা হয়েছে। প্রতিটা গ্রুপ নিজেদের মতো করে মিশন পেয়েছে। যেহেতু রয়েল ক্লাসের অনেকের কাছেই ফ্যামিলিয়ার ছিলো তাই সবাই তাদের মিশন শেষ করার জন্য অনেক এক্সাইটেড ছিলো। শুধু এটা নয় বরং প্রথমবারের জন্য লাক্সে প্রবেশ করার পরে নিজের মতো বাইরে ঘুরতে পারবে স্টুডেন্টরা, এজন্য সবাই এক্সাইটেড ছিলো। অন্যদিকে এলেক্স এবং ক্রিস নিজেদের মধ্যে কথা বলছিলো,
-> এলেক্স আমি বুঝতে পারছি না স্কুল কি পাগল হয়েছে? আমাদের দুজনকে পাঠাবে একটা মিশনে তাও আবার অন্য একটা এম্পায়ারে। হিলারের দরকার না হলেও অন্তত একটা ম্যাজিসিয়ান তো আমাদের গ্রুপে দিতে পারতো। (ক্রিস)
-> মনে হচ্ছে আমার সাথের ড্রাগনের বিষয়টা মাথায় রেখে শুধুমাত্র আমাদের দুজনকে একটা টিম বানিয়ে দিয়েছে। (এলেক্স)
ক্রিস কিছু একটা ভেবে হাসতে হাসতে বলতে লাগলো,
-> থাক এটায় ভালো হয়েছে। আমরা দুজন থাকলে যেকোনো মিশনই দ্রুত শেষ করতে পারবো। আর এই মিশন যেখানে আমাদেরকে ইউরোপীয় এম্পায়ারে গিয়ে অন্য ড্রাগনদের উপস্থিতি আছে কিনা বের করতে হবে, এটা তো নিমিষেই শেষ হয়ে যাবে। যেহেতু রেড ড্রাগন ব্যতীত এতোদিন কেনো ড্রাগন আর দেখা যায় নি তাই এটা খুবই স্বাভাবিক উত্তর আর কোনো ড্রাগন নেই, থাকলেও সেগুলো হয়তো ড্যানজন দিয়ে আসতে পারে নি কিংবা রেড ড্রাগনের মতো মারা গিয়েছে। (ক্রিস)
* * * * *
To Be Continued
* * * * *
বোরিং লাগতে পারে। পুরো পর্বটা ঝিমিয়ে ঝিমিয়ে লেখা হয়েছে। অনেক বানান ভুলও থাকতে পারে। চোখে পরলে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দেওয়ার অনুরোধ রইলো।🥰