[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৩৫
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
ইউরোপীয় এম্পায়ার,
পাহাড় থেকে নিচে নামার কিছুক্ষণের মধ্যেই এলেক্স এবং ক্রিসের সামনে নতুন সমস্যা হয়ে হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড গভর্নমেন্টের বেশ কিছু অফিসার দাঁড়িয়ে আছে তাদের সামনে। তাদের দেখে কোনো ভাবে মনে হচ্ছিলো না যে তাদের মধ্যে কোনো রকমের এবিলিটি বা স্কিল রয়েছে। একদম সাধারণ কিছু অফিসার যারা হাতে বন্ধুক নিয়ে দাঁড়িয়ে আছে।
-> এলেক্স আমার মনে হচ্ছে এরা আমাদের কথা শুনতেই চাচ্ছে না। (ক্রিস)
বিস্ফোরণের পরে ক্রিস নিজেই যোগাযোগ করেছিলো এজেন্টদের সাথে যারা মূলত এই মিশনের দায়িত্বে ছিলো। যেহেতু মিশনটা ডাইরেক্ট ওয়ার্ল্ড গভর্নমেন্ট থেকেই এসেছিলো তাই ওয়ার্ল্ড গভর্নমেন্টের অফিসার গুলোর এখানে আসাটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। তবে সবচেয়ে অস্বাভাবিক যে ব্যাপারটা সেটা হলো লোকগুলো তাদের ম্যাজিক হ্যান্ডগান গুলো এলেক্স এবং ক্রিসের দিকে তাক করে রেখেছে। মোট পাঁচজন অফিসার এসেছে যাদের তারা সবাই অনেকটা আর্মিদের মতো পোষাক পরে আছে। পাঁচ জনের মধ্যে একজনের পোষাকটা একটু ভিন্ন ছিলো। এমনকি তার বুকে অন্যদের থেকে একটা স্টার বেশি ছিলো। সে ক্রিস এবং এলেক্সের উদ্দেশ্যে বলেছে।
-> তাহলে তোমাদের কথা মতে তোমরা ওয়ার্ল্ড গভর্নমেন্টের আন্ডারে থাকা ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করেছিলে এবং সেখানের প্রতিটা ব্যক্তিকে গুরুতর ভাবে আহত করেছিলো।
লোকটার কথা শুনে ক্রিস আবারো রেগে গেলো। সে আবারো বলতে লাগলো চিল্লিয়ে,
-> কতবার বলতে হবে কথাটা। সেই ফ্যাক্টরির মধ্যে অবৈধ অস্ত্র এমনকি বিভিন্ন রকমের অবৈধ ড্রাক্স তৈরি হচ্ছিলো। আমাদের দেখেই তারা আমাদের উপরে হামলা করে এবং আমরা তাদেরকে একটু পিটিয়ে বেঁধে রাখি। আর তারপরই হঠাৎ করে পুরো ফ্যাক্টরি ব্লাস্ট হয়ে যায়। (ক্রিস)
ক্রিসের কথা শুনে লোকটা হাসতে হাসতে বলতে লাগলো।
-> কিন্তু আমরা যে ব্লাস্টের কিছুক্ষণ আগেই রিপোর্ট পেয়েছিলাম যে দুটো ছেলে ভিতরে থাকা নিরীহ মানুষ গুলোকে হত্যা করতে শুরু করেছিলো এবং পুরো বিষয়টা ধাপাচাপা দেওয়ার জন্য শেষে একটা ড্রাগনের সাহায্যে পুরো ফ্যাক্টরি ব্লাস্ট করে দেয়।
দুই স্টার অফিসারের কথা শুনে এবার ক্রিসের মাথা একদম গরম হয়ে গেলো। সে সামনে এগিয়ে গেলো এবং লোকটার কলার ধরলো। এবার চেঁচিয়ে বলতে লাগলো,
-> আমার মনে হচ্ছে আমরা এখানে মজা করছি? লাক্সের স্টুডেন্টদের কি জোক্স মনে হচ্ছে আপনার কাছে? (ক্রিস)
ক্রিসের এনার্জিতে বাকি চারজন একটু ভয় পেয়ে গেলেও ক্রিস যার কলার ধরেছে সে হাসতে লাগলো। সে হাসতে হাসতে বলতে লাগলো,
-> মনে হচ্ছে আমাদের ছোট দুই লাক্সের বাচ্চাদের মাথায় ঢুকছে না তারা কেমন পরিস্থিতিতে রয়েছে। প্রথমত ওয়ার্ল্ড গভর্নমেন্টের আন্ডারে থাকা ফ্যাক্টরি ধ্বংস, ভিতরে থাকা ক্রিমিনাল, ছোট ভিলেন এমনকি নিষ্পাপ সব মিলিয়ে ৩০০ মানুষ হত্যা এবং শেষ মেষে একজন দুই স্টার অফিসারের কলার ধরে তাকে মৃত্যুর হুমকি দেওয়া। আমার মনে হয় না তোমাদের থেকে এখন ওয়ার্ল্ড কোনো উত্তর আশা করবে। ওয়ার্ল্ড গভর্নমেন্টের রুলস অনুযায়ী হয়তো হার মেনে নাও এবং চুপচাপ আমাদের সাথে চলো নাহলে এখানেই মারা যাও।
লোকটা কথাটা বলেই তার হাতে থাকা হ্যান্ডগান দিয়ে ক্রিসের নাক বরাবর সেটা তাক করলো এবং দেরি না করে একটা গুলি মারলো। ক্রিস ভাবেও নি এরকম কিছু একটা হবে। হ্যান্ডগানের মধ্য থেকে অনেকটা সাদা রঙের বিমের মতো একটা বুলেট বেরিয়ে গেলো। বুলেটটা ক্রিসের নাকে স্পর্শ করার সাথে সাথেই পিছন থেকে এলেক্স ক্রিসের হাত ধরে টান দিয়ে সরিয়ে নিয়ে আসলো। বুলেটটা শেষ সময়ে নাকের উপর দিয়ে হালকা একটু ইনজুরি দিয়ে চলে গেলো ক্রিসের।
❝বা*, আমি ভেবেছিলাম এরা হয়তো আমাদের সাথে মজা করছে। কিন্তু এরা মোটেও মজা করছে না। যদিও প্রথম দেখাতে এই পাঁচজনই তেমন আহামরি না। কারো শরীরেই ম্যাজিক এনার্জি অনুভব করতে পারছিলাম না। কিন্তু তারপরও এই দুই স্টার অফিসার ভিন্ন, অন্যরা আমাদের এনার্জির কারণে নার্ভাস হলেও এই দুই স্টার অফিসারের মধ্যে কোনো পার্থক্যই লক্ষ্য করছি না। তাকে দেখে মনে হচ্ছে সে একজন পারফেক্ট অফিসার যাকে এনার্জি তেমন এফেক্ট করে না সহজে। আর এই হ্যান্ডগান গুলো, আমি অবাক না হয়ে পারছি না। সাধারণ হ্যান্ডগানের বুলেট সাধারণত যেগুলো পুলিশ মানুষ গুলো ব্যবহার করে সেগুলো আমার শরীরে একটা দাগও তৈরি করতে পারে না। যেহেতু আমি বুলেট থেকে এনার্জি অনুভব করেছিলাম তাই নিশ্চয় এটা ম্যাজিকাল হ্যান্ডগান হবে। আফসোস যদি এলেক্স আমাকে টান না দিতো তাহলে হয়তো আমার মাথাটায় ফুটো হয়ে যেতো।❞ (ক্রিস ভাবছে)
-> আমার মনে হয় আপনাদের কোনো ভুল ধারনা হয়েছে। সঠিক ভাবে তথ্য বের করে তারপরও একশন নিলে ভালো হবে। (এলেক্স)
মাস্ক পড়া এলেক্সের প্রতিটা কথা ভারি ছিলো। ক্রিসের এনার্জির কাছে লোকটা দাঁড়িয়ে থাকতে পারলেও এলেক্সের চোখের দিকে তাকিয়ে লোকটা ভয়ে কাঁপতে শুরু করলো।
❝আমি কি ভয় পাচ্ছি? একটা হাটুর বয়সী ছেলের থেকে আমি ভয় পাচ্ছি? তাহলে এটাকেই কি বলে ম্যাজিকাল ট্যালেন্ট যারা তাদের এনার্জি দিয়ে যে কাউকেই হাঁটুতে নিয়ে আসতে পারে। এটা দিয়ে কতবার হলো যে আমি একজন এনার্জি ব্যবহার না করতে পারা লোক ভয় পেয়েছি? থাক, এসব কেনো ভাবছি। যেহেতু আমাকে আমার মিশন পূর্ণ করতে হবে। তাই এসব নিয়ে ভাবলে চলবে না আমার।❞
দুই স্টার ওয়ালা অফিসার তার পিছনে তাকালো। সে নিজেও জানে সে ফাইট করে পারবে না তার সামনের দুজনের সাথে। ওয়ার্ল্ড গভর্নমেন্টের আর্মিতে যারা এনার্জি ব্যবহার করতে পারে না তাদের মধ্যে এই লোকটায় সবচেয়ে শক্তিশালী। সে তার মিশনের কথা মনে করে তার টিমের চারজনের দিকে তাকালো এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগলো।
-> আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার মতো একজন মানুষ তোমাদের মতো লয়েল কিছু সহকর্মী পেয়েছিলো। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এবং আমি আশা করছি আমাকে ক্ষমা করে দিবে আমার কাজের জন্য।
লোকটা কথাটা বলেই তার হাতের হ্যান্ডগান দিয়ে একসাথে চারটা গুলি করলো। চারটা গুলিতেই তার পিছেনে থাকা চারজনের মাথা ব্লাস্ট হয়ে শরীর নিচে পরে গেলো। এবার সে তার হাতে থাকা ঘড়ির মধ্যে একটা ক্লিক করে বলতে লাগলো।
-> সাসপেক্ট কনফার্ম হয়েছে। লাক্সের রয়েল ক্লাসের স্টুডেন্ট যারা মিশনে এসেছিলো এখানে তারায় এক্সিডেন্টের জন্য দায়ী। তাদের জিজ্ঞাসা বাদ করার সময়ে তারা দুজনে আমাদের উপরে হামলা করে। তাদের সাথে ফাইটের সময়ে যদিও আমি আমার এক হাত নিয়ে বেঁচে যায় কিন্তু আমার সহকর্মীদের মধ্যে কেউই বাঁচতে পারে নি। আমি আবারো বলছি সাসপেক্ট দুজন চারজন গভর্নমেন্ট অফিসার হত্যা করেছে যারা এজেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলো। আমি আমার দুই স্টারের বিনিময়ে কোড রেড এর আবেদন করছি।
লোকটার কথা শুনে ক্রিসের বিষয়টা একদমই ভালো লাগছিলো না। পরিস্থিতি এমন এক জায়গায় চলে এসেছে যেটা ক্রিসও এখন ধরতে পারছে না। এই সময়ে কি করবে ভেবে কিছুই পাচ্ছিলো না সে। লোকটার কথা বলা হলে সে তার নিজের হাতেই একটা গুলি করে সে জায়গায় পরে যায়। এলেক্স ক্রিসের হাত ধরে সে জায়গা থেকে দ্রুত পালিয়ে যেতে শুরু করে।
❝মনে হচ্ছে আমরা এখানে থাকলে আমাদেরও হত্যা করার চেষ্টা করবে এরা।❞ (এলেক্স ভাবছে)
* * * * *
ওয়ার্ল্ড গভর্নমেন্ট ইউরোপীয় এম্পায়ারের হেডকোয়ার্টার,
একটা রুমের মধ্যে হাজারো কম্পিউটারের সামনে হাজারো মানুষ বসে আছে। বিশাল একটা স্ক্রিনের মধ্যে মাত্র একটা মেসেজ বেজে উঠলো। মেসেজটা শুনে কম্পিউটারের সামনে বসে থাকা একজন বসে বলতে লাগলো,
-> প্রেসিডেন্ট এই সময়ে আপনার আদেশ কি? আমরা কি পদক্ষেপ নিবো?
ওয়ার্ল্ড গভর্নমেন্টের লিডার কিংবা প্রেসিডেন্ট যেটায় বলা হোক না কেনো সে বৃদ্ধ হলেও তার বয়স অনুযায়ী সে সম্পূর্ণ ফিট। সুঠাম একটা শরীর নিয়ে সে দাঁড়িয়ে আছে।
❝জুলিয়ান কি ভাবছিলো আমি জানি না। তার কথা মতো চললে সেখানে আমার জন্য কিছুই থাকবে না। কিন্তু যেহেতু রাউন্ড টেবিলের আসল লিডার আমাকে আদেশ দিয়েছে ড্রাগন রিলেটেড যত বিষয় সামনে আসে সেটাকে ধ্বংস করে দিতে, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। এভাবে আমি জুলিয়ানের আদেশও রক্ষা করতে পারছি এবং রাউন্ড টেবিলের আসল লিডারেরও। যেহেতু আমার মেয়ে এবং তার মেয়ে এক্সব্লকে চলে গিয়েছে, তাই আমাকে শুধু আর কিছুদিন অপেক্ষা করতে হবে। একবার পৃথিবী মার্জ হয়ে গেলে তখন আমি ওয়ার্ল্ড সহ পুরো রাউন্ড টেবিলের উপরে রাজ করবো।❞ (প্রেসিডেন্ট ভাবছে)
-> রেড ড্রাগনের পাওয়ার সম্পর্কে আমাদের সবারই ধারনা রয়েছে। তাই আমরা দ্বিতীয় ভুল আর করবো না। ইতিমধ্যেই ড্রাগনের বাচ্চা এবং তার মাস্টারের ডিসট্রাকশন শুরু হয়ে গিয়েছে, আমরা যদি এটা আটকাতে না পারি তাহলে কত মানুষ এবং অন্যান্য স্পিসিজ মারা যাবে সেটা অগণিত। যেহেতু এটার পিছনে দুটো মানুষও রয়েছে ড্রাগনের সাথে তাই আমি নিশ্চিত অন্য স্পিসিজ তাদের কারণে হত্যা হলে মানুষের সাথে একটা যুদ্ধও তৈরি হবে। তাই আমি ওয়ার্ল্ড গভর্নমেন্ট কোড রেডের অনুমতি দিচ্ছি। (প্রেসিডেন্ট)
প্রেসিডেন্টের কথায় প্রতিটা কম্পিউটারের সামনে বসে থাকা লোকগুলো তাদের কিবোর্ডে থাকা লাল বাটনটা ক্লিক করলো। সামনে স্ক্রিন থেকে মানুষের মতো দেখতে একটা AI উঠে আসলো এবং প্রেসিডেন্টের শরীর স্ক্যান করলো। সাথে সাথে আলোকিত রুমটা অন্ধকার হয়ে গেলো এবং মানুষ গুলো সিরিয়াস হয়ে গেলো।
❝রেড ড্রাগনের চারপাশের ব্যারিয়ার সরে যাওয়ায় এই সময়ে আমাদের কাছে অনেক শক্তিশালী আইটেম রয়েছে। এই সুযোগে আমরা আমাদের বিপক্ষের লোকদেরও দেখাতে পারবো ওয়ার্ল্ড গভর্নমেন্ট কতটা ভয়ানক। হাহাহাহাহা। মনে হচ্ছে এক ঢিলে দুই মাখি মারা হয়ে যাবে।❞ (প্রেসিডেন্ট হাসতে হাসতে ভাবতে লাগলো)
* * * * *
একদিন পরে,
ইউরোপীয় এম্পায়ারের ক্যাপিটাল লন্ডনের কমার্শাল এরিয়ার একটা বিল্ডিং এর উপরে এলেক্স এবং ক্রিস দাঁড়িয়ে আছে। দুই তলা বিশিষ্ট ভবনের ছাদের উপরে যাওয়ার মতো কোনো রকমের সুযোগ ছিলো না। দেওয়াল বেয়েই এলেক্স এবং ক্রিস উঠেছে, ছাদের উপরে অনেক বক্স রাখা রয়েছে যেগুলোর মাঝে লুকিয়ে থাকার কারনে তাদের উপর থেকে দেখতে পাওয়াটা প্রায় অসম্ভব।
-> ওয়ার্ল্ড গভর্নমেন্ট কি পাগল হয়েছে? আমার তো মনে হয় না এভাবে কোনো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিমিনালকেও ধরতে বের হয় নি। (ক্রিস)
ক্রিস অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে। সে আর পারছিলো না বিষয়টা নিতে। প্রথমত সে এবং এলেক্স লাক্সের রয়েল ক্লাসের স্টুডেন্ট। তারা এসেছিলো একটা মিশন সম্পূর্ণ করতে, কিন্তু এক দুই দিনের মধ্যেই পুরো পরিস্থিতি বদলে গিয়েছে। এখন পুরো ওয়ার্ল্ড তাদের পিছনে পরেছে।
-> গতকাল তো ভালোই ছিলো, কিন্তু আজকে তো রাস্তায় রাস্তায় আমাদের ক্রিমিনাল পোস্টার লাগিয়ে রেখেছে বাউন্টি মাথায় দিয়ে। (ক্রিস)
ক্রিসের হাতে একটা পোস্টার ছিলো। তাতে ক্রিস এবং এলেক্সের ছবি দেওয়া ছিলো। নিচে তাদের উপরে কতটা বাউন্টি রয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে। ক্রিস যে একজন বিস্টম্যান এবং তার গঠন অনেকটা একটা নেকড়ে বা ওল্ফের মতো। কান বড় এবং শরীরে কিছুটা লোম থাকলেও তার লেজ নেই। ক্রিস পোস্টারটা ছিড়ে ফেললো রাগে।
-> অন্তত ভালো একটা খারাপ-পাছ* ছবি দিতে পারতো। তাদের কাছে কি আর কোনো ছবি ছিলো না? আমার ফেসবুক থেকে কি ছবি নিয়েছে, এটায় তো আমাকে পুরো পাগলের মতো লাগছে। কোনো কিছুই আমার মন মতো হচ্ছে না। এমনকি আমার বাউন্টিও একদম কম। (ক্রিস)
এলেক্স চুপ করে বসে থাকলেও সে পরিস্থিতি কিছুটা হলেও বুঝতে পেরেছে। সে ক্রিসকে বলতে লাগলো,
-> লাক্সে টিম নির্ধারণের সময়েই লাক্সের অফিসার এরপর লাক্স থেকে বের হওয়ার পরে ওয়ার্ল্ড গভর্নমেন্টের অফিসার, সব গুলো ব্যক্তির ব্যবহারই কিছুটা সন্দেহজনক ছিলো। আর যা হয়েছে এবং এই বাউন্টির পিক দেখে সহজেই বলা যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট আমাকে টার্গেট করেছে। (এলেক্স)
পোস্টারে ক্রিসের বাউন্টি ধরা হয়েছে ৫ হাজার গোল্ড কয়েন। যেটা একদমই কম। সে তুলনায় এলেক্সের বাউন্টি ধরা হয়েছে ১ মিলিয়ন যা অনেক বেশি। ক্রিসের হঠাৎ করে একটা ব্যাপার মাথায় আসলো। এবং সে এলেক্সকে বলতে যাবে তার আগেই এলেক্স বলতে লাগলো,
-> আমার মনে হচ্ছে পুরো বিষয়টা আমাকে নিয়েও হচ্ছে না, বরং ড্রাকো কে টার্গেট করছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট। ক্রিস আমি জানতাম না এরকম কিছু হবে, আমি খুবই দুঃখিত তুমি আমার সাথে এসে এভাবে আমার মতো এরকম একটা পরিস্থিতিতে পরে যাবে। (এলেক্স)
এলেক্সের প্রথম কথাটার মতোই কথা ভেবেছিলো ক্রিস। তবে পরের কথাটা শুনে ক্রিস হাসতে শুরু করলো।
-> হাহাহাহা, এভাবে ক্ষমা চাইলে যে কেউ হাসবে। বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি আমার জীবন দিতেও রাজি তোর জন্য। যদি এই সময়ে আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে আমার থেকে কষ্ট আর কেউ পেতো না। তাই কোনো রকম চিন্তা করার দরকার নেই তোর আমাকে নিয়ে। আর তাছাড়া আমি বড় কোনো বিপদে পরার পরে যেভাবে তুই কয়েকবার বাঁচিয়েছিস আমাকে ঠিক সেভাবেই আমিও আমার জীবন দিতে রাজি আছি তোর জন্য। (ক্রিস)
ক্রিস কিছুক্ষণ চুপ রইলো এবং কিছু একটা ভেবে মুচকি একটা হাসি নিয়ে আবারো বলতে লাগলো,
-> আর যেহেতু ওয়ার্ল্ড গভর্নমেন্ট আমাদের ক্রিমিনাল হিসেবে লেবেল দিয়েই দিয়েছে আর যেভাবে পদক্ষেপ নিচ্ছে তাতে আমার মনে হয় না আমরা নিজেদের নিষ্পাপ প্রমান করতে পারবো, তাই খারাপ হবে না একটা ভিলেনের লাইফটা এক্সপেরিয়েন্স করাতে। আর তাছাড়া যেহেতু আমাকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট ভিলেন বানিয়েছে, তাই ওয়ার্ল্ড গভর্নমেন্টেরও শত্রুও বৃদ্ধি পেয়েছে। (ক্রিস)
কথাটা বলা শেষ হওয়ার সাথে সাথে এলেক্স পরে গেলো। ক্রিস বুঝতে পারলো এলেক্সের স্কিল আবারো একটিভ হয়েছে। ক্রিস এলেক্সকে বক্সের মধ্যে শুইয়ে দিয়ে একটু বের হলো। চারপাশে লক্ষ্য করলো, কোনো কিছু ছিলো না চারপাশে। কোনো কিছু না থাকার কারণে ক্রিস ছাদের একদম সাইডে আসলো। এবং চারিদিকে লক্ষ্য করলো।
ক্রিস জানে না, তবে পুরো পৃথিবী মনিটর করছিলো ওয়ার্ল্ড গভর্নমেন্টের ১৯ হাজার স্যাটেলাইট। আর যেহেতু ১৫ বছরের একটা ছেলের উপরে এক মিলিয়ন গোল্ডের রিওয়ার্ড লেগে রয়েছে, তাই ওয়ার্ল্ড গভর্নমেন্টের আর্মি, এজেন্ট, অফিসার, স্পেশাল টিম, গ্রুপ, হিরো এসোসিয়েশন, হান্টার এসোসিয়েশন, বাউন্টি হান্টার এসোসিয়েশন, ছোট বড় সকল গ্রুপ এবং টিম গুলো এই সুযোগ কোনো ভাবেই হাত ছাড়া করবে না। প্রতিটা এসোসিয়েশন থেকেই অধিকাংশ ব্যক্তিরা এলেক্স এবং ক্রিসকে খুঁজতে ব্যস্ত। আর এই কাজে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সবাইকে হেল্প করে যাচ্ছে তাদের ১৯ হাজার স্যাটেলাইটের মাধ্যমে। এক এক জায়গার ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে মেসেজ গিয়েছে তাদের ফোনে যারা৷ এই বাউন্টি মিশনে অংশগ্রহন করেছে। মেসেজ দেখে সবাই এরকম কথা বলতেছে,
-> আমার এক মিলিয়ন গোল্ড আমি আসছি।
-> ছেলে দুটোর জন্য মায়া হচ্ছে, কিন্তু আমাদের এখানে কিছু করার নেই। যেহেতু এই ব্যবসাতে টিকতে হলে অন্যদের মতোই কাজ করতে হবে।
-> তবে ভাবতেই অবাক লাগছে ওয়ার্ল্ড গভর্নমেন্টের কাছে ১৯ হাজার স্যাটেলাইট রয়েছে। তাহলে কি ওয়ার্ল্ড গভর্নমেন্ট আমাদের প্রতিটা মুভমেন্ট মনিটর করে?
-> যদিও এক মিলিয়ন গোল্ডের সুযোগ করে দেওয়ার জন্য আমার ধন্যবাদ দিতে মন চাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্টকে, তারপরও আমি বুঝতে পারছি না দুইটা বাচ্চা ধরার জন্য বা হত্যা করার জন্য কেনো বাউন্টি বের করতে হবে?
-> তুমি শুনো নি, বাচ্চা দুটোর একজনের কাছে ড্রাগন রয়েছে। যে কারণে সে যেকোনো সময়ে ধ্বংস করতে পারে সব কিছু। এ কারণে ওয়ার্ল্ড গভর্নমেন্ট তার সব পাওয়ার ব্যবহার করছে।
-> আমি চিন্তাও করি নি, কিন্তু বলতে হবে ওয়ার্ল্ড গভর্নমেন্ট অনেক শক্তিশালী। বিশেষ করে তাদের স্পেশাল আর্মি দেখলে বড় বড় হিরোদেরই পা কাঁপতে শুরু করবে।
-> এটা স্বাভাবিক কারণ প্রতিটা স্পেশাল আর্মির সদস্য আমাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হান্টার দিয়ে তৈরি করা হয়েছে।
এলেক্স এবং ক্রিস যে এরিয়াতে ছিলো কয়েক মিনিটের মধ্যে সে বিল্ডিং এর চারপাশ দিয়ে লোকজনে ভরে গেলো। ক্রিসের ব্যাপারটা খেয়াল করতে বাকি ছিলো না।
-> মনে হচ্ছে কোনো ভাবে তারা আমাদের লোকেশন বের করেছে। এই সময়ে কি করবো আমি? এলেক্স ঘুমাচ্ছে, ওকে নিয়ে এতো গুলো লোকের মাঝে আমি কোনো ভাবেই পালাতে পারবো না। আর লোক গুলোও কোনো ভাবে সাধারণ নয়। (ক্রিস)
ক্রিস লোকগুলোর দিকে তাকিয়ে বলতে লাগলো।
❝এই সময়ে আমার কাছে দুটো রাস্তা রয়েছে, প্রথমত এখানে দাঁড়িয়ে তাদের সাথে এমন করে ফাইট করা যাতে তারা জানতে না পারে যে এলেক্স এখানে ঘুমাচ্ছে। আর দ্বিতীয়ত পালিয়ে যাওয়ার চেষ্টা করা যাতে তাদের দৃষ্টি আমার সাথে দিকে থাকে এবং এলেক্স এখানে একা ঘুমিয়ে থাকবে। আমার মতে দ্বিতীয় চয়েজ সবচেয়ে ভালো হবে কিন্তু আমি এলেক্সকে এখানে ফেলে যেতে পারি কিভাবে? কোনো কারণে যদি কেউ ওকে ঘুমের ভিতরে আক্রমন করে?❞ (ক্রিস ভাবছে)
ক্রিসের চিন্তা করার আর সময় রইলো না। হঠাৎ করেই তার সামনে দুটো বিশাল এয়ারক্রাফ্ট টেলিপোর্ট হয়ে চলে আসলো।
-> আজকের দিনটা কোনো ভাবেই ভালো যাচ্ছে না। মনে হচ্ছে এলেক্স ঘুম থেকে উঠার পর আর আমাকে দেখতে পারবে না। (ক্রিস)
দুটো এয়ারক্রাফ্ট থেকে ২০ টা লেজার একত্রে ক্রিসের দিকে তাক করলো। এক সাথে লেজার বিম ফায়ারও করলো। ঠিক এই সময়ে ক্রিস শুধুমাত্র খেয়াল করলো তার পিছন থেকে কেউ একজন এসে দাঁড়ালো যে তার হাতটা সামনের দিকে বারিয়ে দিলো।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।