[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৩৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
ক্রিস দুটো এয়ারক্রাফট দেখে কি করবে কিছুই ভেবে পাচ্ছিলো না। এয়ারক্রাফটের লেজার গুলো ক্রিসের দিকে তাক হওয়ার সময়ে ক্রিস তার নিজের শরীরকে নারাতে পারছিলো না। এমন নয় যে ক্রিস কোনো দিক দিয়ে দুর্বল। তার কাছেও ফাইট করার মতো পাওয়ার রয়েছে, কিন্তু বেশি ফাইটিং এক্সপেরিয়েন্স না থাকার কারণে সে এখন কি করবে সেটা ভেবে পাচ্ছিলো না। আর এর মাঝেই এয়ারক্রাফট দুটো ক্রিসের দিকে লেজার বিম ফায়ার করলো। ক্রিসের পিছন থেকে হঠাৎ করে কেউ একজন এসে দাঁড়ালো। এতো স্পিডে আসলো লোকটা যে ক্রিস দেখতেই পারলো না সে কে ছিলো। লোকটা সামনে এসে নিজের হাত বারিয়ে দিলো এবং বলতে লাগলো,
'ডার্ক ব্যারিয়ার'
লোকটার কথাটা বলার সাথে সাথে তার সামনে গোল করে বড় একটা ব্যারিয়ার তৈরি হলো। কালো লাইটনিং বের হচ্ছিলো ব্যারিয়ারের মধ্য দিয়ে যা সব গুলো লেজার বিমকে এবজোর্ব করে নিলো সেটার মধ্যে। ক্রিস কাঁপতে কাঁপতে ফ্লোরে পরে গেলো।
❝একটা লেজার বিম আমার শরীরে লাগলে আমি হয়তো ছাই হয়ে যেতাম।❞ (ক্রিস ভাবছে)
ক্রিসের দিকে সামনের লোকটা তাকালো একটা মুচকি হাসি দিয়ে। ক্রিস তাকে চিনতে পারলো না।
-> বেশ কয়েকদিন হয়েছে ক্রিস, কেমন আছো?
লোকটা এমন ভাবে কথাটা বললো মনে হচ্ছে ক্রিসকে সে চিনে। ক্রিস বুঝতে পারছিলো না লোকটা কে। যেহেতু অনেক কিছু তার মাথায় চলছিলো এক সময়ে তাই ছোট একটা জিনিসও তার মনের মধ্যে আসছে না। তবে একটু জোর দিয়ে চিন্তা করার পর সে লোকটাকে চিনতে পারলো।
❝ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিমিনাল এবং ভিলেন লরেস, যার মাথায় ১ বিলিয়ন গোল্ডের বাউন্টি রয়েছে। কিন্তু এই সময়ে লরেস আমাদের সামনে কি করতে আসছে?❞
-> মনে হচ্ছে আমাকে একভাবে চিনতে পেরেছো, আবার একভাবে চিনতে পারো নি।
লোকটা তার হাত মুখে দেওয়ার সাথে সাথে তার চেহারা বদলে গেলো। এবার তার চেহারা দেখে ক্রিস একদম অবাক হয়ে গেলো। লাক্সের মাসিক এক্সামের সময়ে এই লোকটায় ক্রিসদের সাথে ছিলো।
-> সিনিয়র লরেস! (ক্রিস)
-> অবাক হওয়ার কোনো কারণ নেই, যেহেতু আমরা সবাই এখন ওয়ার্ল্ডের কাছে ভিলেন। তাই আমাদের ভিলেনদের মতোই থাকতে হবে। (লরেস)
সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা লরেস ছিলো যে তার ডার্ক ম্যাজিকের সাহায্যে দুটো এয়ারক্রাফটের লেজার বিম গুলো এবজোর্ব করে নিলো।
'কাউন্টার'
লরেস নতুন একটা স্পেল ব্যবহার করলো। তার সামনে ছোট ছোট ১০০ ম্যাজিক সার্কেল তৈরি হলো। ম্যাজিক সার্কেল গুলো কালো রঙের ছিলো এবং সেগুলো থেকে কালো রঙের লাইটনিং বের হচ্ছিলো। সার্কেল গুলোর ভিতর থেকে হঠাৎ করে শত শত লেজার বিম বের হলো যা দুটো এয়ারক্রাফটকে নিমিষেই ধ্বংস করে দিলো। সাধারণত এয়ারক্রাফটের মধ্যে কোনো মানুষ ছিলো না। সেটা সম্পূর্ণ ম্যাজিক এবং টেকনোলজির সাহায্যে চলছিলো। হেডকোয়ার্টার থেকে যারা সেটা নিয়ন্ত্রণ করছিলো তারা বলতে লাগলো,
-> টেস্ট এয়ারক্রাফট ১ এবং ২ ধ্বংস হয়ে গিয়েছে। নতুন সাসপেক্ট স্ক্যান করা হচ্ছে। স্পাইডার গ্রুপের লিডারকে সনাক্ত করা হয়েছে।
কম্পিউটারের সামনে লোকটা বসে আছে, চোখে তার ভার্চুয়াল ডিভাইস ছিলো যেটা দিয়ে এখানে বসেই সে এয়ারক্রাফট নিয়ন্ত্রণ করছিলো। তার রিপোর্ট শুনে পিছনে থাকা প্রেসিডেন্ট বলতে লাগলো,
-> কোড ব্লাক ব্যবহার করো। এবং দ্রুত সব জায়গায় নিউজ চালিয়ে দাও। আমাদের সাসপেক্ট এলেক্স এবং ক্রিস স্পাইডার গ্রুপের সদস্য। এবং বর্তমানে তারা ইউরোপীয় এম্পায়ার ধ্বংস করার প্লান করছে। (প্রেসিডেন্ট)
প্রেসিডেন্টের আদেশের সাথে সাথে কোড রেড থেকে কোড ব্লাক ব্যবহার করা হলো। ওয়ার্ল্ড গভর্নমেন্টের সব থেকে মারাত্মক ফোর্স গুলো একত্রিত হলো। প্রতিটা ব্রাঞ্চ কোয়ার্টার এবং হেডকোয়ার্টার সব মিলিয়ে প্রায় এক লক্ষের মতো এজেন্ট বসে আছে কম্পিউটারের সামনে ভার্চুয়াল ডিভাইস নিয়ে। প্রথম বার যে দুটো এয়ারক্রাফট পাঠানো হয়েছিলো এবার আর সেরকম এয়ারক্রাফট পাঠানো হয় নি। পুরো লন্ডনে ব্লাক ওয়ার্নিং চলছিলো, যে কারণে মানুষজন তাদের বাসার নিজের আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে দ্রুত সুরক্ষিত জায়গায় যেতে ব্যস্ত হয়ে গেলো।
অন্যদিকে লরেসের সামনে কয়েক হাজার এয়ারক্রাফট টেলিপোর্ট হয়ে গেলো। শুধু চোখের সামনে এগুলো ছিলো, কিন্তু পুরো লন্ডন ঘিরে আরো কতগুলো এয়ারক্রাফট ছিলো সেটা ধারনা করা কষ্টকর ছিলো। প্রতিটা এয়ারক্রাফটের সাইজ প্রথম দুটোর থেকে তিনগুন ছোট হলেও তাদের দেখেই বোঝা যাচ্ছিলো অনেক পাওয়ারফুল এয়ারক্রাফট এগুলো। আর তাছাড়া প্রতিটা এয়ারক্রাফটের সাথে তিন চারটা করে ছোট ছোট ড্রোন তো ছিলোই। এছাড়াও পুরো ওয়ার্ল্ডের প্রতিটা নিউজে এবং এসোসিয়েশনের অফিসে নতুন আকারে একটা বাউন্টি বের হয়েছে।
❝মনে হচ্ছে আমার দিনটায় অনেক ভালো যাচ্ছে। সব দিক দিয়েই আমি এক ঢিলে দুটো পাখি মারতে পারছি। যেহেতু স্পাইডারদের লিডার এখানে রয়েছে তাই এই সুযোগে আমি সব শক্তিশালী হান্টার এবং হিরোদেরও ব্যবহার করতে পারবো। তবে সেটার জন্য তাদের বাউন্টি আরো বৃদ্ধি করতে হবে। যেহেতু গোল্ড কিছুদিন পরে আমাদের কোনো কাজেই আসবে না তাই এই সুযোগে আমাদের সবচেয়ে বড় পথের কাটা স্পাইডারকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারলেই সব কিছু আমার জন্য ক্লিয়ার। আর বেশি বাউন্টি বৃদ্ধি করলে রাউন্ড টেবিলকেও অংশ নিতে হবে না চাইলেও। হাহাহাহাহাহাহা, মনে হচ্ছে আমাদের পুরো শক্তি ব্যবহার করতে হবে না। বরং আমি বাউন্টি বৃদ্ধি করে রাউন্ড টেবিল এবং অন্যান্য হান্টার ও হিরোদের ব্যবহার করেই আমার কাজটা শেষ করে ফেলতে পারবো। এতে করে তারা দুর্বল হয়ে যাবে এবং শেষ সময়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টের পাওয়ার দেখিয়ে সব কিছু আমি নিয়ন্ত্রন করতে পারবো। ❞ (প্রেসিডেন্ট ভাবছে)
টিভিতে নিউজ চলছিলো, যেখানে একজন রিপোর্টার বলছিলো,
✪✪ব্রেকিং নিউজ। মাত্র ওয়ার্ল্ড গভর্নমেন্টের থেকে পাওয়া ফুটেজ থেকে আমরা ক্লিয়ার হতে পারলাম যে দুদিন পূর্বের সাসপেক্ট এলেক্স এবং ক্রিস দুজনেই সবচেয়ে বড় ক্রিমিনাল অরগানাইজেশান 'স্পাইডার' এর সদস্য। যেহেতু এলেক্স এবং ক্রিস দুজনেই স্পাইডারের সদস্য তাই তাদের বাউন্টি বৃদ্ধি করেছে ওয়ার্ল্ড প্রেসিডেন্ট। বর্তমানে ক্রিস নামক বিস্টম্যানের বাউন্টি ১ মিলিয়ন গোল্ড এবং এলেক্সের বাউন্টি বৃদ্ধি করে ৫০ মিলিয়ন গোল্ড করা হয়েছে। একই সাথে যেহেতু সবচেয়ে বড় ক্রিমিনাল এবং স্পাইডারের লিডার সবার সামনে এসেছে তাই তার বাউন্টি এক বিলিয়ন থেকে বৃদ্ধি করে ১০ বিলিয়ন করা হয়েছি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট তাদের সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে জীবিত ধরার, কিন্তু মনে হচ্ছে তারা কোনো ভাবেই হার মানবে না। এ কারণে পুরো ইউরোপীয় এম্পায়ারে ব্লাক এলার্ট দেওয়া হয়েছে। সব সাধারণ ব্যক্তিদের আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে সেফ এরিয়াতে যাওয়ার জন্য বিণীত ভাবে ওয়ার্ল্ড প্রেসিডেন্ট আবেদন করছে।✪✪
এই নিউজটা দেখে যারা ইউরোপীয় এম্পায়ারের বাইরে আছে তারাও আর বসে থাকতে পারলো না। বাইরের এম্পায়ার থেকে কিছু আগেই রওনা দিয়েছিলো কিন্তু এবার প্রায় সবাই রওনা দিলো। শুধু মানুষ নয় বরং মানুষের সাথে আরো ভিন্ন ভিন্ন স্পিসিজও রওনা দিলো ইউরোপীয় এম্পায়ারের উদ্দেশ্যে।
-> ভাবছিলাম কিভাবে ওয়ারটা শুরু করবো, কিন্তু মনে হচ্ছে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। ওয়ার্ল্ড গভর্নমেন্টই প্রথম পদক্ষেপ নিয়ে নিয়েছে। (লরেস)
লরেস কথাটা বলেই তার ম্যাজিক ব্যবহার করলো।
'ম্যাগনেট ব্যারিয়ার'
স্পেলটা ব্যবহারের সাথে সাথেই সামনে পিছে একশত এয়ারক্রাফট নিয়ে একটা ব্যারিয়ার তৈরি হলো কালো। ব্যারিয়ারটা তৈরি হওয়ার সাথে সাথেই তার ভিতরে থাকা প্রতিটা এয়ারক্রাফট একে অপরের সাথে ম্যাগনেটের আকর্ষনের মতো অনেক স্পিডে ধাক্কা খেলো। সাথে সাথে একশত এয়ারক্রাফট ধ্বংস হয়ে গেলো। বাইরে আরো হাজারো এয়ারক্রাফট টেলিপোর্ট হয়ে চলে আসলো। যেগুলো একসাথে ব্যারিয়ারে লেজার বিম ফায়ার করতে শুরু করলো। লেজার বিম গুলো ম্যাজিকের সাহায্যে তৈরি হওয়ার কারণে ব্যারিয়ার গুলো সেগুলো এবজোর্ব করে নিতে শুরু করলো। কিন্তু এক সাথে হাজারটা এয়ারক্রাফট, এবং প্রত্যেকটার থেকে ১০ টা করে লেজার বিম এট্যাক, সাথে প্রতিটা এয়ারক্রাফটের সাথে তিনটা করে ড্রোন যেগুলোও একটা করে লেজার বিম ফায়ার করছিলো। আবার এয়ারক্রাফট থেকে ম্যাজিক মিসাইল ফায়ার করা হচ্ছিলো এয়ারক্রাফট থেকে যা লরেসের তৈরি ব্যারিয়ার ভেঙে ফেললো।
-> মনে হচ্ছে আমি দুর্বল হয়ে যাচ্ছি ম্যাজিক স্পেল গুলো ব্যবহার না করতে করতে। (লরেস)
ভাঙার সাথে সাথে হাজারো ড্রোন একসাথে ঢুকে পরলো ভিতরে। এবং তারা একসাথে চারদিক দিয়ে লেজার বিম ফায়ার করতে শুরু করলো। নিজে যেসব হান্টার, হিরো এবং অন্যান্য এসোসিয়েশন থেকে এসেছিলো এলেক্স এবং ক্রিসকে তাদের বেশিরভাগই তেমন শক্তিশালী ছিলো না। তারা এসেছিলো তাদের সংখ্যা নিয়ে,আর যেহেতু এলেক্স এবং ক্রিস দুজনের বয়সই কম তাই তারা মনে করেছিলো খুব সহজেই দুজনকে ধরতে পারবে। কিন্তু বর্তমানে পরিস্থিতি তাদের হাতের মধ্যে নেই। যেভাবে এয়ারক্রাফট গুলো এট্যাক করছে তাতে তারা যদি এই ফাইটে অংশ নেই তাহলে সাথে সাথে মারা যাবে। তাই অনেক আগেই তারা এরিয়া থেকে একটু দূরে গিয়ে অপেক্ষা করছে।
লরেস জানে না এলেক্স পিছনে ঘুমাচ্ছিলো, সে শুধু ক্রিসকে দেখেই এই জায়গাতে এসেছিলো। বক্সের মধ্যে এলেক্সকে দেখতে পায় নি, আর যেহেতু এসেই সে ফাইটে অংশগ্রহন করেছে তাই এতোক্ষণ সে সেন্সও করতে পারে নি যে পিছনে এলেক্স রয়েছে বক্সের মধ্যে। অপর দিকে ড্রোন গুলো মধ্যে এক্স-রে রশ্নি থাকার কারণে সেগুলো বক্সের মধ্যে এলেক্সকে লক্ষ্য করেই এসেছে। চারদিক দিয়ে লেজার বিম ফায়ার করলো যার কিছু এলেক্সের থাকা বক্সের মধ্যেও উপরে যাচ্ছিলো। এই ক্রাইসিস এর মধ্যে ক্রিস ভেবে পাচ্ছিলো না সে কি করবে। এরকম কোনো পরিস্থিতির মধ্যে সে কখনো পরে নি। তাই সে ফ্লোরে পরার পরে আর উঠতে পারে নি। তাই সে নিজেও লক্ষ্য করে নি এলেক্সের দিকে লেজার বিম ফায়ার হচ্ছিলো।
কয়েকটা লেজার বিম এলেক্স যেখানে ছিলো সে বক্সের উপরে ফায়ার করা হয়েছে। সেগুলো বক্স ভেদ করে এলেক্সের শরীর স্পর্শ করতে যাবে তার পূর্বেই এলেক্সের রিং গুলো তা এবজোর্ব করে নিচ্ছিলো। একটু স্লো ভাবে বিষয়টা পর্যবেক্ষন করলে দেখা যাবে এলেক্সের শরীরে স্পর্শ করার পূর্বেই লেজার বিম গুলোর এনার্জি চারদিকে ছড়িয়ে পরছিলো। আর ছরিয়ে পরা এনার্জি এলেক্সের হাতে থাকা রিং এবজোর্ব করে নিলো। একটা স্ক্রিণ এলেক্সের সামনে চলে আসলো তবে এলেক্স সেটা দেখতে পারলো না ঘুমে থাকার কারনে।
꧁ཌনার্কোলেপসি স্কিল একটিভ থাকা সময়ে হোস্টের উপরে শত্রু এট্যাক করেছে। নার্কোলেপসির প্যাসিভ ইফেক্ট একটিভ হচ্ছে। সবগুলো শত্রু মারা যাওয়ার পরে স্কিল ক্যান্সেল হবে। ད꧂
এলেক্স ঘুমিয়ে ছিলো, তারপরও তার শরীর সে জায়গা থেকে চোখের পলকের মধ্যেই হারিয়ে গেলো। সে একদম স্পিডে টেলিপোর্ট হওয়ার মতোই ক্রিসের সামনে এসে দাড়ালো। এলেক্স সামনে এসে দাঁড়ানোর সাথে সাথেই তার হাত সামনের দিকে উঁচু করে দিলো। সাথে সাথেই একটা ভূমিকম্প তৈরি হলো অনেক বড় একটা। সব গুলো বিল্ডিং ঠিক থাকলেও সে এরিয়াতে যতগুলো এয়ারক্রাফট ছিলো সব গুলো আকাশ থেকে প্রচুন্ড স্পিডে নিচে পরে গেলো। ড্রেন গুলোর সাথেও একই হলো। নিচে থাকা হান্টার, হিরো এবং অন্যান্য এসোসিয়েশনের লোকগুলোর উপরেও বেশ কিছু এয়ারক্রাফট পরতে যাচ্ছিলো। তারা দ্রুত সেগুলো থেকে সরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলো। আবার অনেক গুলো এয়ারক্রাফট বিল্ডিং এর উপরে পরার কারণে সেগুলো ভেঙে পরতে শুরু করলো। সামনে থাকা হাজারো এয়ারক্রাফট শুধু হাতের ইশারাতে এলেক্স ধ্বংস করে ফেললো। পিছনে থাকা লরেস ভেবে পাচ্ছিলো না সে মাত্র কি দেখলো। সে ভাবতে শুরু করলো,
❝মাস্টারের গ্রাভিটি ডোমেইন! কিন্তু কিভাবে সম্ভব? এটা তো আমিও শিখতে পারি নি মাস্টারের থেকে।❞ (লরেস ভাবছে)
লরেসের পুরাতন কিছু কথা মনে পরে গেলো তার মাস্টারের সাথে,
(ফ্লাসব্যাক শুরু)
-> আচ্ছা মাস্টার আমাকে আপনার গ্রাভিটি স্কিলটা কবে শিখাবেন? (লরেস)
মুচকি একটা হাসি দিয়ে ওজ বলেছিলো,
-> কেনো তুমি তো গ্রাভিটি তোমার প্রতিটা এট্যাকে ব্যবহার করতেই পারো এখন।
-> এটা না মাস্টার, আমি জানি না এটা কোনো ভিন্ন স্কিল কিনা তবে একটা বিষয় আমি খেয়াল করেছি যখন আপনি অন্যদের উপরে গ্রাভিটি প্রেসার প্রয়োগ করেন। একজনের উপরে বেশি একজনের উপরে কম, একজন মানুষ যত স্কিল হোক না কেনো গ্রাভিটি এট্রিবিউটে কিংবা তার এনার্জি দিয়ে যতটা গ্রাভিটি কন্ট্রোল করতে পারুক না কেনো কোনো ভাবেই আমি এটা সম্ভব দেখছি না। বিষয়টা সম্ভব হবে যদি এটা কোনো ভিন্ন স্কিল হয়। (লরেস)
লরেসের কথা শুনে আকাশের দিকে তাকিয়ে তার মাস্টার বলতে লাগলো,
-> হাহাহা, মনে হচ্ছে আমার ট্যালেন্টেড স্টুডেন্টের কাছ থেকে কোনো বিষয়ই আমি লুকাতে পারি না। এটা ঠিক ধরেছো যে আমি যেটা ব্যবহার করে সেটা ভিন্ন অন্যান্য গ্রাভিটি স্কিল কিংবা গ্রাভিটি কন্ট্রোলের থেকে। তবে এটা কোনো স্কিল নয়। যেহেতু আমার মেইন এট্রিবিউট গ্রাভিটি, তাই গ্রাভিটি নিয়ে খেলা করতে করতে এক সময়ে নতুন একটা বিষয় জানতে পারি, আর সে নতুন বিষয়টাকে সবাই বলে ডোমেইন।
-> মাস্টার আমাকে কি করতে হবে আপনার মতো ডোমেইন ব্যবহার শিখতে হলে, আমাকে বলে দিন আমি চেষ্টা করবো। (লরেস)
লরেসের কথা শুনে তার মাস্টার হাসা বাদ দিয়ে একটু সিরিয়াস হলো।
-> আমি জানি তোমাকে বললে তুমি হাজারো চেষ্টা করবে এটা শেখার জন্য, কারণ যেহেতু তুমি আমার স্টুডেন্ট তাই আমি জানি যতদিন এটা ব্যবহার করতে পারবে না ততদিন পর্যন্ত চেষ্টা করেই যাবে। কিন্তু আমি তোমাকে এটা শেখার জন্য বলবো না। তুমি যত ট্যালেন্টেডই হও না কেনো নিজের মেইন এট্রিবিউট রেখে অন্য এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করা সম্পূর্ণ অসম্ভব তোমার জন্যও। তাই আমি বলবো এটায় এতোটা ফোকাস না দিতে। আর এমনিতেও গ্রাভিটি তোমার মেইন এট্রিবিউট নয় তারপরও অনেক শক্তিশালী গ্রাভিটি এট্যাক তোমার মার্শাল আর্টে যুক্ত হয়েছে তোমার ট্রেনিং এর কারণে। এটায় আমার কাছে অনেক মনে হয়। আর যেহেতু ডার্কনেস তোমার প্রধান এট্রিবিউট, তাই আমি নিশ্চিত একদিন এমন দিন আসবে যখন তুমি ডার্ক এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করতে পারবে যা এই পর্যন্ত কেউ করতে পারে নি। আমি জানি তুমি এতোটা ট্যালেন্টেড যে এই রেকর্ডটা ভেঙে দিয়ে ডার্ক এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করবে। তখন আমি তোমার সাথে আমার ফুল পাওয়ারে একটা মার্শাল আর্টের ফাইট করবো।
(ফ্লাশব্যাক শেষ)
কথাটা মনে করে লরেস হাসতে লাগলো একটু। সে এবার ভাবতে লাগলো,
❝তাহলে মাস্টার আমি আপনার যোগ্য স্টুডেন্ট ছিলাম না যে আপনার লেগেসি সামনে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে মাস্টার যেহেতু আপনার প্রথম স্টুডেন্ট হিসেবে আমি তেমন কিছু করতে পারি নি আপনার জন্য, বরং আপনার জীবনটা আরো কষ্টের মধ্যে রেখেছি। তাই আপনার লেগেছি যে বহন করে সামনে নিয়ে যাবে তাকে সঠিক পথ দেখানোটাও আমার দায়িত্ব।❞ (লরেস ভাবছে)
লরেসের ভাবনা কেটে গেলো যখন সে এলেক্সের মুখ দেখতে পারলো। মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিলো তাই চেহারা দেখে নি। বরং লরেস সবচেয়ে বেশি অবাক হয়েছে এই সময়ে এলেক্সকে ঘুমে দেখতে পেরে। এলেক্স ঘুমাচ্ছিলো তার দুইটা চোখ বন্ধ করে।
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।