[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৩৭
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
ওয়ার্ল্ড গভর্নমেন্টের প্রতিটা এম্পায়ারের হেডকোয়ার্টার এবং প্রতিটা কিংডমের ব্রাঞ্চ কোয়ার্টার গুলোর একটায় লক্ষ্য ছিলো। যেহেতু তাদের কিছুদিন আগের দুজন টার্গেটকে স্পাইডার গ্রুপের লিডারের সাথে দেখতে পেরেছে তাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট তাদেরও স্পাইডারের সদস্য হিসেবে মেনে নিয়েছে। এই সময়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টের প্রতিটা কোয়ার্টার এবং ব্রাঞ্চ কোয়ার্টার তাদের সর্বোচ্চ চেষ্টা করছিলো স্পাইডারদের আটকানোর জন্য। আর ঠিক এই সময়ের সুযোগ নিয়ে প্রতিটা হেডকোয়ার্টার এবং ব্রাঞ্চ কোয়ার্টারের ভিতরে তিনজন করে ব্যক্তি প্রবেশ করেছে। প্রতিটা কোয়ার্টারে প্রবেশ করা তিনজনের শরীরেই স্পাইডারের ট্যাটু আকা রয়েছে। তাদের সবার মুখেই একসাথেই হাসি ফুটে উঠেছে।
ইউরোপীয় এম্পায়ারে,
লরেস ক্রিসের হাত ধরলো। ক্রিস বর্তমানে তার স্বাভাবিক অবস্থায় ছিলো না। এই অবস্থায় ক্রিস কি করবে সেটা ভেবে পাচ্ছিলো না। অনেকটা বলতে গেলে সে এখন মেন্টাল ব্রেক ডাউনের মধ্যে ছিলো। এজন্য লরেস তার হাতটা ধরলো এবং বলতে লাগলো,
-> যদিও ওয়ার্ল্ড গভর্নমেন্টের এই এয়ারক্রাফট গুলো ধ্বংস হয়েছে, তবে এটা মাত্র তাদের শুরুর আর্মি ছিলো। যেহেতু দূরে এখনো শক্তিশালী অনেক ব্যক্তিরা আমাদের জন্য অপেক্ষা করে আছে, তাই আমার মনে হয় আপাতোতো আমাদের এই জায়গা থেকে চলে যাওয়ায় বেটার হবে। (লরেস)
একটু আগে লরেসও এমন অবস্থায় ছিলো যেখানে সে ভেবে পাচ্ছিলো না সে কি করবে। সেটা হওয়াটাই স্বাভাবিক। ১৫ বছর বয়সী একটা ছেলে যে কিনা লরেসের মাস্টারের লেগেসি বহন করছে এবং একই সাথে সে হাজার এয়ারক্রাফট শুধুমাত্র ঘুমের মধ্যেই ধ্বংস করে দিতে পারে, সেটা যে কেউ ভাবলেই অস্বাভাবিক হয়ে যাবে। লরেস সেটা নিয়ে আর বেশিক্ষণ চিন্তা না করে ক্রিসের হাত ধরে সাথে সাথে সেখান থেকে টেলিপোর্ট হয়ে এলেক্সের পাশে আসলো। এলেক্সের হাতকে স্পর্শ করতে যাবে তখনি এলেক্স প্রচুন্ড স্পিডে একটা হাই কিক মারলো পিছনে ঘুরেই। লরেস এলেক্সের মুভমেন্ট দেখেই বুঝে গিয়েছিলো এলেক্স একটা কিক মারবে। যে কারণে কিকটা স্পর্শ করার পূর্বেই সে আবারো টেলিপোর্ট হয়ে এলেক্সের পিছনে চলে আসে এবং এলেক্সের ঘাড়ে হাত দিয়ে এলেক্স এবং ক্রিস দুজনকে নিয়েই সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেলো।
বিশাল একটা ট্রি হাউজের সবচেয়ে উপরে একটা প্লাটফর্ম রয়েছে। লরেস টেলিপোর্ট হয়ে এই জায়গাতে এসেছে। সে এবার এলেক্সকে রেখে টেলিপোর্ট হয়ে আরো কিছুটা দূরে সরে গেলো ক্রিসকে নিয়ে। এবার এলেক্স দাঁড়ানো অবস্থা থেকে নিচে পরে গেলো এবং একদম শান্ত হয়ে ঘুমাতে শুরু করলো। লরেস কিছুক্ষণ এলেক্সের দিকে তাকিয়ে রইলো এরপর ক্রিসের দিকে তাকালো। ক্রিস এখনো কিছুটা শকের মধ্যে রয়েছে। লরেস ক্রিসের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলতে লাগলো,
-> মনে হচ্ছে এলেক্সের এই স্লিপ স্কিলের মধ্যে সেল্ফ ডিফেন্স ইফেক্টও রয়েছে। যে কারণে এলেক্স ঘুমালে তার উপরে যদি কেউ স্কিল ব্যবহার করতে যায় তাহলে সে ইফেক্ট একটিভ হয়। বলতে গেলে অনেক ভালো একটা স্কিল এটা। (লরেস)
লরেসের কথা শুনে ক্রিস কিছুটা স্বাভাবিক হয়ে গেলো। সে এবার ভালো করে দাঁড়ালো। পরিস্থিতি তেমন ভালো করে বুঝতে না পারার কারণে সে লরেসকে বলতে লাগলো,
-> আমি বুঝতে পারছি না এই অবস্থায় কি হচ্ছে। (ক্রিস)
লরেস দাঁড়ানো থেকে আস্তে করে সে জায়গায় বসে পরলো এবং বসা থেকে শুয়ে পরলো। চিৎ হয়ে শুয়ে মাথার নিচে হাত দিয়ে সে বলতে লাগলো,
-> বেশি চিন্তা করার কারণ নেই। এখন যেটা দেখতে পারছো সেটা ওয়ার্ল্ড গভর্নমেন্টের একটা রূপ। তুমি এবং এলেক্স যে ফ্যাক্টরিটা ধ্বংস হয়েছে তার মধ্যে কি হচ্ছিলো সেটা নিশ্চয় দেখতে পেরেছো। এটা ওয়ার্ল্ড গভর্নমেন্টের আরো একটা রূপ মাত্র। এছাড়াও ওয়ার্ল্ড গভর্নমেন্টের আরো অনেক রূপ রয়েছে। তার মধ্যে একটা রূপ আমাদের বিপক্ষে দেখাচ্ছে। যেহেতু আমরা তাদের সম্পর্কে অনেক কিছু জানি তাই আমাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছে। (লরেস)
লরেসের কথাটা একটু গভীর ছিলো, তবে ক্রিস এবার ভাবতে লাগলো তার ফ্যাক্টরিতে দেখা দৃশ্য গুলো। বিভিন্ন ধরনের অবৈধ্য অস্ত্র, ড্রাক্স এমনকি এখন ভালো করে চিন্তা করার ফলে সে কিছু বন্ধি এল্ফও দেখতে পেরেছিলো যাদের একটা রুমে শিকল দিয়ে আটকিয়ে রাখা হয়েছিলো। ক্রিস এবার স্পষ্ট বুঝতে পারছিলো সেখানে কি হয়েছিলো।
-> ওয়ার্ল্ড গভর্নমেন্টের অথোরিটিতে ব্লাক মার্কেট চলে, স্লেভ মার্কেটও চলে। মানুষ কম কিন্তু হাজার হাজার অন্যান্য স্পিসিজের স্লেভ বিক্রি হচ্ছে প্রতি সপ্তাহে। (লরেস)
লরেসের কথা শুনে এবার ক্রিস রেগে গেলো অনেকটা।
-> আপনারা এসব ব্যাপারে জানেন তাহলে এগুলো ফাস করতে পারলেন না? (ক্রিস)
ক্রিসের রাগাটা স্বাভাবিক ছিলো। তবে রাগে গুছিয়ে কি বলবে সেটা ভাবতে পারলো না। লরেস শান্ত মনে উত্তর দিলো,
-> স্পিসিজ এসোসিয়েশনও এই ব্যাপারে জানে, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া তারা যুদ্ধ করতে চাই না মানুষের সাথে। আর এমনিতেও এক্সব্লকে প্রবেশের পূর্বে কোনো মানুষ বাদে কোনো স্পিসিজই চাচ্ছে না একটা বড়সড় যুদ্ধ হোক। কারণ একবার এক্সব্লকে প্রবেশ করলে আমাদের সংখ্যার অনেক প্রয়োজন। (লরেস)
-> তাই বলে তাদেরকে এভাবে ছেড়ে দিবো আমরা? আমি আর এলেক্স হয়তো তাদের কার্যক্রম দেখেছি বিধায় আমাদের হত্যা করার চেষ্টা করে যাচ্ছে। অন্তত আমাদেরকে তাদের কর্মকান্ড ফাস করতে হবে। আমাদের দেখানো উচিত আসলেই ওয়ার্ল্ড গভর্নমেন্ট কি। (ক্রিস)
ক্রিস আর কোনো লজিক্যাল কারণ পেলো না। লরেসের কথা মতো সে যতটুকু বুঝতে পারলো তাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট অনেক খারাপ কাজ করে যাচ্ছে। আর সেগুলো সম্পর্কে কেউ জানতে পারলে ওয়ার্ল্ড গভর্নমেন্ট তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেই।
-> আমি স্পাইডার গঠন করেছিলাম ওয়ার্ল্ড গভর্নমেন্টের বিপক্ষে। প্রথম দিকে স্পাইডারের লক্ষ্য ছিলো সব কিছু ফাস করা। বেশ কিছু তথ্য আমরা ওয়ার্ল্ডের কাছে ফাঁসও করেছিলাম। কিন্তু ওয়ার্ল্ড গভর্নমেন্ট এতোটা দুর্বল নয়। মিডিয়া এবং তাদের আন্ডারে থাকা শক্তিশালী হিরোদের সাহায্যে আমাদের ফাঁস করা তথ্য আমাদের উপরেই চাপিয়ে দিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভিলেন বানিয়ে দেয়। হয়তো তোমরা কেউ এখন জানবে না তবে, আমাদের স্পাইডার এক সময়ে একটা স্বাধীন হান্টার গ্রুপ ছিলো, কিন্তু আজ সেটা একটা ভিলেন গ্রুপ। (লরেস)
ক্রিস এই সময়ে আর কিছু বলতে পারলো না। সে নিজেও এক সময়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টের নিউজ মোতাবেক স্পাইডারদের ধরার প্রতিজ্ঞা নিয়েছিলো। কিন্তু এখন সেই স্পাইডারের লিডার তাকে সে সময়ে না বাঁচালে এখন হয়তো ক্রিস দাঁড়িয়ে থাকতে পারতো না।
-> আমরা অনেক কাগজে কলমে তাদের সাথে যুদ্ধ করেছি, কিন্তু আর নয়। যেহেতু আমরা তাদের সেভাবে হারাতে পারবো না তাই আমরা এখন অন্য মাধ্যম বেছে নিয়েছি। (লরেস)
লরেসের কথাটা ক্রিস বুঝতে পারলো না। ক্রিস অনেকটা ক্লান্ত ছিলো এই সময়ে। যেহেতু এই সময়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টের কেউ এখানে ছিলো না তাই সেও প্লাটফর্মের উপরে শুয়ে পরলো। নিজের ক্লান্ত শরীরকে একটু বিশ্রাম দিয়ে সে ঘুমিয়ে পরলো।
অন্যদিকে একদিন পরে,
প্রতিটা মানুষ এবং অন্যান্য স্পিসিজ স্পাইডারদরে নিউজ দেখা নিয়ে ব্যস্ত ছিলো। প্রতিটা মানুষেরই ওয়ার্ল্ড গভর্নমেন্টের উপরে সম্পূর্ণ ভরসা রয়েছে। তারা সবাই আশা করছে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং ভিলেনদের প্রাপ্য শাস্তিও ওয়ার্ল্ড গভর্নমেন্ট দিবেন। তবে ঠিক এই সময়ে অনেক জোড়ালো ভাবে কয়েকটা ভূমিকম্প হলো যা পুরো পৃথিবীর সব জায়গা থেকে সবাই অনুভব করতে পারলো। কিছুক্ষণের মধ্যেই শকিং একটা নিউজ বের হলো যা প্রতিটা মানুষকে ভয় পেতে বাধ্য করেছে।
✪✪লেডিস এন্ড জেন্টেলম্যানস, আমাকে অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে কথাটা। এই সময়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টের সব প্রধান ফোর্স ইউরোপীয় এম্পায়ারে রয়েছে। আর এই সুযোগের ব্যবহার করে সবচেয়ে বড় ক্রিমিনাল অরগানাইজেশান 'স্পাইডার' ইউরোপীয় এম্পায়ারের হেডকোয়ার্টার ব্যতীত পুরো পৃথিবীর বাকি সব হেডকোয়ার্টার এবং ব্রাঞ্চ কোয়ার্টার ধ্বংস করে দিয়েছে। বর্তমানে পুরো পৃথিবীর মানুষ স্পাইডারদের পাওয়ার সম্পর্কে ধারনা পেয়েছে। আমরা রাউন্ড টেবিলের লিডার জুলিয়ানের সাথে কথা বলেছি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গ্রুপ গুলো নিয়ে স্পাইডারদের বিরুদ্ধে রুখে দাড়াবেন। আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই, যেহেতু রাউন্ড টেবিলের সাথে স্পিসিজ এসোসিয়েশনও কাজ করবে বলে জানিয়েছে তাই আমরা খুব দ্রুতই স্পাইডারদের ধরে হত্যা করতে পারবো। বর্তমানে আমাদের পরিসংখ্যান মতে স্পাইডার ওয়ার্ল্ড গভর্নমেন্টের এবং সাধারণ জনগন সহ মোট ১ লক্ষের উপরে হত্যা করেছে। এই পর্যায়ে গভর্নমেন্ট এবং আমাদের টপ হিরো জুলিয়ান জানিয়েছেন বর্তমানে স্পাইডারদের শাস্তি হবে মৃত্যু।✪✪
অন্যদিকে,
একটা পাহাড়ের মধ্যে যার আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো রকমের বাড়ি ঘর দেখা যায় না। এই পাহাড়ের মধ্যে দুজন ব্যক্তি ফাইট করছে। যেহেতু জায়গাটা মানুষের কন্ট্রোলের বাইরে তাই এতো স্যাটেলাইট থাকা সত্ত্বেও ওয়ার্ল্ড গভর্নমেন্ট এই ফাইট সম্পর্কে কিছুই জানে না।
-> ওজ তুমি অনেক দুর্বল হয়ে গিয়েছো।
কথাটা বললো ক্রেজি হান্টার গ্রুপের লিডার। দুজন ফাইট করছিলো, যাদের মধ্যে একজন ছিলো ক্রেজি হান্টার গ্রুপের লিডার কার্স অফ বাউন্টি এবং অন্যজন লাক্সের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল ওজ। দুজনে এক দিন হলো ফাইট করে যাচ্ছে। তাদের ফাইটের কারনে পুরো পাহাড়টা আর পাহাড় নেই। উঁচু পাহাড় এখন গভীর একটা লেকে পরিণত হয়েছে, শুধু সেখানে পানির অভাব ছিলো। ক্রেজি হান্টার গ্রুপের লিডারের কথা শুনে এবার ওজ বলতে লাগলো,
-> তাহলে তুমি আবারো তোমার ঘুমে ক্রেজি একটা স্বপ্ন দেখেছো? (ওজ)
ওজের কথা শুনে ক্রেজি বাউন্টি হান্টার গ্রুপের লিডার বলতে লাগলো,
-> হ্যাঁ আর তুমি তো জানোই আমি স্বপ্নের যেটা দেখি সেটা কখনো চেঞ্জ হয় না।
-> তাহলে এবারের স্বপ্নে নিশ্চয় আমি মারা গিয়েছি তাই না? (ওজ)
একটু পরে মারা যাওয়া রোগীর মতো চেহারা হয়েছে ওজের। ক্রেজি হান্টার গ্রুপের লিডারের সাথে ফাইট করে সে নিজের দুই হাত হারিয়ে ফেলেছে। এতোক্ষণ শুধুমাত্র দুটো পা দিয়েই পাহাড় কাটতে পারে এমন স্ট্রেন্থের সোর্ড স্ল্যাশ গুলো আটকাচ্ছিলো।নিজের ব্লিডিংও এনার্জির সাহায্যে আটকিয়ে রেখেছিলো। কিন্তু এখন সে তার লিমিটে রয়েছে।
-> আমি সামনে অনেক কিছু দেখতে পারলেও আজ পর্যন্ত আমার কার্স ভাঙার কোনো উপায় বের করতে পারি নি৷ কিন্তু আমি নিশ্চিত তুমি সেটা বের করতে পেরেছো।
ক্রেজি হান্টার গ্রুপের লিডারের কথা শুনে ওজ কিছুটা মুচকি হাসলো।
-> কি দিন ছিলো না? সেদিনও আমরা পাঁচজন একসাথে ছিলাম, আর আজ দেখো দুজন রাউন্ড টেবিলে, একজন হয়তো হ্যাভেন নাহলে আন্ডারওয়ার্ল্ডে আর আমাদের দুজন কার্স অবস্থায় এখানে একে অপরের সাথে ফাইট করে যাচ্ছি। যদিও দুজনে ঠিক করেছিলাম একে অপরের সাথে ফাইট করবো না, তারপরও একটা ভবিষ্যতের জন্য তুমি আমাকে হত্যা করে নিজেকে কার্স মুক্ত করতে চাচ্ছো, আমি জানি না তুমি কোন ভবিষ্যতের জন্য নিজের কার্স হতে মুক্ত হতে চাচ্ছো তবে আমি তোমাকে সেই জন্য শুভকামনা জানাচ্ছি। (ওজ)
-> তাহলে শেষ পর্যন্ত কিছু না বলেই মারা যেতে চাচ্ছো।
ওজ এবার একটা মুচকি হাসি দিলো। তার এরকম হাসিটা দেখেই ক্রেজি হান্টার গ্রুপের লিডার বুঝতে পারলো এই সময়ে ওজ কি বলবে।
-> তুমি তো আমাকে ভালো করেই জানো বন্ধু, আমার কাছে সব সময় প্লান B থাকে। (ওজ)
ওজ কথাটা বলেই দাঁড়িয়ে রইলো চুপ করে সে জায়গায়। তার মুখে একটা মুচকি হাসি দেখা যাচ্ছিলো। সে দাঁড়িয়ে থাকলেও তার শরীর আর নরছিলো না।
-> আমার দেখা সবচেয়ে শক্তিশালী বিয়িং তুমি। হয়তো মার্লিনের কার্স আমাদের দুজনের উপরে না আসলে এখন সব গুলো আউটার ড্রাগনদের হত্যা করাটাও তোমার পক্ষে অসম্ভব কোনো ব্যাপার হতো না। যদিও আমি সারাজীবন তোমাকে হত্যার এই গিল্ট নিয়ে বাস করতাম কিন্তু তোমার প্লান B এর কথা শুনে মনে হচ্ছে আমাদের আবারে দেখা হবে যদি আমি বেঁচে থাকতে পারি।
* * * * *
অন্যজায়গায়,
ক্রেজি বাউন্টি হান্টারের ভাইস লিডার ম্যাগমা একটা লোককে ধরে পিটাচ্ছিলো। লোকটার শরীরে ওয়ার্ল্ড গভর্নমেন্টের অফিসারের পোষাক ছিলো। তার পোষাকে তিনটা স্টার রয়েছে। তিন স্টার বিশিষ্ট লোকটা ম্যাগমার বিরুদ্ধে কিছুই করতে পারছিলো না। লোকটার পিছনে আরো তিনচারজন আধমরা অবস্থায় পরে রয়েছে যাদেরকে একদম ভালো করেই পিটিয়েছে ম্যাগমা। পুরো বিষয়টা ম্যাগমার পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলো এনরি নামের একটা মেয়ে। ম্যাগমা এবার তার হাতে ধরে রাখা তিন স্টার অফিসারকে জিজ্ঞাসা করতে লাগলো,
-> তো ওয়ার্ল্ড গভর্নমেন্টের ডগ, আমি যে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি তা কোনো রকমের মিথ্যা কথার আশ্রয় না নিয়ে বলে দাও আমাকে। (ম্যাগমার)
ম্যাগমার কথাটা শুনেই লোকটা কান্না করতে করতে হাত জোর করলো ম্যাগমার দিকে এবং বলতে লাগলো,
-> আমাকে আর মারবেন না দয়া করে, প্লিজ প্লিজ। আমি সব বলে দিবো। আপনার প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিবো।
লোকটার কথা শুনে ম্যাগমা কিছুটা হতাশ হয়ে বলতে লাগলো,
-> ভেবেছিলাম আরো টর্চার করতে হবে হয়তো, মাত্রই মুডে এসেছি আর এতো দ্রুতই রাজি হয়ে গেলে সব কিছু বলার জন্য। (ম্যাগমা)
ম্যাগমার কথাটা শুনে পিছনে দাড়ানো স্যাম এবং এনরি নামের দু’জনেই একই কথা ভাবতে লাগলো,
❝লোকটা পুরো গ্রুপের মধ্যে সবচেয়ে বড় ক্রেজি, লোক গুলো অনেক আগেই হার মেনে নিয়েছিলো, কিন্তু এরপরও পাশের এই হিলার নামক মহিলাটার পাওয়ার দিয়ে তাদের প্রত্যেকবার সম্পূর্ণ হিল করে আবার প্রায় মৃত্যু পর্যন্ত পিটাচ্ছে। আমার লাইফে আমি এরকম কোনো মানুষ দেখি নি। আমাদের হয়তো ভাগ্য ভালো আমরা এর বিপক্ষে নেই।❞
ম্যাগমা এবার একটু সিরিয়াস হলো এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো,
-> এই জায়গাটার নাম কি? এবং এখানে এতো গুলো ওয়ার্ল্ড গভর্নমেন্টের তিন স্টার ডগ গার্ড দিচ্ছে কেনো?
ম্যাগমার চোখের দিকে তাকিয়েই ভয়ে কাপছিলো লোকটা। তাকে সম্পূর্ণ হিল করে ফেলেছে পিছনে থাকা হিলার, তারপরও লোকটা ম্যাগমার হাতের একটা পান্স খেতেই ভয় পাচ্ছিলো। তাই সে ভয়ে সব কিছু বলে দিচ্ছিলো।
-> এই জায়গার কোনো অফিসিয়াল নাম নেই, আমরা সাধারণত এটাকে স্লেভ মার্কেট বলেই পয়েন্ট করি। আমাদের উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই জায়গাকে সব সময় সুরক্ষিত রাখা যাতে করে এই জায়গার ব্যাপারে কোনো রকম তথ্য বাইরে বের না হয়।
লোকটা ভয়ে ভয়ে প্রশ্নটার উত্তর দিয়ে দিলো। সে এখন আর জানে না এসবের উত্তর দিয়ে দিলে তার সাথে কি হবে কিন্তু একটুর জন্য হলেও সে আর মাইর খেতে চাচ্ছিলো না।
-> তাহলে এই স্লেভ মার্কেটের কাজ কি? আর এর মধ্যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট কি করে? (ম্যাগমা)
ম্যাগমার চোখের দিকে তাকিয়ে লোকটা আরো ভয়ে কাঁপতে শুরু করলো। সে এখন বলতে লাগলো ভয়ে,
-> আমাদের সাথে পৃথিবীর অধিকাংশ কম্পানিদের সাথে কন্ট্রাক রয়েছে। সেসব কম্পানি তাদের সম্পূর্ন সাপোর্ট দিয়ে থাকে আমাদের গভর্নমেন্টকে, তাই তাদেরকে মাঝে মাঝে খুশি করানোর জন্য এই স্লেভ মার্কেট গঠিত হয়েছে। এখানে বিভিন্ন ড্যানজন থেকে অন্যান্য স্পিসিজের কুমারী মেয়েদের ধরে আনা হয় এবং তাদেরকে স্লেভ আকারে বিক্রি করা হয়। বিশেষ করে এল্ফদের বেশি টার্গেট করা হয়, কারণ তারা সকল কাস্টমারদের পছন্দের তালিকায় থাকে তাদের সৌন্দর্যের কারণে। আর এভাবেই সকল কম্পানিদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো থাকে। যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা তাই আমাদের মতো তিন স্টার এবং চার স্টার অফিসারদের এখানে রেখেছে এবং বাইরে থেকে একটা অফিসিয়াল কর্মস্থান বানিয়ে লোকেশনটা সবার থেকে লুকিয়ে রেখেছে আমাদের উপরের পদের অফিসাররা।
ম্যাগমা এবার এনরির দিকে তাকালো এবং বলতে লাগলো,
-> আমাদের কাজ এখানে শেষ, আর ভিডিও করার প্রয়োজন হবে না। (ম্যাগমা)
ম্যাগমা কথাটা বলেই লোকটাকে ছেড়ে দিলো এবং হেঁটে হেঁটে বের হয়ে যেতে লাগলো।
-> মনে হচ্ছে ইউটিউবে ভিডিওটা অনেক বড় হিট হতে চলেছে। (হিলার)
পিছনে থাকা স্যামের এক্সপ্রেশন টা তেমন ভালো ছিলো না। স্যামকে দেখে বোঝা যাচ্ছিলো সে গিল্টি ফিল করতে শুরু করেছে। তাকে উদ্দেশ্য করে ম্যাগমা বলতে লাগলো,
-> ওয়ার্ল্ড গভর্নমেন্ট পঁচা একটা গাছ। যেটার সাথে যারা জড়িত রয়েছে তারাও পঁচে গিয়েছে। এমনকি তারা তাদের জন্মানো মাটিকেও পচিয়ে ফেলেছে। এমন অবস্থায় আমাদের মাটিকে বাঁচাতে হলে গাছ সহ গাছের সাথে যত অনুজীব রয়েছে সব গুলোকে ভিতর থেকে ধ্বংস করে দিতে হবে, কিন্তু যেহেতু সে কাজ অন্য কেউ করছে তাই আমরা সেগুলো শুধু বাইরে থেকে ধ্বংস করে দিতে পারি। এটা নিয়ে গিল্টি কোনো ফিল করার দরকার নেই। তোমাদের ওয়ার্ল্ডের মতো এখানে কোনো কিং নেই যে মানুষগুলোকে লিড করবে। এখানে যারা রয়েছে তারা কিছু কন্সটেলেশনের পাওয়ার পেয়ে কারেপ্টেড হয়ে গিয়েছে। এসব ব্যক্তিদের সরাতে না পারলে মানব জাতিকে সামনে আগানো আমার মতে অসম্ভব। আর তাছাড়া আমরা যদি এটুকু অন্তত না করি তাহলে আমার মনে হয় এলেক্সের হাতে পুরো মানব স্পিসিজই ধ্বংস হয়ে যাবে। (ম্যাগমা)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।