[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৩৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
এলেক্সের ঘুম ভেঙে গেলো। সে চোখ দুটো খোলার পরেই অপরিচিত একটা জায়গাতে নিজেকে আবিষ্কার করলো। উঠে দাঁড়ালো সে, পাশেই ক্রিস শুয়ে ঘুমাচ্ছে। হঠাৎ করেই এলেক্সকে একজন বলতে শুরু করলো,
-> অবাক হওয়ার কিছু নেই, আপাতোতো তোমরা দুজনে সুরক্ষিত আছো।
কথাটা পিছন থেকে লরেস বললো। লরেসের চেহারা চেঞ্জ করা যে কারনে এলেক্সের চিনতে সমস্যা হলো না। লরেস লাক্সে যে চেহারা নিয়ে প্রবেশ করেছিলো ঠিক সেই চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে।
-> সিনিয়র লরেস। (এলেক্স)
এলেক্সের কথায় কোনো রকমের অবাক হওয়ার ভাব নেই, লরেস একটু ভালো করে এলেক্সকে পর্যবেক্ষণ করতে লাগলো।
❝ক্রিসের মতো শক্তিশালী একটা বিস্টম্যানও এতোটা প্রেসার না নিতে পেরে মেন্টাল ব্রেকডাউনে রয়েছে। অপরদিকে আমার মনে হয় না এলেক্সের কাছে সব বিষয় গুলো অজানা। তারপরও একদম কোনো চিন্তার ভাবই আমি দেখতে পারছি না বরাবরের মতোই।❞ (লরেস ভাবছে)
-> আমরা কোথায় আছি এখন? (এলেক্স)
লরেসই এবার কিছুটা অবাক হলো। লরেস মনে করেছিলো এলেক্স আপাতোতো পরিস্থিতির অবস্থা জিজ্ঞাসা করবে, সেটা না করে এখন তারা কোথায় আছে সেটা জিজ্ঞাসা করবে সেটা ভাবে নি লরেস। এই বয়সে এরকম চিন্তা ভাবনা করাটা আসলেই অনেক রেয়ার একটা বিষয়।
-> আপাতোতো আমরা সকল মানুষের এবং অন্যান্য স্পিসিজের আড়ালের বাইরে আছি। তাই ওয়ার্ল্ড গভর্নমেন্টদের নিয়ে চিন্তা করতে হবে না কিছুক্ষণের জন্য। (লরেস)
-> আচ্ছা। (এলেক্স)
এলেক্স আর কিছু বললো না, তবে লরেস এবার আর তার আগ্রহ ধরে রাখতে পারলো না।
-> আমি জানি না মাস্টার আমার পরিচয় বলেছে কিনা তোমাকে, তাই একটা ফাইটের মধ্য দিয়ে আমাদের পরিচয় হয়ে নেওয়া ভালো হবে। (লরেস)
লরেস কথাটা তার মুখে হাত দিয়ে বললো। সাথে সাথে তার চেহারা বদলে গেলো। এলেক্স এই চেহারা পূর্বেও দেখেছে, যদিও সামনে দেখে নি তবে সে লাক্সে থাকা সময়ে নিউজে অনেকবার দেখেছে। শুধু তাই নয় কোমায় থাকা অবস্থায় তার মাস্টারের বিল্ডিং এ থাকার সময়েও তার মাস্টারের সাথে এই লোকটাকে দেখেছে। তাই এলেক্স একটা সিদ্ধান্তেই আসলো।
-> তাহলে আপনিই মাস্টারের প্রথম স্টুডেন্ট এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভিলেন। (এলেক্স)
এলেক্সের কথা শুনে লরেস একটা হাসি দিলো। সে নিজের হাসিটা থামাতে পারলো না।
-> তোমার কি মনে হয়, তোমরা দুজনে কোনো খারাপ কাজ করেছো যা তোমাদেরকে ভিলেন বানিয়ে দিবে? (লরেস)
লরেসের কথা শুনে এলেক্স মাথা নারালো।
-> তাহলে খারাপ কাজ না করলেও যেমন ওয়ার্ল্ড গভর্নমেন্ট তোমাদের টপ ক্লাস ভিলেন বানিয়ে তোমার মাথায় ৫০ মিলিয়নের বাউন্টি ফেলে দিতে পারে, তাই তাদের সত্য রূপ প্রকাশের জন্য আমাকেও সবচেয়ে বড় ভিলেন বানিয়ে দেওয়াটা তাদের জন্য কোনো কঠিন কাজ নয়। (লরেস)
লরেস কথাটা বলেই তার ফাইটিং পজিশনে চলে দাঁড়ালো। এলেক্সও বুঝতে পারলো সে তার সাথে ফাইট করতে চাচ্ছে।
-> যেহেতু মাস্টার আমাদেরকে পরিচয় করিয়ে দেয় নি তাই হয়তো তুমি জানো না। তবে কোনো মার্শাল মাস্টারের দুজন স্টুডেন্ট প্রথমবার তাদের পরিচয় আদান প্রদান করলে সেটা একটা ফাইটের মাধ্যমে করে। তা নাহলে তাদের মাস্টারের সম্মান থাকে না। যদিও আমি এটাতে তেমন বিশ্বাস করি না, কারণ আমাদের ফাইটের সাথে আমাদের মাস্টারের সম্মানের কোনো সম্পর্ক নেই। যদিও থাকতো যদি আরো স্টুডেন্ট সেটা দেখতো, যেহেতু এখানে আপাতোতো ক্রিস ঘুমাচ্ছে এবং আমি আর তুমি ছাড়া আর কেউ নেই তাই আমাদের ফাইট না করলেও চলতো। তবে তোমাকে আজ দেখার পর থেকেই আমার তোমার সাথে ফাইট করতে মন চাচ্ছে। তাই আমি আশা করবো সম্পূর্ণ চেষ্টা করবে আমার বিপক্ষে, কারণ আমি একটুও সহজ হবো না তোমার বিপক্ষে। (লরেস)
লরেস এলেক্সকে ঘুমের মধ্যে ফাইট করাটা দেখতে পেরে খুবই অবাক হয়েছিলো। তবে তার আগ্রহ সেটার উপরে ছিলো না। সেটা এলেক্সের নিজস্ব স্কিল হবে তাই লরেসের আগ্রহ অন্য জায়গায় ছিলো।
❝আমি জানি না তুমি কতটা শক্তিশালী, কিন্তু যেহেতু তুমি মাস্টারের ডোমেইন ব্যবহার করতে পারছো তাই এটুকু ধারনা যে সব গুলো মার্শাল আর্টও মাস্টার করতে পেরেছো। যেহেতু আমি মাস্টারের সাথে ফাইট করার সুযোগ পায় নি এখনো, তাই এই সুযোগে আমি দেখতে চাই আমাদের মাস্টার আর আমার মধ্যে কতটা পার্থক্য রয়েছে।❞ (লরেস ভাবছে)
এলেক্স প্রস্তুত হয় নি এখনো লরেসের সাথে ফাইট করার জন্য। তাই লরেসই ফুল স্পিডে এলেক্সের কাছে চলে এসে একটা পান্স মারলো এলেক্সের মুখ বরাবর। এলেক্স প্রস্তুত না থাকার কারণে সরে যেতে পারলো না তবে সে তার হাত উঁচু করে হাতের তালু দিয়ে পান্সটা আটকে দিলো যাতে মুখে না লাগে। তবে পান্সের ফোর্সে সে অনেকটা পিছনে চলে গেলো।
-> হয়তো তোমার ঘুমের স্কিলের জন্যই কিংবা এখনো তেমন সময় পার হয় নি এজন্য হয়তো আমার মনে হয় না মাস্টার তোমাকে প্রপার শিক্ষা দিতে পেরেছে। মার্শাল আর্টিস্টদের বেশ কিছু রুলস পালন করতে হয়। যার মধ্যে একটা, "সব সময় ফাইটের জন্য প্রস্তুত থাকতে হবে।" যেকোনো সময়েই শত্রুটা কিংবা মনস্টার আক্রমন করতে পারে আমাদের। যেহেতু আমাদের মার্শাল আর্টিস্টরা ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক কিংবা ট্যাংকের মতো শিল্ড ব্যবহার করে না তাই আমাদেরকে যেকোনো এট্যাক থেকে বাঁচতে হলে নিজেদের টেকনিক ব্যবহার করতে হয়। (লরেস)
লরেসে কথা বলার সাথে সাথে নিজের এট্যাকও বন্ধ রাখলো না। সে একের পর এক পান্স মারতে শুরু করলো এলেক্সের দিকে। তার স্পিড অনেকটা এলেক্সের স্পিডের কাছাকাছি হওয়ার কারণে এলেক্স কাউন্টার করারও সময় পাচ্ছিলো না।
-> মার্শাল আর্টিস্টদের আরেকটা রুলস পালন করতে হয়, ❝যদি শত্রুর বা মনস্টারের থেকে নিজের স্পিড কম হয় তাহলে এমন টেকনিক বা এট্যাক ব্যবহার করা যাতে শত্রু বা মনস্টার কাউন্টার করতে পারবে না।❞ আবার, ❝যদি তাদের স্পিড বেশি হয় তাহলে নিজের স্ট্রেন্থ দিয়ে তাদের এট্যাকের সাথে এট্যাক করা যাতে তারা এট্যাক করার সময় না পায়।❞ (লরেস)
লরেসের এট্যাক থামলো না। সে কোনো রকমের পায়ের এট্যাক ব্যবহার করা ছাড়ায় এলেক্সকে কর্নারে ফেলে দিচ্ছিলো। এলেক্স বিষয়টা বুঝতে পেরেছে। সে ভাবছে,
❝আমি এখনো মাস্টারের সাথে ফাইট করি নি। এমনকি মাস্টার আমাকে টেকনিক গুলো দেখানো ছাড়া শুধু ব্যাসিক কিছু শেখিয়েছে। যেহেতু আমার এক্সপেরিয়েন্স কম মার্শাল আর্টে তাই সিনিয়র লরেস আমাকে এক্সপেরিয়েন্স দিচ্ছে মার্শাল আর্ট সম্পর্কে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স আর এটা নিয়ে ভাবলো না। সে অনেক ক্ষণ পর্যন্ত শুধু লরেসের এট্যাক ব্লক করা নিয়ে ব্যস্ত ছিলো। তবে এবার সে লরেসের পান্সের সাথে নিজেও একটা পান্স দিলো। দুজনের পান্সের সংঘর্যে ছোট একটা সাউন্ড ওয়েব তৈরি হলো। এবার একের পরে এক পান্স মেরে যাচ্ছিলো তারা।
-> আরেকটা রুলস, ❝অনেক সময় দুজন মার্শাল আর্টিস্টদের শারিরীক স্ট্রেন্থ প্রায় একই হয়। যে কারণে তাদের ফাইট দিন রাত চলতে পারে। যার লাইফ এবং স্ট্যামেনা বেশিক্ষণ থাকবে শেষে সেই জয়ী হবে। তাই প্রতিটা মার্শাল আর্টিস্টদের ট্রেনিং এর মাধ্যমে তাদের স্ট্যামেনা এবং বিভিন্ন রকম হার্ব খেয়ে নিজের লাইফ বৃদ্ধি করতে হয়।❞ আরেকটা রুলস, ❝যদি দুজনের শারিরীক স্ট্রেন্থ একই হয় তাহলে কখনোই নিজেদের এনার্জি একই হবে না। ফাইট দ্রুত শেষ করতে হলে প্রতিটা মার্শাল আর্টিস্টদের তাদের এনার্জি বৃদ্ধি করতে হয় বিভিন্ন রকম মাধ্যমে।❞ (লরেস)
লরেস কথাটা বলার সাথে সাথে তার প্রতিটা পান্সে এনার্জি প্রয়োগ করতে লাগলো। কালো রঙের এনার্জি এলেক্সের ফিস্টের সাথে বারি খেতে লাগলো। প্রথমবার এনার্জি এলেক্সের ফিস্টের সাথে বারি লাগার পরেই লরেস অবাক হলো।
❝এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র তাদের সাথে কন্ট্রাকের কারনে আমি আমার ইউনিক ডার্ক এনার্জিতে যে কোনো এনার্জি এবজোর্ব করে নিতে পারি। কিন্তু এলেক্স যেটা করছে এরকম আমি পূর্বে দেখি নি এমনকি শুনিও নি যে এরকম কিছু করা যায়। এলেক্সের হাতে আমার এনার্জি সহ পান্স স্পর্শ করার আগেই এনার্জি গুলো ছড়িয়ে যাচ্ছে, যে কারণে যে পাওয়ার থাকার কথা সেটা থাকছে না পান্সে। তারপরও এনার্জি ছড়িয়ে গেলেও সেটা কিছুটা ড্যামেজ করার কথা এলেক্সের শরীরে কিন্তু আশ্চর্যজনক ভাবে সে এনার্জি এলেক্সের শরীরে এবজোর্ব হয়ে যাচ্ছে। না শরীর বললে ভুল হবে, বরং এনার্জি গুলো এলেক্সের হাতের ঔ কালো রিংটা এবজোর্ব করে নিচ্ছে। সাধারণ ভাবে সেটার মাঝে কোনো এনার্জি আমি অনুভব করতে পারছি না, তাই সে কি কোনো আইটেম বা রেলিক কিনা সেটাও বলা কষ্টকর হচ্ছে।❞ (লরেস ভাবছে)
লরেস একের পর এক পান্স মেরে যাচ্ছে এনার্জি সহ। তার পান্স গুলো এলেক্সের পান্সে স্পর্শ করার পূর্বেই ছড়িয়ে যাচ্ছিলো এবং বাকিটা এলেক্সের রিং এবজোর্ব করে নিচ্ছিলো। যে কারণে এনার্জি ব্যবহার করা এবং না করা দুটোই একই হয়ে দাঁড়িয়েছে লরেসের জন্য। লরেস খুব ভালো করে ফাইটটা পর্যবেক্ষণ করছিলো। সে এবার বলতে লাগলো এলেক্সকে,
-> তুমি কি তোমার র্যাংক টেস্ট করেছো? (লরেস)
লরেস পান্স মারা বন্ধ করলো না। সে একের পর এক পান্স মেরেই যাচ্ছে। যারা মার্শাল আর্টিস্ট তাদের কাছে এই জিনিসটা বোরিং বোধ হয় না। এমন অনেকে রয়েছে যারা এক দিন, দুইদিন এমনকি সাত আটদিন ধরেও ফাইট করে বিজয়ী নির্ণয় করতে পারে নি। লরেস এবং এলেক্সের ফাইটও বেশ অনেকক্ষণ হলো শুরু হয়েছে। এলেক্সও তার পান্সে এনার্জি ব্যবহার করা শুরু করেছে কিছুটা। যেটা লরেসের পান্সে লাগার সাথে মারাত্মক সাউন্ড ওয়েব তৈরি করার সাথে সাথে একটা এনার্জি তরঙ্গও চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলো। ক্রিস এরকম অবস্থায় আর ঘুমিয়ে থাকতে পারলো না। সে উঠেই এরকম সিন দেখতে পেলো যা দেখার জন্য সে প্রস্তুত ছিলো না।
-> না। (এলেক্স)
এলেক্স লরেসের প্রশ্নের উত্তর দিলো। সে এখনো র্যাংক টেস্ট করে নি সেটা জানালো লরেসকে। লরেস তার কথা শুনে বলতে লাগলো,
-> স্ট্রেন্থের, স্পিড, রিয়াকশন স্পিড এই তিনটা দিক বিবেচনা করলে দেখা যাবে তুমি এখন S র্যাংকে রয়েছো। যেহেতু আমার কাছে কোনো ম্যাজিক ওর্ব নেই তাই আমি তোমার এনার্জির র্যাটিং ধারনা করতে পারছি না। যদিও অবিশ্বাস্য, কিন্তু শুধুমাত্র উক্ত তিনটার জন্য তুমি এই ওয়ার্ল্ডের টপ ক্লাস বিয়িংদের মধ্যে একজন। (লরেস)
লরেসের কথা শুনে এলেক্স অবাক না হলেও ক্রিস অবাক হয়েছে। ক্রিস বারবার তার দুই হাতের দিকে তাকালো এবং বারবার এলেক্স এবং লরেসের ফাইট দেখতে লাগলো। সে ভাবতে লাগলো,
❝তাহলে এলেক্স এবং আমার মাঝের স্ট্রেন্থের পার্থক্য এখন চাঁদ আর পৃথিবীর মতো! প্রশ্ন একটা থেকেই যায়, এলেক্স এতোটা শক্তিশালী হলো কি ভাবে? আমি কি পারবো এতোটা শক্তিশালী হতে?❞ (ক্রিস ভাবছে)
দুজনের ফিস্ট যখন একত্রিত হচ্ছিলো তখন একটা তার সংস্পর্শে এখন ঝড়ো বাতাস তৈরি হচ্ছিলো। বাতাস গুলো পুরো বিশাল প্লাটফর্মকে ঘিরে যাচ্ছিলো, তাই ক্রিসের শরীরেও লাগছিলো অনেক জোড়ালো ভাবে। শুধুমাত্র সে বিস্টম্যান হওয়ার কারণে তার বয়সী মানুষের থেকে বেশি স্ট্রেন্থ বহন করে বলে দাঁড়িয়ে থাকতে পারলো কোনো সমস্যা ছাড়ায়। তার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে এতোক্ষণে বাতাসে উড়ে চলে যেতো।
এলেক্স এবং লরেস শুধু কিছুটা এনার্জি দিয়ে এতোক্ষণ পান্স মেরে যাচ্ছিলো, কিন্তু এখন তাদের পান্সগুলো আরো মারাত্মক হতে শুরু করলো। লরেসের প্রতিটা পান্সে এবার এনার্জি ওয়েব সামনের দিকে প্রচুন্ড স্পিডে যেতে শুরু করলো। লরেসের সাথে ফাইট করতে করতে এলেক্স এখন আস্তে আস্তে লরেসের এট্যাক গুলো এড়িয়ে যেতে পারছে। যে কারণে লরেসের হাত থেকে তৈরি এনার্জি ওয়েব এলেক্সের পাশ দিয়ে পিছনে চলে যাচ্ছিলো। শুধু যে লরেস একা এরকম এট্যাক করছে তাই নয়। লরেসের মতো একই রকম মুভমেন্টের এবং একই রকম এনার্জি ওয়েবের মতো এট্যাক এলেক্সও করছে।
❝আমি সিওর মাস্টার এলেক্সকে এখনো এই মুভমেন্ট গুলো শেখায় নি। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমার দেখাদেখি এই মুভ গুলোও সম্পূর্ণ শিখে নিয়েছে এলেক্স। কষ্ট হলেও মানতে হচ্ছে ছেলেটা আমার থেকেও বেশি ট্যালেন্টেড, যে কারণে সে মাস্টারের ১০ টা মার্শাল আর্ট মুভ এতো কম সময়ের মধ্যে শিখতে পেরেছে।❞ (লরেস ভাবছে)
-> যেহেতু আমরা এতোটা লেভেলে চলে এসেছি তাই এই ট্রি হাউজের প্লাটফর্ম আর আমাদের ধরে রাখার মতো যোগ্য নয় এখন। (লরেস)
লরেস কথাটা বলেই একটা পান্স মারলো তার ফিস্ট দিয়ে। এলেক্সও সেটা তার ফিস্ট দিয়ে পান্সের মাধ্যমে আটকিয়ে দিলো। ঠিক এই সময় ক্রিস এলেক্সকে নিয়ে টেলিপোর্ট হয়ে গেলো ট্রি হাউজের থেকে অনেকটা দূরে।
-> এই জায়গাটা একটু ভালো আছে, যেহেতু তাদের সাথে কন্ট্রাকের পরে আমি ম্যাজিক ব্যবহার করতে করতে অনেকটা বোর হয়ে গিয়েছি, তাই আজকে অনেকটা ভালো লাগছে। (লরেস)
লরেস এই সময়ে শুধু এলেক্সকে মার্শাল আর্টিস্টদের নিয়ম গুলো এবং এক্সপেরিয়েন্স দিচ্ছে না, বরং এই সময়ে লরেস নিজেও যোগ্য একটা প্রতিপক্ষ পেয়েছে যার সাথে সে মন খুলে ফাইট করতে পারবে। যেহেতু এখনো পর্যন্ত এলেক্সের শরীরে তেমন কোনো ক্ষত লরেস করতে পারে নি তাই এলেক্সের পাওয়ার সম্পর্কে ছোট একটা ধারনা লরেস পেয়েছে। তাই এখন আর সে এলেক্সের উপরে সহজ হচ্ছে না।
-> যদিও আমাদের মাস্টার অধিকাংশ সময়ে হাতের ব্যবহার করে থাকে কিন্তু তার হাতের থেকে তার পায়ের এট্যাক বেশি ভয়ানক। আমি জানি না মাস্টার তোমাকে বলেছে কিনা, তবে এক সময়ে তিনি শুধুমাত্র তার পায়ের একটা কিক দিয়েই আমরা যে চাঁদ দেখতে পাচ্ছি সেটাকে ভেঙে দিয়েছে। জানি না হঠাৎ করে তিনি পায়ের ব্যবহার করার বাদ কেনো দিলেন তার ফাইটে, তবে এটা বলতে পারি তার মতো শক্তিশালী না হলেও আমার হাতের থেকে পায়ের এট্যাক ভয়ানক। (লরেস)
লরেস এলেক্সের একদম কাছেই ছিলো। এলেক্স এতোক্ষণ লরেসের পান্স ভালো ভাবেই আটকাতে পারছিলো। যদিও কাউন্টার করার তেমন সুযোগ পায় নি তারপরও কয়েকবার করেছিলো। কিন্তু কোনোটায় কাজে দেই নি। এমন নয় যে এলেক্সের স্ট্রেন্থ কোনো ভাবে কম ছিলো, বরং এলেক্স নিজেই বুঝতে পারছে তার শারিরীক স্ট্রেন্থ লরেসের থেকে কিছুটা হলেও বেশি, কিন্তু কোনো একটা ব্যাপার ছিলো যা এখনো এলেক্স ধরতে পারছে না। যে কারনেই সে কোনো ভাবেই একটা এট্যাক ল্যান্ড করতে পারছে না লরেসের শরীরে। লরেস এবার একটা পান্স মারতে গেলো এলেক্স প্রস্তুত ছিলো পান্সটা গ্রহন করার জন্য। তাই সে নিজেই একটা কাউন্টার পান্স মারলো। তবে এবার লরেস তার স্পিড কমিয়ে দিয়ে ফিস্ট পিছনে নিয়ে এসে একদম চোখের পলকে একটা ৩৬০ ডিগ্রি স্পিন কিক মারলো এলেক্সের মুখ বরাবর। এলেক্স কিকের জন্য প্রস্তুত ছিলো না এই সময়ে, এমনকি এতোটা স্পিডে কিকটা মেরেছে লরেস যা এলেক্সও দেখতে পারে নি। লরেসের পা দিয়ে কালো এনার্জি ছড়িয়ে যাচ্ছিলো। যার মধ্যে কালো লাইটনিং এর মতো ভাবও দেখা যাচ্ছে। সে তার এই কিকে এনার্জি ব্যবহার করে নিজের স্পিডকে প্রচুন্ড বৃদ্ধি করেছিলো এক সেকেন্ডের জন্য। যে কারণে এলেক্সের চোখও সেটা ফলো করতে পারলো না।
কিকটা এলেক্সের শরীরের ডান পাশে লাগার সাথে সাথে এলেক্স বাম সাইডে প্রচুন্ড স্পিডে উড়ে যেতে লাগলো। তার যাত্রা মধ্যে সেখানে থাকা আট নয়টা গাছকে ভেঙে এলেক্স শেষে মোটা একটা গাছের সাথে বারি গেলো। এলেক্স উঠে দাঁড়ালো।
❝আমি অনুভব করতে পারছি, যেখানে কিকটা লেগেছে সেখানের একটা কিংবা দুটো হাড় হয়তো ভেঙে গিয়েছে। মুভমেন্টটা এতোটা স্পিডে ছিলো যে আমি সেটা দেখতেই পারি নি। এমনকি সেটার সাথে এনার্জিও অনেক পরিমাণে ছিলো, তাই সেটা ছড়িয়ে যেতে পারে নি এবং এই রিং ও দ্রুত এবজোর্ব করতে পারে নি। এ কারণে স্পিডের সাথে পাওয়ারও অনেক ভয়ানক ছিলো।❞ (এলেক্স ভাবছে)
এলেক্সের ভাবনা শেষ হতে হতেই সে লক্ষ্য করলো উপর থেকে বিস্টম্যানদের মতো লাফিয়ে তার ফিস্ট তুলে এলেক্সের দিকে পান্স মারার চেষ্টা করে যাচ্ছে লরেসের। সাথে সাথে লরেসের হাতে ব্লাক ফ্লেম দেখা যাচ্ছিলো। তার ফিস্টটার চারিদিকে আগুন জ্বলতে লাগলো। পান্সটা নিচে স্পর্শ করার সাথে সাথে চারিদিকে ভয়ানক একটা ভোর্টেক্স তৈরি হলো ব্লাক লাইটনিং এবং ব্লাক ফ্লেমের একত্রে। তার সাথে আকাশের উপরে একটা বিশাল বড় এনার্জির কালো ড্রাগনের উঠে গেলো।
-> আমি হয়তো বেশি উত্তেজিত হয়ে আমার "ব্লাক ফ্লেম ড্রাগন ফিস্ট" ব্যবহার করে ফেলেছি। কিন্তু আশা করি নি তুমি "মাইন্ড টেলিপোর্টেশন" ব্যবহার করে এটা এভোইড করবে। (লরেস)
ফিস্টটা এলেক্সের সাথে স্পর্শ করবে এমন সময়েই এলেক্স সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে যায়। এলেক্স টেলিপোর্ট হয়ে ট্রি হাউজের উপরের প্লাটফর্মে চলে আসে। এটা কোনো রকমের ম্যাজিক স্কিল কিংবা ম্যাজিক স্পেল নয়। বরং এলেক্স তার মাস্টারের ১০ টা মার্শাল আর্ট মুভের মধ্যে একটা ব্যবহার করেছে যার নাম মাইন্ড টেলিপোর্টেশন। সম্পূর্ণ অবিশ্বাস্য একটা মার্শাল আর্ট স্কিল বা মুভ হলেও এটা দ্বারা নিজের পরিচিত যেকোনো জায়গায় যেকোনো সময়েই টেলিপোর্ট হওয়া সম্ভব। যেহেতু এটা ব্যবহার করতে কোনো রকমের এনার্জির প্রয়োজন হয় না শরীরে বরং আশেপাশে এনার্জির প্রয়োজন হয় তাই বলা যায় এটা সবচেয়ে পাওয়ারফুল একটা মুভ।
লরেসও এলেক্সের সামনে টেলিপোর্ট হয়ে চলে আসলো প্লাটফর্মের উপরে। সে আসার সাথে সাথে বলতে লাগলো,
-> তাহলে মনে হচ্ছে এই ফাইটের উদ্দেশ্য বুঝতে পেরেছো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এলেক্স। (লরেস)
লরেস তার হাত বারিয়ে দিলো। এভাবেই একজন মাস্টারের দুজন স্টুডেন্ট একে অপরের সাথে পরিচয় আদান প্রদান করে থাকে। এলেক্স তার হাতও বারিয়ে দিলো লরেসের দিকে। দুজন হ্যান্ডশেক করলো।
-> ধন্যবাদ। আপনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমি। (এলেক্স)
এলেক্সের দিকে না তাকিয়েই লরেস এবার বলতে লাগলো,
-> যেহেতু লাক্সে যেতে পারবে না এখন আর নিজের ক্রিমিনাল রেকর্ড এর কারণে তাই কি বলো তুমহ আর ক্রিস আমাদের "স্পাইডার" এ যুক্ত হয়ে যাও। তোমার লেভেলে হয়তো আমার সাথে আরো কয়েকবার ফাইট করলে সহজেই স্পাইডারের ভাইস লিডার হয়ে যেতে পারবে। (লরেস)
লরেসের কথা শুনে এলেক্স বলতে লাগলো,
-> ধন্যবাদ আপনার অফারের জন্য, কিন্তু আমার জন্য সেটা সম্ভব নয়। যেহেতু আমি একটা গ্রুপের সাথে যুক্ত এবং তাদের থেকে এখনো কোনো উত্তর পায় নি তাই আমার পক্ষে সম্ভব নয়। তবে ক্রিস রাজি হতে পারে। (এলেক্স)
এবার এলেক্সের দিকে লরেস তাকালো এবং বলতে লাগলো,
-> ক্রেজি হান্টার গ্রুপ? প্রতিটা সদস্য মিস্ট্রিতে ভরা। কে কোথায় থেকে এসেছে তার কোনো রহস্য নেই। এমনকি কে কি করতে পারে সেটা সম্পর্কেও কেউ সঠিক ধারনা করতে পারে না। জানি না গ্রুপটার সাথে তোমার সম্পর্ক কি, তবে আমি কিছু বলবো না এই ব্যাপারে যদি এটায় তোমার ইচ্ছা হয়। তবে আমার জানতে ইচ্ছা করছে তারা এই সময়ে কি করছে। (লরেস)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।