[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৩৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
১০ দিন সময় পার হয়ে গেলো। ওয়ার্ল্ড গভর্নমেন্টের সাথে সকল হান্টার, হিরো, বাউন্টি হান্টার এমনকি অন্যান্য স্পিসিজের বিভিন্ন এসোসিয়েশন পাগলের মতো স্পাইডার গ্রুপকে খুঁজে যাচ্ছে। এই দশ দিনের মধ্যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট অনেক বড় একটা ধাক্কা খেয়েছে। তাদের প্রায় অর্ধেক পাওয়ার স্পাইডার গ্রুপের হামলার কারণে ধ্বংস হয়েছে এবং বাকি যে পাওয়ার টুকু রয়েছে তা ও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড গভর্নমেন্টের শুধুমাত্র এখন একটা হেডকোয়ার্টার রয়েছে সেটাও ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে সব গুলো অফিসারদের নিয়ে একটা মিটিং হচ্ছে হেডকোয়ার্টারের মধ্যে।
-> প্রেসিডেন্ট স্যার, পরিস্থিতি আপাতোতো আমাদের কন্ট্রোলের বাইরে রয়েছে। এরকম চলতে থাকলে জনগনের আমাদের প্রতি যে বিশ্বাসটা রয়েছে সেটা আমরা হারিয়ে ফেলবো।
-> হ্যাঁ প্রেসিডেন্ট স্যার, আমাদের কিছু একটা করতে হবে। এই সময়ে আমরা কিছু না করলে আমাদের প্রতিটা কাজ কর্ম সবার সামনে চলে আসবে।
-> আজ পর্যন্ত আমরা আমাদের উপরে আসা প্রতিটা অভিযোগ সরিয়ে নিতে পেরেছি, তাহলে এখন কেনো আমাদের এরকম অবস্থায় পরতে হচ্ছে। (প্রেসিডেন্ট)
ওয়ার্ল্ড প্রেসিডেন্ট যার মুখে চিন্তার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিলো সে কথাটা তাদের সব অফিসারকে বললো।
-> স্যার, যেহেতু এই আননোন গ্রুপ আমাদের সকল হাই লেভেল অফিসারদের টার্গেট করছে এবং তাদের টার্গেট করা অফিসারগুলোও আমাদের ইলিগ্যাল কাজকর্মে যুক্ত যে কারণে এই বিষয়ে আমাদের কিছু করার নেই এখন।
কথাটা প্রেসিডেন্টের সেক্রেটারি বললো পাশে থেকে। অন্যদিকে আর কেউ কোনো রকমের সমাধান দেওয়ার মতো কথা বলতে পারছিলো না।
-> শুধুমাত্র এলিজাবেথ এখানে যদি থাকতো, তাহলে আমার এরকম দিন দেখতে হতো না। (প্রেসিডেন্ট)
হঠাৎ করে এমন সময় বিশাল রুমের মধ্যে এক লোকের প্রবেশ হলো। রুমের মধ্যে একটু কোলাহল ছিলো কিন্তু লোকটার প্রবেশের কারণে পুরো রুম চুপ হয়ে গেলো। প্রেসিডেন্টের সেক্রেটারি বলতে লাগলো,
-> তো হঠাৎ করে হান্টার এসোসিয়েশনের নাম্বার ওয়ান হান্টার এখানে আসতে প্রয়োজন মনে করলো।
লোকটা একটা সিট নিয়ে তাতে বসে বলতে লাগলো,
-> যেহেতু হান্টার এসোসিয়েশনের টপ হান্টারের সাথে আমি ওয়ার্ল্ড গভর্নমেন্টের সুপ্রিম জেনারেল, তাই আমার মনে হয় এই সময়ে এখানে আমার সবচেয়ে বেশি প্রয়োজন।
ওয়ার্ল্ড গভর্নমেন্টের অফিসার গুলো স্টার দিয়ে নির্ধারিত করা হয়। যাদের যত বেশি স্টার তাদের পাওয়ার এবং টাইটেল তত বেশি হয়। ১ স্টার থেকে শুরু করে ৫ টার পর্যন্ত শুধুমাত্র অফিসারদের দেওয়া হয়। ৬ স্টার শুধুমাত্র প্রতিটা ইউনিটের কমান্ডারদের দেওয়া হয়। আর ৭ স্টার শুধুমাত্র একজনই পায় যে হলো সুপ্রিম কমান্ডার বা জেনারেল। ওয়ার্ল্ড গভর্নমেন্টের প্রেসিডেন্টের পরে এই সুপ্রিম জেনারেলের পাওয়ারই বেশি।
-> যায়হোক এখানে গল্প করার জন্য আমি আসি নি, যেহেতু পরিস্থিতি ভালো যাচ্ছে না কারো জন্যই তাই ভাবলাম আমাকেই কিছু করতে হবে এই সময়ে। (সুপ্রিম জেনারেল)
সুপ্রিম জেনারেলের দিকে তাকালো প্রেসিডেন্ট। তার মাথায় হাত দেওয়া ছিলো। এই সময়ে প্রেসিডেন্ট ভেবে পাচ্ছিলো না সে কি করবে। কদিন পূর্বেও সব কিছু তার হাতের মুঠোই ছিলো, কিন্তু এখন কোনো ভাবেই কিছু সহজ হচ্ছে না তার জন্য।
-> অপারেশন এস, যেটা আমরা সব সময় আমাদের শত্রুদের সাথে করে থাকি, আমাদের শত্রুরাও আমাদের সাথে সেটাই করেছে। (সুপ্রিম জেনারেল)
জেনারেলের কথা শুনে প্রেসিডেন্টের সেক্রেটারি অবাক হয়ে বলতে লাগলো,
-> তাহলে বলতে চাচ্ছেন ইতিমধ্যে আমাদের সব হেডকোয়ার্টারে পৌছে গিয়েছিলো স্পাইডারদের স্পাই?
জেনারেল কিছুটা হেঁসে এবার বলতে লাগলো,
-> আমি নিশ্চিত এখনো আমাদের মাঝে স্পাইডার রয়েছে, এমনকি এই মিটিং এর মধ্যেও থাকতে পারে তারা। শুধু যে স্পাইডার রয়েছে এমন নয়। দ্বিতীয় যে গ্রুপ আমাদের পিছন থেকে লুকিয়ে হামলা করে যাচ্ছে তাদেরও কোনো না কোনো স্পাই রয়েছে আমাদের মাঝে। যে কারণে আমাদের সকল তথ্যই ফাঁস হয়ে যাচ্ছে। এমন অবস্থায় লেডি এলিজাবেথের প্রয়োজন ছিলো আমাদের খুব, কিন্তু যেহেতু সে টাওয়ারে চলে গিয়েছে তাই আমাদের এখন আমাদের করার মতো তেমন কিছুই নেই। (সুপ্রিম জেনারেল)
সুপ্রিম জেনারেলের কথা শুনে সেক্রেটারি অবাকের সাথে রাগও হয়েছে। তারা এখানে বসেছে সামনে কি করবে সেটার একটা প্লান বের করার জন্য। কিন্ত যেহেতু সুপ্রিম জেনারেলই বলছে এখানে করার মতো আর কিছুই নেই তাই এটা সেক্রেটারি মেনে নিতে পারছে না।
-> কিন্তু কিছু না করলে তো পরিস্থিতি আমাদের হাত থেকে আরো দূরে চলে যাবে। (সেক্রেটারি)
সেক্রেটারিকে উত্তেজিত হতে দেখে প্রেসিডেন্ট বলতে লাগলো,
-> সুপ্রিম জেনারেল ঠিকই বলেছে, এই সময়ে আমাদের করার মতো কিছু নেই। এখন যদি আমাদের ইমেজ সবার সামনে ভালো করার চেষ্টা করি এবং ভিডিও গুলোর ব্যাপারটা অস্বীকার করি তাহলে ওয়ার্ল্ড গভর্নমেন্টের উপরে আর কেউই বিশ্বাস রাখবে না। যেহেতু এই বিষয় নিয়ে আমাদের করার মতো কিছুই নেই তাই আমরা এটা নিয়ে কিছু করতেও চাচ্ছি না। (প্রেসিডেন্ট)
প্রেসিডেন্টের কথা শুনে সুপ্রিম জেনারেল মুচকি একটা হাসি দিয়ে সবার উদ্দেশ্যে বলতে লাগলো,
-> যেহেতু আমাদের এখন আর পাবলিক ইমেজ ধরে রাখতে হবে না তাই আমার আদেশ মতে এখনি যাদের যে পোস্টে নিয়োগ দেওয়া হয়েছিলো সেখানে চলে যাও। যেহেতু কিছু সময়ের জন্য ওয়ার্ল্ড গভর্নমেন্টের প্রয়োজন হবে না তাই আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে পরি। (সুপ্রিম জেনারেল)
প্রেসিডেন্ট মনে মনে ভাবতে লাগলো,
❝এটায় ভালো হবে। যেহেতু এই সময়ে রাউন্ড টেবিলের ফোকাস স্পাইডারদের উপরে রয়েছে, তাই আমরা এই সুযোগে আমাদের রেলিকটা তৈরি করতে পারবো। যেহেতু ডিম্যানদের ব্যাপারে প্রতিটা কন্সটেলেশন অনেক বেশি সজাগ রয়েছে, তাই রেলিকটা তৈরি না হওয়া পর্যন্ত আমাকে সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে। সুপ্রিম জেনারেল তোমার উপরেই আমার সমস্ত ভরসা রয়েছে। যে করেই হোক তোমাকে এই রেলিকটা সম্পূর্ণ করতে হবে। তাহলে শুধুমাত্র এই ওয়ার্ল্ড নয় বরং এক্সব্লকেও আমরা রাজ করতে পারবো এজগার্ড কিংবা অলিম্পাসের মতো।❞ (প্রেসিডেন্ট ভাবছে)
* * * * *
ব্রিটেন এম্পায়ার,
ইউরোপীয় এম্পায়ারকে ব্রিটেন এম্পায়ারও বলা হয়ে থাকে। অন্যান্য এম্পায়ারের এম্পেরর কিংবা সম পদের ব্যক্তিরা শুধুমাত্র নামমাত্রই৷ তাদের কাছে কোনো রকমের পাওয়ার নেই। বিষয়টা ব্রিটেন এম্পায়ারের সাথেও সংযুক্ত। যদিও অন্যান্য সব এম্পায়ারের এম্পেররের মতো এখানের এম্পেররেরও তেমন পাওয়ার নেই তারপরও সব গুলো এম্পেরর পরিবারের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই ব্রিটেন এম্পেরর পরিবার। এ কারণেই ওয়ার্ল্ড গভর্নমেন্ট ব্রিটেন এম্পেরর এবং তার পরিবারের সাথে কখনো খারাপ কোনো ব্যাপার করার পূর্বে দশবার চিন্তা করে। বিশাল একটা রুমের মধ্যে একটা কাঠের রাজকীয় চেয়ারের উপরে বসে রয়েছে ব্রিটেনের এম্পেরর। এটা তার অফিস রুম যে কারণে টেবিলে হাজারো কাগজ রয়েছে। লোকটার হাতে একটা ছোট কাগজে চিঠি রয়েছে, যেখানে এরকম কিছু লেখা রয়েছে,
⊕ডিয়ার বাবা, এম্পেরর অফ ব্রিটেন। সব কিছু প্লান মোতাবেকই হচ্ছে, শুধুমাত্র আপনার ঠিক করা বডিগার্ড যার আমার পাশে থাকার কথা ছিলো তাকে এখন পুরো ওয়ার্ল্ড খুঁজে বেরাচ্ছে। যদিও কিছুটা খারাপ লাগছে, তারপরও আমাদের লক্ষ্যের জন্য এটা অনেক ছোট একটা ব্যাপার। আমার আদেশে আমার সিক্রেট গ্রুপ তাদের কাজ করে যাচ্ছে, আমি আশা করবো আপনার সিক্রেট গ্রুপটাও যেনো সেটায় করে।⊕
ব্রিটেনের এম্পেরর চিঠিটা মুচরিয়ে হাতে ধরলো। সাথে সাথে কাগজে আগুন ধরে গেলো। লোকটা এবার বলতে লাগলো,
-> এতো দেরিতে কোনো আসলো চিঠি? মনে হচ্ছে এম্পেরর হিসেবে পোস্টম্যান গুলোও আমাকে গুরুত্ব দিচ্ছে না এখন আর। তবে তাদের আর কি বলবো আমি, সব কিছু কদিন পরেই চেঞ্জ হয়ে যাবে। (এম্পেরর)
* * * * *
বিশাল একটা ট্রি হাউজের মধ্যে এলেক্স এবং ক্রিস অবস্থান করছিলো। ১০ দিনের মতো হয়েছে তারা এইখানে এসেছে। যেহেতু বাইরে অবস্থা ভালো যাচ্ছে না তাই তারা দুজনের কেউই ট্রি হাউজ থেকে বের হয় নি। মূলত ক্রিসই এলেক্সকে বলেছে কিছু সময়ের জন্য এখানে থাকতে। তাদের উপরের বাউন্টির সংখ্যা চিন্তা করেই ক্রিস কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তিন চারদিন এলেক্স এবং ক্রিসের সাথে সে জায়গায় লরেসও ছিলো, কিন্তু তারপর সে চলে যায় এবং তার জায়গায় আরেকজন ব্যক্তি এখানে আসে। ঠিক এলেক্সের মতো মাস্ক পরে থাকা একটা ৩০ বছরের ছেলে রয়েছে এলেক্স এবং ক্রিসের সাথে। ৬/৭ দিনের মধ্যে ক্রিসের সাথে লোকটার অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই মুহুর্তে তিনজনই সোফার উপরে বসে আছে। লোকটা ভাবতে লাগলো,
❝আমি ক্রিসকে সম্পূর্ণ বুঝতে পেরেছি সে কিরকম ছেলে, কিন্তু এখন পর্যন্ত এই এলেক্সকে একটুও বুঝতে পারছি না। লিডার কেনো এই ছেলের উপরে আগ্রহ রাখছে হয়তো এবার বুঝতে পেরেছি কিছুটা হলেও।❞
-> মিস্টার ওয়ান, আপনার নামটা কি আজব না একটু? (ক্রিস)
৬/৭ দিন একসাথে থাকার পরেও হঠাৎ এখন ক্রিসের মনো হলো লোকটার নামটা একটু অবাক করার মতো। নাম্বার দিয়ে একজনের নাম কিভাবে হয়। যদিও জিরো নামটা সম্ভব কিন্তু অন্য কোনো নম্বরের নাম কারো হলে সেটা আজব দেখায়।
-> তোমাকে তো বলা হয় নি মনে হয়৷ আমাদের স্পাইডার গ্রুপের মধ্যে তিনটা ইউনিট রয়েছে। কালার, নাম্বার এবং অ্যালফাবেট। আমাদের কোনো আসল নাম নেই, স্পাইডারে যুক্ত হওয়ার পর আমরা যে ইউনিটে যাবো এবং আমাদের যে টাইটেল থাকবে সেটায় আমাদের নাম হয়ে যাবে।
ক্রিস অবাক হয়ে লোকটার কথাটা শুনতে লাগলো,
-> তাহলে বলতে চাচ্ছেন আপনার কাছে নাম্বার ইউনিটের ওয়ান টাইটেল রয়েছে? (ক্রিস)
-> হ্যাঁ বলতে পারো সেরকমই।
এলেক্স অনেকক্ষণ চুপ থেকে এবার বলতে লাগলো,
-> আমি সরাসরি বারণ করেছি এবং আমার সাথে ক্রিসও বারণ করেছে আপনাদের লিডারকে, আমরা স্পাইডার এর মধ্যে যুক্ত হবো না। তারপরও আপনাদের ব্যাপারে এতোটা তথ্য আমাদেরকে শেয়ার করছেন, ব্যাপারটা কি সন্দেহ জনক নয়? (এলেক্স)
এলেক্সের কথা শুনে লোকটা মুচকি হাসলো। সে বলতে লাগলো,
-> তোমাকে দেখে কেউ বলবেই না তোমার বয়স ১৫। আমার বয়সেও এতো সুক্ষ্ম ভাবে চিন্তা ভাবনা হয়তো আমি করতে পারি না। যায়হোক তোমাদের দুজনকে স্পাইডার সম্পর্কে তথ্য দেওয়ার আমার মূল উদ্দেশ্য হলো যাতে তোমরা বুঝতে পারো আসলেই স্পাইডার কি এবং যুক্ত হও আমাদের সাথে।
-> মিস্টার ওয়ান আপনি এলেক্সকে মাইন্ড করিয়েন না। আপনি বলতে থাকুন, আমি অনেকটা এক্সাইটেড। আপনাদের তিন ইউনিটের মধ্যে সবচেয়ে শক্তিশালী কারা? (ক্রিস)
ক্রিসের কথা শুনে লোকটা বলতে লাগলো,
-> এইতো, এরকম মনোযোগ থাকলে গল্প করতে মন বসে। ইউনিটের দিক দিয়ে আমাদের স্পাইডারদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে নম্বর ইউনিট। আর যদি আলাদা স্ট্রেন্থের কথা বলা যায় তাহলে কালার ইউনিট। কারন আমাদের লিডার কালার ইউনিটের মধ্যে রয়েছে।
-> যদি নম্বর এক একজনের স্ট্রেন্থ প্রকাশ করে তাহলে তো আপনি নম্বর ইউনিটের মধ্যে সবচেয়ে শক্তিশালী তাই না? (ক্রিস)
-> যেহেতু আমাদের ভাইস লিডার আমার উপরে জিরো টাইটেল নিয়ে রয়েছে তাই নম্বর ইউনিটের মধ্যে পাওয়ারের দিক দিয়ে আমি দ্বিতীয় তে রয়েছি।
ক্রিস কিছুটা অবাক হলো। সে তার অবাক হওয়ার কারণও শেয়ার করতে লাগলো,
-> কিন্তু মিস্টার ওয়ান, যেহেতু লিডার কালার ইউনিটের মধ্যে রয়েছে তাহলে কি ভাইস লিডারও কালার ইউনিটের মধ্যে থাকবে না? (ক্রিস)
-> এটা এক সময়ে আমারও প্রশ্ন ছিলো। শুনো তোমাদের ইন্টারেস্টিং একটা কথা বলি যেটা জিরো, আমি আর আমাদের লিডার ছাড়া কেউ জানে না। আমাদের স্পাইডারের কালার ইউনিটের মধ্যে সাত টাইটেলের মধ্যে শুধুমাত্র দুজন ব্যক্তি রয়েছে যারা ইয়েলো এবং ব্লাক টাইটেল নিয়েছে। ব্লাক টাইটেল নেওয়া ব্যক্তি আমাদের লিডার, লরেস। তবে হলুদ টাইটেল কার সেটা আজ পর্যন্ত আমরা কেউই বের করতে পারি নি। তবে শীঘ্রই আমাদের ভাইস লিডার রেড টাইটেল পেতে যাচ্ছে, যে কারনে আমিও জিরো টাইটেল পেয়ে নম্বর ইউনিটের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে উঠবো।
লোকটার কথা শুনে ক্রিস এবং সে দুজনেই হাসতে লাগলো। তাদের কথার মধ্যে এলেক্স আর কোনো রকম গুরুত্ব দিলো না। তবে লোকটা এবার এলেক্সকে উদ্দেশ্যে করে বলতে লাগলো,
-> লিডারের আদেশ মোতাবেক আজকেই শেষ দিন। যদি আমাদের সাথে যুক্ত হও তাহলে ওয়ার্ল্ডের থেকে সুরক্ষা করার দায়িত্ব স্পাইডার এর। আর নাহলে আজকে রাতেই তোমাদের পছন্দ মতো জায়গায় পাঠিয়ে দেওয়া হবে।
লোকটার হঠাৎ কথাটা শুনে ক্রিস অবাক হলো।
-> কিন্তু মিস্টার ওয়ান, আমার তো জায়গাটা ভালো লাগতে শুরু করেছিলো। আজই চলে গেলে তো আপনার সাথে করা ফাইট আমি প্রচুর মিস করবো। (ক্রিস)
-> এজন্যই তোমাকে বার বার বলছি স্পাইডারে যুক্ত হয়ে যাও। যদিও লিডার শুধুমাত্র তোমার বন্ধুর উপরে আগ্রহ রাখছে, কিন্তু তোমার সাথে এ কয়েকদিন ফাইট করে আমি তোমার ট্যালেন্ট সম্পর্কে ভালো ভাবেই ধারনা রাখতে পেরেছি। যদি তুমি স্পাইডারে যুক্ত হও তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে আমার ডাইরেক্ট স্টুডেন্ট বানিয়ে দিবো।
কথাটা শুনে ক্রিস আরো অবাক হলো। সে ভাবতে শুরু করলো এই ৬/৭ দিনের কথা। প্রতিটা ফাইটের কথা যেটা সে লোকটার সাথে করেছিলো।
❝যদিও আমি ভাইস প্রিন্সিপাল ওজের ডাইরেক্ট স্টুডেন্ট হতে চাচ্ছিলাম, কিন্তু এটাও খারাপ চয়েজ নয়। কিন্তু এলেক্সকে রেখে আমি কিভাবে এখানে তাদের সাথে যুক্ত হবো।❞ (ক্রিস ভাবছে)
এলেক্স ক্রিসের ভাবনা দেখে ক্রিসকে বলতে লাগলো,
-> মিস্টার ওয়ান একজন বারসার্কার, আমার মনে হয় তোমার জন্য অনেক ভালো একটা চয়েজ হবে। আমার চিন্তা করতে হবে না তোমার। যেহেতু আমি পূর্বে থেকেই একটা গ্রুপে যুক্ত আছি এবং সে গ্রুপ আমাকে এই মুক্ত ওয়ার্ল্ডে এনেছে যে কারনে আমি তাদের কোনো আদেশ ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছি না। যেহেতু তাদেরকে সম্পূর্ণ ভাবে বিশ্বাস করি এবং কৃতজ্ঞ তাদের কাছে তাই আমাকে তাদের কাছেই ফিরতে হবে। (এলেক্স)
এলেক্সের কথা শুনে লোকটা বুঝতে পারলো এলেক্সের অবস্থা। তারপরও তার আগ্রহ জাগলো শোনার যে এলেক্স কোন গ্রুপে রয়েছে।
-> তোমার গ্রুপের নাম কি?
ক্রিসও সাথে বলতে লাগলো,
-> তোমার গ্রুপে কি কোনো শক্তিশালী বারসার্কার নেই এলেক্স? (ক্রিস)
-> ক্রেজি ফাইভ বাউন্টি হান্টার গ্রুপ। যদিও কোনো বারসার্কার নেই তবে মিস্টার ওয়ানের ফাইট করার স্টাইল দেখে বলা যাচ্ছে আমার এক আঙ্কেল আছে, তবে মিস্টার ওয়ানের মতো তেমন শক্তিশালী নয় যতটুকু আমার মনে হয়। (এলেক্স)
এলেক্স এখন দেখে বুঝতে পারে কে কতটা শক্তিশালী যা সে পূর্বে বুঝতো না। আর অনেক পূর্বে যেহেতু সে তার গ্রুপের সবাইকে দেখেছে তাই তাদের পাওয়ারের সাথে তুলনা করে নিসন্দেহে বলে দিতে পারছিলো এই খানে মিস্টার ওয়ানের পাওয়ার বেশি শক্তিশালী ছিলো। তবে একটা পয়েন্ট এলেক্স মিস করে যাচ্ছে, সেটা হলো অনেকটা সময় পার হয়েছে। যদিও তেমন বেশি সময় পার হয় নি।
এলেক্সের কথা শুনে দুজনেই অবাক হয়েছে। এলেক্স অনলাইনের সম্পর্কে তেমন অবগত নয়, সে মাঝে মধ্যে দুই একটা নিউজ দেখলে দেখে টিভিতে বাকি সময় ট্রেনিং এ মনোযোগ দেই। অপরদিকে অনলাইন সম্পর্কে ভালোই জ্ঞান রয়েছে ক্রিসের, যে কারণে গ্রুপটার নাম শোনার সাথে সাথেই চিনতে সমস্যা হলো না তার।
-> এলেক্স কি সিওর তুই ক্রেজি হান্টার গ্রুপের সদস্য? (ক্রিস)
-> হুম। (এলেক্স)
মিস্টার ওয়ান মুচকি একটা হাসি দিতে লাগলো। সে মনে মনে ভাবছে,
❝যদি অন্যান্য স্পিসিজ বাদ দেই তাহলে বর্তমানে ওয়ার্ল্ড গভর্নমেন্টকে চ্যালেঞ্চ দিতে পারা দুটো টিম বা গ্রুপের মধ্যে একটা স্পাইডার এবং অন্যটা ক্রেজি হান্টার গ্রুপ। জানি না কেনো তবে ওয়ার্ল্ড গভর্নমেন্টের এই ঝামেলা কেটে গেলে আমার মনে হচ্ছে আমাদের ক্রেজি হান্টার গ্রুপের সাথে ফাইট হতে পারে।❞
সন্ধ্যার পরে,
এলেক্স এবং ক্রিস দাঁড়িয়ে আছে সামনাসামনি। ক্রিস হাত দুটো শক্ত করে মুঠো করলো এবং বলতে লাগলো এলেক্সকে,
-> আমরা আর পূর্বের মতো লাক্সে ফিরতে পারবো না। এমনকি আমাকে যদি শক্তিশালী হতে হয় তাহলে আমি তোকেও অনুসরণ করতে পারবো না। বর্তমানে আমাদের দুজনের স্ট্রেন্থের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তাই আমি আর একটু সময়ও নষ্ট করবো না। সামনে বার যখন আমাদের দেখা হবে তখন অন্তত তোর সাথে ফাইট করার মতো স্ট্রেন্থ আমার থাকবে। (ক্রিস)
ক্রিসের কথা শুনেই এলেক্স বুঝতে পারলো সে কি সিদ্ধান্ত নিয়েছে। তাই এলেক্স আর এই বিষয়ে তাকে কিছুই বললো না। বরং এলেক্স ভাবতে লাগলো,
❝লাক্সে প্রবেশ করেছিলাম যে উদ্দেশ্য নিয়ে সেটা একটুও সফল হয় নি। জানি না এমন অবস্থায় আঙ্কেলকে কি বলবো আমি। তবে আমার কেনো মনে হচ্ছে কিছু পরিচিত ব্যক্তিদের সাথে আমার দেখা হতে যাচ্ছে।❞ (এলেক্স ভাবছে)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।