[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২৪০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
ইউরোপীয় এম্পায়ার,
বিশাল একটা ম্যানশনের মধ্যে ক্রেজি হান্টার গ্রুপের সব গুরুত্বপূর্ণ মেম্বার গুলো বসে আছে। তারা সবাই একে অপরের সাথে গল্প করা নিয়ে ব্যস্ত ছিলো ঠিক এমন সময়ে রুমের দরজা খুলে প্রবেশ করলো ক্রেজি হান্টার গ্রুপের লিডার কার্স অফ বাউন্টি। লিডারকে সবাইকে বস বলেই ডাকে, এবং তার প্রবেশের সাথে সাথে পুরো রুম চুপ হয়ে গেলো। বসের সাথে আরো একটা ব্যক্তি প্রবেশ করেছে যাকে দেখেই ম্যাগমা, হুইসেল, জুপিটার এবং হিলার এগিয়ে আসলো। মুখে মাস্ক থাকা সত্ত্বেও এলেক্সকে চিনতে ভুল করলো না তারা।
-> আমি সহ বাকিরা ভাবছিলো কবে তুমি আসবে, বস যে এভাবে সারপ্রাইজ দিবে আমাদের সেটা চিন্তা করি নি। (ম্যাগমা)
-> বাহ এলেক্স, মাত্র এ কয়েকদিনেই তো তুমি অনেক লম্বা হয়ে উঠেছো। এখন তো আমিই তোমার ছোট হয়ে গেলাম। (জুপিটার)
জুপিটার এলেক্সের পাশে দাঁড়িয়ে বুঝতে পারলো এলেক্সের হাইট বৃদ্ধি পেয়েছে, যে কারণে সে উক্ত কথাটা বললো। হুইসেল যে চিপস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে এলেক্সকে দেখে তার দিকে চিপসের প্যাকেট এগিয়ে দিলো।
-> মনে হচ্ছে তোমার তেমন খাওয়া দাওয়া হয় নি এই কয়েকদিন। নাও চিপস খেয়ে আমার মতো পেট বানিয়ে তুলো। (হুইসেল)
-> এটা কেমন কথা হুইসেল? এলেক্স এতোদিন পরে আসছে আর ভালো করে ওকে স্বাগতমও জানাতে পারছো না। এজন্যই বলি কোনো মেয়ে তোমাকে ডেট করতে চায় না কেনো। (হিলার)
-> হ্যাঁ কথাটা বলছে একজন পাগল সাইন্টিস্ট যে সব সময় স্লাইম নিয়ে পরে থাকে। (হুইসেল)
এলেক্স সবার দিকে তাকালো একবার করে। সামনের গুলো পরিচিত মুখ হলেও এলেক্স পিছনের কয়েকজন ব্যক্তিকে চিনতে পারলো না। তাদের দিকে তাকানোর সাথে সাথে আটজন ব্যক্তি এগিয়ে আসলো। তাদের মধ্য থেকে একজন ছেলে এলেক্সকে দেখে বলতে লাগলো।
-> হঠাৎ করে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করলে হয়তো অবাক হবে, কিন্তু আমরা কি তোমার নাম জানতে পারি?
ছেলেটার চোখের দিকে তাকালো এলেক্স। ছেলেটার চোখ দেখে এলেক্স কিছু বুঝতে না পারলেও তার পাশে থাকা ক্রেজি হান্টার গ্রুপের ফাউন্ডিং মেম্বার গুলো ঠিকই বুঝতে পারলো।
❝এই চোখ শুধুমাত্র তাদের হতে পারে যারা খুব কাছের একজন ব্যক্তিকে খুঁজে বেরাচ্ছে।❞ (বস ভাবছে)
এলেক্স তাদের দিকে তাকিয়ে বলতে লাগলো,
-> আমার নাম এলেক্স। (এলেক্স)
এলেক্সের কথা শুনে ছেলেটা এবং তার পিছনে থাকা বাকি আটজনের চোখ দেখে বোঝা যাচ্ছিলো তারা তাদের হারিয়ে ফেলা কোনো মানুষকে খুঁজে পেয়েছে। কিন্তু সম্পূর্ণ সিওর ছিলো না তারা।
-> তুমি কি তোমার মুখের মাস্কটা সরাতে পারবে?
ছেলেটার কথা শুনে এলেক্স তার পাশে থাকা বসের দিকে তাকালো। বসের কোনো রকম এক্সপ্রেশন ছিলো না এই অবস্থায় যে কারনে এলেক্স তার হাত দিয়ে মুখের কালো মাস্কটা সরিয়ে ফেললো। মুখের মাস্ক সরানোর সাথে সাথে পাশে দাঁড়িয়ে থাকা জুপিটার, হিলার সহ সব গুলো মেয়েই অবাক হয়ে গেলো। যেহেতু এটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তাই সব গুলো মেয়ের দুটো গালই লাল হয়ে গেলো এলেক্সকে দেখার সাথে সাথে। বেশ কিছুক্ষণ সবাই এলেক্সের দিকে তাকিয়ে রইলো। যে কারণে এলেক্স আবারো তার মাস্কটা পরে নিলো। এলেক্স মাস্ক পরার সাথে সাথেই ছেলেটা আবারো বলতে লাগলো,
-> দুঃখিত, মনে হচ্ছে আমি তোমাকে কষ্ট দিলাম। আসলে আমাদের একটা বন্ধু ছিলো যার নামও এলেক্স ছিলো, যেহেতু সে আমাদের পূর্বে এক্সব্লকের জন্য রওনা দিয়েছে তাই আমরা ভেবেছিলাম হয়তো এখানেই তার সাথে দেখা পাবো। কিন্তু মনে হচ্ছে সে অনেক পূর্বেই এক্সব্লকে প্রবেশ করেছে।
কথাটা বলেই ছেলেটা থামলো এবং আবারো বলতে লাগলো,
-> আমরা আটজন এগনোলেনিয়া নামক একটা ওয়ার্ল্ড থেকে এসেছি, আমার নাম স্যাম এবং আমার সাথে যাদের দেখতে পারছেন এরা আমার কমরেড। (স্যাম)
স্যাম কথাটা বলে পিছনে চলে গেলো। তার সাথে বাকিরাও পিছনে যেতে লাগলো। তবে একটা মেয়ে দাঁড়িয়ে ছিলো। মেয়েটা দাঁড়িয়ে বলতে লাগলো,
-> আজব করার বিষয় না এটা স্যাম! তোমার সোর্ড কি কোনো রকমের রিয়াকশন দিচ্ছে না এই সময়ে?
-> কি বলতে চাচ্ছো এলিন? (স্যাম)
মেয়েটার নাম এলিন যে কোনো রকম কথা না বলে এগিয়ে গেলো এলেক্সের দিকে। মেয়েটার কোল্ড এক্সপ্রেশনে হঠাৎ করে পুরো রুম ঠান্ডা হতে শুরু করলো।
-> কি করছো এলিন? তুমি কি এলেক্সকে এট্যাক করার চেষ্টা করছো? (জুপিটার)
জুপিটার চিল্লিয়ে কথাটা বললো, কিন্তু এলিন তার কথায় কোনো রকম উত্তর দিলো না।
-> মনে হচ্ছে এরা আমাদের কথা ভালো মতো শুনবে না, বস এখানে থাকার পরেও এরকম অসম্মান মেনে নেওয়া যায় না। (ম্যাগমা)
ম্যাগমা কথাটা বলেই এগিয়ে যেতে চাচ্ছিলো কিন্তু তাদের বস হাত বারিয়ে দেই ম্যাগমার সামনে, যে কারণে ম্যাগমা সহ আর কেউ কোনো রকমের কথা বললো না এই সময়ে। এলিন হাঁটতে হাঁটতে এলেক্সের একদম সামনে চলে এসেছে।
-> আমাদের মনে হচ্ছে এই ছেলেটা যার নাম এলেক্স, কিন্তু তার সাথে আমাদের এলেক্সের কোনো রকম মিল আমরা পাচ্ছি না। কিন্তু গাইস আমরা যদি ভালো করে চিন্তা করি তাহলে কি বলতে পারবো আমাদের এলেক্স দেখতে কেমন ছিলো? (এলিন)
এলিনের কথার সাথে সাথে সবাই একদম গভীর ভাবে চিন্তা করতে লাগলো। সবার চিন্তা সহজ করার জন্য এলিন আবারো বলতে লাগলো,
-> এটা কি আজব করার বিষয় না? সেই ব্যাটেলে কুইন মারিয়া মারা যাওয়ার পরে কেউ জানে না এলেক্স নামেরও কেউ ছিলো আমাদের সাথে। এমনকি এখনো আমরা মনে করতে পারছি না এলেক্স কিরকম দেখতে ছিলো। (এলিন)
এলিনের কথা শুনে বাকি সাতজনের চিন্তা আরো স্পষ্ট হলো। তারা আরো গভীর ভাবে চিন্তা করতে লাগলো। কিন্তু চিন্তা করেও কোনো রকম উত্তর তারা পাচ্ছে না। বিষয়টা অনেক পেঁচালো হয়ে উঠেছে যে তারা এই সময়ে কোন সিদ্ধান্ত নিবে সেটাও জানে না। শুধুমাত্র নিজেদের সাব-কনশাসের উপরে ভরসা করে তারা সবাই আজ এই জায়গায় চলে এসেছে। এলিন এখন এলেক্সের চোখের দিকে তাকালো। ঠিক এই সময়ে এলিনের হাতের ব্রেসলেট থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। কালো ধোঁয়া পুরো রুমটা আটকিয়ে ফেললো। আলোকিত রুমটা মুহুর্তে অন্ধকার হয়ে গেলো। আর পুরো অন্ধকারে কালো উজ্জ্বল আগুন জ্বলতে শুরু করলো চারদিক দিয়ে।
-> আমি এলিনকে বলেছিলাম পাওয়ারটা একটু কন্ট্রোল করার জন্য। কিন্তু মনে হচ্ছে এলিনকে আটকানো সম্ভব না এখন আর। (স্যাম)
স্যামের মাথাতেও অনেক চিন্তা রয়েছে, তারপরও তার বড় চিন্তা সামনে দাঁড়িয়ে থাকা তাদের গ্রুপের বস। যেহেতু অনেক সিক্রেট রয়েছে যা এখনো স্যাম তাকে বলে নি তাই কি বলবে তাদের বস সেটা নিয়েই আরো চিন্তায় হারিয়ে গেলো স্যাম। তবে এটা নিয়ে তেমন কিছু ভাবছিলো না ক্রেজি হান্টার গ্রুপের বস। যেখানে এতোটা এনার্জিতে হুইসেল, ম্যাগমা, জুপিটার এবং হিলার পর্যন্ত অবাক হয়েছে, সেখানে বস সেটা দেখে হাসতে লাগলো মুচকি মুচকি।
❝আমি ভাবছিলাম এরা স্বাভাবিক কেউ না, কিন্তু এতোটা অস্বাভাবিক হবে সেটা ভাবি নি। মনে হচ্ছে স্লেভ কন্ট্রাকটা আরো বৃদ্ধি করতে হবে সবার জন্য। হাহাহাহাহাহাহা,❞ (বস ভাবছে)
নোট: এখানে স্লেভ কন্ট্রাক দ্বারা বোঝানো হয়েছে ক্রেজি হান্টার গ্রুপে কাজ করার কথা।
❝তাহলে আমার সন্দেহ সঠিক ছিলো। যদিও দেখে এদেরকে অনেকটা দুর্বল মনে হয়, কিন্তু এরা আসলেই তাদের পাওয়ার লুকিয়ে রেখেছিলো। মানতে কষ্ট হচ্ছে তারপরও বলতে হবে আমার সমান লেভেলে না থাকলে সেটা অসম্ভব। যদিও এক এক ফাইটের মধ্যে আমার মনে হয় না তাদের মধ্য থেকে কেউ আমাকে হারাতে পারবে, কিন্তু এই মেয়ের সমান আরো একজন বা দুইজন থাকলে আমি হেরে যাবো সেটা নিশ্চিত, তবে পুরো ব্যাপারটা ভিন্ন যদি আমি ম্যাগমাকে ব্যবহার করি। যায়হোক, এতোদিন আমি আমার আগ্রহ ধরে রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে আজকে থেকে এদের সাথে আমাকে সিরিয়াস ভাবে ট্রেনিং ফাইট করতে হবে।❞ (হুইসেল ভাবছে)
চারিদিকের কালো আগুন একত্রিত হয়ে গেলো এবং সেটা থেকে কালো একটা ফিনিক্স তৈরি হলো। ফিনিক্সটার উপস্থিতিতে রুমের মধ্যকার প্রেসার বৃদ্ধি পেতে শুরু করলো।
❝অসম্ভব, এই ফিনিক্সটা আমাকে পর্যন্ত এনার্জি ব্যবহার করতে বাধ্য করছে। এটা কিভাবে সম্ভব? এই অবস্থায় শুধুমাত্র বস কোনোরকম এনার্জি ব্যবহার করছে না। ঔ ছেলেমেয়ে গুলোও এনার্জি ব্যবহার করছে। ওয়েট এটা কিভাবে সম্ভব?❞ (ম্যাগমা ভাবছে)
ম্যাগমা অবাক হলো কিছুটা কিন্তু তার অবাক ভাব কেটে এবার একটা ভয়ানক হাসিতে পরিণত হলো সেটা।
❝আমি জানতাম, যে কোনো রকম স্পেশাল ট্রেনিং ছাড়া ১৫ বছর পরে ফোর্টেজ থেকে বেরিয়ে একটা ড্রাগনের সাথে ফাইট করে সেটার শিং ভেঙে ফেলতে পারে সে যদি ১৫ দিন প্রপার ট্রেনিং করতে পারে তাহলে কতটা শক্তিশালী হয়ে উঠবে। হাহাহাহাহাহা, হুইসেল মনে হচ্ছে এলেক্সের সাথে আমরা আমাদের মন খুলে ফাইট করতে পারবো এখনি।❞ (ম্যাগমা ভাবছে)
রুমের মধ্যে এই সময়ে শুধুমাত্র দুজন ব্যক্তি কোনো রকমের এনার্জি ব্যবহার করছিলো না। ফিনিক্সের প্রচুন্ড এনার্জির কারণে বাকি সবাইকে ঠিক মতো দাঁড়িয়ে থাকার জন্য এনার্জি দিয়ে শরীরের চারদিকে একটা ব্যারিয়ার বানিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু বসের কোনো রকম ব্যারিয়ারের প্রয়োজন হচ্ছিলো না। ফিনিক্সের প্রচুন্ড মারাত্মক এনার্জি তার শরীরকে কিছুই করতে পারছিলো না। অন্যদিকে ফিনিক্সের এনার্জি এলেক্সকে স্পর্শই করতে পারছিলো না।
ফিনিক্সটা তাকালো এলেক্সের দিলে, সে তাকানোর পরেই এলিনকে কিছু একটা বলতে লাগলো, যা বাকিরা কেউ শুনতে পেলো না। এই তার কথাটা শুনে তাকালো এলেক্সের হাতে থাকা একটা রিং এর দিকে। এলিন এবার বেশ কিছুক্ষণ এলেক্সের চোখের দিকে তাকিয়ে রইলো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে এলিন তার পা বারালো পিছনের দিকে। সাথে সাথে সব গুলো কালো ধোঁয়া এবং ফিনিক্সের এনার্জি সব গুলো এলিনের ব্রেসলেটের মধ্যে প্রবেশ করলো। এলিনকে পিছনে চলে আসতে দেখে পিছন থেকে আরেকটা মেয়ে এগিয়ে আসলো। মেয়েটার নাম এরিয়েল। একটু পূর্বেও তাকে যেমন দেখতে মনে হচ্ছিলো সে তেমনি দেখতে কিন্তু এলেক্সের সাথে দেখা হওয়ার পরই মনে হচ্ছিলো তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে উঠেছে। তার হাতের দিকে নজর পরলো তারই সাথে থাকা আরো একটা মেয়ে যার নাম রোজা।
❝এরিয়েলের হাতে কি একটু আগেও এই বাটারফ্লাই ট্যাটু ছিলো?❞ (রোজা ভাবছে)
এরিয়েল একটু এগিয়ে এসে এলিনের সামনে দাড়ালো। তার সামনে দাঁড়িয়ে এরিয়েল বলতে লাগলো,
-> নিশ্চয় সেই ড্যানজনে আমার গল্পটার ছোট একটা স্পয়লার তোমার মনে আছে। (এরিয়েল)
এরিয়েলের কথাটা শুনে এলিনের পুরো শরীর থেমে গেলো। তার মনে হতে লাগলো ড্যানজনের মধ্য থেকে এরিয়েলের কথাটা। এরিয়েলের এমন একটা কথা ছিলো,
(-> গল্পটার হ্যাপি ইন্ডিং এর কাছে আমার, তোমার, এমনকি পুরো ওয়ার্ল্ডের কোটি কোটি ট্রিলিয়ন স্পিসিজের জীবনও তেমন গুরুত্বপূর্ণ নয়।)
-> তোমাকে আরো একটা স্পয়লার দিচ্ছি আমি এই সময়ে। হয়তোবা এটাকে ডেস্টিনিও মেনে নিতে পারো যেখানে তোমার একটা সিদ্ধান্তে গল্পে তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে। এই সময়ে সবাইকে বলে দাও এই ছেলেটাই এলেক্স এবং ভবিষ্যতে এলেক্সের হাতেই মারা যাও অথবা আইস কুইন টাইটেলের মতো বরাবরের মতো চুপ হয়ে যাও এবং ভবিষ্যতে আমার হাতে থাকা বাটারফ্লাই ট্যাটুর মতো একটা ট্যাটু অর্জন করে নাও। (এরিয়েল)
এরিয়েলের কথাটা শুনে এলিন তার সিদ্ধান্ত নিয়ে নিলো। এরিয়েল কি বললো সেটা এলিন ব্যতীত কেউ শুনতে পারলো না। তাই এলিন যখন হেঁটে হেঁটে তার বন্ধুদের কাছে ফিরে গেলো তখন মাইরা এবং স্নেরা নামের দুজন মেয়ে এক সাথেই বলতে লাগলো,
-> কি হয়েছে এলিন, হঠাৎ তোমার শরীর তো একটুও ভালে মনে হচ্ছে না।
এরিয়েল এগিয়ে আসার পরে এমন মনে হচ্ছিলো যে সবাই কিছু একটা ভুলে যাচ্ছে। কিন্তু সেটা কি ছিলো তা মনে না পরার কারণে কেউ সেটা নিয়ে বেশি চিন্তা করলো না।
❝প্লট এর থেকে বেশি চেঞ্জ করা হয়তো ভালো হবে না। ইতিমধ্যেই অনেক বিষয় স্ক্রিপ্টের বাইরে চলে এসেছে। যেহেতু আমার অন্য অ্যাভেটার লুসিফার ওয়ানের সাথে জড়িত স্ক্রিপ্ট গুলো ঠিক করেছে এবং বর্তমানে এক্সব্লকে রয়েছে তাই আমাকে এখানে সম্পূর্ণ চেষ্টা করতে হবে। আর মাত্র সাতদিন আমাকে সাবধান থাকতে হবে। এর মাঝে আরো কিছু স্ক্রিপ্টের বাইরে চলে গেলে গল্পটা আমার হাতের কন্ট্রোল থেকে চলে যাবে।❞ (এরিয়েল ভাবছে)
এরিয়েলের সাথে থাকা রোজা এরিয়েলের দিকে তাকালো। যদিও এরিয়েল দেখতে একই ছিলো এবং তার ব্যবহার এতোদিন একই ছিলো, তারপরও হঠাৎ করে রোজার মনে হতে লাগলো এরিয়েলের কোনো একটা বিষয় চেঞ্জ হয়েছে।
-> মনে হচ্ছে সবাই খুব বেশি চিন্তিত অবস্থায় রয়েছো, তাই আমি সবার মুডকে ঠিক করে দিচ্ছি একটা খারাপ সংবাদ দিয়ে। (বস)
ক্রেজি হান্টার গ্রুপের বসের কথায় সবার নজর তার দিকে চলে গেলো। খারাপ সংবাদ দিয়ে কেউ মুড ঠিক করে সেটা আজ পর্যন্ত কেউ শুনে নি হয়তো, কিন্তু পুরাতন মেম্বারদের জন্য এটা নতুন কোনো ব্যাপার ছিলো না।
-> আজ এই মুহুর্তে ক্রেজি হান্টার গ্রুপ বাতিল হয়ে যাচ্ছে। (বস)
বসের কথাটা মুচকি একটা হাসি দিলো। প্রথমে তো ম্যাগমা, হুইসেল, হিলার এবং জুপিটার পর্যন্তও অবাক হয়ে গেলো কথাটা শুনে। কিন্তু তাদের বসের মুচকি হাসি দেখে তারা বুঝতে পারলো কোনো ভালো একটা সংবাদ রয়েছে এখন।
-> হ্যাঁ ভালো একটা সংবাদও রয়েছে। আজ থেকে আমাদের গ্রুপ দুই ভাগে ভাগ হবে। ক্রেজি টেবিল এবং টাইটেল কর্পস। ক্রেজি টেবিল অনেকটা রাউন্ড টেবিলের মতো হবে যেখানে সিট থাকবে মাত্র পাঁচজন এবং এখানে শুধুমাত্র টাইটেল কর্পসের কমান্ডার বা লিডার বসতে পারবে। কর্পস কমান্ডার তাদের কর্মসের জন্য যেকোনো টাইটেল নির্ধারণ করতে পারবে এবং সরাসরি ক্রেজি টেবিলের সুপ্রিম কমান্ডারের থেকে আদেশ পালন করবে। আর আমাদের সুপ্রিম কমান্ডার সহ পুরো ক্রেজি টেবিল এবং টাইটেল কর্পস এম্পেরর অফ ব্রিটেন এর সব গুলো আদেশ পালন করবে। (বস)
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।